এতো কিছু চিন্তা ভাবনা করতে গেলে কিছুই খেতে পারবো না। আমাদের মুরব্বিদের মতো শাক সবজি বেশি বেশি খেতে পারলে ভালো থাকবো। ইনশাআল্লাহ ❤❤
@munjurulakash3408 Жыл бұрын
সাব্বির ভাইকে সঠিক কথা বলার কারনে ভালবাসি।
@zeropestbd5889 Жыл бұрын
খেজুরগুর অসাস্থকর হিসেবেই প্রতিষ্ঠিত। মুলত চিনির সাথে কম্পেয়ার করা উচিৎ আখের গুরের। সম্ভবত ভিন্ন রকম ফলাফল আসবে। আশাকরি চিনি ও আখের গুরের একটা যথাযথ কম্পেয়ার আপনার থেকে দ্রুতই পাবো।
@zahir2023 Жыл бұрын
এই দারুন দরকারি পরীক্ষা টা করে দেখানোর জন্য সাব্বির ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডায়াবেটিক রোগিদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে এই নিরীক্ষণ। ধন্যবাদ।
@ayajahmed0177 Жыл бұрын
ভাই...মধু আর চিনির পার্থক্যটা দেখালে বেশি ভালো হয়....অনেক জায়গায় বলে যে মধু খেলে নাকি কোনো ক্ষতি নেই....এটা কতটুকু সত্য তা নিয়ে একটা ভিডিও করেন
@lonewolf5144 Жыл бұрын
ভূয়া তথ্য। আপনি চিনি খান মধু খান আর গুড় খান আর ভাতই খান আর ফলই খান সবই পেটে গিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হবে। তাই কম ক্ষতি বেশি ক্ষতির কিছু নাই
@মুনতাহারমুন Жыл бұрын
মধুর মধ্যে অনেক গুণাগুণ ও উপকারিতা রয়েছে।চিনিতে ক্ষতি ছাড়া কোন উপকারিতা নেই।অপরদিকে চিনিকে সাদা বিষও বলা হয়।সো কোথায় চিনি আর কোথায় মধু!
@lonewolf5144 Жыл бұрын
@@মুনতাহারমুন ফেসবুকের এড দেখে বিশ্বাস না করে একটু সায়েন্টিফিক জার্নাল পড়ার অভ্যাস করুন
@Ahnaf57 Жыл бұрын
মধু একটা পরিমাণ পর্যন্ত খেলে ক্ষতি হয় না। তবে অতিরিক্ত খেলে (যেই পরিমান আমরা সাধারণত এমনিও খাই না) চিনির মতো সেইম ইফেক্ট আনবে
@AbdulSalam-u6g6 ай бұрын
ধন্যবাদ স্যার আমি সৌদি আরব থেকে দেখছি ।
@golumrumel3525 Жыл бұрын
সাব্বির ভাই আপনি অনেক ভাল মানুষ, আপনি যা করছেন তাও ভাল উদ্যোগ। আপনার কাজগুলো প্রশংদার দাবিদার। কিন্তু সব Comparison যেভাবে খালি Refractometer দিয়ে বা Microscope দিয়ে করতেছেন তা যদি কোন Nutritionist দেখে, বা কোন Pharmacist, Applied Chemist দেখে এক কথায় হাসবে। এই ধরনের Analysis গুলোতে Water Content, crystal Shape comparison, Chemical Assay, Titration, Microbiologic Bioburden, Colony Count খুবই জরুরি। অনেক গুলা কম্বাইন্ড টেস্ট করে তারপর এই রেজাল্ট গুলা মুলত আসে। আপনি অন্তত HPLC Assay করে তারপর রেজাল্ট দেখান। অনেক গ্রহনযোগ্য হবে।
@rifat.ahammed Жыл бұрын
আপনাকে ধন্যবাদ। যদি সম্ভব হয় , চিনি এবং মধুর মধ্যে একটা কম্পারিজন ভিডিও করবেন ভাই , অনেক কনফিউশান দূর হবে
@razabadsha1821 Жыл бұрын
চিনি আর মধুর মধ্য আবার কম্পায়র হয় নাকি ।
@Ahnaf57 Жыл бұрын
