আপনার কথা মন দিয়ে শুনি, পাপ মোচনের জন্য। আর বিস্মিত হই আপনার গভীর জ্ঞানে। সাভার, ঢাকা থেকে পদস্পর্শ প্রণাম।
@pravatigunin95732 жыл бұрын
কত না জানা কথা জানলাম,লোভ হয় আর ও জানতে, হৃদয় দিয়ে শুনি প্রতিটি শব্দ।
@mamataroy34132 жыл бұрын
Khub sundar barnona,pronaam neben.
@ratnadityadutta58952 жыл бұрын
আজকের বক্তব্য দার্শনিকতার চরমতম পরাকাষ্ঠা রেখে গেল। দুর্গা এবং চন্ডী নিয়ে এই মনোজ্ঞ আলোচনা জীবন খাতায় স্মৃতির পাতায় হয়ে থাকবে সমুজ্জ্বল আপনাকে এবং পুরস্কার কবিতার সেই কবি জায়াকে আমার শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি।
@sanjuktamondal65112 жыл бұрын
খুব সুন্দর গল্প শুনলাম, খুব আকর্ষণীয় ও মজা করে বললেন। পুরোটা না শুনে উঠতেই পারলাম না। কতো রকমের ঘটনা। খুব ভালো থাকুন, শ্রদ্ধাপূর্ণ প্রণাম রইলো। মহামায়া আমাদের পালন করো রক্ষা করো, অহংকার নাশ করো। জয় মা শ্রীশ্রী চন্ডী 🙏🌺🙏🌺🙏🌺
@prakritigoswami13462 жыл бұрын
খুব সুন্দর করে বলেছেন , এতো কিছু জানতাম না , দারুন ভাবে ভেঙে ভেঙে বলেছেন।প্রনাম জানাই।
@diptidatta85062 жыл бұрын
আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই .... সুস্থ থাকুন .... ঠাকুর ও মা আপনাকে দীর্ঘায়ু প্রদান করুন .... জীবনের এই প্রান্তে এসে এ এক পরম প্রাপ্তি.... অমৃত পান করে চলেছি ....
মমতা শব্দকে কি সুন্দর করে ভেঙ্গে বল্লেন। যখন আপনি শব্দগুলোকে derive করে বলেন এত ভাল লাগে। মনে হয় আমাদের ভাষা / শব্দভান্ডার কত সমৃদ্ধ। কত বৈজ্ঞানিক। অনেক শুনি আপনার আলোচনা। তাঁর কাছে আপনার সুস্থ্য জীবন কামনা করি।
@radhasengupta39062 жыл бұрын
আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপনার ব্যাখ্যা করা শুনি এই আমার বয়স আশি এখন রাত 🌹ই একটা বেজে গেছে কিন্তু আমি অবিরাম শুনে 🌹 যাচ্ছি
@pranotoshnandy76902 жыл бұрын
স্যার এই চ্যানেলটির জন্য অসংখ্য ধন্যবাদ। প্রণাম নেবেন।
@bonggirl05062 жыл бұрын
😢 শুনতে শুনতে চোখে জল এসে যায়
@sreeparnabiswas20332 жыл бұрын
Ashadharan sir 🙏🏻🙏🏻pranam janai apnake..🙏🏻🙏🏻
@monasaha356 Жыл бұрын
ধন্যবাদ। খুব ভাল লাগল। সুন্দর বলেছেন।
@pratimasarkar16592 жыл бұрын
এত সুন্দর আর সহজ করে আমাদের জন্য যে উপহার দান করছেন তা দেবতার আশিরবাদের চেয়েও বেশি। নমসকার ।
@milisarkar15542 жыл бұрын
Pronam neben sir .Asadharon …Iswarwe kache prarthona kori Sustho thakun ..amader ebhabe santi din ..
@barunmitra87782 жыл бұрын
The real appeal of your writings, and now these natives on the internet, lie in your ability to humanise the deities, and concertise abstract ideas. Your narrative is pregnant with enormous philosophical and psychological possibilities. This make it possible for believers and non-believers, Hindus as well as non-Hindus, to find some meaning in the stories and ideas that are also very relevant in the contemporary world. The depth of your scholarship is reflected in your capacity to make the eternal appear in the mundane. Thank you very much for making this series. 🙏
@arnabgora1 Жыл бұрын
So what is your better explanation Sir? Awating for it
@brewedmeditation28862 жыл бұрын
এভাবে আমাদের সমৃদ্ধ করুণ। আপনার একটা বই পড়তেছি এই পূজার ছুটিতে
@astrologyformankind13182 жыл бұрын
আপনার কথা শুনে চোখ যেন ছলছল করে আসে.... ভক্তি ভাবে বিভোর হয়ে থাকে বক্তব্যগুলি... আহ কি অপূর্ব.. অভূতপর্ব ব্যাখ্যা ।
@astrologyformankind13182 жыл бұрын
57: 16তে আপনি যে শ্লোক উচ্চারণ করলেন সেটা পুরোটা বললে খুব ভালো হতো.. কি অপূর্ব সুরে আপনি গাইলেন বার বার শুনতে ইচ্ছা করছে। ভালো থাকবেন স্যার
@girijamanjaripadhi49188 ай бұрын
Sunder alochana.Thank u sir .
