সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@dupurshahidullah61762 жыл бұрын
Dada je ki uncommon uncommon Khabar niye asen, dudhorsho, vutopurbo,hats off to you
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@mahuamukherjee95832 жыл бұрын
খুব ভাল লাগল ভাই এই সিরিজের উপস্থাপনা গুলি। পুজোর সময়ে নিশ্চই এই পুরান মিষ্টি গুলি তৈরী করব। মা কে ও তাঁর সন্তান দের ( বাড়ির লোকজন কে) খুশি করতে পারবো
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@mitaskitchen34806 ай бұрын
অপূর্ব অজানা রেসিপি গুলো আপনার জন্য শিখতে পারছি
@nemaichakraborty53352 жыл бұрын
এরপর পারলে চৈতন্যচরিতামৃত, কৃষ্ণাহ্নিককৌমুদী, মঙ্গলকাব্য প্রভৃতি থেকেও রান্না নিয়ে আসুন। রসালা, অমৃতকেলী বটক, দুগ্ধতুম্বী-এগুলো আবার বেঁচে উঠুক বাংলা ও বাঙালির বুকে।
@asamvav2 жыл бұрын
এটা কিন্তু চাই ❤️
@srinandadulalgoswami15522 жыл бұрын
Aha joy hok.... Nitai rongiya amar khaite khaite
@paromitabagchi3622 жыл бұрын
Ashadharan ar apurbo....kono katha hobe na....💐🙏🙏💐
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@Snowballfuture1 Жыл бұрын
আপনার হাতগুলো ভারী সুন্দর ও পরিচ্ছন্ন। যারা রান্না শেখান তাদের নিজের হাতের পরিচ্ছন্নতার দিকে নজর রাখা উচিৎ। আপনার হাতদুটো দেখলেই খাওয়ায় রুচি ফিরে আসে। আপনার রান্না শেখানোর কৌশলটিও একই ভাবে নম্র ও পরিচ্ছন্ন। ❤
@LostandRareRecipes Жыл бұрын
অজস্র ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
@treasure72502 жыл бұрын
Darun laglo Itihash r oitijjo aksathe Asha kori barita banabo😊😊😊😊😊😊😊 Ai oitijjlmoy soforta darun laglo
Ha dada misty gulu sotti onek valo and notun recipi , valo legechhe apnar recipi
@LostandRareRecipes2 жыл бұрын
শুভ বিজয়া। অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওগুলি আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্যে নয় যে আমাদের ভিডিওগুলি আরও অনেকে দেখবেন ও আমরা আরও বেশি প্রচার পাবো। তার চেয়ে অনেক বড় কারণ হলো এই যে এ রান্নাগুলি বাঁচিয়ে রাখবার এটিই একমাত্র উপায়। সে পথে আমাদের সঙ্গী হোন, এই অনুরোধ রাখি। 🙏🏻🙏🏻🙏🏻
@rinkumitra97342 жыл бұрын
আপনি অভিজ্ঞতা, সৌন্দর্য, আভিজাত্য এর মেলবন্ধন দাদা।কি অসাধারণ রেসিপি।আর পেছনের গল্প টা অন্য অনুভূতি নিয়ে এলো।
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
আপনার এই যাত্রার সঙ্গী হতে পেরে খুব ভাল লাগছে , আপনার উপস্থাপনা যেমন সুন্দর তেমনি শেখানোর পদ্ধতি। ভবিষ্যতে এরকম আরো যাত্রার সঙ্গী হতে চাই। 🙏
@LostandRareRecipes2 жыл бұрын
অজস্র ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। সেভাবেই এই সব বিরল বা বিলুপ্ত রান্নাগুলি বেঁচে থাকবে আমাদের ঐতিহ্যরূপে। 🙏🏻🙏🏻🙏🏻
@pradipsarkar39952 жыл бұрын
Dutoi khub sundar khub bhalo laglo..
@LostandRareRecipes2 жыл бұрын
Onek Onek dhonyobaad. 🙏🏻🙏🏻🙏🏻
@pialeesaha6019 Жыл бұрын
দারুণ নাম। খুব সুন্দর।
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@jayantamajumdar32992 жыл бұрын
👌pujor age khub bhalo ei misti duto sikhe laglo.🙏
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sudeshnathakur93872 жыл бұрын
Darun laglo dadabhai ranna r pechhone lukiye thaka golpo guli shunte ...ei Bijoya Dashami te ei duties mishti oboshoi try korbo ..apnar porer recipe r jonno wait kore roilam ... Tiki pulao korechhilam ...rajasik hoyechhilo ..