@@razabadsha1821Basically he means that compare the sugar/glucose level between Sugar and Honey. Just like we saw in this video
@banglainfotv7510 Жыл бұрын
চমৎকার গবেষণা করেছেন। ধন্যবাদ আপনাকে।
@mdshaalom2836 Жыл бұрын
সাব্বির ভাই... ফুসফুসে দাগের কারনে বিদেশের মেডিকেল আনফিট হয়ে যায়...এই রুগের শেফা নিয়ে যদি একটা ভিডিও দিতেন খুব ভালো হতো 🥰
@bdtravelvlog9924 Жыл бұрын
দাগ নয় বেশিরভাগ ক্ষেত্রেই অস্পষ্টতা বা অপাসিটি দেখায়। আসলেই এ বিষয় নিয়ে ভিডিও করলে ভাল হবে।
@rinomisv4126 Жыл бұрын
খোভ গুরুত্বপূর্ণ একটি কমেন্ট ভাই ,,এই বিষয়ে একটি ভিডিও চাই ভাই
@mdshakilahmed7606 Жыл бұрын
আমিও চাই
@গ্রামেরবাড়ি-ণ৬খ Жыл бұрын
কাকে কি প্রশ্ন করতে হয় সেটাও জানেন না।উনি কি ডাক্তার? উনাকে রোগের শেফা নিয়ে প্রশ্ন করেন।
@akashkhan-mx2qi Жыл бұрын
দাগ কি সিগারেট খাওয়ার জন্য হয়
@RAFIQULISLAM-360 Жыл бұрын
কফি খাওয়ার অনেক সুফল রয়েছে। গবেষণা জানাচ্ছে, নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত ১৪ শতাংশ কমে যায়। এইটা কতটা সত্যি ছোট একটি ভিডিওর মাধ্যমে জানাবেন ভাই ❤
@DidarAhmed. Жыл бұрын
আমি আপনার ভিডিও দেখে থাকি আজকে চিনি এবং গুড়ের কম্পেয়ারটা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ
@airaseltechnet Жыл бұрын
সাব্বির ভাই আসসালামু আলাইকুম, আাপনার সুস্বস্হ কামনা করি যাতে আল্লাহ্ দীর্ঘায়ু দান করেন। তেলে ভাজা জিনিসের ওপর যেমন: সিংরা,পিয়াজু,সমছা,বেগুনী এর ওপর গবেষণা করে এর ক্ষতিকর দিক জানালে ওপকৃত হওয়া যেত।
@tanvirhasansajib4125 Жыл бұрын
একটা জিনিস জানার খুব দরকার ভাই৷ এখন তো গরমের সিজন, অনেক গরম। তাই বিভিন্ন ড্রিংকস খাওয়া হয়। বাংলাদেশের মার্কেটে যেসব ম্যাংগো জুস যেমন প্রাণ, সেজান, স্টারশিপ, একমি ইত্যাদি কোম্পানির জুস গুলা কতটুকু খাওয়ার যোগ্য বা ক্ষতিকর কেমন এই বিষয়ে ভিডিও বানান প্লিজ ভাই। এছাড়াও ব্রুভানা, ট্রপিকানা আরো জুস বা ইলেক্ট্রোলাইট ড্রিংস আছে এগুলা নিয়েও প্লিজ ভিডিও বানান ভাই। আমাদের জানা প্রয়োজন। এসএমসির ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিয়ে ভিডিও বানিয়েছেন আপনি৷ মূলত ম্যাংগো জুস গুলার অবস্থা নিয়ে আমাদের জানা প্রয়োজন ভাই।
@golumrumel3525 Жыл бұрын
বাজারে প্যাকেট জাত বা বোতল জাত জুস, শরবত এইগুলা কোন টাই কোন কাজের না। ডিরেক্টলি কোন ফল খেলে যেই পুষ্টি, এই সব শরবত তার থেকে হাজার গুন দূরে। ফলের জুস যেইটা সবচেয়ে ভেজাল ছাড়া পিউর সেটাও প্রসেস করতে হয় চিনি মিশায়ে, প্রিজারভেটিব যোগ করে, ক্যামিকেল প্রসেস করে বা হিট প্রসেসিং করে, তার কারনেই এইগুলা মার্কেটে অনেক দিন ভাল থাকে। এই সব প্রসেস করার কারনে ইচ্ছা অনিচ্ছায় ফলের পুষ্টিগুন মারা খায়। আমরা খাই স্বাদের জন্য, ভাল লাগার জন্য। পুষ্টি বিবেচনায় তাজা ফলের ধারে কাছে কেউ নাই
