রেগে গিয়ে আমরা আগে পরে চিন্তা না করেই অযৌক্তিক কথা বলে ফেলি বা কাজ করে ফেলি। আর এর মাশুল গুণতে হয় পরে অনুশোচনা করে বা সুযোগ হাতছাড়া করে। অর্থাৎ রাগের এই পরিণতি হচ্ছে হেরে যাওয়া। রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণ করে আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্জনের করতে সাহায্য করে মেডিটেশন। চর্চা করুন "রাগ" মেডিটেশন । আলোকিত জীবনের পথে আপনাকে আহ্বান জানাই । কোয়ান্টাম মেডিটেশন কোর্স করে না থাকলে আসুন আপনিও অভিযাত্রী হোন আলোকিত জীবনের । বা কোর্স টি আগে করে থাকলে রিপিট করার সুযোগ গ্রহণ করুন। ৪৯৬ তম ব্যাচ | কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স || ২১শে জুলাই - ২৪শে জুলাই || স্থান : আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা আমাদের পপুলার ওয়ান স্টপ এপটি ডাউনলোড করে নিনঃ আপডেটেড থাকুন - পরবর্তী কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের ডেট ও ভেন্যু । পেয়ে যাবেন সকল শাখা সেন্টারের ঠিকানা / যোগাযোগ। url.qm.org.bd/app/qm
@mdebadatali5366 Жыл бұрын
apnader video facebook e upload korle ki copyright restriction ase?
@tomandjerry2345 Жыл бұрын
Q
@dijitalbangla55 Жыл бұрын
Hi
@mousumidutta8077 Жыл бұрын
❤❤❤❤❤❤voice quality amazing
@AsSabur2092 жыл бұрын
হেসে হেসে গুনাহ করলে কেঁদে কেঁদে জাহান্নামে যাবে,, আর কেঁদে কেঁদে ইবাদাত করলে হেসে হেসে জান্নাতে যাবে সুবহানাল্লাহ ❤️ আবু ত্বহা আদনান ওয়াজ
@mdrajuk4586 Жыл бұрын
সুবহানাল্লাহ
@ZahirulIslam-i8l5 ай бұрын
SubhanAllah
@depressed_life_07Ай бұрын
🤡🤡
@khaledurrahman75553 жыл бұрын
অনেক জ্ঞান, অনেক মূল্যবান কথা যেগুলো সবাই বোঝে,কিন্তু বাস্তব অভিজ্ঞতা ছাড়া অনুধাবন করা যায় না।
@QuantumMethod2 жыл бұрын
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@mozammel80902 жыл бұрын
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক যেন আমাদের মাঝে শয়তানের মত জিদ/রাগ না থাকে
@mdisrail77442 жыл бұрын
@@mozammel8090 mass Allah
@csnoor52 жыл бұрын
Agreed
@fahimmondol28533 жыл бұрын
ভাই আপনি কে! আপনাকে সঠিক চিনি না কিন্তু আজকে আপনি এতো সুন্দর করে মোটিভেট করলেন সত্যিই অসাধারণ👌 ধন্যবাদ আপনাকে🌹👍
@QuantumMethod2 жыл бұрын
আপনার এই উপলব্ধি যেন সারাজীবন কাজে আসে।
@sajidhossain38192 жыл бұрын
Nice I'm appreciate . tnxs
@samiransingha2162 жыл бұрын
Sotti helpful
@tariqulislam12672 жыл бұрын
@@QuantumMethod @
@tariqulislam12672 жыл бұрын
111qqqqqqqqqqs
@SazzadHossain-vf5vf3 жыл бұрын
এতো সুন্দর যুক্তি সম্পুর্ন কথা বলেছেন যেটা আমার মতো হঠাৎ রেগে যাওয়া ব্যক্তির সারা জীবন মনে থাকবে। খুব ভালো লেগেছে জনাব। Love you so much 👌💙🌷
@QuantumMethod2 жыл бұрын
আপনার উপলব্ধি অনুসারে যেন টেকনিকগুলো কাজে লাগাতে পারেন দোয়া থাকছে আমাদের।
@tanmoygoswami15442 жыл бұрын
@@QuantumMethod 0
@sompadas32522 жыл бұрын
@@QuantumMethod Wow
@gopalmondal98732 жыл бұрын
স্যার, আপনাকে প্রণাম! আজকের সকালে এই ভিডিও টা দেখার পর আমার জীবন যেন অনেকটা পলটে গেল !!! আপনাকে প্রণাম। ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনার কাছে আমি সারাজীবন কৃতঞ্জ থাকবো !!!
