Рет қаралды 3,473,173
পুরস্কারের ‘কপি’!
প্রশ্নফাঁসের এই জমানায় নকল নেই বললেই চলে। তবে নকল যে এখনো বহাল তবিয়তে আছে, তা আবার মনে করিয়ে দিলেন ‘মীরাক্কেল’খ্যাত সজল, জামিল ও শাওন। গানের সুর থেকে শুরু করে তাল, লয় যাঁরা ‘কপি’ করেন, তাঁদের তাঁরা ভূষিত করলেন ‘মেরিল-প্রথম আলো কপি পুরস্কারে’। একইভাবে যাঁরা আবার সুরটা গলায় বেঁধে অটোটিউন ব্যবহার করে ইউটিউবে ‘কোটিপতি’ শিল্পী বনে গেছেন, তাঁদের জন্য ছিল ‘বাঁধাকপি’ পুরস্কার। সজল, জামিল আর শাওনদের এই ব্যঙ্গাত্মক উপস্থাপনার পর পূর্ণিমা আবার প্রতিভার ঝলক দেখালেন। দেখালেন বললে ভুল হবে, আসলে শোনালেন। ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’ গানটা গেয়ে এবার তিনি পূরণ করলেন বেবী নাজনীনের অভাব! এত ‘ভালো’ পারফরম্যান্সের পরও ফেরদৌস খোঁচা দিতে ছাড়েননি, ‘তুমি তো গান গাইলেও পারো, অভিনয়ে যখন ডাক পাচ্ছই না...।’ পূর্ণিমা অবশ্য নাছোড়বান্দা। মঞ্চে কোনো নির্মাতা উঠলেই তাঁদের পরবর্তী নাটক বা সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য ভীষণ ‘লবিং’ চালিয়ে গেলেন। সেসব দেখে দর্শক হেসেই কূল পায় না।