কেবল রান্নাই নয়, আপনি যেকোনো রান্নার পিছনে যে রোমান্টিসিসম, নস্টালজিয়া থাকে, তাকে যেমন তুলে ধরেন, এক্ষেত্রেও রাজকীয়তাকে অনবদ্য ভাবে তুলে ধরেছেন। কুর্ণিশ।
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad. Please share korben. Ki bolbo jaani na. Bhalo thakben. 🙏🏻🙏🏻🙏🏻
@eshachatterjee3122 жыл бұрын
Satti
@chandrimanair77502 жыл бұрын
👍🏻👌
@kakoliguha1375 Жыл бұрын
Asadharan satti rare and lost
@786Phoenix2 жыл бұрын
দেখেই শান্তি। এ জিনিস নামানো ছেলেখেলা নয়।👍
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sharmilasengupta58588 ай бұрын
একদম ঠিক কথা
@rumpakundu78442 жыл бұрын
আপনার এই গবেষণা চলতে থাকুক আজীবন..... পাশে আছি... ভালো থাকবেন...
@LostandRareRecipes2 жыл бұрын
Onek onek dhonyobaad...
@Tiyas20232 жыл бұрын
চারপাশটা মিলিয়ে কি অনবদ্য এক আবহ,পরিবেশ এবং আপনার উপস্হাপনার গুণে ঠিক যেন রাজবাড়ীর আমেজ পাওয়া যায়...আসলে রান্না একটা শিল্প,বরাবরই মানতাম...কিন্ত আপনার রান্না সত্যিই সেই ঐতিহ্য এবং শিল্পকে তুলে আনে । ধন্যবাদ দাদা।
@LostandRareRecipes2 жыл бұрын
অজস্র ধন্যবাদ। যদি ভালো লাগে, শেয়ার করলে বাধিত হব। 🙏🏻🙏🏻🙏🏻
@ujjwaldas40342 жыл бұрын
এতো দরদ দিয়ে, প্রাচীন জমিদারবাড়ি বা রাজবাড়ির বিভিন্ন পদ এর রন্ধন সম্পর্কে এমন সুন্দর উপস্থাপনা এককথায় অনবদ্য, অনেক ধন্যবাদ আপনাকে।।
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@pampabhattacharjee5086 Жыл бұрын
অনবদ্য, অদ্ভুত রান্না শেখানোর পদ্ধতি ,বলার ভঙ্গি আর আবহসংগীতের সুরে যেন এক অন্য মাত্রা এনে দেয় আপনার রান্না তে।নমস্কার ,বাঙালী বলে নিজের বেশ গর্ব বোধ করি কারণ আপনার মত শেফ আছে আমাদের বাংলায়।ভালো থাকবেন।
@LostandRareRecipes Жыл бұрын
সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@keyaguin67882 жыл бұрын
আপনার শৈল্পিক নৈপুণ্যতা পরিবেশনায় এক অনন্য মাত্রা নিয়ে আসে চোখ মন মস্তিষ্ক এক অনবদ্য প্রশান্তিতে ভরে যায়। স্বার্থক আপনার প্রয়াস।রাজকীয় রান্নার ,রাজকীয় উপস্থাপনা।ঐতিহ্য- -সাবেকীয়ানা -আধুনিকতার অসাধারণ মেলবন্ধন আপনার এই অনুষ্ঠান। সেইসঙ্গে শিক্ষনীয়। রান্নার প্রতি কতটা গভীর ভালোবাসা মমতা থাকলে অতীতের সময় কে এইভাবে তুলে ধরা যায়্;আপনার অনুষ্ঠার তার অনবদ্য উদাহরণ। কর্মরতা মহিলাদের কে আর দুটো ভাত বেড়ে দেয় বলুন? পরম যত্নে তৈরী এই সব হারিয়ে যাওয়া রান্না র যদি অন্তত ক্লাউড কিচেন হত ,তাহলে বেশ হত।
@LostandRareRecipes2 жыл бұрын
এর উত্তরের ভাষা আমার অজানা। শুধু বলি, যখন এইসব কথা পড়ি, যখন পাই এত ভালোবাসা, যখন মনে হয় কাজের মাধ্যমে মানুষের মন স্পর্শ করতে পারলাম, তখন জানি- সার্থক এ পথ চলা। বুঝি, জীবনের ধন সত্যিই বোধহয় ফেলা যায়নি, ফেলা যায়না। নিজের মুখোমুখি দাঁড়াই আরবার। বলি- চরৈবেতি। ভালো থাকবেন। সঙ্গে থাকবেন। আর বন্ধুদের জানাবেন আমাদের কথা। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