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@Snowballfuture1 Жыл бұрын
প্রাণ ধড়ফড়ি আর গাল চাপড়া! নাম দুটো আমাকেও চমকে দিয়েছিল। হ্যাঁ , প্রাণহরা তো প্রায় সব মিষ্টির দোকানে বাংলাদেশেও পাওয়া যায়। তবে ভাইয়া, আপনার শেখানোর কৌশল এত মিঠে যে সারাক্ষণ শিখতে ইচ্ছে হয়। আবার সেটার practical demo দেয়ারও সাঙ্ঘাতিক লোভ হয়।
@LostandRareRecipes Жыл бұрын
কি বলে ধন্যবাদ জানাবো জানিনা 🙏🏻🙏🏻🙏🏻
@triptydatta7540 Жыл бұрын
Apnake ojosro dhyonnobad eto shundor shundor ranna dekhanor joono.
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
@jyotiparija6482 Жыл бұрын
Bhishon bhalo Laglo ❤
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@shadmanalvi51002 жыл бұрын
খুবই চমৎকার উদ্যোগ দাদা ! আপনার পেশাদারিত্ব দেখে আমি হতবাক ! খুবই গর্ব বোধ হয় আমাদের বাঙালি cuisine নিয়ে | আর এইটাও বলতে হবে যে প্রত্যেক পর্বে পর্বে আপনার জন্য শ্রদ্ধা আর ভালোবাসা বাড়তে থাকে! অনেক ধন্যবাদ দাদা! 🙏🏾 🙏🏾 😊
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, আমাদের কমেন্টে জানাবেন। ভিডিয়োটি শেয়ার করলে খুব আনন্দ পাবো। আরও মানুষ জানতে পারবেন আমাদের কথা, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এইভাবেই এ বিরল বা হারানো রান্নাগুলি বেঁচে থাকবে বহু রান্নাঘরে। আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে। 🙏🏻🙏🏻🙏🏻
@diptimitra90692 жыл бұрын
Khub sundor sob ranna misti gulo onobodhya recipe
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@smallick81702 жыл бұрын
Oshadharon naam gulo dada.
@LostandRareRecipes2 жыл бұрын
Video ta dekhben. Janaben kemon laglo. Oshadharon golpo gulo Eder pechhoney.
@kumkumbhattacharya16692 жыл бұрын
আপনি আর ভীডিও করবেন না?
@smallick81702 жыл бұрын
@@LostandRareRecipes apner protiti video khub monojog diye dekhi. Shudhu dekhi tai noy, nije banai o. Tobe apner moton bhalo kore korte pari na. Je ta na bollei noy, seta solo golpo gulo ba khabar gulo ki bhabe esheche se ta jante para. Dada ei bhabei egiye Jan, r o bhalo bhalo khabar er video r golpo chai. Bhalo thakben.
@amitbhattacharya2392 жыл бұрын
Darun laglo kaku.
