ভিডিওটিতে তথ্যগত ভুল আছে। "বিদ্রোহী" কবিতাটি প্রকাশিত হয়েছিল ১৯২২ সালের ৬ই জানুয়ারি। ভুলবশত ১৯২১ সাল বলা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
@arpitaghosh58303 жыл бұрын
Bolci manik bondhopadhai jiboner kotha bolun na
@kajalbanerjee6183 жыл бұрын
এই ভুলের জন্যই গোটা আলোচনা টা ই তো ঠিক হল না,,, 1921 সালের ডিসেম্বর এ বিদ্রোহী কবিতা তো নজরুল লেখেন,,,, অথচ তার আগেই 1921এর অক্টোবর মাসে শান্তিনিকেতন এ রবীন্দ্র নাথের সাথে তার সাক্ষাৎ হয়েছে,, উভয়ের মধ্যে খুব সুন্দর কথা ও ভাব বিনিময় হয়েছে,,, রবীন্দ্র নাথ নজরুলকে খুবই স্নেহ করতেন,, আর তার লেখনী কে সম্মান ও শ্শ্রদ্ধা করতেন,,,, তাই বিদ্রোহী কবিতা প্রকাশ এর পর 1922সালের জানুয়ারি মাসে যদি ওই বিতর্কিত সাক্ষাৎ হয় ও তবে সেটা একেবারে বিশ্বাস যোগ্য নয় সেটাও নয়।
@thegalposalpo3 жыл бұрын
@@kajalbanerjee618 ভুলটা শুধুমাত্র বিদ্রোহী কবিতাটি প্রকাশের তারিখ এর ক্ষেত্রে হয়েছে। বিদ্রোহী কবিতাটি প্রকাশের তারিখ (৬ই জানুয়ারি,১৯২২) যারা জানেন, তাদের ক্ষেত্রে বাদবাকী এই আলোচনাটি নির্ভুল। অবিনেশ্বর ভট্টাচার্যের উল্লেখিত সাক্ষাৎকারের তারিখটি যেহেতু বিদ্রোহী কবিতা প্রকাশের পরের দিনের সাক্ষাৎকার হিসাবে উল্লেখ করা হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে, তারিখটি হল ১৯২২ সালের ৭ই জানুয়ারি। যেটা আমার কাছেও বিশ্বাসযোগ্য মনে হয়নি। দ্বিতীয় ক্ষেত্রের শান্তিনিকেতনের সাক্ষাৎকারটি আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছে তা আমি ভিডিওতে শেষের দিকে বলেছি। আপনি ভিডিও টা ভালো করে দেখুন।
@mrkamalrajin.2133 жыл бұрын
0আ@@
@SOTOTA663 жыл бұрын
@@kajalbanerjee618 একদম আমি আপনার সঙ্গে সহমত । বিশ্বাস যোগ্য নয় এ ভিডিওর বার্তা !
@mohiuddinvoice15512 жыл бұрын
বাংলা সাহিত্যের দুই শ্রেষ্ঠতম কবি নিয়ে প্রচারিত অনুষ্ঠানটি খুবই ভাল লাগল। ধন্যবাদ।
@md.moinuddinshaikh9780 Жыл бұрын
আপনার আলোচনা নিঃসন্দেহে উচ্চ প্রশংসার দাবি রাখে।অসাধারণ!
@KobitayMousumi3 жыл бұрын
অসাধারণ উপস্থাপনার গুনে আলোচনাটি অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে l অসংখ্য ধন্যবাদ আপনাকে l খুব ভালো থাকবেন 🙏🙏
@sohambhattacharjee54973 жыл бұрын
এতো ভালো উপস্থাপনা, সত্যি মুগ্ধ 🙏 কাজী নজরুল সম্পর্কে আরো জানতে আগ্রহী
@chowkidargopendra57342 жыл бұрын
এতো তর্ক জানিনা গো, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল আমার আরাধ্য 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌹🥀🧡🧡🌼🙏
@fazlulhoque66743 жыл бұрын
ঊনবিংশ শতাব্দীর বাংলা ও অখণ্ড ভারতের মুখোজ্জ্বলকারী মনীষী দের নিয়ে যেতথ্য সমৃদ্ধ আলোচনা করেন তা খুবই ভালো লাগে ৷ মনীষী দের নিরপেক্ষ দৃষ্টিতে যে মূল্যায়ন করেন তা অনুসরণযোগ্য ৷ বাংলার দুই দিকপাল সাহিত্যের মহারথীকে নিয়ে এমন সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ রইল ৷
@roufbhuiyan25442 жыл бұрын
the mutual respect,acceptance &recognition by both poet kobiguru Rabi Thakur & kazi nazrul islam was very warm & hearty.they were famous talent of bangali nation & global star in world literature.their contribution is universal in the arena of literature &humanity.
