প্রতিটা লাইন যেন চোখের সামনে ঘটে যাওয়া.. মনে হচ্ছিলো বাস্তবতার এক রূপ পেলাম..!! বাস্তবতা তো এমনি হয়... প্রিয় তুপা, তোমার জন্য আজ এতো সুন্দর একটা কবিতা পেলাম ❣️
@chumkimadhuvlogs66223 жыл бұрын
কখনো ভাবিনি যারা ধর্ষণ করে তাদের পরিবারের কতটা কষ্ট হয়।।।।।সত্যি অসাধারণ ।।।।
@samirsarkar55203 жыл бұрын
একদম
@abdulmumen46693 жыл бұрын
ব্রততীর আবৃত্তি শুনে আমার সকাল কাটে। এটা শুধু নিখাদ আবৃত্তি নয়, কবিতার জন্মের আগে কবির মনের গভীরে যে স্পন্দন সৃষ্টি হয়, ব্রততীর আবৃত্তিতে সেই স্পন্দনের স্পর্শ আমাদের মুগ্ধ করে।
বারে বারে তুমি মুগ্ধ করেছো তোমার ভীষণ ভাবে নিজস্ব আঙ্গিকে পরিবেশনার মধ্য দিয়ে। দিদি, তুমিই তো সত্যিই আমাদের গর্ব।
@pujabag72043 жыл бұрын
কঠিন বাস্তব কে তুলে ধরলে তুমি। এই দুনিয়ায় এখন অনেক পরিবার আছে যারা সমাজের কাছে অসহায় হয়ে থাকে শুধু মাত্র এক জনের কৃতকর্মের জন্য। 😭😭😭
@বিলবন্ধুটুটুলসমাজী3 жыл бұрын
অপুর্ব।
@bappadityaparua78753 жыл бұрын
@@বিলবন্ধুটুটুলসমাজী ppp
@_Dyotana_Ghosh_7278_3 жыл бұрын
😭😭😭
@moumitasarkar39603 жыл бұрын
চোখের কোণে জল গড়িয়ে এলো; এত অসাধারণ একটা কবিতা , তবে ধর্ষকেরও যে একটা পরিবার থাকে, তাদের যন্ত্রণা কষ্ট এসব কখনো ভেবে দেখা হয় নি, আজ প্রথম বার উপলব্ধি করলাম
@upasanabera95473 жыл бұрын
Asole dhorson kora hoy meye manuske abr tar fol vog kore o onno r ekta 'meye' karon dhorsok der o stree, maa, bon, didi thake... tai e dese r 'Naridibos' bole kichu na rakhai valo... r jodi sotti e meaningfully celebrate korte hoy tahole tar ekmatro karon hok 'Maa'.. Valo thakuk 'Monika' r moto meye ra, jara nijer paye darie o barir birudhe gie ei rokm purus ke valobese bie kore, asole bie r age to r 'Joydeep' erokm chilo na taina..