@MrMrstoic8 ай бұрын
লাল চিনির উপকারিতা অপকারিতা সম্পর্কে একটি ভিডিও করার অনুরোধ রইল।
@drdmmg Жыл бұрын
আখের রস থেকে যান্ত্রিক প্রক্রিয়ায় চিনি তৈরী হয় সাথে ক্যামিকেল দিয়ে সাদা করা হয়, সরাসরি খেজুরের রস বা আখের রস জাল দিয়ে ক্যামিকেল ছাড়া খাঁটি গুড় তৈরী হয়, তাহলে এই তুলনা টা কিভাবে ঠিক হলো। গুড় আর চিনির মধ্যে কতটুকু কার্বহাইড্রেট আছে সেটা মিলানো যেতে পারে তবে সেক্ষেত্রে হাতে বানানো চিনি নিতে হবে
@mdtuton Жыл бұрын
তালমিছরির খাওয়া কি ভালো। আমাদের দেশের প্রচলিত বাজারে তালমিছরির গুনাগুন নিয়ে একটা ভিডিও করেন।
@abdulmalekbusiness3151 Жыл бұрын
right
@Rockyuapbba Жыл бұрын
Misty taste er shob kisui khotikor. Misty fruits o beshi khawa jabe na.
@tuangaming94 Жыл бұрын
Apanr video gulo onek valo lage😊
@sihabportal8623 Жыл бұрын
আপনি যে গুড়টা নিয়েছেন তা মনে হয় চিনি দিয়েই তৈরী হয়েছিল😂। বাজারে চিনির চেয়ে গুড়ের দাম বেশী সাব্বির ভাই😢
@Md-Masum424 Жыл бұрын
চিনির দাম বেশি
@ra2riyad887 Жыл бұрын
@@Md-Masum424 এক কেজি আসল খেজুর বা আখের গুঁড়ের দাম সম্পর্কে আপনার ধারনাই নাই। যেখানে বানায় সেখানেই ৩০০ টাকার উপরে কেজি
@ahababzarif7915 Жыл бұрын
চিনি কি আলাদা উপাদান? চিনি মনে glucose, এই glucose গুড়ের মধ্যে তো থাকবেই। সেটাই তো পরিমাপ করা হয়েছে
@mrinmoyeesubha8573 Жыл бұрын
আমিও একমত
@shahinroma1 Жыл бұрын
রাইট
@khalidbinmashud Жыл бұрын
ভালো লাগছে প্রেজেন্টেশন এবং রিসার্চ এক্টিভিটিস 🙂
@mdmasumbillah9069 Жыл бұрын
আমার একটা প্রশ্ন ছিল, আপনি যে গুড় টা সংগ্রহ করছেন ওটা কোথা থেকে সংগ্রহ করেছেন এবং যখন গুড় তৈরি করেছে তখন আর চিনি মিশিয়েছিল কিনা।
@Fahim5502 ай бұрын
Bal paka o na jana bolse gur jakan takai ni oi aki
@MohammadMojibarRahman8 ай бұрын
ভাই আমার মাইক্রোপেনিস এর সমস্যা আছে। শুধুমাত্র আমার নয় আর অনেক পুরুষদের ই এই সমস্যা আছে। সুতরাং আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে মাইক্রোপেনিস এর কারন সমূহ, ডায়াগনসিস ও চিকিৎসা নিয়ে এ টু জেড একটা ভিডিও তৈরি করুন প্লিজ।
@some-better-things Жыл бұрын
Vai pasta, noodles kotota sasthokor eta niye ekta video diyen
@mrdipu44428 ай бұрын
ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে আমার মনে হয় আখ থেকে বেরোনো আসল গুড় দিয়ে পরীক্ষা চালানো উচিত, রিপ্লে পেলে খুশি হতাম,,,
@mr_afraz Жыл бұрын
Sir, Honey Original Ki Na Chena’r Upay er Opor Ekta Video Banaben Please…..
