আহা!! কি সুন্দর গানের কথা , সুরের আবেশে প্রাণ ভরে যায় । এত আবেগ ও দরদ দিয়ে গান খুব কমই আছে।
@aaronezekiel81992 жыл бұрын
এবং এখনও তাই মনোমুগ্ধকর সুরেলা ভয়েস সুন্দরভাবে রেন্ডার করা হয়েছে। I simply love this song and the lyrics.
@kajalctg65762 жыл бұрын
আহা- কি আবহমান কি আবেদন
@abusufian81353 жыл бұрын
চমৎকার একটা গান। এ গানগুলো পৃথিবী যতদিন আছে ততোদিন পর্যন্ত মানুষ শুনবে।
@manojmukherjee79553 жыл бұрын
পাথরের বুকে ও প্রাণ জাগানোর মতো মিষ্টি সুর, আবেগে ভরা কথা আর হৈমন্তী দির সুমিষ্ট গলা। বারবার শুনতে মন চায়।
@joydipsamanta3733 жыл бұрын
শান্তি তো মানুষ সেদিন পাবে,যেদিন সে এই গানগুলো শুনবে।
@mdimranimran43782 жыл бұрын
শান্তি তো মানুষ সেদিন পাবে যেদিন সে এই গানগুলো শুনবে
@smsaddamhossain64152 жыл бұрын
সত্যি, শুনবে এবং তার অর্থ বুঝবে
@achintyapanda27354 жыл бұрын
প্রায় ২৫ কিমি দূরে হৈমন্তিদির প্রোগ্রাম শুনতে গেছি।সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি।মন খারাপ।অবশেষে রাত ৮টা নাগাদ স্টেজে উঠে এই গানটাই প্রথম গাইলেন।আমি ভাগ্যবান সেদিন ওনার গান সরাসরি উপভোগ করেছিলাম।
ভাবতাম সত্যিই কি অভিমান ভরা কান্না সে দেখতে পাবে? ১৮ বছর আগে ভাবা সেই অনুভূতি আজও অনুভূতিতেই রয়ে গেছে 😥
@mdshahabul62312 жыл бұрын
Amar meyer nam o Snigdha
@tapanmajumder41079 ай бұрын
অনেক ধন্যবাদ এবং সমবেদনা। তবে হয় নিজের ভুল বা বোকামি নতুবা সেই মানুষটি তখন অন্তত সঠিক ছিলেন না।
@midulahmed1224 жыл бұрын
এই সকল গান সোনার মানুষ হয়তো আজকাল খুব কম আর এই গান শোনার যে মন মানসিকতা তা আজকাল মানুষের মধ্যে পাওয়া যায় না এত এত মধুর সুর আজকের দিনের গানে নেই ।
@sushantmandal87704 жыл бұрын
Good
@ranjitpatra48364 жыл бұрын
Super song
@naziralam12303 жыл бұрын
Hum,,,💯💯true
@risavsamanta18993 жыл бұрын
Akdom thik bolecho Tumi Airokom gaan sonar moto Karo manosikota nei Amader moto bachelor cheleder
@risavsamanta18993 жыл бұрын
Ami jokhon ai gaan gulo suni tokhon amar onek friends amake bole j Ami buro hoye gechi Ami kothai jano hariye gechi
@mokarimmondal6633 жыл бұрын
আমার সবথেকে পছন্দের একটি গান। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এইসব গান কোনোদিন পুরোনো হবে না।
@payelsutar78852 жыл бұрын