@Bong_paul2 жыл бұрын
Video টা ছোট কিন্তু অনেক কিছু জানতে আর বুঝতে পারলাম রাগ control সত্যি খুব কঠিন কাজ🙂
@QuantumMethod2 жыл бұрын
যথার্থই বলেছেন। ধন্যবাদ!
@moulyrahman9759 Жыл бұрын
কথাগুলো না যতটা সুন্দর তার থেকেও কথা বলার ধরন আরো বেশি সুন্দর! ❤❤❤ কথাগুলো অন্তর থেকে উপলব্ধি করছিলাম। বিষয়টা এত সুন্দর করে উপস্থাপন করা জন্য অনেক অনেক ধন্যবাদ!
@QuantumMethod Жыл бұрын
সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনার সার্বিক কল্যাণ কামনা করছি।
@পিয়াংকাচৌধুরী Жыл бұрын
ধন্যবাদ কথা গুলো বেশির ভাগই সত্যি ।
@QuantumMethod Жыл бұрын
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য দোআ ও শুভকামনা রইল । আশা করছি আপনার আশেপাশের মানুষের মাঝে এই ভিডিওর তথ্য ছড়িয়ে দেবেন যাতে আরও অনেকে উপকৃত হতে পারেন।
@UniverseCiam2 жыл бұрын
জীবনের প্রতিটা মুহূর্তে তাঁকেই স্মরণ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন
@ayshaislam35082 жыл бұрын
আপনি করেন?
@jannatislam2369 Жыл бұрын
আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এই পৃথিবীর মানুষের
@imtiazhossain742 Жыл бұрын
right
@mdkhaladhusan788 Жыл бұрын
আল্লাহ তায়ালা তুমি আমার রাগকে নিয়ন্ত্রণ করিও 🤲🤲🥺🥺🥺
@QuantumMethod Жыл бұрын
আমীন। ভালো থাকবেন।
@19tarian3 жыл бұрын
অসাধারণ প্রেসেন্টেশন !! একটি ছোট শক্তিশালী ‘কথা’ - নেতিবাচকতা থেকে দূরে থাকার জন্য আর তাকে কতভাবে বুঝিয়ে বলার প্রয়াস। মেধা কিভাবে সেবায় রুপান্তরিত হয় - এই ভিডিও তার প্রমাণ ।
@QuantumMethod3 жыл бұрын
সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
@ibrahimrahman72533 жыл бұрын
Nice……
@shibatoshmohanto67042 жыл бұрын
@@QuantumMethod Ali Art tpl
@malamgirhossain24662 жыл бұрын
অসাধারণ মোটিভেশন।।।
@HerbsMedicinalPlantsGoodHealth2 жыл бұрын
@@shibatoshmohanto6704 darun dada
@zahurulislam59823 жыл бұрын
আল্লাহুমমা চললিয়ালা মোহাম্মদ(স) হে আল্লাহ আমাকে ও সকল মুসলমানদের রাগের সময় সবুর করার তাওফিক দান করুন আমিন
@vairalislamicvideo90112 жыл бұрын
Amin
@zawadzarif6 ай бұрын
বানান ঠিক করুন দয়া করে।
@MDMIRAZ-jm7kj2 жыл бұрын
এতো সুন্দর যুক্তি উপস্থাপন গুলো ভাইরাল হয়না, ভাইরাল হয় শুধু অশ্লীল ভিডিও গুলো, অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
@islamalsaify36952 жыл бұрын
আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম কিন্তু এই ভিডিও তে কিছু মিউজিক দেওয়ার কারণে এটা আরও ১০ জনের কাছে দাওয়াহ হিসেবে পাঠাতে পারলাম্না😢😢😢
@rejwanulislamrajib2 жыл бұрын
আপনার এই টিউটোরিয়ালটা আমার জীবনে অনেকটাই পরিবর্তন নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে।
@MdBelalHossain-pu3on2 жыл бұрын
রাগ শয়তান থেকে আসে। এজন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
@sumitasarkar57122 жыл бұрын
Sabi ki alla korbe ? Apni kichu korben na ?
