আমি শ্রুতি গল্প মাঝে মাঝে শুনি । হঠাৎ দেখলাম সমরেশ মজুমদারের গল্প । আর সমরেশ মজুমদার আমার এক জন অতি প্রীয় লেখক । জানিনা ওনার লেখা উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, সাতকাহন পঢ়া আছে কিনা । ওই লেখা গুলি সব কটিই উপন্যাস । গল্প বা বড়গল্প নয়। যাহোক সাঙসারিক গল্প টি শুনলাম । এই লেখাটি আমাদের মত লোকেদের খানিকটা জীবন কাহিনী । গল্প চয়ন খানিকটা পরসঙসার দাবি রাখে । তবে একটা কথা বলি , গলার মডিউলেশন আর একটু প্রয়োজন মনে হয়, আর একটু আবেগ হলে আরও শ্রুতি মধুর হয় । পাঠিকা মনে হয় আমার কন্যাসম । তাই বলি বিশেষ করে সাতকাহন পড়া আছে , অপূর্ব লেখা।
@GolperChilekothaАй бұрын
অসংখ্য ধন্যবাদ কাকাবাবু গল্পটি শোনার জন্য। লেখক সমরেশ মজুমদার আমারও একজন অতি পছন্দের লেখক। কালপুরুষ ও কালবেলা উপন্যাস দুটি পড়া আছে যদিও সাতকাহন পড়া হয়ে ওঠেনি এখনও, ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে। পরবর্তীতে পাঠে আরও আবেগ আনতে চেষ্টা করবো, আপনি শুনে বলবেন কেমন হল!? প্রণাম নেবেন। আর খুব ভালো থাকবেন। 🙏
@mrashokpaul23719 ай бұрын
Eto amader galpo khub valo laglo ❤
@GolperChilekotha9 ай бұрын
অধিকাংশ মধ্যবিত্ত পরিবারেরই কম বেশি হয়তো একই অভিজ্ঞতা 😅.... অসংখ্য ধন্যবাদ স্যার 😇🙏....