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না দোহাই গানের বীণা মনকে ভরে তুলো না দোহাই গানের বীণা মনকে ভরে তুলো না দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না সে যেন এসে শোনে তার বিরহে কী সুর আমি সেধেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ক্লান্ত প্রদীপ ওগো হঠাৎ আলোয় ফুটো না ক্লান্ত প্রদীপ ওগো হঠাৎ আলোয় ফুটো না দেখেই তাকে উজল হয়ে উঠো না সে যেন এসে জানে কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এতো সাধের কান্নার দাগ ছুঁয়ো না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না
@rafiqtusher84784 жыл бұрын
জীবনে যে কতবার শুনেছি সে হিসাব মেলাতে পারবোনা। অসাধারণ হৈমন্তী দী। চীর জিবি হোন।
@anupbera60002 жыл бұрын
কম বয়স থেকে শুনছি। এখনও সমান ভাবে জনপ্রিয়।অমর,অমর সৃষ্টি। যেমন কথা, তেমন সুর, তেমন গায়কী। যতদিন জগৎ থাকবে, ততদিন এই গান থাকবে। আমরাও সুরের মূর্ছনায় সিক্ত হতে থাকছি এবং থাকব। ধন্যবাদ।
@dilipkumargupta.33743 жыл бұрын
👍অপূর্ব! এক কথায় এত মধুর কণ্ঠস্বর ও মধুর সুর বর্তমান দিনের গানের মধ্যে পাওয়া খুবই দুর্লভ। অসাধারণ! 👌👌👌
@dilipkumargupta.33743 жыл бұрын
এই অপূর্ব অসাধারণ কণ্ঠস্বর বারবার শুনতে ইচ্ছে করে।
@zillurrahman25992 жыл бұрын
হৈমন্তী শুক্লা ~ অসাধারণ গানের কথা ও কন্ঠ! শত বছরেও পুরাতন হবার নয়। ❤️....
@dr.parthasarathiroy19894 жыл бұрын
হেমন্ত- হৈমন্তী -- একজন অপরূপ সুরসৃষ্টিকর্তা এবং অপরজন অপরূপ সুকন্ঠী! এমন গান তো তৈরি হবেই।।
@gchakraborty86734 жыл бұрын
Rightly said...you are very true ,sir...
@Sajjad14363 жыл бұрын
শিল্পীর কণ্ঠ শুনব নাকি গানের কথা??.সত্যি অসাধারণ.... ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ShashiRahman3 жыл бұрын
বৃষ্টির দিনে বৃষ্টির গান শুনতে কার না ভালো লাগে??? আহা কি সুর!❣️
@mdjahangirkabir56592 жыл бұрын
Touch my heart.
@kuntalghosh4399 Жыл бұрын
খুব ভালো একটা গান, যত বার শুনি মনটা ভরে যায়, অনেক প্রনাম ভালোবাসা হৈমান্তিক দিদি, খুব ভালো থাকবেন 🙏
@AbdulHakim-yb1mu2 жыл бұрын
আমি এ প্রজন্মের। আগ্রহ নিয়ে পুরনো গান শুনতে এসেছি। শুনতে এসে অভিভূত হয়েছি। এত সুন্দর গান! এতো সুন্দর গানের কথা! অনবদ্য। চমৎকার। ❤️
প্রখ্যাত কণ্ঠশিল্পী মাননীয়া হৈমন্তী শুক্লার এইসব সুমধুর গান গুলো বারবার শুনতে ইচ্ছে করে। উনাকে প্রণাম ❤❤🎉🎉🎉
@merinakter83142 жыл бұрын
মনের অজান্তেই কখনো কখনো গানটা গেয়ে ফেলি। অসম্ভব ভালো লাগার একটা সংগীত।
@afranonuvob2 жыл бұрын
আমার মতো আর কে কে আছো যারা আগেকার দিনের গান শুনতে ভালোবাসো🥰
@mamunbarman6122 жыл бұрын
🙋
@gopasingha6910 Жыл бұрын
Ami
@pangkojsarker6468 Жыл бұрын
আমি আছি ভাই।
@sukhimoni7826 Жыл бұрын
🖐️🖐️🖐️🖐️🖐️
@nabarunroy1763 Жыл бұрын
Ami sunchi
@swapnadari59363 жыл бұрын