@rabirkobitangan84402 жыл бұрын
আমার কবিতা আবৃত্তি শুনতে আমন্ত্রণ জানিয়ে রাখলাম । 👇👇👇👇👇 kzbin.info/door/1KF9hES18C4VPTrI6VYmbA ধন্যবাদ । 🙏🙏🙏🙏🙏
@rasmoniadhikari29742 жыл бұрын
kzbin.info/www/bejne/e3WsYWdrmsZ_ptU
@sangitamaity52583 жыл бұрын
আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না। একটা ধর্ষকের পরিবারের এতটা তীব্র যন্ত্রনার কথা কখনো ভেবে দেখিনি। পুরো সমাজের কাছে এই প্রর্থনা যে "যিনি দোষ করেছে তাকে শাস্তি দিন, কিন্তু দোষীদের শাস্তি দয়া করে তার পরিবারকে দেবেন না"। 🙏🙏🙏 আর সব সময়ের মতো আজও কবিতাটি খুব খুব সুন্দর লেগেছে আপনার কন্ঠে। ❤️❤️❤️
@babelahmad46203 жыл бұрын
আপনার সাথে আমিও একমত।
@rakhikhan20043 жыл бұрын
সত্যিই
@rupshamoulik97833 жыл бұрын
@@babelahmad4620 dressed
@rupshamoulik97833 жыл бұрын
@@babelahmad4620 decide
@rupshamoulik97833 жыл бұрын
rr
@CREATIVEPUJA-v1e3 жыл бұрын
শুধু কেঁদে গেলাম । আসলে চোখের জল ধরে রাখার ক্ষমতা ছিল না আমার।
@Muhib_recitation2 жыл бұрын
লেখাটা দারুন। হৃদয় ছুঁয়ে গেলো। একটা প্রতিবাদ, একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ প্রকাশ পেয়েছে। আপনার কণ্ঠের পাঠ সেতো বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন দিদি।
@riabanerjee22822 жыл бұрын
সত্যি কখনো ওপারের কথা টা ভাবতেই চাইতাম না যদি এই কবিতা টা না শুনতাম। কি অসম্ভব যন্ত্রণা থাকে। কবিতা পাঠ নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। আমার সব সময়ের পছন্দের শিল্পী।
@munmunbasak83763 жыл бұрын
গায়ের লোম দাঁড়িয়ে গেল শুনে। অত্যন্ত মর্মস্পর্শী লেখা আর অসাধারণ কন্ঠ।
@partharoy40742 жыл бұрын
ব্রততীদির সেরা আবৃত্তিগুলোর মধ্যে একটা। একটা পরিবারের একজন অপরাধ করলে যন্ত্রনা, লাঞ্ছনা ভোগ করে পুরো পরিবার।
@susmitasen5053 жыл бұрын
চোখে জলএল৷ মনভরে শুনলাম বারবার৷ স্রষ্টা এবং শিল্পীকে শ্রদ্ধা
@mithumira8293 жыл бұрын
আহ!
@ayeshabegam13343 жыл бұрын
আমি আয়েশা ,এই প্রথমবার আমার দৃশ্যে এই সুন্দর গাঁথা দৃশায়িত হলো। প্রত্যেকটি বাক্য অনবদ্য এক নির্মম সত্য । আর পর্দার পেছনে থাকা মহিলা স্বর টি মোহনীয় ও অভাবনীয় । অসাধারণ সব মিলিয়ে এক অপরূপ সৃষ্টি । আমার প্রশংসা করার মত যোগ্যতা আছে নাকি জানি না । তবে অপরূপ অসম্ভব ... বাক্য হারা 🙏❤️❤️❤️
@rimpadas37333 жыл бұрын
আমার জীবনের কিছু কাহিনীর সাথে মিলে গেল। নিজের জীবন সম্পর্কে এভাবে শুনতে বেশ ভালোই লাগলো।কিছু সেরা স্মরণীয় ঘটনা মনে থেকে যায় চিরকাল।
@poemsbypiyali61212 жыл бұрын
অসাধারণ।চোখে জল এসে গেছে।আমি আপনার সমস্ত কবিতা শুনি।ভীষন ভীষন ভালো লাগে।
@uttarapramanik79373 жыл бұрын
একটি অবিবেচক পুরুষ সমস্ত আপনার জনদের কিভাবে বিপর্যস্ত করে তোলে-----কি যন্ত্রণা! অপূর্ব সবটাই
@debishreedg37833 жыл бұрын
অসাধারণ লেখা ও পাঠ! যথারীতি সংযত অথচ কী মর্মস্পর্শী প্রকাশ... বলিষ্ঠ, নতুন দৃষ্টিভঙ্গী। খুব খুব খুব ভালো লাগলো🙏
মনটা হুঁ হুঁ করে উঠলো , বড় মর্মস্পর্শী ! অপূর্ব !!
@souvikdey97323 жыл бұрын
প্রতি বারের মতো আবারো মুগ্ধ হলাম, আবারো একটা অন্য রকমের গল্প, খুব খুব ভালো লাগলো
@kalyanchowni14853 жыл бұрын
দারুন। আন্তর্জাতিক নারী দিবসে এরকম প্রেজেন্টেশন অপূর্ব।
@marymerlin23093 жыл бұрын
অসাধারণ বললে কম বলা হবে, মন ছুঁয়ে যাওয়া লেখার কী গভীর পাঠ, মুগ্ধ হয়ে শুনলাম....
