Рет қаралды 17,081
সাজেক একটি স্বপ্নের রাজ্য । যেখানে মেঘ এসে পায়ের কাছে ধরা দেয় । এখনে মেঘ কন্যাকে পাওয়ার সুবর্ণ সুযোগ এবং অসাধারণ সব দৃশ্য পাওয়ার যাবে।
কি শীত! কি গ্রীষ্ম সবসময় সাজেক আচ্ছাদিত থাকে শুভ্র কুয়াশার চাঁদরে। তাই সাজেক কে মেঘের রাজ্য বা মেঘ কন্যা বললে ভুল হবে না কারো।
মেঘের ভেলায় ভাসতে হলে সাজেকে আসার বিকল্প নেই। যারা আসে তাদের ভাগ্য সোনায় সোহাগা। সূর্যোদয় আর সূর্যাস্ত ছাড়াও ভরা পূর্নিমায় চাঁদনী রাতে হাতছানি দিয়ে গাছের আড়াল থেকে উকি দিয়ে ডাকে একরাশ জোসনা।