@thegalposalpo2 жыл бұрын
Thanks for your comment.
@mithudey18793 жыл бұрын
দাদা আপনি ও আপনার পরিবারের সকল সদস্যদের জন্য আমার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা রইল তাড়াতাড়ি সুস্থ ও ভালো হয়ে উঠুন
@mujibrahman65383 жыл бұрын
Ameen
@sankarbose59282 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা দুই মহান কবির জীবনে আলোকপাত করে অজানা তত্ত্বকে সমৃদ্ধ করলেন। ধন্যবাদ
@maniruzzamanmanir12672 жыл бұрын
ধন্যবাদ।
@kanisthamukherjee49262 ай бұрын
সাহিত্যে দুই প্রতিদ্বন্দ্বী, অনতিক্রম্য মহীরূহ! অসাধারণ আপনার জ্ঞানের পরিধি। গল্পসল্প মোর লহ প্রণাম।
@susantamukherjee2803 жыл бұрын
খুব ভাল লাগল। আপনার কাছ থেকে অনেক পুরান দিনের কথা জানতে পারছি।
@tarunghatak26793 жыл бұрын
The Golposolpo__দুই ভারত বিখ্যাত কবির সাক্ষাৎকার বেশ ভালো উপস্থাপনা।
@mdbadrulalam28032 жыл бұрын
বাংলা সাহিত্যের দুই কীর্তিমান কবি যা বাঙ্গালীদের জন্য সত্যিই অহংকার। এপার ও ওপার দুই বাংলাতে এদের নিয়ে সমান ভাবে গবেষণা করা উচিত এবং গণমানুষের কাছে তুলে ধরা উচিত বলে মনে করি।
@badaruddinahmed1832 жыл бұрын
Surely it is to cited amongst the peoples India nd Bangla
@আমরিবাংলাভাষা-ষ৯হ3 жыл бұрын
বহু অজানা তথ্য সমৃদ্ধ এই আসরকে বড়ো ভালো লাগে। অনবধানতা বশতঃ যদি কিছু তথ্যের সঙ্গতি না মেলে, তবে তা আলোচনা সাপেক্ষে উন্নীত হোক, এটাই কাম্য।শুভ কামনা রইল।
@আমরিবাংলাভাষা-ষ৯হ3 жыл бұрын
এমন একটা মানুষ নেই, যারভুল হয় না। যে কিছু করে, তার ই ভুল হ ওয়ার সম্ভাবনা থাকে, যেকিছুই করে না , সে তো ঠিক- ভুলে র বাইরে।
@abhimanyukirtania17602 жыл бұрын
কাজি নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি তো হিন্দু মুসলমান উভয়ের স্প্রদায়ের মেল বন্ধনের গুরত্ব পূর্ণ ইতিহাস।
@muhammedalazad55702 жыл бұрын
ধন্যবাদ অফুরন্ত । খাঁটি বাংলাদেশীদের মত কথামালা। স্বাগতম সিলেট এবং বাংলাদেশে 🇬🇧🌹
@bharatchandramandal83072 жыл бұрын
খুবই মনোমুগ্ধকর আলোচনা ❤️
@jalalikoitor5064 Жыл бұрын
অত্যাচারীত মানুষের মাঝে এই বিদ্রোহী কবিতা শক্তি যোগাবে লাখো বছর।
@shofiqueal-mamun31842 жыл бұрын
অসাধারণ উপস্থাপন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।
@injodnantu27132 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি ভিডিও করার জন্য আমার কাছে দিতিও তারিখটা বিশ্বাস যোগ্য মনে হচ্ছে
@habiburrohman58662 жыл бұрын
দাদা আপনার ইতিহাস ভিত্তিক আলোচনা এবং উপস্থাপনা খুবই খুবই ভাল লাগে,ধন্যবাদ আপনাকে এপার বাংলা থেকে।
আপনার যে ভিডিওটাই দেখি না কেনো, আপ্লুত হয়ে যাই। সত্যিই আপনার উপস্থাপনা অসাধারণ, অনবদ্য। নজরুলের শ্যামাসঙ্গীত রচনার কারণ ও কাহিনীও তুলে ধরুন। অন্যদিকে রামকৃষ্ণদেবের ইসলাম সাধনা নিয়েও একটা ভিডিও বানান। অপেক্ষায় রইলাম।
@akmschowdhuri4826 Жыл бұрын
This two great poets are our poets of Bengal. Kabi Guru is the composer of National Anthem of Bangladesh and Kabi Kazi Nazrul Islam is our National Poet of our hard earned Bangladesh. Fathomless respect to them. We are really indebted to two great poets.