@umabanerjee92762 жыл бұрын
ধর্ষকদের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা...সামাজিক মূল্য অপরিসীম!
@নীলআকাশেরডাইরি3 жыл бұрын
কোন ভাষাই খুঁজে পেলাম না ম্যাম আপনাকে বলার জন্য! যা বলবো,সেটাই কম পড়ে যাবে আপনার কন্ঠের কাছে! শুধু এটুকুই বলবো যে, ঈশ্বর আপনাকে যেন সব সময় ভালো রাখেন! কারন আপনি শত শত মানুষের বেঁচে প্রেরণা !
@Doli-e8e23 күн бұрын
এটা হয়তো কবিতা কিন্তু কারোর বিশ্বাস কারোর ভরসা কারোর ভালোবাসা ভেঙে যাওয়ার মারাত্মক যন্ত্রনা এটা শুনতে-শুনতে আমার দুচোখ দিয়ে অনবরত জল পড়ছে বিশেষণ ভালো লাগলো
@imaginerealitymotion71963 жыл бұрын
Just speechless... r 1ta kothai bolbo doshi jno abossoi tar sasti pay... kintu tar poribark jno tar sasti pete na hoy... r amra jdi amader drishtivongi chintavabna aktu thlei seta somvob
@binodinibasu18763 жыл бұрын
আপনার প্রতিটি কবিতা আবৃত্তি আমার কাছে এক একটি উপদেশ, বানী মনে হয়।। মন এ এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে।। 🙏
@nilanjanapal41103 жыл бұрын
শুনতে শুনতে চোখে জল চলে এল। ভাষা নেই প্রকাশ করার মতো
@moumitadey83003 жыл бұрын
তোমার কণ্ঠ চোখে জল এনে দিল।অপূর্ব তোমার দক্ষতা।
@pronatimondal41973 жыл бұрын
ঘটনাটি একেবারে বাস্তবিক।দারুণ লাগল।
@KakaliDas-w4zАй бұрын
Khub sundor khub nirmom sotyo asadharon
@uk-xx4bf3 жыл бұрын
কিছু বলার ভাষা নেই। শুধু চোখ টা জলে ভরে এল। দিদি আপনি অনেক ভালো থাকবেন।অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নেবেন।🙏🙏🙏
@anitabiswas69543 жыл бұрын
ভাষায় প্রকাশ করার মত কোন ভাষা আমার নেই 😑😑 শুধু বলবো অসাধারণ ❤️💚💜
@soumisarkar2533 жыл бұрын
চোখের কোনায় জল এলো নেমে... কবিতা লেখা এবং কণ্ঠ অসাধারণ 👏
@sadboydibakar3 жыл бұрын
হাঁ দিদি ঠিক কথা বলেছেন
@tollywoodsinger28253 жыл бұрын
বাস্তব সমাজ টা এই গল্পের মতো....... খুবই কঠিন!
@sreeparnabiswas20332 жыл бұрын
অনবদ্য উপস্থাপনা। মন ছুঁয়ে গেলো। 🙏
@rituparnapatra80553 жыл бұрын
তুমি আমার অনুভূতির খুব কাছের, প্রিয় দিদিভাই ..💐 । ঈশ্বর তোমার মঙ্গল করুক। ভালো থেকো তুমি।💐💐💐💐
@malabikabanerjee6702 жыл бұрын
যেমন লেখা তেমনি পাঠ। অনবদ্য অপূর্ব ❤❤❤❤
@dineshghosh77782 жыл бұрын
কি বলি আর কোনো ভাষা আছে কিনা বুঝতে পারছি না, কিন্তু একজনের জন্যে পরিবারের সকলের কষ্ট গুলো পরিষ্কার ফুটে উঠেছে। বাস্তব ছবি টা উঠে এসেছে।
@papiyakarmakar37233 жыл бұрын
Apnar kanthaswar ar kobita bolar dhoron amake mugdha kore. Sotti osadharon. Bhalo thakben. Apni amar pronam neben.