@Md.RabiulIslam-xb1fo Жыл бұрын
শয়তানটা দৃশ্যমান মানুষ না কি অদৃশ্যমান অন্যকিছু!!
@Appleofmyeye1367 Жыл бұрын
কোথা থেকে আসে এরা😂😂
@Blues142952 жыл бұрын
Dada মানুষ এমন অনেক আছে যারা এমনি এমনি রাগ করে না,নিশ্চয়ই কোন না কোন কারণ থাকে তাই তারা রাগ করে ।
@pradipguha9071 Жыл бұрын
কি অসাধারণ বাচনভঙ্গি আপনার।মুগ্ধ হয়ে শুনলাম পুরো ভিডিওটা ।
@QuantumMethod Жыл бұрын
ভিডিওটি আপনার ভালো লেগেছে জেনে আমরা আনন্দিত। ধন্যবাদ!
@rajibroy58952 жыл бұрын
উত্তম দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়ে দিলেন । চেষ্টা করব রাগ এবং ক্ষোভ নিয়ন্ত্রণে রাখার ।
@QuantumMethod2 жыл бұрын
আপনার চেষ্টা অব্যহত থাকুক দোয়া থাকছে।
@Mrroy086572 жыл бұрын
@@QuantumMethod Ekhane Voice Over korechen Amader BHARAT er Sahityk Raja Bhattacharya. 😎
@asrafansary7020 Жыл бұрын
আপনার এত সুন্দর ভিডিও দেখে খুবই উপকৃত হলাম দোয়া ও শুভকামনা রহিল
@banglatoitaly56642 жыл бұрын
ভাই এত সুন্দর করে কথা বলেচেন,, মনকে সরাতে পারছি লামনা,, I love you❤️❤️❤️❤️❤️
@mdmahabul39582 жыл бұрын
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার ভাষা নেয়, আপনার এই ভিডিও দেখে আমার জীবন যেন পালটে গেল।
@shajahanmiah96652 жыл бұрын
এককথায় অসাধারণ কিছু অমুল্য কথা বা উপদেশ অথবা পরামর্শ দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এবং শুভকামনা রইলো আপনার জন্য।
@QuantumMethod Жыл бұрын
আলোকিত জীবনের পথে আপনাকে আহ্বান জানাই । বহু মানুষ কোয়ান্টাম কোর্সে এসেছে তাদের রাগ কে নিয়ন্ত্রণে আনতে এবং মেডিটেশন শেখার ফলে তা আরও সহজ হয়েছে। রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণ করে আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্জনের করতে সাহায্য করে মেডিটেশন। চর্চা করতে পারেন "রাগ" মেডিটেশন । meditation.quantummethod.org.bd/bn কোয়ান্টাম মেডিটেশন কোর্স করে না থাকলে আসুন আপনিও অভিযাত্রী হোন আলোকিত জীবনের । বা কোর্স টি আগে করে থাকলে রিপিট করার সুযোগ গ্রহণ করুন। আমাদের পপুলার ওয়ান স্টপ এপ থেকে আপনি জানতে পারবেন পরবর্তী কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের ডেট ও ভেন্যু । ডাউনলোড করে নিনঃ url.qm.org.bd/app/qm সকল শাখা সেন্টারের ঠিকানা যোগাযোগ আপনি পেয়ে যাবেন। কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স (ব্যাচ-৪৯৫, সিলেট) || ১৬-১৯ জুন || স্থান : আমান উল্লাহ কনভেনশন সেন্টার এম. সি কলেজ রোড, আরামবাগ, সিলেট কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স (ব্যাচ-৪৯৬) || ২১শে জুলাই - ২৪শে জুলাই || স্থান : আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা কোয়ান্টামের কেন্দ্রীয়অফিস শান্তিনগরে যোগাযোগ করতে ফোন করতে পারেন +88 01714 974333
@parbotibarman791 Жыл бұрын
Khubi valo laglo apnar kotha gulo 🙏🙏🙏🙏
@tarikomar85982 жыл бұрын
অভূতপূর্ব অসাধারণ অবিস্মরণীয় 👍👍👍🌷🌷🌷👌👌👌
@QuantumMethod6 ай бұрын
Thank You.
