You've done a really fine job, dear girl, in bringing our folk music to the forefront in a new avatar. Because folk music is where it all starts. The incredible aspect of folk is people from anywhere can appreciate folk music from other much diverse countries. I have a faint memory of a time in the 60's when the late great Sri Nirmalendu Chowdhury came to sing in the Albert Hall and as my cousin sister told us excitedly, "the hall was absolutely full and they had to take down all the amplifying equipment because he filled the hall just with his own voice". This of course made us very proud because our own loksangeet was making such waves. The best aspect of your interpretation is the way you've used modern instruments to present this lovely song in a totally new way. Of course there are people who say, authenticity is lost, but for me if an art form doesn't evolve, it's as good as dead. We shall forever treasure the originals but there should always be room for innovation. So next up, we'll be hearing a bluegrass rendition of one of our traditional folk songs from you, right? Take care and thank you for sharing this wonderful song, Sakuntala Basu
@MdSobuj-oz8xt4 жыл бұрын
দৃঋঙ১@১?!১১
@shawonkhan15094 жыл бұрын
অসাধারণ
@bhatphulsutra4 жыл бұрын
S things ##
@raiyanrahman39753 жыл бұрын
L
@udiptasarkar6036 Жыл бұрын
😊😊😊😊😊😊p😊p
@amin99744 жыл бұрын
আনুশেহর টা শুনে অভ্যস্ত! এইটা যে মেলোডি হতে পারে! হ্যাটস অফ শাহানা!
@hktrrazu4 жыл бұрын
ভাষা এক অদ্ভুত মায়া, অদ্ভুত এক অনুভূতি। ভাষা ভেদে পৃথিবীর এক এক অঞ্চলের আবেগ অনুভূতির প্রকাশের ভিন্নতা লক্ষণীয়। আমাদের প্রাণের ভাষায় শত বছরের পুরানো লোকগীতিতে যে আবেগের ঢেউ, গভীরতা আর হাহাকার রয়েছে বোধকরি অন্য ভাষাতে তা প্রকাশ অসম্ভব। আধুনিকতার দমকা হাওয়ার ধাক্কায় এসব কালজয়ী গান কিছুটা কখনো কখনো নিভু নিভু প্রদীপের মত হয়ে আসলেও শাহানা বাজপেয়ী এবং তাঁর মত আরও কিছু সঙ্গীতশিল্পী অত্যন্ত মমতা দিয়ে সেই নিভু নিভু প্রদীপের আলোর মত জ্বলতে থাকা লোকগীতিগুলোকে স্বমহিমায় আবার জ্বালিয়ে ধরেছেন নতুন প্রজন্মের সামনে, বাঁচিয়ে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যদি কোনদিন এসব গান হারিয়ে যায় বুঝবেন আমদের বাঙ্গালী সত্ত্বাও সেদিন থেকে হারিয়ে যাবে কালের গর্ভে। মন থেকে সাধুবাদ জানাই শাহানা বাজপেয়ী এবং আরও সকল লোকগীতির চর্চাকারীদের কে।
@NighatSultanaTithi4 жыл бұрын
কি ভালো লাগলো। সাহানা যাই গা'ন মনের ভেতর থেকে অনুভব করেই গা'ন নিশ্চয়ই, তাই এত টানে, এত আপন লাগে, এত ভালো লাগে। এই গানটা একটা পুরনো আঞ্চলিক গান হলেও নতুন করে আমাদের কাছে এনে দিয়েছিলো " বাংলা " ব্যান্ড। " কালা রে " মানেই যেন আনুশেহ আনাদিল। সেই ২০০০ এর কোন এক সাল থেকে এই গানটা হয়ত সহস্রবার শোনা হয়ে গিয়েছে আনুশেহ'র গলায়। আর শুধুমাত্র ভালোবাসা থেকেই এই গান কত মানুষের কন্ঠে গাওয়া হয়ে গিয়েছে, আমি নিজেও তার মাঝে একজন! সাহানা, আপনি খুব দারুণ গাইলেন। পুরো মিউজক টিমের জন্য অনেক অনেক সাধুবাদ, এই গানটা এইরকম শান্ত, সুদিং একটা কম্পোজিশানে অন্য রকম একটা মাত্রা পেলো। 👏
@rian.youtube4 жыл бұрын
শাহানা বাজপেয়ী ম্যাম'র কণ্ঠে কিছু উঠলেই মনে হয় আলাদা একটা দরদ লেগে গেছে। সব ভালো ভালো গানগুলোর শাহানা ভার্সন হোক ❤
সব গান সাহানা বাজপেয়ী র গায়াকি তে আলাদা মাত্রা পায়... কণ্ঠে র মাধুর্য্য
@debashishdutta45813 жыл бұрын
সে তো ভালো কথা, অপূর্ব ওর গান। কিন্তু কিছু মনে করবেন না, বাংলা কি-বোর্ড আপনার হাতে উঠে বাংলা ভাষাও যে আলাদা মাত্রা পেয়েছে তা কী খেয়াল করেছেন?
