কামরুল ভাই এই কাজটা একটু ভুল করলেন। গোটা একটা ভিডিও জাস্ট প্রমশনালের জন্য করলেন! ১/আপনার রিচ ডাউন হবে ২/গ্রহণযোগ্য হারাতে পারে। রাঠি অথবা Mr.Beast ফলো করলে পার্ফেক্ট প্রমশনাল আইডিয়া আমরা পাই। একটু খেয়াল রাখবেন।
@sorolkothok22 күн бұрын
Sorry vai, Videote promotion এর ব্যাপারটা এড করতে ভুলে গেছিলাম। ক্যাপশনে লিখে দিলাম...
@Freshheart-k7j22 күн бұрын
ভাই অযোগ্যরা যদি দেশ চালায় তাহলে তো দেশে কর্মসংস্থান কমবেই।বর্তমান সরকারের উচিত দেশে বিনিয়োগ বাড়ানো উচিত। আপনার বুদ্ধিটাও অনেক ভালো ও সময়োপযোগী
@MdHasan-ce7ln22 күн бұрын
অযোগ্য করা ১৫ বছর ধরে দেশ ছাড়ে গেছে একজনই বেকার বেড়াচ্ছে
@LTTxn42022 күн бұрын
বেকারত্বের সর্বপ্রথম মুল কারন মহিলারা।একজন পুরুষ একজন বেকার মহিলাকে নিজের দ্বায়িত্ব মনে করে উপার্জন করে।কিন্তু একজন মহিলা কখনই একজন বেকার পুরুষকে বিবাহ করতে চায় না।একটি দেশের সকলেই যদি চাকুরি করে তবে।তার সন্তান কখনোই সুস্হ মস্তিষ্কে বেড়ে উঠতে পারে না।আবার সরকার ও এত জনসংখ্যার জন্য চাকরির ব্যবস্থা করতে পারবে না।😂
@LTTxn42022 күн бұрын
বেকারত্বের সর্বপ্রথম মুল কারন মহিলারা।একজন পুরুষ একজন বেকার মহিলাকে নিজের দ্বায়িত্ব মনে করে উপার্জন করে।কিন্তু একজন মহিলা কখনই একজন বেকার পুরুষকে বিবাহ করতে চায় না।একটি দেশের সকলেই যদি চাকুরি করে তবে।তার সন্তান কখনোই সুস্হ মস্তিষ্কে বেড়ে উঠতে পারে না।আবার সরকার ও এত জনসংখ্যার জন্য চাকরির ব্যবস্থা করতে পারবে না।এক বার ভেবে দেখেন ভাই যদি নারীরা চাকুরি না করে ঐ চাকুরি একজন পুরুষ করতো তাহলে সেখানে কতগুলো পরিবার চলতে পারতো।
@nurmohammadshek797222 күн бұрын
আপনার দৃষ্টিতে যোগ্য কে?
@Freshheart-k7j22 күн бұрын
@@nurmohammadshek7972 যারা দুর্নীতি করবে না তারা।স্বতন্ত্রভাবে বললে জাপা,আ'লীগ, বিএনপি ছাড়া সবাই। ব্যাক্তিগত মতামত
@AAsAmAsifAli-gd8cj22 күн бұрын
জাতীয় চার নেতা হত্যার মূল কারণ কি ???? এটা নিয়ে একটা ভিডিও বানাবেন।।।। please, please, please
@abulkalamazad605922 күн бұрын
৩.৫ কোটি মানুষের মধ্যে আমিও একজন কথিত শিক্ষিত বেকার ।
@jayantadeb594814 күн бұрын
Bangladesh high quality job karar janya skilled obhab.
@mialiul533722 күн бұрын
বেকার জীবন বেশ কঠিন!
