Рет қаралды 14,346
আমরা এসেছি ঘূর্ণায়মান নক্ষত্র হয়ে - মাওলানা রুমী
আমরা এসেছি ঘূর্ণায়মান
অস্তিত্বহীনতা থেকে
নিক্ষিপ্ত এক একটি নক্ষত্র হয়ে
ধুলিকনার মতো
নক্ষত্রেরা তৈরি করেছে একটি বৃত্ত
আর মাঝখানে
নাচছি আমরা সবাই
স্বর্গের চাকা
ঈশ্বরকে করে প্রদক্ষিণ
ঘানির কলের মতো
যদি তুমি আঁকড়ে ধরো চাকার একটি স্পোক
তা ছিঁড়ে ফেলবে তোমার হাত
ঘুরছে আর ঘুরছে
করছে চূর্ণ বিচূর্ণ
সব সংযোজন
চাকাটি যদি গভীর প্রেমে না থাকতো
সে তখন চিৎকার করে বলে উঠতো 'যথেষ্টতো হয়েছে! আর কতক্ষন আমাকে ঘুরতে হবে?'
প্রতিটি পরমাণু
প্রচন্ড উন্মাদনায় ঘূর্ণায়মান
ভিখারিরা ঘুরে টেবিলের চারপাশে
কুকুরেরা ঘুরে পঁচা মাংসের চারপাশে
প্রেমিক ঘুরে তাঁর নিজের হৃদয়ের চারপাশে
অপ্রস্তুত,
আমি ঘুরি গ্লানির চারপাশে
এ যেনো ধ্বংসপ্রাপ্ত জলচক্র
যেদিকেই তা আমি ঘুরাই
সেদিকেই সেই নদী
যদি সেই মরিচা ধরা পুরাতন আকাশ
প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে যায় একেবারে
তারপরও প্রদক্ষিণ করতে থাকি আমি
এবং একমাত্র ঈশ্বর
তাঁর নিজেকে করছেন প্রদক্ষিণ
****
#রুমি_কবিতা
#জালালউদ্দিন_রুমি
#জিরুমীয়া