@debosmitadutta32464 жыл бұрын
দিদি সত্যি তোমার গলা রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের কাছে আবেগ। তুমি সেই মেয়ে যে ধীর পায়েতে আমাদের মনে এক্কা দোক্কা খেলে।ভালো থেকো এই আবেগটা সারাজীবন ধরে রাখতে চাই।আমার প্রণাম নিও।। 🌼♥️
@oviahmed68364 жыл бұрын
একদম ঠিক বলেছেন
@rahmanziaur65794 жыл бұрын
গান নাকি ভেতরে ধারণ করতে হয়। গান শুধু কণ্ঠ দিয়ে হৃদয় দিয়ে অনুধাবন করে গাইতে হয়। শাহানা বাজপেয়ী তার বড় প্রমাণ। সব ধরণের গানেই তাঁর সমান পারদর্শীতা আমাকে অসংখ্য অনুরাগীদের মত মুগ্ধ করে রাখে।
@kallolroy51064 жыл бұрын
বিকেলে ভোরের ফুল। মগজে শুধু, শুধুই ১০ বছর আগে শোনা টাই ছিল। এই রেন্ডিশন টা অবাক করলো, ভাল লাগলো।
@sharifsheak63664 жыл бұрын
গানটা অনেক আগেই শুনেছি তবে আজকের মতো না। এতোটাই ভালো লাগলো যে, গানটা আবার নতুন রুপে ফিরে পেলাম। বাংলাদেশ থেকে কলিজার টুকরা সাহানা আপু ভালোবাসা অবিরাম 💜💜
@mixjahid64314 жыл бұрын
তুমি শুধু একা না আপনার মতন আনেক ভক্ত আছে যারা শাহানা আপুর কন্ঠে নতুন গান শুনার জন্য আপেখায় থাকে
@তানিশাচৌধুরী4 жыл бұрын
দিনে একবার হলেও গানটি আমি শুনি, ভালো লাগে জানিনা কেন ভালো লাগে, অনেক দরদ দিয়ে গানটি গেয়েছেন, শাহানা দি. আপনার জন্য মন থেকে অহর্নিশ ভালোবাসা 💓💓
@mdalhagg87074 жыл бұрын
Hmmmm tai ni
@dyutibanerjeethepeoplesspe17694 жыл бұрын
সাহানা দি, তোমার কন্ঠের গান যেন একরাশ খোলা হাওয়ার মতো, এর মোহময়ী আবেশ নিমেষে মন ভরিয়ে, মনটা ভালো করে দেয়।। তুমি খুব খুব ভালো থেকো।।
@rrahib1304 жыл бұрын
২০০০ অথবা ২০০৮ এ হয়ত অনেক ছোট্টোটি ছিলাম। কিন্তু এখন বুঝি তোমার মর্ম,, দিদি। তোমার গানে সেই সময়টায় ফিরে যেতে মন চায় বারবার..... অনেক ভালোবাসা নিও। আর আমাদের মাঝে বেচে থাক চিরকাল ❤❤❤
@89navo4 жыл бұрын
অসাধারন বললেও কম বলা হয়। কয়েকবার শুনলাম।মন শান্ত হয়েগেল। সেরিব্রাল যাকে বলে।অসাধারন সঙ্গীত আয়োজন
@sohinidasgupta90544 жыл бұрын
Aha, Ki aar boli Sahana auntie tomaake!! Dodo da bhaalobasha roilo!! 💙
@MrBidyut53 жыл бұрын
গানটি এত সুন্দর যে, কোনো শব্দে আপনার গলার স্বরের প্রশংসা করব বুঝতে পারছিনা। গানটা যতবার শুনি ততবারই মনে হয় কেউ কর্ণকুহরে অমৃতের বৃষ্টি করছে।
@gargiguhathakurta79244 жыл бұрын
Organic ! Eto simple aar smooth rendition.. ki je shundor laagchhe shunte .. apurbo .. apurbo..