@Siirfanofficial122 күн бұрын
যে যত ভারত এবং ইসরায়েল বিরুধী সে তত দেশপ্রেমিক ।
@AL.Mamun.2222 күн бұрын
সত্যি ভাই অনেকদিন পর আপনার কাছ থেকে একটা মনের মত ভিডিও পাইলাম । আমিও এর ভুক্তভোগী 😢
@lwilllearnsomethingnew22 күн бұрын
আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন
@haydarahammed56121 күн бұрын
কৃষি প্রধান দেশ...কৃষিতে মনোযোগ বেশি দেওয়ার দরকার... চীন কৃষি আর আইটি বা অন্য খাত সব দিকেই সমান থাকার চেষ্টা করে
@iamnext4204 күн бұрын
দেশের সকল সরকারি টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট গুলো তে ৬ মাস ব্যাপি ব্যাকারদের দক্ষতা উন্নয়ন করার প্রশিক্ষণ দেয়া দরকার।
@JohirulIslam-od7mj22 күн бұрын
শুধু পড়ালেখার কেউ চাকরি দিবে না । চীন পড়াশোনার পাশাপাশি হাতে কাড়িগড়ি শিক্ষা দেয় এখন চীনের উন্নয়ন দেখার মত
@MonirIslam-fc3bq22 күн бұрын
বাংলাদেশে শিক্ষিতরা আগে বেতন কতো দিবে এটা ভাবে,,, পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিক্ষা নেওয়া উচিত
@GabruMia-v2e16 күн бұрын
হুম বর্তমান বিশ্বের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে তার কারণ হচ্ছে আমাদের দেশের কারিকুলাম যেখানে স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষার পর পরীক্ষায় পাশ করা নিয়ে সারাবছর স্কুলের পড়া মুখস্থ করা কিংবা তা নিয়ে থাকতে হয় বারতি কোনো স্কিল ডেভেলপমেন্ট করার কোনো সময়ই থাকেনা শিক্ষার্থীদের কাছে
@jayantadeb594814 күн бұрын
@@MonirIslam-fc3bqetai to keu bojhe na. Engineering pass karle hobe na skilled darkar.
@Anamul5222 күн бұрын
শাহীদিন ভাই এই রকম ভিডিও আরো চাই, লাভ ফ্রম হবিগঞ্জ ❤
@MahadiHasan-op6fd15 күн бұрын
ভাই,ব্যাংকগুলার বর্তমান অবস্থা নিয়ে একটা ভিডিও করেন, প্লিজ🙏
@nadimhsn806922 күн бұрын
২০ কোটি মানুষের দেশে ৩.৫ কোটি বেকারের সংখ্যা খুব একটা বেশি না 😅
@Anamul5222 күн бұрын
ভাই আরও বেশি আছে😢
@mdshadakulislam476422 күн бұрын
একজন মানুষ বেকার হলেও তা একটি পরিবারের জন্য অনেক সমস্যার। অনেক দেশি এই জনসংখ্যা হবে না।
@CryptoRypro22 күн бұрын
Vay atai onek boro somessa 3.5 koti bekar = 3.5 koti family bekar, 1 ta family 4 member, 3.5 crore family × 4 person = 14 koti
@rjbdrepon237522 күн бұрын
এই ৩ কোটি যুবকদের বলা হয়েছে,,, যুবক তো আর ২০ কোটি না
@mdshadakulislam476422 күн бұрын
@@rjbdrepon2375 আপনার মাথায় কোন ঘিলু নেই।
@NahidKhan-xd4xn22 күн бұрын
You are right
@sorolkothok22 күн бұрын
❤️❤️❤️
@alorpoth377422 күн бұрын
কেন জানি আপনার ভিডিও দেখলে অন্য রকম ভালো লাগে। ♥️♥️
@mdaminsiraji93822 күн бұрын
আমিও আপনাদের ভালোবাসায় একদিন সফল ইউটিউবার হব ইনশাআল্লাহ
@MONI-cb8pq22 күн бұрын
এই রকম আপডেট চাই
@jonyasraful399422 күн бұрын
অসাধারণ লাগলো ❤️
@islam8164h21 күн бұрын
যেই জেনারেল শিক্ষা একজন মানুষকে স্কিলফুল করে তৈরি করতে পারেনা সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা করবো টা কি????? কেনো আমরা এই শিক্ষা নিবো????
রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘শিক্ষা হল তাই, যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।’
@ItsNahim22 күн бұрын
ভাই শিক্ষিত হলে হবে যোগ্যতা লাগবে অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা অর্জন করার জন্য উৎসাহিত করতে একটি ভিডিও বানান।
@mrtonmoy679522 күн бұрын
বিশ্ববিদ্যালয়ে পড়তে না গিয়ে , রাজনীতি করলে এমন ই হবে
@TahsinRoy22 күн бұрын
Bhai boca choda marka khota boilen nh
@sajibmorol29221 күн бұрын
আপনার কথা হানিফ সংকেত এর মতো লাগে।
@sorolkothok21 күн бұрын
ধন্যবাদ
@SAYEDULABEDINNihal22 күн бұрын
নতুন শিক্ষাক্রমের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আমি মনে করি পরিবর্তনশীল জগতে নিজেকে খাপ খাওয়াতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন কে করবে? শিক্ষাই এ পরিবর্তন করতে পারে। বাঙালি পরিবর্তনে বিশ্বাসী নয়। কেননা সে মুখস্থ বিদ্যায় বিশ্বাসী। মুখস্থ বিদ্যা দিয়ে কেরানি হওয়া যায়, সষ্টি করা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘শিক্ষার বাহন’ প্রবন্ধে বলেছেন, মুখস্থ করিয়া পাশ করাই চৌর্যবৃত্তি। যে ছেলে পরীক্ষা শালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়। আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয় অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই বা কম কী করিল? সভ্যতার নিয়মানুসারে মানুষের স্মরণশক্তির মহলটা ছাপাখানায় অধিকার করিয়াছে। অতএব যারা বই মুখস্থ করিয়া পাশ করে, তারা অসভ্য রকমের চুরি করে, অথচ সভ্যতার যুগে পুরস্কার পাবে তারাই। শিশু আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ করবে। মুখস্থ বিদ্যায় কোনো আনন্দ নেই। শিক্ষার্থীরা মুখস্থ না করতে পারলে কয়েকবছর আগেও বেত মারা হতো। মারের ভয়ে স্কুল পালাতো শিক্ষার্থীরা ঝরে পড়তো। আধুনিক শিক্ষা এসেছে ইউরোপ থেকে। বৃটিশদের বদৌলতে আমরা তা পেয়েছি। তখন মুখস্থ করেই বিদ্যা শিক্ষা করতে হতো। এখন যুগ পাল্টেছে, কাজের ধরণ পাল্টেছে, বিদ্যার ধরণ পাল্টেছে। ইউরোপে বর্তমানে মুখস্থ বিদ্যা সিস্টেম নেই। বর্তমান বাংলাদেশেও যে, শিক্ষাক্রম চালু করা হচ্ছে তাও ইউরোপ থেকে আমদানি করা হয়েছে। বর্তমানে ফিনল্যান্ডের কারিকুলাম সারা বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে। ফিনল্যান্ডে প্রথম থেকে নবম গ্রেডের শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে চার থেকে এগারো পিরিয়ড পর্যন্ত। শিল্প, সঙ্গীত, রান্না, কাঠমিস্ত্রি, ধাতুর কাজ, বিদ্যুৎ, সেনেটারি ও বস্ত্রশিল্পের ক্লাস করে। মুখস্থ বিদ্যা মানুষকে বেকার ও অথর্ব হিসাবে গড়ে তোলে আমাদের দেশে যারা সচিব হন, অধ্যাপক হন তারা একটা বিদ্যুতের বাল্ব ও লাগাতে পারে না। বাল্ব লাগাতে ইলেকট্রিশিয়ান ডাকতে হয়। কেননা আর ইউরোপে মুখস্থ নয়, হাতে কলমে সবকিছু শেখানো হয়। নতুন কারিকুলামে ইউরোপকে অনুসরণ করা হয়েছে। জ্ঞানবিজ্ঞান, শিক্ষা-র্দীক্ষার গুরু হচ্ছে ইউরোপ। সুতরাং ইউরোপ কীভাবে তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেয় সেটাই আমাদের অনুসরণ করা উচিত। ইউরোপে, জাপানে, কোরিয়ায়, শিশুদের প্রথমেই শেখানো হয় নিজের কাজ নিজে কীভাবে করবে? দাঁত ব্রাশ করা, গোসল করা, জামা কাপড় ধোয়া, খাওয়া-দাওয়া করা, বই-পত্র গোছানো প্রভৃতি তাদের শেখানো হয়। তারা নিজেরাই এসব করে আমাদের দেশের শিশুর ভুলেই গেছে এগুলো তাদের কাজ। তাদের এসব কাজ করে দিচ্ছে মা, বাবা কিংবা কাজের