অসাধারণ একটি গান ❤ আর অপূর্ব কন্ঠস্বর ,বারবার শুনতে চাই মন 😌
@MdMizan-hw9bq7 ай бұрын
❤❤
@remanreman78603 жыл бұрын
যখন ছোট্টো ছিলাম বাড়িতে এই গান গুলো শুনে শুনে বড় হয়েছি.. এখন হঠাৎ করে যখন গান গুলো কোথাও শুনি.. মনে হয় কত ই মিষ্টি.. কত ই মধুর ছিল গান গুলো
@sadhinsardar4780 Жыл бұрын
সূর্য উদয় আর গানের সুরের খুব মিল খুঁজে পাই। সকালের মিষ্টি রোদের কোমলতা আর সুরের কোমলতা যেন সকালের মহূর্তকে আরও সুন্দর করে তোলে।মনে হয় আধুনিক যুগেও যেন হারিয়ে যায় অতীতের স্বর্ণ যুগে।মাঝে মাঝে মনে হয় সেই জন্ম বুঝি সেই অতীতের স্বর্ণ যুগে।এতো বন্ধু স্বজন থাকলেও তাদের মাঝে আমি শুধু এমন গান শুনে থাকি।তবে বেশ ভালোই লাগে।
@anupanto2 жыл бұрын
চিরায়ত সঙ্গীত। যতদিন সঙ্গীত থাকবে ততোদিন এসব গান থেকে যাবেই। ❤️
@ripansarker78833 жыл бұрын
এটা শুধুমাত্র একটি গান-ই নয়,একটি সোনালী ইতিহাস। পুলক ব্যানার্জী কি লিখে গেলেন!
@krishnenduparmanik96793 жыл бұрын
অসাধারণ লিরিক্স,প্রাণ ঢালা গাওয়া।সত্যি মৃত মানুষও জীবিত হয়ে উঠবে।দারুন লাগল।দারুন!
@johirtelecom77132 жыл бұрын
সেই ছোটে থেকে শুনে আসছি, এখনো শুনি, আমাদের সন্তান রা এসে শুনবে, তাদের বাবা দের, রুচি কতটা মধুর
@tapanmajumder41079 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ। তবে অবশ্যই আপনাদের মতো ভদ্র বা উন্নত মনের বাবা মায়েদের পরিবারেই তাদের সন্তানদের ক্ষেত্রে এমনটা হবে। বর্তমানে হয়তো আমাদের অধিকাংশ বাবা মায়েদের অধঃপতন ঘটেছে।
@mst.sharminakter8005 Жыл бұрын
তার সাথে অভিমান, বৃষ্টিস্নাত সকালবেলা... জানালার কাছে বসে বৃষ্টি দেখি আর গান শুনি♥️... সে ভালো থাকুক♥️
@tarasankarchakraborty1288 Жыл бұрын
অনবদ্য গায়কী ।অনবদ্য সুর। প্রাণ ভরে যায়। মন ভরে যায়।
@rabindranathsarkar7563 Жыл бұрын
আহা ! কি অপরূপ অনুরাগী সৃষ্টি " হৈমন্তী দিদির এমন মধুমিষ্টি কন্ঠেই বৃষ্টি ঝড়ে পড়ে,,,,, শ্রদ্ধা ❤
@saregamabengali Жыл бұрын
kzbin.info/www/bejne/sH6WhIl4nNmBfqM - তুষার যোশী এবং অন্তরা মিত্র-র কণ্ঠে শুনুন "ডিয়ারি ডায়েরি" ফিল্ম থেকে নতুন গান "তোকে নিয়ে যাবো"। #DearDiary
@nandaroy7265 Жыл бұрын
Old is gold.
@Grambangla122 Жыл бұрын
মুই
@nikitadebnath3242 Жыл бұрын
আমার মনের কথা এই গানে প্রকাশ করে দিল হৈমন্তী দি!❤️
@dilipkumargupta.33743 жыл бұрын
❤️ সত্যি, সে আর এলো না, চোখের জলও দেখাতে পারলাম না, অপূর্ব! অসাধারণ! চমৎকার! দারুন কণ্ঠ, গান শুনে মন ভরে গেল।💚 🙏
@BiswajitDas-bc2jw3 жыл бұрын
Qw
@teharighar78023 жыл бұрын
atay jibon
@rupnarayanbaur1182 жыл бұрын
এই.গান.খুব.ভালো.লাগল.চির.অমর.থাক🙏 .