@devdasghosh52152 жыл бұрын
ইদানিং বাংলাদেশের কিছু লোক প্রচার করে, কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবির মধ্যে বিবাদ ছিলো। কবিগুরু নাকি বিদ্রোহী কবিকে পছন্দ করতেন না। আমি বিভিন্ন জায়গায় এই দুই মহাপুরুষের সঙ্গে মধুর সম্পর্ক ছিল বলেই শুনেছি। আপনার বিশ্লেষণ শুনে মুগ্ধ হলাম।
@Redwhitewings Жыл бұрын
Nojrul o robindronath o sorot o bankim er moddhe nana birodh esechhe
@chitra8282 жыл бұрын
প্রথম সাক্ষাৎকারটি আমার কাছে গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত মনে হয়েছে।
@mkabir12022 жыл бұрын
দোজনই শ্রদ্ধার পাত্র.আন্তর থেকে শ্রদ্ধা জানাই তাদেরকে.
@amitavabhattacharjee063 жыл бұрын
প্রথম সাক্ষাৎকারের বিতর্কিত পারস্পরিক কথোপকথন বিশ্বাসযোগ্য মনে হল না। আপনার সাথে একমত। দ্বিতীয়টিই প্রকৃতপক্ষে প্রথম সাক্ষাৎকার।
@pournimadasbaby32893 жыл бұрын
আপনার সাথে সহমত পোষণ করছি
@SOTOTA663 жыл бұрын
বিশ্বাস যোগ্য নয় !
@shyamalisarkar43153 жыл бұрын
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জয়।
@shyamalpandey59382 жыл бұрын
Right mam
@bandanaghosh4832 Жыл бұрын
🎉অতীতকে জানাবার আনন্দ যেমন জানার আনন্দ তার চাইতে কম নয় ।আপনাকে ধন্যবাদ।
@asitkumarsasmal53473 жыл бұрын
দারুন আলোচনা। আমি প্রথমেই 👍 দিয়ে ভিডিও দেখা শুরু করি। ❤️❤️❤️❤️
@sumanagasti-philosophyandp473 жыл бұрын
দুই মহান কবির চরণে অনন্ত শ্রদ্ধা!
@akmkarim13 жыл бұрын
কতটা মানসিক যন্ত্রণায় কাতর হলে য়বে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। সেই আজিবন আমরা পুরুষতান্ত্রিক সমাজ দেখে আসছি, আদৌ কি এর কোনো পরিবর্তন হবে না। জোড়াসাঁকো-র ঠাকুরবাবুদের অনেক বজ্জাতিই সযত্নে ধামাচাপা দেওয়া হয়েছে... এ'ও তাদের মধ্যে একটি...
@jayantabiswas58043 жыл бұрын
এই তথ্য খুব সুন্দর লাগলো,, অনেক কিছু জানলাম। আপনাকে ধন্যবাদ।।।
@ShershabadiaTV3 жыл бұрын
বরাবরের মতোই ভালো আলোচনা।
@pritammukherjee59102 жыл бұрын
অনুরূপভাবে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামের সাক্ষাৎকার কেমন ছিল জানবার জন্য খুব আগ্রহী,যদি তা ব্যক্ত করেন তাহলে খুব খুশি হব ।
@towhidrahman98882 жыл бұрын
চমৎকার আলোচনা। Informative
@OwnerOfDpharma2013 Жыл бұрын
Dada ami Bangladesh theke bolchi apnar channel er video gulu amar kache mone hoy ekta birat KNOWLEDGE er vandar tai apnar ei vandar theke kisu knowledge nite daily pray onek somoy bose thaki Laptop er samne , apnake Dhonnobad deyar moto sahos amar nai tobe apnar jonno Allah paker kache Dua kori jate apni sustho thaken onek kisu amader jonno rekhe jan , rekhe jan amader khorak er jonno , amar kache kokhonoiii mone hoy nai je dui jon mohan bektir 1st sakkhat emon kothar maddhome susru hote pare tai 2 taiii thik ache .