বুয়া, অথচ এরাই যখন বিদেশে পড়তে যায় তখন এই কাজগুলো তাদের নিজেদেরই করতে হয়। এমন একদিন আসবে যেদিন কাজের বুয়া বলে বাস্তবে কোনো শব্দ থাকবেনা। যেমন বর্তমানে রাখাল বলে বাস্তবে কিছু নেই। অথচ আশির দশক পর্যন্ত সমাজে ছিল রাখালের ছড়াছড়ি। যখন কাজের বুয়া থাকবেনা তখন কে রান্না-বান্না বা ধোয়া মোছা করবে? তখন তো ঠিকই এসব নিজেকেই করতে হবে। এখনকার ছেলে-মেয়েরা কাজ করাতো দূরের কথা পায়ে হেঁটেও চলতে পারে না। যেন পোলট্রি মুরগী। মনে রাখা দরকার শরীরের নাম মহাশয় যাহা সহায় তাহাই সয় শরীরকে যত আরাম দেবেন ততই ব্যারামের অধিকারী হবেন। বাংলাদেশের শিক্ষাক্রম প্রাইভেট, টিউশন ও কোচিং নির্ভর হয়ে পড়েছে। বর্তমান কারিকুলাম প্রাইভেট টিউশন ও কোচিংয়ের থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করবে। ছেলে মেয়েরা স্কুলের শিক্ষা স্কুলেই শিখে এবং আনন্দের মধ্যদিয়ে শেখে। আমাদের দেশে স্কুল বন্ধ দিলে ছেলে মেয়েরা খুশি হয়। ইউরোপ স্কুল খোলা থাকলে বরং ছেলে মেয়েরা খুশি হয়। প্রাইভেট, কোচিং ও মুখস্থ বিদ্যা উন্নত বিশ্বে না থাকলেও বাংলাদেশে বহাল তবিয়তে আছে। এসব বদলাতে গেলেও সমস্যায় পড়তে হয়। বিদ্যালয়ে যাওয়া হয় বিদ্যার জন্য। সেখানে শিক্ষক রয়েছেন তাহলে কেন প্রাইভেট পড়তে হবে বা কোচিং সেন্টারে যেতে হবে। প্রাইভেট কোচিংয়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থী কেউ ক্লাসে মনোযোগী হয় না। বিদ্যা দানের বিষয়, অর্থের বিনিময়ে বিক্রির বিষয় নয়। বিদ্যা বিক্রির কারণে শিক্ষকরা প্রাপ্য সম্মান পান না। আমাদের দেশে পরীক্ষায় ভালো করাকে মূল্যায়নের একমাত্র চাবিকাঠি বলে বিবেচনা করা হয়। পরীক্ষায় ভালো করলে সে ভালো মানুষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। মূল্যায়নের ক্ষেত্রে মেধার সাথে অন্যান্য গুণাবলিও বিবেচনায় আনতে হবে। নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। তার পরেও এটা একটা পরীক্ষামূলক ব্যবস্থা। আশা করি এতে সুফল মিলবে।তবে সময় লাগবে।
@jayantadeb594814 күн бұрын
Digital duniya te general qualifications kono dam nai. Special kono subject skilled hote hobe.
@Jgfujgujhfhk22 күн бұрын
কাজ করছে না তো খাচ্ছে কিভাবে? কিভাবে দিন চলছে বছরের পর বছর? এগুলো আসলে আয়কর ফাঁকি দেওয়ার জন্য।
@ashrafulislamarnob22 күн бұрын
Tai boli video length eto choto ken. Ek dile dui pakhi marlen bhai, tobe clickbait na korleo parten ( jehuto thumbnail e likhsen "why", asha korsilam explain korben) . Jaihok good approach
@SAYEDULABEDINNihal22 күн бұрын
আমি গ্রীষ্মের সকালে উঠতে ভালবাসি, যখন প্রতিটি গাছে পাখিরা গান করে; দূরের শিকারী তার শিং বাতাস করে, এবং স্কাইলার্ক আমার সাথে গান করে: হে কি মিষ্টি সঙ্গ! কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যেতে, - ও! এটা সব আনন্দ দূরে ড্রাইভ! নিষ্ঠুর চোখের নীচে, ছোটরা দীর্ঘশ্বাস এবং হতাশার মধ্যে দিন কাটায়। আহ! তারপর মাঝে মাঝে আমি নিচু হয়ে বসে থাকি, এবং অনেক উদ্বিগ্ন সময় কাটাই; কিংবা আমার বইতে আমি আনন্দ নিতে পারি না, কিংবা শিক্ষার কুঁজোতে বসতে পারি না, বিশ্রী ঝরনা দিয়ে পরা। যে পাখি আনন্দের জন্য জন্মায় সে খাঁচায় বসে গান গাইবে কী করে? কিভাবে একটি শিশু, যখন ভয় বিরক্ত, কিন্তু তার কোমল ডানা ঝাপসা, এবং তার যৌবন বসন্ত ভুলে যেতে পারে! হে পিতা মাতা যদি কুঁড়ি ছিন্ন হয়, আর পুষ্প উড়িয়ে যায়; এবং যদি কোমল গাছপালাগুলি বসন্তের দিনে তাদের আনন্দ থেকে ছিনিয়ে নেওয়া হয়, দুঃখ এবং যত্নের হতাশার দ্বারা, - গ্রীষ্ম কীভাবে আনন্দে উদিত হবে, বা গ্রীষ্মের ফলগুলি প্রদর্শিত হবে? অথবা কিভাবে আমরা জড়ো করব যা শোকগুলিকে ধ্বংস করবে, অথবা শীতের বিস্ফোরণগুলি যখন আবির্ভূত হবে তখন স্নিগ্ধ বছরকে আশীর্বাদ করব ? -উইলিয়াম ব্লেক [ 3 ]