অনবদ্য, যেন ইতিহাসের পাতা ছিঁড়ে ছড়িয়ে গিয়েছে রান্নার উপকরণে, আর সত্যিই আপনার রান্নাগুলোর উপকরনের পরিমাপ বোঝানোর পদ্ধতি খুব সুন্দর, একশো জনের রান্না করতে হলেও কোনও সমস্যা হবেনা...🙏❤
@LostandRareRecipes2 жыл бұрын
অজস্র ধন্যবাদ। খুব ভালো থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻
@chinmoyeemukherjee93069 ай бұрын
অপূর্ব সুন্দর রন্ধন প্রণালী ও পরিবেশনা মন ভরে গেল, অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন, সবাই কে এ ভাবে আনন্দ দিয়ে, অনেক শুভকামনা রইল
@LostandRareRecipes9 ай бұрын
সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@bb...36472 жыл бұрын
অনবদ্য! পরিবেশন সম্পূর্ণ ভিডিও জুড়ে..
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@parsatibanerjee1432 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা-হাতপাখার বাতাসে উপকরণের পরিচতিকরণ আর সারেঙ্গির সুরে রাজকীয় আমেজ।🙏
অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@shyamalchattopadhyay5556 Жыл бұрын
দেখা বা খাওয়া দূরে থাক, নামও কোনদিন শুনিনি। তবে একটা কথা বুঝতে পারলাম যে এটা পরিবেশনও খুব যত্ন করে , নাহলে মাছ ভেঙে যাবে। অশেষ ধন্যবাদ আপনাকে।
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@paromabose49232 жыл бұрын
দেখেও শান্তি আর আপনার অসাধারণ বাংলা উচ্চারণ শুনেও শান্তি
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@nilaykumarbhattacharya45932 жыл бұрын
আমার বাড়ি কৃষ্ণনগর। খুব ভাল লাগল আপনার এই কৃষ্ণনগর রাজবাড়ির রান্না।
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@sarmisthadas4304 Жыл бұрын
Nodiar Krishna nager e amer mamabari,natun polling,rajbarir laser para,tai ei ei series ta amer kachhe khub akorsonio. THANKYOU
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
Ami try korechilam. Marattok taste hoyechilo. Thanks for awesome royal recipe.
@LostandRareRecipes2 жыл бұрын
Onek onek dhonyobaad. Shongey thakben, ei onurodh roilo
@shilpadas361 Жыл бұрын
অসাধারণ প্রেজেন্টেশন আপনার। রান্না ও কথা দুটোই অসাধারণ লাগলো।
@LostandRareRecipes Жыл бұрын
অজস্র ধন্যবাদ। আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবার অনুরোধ রইলো। যদি ভালো লাগে, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। তবে আরও বড় কথা, একমাত্র এভাবেই কিন্তু এই বিরল বা লুপ্তপ্রায় রান্নাগুলির কথা জানতে পারবেন আরও মানুষ, আর আমরাও বাঁচিয়ে রাখতে পারবো আমাদের হারাতে বসা বিপুল ঐতিহ্যকে। 🙏🏻🙏🏻🙏🏻
@saswatahazra80282 жыл бұрын
এই রেসিপির নাম শুনেছিলাম সঙ্গে ইতিহাসও। অনেক খুঁজেছি কোথাও পাই নি। এ যেন স্বপ্নপূরণ হল
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad. Please share korben. 🙏🏻🙏🏻🙏🏻
@payepaye87122 жыл бұрын
Sudhu rannai noe, presentation eo 100 e100. Bhishon bhishon sundor😊
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@subhraghosh6948 Жыл бұрын
আপনার বাচনভঙ্গী , উপস্থাপন অসাধারণ...