@mohidulislam69542 жыл бұрын
সে সময় শিক্ষা দীক্ষায় হিন্দুরা অনেক এগিয়ে ছিলেন! পেটের জ্বালা নিয়েই মুসলিমদের বেশী ব্যস্ত থাকতে হত। কারন অনেক : যেমন শিক্ষা,শিক্ষায় পিছিয়ে থাকার কারনে মুসলিমরা শিল্প সাহিত্যে অবদান রাখতে পারেনি! ধর্মীয় গোঁড়ামিও সে সময়ে মুসলিমদের মধ্যে ছিল প্রচন্ড! রবি,নজরুল আমরা দুইজনকেই আকন্ঠ পান করতে চাই ! যার কাছে যে ভাবে যতটুকু পাই ! আপনার Content excellent তবে জানার কোন শেষ নাই আরো জানতে চাই!
@kalikinkarsamanta38262 жыл бұрын
শুধু তৎকালীন সময়ে নয়, আজও কেবল গোঁড়ামির কারণেই সমগ্র বিশ্বে মুসলমান সমাজ আধুনিক জ্ঞান বিজ্ঞান থেকে শত যোজন দূরে। এটা গোটা মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং দুঃখজনক।
@sukantabarman24532 жыл бұрын
muslimder gorami toh ekhon aro besi.....comment dekhen valo kore
@mohidulislam69542 жыл бұрын
@@sukantabarman2453 এখন গোড়ামী করেনা! ইসলামের বাধ্যবাধকতা আছে বলেই সবকিছু করতে পারেন না! প্রকৃত মুসলিমদের সীমার বাহিরে যাওয়ার সুযোগ নাই! তখন করতো না জেনে বেশি কিছু এখন করে জেনে । অনেক কিছু! ধর্ম Business class সব সময়ই ছিল এবং থাকবে!
@sukantabarman24532 жыл бұрын
@@mohidulislam6954 rich peoples der majhe gorami nei...gorami kore nichutolar ki6u gorib lok...ba madrasha theke pora hujur er theke gaan nei tara
@mdkashem30703 жыл бұрын
আপনার অনুষ্ঠান শুনে অনেক ভালো লাগে তবে আমি আপনাকে অসংখ্য শ্রদ্ধা জানাই
@skkhokon35372 жыл бұрын
দুই ভারত বিক্ষাতো কবি কে নিয়ে আলোচনাটা ভালো লাগলো ধন্যবাদ
সব কিছু মিলিয়ে দুজন বাংগালী জাতির বিশাল এক সম্পদ যে সম্পদ এর হিসেব কখনও বের করে শেষ করা সম্ভব না।
@shahnawazcaptain62983 жыл бұрын
Whether these two great poets were met each other or not truly we don't know but they are great and we respect and also proud for them as a Bangali
@monirhossainshahin61753 жыл бұрын
অসাধারন তথ্য সমৃদ্ধ উপাস্থাপন।
@pradipraychaudhuri72522 жыл бұрын
ঐতিহাসিক অনেক ঘটনাই আছে যেটা নিয়ে বিতর্ক হয়। আসলে এনারা যদি প্রতিদিন ডাইরি লিখতেন তাহলে সত্য আবিষ্কার করা যেত। আমার কাছে নিশিকান্ত রায়চৌধুরী র বক্তব্য টাই গ্রহণ যোগ্য।
@ferdouslaskor18942 жыл бұрын
Vaiya ,aponar kothguli Amar moto oneker kache vishon Valo Lage,shotyo bole mone hoi, aponake ei jonnyo,lot of thanks.