@Golap31500 Жыл бұрын
স্যার, আস-সালামু আলাইকুম. আশা করি আল্লাহর অশেষ কৃপা নিয়ে সকলেই ভালো আছেন। স্যার, হিজমা যা কাপিংয়ের মাধ্যমে রক্ত বের করে চিকিৎসা সম্পর্কে ভিডিও আকারে জানতে চাই। এটাকে সুন্নাতি চিকিৎসা বলা হয় যা রাসুল (সা:) এর যুগ থেকে বহুল প্রচলিত।
@anisurrahman9054 Жыл бұрын
ভেজাল গুড় দিয়ে পরীক্ষা করলে চিনি বেশি পাওয়া যাবেই। আমার কাছে যে গুড় আছে সে গুড় দিয়ে পরীক্ষা করেন, চিনি অতটা পাবেননা। আপনি গুড় কোথা থেকে সংগ্রহ করেছেন, সেটা জানানোর প্রয়োজন ছিলো।
@BetterhealthBangla Жыл бұрын
111 জনের ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। আর আপনাদের দোয়াই আরো success হবো ইনশাল্লাহ।
@nsalbd8019 Жыл бұрын
ভাই আসল ও নকল মধু চেনার একটা ভিডিও দেন যাথে সকল স্তরের মানুষ উপকৃত হতে পারে।মধু প্রতারণা প্রচুর বেড়ে গেছে আপনি এটা একটা সমাধান দেন।প্লিজ প্লিজ প্লিজ ❤❤❤❤
@muhammadtamim5770 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে অনেক ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্যে। আমার ১টা জিনিস জানার ছিলো আপনার কাছ থেকে আমরা তো সাদা চিনি রেগুলার খেয়ে থাকি তবে চিনি তো আরেকটা আছে আখের চিনি বা লাল চিনি অনেকে বলে এখন আপনি যদি এই ২টা চিনি কে টেস্ট করে দেখতেন এই ভিডিও তে যেভাবে যা বলেছেন করেছেন। অনেক উপকৃত হতাম ভাইয়া
@romanajbc74299 ай бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই। এটা নিয়ে অনেক দিন ভেবেছিলাম এখন সলুশন পেলাম
@ITBari Жыл бұрын
চিনির পরিবর্তে তালমিছরি খাওয়া যাবে কিনা? তালমিছরির GI কিন্তু চিনির অর্ধেক। এটা খাওয়া যাবে কিনা?
@techittips Жыл бұрын
ভাইয়া এই সাথে মধুটা মাপে দেখলে ভালো হত । নেক্সট ভিডিও মেক করেন মধু নিয়ে । Thanks a lot .