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@Subhankar78334 ай бұрын
Sir খুব ভালো লাগছে স্যার। দারুন ❤❤
@sudeshnathakur93872 жыл бұрын
Dadabhai ...aj ke ei recipe ta ranna korlam ..Amar husband er janmadin chhilo ...asadharan hoyechhilo ...sobai khub proshongsha korlo .. Thank you dadabhai ...
Aha ki dekhlam. Nam e jemn rajbarir ranna, temn e gota recipe ta e rajokiyotay poruipurno. Dekhe e jno mon hariye gelo onno kono jogot e. Opurbo onobodyo. 😊😊😇😇🥰🥰.
@LostandRareRecipes2 жыл бұрын
Onek Onek dhonyobaad. Ei tukui to pawa…
@swapnanilkar47862 жыл бұрын
@@LostandRareRecipes ☺😊😊.
@tkdas9048 Жыл бұрын
সুস্বাদু রান্না খেতে পাওয়া টাও একটা ভাগ্যর ব্যাপার। টাকা থাকলেও অনেকে মনহারি রান্নার স্বাদ হতে বঞ্চিত থাকে। আমিও সেরকম একজন মানুষ। টাকা আছে, কিন্তু কেউ সুস্বাদু রান্না রেঁধে খাওয়াবে কেউ নেই। ঐ পেটের গর্ত বোজানোর জন্য যখন যা দেয় খেয়েনি আরকি। নিজের ইচ্ছা খাটেনা একদম। আপনার চ্যানেলটি খুব দেখতে ভালো লাগে। কতদিন খাইনি স্বাদের রান্না। মায়ের কথা খুব মনে পড়ে। মা আমার খুব ভালো রান্না করতে পারতো। সে আর বেঁচে নেই, আমার জীবন থেকে ভালো রান্না খাওয়া চিরতরে চলে গেছে।
@LostandRareRecipes Жыл бұрын
অজস্র ধন্যবাদ। এ পর্বটি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@LostandRareRecipes Жыл бұрын
আপনি দয়া করে আমাকে যোগাযোগ করবেন। 9674167582. আমি অপেক্ষায় থাকবো। কে বলে কেউ নেই? আমি নিজের হাতে আপনাকে রান্না করে খাওয়াতে চেষ্টা করবো।
@jayasengupta5632 Жыл бұрын
খুব artistic এবং অসাধারণ রন্ধন পটু আপনি 👏👌❤️
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@titlybhattacharjee18792 жыл бұрын
Darun just asadharan recipe akta... Apnar kache ranna akta onno matra peyeche sottie ato valo lage...
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sabyasachibanerjee45842 жыл бұрын
অনবদ্য উপস্থাপনা আপনার। সত্যি তারিফ করার মত।
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad 🙏🏻🙏🏻🙏🏻
@rudra81222 жыл бұрын
আমি কৃষ্ণনগরের বাসিন্দা, সাথে আপনার রান্নার প্রশংসক। খুব ভালো লাগে সত্যি এই হারানো রান্না গুলির পুনরুদ্ধার দেখে।
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@dipanwitaroy5730 Жыл бұрын
রান্না টি ও সুস্বাদু আর রান্নার জন্য যে সমস্ত উপকরণ গুলি ব্যবহার করা হয়েছে সেগুলিও দারুন।
@LostandRareRecipes Жыл бұрын
এইসব বার্তা সত্যিই আমাকে অনুপ্রাণিত করে। এ আমার বুকের বল, মনের ভরসা, প্রাণের শক্তি। সঙ্গে থাকবেন। এ ঋণ আমি শোধ করতে পারবো না। তবু সহযাত্রী হলে বাধিত হব। m.kzbin.info
@madhumitabhattacharyya7546 Жыл бұрын
অনবদ্য!!!! নিশ্চয়ই বানাবার চেষ্টা করব। যে কোন আমিষ ভোজী অতিথির মন জয় করার জন্য এই একটি পদ ই যথেষ্ট। ধন্যবাদ দাদা। 🙏 নতুন বছর আপনার খ্যাতি তে সুবাসিত হয়ে উঠুক -এই প্রার্থনা।
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
@hajabarala13292 жыл бұрын
Ai ranna ta krisnonogore khub prosidho ak ranna.. jodio pray lupto. Khub bhalo laglo sir.