@Debashis.19633 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা। আমাদের কাছে শিক্ষনীয় । শব্দ চিত্র অলঙ্কারন অপূর্ব । সবাইকে অভিনন্দন
@98361125073 жыл бұрын
দিদি আবার ও মুগ্ধতায় মন ভরে গেল। আবার ও আপনি কবিতায় ছবি আঁকলেন ও প্রাণবন্ত করলেন একটি বলিষ্ঠ লেখাকে। অসাধারণ পরিবেশনা। প্রাণভরা শুভেচ্ছা রইল।
কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগে- কবিতাটির মধ্যে অনেক ব্যাথা বেদনা এবং ভালোবাসা লুকিয়ে রয়েছে।
@saswatidashazra86952 жыл бұрын
Ak kothay asadharon laglo.sunte sunte chokher jol dhore rakhte parlam na .....
@Siulipalbaral4 ай бұрын
😢😢😢 কি লিখব খুঁজে পাচ্ছিনা । অসাধারণ লেখা ভীষণ বাস্তব । আর কণ্ঠ নিয়ে তো কোন কথাই বলার নেই । আসলে মানুষ নিজেই নিজের শত্রু । মানুষ যতক্ষণ নিজের মনকে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে চলতে পারে ততক্ষণ সব ঠিক থাকে । কিন্তু মানুষ যখন মন মতি ইচ্ছেএর বেপরোয়া দাসত্ব স্বীকার করে চলে তখন সে আর মানুষ থাকে না ।
@florabanerjee42033 жыл бұрын
সত্যি মন ভারাক্রান্ত.. ভাষায় প্রকাশ করা যাবেনা বোধ হয়.. এই বয়ান কোথাও যেন একটা স্ত্রীর পত্রকে ছাপিয়ে একটা মেয়ের একজন ধর্ষক এর প্রতি যে তীব্র ক্ষোভ আর ঘৃণা তাকেও তুলে এনেছে
@deepikapalit68303 жыл бұрын
অনবদ্য 🙏 কণ্ঠের ওঠানামায় কবিতা পাখা মেলে দিলো দিগন্তে। একটা লেখা আপনার পাঠে হয়ে ওঠে অসামান্য 🙏
@golpoboti2 жыл бұрын
নমস্কার। আমার গল্পবতী চ্যানেল টি একদম নতুন। আপনাদের সাপোর্ট কাম্য।
@kaberiroy20057 ай бұрын
কী বলব!! কথায় পাঠে এক নিদারুণ ব্যথা মূর্ত হয়ে উঠেছে।
@সেরাকবিতারসম্ভার3 жыл бұрын
দিদিভাই আপনি অসাধারণ অনবদ্য অসামান্য আবৃতি করেন।আমি শুধু অবাক বিস্ময়ে শুনি।কিছু বলার মতো ভাষাই খুজে পায় না ।আসলে কিছু বলতেই পারি না ।কিছু বলার মতো ভাষাই আমার অভিধানে এখনও আবিষ্কৃত হয নি ।
@piyali91632 жыл бұрын
অসাধারণ লেখা ও উপস্থাপনা। কুর্নিশ ব্রততী আপনাকে।
@asiasultana56652 жыл бұрын
হে প্রিয় তুমি এমন হইয়ো না..... হে আল্লাহ, তুমি হেফাজত করো আমার প্রিয়কে, তার সৎ পথে চলার সহায়ক হও...
@MeghbalikarGolpo2 жыл бұрын
Please listen মাই recitation
@arpitabrahmachari76493 жыл бұрын
মনো মুগ্ধ করা একটি পরিবেশনা অসাধারণ তুমি দিদিভাই 🙏🙏
ম্যাম আপনার আবৃত্তি সবসময় মুগ্ধ করে আমাকে❤️❤️❤️❤️❤️💙💙💙💚💚💚
@nandinimajumdar44393 жыл бұрын
অসাধারণ! আপনাকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই 🙏
@M-KORBAN-12 жыл бұрын
কখনো যদি কারো প্রেমে পড়েছিলাম তাহলে সেটা তো কবিতার🌻 অসাধারণ কন্ঠে আবৃত্তি করেছেন ✌️😍😍
@khusbooprodhan_recitation2 жыл бұрын
kzbin.info/www/bejne/sJvJlGmBmq6fsJo শুনুন
@joydevdasadhikari99252 жыл бұрын
Aashadharon laglo eeii kabita apnar kanthe.