@hexmanrifu Жыл бұрын
স্যামপল টা রিয়েল সোর্স থেকে সংগ্রহ করে আবার টেস্ট করার অনুরোধ রইল । সামনের শিতে আখের ও খেজুরের গুড় ও গোলের গুড় এক সাথেই পাবেন । বাজার থেকে নরমাল কোয়ালিটির চিনি মিক্স করা গুড় দিয়ে টেস্ট করে এইভাবে আসল রেজাল্ট পাওয়া যাবেনা হয়ত ।
@AbdulHannan-ic6wf8 ай бұрын
চিনি তৈরি করার সময় কেমিক্যাল দেয়া হয় কিন্তু গুড় তৈরিতে কেমিক্যাল দেয়া হয়না। এক্ষেত্রে গুনগত পার্থক্যটা বুঝিয়ে বললে ভালো হয়
@hasibgns Жыл бұрын
এই ফলাফল অনেক অনেক ভেরিয়েবলের উপর নির্ভরশীল। আজকাল গুড় এর অথেনটিসিটি প্রশ্নবিদ্ধ। সেক্ষেত্রে একটা স্যাম্পল এর একাধিক স্যাম্পল দিয়ে পরিক্ষা করলে বেশি গ্রহনযোগ্য হতো
@fishFarmingShohan Жыл бұрын
আপনি গুড় টা নিয়েছেন সেটা হতে পারে চিনি মিক্সড করে বানানো। এর সঠিক গবেষণার জন্য অবশ্যই ১০০% জেনুইন গুড় নিতে হবে। নতুবা বলতে হবে (চিনি vs চিনি মিশ্রিত গুড়)
@FrogGameChallenge Жыл бұрын
আচ্ছা ভাইয়া কানের মধ্যে ছারপোকা অথবা যে কোন পোকাপড়া ঢুকে পর্দা ছিদ্র করে মাথার মধ্যে প্রবেশ করতে পারে কি?
@erfanofficial1006 Жыл бұрын
তাল মিস্রি নিয়ে একটা ভিডিও ভাইয়া দয়াকরে❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RossAhmed Жыл бұрын
বর্তমান বাজারে আর্টিফিশিয়াল সুইটনার পাওয়া যায় যার মধ্যে স্টিভিয়া লিফস অন্যতম।স্টিভিয়া লিফস মানব দেহের জন্য কী রকম কতো টুকু ভালো বা খারাপ সে ব্যাপার এ একটি ভিডিও করবেন দয়া করে।
@khandakerhabib6371 Жыл бұрын
আমি সৌদি আরব থেকে সবসময়ই আপনার ভিডিও দেখি
@NiamotUllah-ny2pt Жыл бұрын
ভাইয়া শ্বেত রোগের চিকিৎসা নিয়ে একটা ভিডিও দেন দয়া করে
@shorifulislam-hs6lx Жыл бұрын
Vai, "Tal Mistri vs Sugar" konta valo akta video dan
@saadmansaheb67957 ай бұрын
চিনির বিকল্প হিসেবে স্টেভিয়া খাওয়া যাবে কি? স্টেভিয়া নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ
@sohelgayen76366 ай бұрын
একটা mistake না কেউ করে যে গুর Natural sugar আর চিনি হলো refined sugar এবং এটাই সবচেয়ে বড় ক্ষতিকর দিক চিনির
@mdrakibhossen20248 ай бұрын
ভাই,খুবই ভালো ভিডিও।এমন ভিডিও বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
@robiulislam-ri5qn17 күн бұрын
দৃষ্টি আকর্ষণ, ভাই স্যাকারিন এর ক্ষতি নিয়ে কিছু বলবেন কি?
@nimful Жыл бұрын
জিরোকেল কতখানি নিরাপদ? ভিডিও চাইplz plz plz plz🙏
@faysal8939 Жыл бұрын
সাব্বির ভাই খাবার ট্যাংক নিয়ে কিছু বলবেন প্লিজ?????
@gdnmithu Жыл бұрын
ট্যাংঙের ৯৯শতাংশই হলো চিনি....