@LostandRareRecipes2 жыл бұрын
Onek Onek dhonyobaad 🙏🏻🙏🏻🙏🏻
@upamadasgupta20612 жыл бұрын
অপূর্ব রেসিপি .অসাধারণ ও অনবদ্য উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য 🙏🙏
@LostandRareRecipes2 жыл бұрын
অজস্র ধন্যবাদ। সঙ্গে থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻
@lipikamullick43722 жыл бұрын
যুগের সঙ্গে তাল মিলিয়ে কি সুন্দর নাম হয়েছে খুব ভালো লাগল ।
@LostandRareRecipes2 жыл бұрын
শুভ বিজয়া। অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওগুলি আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্যে নয় যে আমাদের ভিডিওগুলি আরও অনেকে দেখবেন ও আমরা আরও বেশি প্রচার পাবো। তার চেয়ে অনেক বড় কারণ হলো এই যে এ রান্নাগুলি বাঁচিয়ে রাখবার এটিই একমাত্র উপায়। সে পথে আমাদের সঙ্গী হোন, এই অনুরোধ রাখি। 🙏🏻🙏🏻🙏🏻
@sayantimitra65142 жыл бұрын
Asadharon asadharon aro somriddho hok ei onushthan
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@somachowdhury57342 жыл бұрын
Protita rannar pichonei kono na kono golpo thake.aj amra samriddho holam.asadharon!!apnar moto parbo kina janina tobe echcha roilo,ei mishti diye Maa ke boron korbo.Onk onk kritaggo roilam apnar kache..pathorer chanch gulor sandhan jodi den..Pronam neben🙏
@LostandRareRecipes2 жыл бұрын
পাথরের ছাঁচগুলো আমার বন্ধু অমিতের বহু পুরানো পারিবারিক জিনিস। পাওয়া যেতে পারে কালীঘাটে বাসনের দোকানে। অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@cookingmama49092 жыл бұрын
Asadharan laglo
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@bidyutbhadra7186 Жыл бұрын
Darun sadhu sadhu sadhu
@LostandRareRecipes Жыл бұрын
অনুরোধ করবো, আগে আমসত্ত্বের মিষ্টত্ব পরখ করে নেবেন। মিষ্টি আমসত্ত্ব হলে দুধ কাটবার ভয় অনেক কম। তবু যদি মনে দ্বিধা থাকে, দুধে অল্প একটু ময়দা বা খাবার সোডা মিশিয়ে নেবেন। দুধ আর কাটবে না। অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@SaptaparniSarkar-pc3zi Жыл бұрын
Sotti kub opurbo
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@jayabanerjee1032 жыл бұрын
Opurbo 🙏🙏
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। খুব আনন্দ পেলাম। যদি ভিডিওগুলি ভালো লাগে, শেয়ার করবেন। বাধিত হব। আর আত্মীয়- বন্ধুদের জানাবেন আমাদের কথা, এই অনুরোধ রইলো। 🙏🏻🙏🏻🙏🏻
@lagnajitadas17422 жыл бұрын
অনবদ্য
@LostandRareRecipes2 жыл бұрын
অজস্র ধন্যবাদ। সঙ্গে থাকবেন। জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে, শেয়ার করবেন। তবেই আরও মানুষ জানতে পারবেন এইসব হারানো বা বিরল রান্নার কথা। খুব আনন্দ পাবো কারণ আমাদের এই প্রচেষ্টা সফল হবার পথে এগোবে আরও এক পা। 🙏🏻🙏🏻🙏🏻
@tithimukhopadhyay20522 жыл бұрын
অনেক দিন পর আবার আপনার রান্না দেখলাম খুব ভালো লাগলো 😊 আমি মিষ্টি বানাতে খুব ভালো বাসি আর খেতে ও খাওয়াতে দুটো ই😊তাই প্রাণহরা তো অবশ্যই চেষ্টা করব। আমার বাড়ি হুগলি জেলার গুড়াপে। এখানে র মাখা সন্দেশ খুব ভালো আমার তরফ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানায় 🙏🙏
@LostandRareRecipes2 жыл бұрын
অনেকদিন পর দেখলেন কেন? প্রতি সপ্তাহেই তো দুটি করে রান্না আনি! আপনি সাবস্ক্রাইব করবেন। তাহলে সব নোটিফিকেশন পাবেন। অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@tanushreehomekitchen2 жыл бұрын
বাহ্ দারুন খেতে হবে 👌👍 ট্রাই করবো
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@amanullahkhan61362 жыл бұрын
Mind blowing presentation.
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@jayatichowdhury32992 жыл бұрын
Khub sundar 🤩
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@tanushrigoswami1421 Жыл бұрын
Apurbo
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@satyabrotagoswami67852 жыл бұрын
খুব ভালো লাগলো !
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@naazshivani Жыл бұрын
Such a beautiful program done in perfection!
@LostandRareRecipes Жыл бұрын
অজস্র ধন্যবাদ। আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবার অনুরোধ রইলো। পারলে আমাদের চ্যানেলটি দেখবেন, নীচে লিঙ্ক রাখা রইলো। যদি ভালো লাগে, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। তবে আরও বড় কথা, একমাত্র এভাবেই কিন্তু এই বিরল বা লুপ্তপ্রায় রান্নাগুলির কথা জানতে পারবেন আরও মানুষ, আর আমরাও বাঁচিয়ে রাখতে পারবো আমাদের হারাতে বসা বিপুল ঐতিহ্যকে। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sumitakhan60132 жыл бұрын
Ajker dine ei misti guli r nam jai houk, tobe apnar recipe gulo dekhe sotti i pran dhord-ford kore uthlo khawar jonno. Ami nishchito swad asadharon hobe. Chesta kore dekhbo, apnar moto hoyto hobena. Valo thakben bhai.