@samirbarandutta4422 жыл бұрын
বিদ্রোহী কবি তকমা লাগিয়ে কবিকে এককোনে রাখার একটা প্রবণতা ছিল। স্বয়ং কবি নজরুলের বিদ্রোহী কবি কথাটিতে আপত্তি ছিল।
@ssmsam35702 жыл бұрын
সহমত পোষণ করছি।
@sikdarmainuddin30353 жыл бұрын
Very informative and aesthetically representation. Thank you.
@emdadfaruk85622 жыл бұрын
অসাধারণ উপস্থাপন।
@shishirkumarmondal62542 жыл бұрын
আপনার প্রথম সাক্ষাৎ এ-র বর্ণনা থেকে আমার এটা মনে হয়ে, কবি নজরুল ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথকে গুরুজী গুরিজী বলে ডাকতে ডাকতে দোতলার দিকে যাচ্ছিলেন তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিকরে বুঝলেন যে নজরুল ইসলাম আসছেন, যেহেতু এটা তাঁদের মধ্যর প্রথম সাক্ষাৎ কার।আর উভয়ই যে ভাষা ব্যবহার করছেন সেটার জন্য্যও সন্দেহ থাকে। আর যেহেতু উভয়ই বিখ্যাত কবি, তাদের মধ্যে প্রথম সাখ্যাৎ তাতে উভয়ের পূর্বে থেকে অবহিত থাকার কথা।
@tapanshil2298 Жыл бұрын
সুন্দর আলোচনা ধন্যবাদ।
@بيوتياكتر11 ай бұрын
স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের এবং কাজী নজরুল ইসলামের পরিবার দেখতে চাই ❤❤❤
@skmahammadnaziul16783 жыл бұрын
প্রথম সাক্ষাৎকার ঘটেছিল 1921 সালের 8 ই অক্টোবর শান্তিনিকেতন এ ইহা নিঃসন্দেহে সত্য। দ্বিতীয় সাক্ষাৎকারটি হল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি 1922 সাল 7 ই জানুয়ারি। 1.দ্বিতীয় সাক্ষাৎকারে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে "গুরুজী" বলে সম্বোধন করার পক্ষে যুক্তি হল কাজী নজরুল ইসলামের মধ্যে উর্দু ফার্সী প্রভাব যথেষ্ট ছিল। কেননা "জী" শব্দ টা ফার্সী। 2. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে খুন করব বা হত্যা করব এ কথা বলার পক্ষে যুক্তি হল কাজী নজরুল ইসলাম তখন 23 বছরের যুবক অপর দিকে কবিগন সাধারণত অপেক্ষাকৃত বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। আবেগের বশে মানুষ অনেক সময় চমৎকার কিছু করে থাকেন। 3. রবীন্দ্রনাথ ঠাকুর তরুন কবিকে "ষাঁড়ের মত চিৎকার করছ" এ কথা বলেছেন তার কারন ইতিপূর্বে উভয়ের পরিচয় হইয়াছিল, একে অপরকে ভালরূপে চিনতেন। স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধার কারনে মানুষ অনেক সময় চারিত্রিক ফরমালিটি, প্রোটোকল হারিয়ে ফলেন, এক্ষেত্রেও তাই হয়েছে।
@thegalposalpo3 жыл бұрын
বিতর্কিত।
@ronysheikh16232 жыл бұрын
আমার একটা প্রশ্ন .... নজরুল মুসলিম হয়েও হীন্দু ভাইদের জন্য কত সুন্দর গান রচনা করেছেন.. কিন্ত রবীন্দ্রনাথ মুসলিমদের জন্য কিছু রচনা করলেন না কেন ???