@Md.SaidulIslam-ux2cw2 ай бұрын
"পৃথিবীর এত কোটি মানুষের ভিড়ে সেই নিদিষ্ট মানুষের জন্যই ভালোলাগা; সেই নিদিষ্ট মানুষের জন্যই মন খারাপ করা। তাকেই স্মরণ করা, তার প্রতিই মোহিত হওয়া। অদ্ভুত না বিষয়গুলো.......?? আসলেই অদ্ভুত!" (আবির আহসান)
@dr.debiprasadpal46423 жыл бұрын
Immortal enthralling song of the world. The female voice setting is properly choice for the song. Long live Haimanti Sukla.
@shaykhulislam63193 жыл бұрын
কি অসাধারণ সুর অসাধারণ কথা এদের মত শিল্পী আর কখনো জন্ম হবে না ।আজকাল তো সুর ও নয় কথা o nay
@SubrinaAkter-q2y8 ай бұрын
অনেক অনেক অনেক সুন্দর। এতো ভালো গান উপহার দেয়ার জন্য ধন্যবাদ ❤
@mdsurujali94332 жыл бұрын
বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি গান টা শুনছি, আহ কি মায়াময় কন্ঠ ❤️❤️❤️ ২৩ আগস্ট ২০২২
🥺 আমার দাদুভাই এইসব গান শুনতে খুব ভালবাসত কিন্তুু উনি এখন আর নেই ২১ এর ঢেউ উনাকেও চিরকালের জন্য নিয়ে গেল এখন এইসব গান শুনে উনাকে স্মরন করি 😔
@gitabhattacharya50953 жыл бұрын
অপূর্ব ভীষণ ভালো লাগল গানটি! মুগ্ধ হয়ে শুনলাম-!🌹🌹
@mdshahadatislamsiyam2 жыл бұрын
2022 সালে গানটি যেনো আরো নতুন লাগছে!
@almujahid3411 Жыл бұрын
সে যেনো এসে দেখে, পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। 😭😭😭😭 আহ্ গানের কথা 😊😊😊😊
@sathisett67154 жыл бұрын
অপূর্ব সুন্দর কণ্ঠস্বর ও গানের কথা শুনে মন ভরে যায়।
@sreeojith2239 Жыл бұрын
দিদি আপনার গান যত শুনি তথ শুনতে ইচ্ছে করে আপনার মধ্যে কী জাদু আছে ভগবান জানেন। ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
@pintudas47132 жыл бұрын
যতই শুনি ততই মুগ্ধ হই। কি মায়াবী সুর
@learningearning19732 жыл бұрын
সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি কি অপূর্ব কথা। বর্তমান দিনের গানগুলো তো সমাজকে নষ্ট করছে, শুদ্ধিকরণ করতে হলে এই গানগুলো আকাশে বাতাসে মুখরিত হওয়া উচিত
@debjanikhamrui76412 жыл бұрын
আজ আমাদের এখানে ২০২২ এর প্রথম বৃষ্টি হলো, আজকের দিনে এই গানটি শুনতে ভীষণ রকম ভালো লাগছে। 🌧❤🌧❤🌧
@UzzalDas-y9z3 ай бұрын
গান শুনতে শুনতে দূরে চলে যাওয়া কাছের মানুষকে ছোঁয়ার অনুভূতি। বড্ড বেশিই ভালোবেসে ছিলাম ❤❤😢😢
কি অপূর্ব গান... সুর.. কথা... আর গেয়েছেনও তেমনি। যতবার শুনি ততবার ভালো লাখে🙏
@debashisbanerjee45272 жыл бұрын
মধুর চেয়েও মিষ্টি গলা , একেই বলে গান ।
@rabindranathsarkar7563 Жыл бұрын
আহ্ তার বিরহে সব কান্না যদি ঝরে যেত এমন কান্না - তুমি একটু তাও বলে দাও না ,,,, অনাবদ্য মিষ্টিকন্ঠী চিরকালের প্রিয় শিল্পী ❤
@jvkvkvjgjcjcjco49903 жыл бұрын
এই গান কোন দিন পুরনো হয় না ❤️❤️👍🏻👍🏻
@sarminshila25053 жыл бұрын
ধ্রুপদী গানের আবেদন কোনদিন কমবে না।এত নিবিড়, এত আবেগঘন!