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ দিদি। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@SpiritualDivineconnection5442 жыл бұрын
Darun.. Try korbo for sure
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sohinikundu58602 жыл бұрын
Ki adbhut sundar apnader presentation !! Lockdown er samaye ami besh kichu mishti toiri korechilam. Ei muhurte ami ektu awsustho, sustho hoye obosyoi pran dhorpori toiri korar chesta korbo . Apnader prayash ke sadhubaad janai !! Bhalo thakben...
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@indrajitmitra26452 жыл бұрын
খুব আনন্দ পেলাম এই দুটি মিষ্টি বানানো দেখে / আমি নিশ্চই বানাবো, আপনাকে আমার আগাম শারদীয়া শুভেচ্ছা / ভালো থাকবেন শুভজিৎ বাবু /
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@syedashahreenzaman39982 жыл бұрын
অপুর্ব
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@syedashahreenzaman39982 жыл бұрын
@@LostandRareRecipes অবশ্যই 🙏
@biswarupbanerjee72472 жыл бұрын
Osadharon Laglo🙏
@LostandRareRecipes2 жыл бұрын
Onek onek dhonyobaad. Shongey thakun. 🙏🏻🙏🏻🙏🏻
@biswarupbanerjee72472 жыл бұрын
@@LostandRareRecipes Ha🙏
@ashisbanerjee8912 жыл бұрын
Sir ur presentation shows ur elitist & experience.
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@MdRidoy-cu8ny2 жыл бұрын
খুব সুন্দর
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@anupamdas44412 жыл бұрын
Khub bhalo laglo
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@dipankarbose83212 жыл бұрын
Superb your presentation. I wholeheartedly convey my gratitude to you and your team for your extensive research work and enrich us with the Lost and Rare recipes. I have tried some of your recipes and everyone of my family congratulated you and your team for the rare recipes. Though I couldn't make the dishes as tasty as yours but atleast they made us nostalgic. Thanks once again. God bless you and your team and keep you safe and healthy and smiling.
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@krishnasaha84502 жыл бұрын
খুব ভালো লাগলো
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@sharmilarao26782 жыл бұрын
Darun darun
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@sudiptaguha61422 жыл бұрын
@@LostandRareRecipes Good morning… sorry English e likhcchi….Certainly, these rare treasures are meant to be , and must be shared…. The definitive aim must be, sharing these treasures with people who would respect and treasure our culinary heritage, the authencity of it all… ami personally, “ ingobongo” ranna ke, just a mode of convenience mone kori. But, here in London, this “ very short cut “, is the norm, for reasons obvious….anyway, will try my best, to find the correct audience for your this journey…naa, sobkichuii rare hote pare, Kintu lost noi , taa hote dewa uchit kochoonoi noi……most of all, bhishon bhishon bhalo thakben…Ashi aaj Tahole….love…regards…Sudipta
@durba-7182 жыл бұрын
Ei series ta r Ekta boi kora jae😊
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@samadritapradhan78662 жыл бұрын
ভীষণ ভালো লাগলো,বাড়িতে বানানোর ইচ্ছে রইল😊🙏
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@cincalabcd57762 жыл бұрын
Love the episode.
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি সঙ্গে থাকবেন আগামী দিনেও। যদি ভালো লাগে, শেয়ার করবেন ভিডিওগুলি। সেভাবেই আরও মানুষ জানতে পারবেন এইসব বিরল বান্নাগুলির কথা। তারা বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য হিসেবে। 🙏🏻🙏🏻🙏🏻
@amitavapaul91952 жыл бұрын
tomar barir samne sobjibagan er pujo ta hocche ebar er ei episode ta asadharon Amar suduma(didima)ei dutoi korten Sankar bosu road bari chilo
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@parnadey54562 жыл бұрын
অসাধারণ ❤
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@parnadey54562 жыл бұрын
@@LostandRareRecipes একদম 🙏🏻
@rumapain94512 жыл бұрын
খুব সুন্দর আপনার উপস্থাপনা।এবার এর সিরিজ টা খুব ভালো লেগেছে।দ্বারিক ঘোষ এর দোকান ছিল এনটলি তে।খুব পরিচিত দোকান। ভালো থাকবেন।
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@cincalabcd57762 жыл бұрын
Dada ektu jodi traditional kasundi banate shikiye dan khub bhalo hoy. Probashe ota boro miss kori.