@ruasaduddin21742 жыл бұрын
Right
@অস্থিরসময়2 жыл бұрын
রবীন্দ্রনাথ মুসলিমদের জন্য কিছু লিখলে মুসলিমদের ঘরের কথাও লিখতে হত | ফলে মুসলিমরা তাকে অকারণে হয় নাস্তিক আর না হয় মুসলিম-বিদ্বেষী বলত | বর্তমানে কি বাংলাদেশের আলেমরা তাকে মুসলিম-বিদ্বেষী বলছেন না ? কোনো কারণ নেই | অপরাধ, তিনি অমুসলিম কাফের |
@amirhamza88512 жыл бұрын
এক প্রকার হিংসায়। নজরুল হলো জাত কবি যা আল্লাহ প্রদত্ত প্রতিভা নিয়ে জন্মেছেন আর রবিন্দ্রনাথ ফার্সি সাহিত্য থেকে অনেক কিছু নিয়ে লিখেছেন।
@dipayandey53722 жыл бұрын
ভারতের জাতীয় সঙ্গীত এই রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দিয়েছেন ধর্ম বিষয়ে তার মনোভাব কি? আর রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে হিংসা করবেন? হাস্যকর কথা । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সারা বিশ্বে পরিচিত। সেখানে নজরুল ইসলামের নাম শুধু দুই বাংলার মানুষ ছাড়া আর কেউ জানে না।বাস্তব এটাই রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি এবং নজরুল ইসলাম একজন আঞ্চলিক কবি। তাই বাংলা ভাষা ও সাহিত্য এ রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান সর্বদাই নজরুল ইসলাম এবং অন্য সকল সাহিত্যিক এর চেয়ে ওপরে থাকবে এবং এ বিষয়ে কোনো সন্দেহ র জায়গা নেই।
@buntyghosh4959 Жыл бұрын
Kabuliwala,musalmanir meye,egulo ki apnar baba likheche? Chi Rabindra Thakur kono din nijer jat manen Ni,r kono din nijer dharmo niye,otirikto bah bah Koren Ni. Uni Muslims der niye,lekha onek gan of kovita likheche ,natok o
@kushiaratv36882 жыл бұрын
অনেক তথ্য পেলাম!
@nabinkarmakar98733 жыл бұрын
বিপ্লবী বটুকেশ্বর দত্ত এর জীবনী নিয়ে একটা ভিডিও দিন
@badaruddinahmed1832 жыл бұрын
Very good and evergreen discussion
@kashemmondal3306 Жыл бұрын
গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড়-,। কবিতা টি খুব মনে পড়ছে।
@nazrulalam3353 жыл бұрын
কাউকে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না।
@DaleEfti2 жыл бұрын
দুজনকেই অসম্ভব ভালোবাসি।
@জীবনেরক্যানভাস19963 жыл бұрын
আপনার ভিডিওগুলি আমার কাছে খুবই ভালো লাগে অনেক কিছু জানতে পারি
@banglakobitaprovonjon2555 Жыл бұрын
অসাধারন - ভিডিওটি খুব সুন্দর লাগলো
@Salmapremkobi2 жыл бұрын
সুন্দর উপস্থাপনা 💞💞💞
@mdanisurhira200911 ай бұрын
দাদা আপনার মতামতের সাথে একমত পোষণ করছি প্রথম সাক্ষাৎকারটি বিতর্কিত। প্রথম কোন সাক্ষাতকার হয় নাই।
@DipakBose-bq1vv Жыл бұрын
Rabindranath consulted Nazrul before going to Iran. That has happened in the house of Jaladhar Sen in Calcutta where Nazrul used to live when he would come to Calcutta. My grandmother, daughter of Jaladhar Sen witnessed that. Rabindranath never copied anything from Nazrul or anyone else. There was good friendship between them.
@bkfolkmusicofficial218 Жыл бұрын
অভি বাবুর কথা সত্য, তা না।হলে গুরু জি নিজেই এটা বিরোধিতা করতেন। একজন কবির হত্যা কবির কবিতা দিয়ে করা হয় এ কথা সত্য। ❤
Presentation khub bhalo hoyeche. Ubhayer sakkhatkar er prathom ti khub e kastakalpito. Et o khube ascharja, dujaner keu e kono kichu e likhe jan ni. Rabindranath o Nazrul samajer biparit phase theke uthe asa manus. Jiban japaner dharan o sampurna alada. Nazrul ,eto asadharan kabitar srasta hoye o dhire dhire bissritir stale chale jachen.
@surjendumukherjee92383 жыл бұрын
প্রথম সাক্ষাৎ কার কিছুটা আরোপিত মনে হয়। এরকম উচ্চকোটির মানুষদের তৎকালীন সামাজিক আবহে এই প্রথম দেখার ঘটনায় প্রশ্ন জাগবেই। কেউ কাউকেই এর আগে সম্মুখ দর্শন করেননি।
@anup770 Жыл бұрын
Of course, the second meeting story is more credible. Thanks.