@shahariarkabir49022 күн бұрын
ভাই কোন সরকার আমাদের কথা ভাবে না। বিদেশে যাওয়ার ব্যাবস্থা করে দিক। আমরা চাকরি চাই না কাজ চাই।
@mdaminsiraji93822 күн бұрын
স্যার আপনার ভিডিও সব সময় দেখি,
@joytarekrahman228822 күн бұрын
৫ কোটি হবে টোটাল। কীভাবে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে তার ব্যাবস্থা করতে হবে।
@TANJIDCARTOONSTORY22 күн бұрын
আমিও আপনাদের ভালোবাসায় একদিন বড় ইউটিউবার হব ইনশাআল্লাহ 🥰 পাশে থাকবেন সব সময়😊😊
@iam.ariful22 күн бұрын
(যদি আপনি মুসলিম হন) ইউটিউবের থেকে আসা ইনকাম হালাল নয়। এটাকে পেশা হিসেবে নেওয়া অনুচিত।
@MDShafin-o1c22 күн бұрын
আমি পড়ালেখা কোনো সময় চাকরির জন্য করি না I want to do business আমি পড়ালেখা শুধু জ্ঞান অর্জনের জন্য করি যেমন আমি math এ অনেক কাঁচা কিন্তু বিজ্ঞান এ আবার ভালো কারণ আমার গণিত বুঝি না তাই আমি এখন 9 এ পড়ছি
@md.nasiurrahman98222 күн бұрын
প্রশিক্ষণ কেন্দ্র নাম টা কমেন্ট বক্সে লিখা দিলে ভালো হতো
@sorolkothok22 күн бұрын
Ifixfast training Institute
@asifhossain277722 күн бұрын
স্যার, কাজ করছে না নাকি কাজ পাচ্ছে না।
@RH1234-v9w22 күн бұрын
শহীদ ভাই আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড করার অনুরোধ রইল।
@আইয়ামেজাহেলিয়া-ঝ৯ড19 күн бұрын
Full sponsor video😐1-2m hole hoto. But full
@sharfulkhan3722 күн бұрын
আমিও শিখতে চাই
@repontv164422 күн бұрын
তাদের মধ্য আমি একজন বেকার
@sorolkothok21 күн бұрын
ইনশাআল্লাহ বেকারত্ব থাকবেনা
@AhmedShakil-c8z22 күн бұрын
৩.৫০ এর মাঝে আমিও এক জন 🙄
@TahaYasin-Vlog21 күн бұрын
সুন্দর প্রোমোট😂
@sbh361222 күн бұрын
😢😢😢😢😢😢
@LitonAhmed-di6rf22 күн бұрын
শিক্ষা খর কত
@alaminbiswas331322 күн бұрын
ওখানে জায়গায় কেউ যাবেন না কিছুই শিখতে পারবেন না
@MamunMolla-yt3sb22 күн бұрын
Keno apni ki okane kaj sikhecilen
@saifuralam470822 күн бұрын
😮
@MijanRahman-sp9hl22 күн бұрын
জীবন যৌবন সব ই যাচ্ছে
@md.rohmotullah879322 күн бұрын
ভাই❤
@SAYEDULABEDINNihal22 күн бұрын
ভাইয়া please reply, আমি অষ্টম শ্রেণীতে পড়ি।আপনি জানেন যে আমাদের দক্ষতা নির্ভর নতুন কারিকুলাম যেটা ছিল সেটা বর্তমান সরকার বাতিল করে দিচ্ছে।ভাইয়া নতুন কারিকুলাম আসলে অনেক ভাল এবং যুগোপোযোগী। ভাইয়া আমি একজন ভাল ছাত্র। কিন্তু তাও আমি চাই নতুন কারিকুলাম বহাল থাকুক। বাতিল যেন না করে।এটার কিছু সমস্যা আছে।সেটা সংশোধন করা সম্ভব। আমি নতুন কারিকুলাম খুব ভাল করে বুঝতে পেরেছি।কিন্তু দেশের জনগণ তা বুঝতে চাচ্ছে।সরকারও না।ভাইয়া প্লিজ একটু সাহায্য করেন। নতুন কারিকুলাম যেন বাতিল না হয়।সরকারকে বোঝান।আপনারাই পারবেন দেশকে বোঝাতে জনগণকে বোঝাতে। প্লিজ সরকারকে বোঝান।নতুন কারিকুলাম নিয়ে ভিডিও দেন,এবং এর সমস্যাগুলোর সমাধান দেন,এবং এটা পক্ষে জনগণকে উৎসাহিত করেন। এখনও সময় আছে ।নতুন কারিকুলামে বাঁচানোর ।তাই জনগণের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে বোঝান। আর শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করুন ,To safe our future.
