হিয়া ঠান্ডা করার মতো এতো সুন্দর আবৃতি, এতো সুন্দর অর্থবহ বাক্যগুলো যা মুহুর্তেই মনের সকল অন্ধকার দুর করে অশান্ত মনকে শান্ত করে দেয়। আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য অনেক দোয়া ও ভালবাসা রইলো। ফি আমানিল্লাহ !
@projapoti76673 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টটির জন্য, যা আমার জন্য অনুপ্রেরণা। আমার পক্ষ থেকেও রইলো - আপনার ও আপনার প্রিয়জনদের সবার জন্য অনেক দোয়া, ভালবাসা ও শুভেচ্ছা।
@labibhossain55827 ай бұрын
প্রতিটি শব্দ আমার নিকট মনে হয়,পাহাড়ের চেয়েও ভারি।হিরার চেয়েও সুন্দর, মুধুর চেয়েও মিষ্টি।
আল্লাহর মেহের বানিতে ১৮ বৎসর যাবত মহববতের সম্পর্ক রয়েছে। দোয়া
@Lokmanhussain247 ай бұрын
হযরত আরেফ রুমি রহ. কি আজিব লেখা তিনি লিখতেন, যা ক্বলবে গিয়ে আঘাত করে, মনের গভীরে ধাক্কা দেয় ! আল্লাহু আকবার !! আমাদের হযরত রহ. আমাদের কতভাবে শিখায়ছেন, মালিক আমাদের কত ভালোবাসেন, আর আশেক মাশুকের সম্পর্ক ! আল্লাহ আমাদের হযরতকে আমাদের রাব্বে কারিম জান্নাতের উচ্চ মাকাম দান করুন ❤
@ebadulhaqueofficial3 жыл бұрын
কতই না চমৎকার এ কথাগুলো! সত্যিই অসাধারণ! ❤️
@projapoti76673 жыл бұрын
ধন্যবাদ।
@madinamahinmuskan73543 жыл бұрын
মাওলানা জালালুদ্দিন রুমী (রহঃ) অনেক শ্রদ্ধা ও ভালোবাসি। তার কবিতা গুলো আমায় অনেক অনুপ্রেরিত করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তার লিখা কবিতা গুলো আমাদের কাছে পৌঁছে দেয়ার জন্য। আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। شكرا جزيلا
@projapoti76673 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ!!
@anowaranowar26763 жыл бұрын
শুনতে শুনতে মনে হয়, অন্য এক জগত, যেখানে সময় নেই, নেই কোনো বেলা ভুমি,, শুধুই বর্তমান💓💯
@projapoti76673 жыл бұрын
ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টটের জন্য। অনুভূতিটা সে রকমই হয়, রুমি (রাহ;) এর লেখা পড়লে বা শুনলে।
@SABBIR2600K4 ай бұрын
"আমি কি তোমাকে বলিনি, আমার কোন কাজ নিয়ে প্রশ্ন না করতে- কারন সব কিছুই সময়ের সাথে গঠন নিবে। আমিই যে স্রষ্টা ! জীবনে চলার পথে যখই কঠিন সময় অতিক্রম করি এবং কোন কিছু পরিকল্পনা অনুযায়ী ও মন মতো না হয় ঠিক তখনই আমি এই উক্তিটি শুনি, পড়ি আর অন্তরে ধারন করি। আমার সব অশান্তি এক নিমিষেই শেষ হয়ে যায়। আমি খুবই শান্ত অনুভব করি। রুমি এবং আপনার প্রতি আমার এ গভীর ভালবাসা চিরকাল অন্তরে প্রবাহিত হতে থাকবে৷ আর সেই ভালবাসার তাড়নায় তাড়িত হয়ে বার বার এখানে ফিরে আসি। ফি আমানিল্লাহ