Aha ... Hariye jabar jonyo jothestho... ei gaan, gayoki, composition.....
@Debajyoti_Banerjee4 жыл бұрын
বাবা, সুরের সঙ্গে কী একাত্মতা... মুগ্ধ হয়ে শুনতে থাকি অনন্তকাল....
@tamaliray38974 жыл бұрын
অনবদ্য! মনটা ভরে গেলো শান্তি তে, শ্রদ্ধা আর ভালোবাসা 🙏🙏
@pritamsarkar54074 жыл бұрын
অসাধারন সুন্দর...দারুন সুর-সঙ্গত। আপনার কন্ঠে সত্যি এই গানের কথাগুলি মনে প্রবাহের সৃষ্টি করলো।❣️
@shfaq447823 жыл бұрын
You just make them realise again and again that there is a very versatile difference between a singer and an accomplished artist of singing who pursue of this sense of understanding...
@swadesh_misra4 жыл бұрын
মধুরতায় ভরা এবং অভূতপূর্ব, প্রাণ ভরে গেলো শুনে, এত সুন্দর গানের তোমাদের জন্য সকল কে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর ধন্যবাদ ❤♥🌿🌿
@sinachowdhury28374 жыл бұрын
দারুণ গেয়েছেন। হৃদয়স্পর্শী। ভালোবাসা নিরন্তর। 🇧🇩 থেকে।
@md.al-amin62954 жыл бұрын
অনবদ্য, দিদি। অবিরাম শুভকামনা আপনার জন্য, যাতে এমন পরিবেশনা অবিরত উপহার দিতে পারেন।
@mdsujonshekh43774 жыл бұрын
দিদি সত্যি তোমার গলা রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের কাছে আবেগ।দিনে একবার হলেও গানটি আমি শুনি, ভালো লাগে জানিনা কেন ভালো লাগে, অনেক দরদ দিয়ে গানটি গেয়েছেন, শাহানা দি.
@mithunbiswas79014 жыл бұрын
অনেকবার শুনলাম,গান শুনেই বেচে আছি। শুভ কামনা রইলো
@tazrintitirjoyita91694 жыл бұрын
Goosebumps! অনেক সুন্দর অনেক!!!
@chandrikaghosh98264 жыл бұрын
Ahaaaaa apurbo...pran juriye gelo..