@গেমিংকেটাগরি22 күн бұрын
event is
@Abuhorayra-v8f22 күн бұрын
এই ক্রস ফি কতো
@FhjnvfhVnjjgbn22 күн бұрын
Frist like
@MdRadowan-l8x21 күн бұрын
33000 fee
@mukulahmed582922 күн бұрын
📢
@AlamgirhasanChoton22 күн бұрын
অডিও সমস্যা
@alaminbiswas331322 күн бұрын
আমি একজন টেকনিশিয়ান
@sifatmubin228922 күн бұрын
বুয়েট-কুয়েট-রুয়েট-চুয়েট-MIST-SUST-IUT-BUTEX এর কেউ বসে থাকে না। আনপ্রোডাকটিভ সাবজেক্ট ই বেকারত্বের মুল কারণ।
@murirtin10122 күн бұрын
ভাই আমি খুবই আশাহত, আপনার ভিডিও হেডলাইন আর ভিডিও কন্টেন্ট পুরাই আলাদা,আপনি সরাসরি শুধু একটা প্রতিষ্ঠান প্রমোট করচ্ছেন,কোনো কন্টেন্ট ডেলিভারি করেননি। সরাসরি এই প্রতিষ্ঠান বা এই কন্টেন্ট টার হেডলাইন করলেই পারতেন।
@sorolkothok21 күн бұрын
জ্বি ভাই, এইজন্যই তো টাইটেলে লিখে দিছি। মাঝে মাঝে প্রমোশন না করলে তো চলে না ভাই
@bongsongbd272121 күн бұрын
Ar apni ki koto nilen??
@AsifIqbal-iw5oc22 күн бұрын
এইচএসসির পর পড়ালেখা বাদ দিয়ে দিছি
@TahsinRoy22 күн бұрын
Skill develop koren❤
@AsifIqbal-iw5oc21 күн бұрын
@TahsinRoy ha tai kortesi dada
@Rayhanarfinrajj21 күн бұрын
ভাই - 0 থেকে কি কাজ শেখায়,,?
@sorolkothok21 күн бұрын
হ্যা, এলদক জিরো থেকেই শেখায়
@bdzihadboss200522 күн бұрын
ভিডিওটা মনে হয় স্পন্সরের জন্য বানাইছেন 😂
@sorolkothok22 күн бұрын
জ্বি ভাই। টাইটেলে দেখেন, লিখে দিয়েছি ❤️
@theuniversevlogs765922 күн бұрын
লোক দেখানো ডিজিটাল
@TripleA432622 күн бұрын
Paid video
@ShamsulKadir-w9e22 күн бұрын
অফিস এর ঠিকানা কোথায়?
@TripleA432622 күн бұрын
@ShamsulKadir-w9e আমার জানা নেই
@integer714422 күн бұрын
Dislike dilam. apni title e just oder office tour er kotha bollei parten. bhabsilam onk informative video hobe, ektu pore dekhi pura tai promotion. Not Appreciating this kind of click baits
@sorolkothok22 күн бұрын
ভাইয়া, ভিডিওতে লিখে দিতে চাইছিলাম, বাট ভুল করে না লিখেই আপ দিয়ে দিছি। তাই টাইটেলে Promotion. এর ব্যাপারটা লিখে দিছি।