@mohammadkamal80902 жыл бұрын
আপনাকে ধন্যবাদ সঠিক কথাগুলো বলার জন্য আপনার কথাগুলো 100 ভাগ সত্যি রাগের কারণে আমি আমার জীবন থেকে যা হারিয়েছি আমার মনে হয় না পরের জনম দুনিয়াতে আসবো কিনা জানিনা যদি হয়তো বা হাজার জনম দুনিয়ায় আসও যা হারিয়েছি তা ফিরে পাব কিনা ধন্যবাদ
@abdurrahim90112 жыл бұрын
কমেন্ট না করে থাকতে পারলাম না পতিটি কথা অসাধারণ এবং সত্য। অনেক অনেক ভালো লাগছে ভাইয়া ❤️❤️❤️❤️❤️❤️❤️
@jarinsultana3938 ай бұрын
,
@shanjibshom94862 жыл бұрын
আমার জীবনের বড় ভুল... আমার রাগ!! আজ শিখলাম অনেক কিছু।।
@Imrankhan-qo1kz3 жыл бұрын
আপনার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারলাম সেলুট জানাই আপনাকে
@QuantumMethod2 жыл бұрын
আপনার আন্তরিক মন্তব্যের জন্য শুকরিয়া।
@kabitaahmed9062 Жыл бұрын
আস্তাগফিরুল্লাহ্!! আল্লার কাছে মাফ চাই আমার অতীতের সব রাগের জন্য।
@QuantumMethod Жыл бұрын
May Allah Bless us All
@Shafayat_ullah2 жыл бұрын
মাশাল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন।
@QuantumMethod2 жыл бұрын
আমীন।
@azizulflg8903 Жыл бұрын
দুই বছর আগের ভিডিও আজ দেখলাম, অনুশুচনা করলাম, আরো আগে দেখলে অনেক উপকার হত, অনেক বার হেরেছি,সাবার নিকট দোয়া চাই ৷
@hescienceofpersonalachievemen3 жыл бұрын
মেনে চলার চেষ্টা করব💛💙💚
@QuantumMethod Жыл бұрын
আলোকিত জীবনের পথে আপনাকে আহ্বান জানাই । বহু মানুষ কোয়ান্টাম কোর্সে এসেছে তাদের রাগ কে নিয়ন্ত্রণে আনতে এবং মেডিটেশন শেখার ফলে তা আরও সহজ হয়েছে। রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণ করে আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্জনের করতে সাহায্য করে মেডিটেশন। চর্চা করতে পারেন "রাগ" মেডিটেশন । meditation.quantummethod.org.bd/bn কোয়ান্টাম মেডিটেশন কোর্স করে না থাকলে আসুন আপনিও অভিযাত্রী হোন আলোকিত জীবনের । বা কোর্স টি আগে করে থাকলে রিপিট করার সুযোগ গ্রহণ করুন। আমাদের পপুলার ওয়ান স্টপ এপ থেকে আপনি জানতে পারবেন পরবর্তী কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের ডেট ও ভেন্যু । ডাউনলোড করে নিনঃ url.qm.org.bd/app/qm সকল শাখা সেন্টারের ঠিকানা যোগাযোগ আপনি পেয়ে যাবেন। কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স (ব্যাচ-৪৯৫, সিলেট) || ১৬-১৯ জুন || স্থান : আমান উল্লাহ কনভেনশন সেন্টার এম. সি কলেজ রোড, আরামবাগ, সিলেট কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স (ব্যাচ-৪৯৬) || ২১শে জুলাই - ২৪শে জুলাই || স্থান : আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা কোয়ান্টামের কেন্দ্রীয়অফিস শান্তিনগরে যোগাযোগ করতে ফোন করতে পারেন +88 01714 974333
