‘নামাযের প্রতি যত্নবান হও। বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।’ (আয়াত নং-২৩৮), ‘নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, নামায প্রতিষ্ঠা করেছে এবং যাকাত দিয়েছে তাদের জন্য পুরস্কার তাদের প্রভুর কাছে।’ (আয়াত নং-২৭৭), সূরাহ নিসা : ‘হে মুমিনেরা তোমরা যখন নেশাগ্রস্ত থাক তখন নামাযের ধারের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ…।’ (আয়াত নং-৪৩), ‘তুমি কি সেসব লোককে দেখোনি যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, তোমরা নিজেদের হাত সংযত রাখ, নামায কায়েম কর ও যাকাত দিতে থাক ?…।’ (আয়াত নং-৭৭) ‘যখন তোমরা কোন দেশ সফর কর, তখন নামাযে কিছুটা হ্রাস করলে কোন গোনাহ নেই…।’ (আয়াত নং-১০১) ‘যখন আপনি নামাযে দাঁড়ান তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে…।’ (আয়াত নং-১০২) ‘অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দাঁড়িয়ে, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর…।’ (আয়াত নং-১০৩) সূরাহ ‘আরাফ : ‘আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায কায়েম করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের সওয়াব বিনষ্ট করি না।’ (আয়াত নং-১৭০) সূরাহ আনফাল : ‘(প্রকৃত মু’মিন তারা) যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-০৩) রাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইউনূস : ‘আমি নির্দেশ পাঠালাম মূসা ও তাঁর ভাইয়ের প্রতি, তোমরা তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে ঘর বানাও আর তোমাদের ঘরগুলো কিবলামুখী বানাবে, নামায কায়েম করবে। আর যারা ঈমানদার তাদের সুসংবাদ দিবে।’ (আয়াত নং-৮৭) সূরাহ রাদ : ‘এবং যারা স্বীয় প্রভুর সন্তুষ্টির জন্য সবর করে, নামায কায়েম করে আর আমি যা তাদের রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে গোপন ও প্রকাশ্যে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ।’ (আয়াত নং-২২) সূরাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইসরা : ‘সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠও…।’ (আয়াত নং-৭৮), সূরাহ মারইয়াম : ‘আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামায আদায় করতে ও যাকাত দিতে।’ (আয়াত নং-৩১) ‘তিনি তার পরিবারকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার প্রভুর কাছে পছন্দনীয়।’ (আয়াত নং-৫৫), সূরাহ ত্বহা : ‘আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণে নামায কায়েম কর।’ (আয়াত নং-১৪), ‘(হে নবী) আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ করুন এবং আপনি নিজেও এর উপর অবিচল থাকুন।’ (আয়াত নং-১৩২), সূরাহ হজ্জ : ‘যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয়, বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামায কায়েম করে ও আমি তাদের যা রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-৩৫), তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা প্রদান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দিবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ হতে বিরত রাখবে।’ (আয়াত নং-৪১) ‘অতএব তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর।’ (আয়াত নং-৭৮), সূরাহ মুমিনূন : ‘যারা নিজেদের নামাযে বিনয় ও নম্র। (আয়াত, ০২) ‘এবং যারা নামাযসমূহের খবর রাখে।’ (আয়াত নং-০৯), সূরাহ নূর : ‘এমন লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত দেয়া থেকে বিরত রাখে না…।’ (আয়াত নং-৩৭) ‘নামায কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর।…’ (আয়াত, ৫৬), সূরাহ নামল : ‘যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে।’ (আয়াত নং-৩), সূরাহ আনকাবূত : ‘আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম রাখুন। …’ (আয়াত নং-৪৫) সূরাহ রূম : ‘সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর, নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (আয়াত নং-৩১) সূরাহ লুকমান : ‘যারা সলাত কায়েম করে, যাকাত দেয় ও আখেরাত সম্পর্কে পুরো বিশ্বাস করে।’ (আয়াত নং-০৪) ‘হে বৎস! নামায কায়েম কর, সৎকাজ এর আদেশ কর ও অসৎকাজে নিষেধ কর এবং বিপদাপদে সবর কর।’ (আয়াত নং-১৭) সূরাহ ফাতির : ‘যারা তাদের প্রভুকে না দেখেও ভয় করে এবং নামায কায়েম করে।…’
@malekmolla74073 жыл бұрын
ধন্যবাদ। আমি সজল ভাইয়ের ভিডিও দেখে ব্রিভান্ত হয়ে গেছিলাম। কিন্তু আপনার আনিত আয়াত গুলোর বেশ কিছু আয়াত শুধু মাত্র প্রচলিত সালাত কে নির্দেশ করে।
@TanvirAhmed-uc6be3 жыл бұрын
আপনার লিখা ক্বুরআনের আয়াতের তরজমায় সলাত কে নামাজ লিখেছেন যা সঠিক নয় ৷ সজল সাহেবের বক্তব্য আপনার মনে হয় বোঝেন নি ৷ সলাত কে উনি আল্লাহ তায়ালার সব নির্দেশনার সমন্বয় বলতে বুঝিয়েছেন ৷ আপনারা যেটাকে নামাজ বলছেন সেটা জিকর বা আল্লাহর নির্দেশনার ছোট একটা অংশ বিশেষ মাত্র ৷ ওনার একটা ভিডিও না দেখে সব গুলো দেখুন, তাহলে হয়ত বুঝতে পারবেন ৷ সব চেয়ে বড় কথা সজল সাহেব কেন, কাউকে অন্ধর মতো ফলো না করে ক্বুরআন পড়ুন ৷ ক্বুরআন বুঝুন ৷
@নক্ষত্রলুব্ধক3 жыл бұрын
@@malekmolla7407 আপনার কি ধারণা সজল ভাই আয়াত গুলো আলোচনা করেন নাই?