@LostandRareRecipes2 жыл бұрын
Ami je kasundi Banai ni kokhono 🥹🥹🥹
@manjitsinghkaley21412 жыл бұрын
Aapnar protek episode taa ee aschargeank eitobhalobasa Khabar proti r logdeir kachei poucheideva eita ekta aschargeir beipar. Aajkaal kaar kachei eito samay Jei log deir Jonny eito parisaram korbei. Jaihok aamee apnar kretigo jei aapnar jonneiee aami aamar khabar proti weakness kei enjoy koree. Dokan eir location aro clear bhavei dekhalei hoy toh onek log visit korto.Thanks a lot
@LostandRareRecipes2 жыл бұрын
It is in Shyambazar
@manjitsinghkaley21412 жыл бұрын
@@LostandRareRecipes ur story started from Nadia raj Bari & finished in shyambazar , thanks for the info or other wise when ever I am in kolkata I might have visited nadia
@manjitsinghkaley21412 жыл бұрын
Thanks
@manjitsinghkaley21412 жыл бұрын
Thanks
@raimariang41112 жыл бұрын
Wow
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@indraneelbhattacharyya97512 жыл бұрын
বানাবো অবশ্যই
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@storytime88262 жыл бұрын
Darun recipe. Ekta question, Ami Germany-te thaki r ekhane korano kheer to pabo na - jodi apni bole den j ami barite ki kore korano kheer banate pari to khub bhalo hoe.
@LostandRareRecipes2 жыл бұрын
Use milk powder instead please 🙏🏻🙏🏻🙏🏻 be with us and if you like our recipes please share the videos with friends and family
@tanushreechakraborty1988 Жыл бұрын
Sudhu dhanyabaad janai..kitchen tour ta kbe deben?
@LostandRareRecipes Жыл бұрын
কি যে দেখাই, বুঝতে পারছি না। কিরকম জানি অদ্ভুত দেখনদারি লাগবে নিজেকে যা একদম আমি নই। 🥹🥹🥹 অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@tanushreechakraborty1988 Жыл бұрын
@@LostandRareRecipes Eto sundor..dekhon dari Kno hbe?
@djr110 Жыл бұрын
বাঙালী মিষ্টির একটা সিরিজ করুন প্লীজ
@LostandRareRecipes Жыл бұрын
নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@rumpaghosh88152 жыл бұрын
Sir amr pronam neben.ajker episode excellent bolleo kom Bola hobe.anek kichu jante o sikhte parlam aj.poroborti episode e asha rakhi aro erokom sundor series upoher deben.ami khub Ekta guchie kotha bolte parina vul hole khoma kore deben sir.
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@rumpaghosh88152 жыл бұрын
@@LostandRareRecipes ha nischoi share korbo.sir apni abar jodi kono purono rajbarir golpo ebong recipe niye asen khub valo lagbe.apnar kache ei abdar roilo.ar apnar ei prochesta onek dur jak sir.
@arpitasen91552 жыл бұрын
❤
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@debanjanachakraborty67152 жыл бұрын
Sandesh hathe shape debar age khub halka kore hathe ghee makhano jay ki? Apnader puro program ti nikhut...oshesh avinandan
@LostandRareRecipes2 жыл бұрын
দারুণ বলেছেন তো! নিশ্চয়ই করবো। অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@debanjanachakraborty67152 жыл бұрын
@@LostandRareRecipes dhonyabad,,,,apnader jonye kintu already onek onek rannaghore amulya ratansamo ranna guli fire esheche,,,bangali tar hariye jawa kichu rotno khuje peyeche😊😊😊
@RimiSen-od3vs Жыл бұрын
Ami misti khete valobasi kintu for health ektu chinta kore khai
@LostandRareRecipes Жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@utpalbora15582 жыл бұрын
Aristocrat creation
@LostandRareRecipes2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@eshitarheshel67712 жыл бұрын
Dada ei misti bananor chhach gulo kothay pabo? Amr ei chhach gulo khub dorkar.... Taholei ei misti banate parbo
@LostandRareRecipes2 жыл бұрын
Eshita, Kalighat ba notun bazar (north Kolkata) te paaben. Shongey thakben. 🙏🏻 Bhalo laagley share korben.