@shekhsadee31132 жыл бұрын
অনেক কিছুই মিলে যায় আপনার এই কথাগুলোর সাথে😌। আমার এই আজায়রা রাগের জন্য আমি জীবনে অনেক কিছুই হারাইছি এবং এখনো হারাইতাছি ও পচতাইতাছি😒।
@QuantumMethod2 жыл бұрын
জ্বি ধন্যবাদ। সময় এখন ঘুরে দাঁড়াবার। রাগকে নিয়ন্ত্রণে এনে আপনি আবারো বিজয়ের পথে এগোবেন। নিয়মিত মেডিটেশন করুন, রাগকে জয় করুন।
অসাধারণ। ধন্যবাদ এমনটি একটি শিক্ষনীয় বিষয় তুলে ধরার জন্য।
@anamulclassic528010 ай бұрын
এই ঘটনা টি আমি আরও অনেক বার দেখেছি ও শুনেছি । ভাইয়ার ভয়েস টা আমার কাছে অনেক ভালো লাগে ❤❤❤❤❤❤❤❤❤❤ সব কন্ঠে আপনার ভয়েস শুনতে চাই❤❤❤ ধন্যবাদ
@labibhossain55072 жыл бұрын
রাগ আসলে এসব কথা আর মাথায় থাকবে না। যে আমাদের শরীরের, মস্তিষ্কের ক্ষতি হচ্ছে।
@sibsankarmahato44282 жыл бұрын
আমি অনেক মোটিভেশন ভিডিও দেখেছি কিন্তু এটির মতো একটা ও না । খুব motivate হলাম । রাগ টা সংযত রাখার চেষ্টা করবো । tnq ❤️👍👍👍
@QuantumMethod2 жыл бұрын
অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্যে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।
@abdurrhaman14142 жыл бұрын
আপনার জন্য ভালোবাসা এবং দোয়া থাকবে সবসময়
@taskinahemad46513 жыл бұрын
খুব ভালো লাগলো অসাধারণ সাবলীল উপস্থাপন আর কন্ঠ👌
@SofikulIslam-zv6hp Жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ। মূল্যবান কথা বলার জন্য।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন
@tahminaripa7152 жыл бұрын
সত্যিই অনবদ্য উপস্থাপনা ❤️
@QuantumMethod2 жыл бұрын
জ্বি ধন্যবাদ।
@achenaatithee26942 жыл бұрын
দারুণ দাদা
@abdussalam-vd6qt Жыл бұрын
জনাব আপনার এই প্রত্যেকটা কথা যদি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারতাম , তাহলে আমার আত্মা কে অনেক তৃপ্তি দিতে পারতাম,
@QuantumMethod Жыл бұрын
সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনার সার্বিক কল্যাণ কামনা করছি।
@rakibmostakim36402 жыл бұрын
অনেক সুন্দর ভাবে উদাহরণ সহ উপস্থাপন করেছেন ধন্যবাদ ❣️ ভালোবাসা নিবেন 🤎
@QuantumMethod2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ।
@DebnathMondal-t6m Жыл бұрын
খুব ভালো ও খুব শক্তি সালি কথা এটা মেনে চলার চেষ্টা করবো । এই ভিডিও টা দেখে সত্যি এক আলাদা উপলব্ধি করলাম । আপনি কে আমি জনি না এটা দেখে আমি অনেক ধন্যবাদ o আপনাকে কোটি কোটি প্রনাম 🎉🎉🎉
@QuantumMethod Жыл бұрын
ভিডিওটি আপনার ভালো লেগেছে জেনে আমরা আনন্দিত। অসংখ্য ধন্যবাদ!