@himiakter19873 жыл бұрын
Ai shondor gaan ta hoyto kokhn O shuna hoto nh jdi prio manush tar theke nh shuntam.. Osomvhob shondor akti gaan❤✨
@shazzadsobuj8792 жыл бұрын
প্রেমের জন্য মানুষ সৃষ্টি নতুবা আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব ছিল না!!
@moniruzzamandipu71292 ай бұрын
পুলক বাবুর লেখা হেমন্ত দা'র যেমন সুর তেমনি হৈমন্তী শুক্লা'র কন্ঠ আহা পুরো জমে ক্ষীর😉
@চন্দ্র-প৪ঢ3 жыл бұрын
আজ বৃষ্টির দিন, বৃষ্টির গান শুনতে কার না ভালো লাগে??? আহা কি সুর, কি যে গানের অর্থ! 🥰🥰🥰
@dr.nabirhossain7353 жыл бұрын
thik bolecen
@aparnachakraborty91073 жыл бұрын
Osadharon......khub khub sundor 👍👍❤️❤️❤️🌹🌹🌹🌹
@sudipachowdhury68144 жыл бұрын
দারুণ।আমার খুব প্রিয় গান।ধন্যবাদ দিদি তোমাকে।অসাধারণ ।
@mdnazmulsarder56302 жыл бұрын
ওগো বৃষ্টি আমার চোখে পাতা ছুয়ো না কি অসাধারণ গান কি অসাধারন সুর মনটা ভরে গালো 💖
@ahmedfoysalofficial73202 жыл бұрын
কথার মাধুর্যতায় পরিপূর্ণ ❣️
@topicontop60153 күн бұрын
আজকের প্রজন্মের অনেকেরই এই গানটি ভীষণ পছন্দের। কিন্তু তারা হয়তো জানেও না, এই স্বর্গীয় সুর সৃষ্টি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের 🙏🙏🙏
@noobragamer2015 ай бұрын
২০২৪ এ এসে❤
@heart____hackers37092 жыл бұрын
Masha'Allah ki shundor mishti Gola aar osadharon shur. Mon bhore gelo....
@alipkumar1214 жыл бұрын
2050 saler jonno comment ta korlam.. Jara akn o aey gan gulok like koro... Lovely...song...
@hsmshawonahmed3 жыл бұрын
same to you..
@musarofhosen96093 жыл бұрын
কষ্টের কান্না সুখের কান্না সেই অনুভব করে যে কাঁধে ।
@sreeojith2239 Жыл бұрын
কী অপূর্ব সুন্দর গান পরিবেশন করলেন অসাধারণ আমি কি করবো বুঝলো না এই পাগলের দল। আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।
@saregamabengali2 жыл бұрын
A song full of emotions, "Bhenge Dekho Amay" from Projapati Out Now!! #SaregamaPunjabi #BhengeDekhoAmay #Projapati
@diptopal35143 жыл бұрын
আহা সে কি সুর♥️💞অন্তরে ভালোবাসা টা রেখে দিলাম 💞💞💞
@parbatimondal94993 жыл бұрын
বৃষ্টি হলেই মনের অজান্তে গানটা চলে আসে❤️
@MuslimaAkterRuma5 ай бұрын
ওগো বৃষ্টি আমার এই গানটা বেশ সুন্দর হয়েছে ভালো সাবস্ক্রাই দিলাম hello❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😎😎😎😎🫶🫶🫶🫶🕌🕌🕌🕌পুরনো যুগের গানটা অনেক সুন্দর। ৯০%সুন্দর হয়েছে।
@selimhasan95203 жыл бұрын
শুনতে আসলাম আজ ১৩.০৮.২১ ইং।।। কি আর বলবো...! অসাধারণ বলতে যা বুঝায় আর কি...👌👌👌
@saikatpathak86333 жыл бұрын
২০০০ সালে জন্মগ্রহণ করেছি, খুব ছোটো বেলা থেকে এসকল গান শুনেছি তাই এগুলো আমার কাছে একএকটা নস্টালজিয়া।
@mohammadrafik57873 жыл бұрын
এখন ২০২১ সাল দুইশ বছর পরও মানুষ এই গান শুনবে
@upamamajumder51283 жыл бұрын
একদম👍🏻
@shaktibarik80373 жыл бұрын
অবশ্যই
@banabithibag67753 жыл бұрын
Akdom👍❤️
@sohanurrahmanshawn85203 жыл бұрын
দুইশ বছর পরে পৃথিবীই তো নাও থাকতে পারে।
@sumantajash99423 жыл бұрын
Apni sunchen ekhon 200 years ager song ?? Pagol lok sob !!!