@subhashmitra1042 Жыл бұрын
সমৃদ্ধ হলাম স্যার।
@nabanitamajumdar88482 жыл бұрын
জ্ঞান সমুদ্রের কাছে যেন বসে আছি এরকম মনে হচ্ছে। আমরা কি এসব শুনে বোর(bore) হতে পারি ? কি যে আনন্দ হয় শুনে!!! 🙏🙏💐
@SKABULKALAMAZAD-kw7uo Жыл бұрын
আমি এক জন জবন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার জীবন সাথক হলো আপনার আধ্যাত্বিক ভাবধারায়
@aparnakarmakar49295 ай бұрын
অসাধারণ! ধন্যবাদ, স্যার।
@aniruddhamukhopadhyay6722 Жыл бұрын
আপনার লেখায় এক জ্ঞানগর্ভ পান্ডিত্যর পরিচয় পেয়েছি, কিন্তু ইউ টিউবে, তুমি এক আপন ভোলা জ্ঞান পাগল বন্ধু, মনে হয় যেন পাশে বসে শুনছি। এ 😮এক গুরু যিনি অন্ধকারের আলো। শ্রদ্ধা, ভক্তি কিছুই নয় এক অবক্ত প্রানের আরাম পাই। হার্দিক শুভেচ্ছা।
@gouribanerjee8737 Жыл бұрын
বিবিধের মাঝে মা চন্ডীর যে মহিমা আপনি বর্ণনা করলেন তা শুনে আমি মুগ্ধ ,বিস্মিত।
@purbitaghosh19962 жыл бұрын
কি অপূর্ব বর্ণনা
@sujatadasgupta78832 жыл бұрын
আপনাকে সশ্রদ্ধ নমস্কার জানাই। প্রাণ ভরে গেল।
@madhumitasengupta36272 жыл бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম
@bubulbanarjee50812 жыл бұрын
আপনার বক্তব্য যত শুনি ততো মুগ্ধ হয়ে যাই
@দেবব্রতমিত্র2 жыл бұрын
প্রনাম। আপনার প্রজ্জ্বলিত জ্ঞানালোক আমাদের তিমির আচ্ছন্ন হৃদয়কে উদ্ভাসিত করে। এক অনাবিল আনন্দে বিমোহিত হই। মনে হয় কেন এত কম সময়ে সমাপ্ত হলো।
@sankhajitpaul408 Жыл бұрын
Speechless sir Ki bakhya Pronam sir!!
@abantimunshi6883 Жыл бұрын
আমেরিকার Pittsburgh শহর থেকে একান্তে আপনার কথন শুনছি আর অবাক হচ্ছি। পূরাণ পাঠের যোগ্যতা আমার নেই, কিন্ত আপনি আজ আমার কান্ডারি হয়েছেন সেই রস আস্বাদনের পথে।অসংখ্য ধন্যবাদ, জয় মহামায়া
@revukumar9184 Жыл бұрын
আপনার শ্রীচরণে বারংবার প্রণাম❤❤
@proloymukherjee49612 жыл бұрын
অসাধারণ। সেই কবে থেকে ওঁর নানা লেখা পড়েছি। শারদীয়া বর্তমান কিনতাম মুলত নৃসিংহ বাবুর লেখা পড়তে পাবো বোলে।পরবর্তী কালে মহাভারত ও অন্যান্য এপিকের নানা চরিত্র নিয়ে লেখা নানা বই পড়তে পেয়েছি।এতদিনে এই ইউটিউবের নানা এপিসোডের মাধ্যমে ওঁকে নতুন কোরে চিনলাম।মহাভারত ও পুরানাদির উপর ওঁর পান্ডিত্য তো সর্বজনবিদিত।কিন্তু এই এপিসোড গুলি আমাদের কাছে all in one হিসেবে পাচ্ছি।কথা বলার সময় ওঁর শরিরী ভাষা সমগ্র আলোচনায় এক অসাধারণ মাধুর্য এনে দেয়। অনেক অভিনন্দন ওঁকে।ঈশ্ব্রর ওঁকে শতজীবী করুন এই কামনা করি।
@barsasworld94862 жыл бұрын
বর্তমান সাপ্তাহিক গুলোয় ওনার লেখা আর রামানন্দ বন্দ্যোপাধ্যায় এর আঁকা একসাথে দেখতাম। অসাধারণ।
@dipalibhattacharjee889 Жыл бұрын
প্রতিদিন সমৃদ্ধ হচ্ছি
@indranilchatterjee88412 жыл бұрын
Pronam apnke🙏🙏
@avijitbanerjee8651 Жыл бұрын
কত কি যে জানছি, শিখছি স্যার বলে শেষ করা যাবে না।মুগ্ধ হয়ে আপনার ক্লাস করি।