@gramerrannabanna51072 жыл бұрын
Heart attack rosogolla kobe banaben...
@LostandRareRecipes2 жыл бұрын
Video ta na dekhey, taar Itihaash na jenei bollen? Please dekhben video ta, bhalo laagbey. Shongey thakun. 🙏🏻🙏🏻🙏🏻
@rinkumitra97342 жыл бұрын
Hart?সেটা কি
@amitghoshdastidar2 жыл бұрын
আপনাদের সহযোগীতা পেলে আমরা উৎসাহ পাব আরও হারিয়ে যাওয়া রান্নার এবং আমাদের ঐতিহ্যবাহী ইতিহাস সমৃদ্ধ পাকশালের কথা বলতে। আপনাদের ভাল লাগবে বলেই তো এই প্রচেষ্টা
@imonghosh9122 жыл бұрын
Manashollasa বোধকরি ভারত বর্ষের সর্বপ্রথম লেখা রান্নার বই বা রেসিপি বুক। সম্ভব হলে তার ওপর একটা series করুন। আদি যুগের রান্না আজকের হেঁশেল এ পরিচিতি পাক
@LostandRareRecipes2 жыл бұрын
খোঁজ করি। আধুনিক ভারতের প্রথমটি “পাক রাজেশ্বর”। বর্ধমানের মহারাজের পৃষ্ঠপোষকতায় প্রণীত। কিন্তু ভাষা প্রায় দুর্বোধ্য। তবু দেখি। অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@swapnanilkar47862 жыл бұрын
Stti e jno ek onno jogot e e hariye gelam video ta dekhe. Stti e nostalgia r ki opurbo onobodyo mayabi onubhuti. Kothay achhe mishti diye sesh. Bangalir sob khabarer seshe chai mishtimukh. tobe ei recipe te mishti duti r thekeo er pechhoner j somogro itihas o golpo ti, ta jno ek alada e ononyo matra jog krechhe. Stti e prosongsha korar moto kono bhasha e nei. ja boli tai e kom bola hbe. Tai apnar ei sudirgho 'Nadia Rajbari Series' er shesh porbe j stti e pran horon kore newa mishtir recipe duti dekhlam, tar chhap hridoye theke jabe bohudin. Osamanyo otuloniyo. 🙂😊😇🥰❤.
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@poosarlapoosarlavenkata30422 жыл бұрын
Hi sir 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@LostandRareRecipes2 жыл бұрын
Thanks so much 🙏🏻🙏🏻🙏🏻
@dipanwitamukherjee67012 жыл бұрын
আমি এটি বানাই নারকেল বাটা দিয়ে।
@LostandRareRecipes2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও সঙ্গে পাবো। যদি ভালো লাগে, তবে শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। এর ফলে কেবলমাত্র যে আমাদের চ্যানেল ছড়িয়ে পড়বে আরও মানুষের মাঝে তাই নয়। আপনারা শেয়ার করলে তবেই বহু মানুষ জানতে পারবেন আমাদের এই রান্নাগুলির কথা। নতুন করে তারা শ্বাস নেবে বহু পরিবারের রান্নাঘরে। ফিরে আসবে আমাদের হারিয়ে যেতে বসা এই অমূল্য ঐতিহ্য। শামিল হোন সে যাত্রায়, এটুকুই অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
@pradipsen44962 жыл бұрын
Why Dwarkin's? Because he signed his full name as Dwarik N. (i.e. Nath) Ghosh.
@LostandRareRecipes2 жыл бұрын
Baah Darun!!!
@pradipsen44962 жыл бұрын
যতদূর জানি, দ্বারিক ঘোষ পিয়ানোর ছোট সংস্করণ হারমোনিয়াম-এর আবিষ্কর্তা। সেই বিখ্যাত ডোয়ার্কিনস হারমোনিয়াম। Dwarik's থেকে Dwarkin's.