@hasibulalam3224 Жыл бұрын
স্যার কি কি খাবার অথবা অভ্যাস করলে চেহারা / ত্বক সুস্থ/সুন্দর থাকবে সব সময় এবং বর্তমান বাজারে তো অনেক ফেইসওয়াসা পাওয়া যায় / ক্রিম পাওয়া যায় কিভাবে বুঝব ক্রিম টা আমার জন্য পারর্ফেক্ট / ক্রিম টা রিয়েন বা ফেক আমার তকের সাথে ম্যাচ করবে কিনা কিভাবে বুঝব এ নিয়ে একটা ভিডিও চাই 💖🌺
@gdjewel23 Жыл бұрын
sound effect gulo na dilei valo hoy
@dipakkumarbiswas8635 Жыл бұрын
Have you ensured whether the juice is mixed with sugar before preparing molasse? Thanks.
@rafsanahmed1998 Жыл бұрын
ভাইয়া🥺 Betnovate n cream অনেক দিন যাবত ব্যবহার করে এখন ব্যবহার না করলে মুখে ছোট ছোট গা মাছের মত হয়ে যায় আবার cream ব্যবহার করলে কমে যায় এখন আমি চাচ্ছি Cream এর ব্যবহার আর না করতে এখন এর থেকে মুক্তি পাবো কিভাবে একটা ভিডিও দিবেন প্লিজ🙏
@nazirhosssain4221 Жыл бұрын
আসসালামু আলাইকুম পিং সল্ট সম্পর্কে একটি ভিডিও করবেন পিঙ্ক সল্ট খেলে কি উপকারিতা হবে বা ক্ষতি বা কিভাবে খেতে হবে
@nazmulhuda_bd Жыл бұрын
Sir, Assalamu A'laikum. Requesting to do a differential research between honey and sugar. Would you please help us by do it?
@raihansarkermahin3330 Жыл бұрын
আমি ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেসি আমি ও রিফেক্টোমিটার ব্যাবহার করি খাদ্য ব্রিক্স গণনা করি 😁😊
@rsmawal6465 Жыл бұрын
আলোচনাটি বেশ সুন্দর হয়েছে
@niloykhan8840 Жыл бұрын
সাব্বির ভাই আমার বয়স ১৯ আমি কথা বলতে গেলে বারে বারে তোতলাই!ভালোভাবে কথা বলতে না পারায় মানুষের হাসির কারন হই এজন্য অনেক খারাপ লাগে!এই সমস্যা হতে মুক্তি কিভাবে পাবো!?আশা করি এই বিষয়ে একটি ভিডিও পাবো!😢🙏🏻
@azadhlf7079 Жыл бұрын
ভাই, আপনি মুসলিম হয়ে থাকলে, পবিত্র আল কুরআনে বর্নিত - হযরত মুসা আ: এর দুয়া, অর্থ : ‘হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে।’ (সুরা ত্বাহা : আয়াত ২৫-২৮) এবং সূরা আররহমানের ৫/৭ আয়াত নিয়মিত পাঠ করে দেখতে পারেন।
@hasibulalam3224 Жыл бұрын
খুব সহজ একটা সলুশন দেই নিজের ফোনটা সামনে রেখে ভিডিও অন করে কথা বলুন প্রতিদিন ২০-৩০ মিনিট তারপর নিজে ভিডিওটা দেখেন যে যে মুদ্রা দোষ থাকবে সেগুলো একটু ঠিক করার চেষ্টা করেন সুদ্ধ ভাবে কথা বলার চেষ্টা করেন আস্তে আস্তে কথা বলবেন তাড়াহুড়োর কিছু নেই
@KhadizaLina-jb2py4 ай бұрын
আমার ছেলের এমন কথা বলতে কষ্ট হত। নিচের দোয়া পড়ে আল্লাহর রহমতে ভালো হয়েছে। রাব্বিশ্ রাহলী ছদরী ওয়া ইয়াস্ সিরলী ভারী ওয়াহ্ লুল উক্বদাতাম মিললিসানী ইয়াফক্বহু ক্বাওলী। অর্থ: হে আমার প্রতিপালক! আমার অন্তর খুলিয়া দাও, আমার কাজ আমার জন্য সহজ করিয়া দাও এবং আমার জ্ঞানের জড়তা দূর করিয়া দাও, যেন মানুষেরা আমার কথা বুঝতে পারে।(সূরা ত্বা-হা -২৮ আয়াত )
Without talc powder kon golo ase Bangladesh a se somporke video dile valo hoi.