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@debomitachakraborty64562 жыл бұрын
Khub bhalo laglo ei ranna dekhte. Ekhonkar Chinese continental rannar majhe ei rare ranna gulo dekhle mon ta bhalo hoye jay.. background music tao khub sundor. Maakeo dekhalam.. Thank you very much 🙏🙏🙏🙏🙏
@LostandRareRecipes2 жыл бұрын
Thanks so much. Please be with us 🙏🏻🙏🏻🙏🏻
@Shreya_Datta2 жыл бұрын
দারুণ লাগলো..আপনার উপস্থাপনার কোনো তুলনা হবেনা 🙏🙏🙏 এক কথায় অতুলনীয় অসাধারণ 💓
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@Shreya_Datta2 жыл бұрын
@@LostandRareRecipes আপনাকে অনেক ধন্যবাদ এরকম রেসিপি খুঁজে আমাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য
@sayankrshaw39112 жыл бұрын
আমি আজ টিকলি কাবাবটা বানিয়েছিলাম (ভাত দিয়ে খাওয়া হয়েছে বলে একটু কম শুকনো করেছিলাম) , অত্যন্ত স্বাদ হয়েছিল, বাড়িতে গেস্ট এসছিল তারা ধন্য ধন্য করেছে খেয়ে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤️
@LostandRareRecipes2 жыл бұрын
এ ধন্যবাদ প্রাপ্য আপনার। সঙ্গে থাকবেন। আর বন্ধুদের জানাবেন আমাদের কথা। 🙏🏻🙏🏻🙏🏻
Ki bhalo laglo. Amaar Onek Onek shubhechha o ashirbaad roilo. 🙏🏻🙏🏻🙏🏻
@banimahanta84992 жыл бұрын
রাজকীয় উপস্থাপনা। দারুন রেসিপি। একদিন হলেও কাছের জন দের রাজবাড়ী র স্বাদ দেবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন 🙏
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad 🙏🏻🙏🏻🙏🏻
@suchitrasarkar9969 Жыл бұрын
@@LostandRareRecipes uú
@arpitrramaaskitchen65202 жыл бұрын
Khub bhalo laglo video ta 👌🏻👌🏻 pranam neben 🙏🏻
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@tamalchatterjee46842 жыл бұрын
এই প্রথম কাছে এসেছি, এই প্রথম আপনার রেসিপির প্রেমে পরেছি তাই তো পাই না ভেবে কে প্রথম রান্না ভালবেসিছি।
@LostandRareRecipes2 жыл бұрын
😄😄😄কতই তো কমেন্ট পাই, এমনটি তো পাইনা কখনও…
@persistent24132 жыл бұрын
Thank you so much sir for sharing this historical recipes... It's also attach us with history of India and also history of bengal
@LostandRareRecipes2 жыл бұрын
Thanks so much 🙏🏻🙏🏻🙏🏻
@monasreeroy36382 жыл бұрын
Apnake onek obinondon. Bangla j koto rokom bhabe somriddho ta abar promanito holo. Bortoman din a paschyatya Dunia, media ato basi matray sob grass korche, sekhan theke Daria apnar aee proyash sotti e amader r o ekbar bangla k bhalobaste sekhay. Thank you very much sir. Keep up your good work 👏
@LostandRareRecipes2 жыл бұрын
Ki boley dhonyobaad janabo, jaani na. Shudhu shathey thakben, aar bondhu der janaben amader katha, Ei onurodh roilo 🙏🏻🙏🏻🙏🏻
@monasreeroy36382 жыл бұрын
@@LostandRareRecipes thank you.