@APURKITCHENHEALTHYFOOD3 жыл бұрын
সুন্দর পোস্ট ধন্যবাদ
@biduyutdas29183 жыл бұрын
Dada very fantastic you have given sweet story .please try to given this kind old great men,s story. Thanks
@mhrashid60202 жыл бұрын
সুন্দর উপস্থাপন।
@bimalendudas34542 жыл бұрын
sir apnar tathya anujai 2nd Tai bishwasjogya.kabiguru o kaji sahebke sasradhya salud janai.
@nusratkamal9884 Жыл бұрын
EXCLUSIVE !!!
@MdFoysal-ju2un Жыл бұрын
VERY NICE THANKS YOU . A TAHER.SIRAJGANJ.
@moyezurrahman80143 жыл бұрын
Thanks a lot for depicting such events.
@ArpanBiswas_NewHorizonHD3 жыл бұрын
_খেলোয়াড় গোষ্ঠবিহারী পাল বা গোষ্ঠ পালের উপর একটা ভিডিও বানান স্যার।_
@KhalilurRahman-pw6km3 жыл бұрын
কাজী নজরুল ইসলাম ও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম সাক্ষাত হয়েছিল ডঃ মুহম্মদ শহিদুল্লাহর মাধ্যমে। ডঃ মুহম্মদ শহিদুল্লাহ কবি গুরুর সঙ্গে সাক্ষাত করতে আসবেন বিধায় কাজী নজরুল ইসলামে চব্বিশ পরগনা থেকে দুইজন রাতের ট্রেনে চড়ে সকালে কলকাতায় এসে পৌছেন এবং কবি গুরুর সঙ্গে সাক্ষাত করার সময় ডঃ মুহম্মদ শহিদুল্লাহ কবি গুরূর সঙ্গে নজরুলের পরিচয় করিয়ে দেন। এরপর দ্বিতীয় সাক্ষাতের তথ্য সঠিক। এরপর যখন কাজী নজরুল 1938 সালে গোরা সিনেমার সংগীত পরিচালনা করেন। তখন কবি গুরুর অনুমতির জন্য শান্তিনিকতনে কবি গুরুর নিকট যান। আমার কথার কোন তথ্য ভুল হইলে ক্ষমা প্রার্থী।
@thegalposalpo3 жыл бұрын
আমি এত বইপত্র ঘেঁটেছি, কোথাও এই তথ্য দেখতে পাই নি। আপনার তথ্যের সোর্সটা যদি একটু বলতেন, ভালো হতো। আরেকবার সার্চ করে সমৃদ্ধ হতাম। আর ক্ষমাপ্রার্থী হবেন কেন, আপনি যেটা জানেন, সেটাই তো বলবেন।
@pradipraychaudhuri72522 жыл бұрын
দুজনই বাংলার বরেন্দ্র সন্তান যারা বাংলার সাহিত্য ও সংগীত কে এক উচ্চপর্যায়ে ও অন্তর্যতিক স্তরে নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ঘটনাটির সম্ভাবনা বেশি।
@mdrashedurjamanritu98903 жыл бұрын
love him 💚 kazi nazrul Islam💚🇧🇩
@abdussalamsiddique6803 жыл бұрын
ধন্যবাদ।
@jitendrakumarmajumder17923 жыл бұрын
ভালো লেগেছে।
@FerdausAlAmin3 жыл бұрын
এই বিতর্কিত বিষয়টি ইউটিউব ভিডিওতে উপস্থাপনা না করলেও হোত। দুজনেই অনেক অনেক বড় মাপের কবি।
@thegalposalpo3 жыл бұрын
বিষয়টিকে তথ্য হিসাবে নিন।
@shibashishsarkar25032 жыл бұрын
সাক্ষাৎকার এর দীত্বিয় গল্পটিই বেশি বিশ্বাস যোগ্য।
@mdanowarali50703 жыл бұрын
Excellent presentation Goahead
@avisarika3 жыл бұрын
আপনার vedio গুলি খুব ভালো লাগে ।।
@abusalehabdullah76583 жыл бұрын
তথ্য ভুল, বিদ্রোহী ছাপা হয় ৬ জানুয়ারি ১৯২২। ১৯২১ এ নয়, ২১ এর ডিসেম্বরে কবিতাটি লেখা হয়েছে।
@thegalposalpo3 жыл бұрын
একদম ঠিক বলেছেন। ব্যাপারটি আগে খেয়াল করিনি। এটা আমার অনিচ্ছাকৃত ভুল। ক্ষমাপ্রার্থী।
@najrulkhan74672 жыл бұрын
আপনার বলা খুব সুন্দর।
@mohsinmannan24633 жыл бұрын
thanks you very much for telling honey history God bless you
@mirzahirmohammadkhan23262 жыл бұрын
বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাঙলাদেশের ,, জাতীয় কবি,, হিসেবে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। ১৯৭৬সালে তিনি ইন্তেকাল করেন।
@fazlulkabir26983 жыл бұрын
MOST BELIEVABLE IS THE 2ND ONE .