@ayeshasiddiqarecipe27042 жыл бұрын
আলহামদুলিল্লাহ কোয়ান্টাম এর কোচ করে আজ নিজেকে অনেক টা চেন্জ করতে পেরেছি,আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
আলহামদুলিল্লাহ্। এই কারনেই ইসলামে রাগ কে হারাম করা হয়েছে।
@mdhadismiah-pe3uc Жыл бұрын
আপনার ব্যাখ্যাগুলো সঠিক।
@QuantumMethod Жыл бұрын
পরম করুনাময়ের কাছে কৃতজ্ঞতা জানাই । ভিডিওর তথ্য আপনার জীবনে কাজে আসুক -এই প্রার্থনা রইল । আমাদের পপুলার ওয়ান স্টপ এপটি ডাউনলোড করে নিনঃ আপডেটেড থাকুন - পরবর্তী কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের ডেট ও ভেন্যু । পেয়ে যাবেন সকল শাখা সেন্টারের ঠিকানা / যোগাযোগ। url.qm.org.bd/app/qm
@musicfreak20713 жыл бұрын
সুন্দর সব গল্পের মধ্য দিয়ে কী অসাধারণ মেসেজ দেয়া হলো! সত্যিই দারুণ!
@QuantumMethod3 жыл бұрын
অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@junaidmeem63433 жыл бұрын
এই রকম ভিডিও আরো চাই।
@mdnahidulislam9977 Жыл бұрын
সুন্দর উপস্থাপনা,,অনেক তথ্যোর ভিত্তিতে বুঝালেন।
@prl406eshanurrahman53 жыл бұрын
উপস্থাপনাটা অনেক সুন্দর লাগছে।
@QuantumMethod3 жыл бұрын
মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ।
@sarafuddin1377 Жыл бұрын
এক কথায় অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতিটি কথা মেনে চলার চেস্টা করবো, ইনশাআল্লাহ, দোয়া করি মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
Thanks for your video.... Actually amio onk rag kori.. R pore regret feel kori... Rage 😤 ojante nijer E khoti kore feli.... Thank you so much 🥰💕🥰 Aj theke rag na korar try korbo... insha'Allah I can do it...
@sunflower61953 жыл бұрын
মাশাল্লাহ 💖 অসাধারণ 💖
@H_K_24YouTube Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে গুছিয়ে বলার জন্য
@EmdadHussan Жыл бұрын
আসলেই অতিরিক্ত রাগের কারণে জীবনে অনেকটা পিছিয়ে রয়ে গেলাম!!🙂
@QuantumMethod Жыл бұрын
আলোকিত জীবনের পথে আপনাকে আহ্বান জানাই । বহু মানুষ কোয়ান্টাম কোর্সে এসেছে তাদের রাগ কে নিয়ন্ত্রণে আনতে এবং মেডিটেশন শেখার ফলে তা আরও সহজ হয়েছে। রেগে গিয়ে আমরা আগে পরে চিন্তা না করেই অযৌক্তিক কথা বলে ফেলি বা কাজ করে ফেলি। আর এর মাশুল গুণতে হয় পরে অনুশোচনা করে বা সুযোগ হাতছাড়া করে। অর্থাৎ রাগের এই পরিণতি হচ্ছে হেরে যাওয়া। রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণ করে আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্জনের করতে সাহায্য করে মেডিটেশন। চর্চা করতে পারেন "রাগ" মেডিটেশন । meditation.quantummethod.org.bd/bn কোয়ান্টাম মেডিটেশন কোর্স করে না থাকলে আসুন আপনিও অভিযাত্রী হোন আলোকিত জীবনের । বা কোর্স টি আগে করে থাকলে রিপিট করার সুযোগ গ্রহণ করুন। আমাদের পপুলার ওয়ান স্টপ এপ থেকে আপনি জানতে পারবেন পরবর্তী কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের ডেট ও ভেন্যু । ডাউনলোড করে নিনঃ url.qm.org.bd/app/qm সকল শাখা সেন্টারের ঠিকানা যোগাযোগ আপনি পেয়ে যাবেন। কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স (ব্যাচ-৪৯৫, সিলেট) || ১৬-১৯ জুন || স্থান : আমান উল্লাহ কনভেনশন সেন্টার এম. সি কলেজ রোড, আরামবাগ, সিলেট কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স (ব্যাচ-৪৯৬) || ২১শে জুলাই - ২৪শে জুলাই || স্থান : আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা কোয়ান্টামের কেন্দ্রীয়অফিস শান্তিনগরে যোগাযোগ করতে ফোন করতে পারেন +88 01714 974333