@sancharideeya6918 Жыл бұрын
Eta ekdom notun rokom... Thank you so much... Daroon channel apnar❤
@LostandRareRecipes Жыл бұрын
অজস্র ধন্যবাদ। এ পর্বটি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@sancharideeya6918 Жыл бұрын
@@LostandRareRecipes Ami to subscribe korechi... Share korbo oboshyoi
@ironman16929 Жыл бұрын
বাড়িতে শুধুমাত্র এই টিকলি কাবাব try করেছিলাম, বাসন্তী পোলাও এর সাথে এককথায় অনবদ্য। সম্ভব হলে এই নদিয়া রাজবাড়ী আশির্বাদ সিরিজের আরও কিছু রান্না ভবিষ্যতে তুলে ধরার অনুরোধ রইল।
@LostandRareRecipes Жыл бұрын
অনেকগুলি রান্না নিয়ে পুরো নদিয়া রাজবাড়ী সিরিজ় করেছি কিছুদিন মাত্র আগে। দয়া করে দেখবেন। কেমন লাগলে জানাবেন। 🙏🏻 অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@Roushnimj2 жыл бұрын
Darun laglo! Ki unique!
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subhadipadG2 жыл бұрын
এটা সত্যিই একটি অনবদ্য ক্লাসিক্যাল রান্না।
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@abhijitbhattacharya85892 жыл бұрын
Dada, your decor and furniture are as nostalgic as yours lost & rare recipes, specially the almirah at the background, which reminds me about my old connection with my maternal house who had homeopathic medicine dispensaries in college street area. My Mat grandfather used to be a homeo practitioner... I used visit him very often in the evening and used to take advantage of his attending patients to pick up white globules of various shapes stashed in those similar designed almiras and pop indiscriminately inside mouth till there was a sweet scolding from Dadu....
@LostandRareRecipes2 жыл бұрын
This is so amazing!!! Yes, our channel is all about these stories and anecdotes from the past 🙏🏻🙏🏻🙏🏻
@amitghoshdastidar2 жыл бұрын
Don’t we all go through such moments of nostalgia from our individual pasts ? We, from Lost and Rare Recipes, want to take you all back to your individual connects through our presentation. Thanks so much for your kind words. Truly appreciate
@kalyanibanerjee7841 Жыл бұрын
টিকলি কথাটা কেন এল মানে কি টিকিয়া একদিন বানাতে হবে মাছের পোলাও কখনও বানাইনি
@kankanadhara6039 Жыл бұрын
অসাধারণ আপনার artistic presentation
@LostandRareRecipes Жыл бұрын
অজস্র ধন্যবাদ। এ পর্বটি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@reeonasinha78602 жыл бұрын
Excellent....obossoi try korbo
@LostandRareRecipes2 жыл бұрын
Kemon laglo janaben. 🙏🏻🙏🏻🙏🏻
@swatidasgupta37402 жыл бұрын
Apnar presentation r rannar poddhoti bheeshan sundar. 👌
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি সঙ্গে থাকবেন আগামী দিনেও। যদি ভালো লাগে, শেয়ার করবেন ভিডিওগুলি। সেভাবেই আরও মানুষ জানতে পারবেন এইসব বিরল বান্নাগুলির কথা। তারা বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য হিসেবে। 🙏🏻🙏🏻🙏🏻
@thehungrybook2 жыл бұрын
তথ্যপ্রদান, রান্না, পরিবেশন... সবটাই অনবদ্য ❤️
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻
@bandanabhattacharya7281 Жыл бұрын
Darun laglo recipe ta , onek kichhu jante parlam , ki bolbo kono bhasha khuje pachhi na , khub valo , barite ek bar ontoto banatei hobe
@LostandRareRecipes Жыл бұрын
অজস্র ধন্যবাদ। এই সিরিজ়টি আমার মনের খুব কাছের। আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম। যদি মনে করেন, শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সঙ্গে। এইভাবেই কিন্তু এইসব হারিয়ে যাওয়া মানুষ ও রান্নার কথা জানতে পারবেন আরও অনেকে। আমরা ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@kolkatasizzlers3152 жыл бұрын
অনবদ্য অনবদ্য। অনেক শুভকামনা রইল
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sarmisthasinha9562 жыл бұрын
দাদা আপনাকে কুর্নিশ 🙏 সব কিছু ভাল লাগলো। অবশ্যই ট্রাই করব
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad. Please share korben.
