Рет қаралды 195,049
Saif Zohan Presents Bangla Original Song " Tomar Alta Ranga Paa ". The Song's Lyrics written, Composed and Sung By Saif Zohan. The music is arranged by Shovon Roy.
Song : Tomar Alta Ranga Paa
Singer : Saif Zohan
Lyrics : Saif Zohan
Composition : Saif Zohan
Music : Shovon Roy
Ahare Shoishob Lyrics -
তোমার আলতা রাঙা পা
আমার হৃদয়ে রেখো
বুকের জমিনে
বিছিয়ে দিলাম নরম তালপাটি
সেই জমিনে নরম কোমল চরন ওই তোমার
তুমি রাখবে কি?
মুখের হাসির ঝলমলানো ঘেরা আকাশে
তুমি ভাসবে কি?
চোখের পানির স্নিগ্ধ শীতল বিকেল বাতাসে
তুমি আসবে কি ?
বল আসবে কি ?
এই বুকের জমিন খাজনা দেবে তোমার উঠোনে
গ্রীস্মের কোন তপ্ত দুপুরে
দিনের শেষে নিংরে পাজর , করবে সমর্পণ
বাড়ি ফেরা ক্লান্ত কাঠুরে
সেই কাঠুরের প্রার্থনাতে তোমায় যদি চাই
তুমি আসবে কি?
সেই কাঠুরের প্রার্থনাতে তোমায় যদি চাই
ভালো বাসবে কি?
একটা নুইয়ে পড়া কলা পাতার মত হয়ে যাই
রোদ মিশে যায় ভীষণ আধারে
সদ্য ফোটা শিশুর মুখের বুলির মত সব
জরিয়ে যাচ্ছে ঠোটের কিনারে
সেই ঠোটেরই দলিল যদি তোমায় সপে দেই
তুমি হাসবে কি?
ভালবাসবে কি?
এই বালিশ ঘেষা অশ্রু ভেজা নয়ন প্রাচীরে
জমছে মায়া যোজন যোজন দূর
চাল গড়িয়ে পরছে যেন তোমার পীড়াতে
টাপুর টুপুর চেনা কোন সুর
সেই সুরেরই পাচিল ঘেষা নতুন কোন গান
তুমি গাইবে কি?
মায়ার তরী সঙ্গে আমার চোখের নদীতে
তুমি বাইবে কি?
বুক পকেটের ছন্নছাড়া ঝরর্ণাধারাতে
তুমি নাইবে কি?
Contact For Advertising/Collaboration/Sponsorship -
Subscribe Now - goo.gl/HsFt7k
Like me on Facebook - goo.gl/RZG9yf
Follow me on Instagram - goo.gl/cbas44
WhatsApp: +8801400083498
Website : Saifzohan.com
ANTI-PIRACY WARNING * This content is Copyright to Saif Zohan. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
#saifzohan
#tomaraltarangapaa
#banglasong
#banglanewsong
#banglanewsong2025