সারাক্ষণ অপেক্ষায় থাকি আপনার নতুন ভিডিও বা বই বা লেখা কখন আসবে। আপনি সুস্থ ও ভালো থাকুন।আপনার মুখনিসৃত অমৃত বাণী আমাদের সমৃদ্ধ করুক।প্রণাম গ্রহণ করুন।
@statuserjibonmognoamarmon54484 ай бұрын
দূর্গা পূজার যে মহাস্নান সেই মহাস্নান নিয়ে যদি একটা ভিডিও বানায়
@indranichakraborti41692 жыл бұрын
আপনাকে প্রশংসা করার ভাষা নেই 🙏 সময়োপযোগী আলোচনা মন্ত্র মুগ্ধের মত শুনলাম ।
@sarmisthamitra59902 жыл бұрын
School life theke apnar lekha pori. Pujor sathe apni kamon jano ek hoye gechilen. Wait kortam sara bachor apnar lekha porbo bole. Takhon bhabini apnar katha konodin sunbo. E jano parom prapti. Apnar moto gyani manusher aaj baroi abhab. Chele medical student , chele ami dujoei suni apnar katha mantromugdher moto. Sustho thakun , bhalo thakun r amader samridhha korun. Pronam neben 🙏
@soumitrachakraborty12042 жыл бұрын
খুব সুন্দর আলোচনা করেছেন। মন্ত্রুগ্ধের মত সকলেই রসাস্বাদন করেছেন। এই বিষয়ে আপনার মত একজন বিধগ্ধ প্রনম্য ব্যাক্তিত্বের কাছে আমার একটি জিজ্ঞাস্য আছে,সেটা হলো:- ভাগবত পুরাণ এর চতুর্থ স্কন্দের চতুর্থ অধ্যায়এর ২১-২৭ শ্লোক অনুযায়ী সতী যজ্ঞ স্থলে নিজ পিতার মুখে স্বামী শিবের নিন্দা সহ্য করতে না পেরে "উত্তরস্য হয়ে বসে একাগ্র চিত্তে প্রাণায়াম করে যোগাগ্নি দ্বারা নিজ দেহকে ভস্মিভূত করলেন"।( সংক্ষেপে বললাম) এইখানে আমার প্রশ্ন হল যে সতী যদি যোগাগ্নী দ্বারা নিজ দেহকে ভস্মিভূত করলেন তবে শিব কাকে মাথায় নিয়ে নাচলেন, আর বিষ্ণু কাকেই বা চক্র দিয়ে কেটে খন্ড খন্ড করলেন আর একান্ন পীঠে র সৃষ্টি হলো, আর তার বেশিরভাগটাই ভারতে পড়লো!পাকিস্তানে ও বাংলাদেশেও পড়েছিল।কিন্তু তখন ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে সম্ভবত একটাই দেশ ছিল(ভুল হতেও পারে)। আর ভারতে যেগুলো পড়েছিল সেগুলোর অনেকগুলোই এই বাংলা তেই পড়েছিল। কিছু বানান হয়তো ভুল হয়েছে কি - বোর্ডের কারণে, সেই জন্যে ক্ষমাপ্রার্থী। আর যদি অন্যায় প্রশ্ন করে থাকি তার জন্যও ক্ষমাপ্রার্থী।
@prithwirajdebnath71582 жыл бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। প্রণাম ও শ্রদ্ধা জানাই।
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ
@apukarmokar67882 жыл бұрын
প্রণাম গুরুদেব🙏🙏🙏🙏 ঋত ঋদ্ধির পথে আমরা
@biplablahiri66152 жыл бұрын
অপূর্ব 🌹প্রণাম নেবেন 🙏
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ
@ashokkar41462 жыл бұрын
আপনার থেকে অনেক কিছু আশা করা যায়। সুস্থ থাকুন স্যার।
@sunetralahiri82862 жыл бұрын
Ashadharon 🙏
@lalitchatterjee90362 жыл бұрын
🙏|| Guru Bramha Guru Vishnu Guru Devo Maheswara Guru Sakshath Param Brahma Tashmaay Sri Guruvay Namah ||🙏