@arpitamalik23254 жыл бұрын
Eto ador diye gaan gao je chokhe jol vore jai..onek bar samne dekheo sahos kore kotha bole hoye otheni.. Roj tomar gaan na sunle din kate na.. Onek ador valobasa😍😍😍😍
@amritaroy4 ай бұрын
This song has a special place in my heart. With the release of the song, my world began to change. The song was all I listened to that time. ❤
@syedalam83774 жыл бұрын
সে যেন আমার কুঞ্জে আসে না🎶 কি অসাধারণ গলা তোমার। ভালোবাসা নিও বোন।
@turjjopaul1190 Жыл бұрын
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি কার কুঞ্জেতে পোহায় নিশি আমায় করে সে প্রবঞ্চনা, সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো …. জ্বালাইয়া মোমের বাতি জাইগা রইলাম সারারাতি, বাসী হইল ফুলের বিছানা। আমি মরমে জ্বলিয়া মরি মরমে জ্বলিয়া মরি, নিঠুর শ্যাম কি জানে না? সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো …. প্রেম করা রাখালের সনে সে কি প্রেমের মরম জানে? তোমরা কি তা জেনেও জানো না। সে যে বনে থাকে, ধেনু রাখে বনে থাকে, ধেনু রাখে, নারীর বেদন জানে না সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা ..
@animeshchowdhury26813 жыл бұрын
Mon chhuye gelo. Thanks for upload
@SamantakSinhaOfficial4 жыл бұрын
Love this track. The production is so nice .
@SahanaBajpaieOfficial4 жыл бұрын
Thanks, Comrade!
@RajkumarMusicradio4 жыл бұрын
thank u sunny ....much love
@swapandas52304 жыл бұрын
Good done....try to be the best.
@arupkumardalui60334 жыл бұрын
-";_
@arupkumardalui60334 жыл бұрын
Vs
@suryamukhibanerjeeghosh87783 жыл бұрын
Ami die heart fan apnar didi🙏🙏🙏🙏pronam neben. Ato sundor sruti modhur aapnar golar sur. R gaan shunlei j karo bhab aste baddhyo.. Offfss. Ei gaan to shune amar chokher jol dhore rakhte parlamna. Hats off to you mam. Bhalo thakben. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@badrujjamansajeeb434 жыл бұрын
I should have listend this song month ago.Sahana mam you are amazing. I started listening this song about two days ago..still listening continuesly.Lucky to be a fan of you.Take love & respect 🙏
@ankitachatterjee77794 жыл бұрын
আপনার এই গানের মধ্যে দিয়ে আমি শ্রীরাধারানীর সাথে এক অদ্ভুত সম্পর্ক খুঁজে পেলাম। কৃষ্ণপ্রেম। চোখে জল এসে গেছে কিন্তু হৃদয়ে অদ্ভুত শান্তি। আপনার কাছ থেকে 'কৃষ্ণপ্রেমে পোড়া দেহ' গানটি শোনার অপেক্ষায় রইলাম। অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।🙏
@rmallick56734 жыл бұрын
আহা কি মায়া কি দরদ তোমার কন্ঠে_❤️ আজ রাতেই কতবার যে শুনলাম❤️❤️❤️❤️
@sandhyabarui56384 жыл бұрын
কি ভাল দিভাই... মনে প্রাণে আটকে গেল তোমার সুর...!❤
@Sagor_Chandra_Das334 жыл бұрын
আহা গো সাহানা দি,, কি যাদু তোমার কন্ঠে💙💙
@Arpan_Paul-YouTuber4 жыл бұрын
দারুন । মন ছুয়ে গেল।
@dishachatterjee6194 жыл бұрын
I just find peace in your soulful voice♥️ what a wonderful production! Your folk songs attract me most. I love you 💛
@nowshinnowar1704 жыл бұрын
কণ্ঠের দরদে আমার রাত পরিপূর্ণ হচ্ছে ধীরে ধীরে ♥ ভালোবাসা রইলো অনেক ♥♥♥♥
@nihanmahian47414 жыл бұрын
This song is a master piece "evergreen" both in lyrics and tune...j e gak na keno gaan ta valo lagbe mon chchuye jabe...
@ishtiakahammed57154 жыл бұрын
অসম্ভব সুন্দর গানটা । তার সাথে চমৎকার সুর । অন্য কোথাও হারিয়ে গেছিলাম । 🙂
@mashrekamehjabeen43764 жыл бұрын
Oshadharon...