@AzidaBegum-fc9kb3 жыл бұрын
কি অসাধারণ আবৃত্তি। মনে হচ্ছে কষ্ট গুলো দেখতে পাচ্ছিলাম।
@abusunny25793 жыл бұрын
আমার কাছে তো অসাধারণ লেগেছে...! তবে দীর্ঘ প্রেমের পরে সংসার করে কেউ কারো পশুপ্রবৃত্তির আভাসও পাবেনা... তবে সেটাকে কি প্রেম বলা যায়....! সহমর্মিতা, যে নারীর মন এমন করে জেগে উঠেছে আলোর পথে।
@salmanbintekhalifa24143 жыл бұрын
কি বলবো আপু অসাধারণ ছিলো খুব ভালো লাগলো 💜
@masudajahar82373 жыл бұрын
আপনার গলায় কবিতাগুলি শুনতে অসাধারণ লাগে।। আপনার গলায় আমার সবথেকে বেশি ভালো লাগে "প্রেম" কবিতাটি।।
@kuntalabanerjee37913 жыл бұрын
কি অসাধারণ আবৃত্তি করলেন🙏🙏
@dishamondal86013 жыл бұрын
ম্যাডাম আপনি আমার inspiration ❤️
@gocreativewithme47173 жыл бұрын
ভাষা খুঁজে পাচ্ছিনা যে কি লিখব।তবে বলার অপেক্ষা রাখে না যে অদ্ভুত বলার ভঙ্গি আপনার। ভালো থাকবেন দিদি।
Apnar kobita amr vison priyo mem....apnar kobitay akta hridoy choya onuvoti paye jai...
@soumitrapurkait56042 жыл бұрын
দারুন লাগলো দিদি, চোখে জল এসে গেল
@sauhardachatterjee24683 жыл бұрын
আবেগমথিত গলায় অনবদ্য উচ্চারণ বড়ো ভালো লাগলো
@sudeshnamazumdar69073 ай бұрын
অনন্য, অসাধারণ
@mandritachakraborty65693 жыл бұрын
Didi asadharon. Mukhe bhasa nei sudhu choker jole tmr ei lukono sotti ta upolobdhi korlm.
@samiaamin95743 жыл бұрын
কথাগুলো মন ছুয়ে দিল ❤️
@architapoddar33543 жыл бұрын
আপনার প্রশংসা করার ভাষা আমার জানা নেই। শ্রব্ধা জানাই।
@afrujasumi31523 жыл бұрын
হুম অসাধারণ লেখা আর আবৃত্তিও অসাধারণ 🥰🥰🥰
@niveditasingha61363 жыл бұрын
আপনার কবিতা ভাবতে শেখায়...চিন্তাশক্তি বাড়িয়ে দেয়....সাংঘাতিক রকমের বাস্তব প্রত্যেকটা শব্দ
@manosidas79343 жыл бұрын
কোনো শব্দই আপনার জন্য যথেষ্ট নয়। 🙏🙏 শুধু এটাই বলব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
@sadboydibakar3 жыл бұрын
ঠিক বলেছেন দিদি
@maitreyeeganapati65283 жыл бұрын
Apurbo 👌👌👌👌
@shreasarkar35493 жыл бұрын
Mam ami jani na apni dhekben kina amr comment..kintu sotthi bolbo আপনার কন্ঠে কবিতা যেন জীবন্ত হোয়ে ওঠে।। সত্যি আপনি আমাদের কবিতার জগৎ এর idol....ami nijeke fortunate mone kori j apnar kobita live dhekechi❤️❤️ আপনাকে যত ধন্যবাদ janabo... ততটাই কম।।।আপনি আমাদের কবিতার প্রতি প্রতিদিন নতুন করে ভালোবাসা জাগিয়ে তোলেন।।।🙏🙏🙏