@challengetv5251 Жыл бұрын
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি রাগের কারনে অনেক কিছু হারিয়ে ফেলতাম ❤😊
@wahidachumki-ij5bb Жыл бұрын
অসাধারণ, অপূর্ব, অতুলনীয়।
@mdlitonkhan13012 жыл бұрын
আমি খুব ডিপ্রেশনে থাকি, আমি কোন কাজ করতে চাই কিন্তু পরক্ষণেই সেই ইচ্ছে টা মরে যায়। কি করবো বুঝতে পারছি না।
@moonlight-zo8mp2 жыл бұрын
দাদা ভাই, সত্যি বলতে আপনাকে ধন্যবাদ 🌹 দেবার ভারসাম্য হারিয়ে ফেলেছি, আপনার এই পোস্টটির সাথে আমার অনেক মিলিয়ে গেল, আজ রাগে ক্ষোভে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবার পালা
@QuantumMethod2 жыл бұрын
রাগের উল্টোপিঠে আছে যে আবেগ সেটা হলো মমতা। রাগের কারণে যে সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে মমতা দিয়ে সারিয়ে তুলুন। একদিনে পারবেন না, একটু সময় আর মনোযোগ দিন। ইনশাআল্লাহ্ সম্পর্কগুলো মধুর হবে। কাজটি ভালভাবে করতে পারবেন মেডিটেশনে। এজন্যে টানা কিছুদিন এই মেডিটেশনটি করতে পারেন- সুখী পরিবার meditation.quantummethod.org.bd/bn/meditation-detail/5dc06fe6-6a20-11eb-9691-b5b36e73e29b
@sumitmazumder87413 жыл бұрын
Thus to show people the right path. Thank you very much for informing Quantum Method.❤️
@QuantumMethod3 жыл бұрын
Thank you too for watching the video and your kind comment.
@RakibHasanZakariya2 жыл бұрын
কথায় অসাধারণ চমৎকার ভিডিও
@tawhidislam76593 жыл бұрын
এক কথায় অসাধারণ ছিল ❤❤
@QuantumMethod3 жыл бұрын
শোকর আলহামদুলিল্লাহ্!
@tajminakter93213 ай бұрын
আজকে আপনার এই কথাটা আমাকে অনেক কিছু শেখালো কমানোর চেষ্টা করবো ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য ।
আপনারা ভিডিও গুলো কোন কোন সফটওয়্যার দিয়ে তৈরী করেন? জানলে খুব উপকৃত হতাম
@ashokmondal18022 жыл бұрын
কোয়ান্টাম এর রক্ত দানের সদস্য আমি, জানতাম মেডিটেশন কোর্স আছে এখানে। কোয়ান্টাম নিয়ে এর বাইরে কখনও কিছু চিন্তা করিনি। তবে আজ ভিডিও টা দেখে অন্য রকম কিছু একটা অনুভব করলাম। ধন্যবাদ কোয়ান্টাম।
@QuantumMethod2 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ, অনুপ্রেরণা আর সেবা দিয়ে সবসময় আমাদের সাথে থাকার জন্যে।
@paulbaibhab20023 жыл бұрын
বেশ হয়েছে অসাধারণ
@QuantumMethod3 жыл бұрын
জ্বি, ধন্যবাদ।
@shahadothussain327 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ ভাবে বুঝিয়ে দিয়েছে রেগে গেলেন তো হেরে গেলেন
@QuantumMethod Жыл бұрын
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে!
@mustafamonjil3 жыл бұрын
Excellent overview regarding Anger
@সত্যেরপথ-য৪স2 жыл бұрын
জাযাকাল্লাহ খাইরান। সত্যি অসাধারণ।
@QuantumMethod2 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@md.abirhossain38572 жыл бұрын
অসাধারণ ভিডিও 💚
@tirchannel2194 Жыл бұрын
অসাধারণ হয়েছে, এতো সুন্দর করে রাগের প্রতিক্রিয়া ব্যাখ্যা করা যায়, তা শিখলাম।ধন্যবাদ আপনাকে।আসলেই রাগ অনেক খারাপ অভ্যাস।
@QuantumMethod Жыл бұрын
সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনার সার্বিক কল্যাণ কামনা করছি।
@pmosharraf2 жыл бұрын
Outstanding presentation!!!