@amichakraborty1422 ай бұрын
সুসময়ে প্রিয় মানুষ টা কে শুনিয়েছিলাম গানটা...সুসময় টা স্মৃতি হয়ে রয়ে গেলো আর প্রিয় মানুষ টা অন্য কারো......
@sinalsabab85453 жыл бұрын
এই গান গুলোর মর্ম সবাই বুঝবে না।সেটাও ভালো কিছু জিনিস আড়ালে থাকাই ভালো।প্রায়ই শুনি অন্যরকম ভালোলাগে।
@biddutbiswas541711 күн бұрын
আহা...কি চমৎকার গানের কথা আর সুর।
@dilipkumargupta.33744 жыл бұрын
অপূর্ব কণ্ঠস্বর, তুলনা হয় না। 👌👌👌👌
@saregamabengali2 жыл бұрын
#TumiAmarHero out now! #Mithunchakraborty #dev #projapati
@saregamabengali2 жыл бұрын
"কান্না" যখন তোকে না চেনার কষ্টটাকে মনে করায়... Song Out Now. kzbin.info/www/bejne/r6XEkIuhZ85sipY
@BangkimBiswas-tg3td Жыл бұрын
2023 সালে এসে কে কে গানটি শুনেছেন অসাধারণ একটি গান পুরোনো দিনের গান গুলি শুনলে মনে একটা সান্তি আসে❤❤❤❤❤
@dr.nabirhossain7353 жыл бұрын
Asadharon sristi, agulo kono gaan noi, Ah! ki sundor gaoki
@aloarjumanbanu29379 ай бұрын
আহ্, কি আরাম। শান্তি।কি প্রকাশ।কথা,গায়কী,সুর। মরি,মরি
@rahmanmoti2 жыл бұрын
সে যেন এসে শোনে তার বিরহে কী সুর আমি সেঁধেছি...♥♪
@mejanrahman9218 Жыл бұрын
অসাধারণ, আমার খুব প্রিয় একজন শিল্পী হৈমন্তী শুক্লা
@mejanrahman9218 Жыл бұрын
আমার খুব প্রিয় একজন শিল্পী , হৈমন্তী শুক্লা
@Mukit.2143 жыл бұрын
যতই শুনি মুগ্ধ হই। ❤️❤️🇧🇩🇧🇩
@debapriyachakraborty3444 жыл бұрын
Haimanti Sukla Er Bengali Gaan Gulo Khub Sundor... Ei Gaan Ta Besi Kore Valo Lage Amar... I Love Haimanti Sukla
@souravhalder73774 жыл бұрын
Best best best..Song of thousands of years
@foridsk71833 жыл бұрын
102AMB
@sasabindusahu7122 Жыл бұрын
Very excellent and melodious and sweetful song ..your singing voice is very sweet and fantastic and wonderful.. it can not forget this song...many thanks...May god bless you...
@StudyforGovtjobs-rj8vu3 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ ঈশ্বরপ্রদত্ত বলি আমরা,আর এইরকম অসামান্য সুর যে কত সৃষ্টি করেছেন উনি !