অল্প বয়সে চিরতরে হারিয়ে যাওয়া এক অমূল্য সম্পদ, বাংলা সাহিত্যের মনি-মানিক্যসম সম্পদের কি সুন্দর উপস্থাপন করলেন! ওপারে ভালো থাকুন সুজন!
@rajeshpaul69479 ай бұрын
আহা! কালিকাপ্রসাদের মত এমন প্রতিভা যুগে যুগে একবারই আসে।এত অল্প বয়সে হারিয়ে গিয়ে উনি যেন গানের এই জগতে বিরাট শূণ্যতা তৈরী করে দিলেন।
@roadtolife2045 Жыл бұрын
এমন করে আর কে বুঝাইতে পারে.. শান্তিতে ঘুমাও কালিকা প্রসাদ ❤️
@dipankartriptivlogs6880 Жыл бұрын
প্রিয় শিল্পী, বাংলা লোক গানের এক উজ্জ্বল নক্ষত্রের অসময়ে বিদায় সত্যিই বেদনার😢😢😢
@jeetray1110 ай бұрын
অনেক শুনেছি কালিকাপ্রসাদের বাংলা লোকগীতির ব্যাপক জ্ঞানের ব্যাপারে। এদিকওদিক একটু আধটু ঝলক যা দেখতে পাই তাতে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। কি সুন্দর করে উনি গল্পও বলতেন সাথে গাইতেন। বাংলা লোকগীতি যদি হয় গহীন গাঙ তবে কালিকাপ্রসাদ ছিলেন নদের চাঁদ।
@rashed_17010 ай бұрын
মৈমনসিংহ-গীতিকা অসাধারণ ❤
@kakashi13158 ай бұрын
আমি যত বার জন্ম নিই যেন কালিকাপ্রসাদের মত শিল্পীর গান শুনতে পাই ওপারে ভাল থাকুন
@pratimapaul2323 Жыл бұрын
আমার প্রিয় শিল্পী। ভাবতেই পারছিনা যে শ্রদ্ধেয় শিল্পী আর আমাদের মধ্যে নেই।