@LostandRareRecipes2 жыл бұрын
Kintu eto boro ekta jinish onaar bongshodhor bollen na? Jekhaaney eto katha bollen? Khub bhalo laglo shuney
@pradipsen44962 жыл бұрын
ডোয়ার্কিন্স সম্পর্কে এই তথ্যটির উৎস দু'টি। প্রথমটি শুনেছিলাম আমার সেজদাদু (বাবার সেজ জ্যাঠা, অকৃতদার ছিলেন) প্রখ্যাত চিত্রশিল্পী ও ব্যঙ্গচিত্রকর শ্রী যতীন্দ্রকুমার সেন-এর কাছে। তিনি ও রাজশেখর বসু (পরশুরাম) অভিন্নহৃদয় বন্ধু ছিলেন। উভয়ে একত্রে কথাটি শুনেছিলেন রাজশেখরের ভ্রাতা স্বনামধন্য গিরীন্দ্রশেখর- এর পার্শিবাগানের বাড়িতে আগত রবীন্দ্রনাথের একটি মন্তব্যের মধ্যে। কবি তাঁর গানে হারমোনিয়ামের সঙ্গত পছন্দ করতেন না। তিনি নাকি সরস মন্তব্য করেছিলেন যে দ্বারিকের গরম কচুরি ও মাখা সন্দেশের জুড়ি অতীব উপাদেয় সন্দেহ নেই, কিন্তু তার তৈরী ডোয়ার্কিন যন্ত্রটি গানে সুরেলা হারমনির বদলে কর্ণপটাহে বেসুরো আঘাত হানতেই ব্যস্ত থাকে। দ্বারিকের মিষ্টান্ন নির্মাণের হাতটি যত মিষ্টি, সুর সৃষ্টির হাতটি মোটেও তেমন নয়। Dwarik N. = Dwarkin এই তথ্যটি পেয়েছিলাম ১৯৫২ বা ৫৩ সালে প্রকাশিত 'মৌচাক' পত্রিকার একটি সংখ্যায়, সম্ভবতঃ মণিলাল গাঙ্গুলী লিখিত একটি নিবন্ধে। বংশধররা তাঁদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত ব্যবসার উত্তরাধিকার প্রমাণ করে নিজেদের নাম জুড়ে দিয়ে অর্থোপার্জন করতে যত ব্যস্ত থাকেন, পরিবারের ঐতিহ্য ও ইতিহাস জানতে ততটা আগ্রহী হ'ন না। 'ভীম নাগ' এবং 'সন্দেশ' এই দুটি শব্দ যে দীর্ঘদিন ধরে একার্থক ছিল, এবং আশু মুখুজ্জে মশায়ের বাড়ি রোজ সকালে এক সের নরম পাকের সন্দেশ ভীম নাগ স্বয়ং 'হোম ভেলিভারি' করতেন , এইসব তথ্য গুলো আজকে নাগ বাবুর 'অ্যান্ড সন্স', 'গ্র্যান্ড সন্স' ইত্যাদি প্রতিষ্ঠান গুলোর মালিক - বংশধররা কেউই প্রায় খবর রাখেন না। সিদ্ধার্থ ঘোষ যে বলেছেন 'প্রাণ ধড়ফড়ি = প্রাণহরা, খোঁজ নিয়ে জেনেছি এই তথ্যটি সঠিক নয়। 'প্রাণহরা' সৃষ্টি হয়েছিল হাওড়া জেলার জনাই-এর খ্যাতনামা মিঠাই 'মনোহরা'-কে চ্যালেঞ্জ করে। কলকাতার কুমোরটুলির বনেদী দিগম্বর মিত্রর পরিবারের এক মেয়ের বিয়েতে দুটি মিষ্টিই আলাদা করে পরিবেশিত হয়েছিল এবং 'প্রাণহরা' উচ্চ প্রশংসিত হয়েছিল, কিন্তু সেটির স্রষ্টা দ্বারিক ঘোষ কিনা, সেটা নিয়ে প্রশ্ন/বিতর্ক রয়েছে।
@pradipsen44962 жыл бұрын
সব কিছুই কিন্তু আমার শোনা কথা, ৭০-৭৫ বছর আগে। এখনো আমার দু'তিনজন ৯০-এর ঘরে বিচরমান আত্মীয়ের কাছে এমন সব নানা ধরনের শহুরে লিজেন্ডস্ শুনতে পাই।
@ramendrapaul3012 жыл бұрын
Gal chabra type of misti to sobar baritei hoi
@LostandRareRecipes2 жыл бұрын
Ekdom hoy. Kintu naam tar itihaash ta Ki sundar na? 🙏🏻