@kausikibhowmicksarkar8165 ай бұрын
নৃসিংহ বর্ণনা নৃসিংহ প্রসাদসম উদ্বেলিলো চিত্ত মম।🙏
@mausumydebdey39222 жыл бұрын
খুব ভালো লাগছে জানতে পেরে ।🙏
@asitmallick40752 жыл бұрын
আপনার লেখার ভক্ত আমি আগাগোড়াই ছিলাম। শারদীয়া র লেখাগুলো ছোটবেলা থেকেই আগ্রহ নিয়ে পড়তাম। তবে youtube এ আপনার এই বক্তব্য কিছুদিন আগে থেকে দেখা শুরু করেছি। প্রত্যেকটা episode ই অসাধারণ। আজকের আলোচনা থেকে ও অনেক কিছু শিখলাম। আপনার মতো পণ্ডিত মানুষ এখন ধীরে ধীরে দুর্লভ হয়ে উঠেছে। আপনার দীর্ঘ আয়ু কামনা করি। প্রণাম নেবেন sir।
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ
@malabanerjee84242 жыл бұрын
আপনার বক্তব্য দুদিনে দুবার শোনার পর সব মন্তব্য দেখলাম। দেখলাম সমস্ত মন্তব্য এক করে যদি লিখি তাই আমার বক্তব্য। সেটা যেন চুরি করার মত হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন সেটাই আমি উৎসর্গ করতে চাই। শুধু আপনার আয়ু ও নিরুপদ্রব জীবন প্রার্থনা করি। আর যেন আমিও সুস্থ্য মস্তিস্কে শুনতে পাই এবং তা অনুধাবন করতে পারি।
অপূর্ব।। অসাধারণ।।🌸🌸🙏🙏 আফশোস একটাই , আরও আগে যদি আপনার এই অসাধারণ পাণ্ডিত্যের জ্ঞান আহরণ করতে পারতাম 🙏
@sekhar2862 жыл бұрын
Never dared to think in this line. Thank you sir.
@ratnapravadas91722 жыл бұрын
কোটি কোটি দণ্ডবৎ।
@anabilchakraborty662610 ай бұрын
Jai maa Durga❤❤❤...
@achintyabiswas53882 жыл бұрын
The Holy Mother Maa Sarada was sensitive to the sorrows and joys of this world
@sangitachatterjee17392 жыл бұрын
Asadharan bishleshon korchhen Sir 🙏🙏🙏
@manjuliakabasu98402 жыл бұрын
শেষ করার জায়গা নেই
@manjuliakabasu98402 жыл бұрын
👈🙏🙏🙏
@malabanerjee84242 жыл бұрын
আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই।
@tarunkumarseth72992 жыл бұрын
Sir, your talk on "Dugga Dugga" feels us unexplainable spelbound, really mind binding....Sir, we hope to hear you again & again to conquer negativity of mind & selfishness. Pranam...
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ
@brindamallik63022 жыл бұрын
@@NrisinghaPrasadBhadurii sir pronam . Ami teenage theke apnar proti Eklobyo hoye achi . Jai pai apnar sob pori . Ekhon ei KZbin . Sir apnar kache protyokkho shikkha grohon korte chai
@kishalaymukherjee96572 жыл бұрын
Dugga Dugga🙏🙏🙏
@sonalidebnath7958 Жыл бұрын
স্যার কুমারসম্ভব বা অন্যান্য সংস্কৃত কাব্যগুলো নিয়েও আলোচনা হোক। ভালো লাগবে।
@soumitrabhattacharya33022 жыл бұрын
“ অস্মদাচার্য-পর্যন্তাং বন্দে গুরু-পরম্পরাম্ | ” অন্ধকারে আরো আলো দিন | ভালো থাকুন | প্রণাম | 🙏
@abhishekdutta2k2 жыл бұрын
আহা! সমৃদ্ধ হলাম!