@susmitabanerjee7277 Жыл бұрын
অসাধারণ লাগলো। এটা ইলিশ পোলাও য়ের থেকেও ভালো লাগলো বেশি।
@LostandRareRecipes Жыл бұрын
ভালো না? কিরকম একটা রাজকীয় ব্যাপার আছে না?
@nandinisaha73642 жыл бұрын
asadharon ekta recipe sikhlam.
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@chandranibhattacharjee75442 жыл бұрын
Ki sundor presentation r bason gulo Ki sundor Amr vebei bhalo lagche ami krishnagar basi ❤️
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad. Please share korben. 🙏🏻🙏🏻🙏🏻
@chandranibhattacharjee75442 жыл бұрын
@@LostandRareRecipes ha Akdom
@amitbanerjee61282 жыл бұрын
অসাধারণ পরিবেশনা
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻
@malinibanerjee70832 жыл бұрын
Amazing. A cookery show with an intellectual touch. Very impressive. Keep it up.
@LostandRareRecipes2 жыл бұрын
অজস্র ধন্যবাদ। সঙ্গে থাকবেন। জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে, শেয়ার করবেন। তবেই আরও মানুষ জানতে পারবেন এইসব হারানো বা বিরল রান্নার কথা। খুব আনন্দ পাবো কারণ আমাদের এই প্রচেষ্টা সফল হবার পথে এগোবে আরও এক পা। 🙏🏻🙏🏻🙏🏻
@sagardutta43132 жыл бұрын
Eto sundor bangaliana concept satyi unique 🙏🏾 ❤️
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sutapamondal53752 жыл бұрын
Osadharon.... khub valo laglo
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@gangotridas94932 жыл бұрын
Mouthwatering..... darun darun
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@pinakiroychowdhury4026 Жыл бұрын
Very delicious recipe. Thank you for sharing it with us.
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@jayasengupta5632 Жыл бұрын
অসাধারণ ❤️👌
@LostandRareRecipes Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@arpitasamanta36652 жыл бұрын
Namaskar dada,ami apnar channel er notun viewer kintu onek recipe ami dekhe niyechi,khub bhalo lage jemon kore apni banan. Thik mone hoy aagekar diner ranna aagekar bason e ranna hoche,khub bhalo lage
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad. Shongey thakben. 🙏🏻🙏🏻🙏🏻
@arghyaghosh95782 жыл бұрын
Bah, mon vore galo.
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@pritamghosh62912 жыл бұрын
Recipe ta Amr sotti durdanto laglo sir👌👌👌👌
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad 🙏🏻🙏🏻🙏🏻
@taniyabanerjee4552 жыл бұрын
Ranna to darun botae tar sathe photography o osadharon
@LostandRareRecipes2 жыл бұрын
আমার বন্ধু অমিতের এ কথা জেনে খুব ভালো লাগবে। 🙏🏻🙏🏻🙏🏻
@bananighosh6130 Жыл бұрын
Ki darun 🎉
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@linaroychowdhury23332 жыл бұрын
দারুণ এবং দারুণ!
@LostandRareRecipes2 жыл бұрын
অজস্র ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@baibhavnotthere Жыл бұрын
Darun recipe 👌👌
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@rinitabanerjee30752 жыл бұрын
This is perhaps the first time that a complex and not terribly easy-to-make dish feels like it indeed can be made with ease. I am certainly going to try this out very soon. And the utensils! Sigh. Wish I were in Kolkata. If I were I'd have gone off to Notun Bazar at once and bought some. Thank you.