@allinoneplatform72082 жыл бұрын
কথা গুলো খুব যুক্তি যুক্ত. রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়.
আপনার কথাগুলো সত্যি অসাধারণ। কিন্তু আমরা সব বোঝা সত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা। ইসলামী ধৈর্য কে অনেক গুরুত্ব দিয়েছে। যে ধৈর্য ধারণ করতে পারে সে কখনো হারে না।
@QuantumMethod Жыл бұрын
পরম করুনাময়ের কাছে কৃতজ্ঞতা জানাই । ভিডিওর তথ্য আপনার জীবনে কাজে আসুক -এই প্রার্থনা রইল । আমাদের পপুলার ওয়ান স্টপ এপটি ডাউনলোড করে নিনঃ আপডেটেড থাকুন - পরবর্তী কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের ডেট ও ভেন্যু । পেয়ে যাবেন সকল শাখা সেন্টারের ঠিকানা / যোগাযোগ। url.qm.org.bd/app/qm
@chadandey64402 жыл бұрын
জেতার জন্য যারা রাগ দেখায় না তাদের ভাগ্যে জয় তো দূরের কথা কিছুই জোটে না। কারণ জীবনটা শুধু হার জিতের ওপর নির্ভরশীল নয় । জীবনের মানেটা অনেক বেশি বড় । যখন যেটা যেরকম ভাবে আসে তখন তাকে সেই ভাবেই গ্রহন করা বুদ্ধিমানের কাজ । যেমন তোমাকে ভাল করে বোঝানোর জন্য বলি যখন যেটা কে যেমন ভাবে পাবে তেমন ভাবেই গ্রহণ করা ভাল । এখনো নিজের মতন হয়নি বলে বর্জন করা বা দূরে সড়িয়ে রেখে ছল বল কৌশল প্রয়োগ করে তাকে পরিবর্তন করে নিজের মনের মতন করে পেতে গিয়ে ঐ প্রতিদিন সকালে উঠে আগের দিনের পুনরাবৃত্তি করতে হবে। আর jack জয় বুড়ো আঙুল দেখিয়ে বলবে looser rose তুই পরাজয় বুকে নিয়ে লোকচক্ষুর আড়ালে আত্মগোপন করে থাক। আমাকে এত চেষ্টা করেও পাচ্ছিস না বলে রাগ দেখাস না। ইস তাহলেই হেরে যাবি।
@sazzadhossain5883 Жыл бұрын
ঠিক আছে রাগ দিয়ে আপনি কি কি অর্জন করলেন তা এখানে জানাবেন।
@subarnasumi41432 жыл бұрын
কথা গুলো অনেক মূল্যবান।।ধন্যবাদ।
@rafiq14722 жыл бұрын
...মানুষের জন্য যথা-যথো জ্ঞান বিশ্লেষণের জন্য অকাঠ্য ভিডিও ও মনগড়া অকাঠ্য অযৌক্তিক যুক্তি প্রদর্শ ণ থেকে বিরত থাকুন...!
@debrotokumarghosh9687 Жыл бұрын
অনেক সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ
@mdfojorali6712 жыл бұрын
অনেক সুন্দর কথা বললেন আপনাকে ধন্যবাদ 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@QuantumMethod2 жыл бұрын
ভিডিওটি দেখার জন্যে আপনাকেও ধন্যবাদ।
@sajjankup4713 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়
@অমীয়বানী2 жыл бұрын
রেগে গেলাম তো হেরে গেলাম ।জীবন সুন্দর করতে হবে । শোনার ধর্য্য থাকতে হবে
@mdeshanurmunna58242 жыл бұрын
এক কথায় অসাধারণ পানি হয়ে গেল আমার রাগ
@mdriponmdripon40242 жыл бұрын
অসাধারণ, কথা,গুলো শুনে নিজে কে বড়ো অসাহায় কারণ আমি যে এর ঘায়েল।
@QuantumMethod2 жыл бұрын
চেষ্টা করুন, আপনি রাগকে নিয়ন্ত্রণে আনতে পারবেন ইনশাআল্লাহ্।