Рет қаралды 2,774,207
আসসালামু আলাইকুম,
আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ''Aysha Siddika'' ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা মাখা শুভেচ্ছা বার্তা এসে জমা হয়েছে আমার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতো আন্তরিক ভালোবাসা দেয়ার জন্য আর সবসময় আমার পাশে থাকার জন্য।
সবাই দোআ করবেন আমার জন্য।
সামনেই রমজান মাস....এসময়ে সবাই এবাদত বন্দেগী নিয়ে ব্যাস্ত থাকেন। তাই সময় বাঁচাতে রোজার আগেই চাইলে কিছু কিছু কাজ এগিয়ে রাখতে পারেন যাতে ইফতারের আগে কম ঝামেলা পোহাতে হয়।
আর আমাদের দেশে ইফতারের একটা কমন আইটেম হলো পিঁয়াজু যা প্রায় প্রতিদিনই সবার ঘরে তৈরী হয়।
তাই আজকে আপনাদের জন্য এই পিঁয়াজু'র রেসিপির সাথে সাথে ৩ টি সংরক্ষণ পদ্ধতি নিয়ে এসেছি। যাতে আপনারা আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এতে করে ইফতারের আগে ঝামেলা অনেকটাই কমে যাবে। আশা করছি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগবে।
উপকরণ :
খেসারি ডাল - ১ কাপ
মসুরি ডাল - ১/২ কাপ
ভিজিয়ে রাখুন ১৫ থেকে ৩০ মিনিট।
পানি ছাড়া বেটে/ ব্লেন্ড করে নিন। আধাবাটা করে নিতে হবে।
পেঁয়াজ কুচি - ১/২ কাপ
মিহি কাঁচামরিচ কুচি - ৬ টি
লবন - ১ চা চামচ বা স্বাদমতো
হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
আদা-রসুনবাটা - ১/২ ও ১/৪ চা চামচ
ধনেপাতা কুচি - ১ টেবিলচামচ
ডালবাটা - দেড় কাপ
#piyaju
#piyaji
#bangladeshi_piyaju
#iftar recipe
#ramadan_special
#bangladeshipiyaju
#piyajurecipebyaysha
#piyajirecipebyaysha
.............................................
For business queries/ sponsor, please contact: info@ayshasrecipe.com
.............................................
সপ্তাহে তিনটি মজার মজার Kid's Special রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল ''Tiffin Box''
সাবস্ক্রাইব লিংক 👉👉 bit.ly/kidstiff...
ইউটিউব চ্যানেল লিংক 👉 bit.ly/ayshasre...
আমার ফেসবুক পেজে আমার ডেইলি আপডেট পেতে ক্লিক করুন 👉 / ayshasrecipe
আপনাদের রান্না শেয়ার করতে পারেন আমার গরূপে 👉 / foodfantasyfamily
ইনস্ট্রাগ্রামে আমার ছবি দেখতে 👉 / ayshasrecipe
Music by Bashar Salman
Contact and Follow:
Facebook: / basharslman
Instagram: / slman_bashar
Twitter: / salman__bashar
#ayshasrecipe