এইসব বার্তা সত্যিই আমাকে অনুপ্রাণিত করে। এ আমার বুকের বল, মনের ভরসা, প্রাণের শক্তি। সঙ্গে থাকবেন। এ ঋণ আমি শোধ করতে পারবো না। তবু সহযাত্রী হলে বাধিত হব। m.kzbin.info
@ARROW_TO_SUCCESS2 жыл бұрын
অসাধারণ অসাধারণ
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@suhanaahammad3492 жыл бұрын
Khub sundor uposthapona
@LostandRareRecipes2 жыл бұрын
Onek onek dhonyobaad...
@pampachakraborty75502 жыл бұрын
Excellent cooking barite koekta try o korechi beautiful
@LostandRareRecipes2 жыл бұрын
Thanks so much 🙏🏻🙏🏻🙏🏻
@mahajabeennesha3460 Жыл бұрын
Ai recipe ta khub sundor
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
@writughosh42242 жыл бұрын
দাদা তোমার সব রান্না আমার আত্মাকে আনন্দময় করে তোলে প্রতিবার বারবার। জিভে জল রক্ষা করা খুব কষ্টকর হয়ে ওঠে
@LostandRareRecipes2 жыл бұрын
😊😊😊অজস্র ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@writughosh42242 жыл бұрын
@@LostandRareRecipes ধন্যবাদ তো তোমাকে আমাদের দেওয়া উচিত আমাদের কারণ এই রিসিপি আমাদের মন ও জিভ কে অশান্ত করে তোলে খাই খাই করে
@ibilis442 жыл бұрын
Very beautifully presented. I only heard stories of such recepies from my grandmother. Seeing them here, makes me feel nostalgic. Thank you for reviving such precious recipes. Keep up the good work 👏
@LostandRareRecipes2 жыл бұрын
Thanks so much. Please be with us and let your friends and family know about our channel. 🙏🏻🙏🏻🙏🏻
@srabonighosal54182 жыл бұрын
Dada upni osadharon manush.upner khub valo hok.
@LostandRareRecipes2 жыл бұрын
Onek onek dhonyobaad...
@J0YJiT2 жыл бұрын
অতুলনীয় 😍
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@sharmistthadutta2 жыл бұрын
Simply Osssaaddharonn Dada 👏👏👏💖💖💖💖💖 Ekkkebare Lajawaaab 👍🏻👍🏻👍🏻 একবার নিশ্চয়ই এই রেসিপি তে করবই। অনেক ধন্যবাদ ও আপনার প্রচেষ্টা কে সুস্বাগতম। Thanks for Inspiring us with this culinary skills 🙏🏻🙏🏻
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@shuklapaul4211 ай бұрын
খুব সুন্দর লাগলো
@LostandRareRecipes11 ай бұрын
সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@rinabanerjee256410 ай бұрын
Ei ranna dekhe obibhuto hoe gelem bhalo thakben🙏
@LostandRareRecipes10 ай бұрын
সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@kalpakkhamaru1492 жыл бұрын
Asadharon ❤️🙏
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SharmilaDutt-rn1pc5 ай бұрын
Ashadharan
@shibnathshaw21302 жыл бұрын
আপনার description টা সত্যি মনো Mugdhakar ❤
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@soumenburman36972 жыл бұрын
Darun Laglo Dada.
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@PreetamKrSaha Жыл бұрын
Eta osadharon
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@gargisadhukhan86282 жыл бұрын
Amader ajker generation r onek kichu sekhar ache apnar ranna theke... Both the recp and the history behind this are very interesting... Hope to see many more❤❤❤❤Respect 🙏🙏🙏🙏🙏
@LostandRareRecipes2 жыл бұрын
Onek dhonyobaad. Shongey thakben 🙏🏻🙏🏻🙏🏻
@parnadey54562 жыл бұрын
Bahhhh darun darun ❤
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@probalsen33172 жыл бұрын
Another execellent episode... a great beginning to a new series.. such an interesting dish presented so lucidly... the video was superb especially your use of "Kashar" utensils always add a great visual pleasure...