@MRHR8124 жыл бұрын
অসাধারণ..অদ্ভুত মাদকতা আছে আপনার কন্ঠে। ভালোবাসা নিবেন..বাংলাদেশ থেকে ❤️
@ashnasingha23414 жыл бұрын
দিদি গো বড় মনের মত হয়েছে প্রতিবারের মতোই ভাবটা আবারো সজীব, অনেক ভালোবাসা দিলুম - এষণা ❤🌹
@jayasaha94034 жыл бұрын
Ki je valo laglo ....Mon vore uhlo
@Litterateur_Monty4 жыл бұрын
Sahana's is a refined and peaceful version while Anushe's is rustic, melancholic yet energetic with sense of urgency, along with a real Graam Bangla feel to it. Feels more true to the core. Strange how the same song can make me feel in two different ways. Sahana's interpretation is comforting and Anushe's, despite its faster beats, gives me the most unsettling discomfort. One rendition that you want to escape to. Another, a pitfall, that you cannot escape but will take pleasure in the suffering simultaneously. Anushe Anadil is the reason why I got introduced to this brilliant piece of music in the first place, so, that has a special nostalgic value to it. Nevertheless, won't be able to choose one over the other. Will listen to both depending on the mood. Two great singers with two great renditions. Just thankful! 🙏♥
@badrujjamansajeeb434 жыл бұрын
Exactly. Anushe one of the reason i'm here.Glad to hear them both, lucky too
@2001sonali4 жыл бұрын
But most of these singer inspired by Anushe & add their singing style, which is good but Anushe showed the path. Her style is unique.
অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, এতো মায়া দিয়ে গাইছেন আপনি❤❤❤ আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন আর আমাদের এইরকম আরো গান উপহার দিতে পারেন সেই কামনা করি।
@chinmoyroy41022 жыл бұрын
মাঝে মাঝে মনে হয়, পৃথিবীর সমস্ত গান আপনি কেন গাইলেন না! যখন একদম একা মনে করি নিজেকে- আপনার গলায় গান শুনতে শুনতে আবার বেঁচে উঠেছি মনে হয়!❣️
@anitahafiz75424 жыл бұрын
কবে যে তোমাকে দেখবো সামনে থেকে! 😞😞😭😭😭😭বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা দিদি।😍
@arpitasarkar46794 жыл бұрын
অসাধারণ...
@SwaswatiDas2 жыл бұрын
Khub sundor! ♥️
@dhrubosaha74774 жыл бұрын
দারুণ।
@kakalighosh4 жыл бұрын
অপূর্ব লাগলো, এক অদ্ভুত মাদকতায় আচ্ছন্ন হয়ে রইলাম দীর্ঘ সময় । Awesome arrangements 💖❤
@BRupon4 жыл бұрын
অসাধারণ এবং মুগ্ধকর গায়কী। 💙🙏
@subarnadash4034 жыл бұрын
ki darun!!!!