@Vobo-Ghure Жыл бұрын
Via what is the best alternative to sugar in your opinion...??
@rubeofficial Жыл бұрын
Sob kicur moddei vejal tahole kabo ki
@bayzidmahmud4296 Жыл бұрын
লাল চিনি নিয়ে কিছু বলেন ভাই।
@ayurvedaandhomeopathy1470 Жыл бұрын
আপেল সিডার ভিনিগারের good bacteria দেখালে ভালো হত।
@SaroarHosenSowrov-zq5ut10 ай бұрын
ভাইয়া,Knock Knee সমস্যা নিয়ে যদি একটা ভিডিও দিতেন। অনেক উপকৃত হতাম।এই সমস্যা থেকে বের হবার কোনো উপায় থাকলে যদি বলতেন?
@Ashraful-d9i Жыл бұрын
Hajari gud ba khajurar gud dia experiment korta hoba. I think that's give us good result
@rashelkhan1410 Жыл бұрын
মিষ্টি না খেলে থাকতে পারি না ভাই কি করব
@dreamway7889 Жыл бұрын
Gastric ulcer keno hoi r hoiye gele er theke poritan ba moktir upai ki. Jodi ekta video banaten.
@ishanmolla5044 Жыл бұрын
vaiya chini ar talmisri ei duiter moddhe parthokko ta plz ektu dekhaben ???
@Raihanul-24 Жыл бұрын
HELLO SABBIR VAI SHAKER FISH KI KHAUYA JABE KI NA AI NIYA AKTA VIDEO DIBEN PLEASE
@sajjadhossen2387 Жыл бұрын
ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ❤❤❤
@ummahafsa746 Жыл бұрын
মধু নিয়ে একটা experiment করবেন please. Vedio এর অপেক্ষায় রইলাম
@shaikhtowhidulislam9973 Жыл бұрын
ভাই, কৃত্রিম চিনি বা জিরো কালোরি যুক্ত কোনো ও কৃত্রিম চিনি খাওয়া কি ডায়াবেটিক রোগীর নিরাপদ।
@sorifpro9310 Жыл бұрын
ভাই ডাবের পানি কতটুকু উপকা তা জানাবেন ভাই
@smjerin2325 Жыл бұрын
ভাই তাল মিস্ত্রি নিয়ে একটা ভিডিও বানায়েন
@BANGLAMOVIES553 Жыл бұрын
আসসালামু আলাইকুম বড়ভাই শরিরের কাটা দাগ দুর করার সলিউশন করেন
@clipsunity Жыл бұрын
সাব্বির ভাই দেশে নল্লি খাওয়ার প্রবণতা বেড়েছে নল্লির ভিতরে কতটুকু ক্যালসিয়াম থাকে কতটুকু খাওয়া উচিত একটা ভিডিও দিন
@mariamakter7657 Жыл бұрын
Pangggase mas a ki kawya valo naki karap soril ar jonnnno ,,, video cai
@mr.shinchan2240 Жыл бұрын
Supravit - G ki mota hote shaajjo kore plz akto janale valo hoto? 0:37
@mobarok5063 Жыл бұрын
বাই চুলকানির অনেক সমস্যা চুলকানির একটা ভিডিও দেন
@rashelsultan30148 ай бұрын
স্টেভিয়া পাতা বা প্রসেস করা পাতা খাওয়ার উপকারিতা ও অপকারীতা সম্পর্কে বিস্তারিত জানালে কৃতার্থ হবো।
@TajulIslam-ce2hv Жыл бұрын
সুগার ফ্রি বলে বাজারে যে ট্যাবলেট বা জিরোক্যাল আমাদের দেশে পাওয়া যায় এটা নিয়ে ভিডিও বানালে অনেকেই উপকৃত হবে।
@ImonAhmd Жыл бұрын
