বিশ্বখ্যাত আধ্যাত্বিক ও অতিন্দ্রিয়বাদি লেখকের কবিতা, গদ্য ও উক্তির পাঠ থাকবে এই চ্যানেলে।
-----------------------------------
পৃথিবীর সব মানুষ তিনটি প্রজাপতির সদৃশ, একটি মোমবাতির শিখার সামনে।
প্রথম প্রজাপতিটি যখন মোমবাতির শিখার খুব কাছে যায় তখন সে বলে, "ভালবাসা কি আমি তা ভালো জানি"।
দ্বিতীয় প্রজাপতিটি যখন মোমবাতির কাছে যায়, সে তার ডানা দ্বারা আলতোভাবে শিখাকে স্পর্শ করে আর বলে, "আমিই জানি ভালবাসার আগুন কিভাবে পোড়ায়"।
আর সবশেষে তৃতীয় প্রজাপতিটি যখন মোমবাতির কাছে যায়, সে তখন নিজেকে শিখার মাঝখানে ছুঁড়ে ফেলে আর তখন মোমবাতির শিখাটি তাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে। নিভৃতে সেই একা জানতো সত্যিকার ভালবাসাটি আসলে কি।
- রুমি (১২০৭ - ১২৭৩)
যোগযোগের ই-মেইল:
[email protected]ফোন নাম্বার জানতে ই-মেইল করুন।