বাউল সম্রাট রশিদ সরকার কে জানাই ভক্তি ও হাজার হাজার সালাম ।।।। আমি
@jahangirmirdha Жыл бұрын
আমাদের সিংগাইরের রত্ন ভাবুক কবি বাউল সম্রাট সাধক আব্দুর রশিদ সরকার!!
@rupa83738 ай бұрын
আবুল।সরকার।আর।রসিদ।সরকার।গান।বালু।লাগে
@SanjibBalo11 ай бұрын
খুব ছোট বেলায় আমি মন্তা কানু পরমানিক এর উরস শরীফ উপলক্ষে উনি গান গাইতে আসতেন তখন বাউল শিল্পী হিসেবে একটা মান অবশ্যই ছিল কিন্তু বেশি ভালো লাগতো উচিত কথা বলতেন তার জন্যে। আমি 15 বছর বয়সে এই দেশে চলে আসি। তারপর উনার গান শুনে উনার প্রেমে পড়ে যাই মনে মনে গুরুর স্থান দেই। উনি একজন সাধক কবি, উনি স্পষ্ট বক্তা, আল্লাহর প্রেরিত দূত আমি মানি এবং বিশ্বাস করি। উনার মাজার শরীফে গিয়েছিলাম, সমাধি স্থান দর্শন করি। আমি উনার কাছে প্রার্থনা করি মনে মনে গুরু মনে করলেও তাঁর প্রতি শ্রদ্ধা ছিল, আছে এবং থাকবে। উনি যেন আমার এই আশা পুরন করে। আমি স্বর্গবাসী হওয়ার লোভে বলছি না আমি সৎ, সত্য ও ন্যায়ের কথা মাথায় রেখে বলছি। আমার দেখা উনি সেরার সেরা একজন সাধক। উনার শিষ্য (গানের জগতে) আবুল সরকারকে উত্তরসূরী হিসাবে মেনে নিতে পারিনা। তাকে আমার লোভী মনে হয়।
@mdarifulislamofficials586 ай бұрын
সাবাই বাবা রশিদ সরকার হতে পারে না
@RRony-zf4rc6 ай бұрын
🎉🎉
@HappyBeachChairs-ki9pr4 ай бұрын
একমাত্র শুধু মাত্র কেবল মাত্র সাত্তার সরকারকে উনার উত্তরসূরী মনে হয়। যাঁর ভিতরে গুরুপ্রেম, ভক্তি শ্রদ্ধা পাওয়া যায়৷ সাত্তার সরকার একমাত্র নির্সার্থ ভালোবাসছে রশিদ সরকারকে।