@dibakartoufik37533 жыл бұрын
Keu kom ny....ki j oshadharon lekhon....
@puspasusanta94142 жыл бұрын
প্রথম ঘটনাটি আমার কাছে ও গ্রহনযোগ্য নয়। দুই মহান কবি বরকে আমার শতকোটি প্রনাম।
@SalmaYeasmin-cb8mc Жыл бұрын
নজরুলের বন্ধু শৈলজানন্দ বাবুর লেখাতেও এই প্রচারিত গল্পটিকে সমর্থন করা হয়নি। আপনার উল্লিখিত বইগুলো আমার পড়া নেই। শৈলজানন্দের বইখানিই বলা যায় কাজী নজরুল সম্পর্কে প্রথম বই। মুজফফর আহমেদের স্মৃতিচারণও পড়া হয়নি। নজরুলকে জানতে এই দুই বন্ধুর কথা আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয়েছে। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। স্পর্ধা মার্জনা করবেন।
@kajalbanerjee6183 жыл бұрын
বিদ্রোহী কবিতাটি লেখার আগেই নজরুলের সঙ্গে রবীন্দ্র নাথের সাক্ষাৎ ও কথা হয় শান্তিনিকেতন এ,,, 1921সালের অক্টোবর মাসে,,, এবং সেদিন তিনি শান্তিনিকেতন এ যাবার সময় ট্রেন এ তাঁর সহযাত্রী দের রবীন্দ্র নাথের গীতাঞ্জলি র অনেক গান কবিতা পাঠ (না দেখে ) শোনান,,,, সাক্ষতের সময় উভয়ের মধ্যে কথোপকথন হয়,,,, বিদ্রোহী কবিতা তো কবি লেখেন ডিসেম্বর 1921 এ, আর ছাপা হয় 6th jan 1922, এ,,, তাই আপনি ভিডিও তে যেটা প্রথম সাক্ষাৎকার বলছেন,, সেটা যদি হয় ও তবে সেটা প্রথম নয় ,,, দ্বিতীয় হতে পারে বলে আমার মনে হয়। কারণ 1921 সালে শান্তিনিকেতন এ তাঁদের সাক্ষাৎ হয়েছিল এ বিষয়ে কোনো দ্বিমত নেই।
@thegalposalpo3 жыл бұрын
ভিডিওতে প্রথম সাক্ষাৎকারের দুটি date নিয়েই বিতর্কের কথা বলেছি। প্রথমে 'অবিদা'র মতানুসারে সাক্ষাৎকারটির কথা বলেছি, যেটি হয়েছিল জোড়াসাঁকোতে ১৯২২ সালের ৭ই জানুয়ারি। এরপর ভিডিওতে যে সাক্ষাৎকারের কথা বলেছি, সেটি হয়েছিল শান্তিনিকেতনে ১৯২১ সালের ৮ই অক্টোবর। আমি দ্বিতীয় ঘটনাটিকে রবীন্দ্র-নজরুলের প্রথম সাক্ষাৎকার হিসাবে বিশ্বাসযোগ্য বলে ভিডিওতে উল্লেখ করেছি। সুতরাং আপনার বক্তব্যের সাথে আমার বক্তব্যের কোন ফারাক নেই।
@sstubers91883 жыл бұрын
Awesome👍... as usual #SandSTubers
@manjurrahaman55442 жыл бұрын
তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে এই লাইন গুলো উৎসর্গ করলেন।আয় চলে আয় ধুমকেতু। আঁধারে বাঁধ অগ্নী সেতু।