@sharmiroy64974 жыл бұрын
ahaa!! kii valo💫
@alaminyaatri64993 жыл бұрын
Soothing voice... Great work by musicians... Use best headphones you must love this music composition ❤️
@adrijaghatak87184 жыл бұрын
খুব ভালো লাগলো সাহানা দি!!❤
@7shadesofsrotoshwini4 жыл бұрын
প্রচন্ড মন খারাপ ইউটিউব আসলাম হাসার জন্য। প্রথম প্রস্তাবিত ভিডিও আপনার গানটা! মনটা কেমন ভার ভার হয়ে গেলো... কিন্তু স্বীকার করতেই হয় আপনার কন্ঠের মাধুর্য অন্য রকমই!এই গানটাই টানা শুনে চলেছি অনেকক্ষণ ধরে। মনমোহনীয় পরিবেশনা!অনেক অনেক শুভেচ্ছা 💙
@adrijabhattacharyya53234 жыл бұрын
আহা! অপূর্ব! ❤
@indranilfriends30614 жыл бұрын
আহা প্রাণটা জুড়িয়ে গেল 😘😍❣️
@asmabinty13694 жыл бұрын
মনটা জুড়িয়ে গেলো দিদি 💙💙
@mithila32763 жыл бұрын
গানের কথা গুলি হৃদয় ছুয়ে যায় আর নিজের জীবন টাকে কল্পনা করায়💚
@PRIYAJITLAHIRI044 жыл бұрын
Etodin ei gaan ta manei chilo "Bangla" ebong Anusheh Anadil. Aaj theke ei gaan tar aar ekta priyo version jog holo. Oshadharon didi. 😊
@chaitribanerjee39494 жыл бұрын
Asadharon
@paramamukherjeenandin72164 жыл бұрын
আহা,গানটার জন্য এত্তোগুলা ভালোবাসা রইল সাহানা দি❤️
@hridoykrishna37423 жыл бұрын
বেষ্ট অফ শাহানা দি।
@হৈচৈ3 жыл бұрын
Kala re lyrics... সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি কার কুঞ্জেতে পোহায় নিশি আমায় করে সে প্রবঞ্চনা, সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো .... জ্বালাইয়া মোমের বাতি জাইগা রইলাম সারারাতি, বাসী হইল ফুলের বিছানা। আমি মরমে জ্বলিয়া মরি মরমে জ্বলিয়া মরি, নিঠুর শ্যাম কি জানে না? সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো .... প্রেম করা রাখালের সনে সে কি প্রেমের মরম জানে? তোমরা কি তা জেনেও জানো না। সে যে বনে থাকে, ধেনু রাখে বনে থাকে, ধেনু রাখে, নারীর বেদন জানে না সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা ....
@simastudioonline211 ай бұрын
সাহানা বাজপেয়ী র গায়াকি তে আলাদা মাত্রা পায়🎼🎵🎶🏝
@Hadi-uh7rk4 жыл бұрын
আহ! কি সুর- আজ সারাদিন একটু পর পর শুনলাম 🖤
@mdmasudrhman67594 жыл бұрын
মধুমালা
@saumyadipkarak1234 жыл бұрын
Speechless. Really outstanding.
@sketch65344 жыл бұрын
আপনার সব গান আমার প্লে লিস্ট জুড়ে একরাশ অফুরন্ত্ত ভালোবাসা ও দোয়া নিন বাংলাদেশ থেকে ❤️♥️🖤🤍
@basudhachakraborty87464 жыл бұрын
Saha Mon bhore gelo
@daiyanahmed43334 жыл бұрын
lovely Sahana Bajpai. big fan of you and your voice.
@tamoghnamallick50234 жыл бұрын
দিদি, অসাধারন,খুবই সুন্দর...💝
@chandrimaghosh20584 жыл бұрын
অসাধারণ! মন ভরে গেল! এতো ভালো যে বলার ভাষা নেই ।❤😍
@ksdfk92684 жыл бұрын
অপূর্ব |
@soikotwindow20654 жыл бұрын
Aha! kinnor kontho ar praner folk gaan r ki lage. hearing on loop.
@mdabdullahalmamun63674 жыл бұрын
দিদি অসাধারণ!!!!
@raunakdutta4 жыл бұрын
অনবদ্য!!!!!
@sudeepasadhukhan22004 жыл бұрын
Asadharon di,,,
@rubayanahappy70703 жыл бұрын
আহা! নেশা❤️
@chhandokmajumder52524 жыл бұрын
আহা আহা আহা 🌸🍀
@kausikaich97254 жыл бұрын
অসাধারণ! ❤
@williambarai7334 жыл бұрын
A music lover can't avoid this soul voice So heart touching music therapy Forever Sahana ji ❤❤❤