@arc48582 жыл бұрын
এই যে শুরু করার ভঙ্গি ,আমার খুব পছন্দের। আশা করি আপনাদের এবং আগামী প্রজন্ম ভারতীয় পুরান এবং ঐতিহ্যে আগ্রহী হবে আরও।
@soumen1985das2 жыл бұрын
অসাধারন ! মনে হয় সব কাজ ফেলে রেখে আপনার কথাগুলো শুনি !আপনার আলোচনাগুলো সারাদিন ধরে শুনলেও কোনরকম বিরক্তি আসেনা ! হিন্দু ধর্মের বকলমাধারি ভন্ড অন্ধগুলো যদি আপনার বক্তব্যগুলো একটু শুনত তাহলে ওদের অন্ধত্ব হয়ত দুর হতো ! আপনাকে একটু যদি প্রনাম করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত ! আপশোস একটাই এই জীবনে আপনার ছাত্র হতে পারলাম না! যদি সম্ভব হয় " শ্রী শ্রী চন্ডী" একটু বিস্তারিত ভাবে বিশ্লেসন করেন খুব ভাল হয়!
@sumantaghosh86332 жыл бұрын
Thank you for spreading such priceless knowledge. It’s a great social contribution your are making for people like us. Can you please talk about the difference between the idea of Navaratri in North India and Durga pujo in Bengal please. It would really help with some confusion I have been thinking about. Please
আপনার প্রতি আমার অসীম শ্রদ্ধা আর ভালোবাসা আছে। অনুরোধ আপনাকে এখন যে পূজতে theme এর নাম করে যে নোংরামো, দুর্গা দেবীর মুখ, অভূষণকে বিকৃত করে ভগবানের রুচি পরিবর্তন করার চেষ্টা চলচ তার প্রতিকার করুন দয়া করে। আমরা অনেক ব্যথিত এই বিকৃত রুচির জন্য। একটা এই নিয়ে বক্তব্য রাখব স্যার এই অনুরোধ আপণকে।
@suchandrachakraborty8212 жыл бұрын
Apurba uposthapona. Bhalo thakben apni.♥️🙏
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ
@subhrasarkar11462 жыл бұрын
University তে পড়ার সময় শ্রী নারায়ণ চন্দ্র গোস্বামীর কাছে ন্যায়শাস্ত্র পড়ার সৌভাগ্য হয়েছিলো,এই দুর্লভ অভিজ্ঞতার জন্য নিজেকে ধন্য মনে করি।
@hirakkar2 жыл бұрын
খুব সুন্দর হয়েছে আপনার আলোচনা
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ
@mousumimajumder6622 жыл бұрын
অসাধারণ অপূর্ব
@arindamchatterjee102 жыл бұрын
Amar pronam neben.khub khub somriddho hochhi ..apnar kuche anurodh roilo Ma Kali ebong Tantro niye jodi ekta episode koren....asa kore appekha e roilm
@aniruddhamukhopadhyay6722 Жыл бұрын
মহালয়ার কার্য, কারণ, পুরান ও আধ্যাত্মিক রূপরেখা জানান। আবার পিন্ডদান ইত্যাদি পারলৌকিক দিকটারও চর্চা করুন।সামনেই মহালয়া, অপেক্ষায় রইলাম। প্রণাম।
@rta70382 жыл бұрын
Best channel ever
@minakshiroymitra62522 жыл бұрын
মা দুর্গা আমার আরাধ্যা।আপনি আরো কিছু বলুন।বড়ো ভালো লাগে আপনার কথা শুনতে।
@phom30802 жыл бұрын
এতো সুন্দর ভাষণ মাঝে মাঝেই আওয়াজ স্তিমিত হবার কারনে শুনতে অসুবিধা হয়। একটু দেখবেন।
@subharajcool2 жыл бұрын
খুব সুন্দর আর অসাধারণ লাগলো। আমার একটা প্রশ্ন ছিল, অসুরেরা কত সহজে দেবী দুর্গার সাথে দেখা করতেন, কথা বলতেন, কিন্তু আমরা মানুষ হয়ে এতো সহজে পারি না কেন। আমাদের স্থান টাকি অসুরের থেকেও নিচে?
@manidipamukherjee72012 жыл бұрын
অসাধারণ ভাল লাগল
@arc48582 жыл бұрын
আমার মাঝে মাঝে এক একটা কথা বা কথা বলার ধরনে বেশ হাসি পায়, সব মিলিয়ে এক ঘন্টা হোক কি দুঘন্টা , নিমেষে কেটে যায়। ভক্তি রস, হাস্যরস দুয়ে মিলে...
@tamalbhattacharya9261 Жыл бұрын
পন্ডিত মহাশয় দয়া করে যদি "মা বগলাদেবী" নিয়ে আলোচনা করেন বাধিত হই। প্রনাম নেবেন।