Please do a video on Shampoo. Does Shampoo really reduce hair fall? Sample Dove/Clear/Sunsilk
@md.tuhinbepari1373 Жыл бұрын
ভাইয়া ভ্যাকসিন নিয়ে একটা ভিডিও চাই ভ্যাকসিন কি এর মধ্যে আসলে কি থাকে প্লিজ একটা video
@NewLifeTV10 Жыл бұрын
ভাই হাগড়া গাছ নিয়ে একটা ভিডিও বানাবেন,,অনেকে বলে এটা খেলে মানুষ মরে যায়।
@NisheNadimVlog Жыл бұрын
সবাই মিলে সবাই কে সাপোর্ট করি❤❤🖐️
@mdmostafijurrahmansony9953 Жыл бұрын
Vaiya... Akta request Somvab hole arob kejur r chinir modhe akta pathokko dekaben plzzz R khejur keleo ki akoi somossa hote pare aktu explain kore bolben plzz ... A ta amader briddho ma babar jonno janata joruli....!!
@salimjarif9846 Жыл бұрын
অনেকেই চিনি বাদ দিয়ে ,জিরো ক্যাল, খাওয়ার পরামর্শ দিচ্ছেন। আমি নিজেও জিরো ক্যাল খাচ্ছি। এই জিরো ক্যাল নিয়ে যদি একটা ভিডিও করতেন এটা খাওয়ার খারাপ ও ভালো দিক নিয়ে।
@outdoor1239 Жыл бұрын
চিনি এবং মধুর মধ্যে তুলনা করে ভিডিও করেন ভাই
@imranahmedisan944 Жыл бұрын
কালার ব্লাইন্ডনেসের কি কোন সমাধান আছে জানাবেন প্লিজ
@RhoToonBox Жыл бұрын
assalamualaikum sir ,, amar stomach a gastric ulcer dhora porece amar boyosh 19 bocor .. amar akhon ki ki khabar khauwa ucit and ki ki khabar avoid kora ucit ei bepar a jodi ekta video diten tahole khub upokar hoi🥰🥰
@golamrabby4963 Жыл бұрын
ভাইয়া ওজন বা মেদ কমানোর জন্য গ্রীন ট্রি খাওয়া ঠিক কি না এটা নিয়ে একটা ভিডিও দিন
@Mdmukterhossen1234 Жыл бұрын
সাব্বির ভাই আমার অনেক দিন ধরে বুকের দুই সাইডে ব্যথা করে পেটের উপর থেকে হার্টের পরীক্ষা করেছিল হার্টের সমস্যা নাই অল টাইপ ব্যথা করতেই থাকে
@opyrahman8907 Жыл бұрын
vi, original tal misri te ki poriman chini ache setao dekhayen...
@aimmarjanulislamtonmoy1319 Жыл бұрын
R honey er o akta compare korten sugar er sathe
@smferdousYT11 ай бұрын
ভাই, গুড়ে তো চিনি দিয়ে ভেজাল দিয়ে লাভ বেশি করে। চিনিতেও চিনি গুড়েও চিনি। আসল গুড় পাওয়া কঠিন। আপনি চিনি মিশ্রিত গুড় পেলেন কিনা ভেবে দিন দেখুন।
@chaitiroy498 Жыл бұрын
Vaiya ghi khele ki chorbi kombe naki barbe tar akta video banan please
@Zihadulislam1818 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম চুল পরা নিয়ে একটি ভিডিও দেন ।🎉
@emranrakib440 Жыл бұрын
Brother, Stevia extract er artificial sugar use korle ki ki problem hote pare seta niye ekta video chai