@mohammadalibintaher.13403 жыл бұрын
@@lovetelevisionltv7699 নিজের চোখ দিয়ে পড়ুন বুঝেন অন্যর চোখ দিয়ে নয়,দেখবেন মহান আল্লাহ রাব্বী কারীম রহমান ও রহিম নামের বরকতে গুনে কবুল করে নিবেন।
@Heaven_Tune_BD3 жыл бұрын
ভাই দয়াকরে আয়াতের সাথে সাথে সুরার নাম গুলো ও যদি বলতেন, খুবই ভালো হতো আমাদের জন্য।
@nek-amol3 жыл бұрын
আপনার আলোচনা এতো ভালো লাগে কেনো ভাইয়া? .. ❤️❤️ ভাইয়া আমি একজন কোরআনের হাফেজ। আজ ১০ বছর আগে হেফজ শেষ করেছি। নামাজ পড়ি,রোজা রাখি,সমাজে মানুষের মধ্যে কথা বল্লে খুব ভালো ভালো আলোচনা করি। এমন ভাবে নিজেকে উপস্থাপন করি. মনে হয় আমার মতো ভালো মানুষ হয়না৷ তবে এখন দেখছি বিবেক সত্য বলে যেটা জানে সেটা কোন মতেই করতে পারিনা। মুখে মুখে হাজী, নামাজ পড়ি,পাক্কা মুসলমান ইত্যাদি ইত্যাদি। তবে এখন আপনার লেকচার গুলা আমি শুনছি এবং আপনার প্রাই সব লেকচারি শুনলাম,এবং যা লেকচার আছে সবই শুনবো। তবে এখন পর্যন্ত এতটুকু বুঝলাম, আমরা দুনিয়ায় যেইটা নিয়ে লাফালাফি করি। তার কিছুই আমরা নিজেরা মানিনা। নির্বোধের মতো আন্দাজে জীবনযাপন করি। এই যে ভাইয়া আমি কোরআনের হাফেজ হয়েছি। এই জীবনে যা ইবাদত করেছি, আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে তার ধারের কাছে নেই। আমি এই ১০ বছর পর আপনার আলোচনা শুনে. এবং মুফাচ্ছিল ভাইয়ার আলোচনা শুনে কোরআন টা বুঝে পড়লাম।আমি কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাই ৭ বছর পড়েছি। এখন অনার্স করছি ( ইংলিশে)। আমি আরবী গ্রামার খুব জানি। তবে কোরআন বোঝার জন্য তো এতো শিখার দরকার ছিলোনা। আমি যেখানে কোরআন শেখার জন্য আমার মোট ৯ বছর ব্যায় করলাম সেখানে কেনো আমাকে কোরআনের কথা কেনো বুঝতে দেওয়া হলোনা। অমুক, তমুক পড়িয়ে বুদ্ধি প্রতিবন্ধী কেনো বানানো হলো? কেনো এখন আমার ঘরে বসে একা একা কোরআন বুঝতে হচ্ছে? আমি তাহলে মাদ্রাসায় ৯ বছর কেনো পড়লাম। নিজের প্রতি,আর আমাদের ধর্মীও শিক্ষক দের প্রতি এখন খুব ঘৃণা,এবং রাগ হচ্ছে। (❤️❤️❤️) আসলেই ভাই কোরআন পড়লে, কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করলে,পুরো পৃথিবী আমাদের একতেদা করবে।আর আল্লাহ তো পুরষ্কার দেবেনি। অনেক ধন্যবাদ ভাইয়া ❤️ আপনার জন্য বন্ধ হওয়া বিবেকটা জাগ্রত হয়েছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
@lahorepeacetv4452 жыл бұрын
সজল আমিরুল পন্নী আক্কাস এই 4 জন অন্য বাঙ্গালীদেরকে মাসজিদুল হারামের নামাজের বিপক্ষে নিয়ে যাচ্ছে kzbin.info/www/bejne/jWOcd3xpe5WSbrs
@mdaktarhossain49172 жыл бұрын
Amio apnar moto akjon
@dmmasud77372 жыл бұрын
‘নামাযের প্রতি যত্নবান হও। বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।’ (আয়াত নং-২৩৮), ‘নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, নামায প্রতিষ্ঠা করেছে এবং যাকাত দিয়েছে তাদের জন্য পুরস্কার তাদের প্রভুর কাছে।’ (আয়াত নং-২৭৭), সূরাহ নিসা : ‘হে মুমিনেরা তোমরা যখন নেশাগ্রস্ত থাক তখন নামাযের ধারের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ…।’ (আয়াত নং-৪৩), ‘তুমি কি সেসব লোককে দেখোনি যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, তোমরা নিজেদের হাত সংযত রাখ, নামায কায়েম কর ও যাকাত দিতে থাক ?…।’ (আয়াত নং-৭৭) ‘যখন তোমরা কোন দেশ সফর কর, তখন নামাযে কিছুটা হ্রাস করলে কোন গোনাহ নেই…।’ (আয়াত নং-১০১) ‘যখন আপনি নামাযে দাঁড়ান তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে…।’ (আয়াত নং-১০২) ‘অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দাঁড়িয়ে, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর…।’ (আয়াত নং-১০৩) সূরাহ ‘আরাফ : ‘আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায কায়েম করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের সওয়াব বিনষ্ট করি না।’ (আয়াত নং-১৭০) সূরাহ আনফাল : ‘(প্রকৃত মু’মিন তারা) যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-০৩) রাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইউনূস : ‘আমি নির্দেশ পাঠালাম মূসা ও তাঁর ভাইয়ের প্রতি, তোমরা তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে ঘর বানাও আর তোমাদের ঘরগুলো কিবলামুখী বানাবে, নামায কায়েম করবে। আর যারা ঈমানদার তাদের সুসংবাদ দিবে।’ (আয়াত নং-৮৭) সূরাহ রাদ : ‘এবং যারা স্বীয় প্রভুর সন্তুষ্টির জন্য সবর করে, নামায কায়েম করে আর আমি যা তাদের রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে গোপন ও প্রকাশ্যে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ।’ (আয়াত নং-২২) সূরাহ ইবরাহীম : ‘বলুন, আমার বান্দাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামায কায়েম করুক এবং আমার দেয়া রিয্ক হতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করুক ঐ দিন আসার পূর্বে যেদিন কোন বেচাকেনা নেই এবং বন্ধুত্বও নেই।’ (আয়াত নং-৩১) সূরাহ ইসরা : ‘সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠও…।’ (আয়াত নং-৭৮), সূরাহ মারইয়াম : ‘আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামায আদায় করতে ও যাকাত দিতে।’ (আয়াত নং-৩১) ‘তিনি তার পরিবারকে নামায ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার প্রভুর কাছে পছন্দনীয়।’ (আয়াত নং-৫৫), সূরাহ ত্বহা : ‘আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণে নামায কায়েম কর।’ (আয়াত নং-১৪), ‘(হে নবী) আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ করুন এবং আপনি নিজেও এর উপর অবিচল থাকুন।’ (আয়াত নং-১৩২), সূরাহ হজ্জ : ‘যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত হয়, বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামায কায়েম করে ও আমি তাদের যা রিয্ক দিয়েছি তা হতে ব্যয় করে।’ (আয়াত নং-৩৫), তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা প্রদান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দিবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ হতে বিরত রাখবে।’ (আয়াত নং-৪১) ‘অতএব তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর।’ (আয়াত নং-৭৮), সূরাহ মুমিনূন : ‘যারা নিজেদের নামাযে বিনয় ও নম্র। (আয়াত, ০২) ‘এবং যারা নামাযসমূহের খবর রাখে।’ (আয়াত নং-০৯), সূরাহ নূর : ‘এমন লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত দেয়া থেকে বিরত রাখে না…।’ (আয়াত নং-৩৭) ‘নামায কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর।…’ (আয়াত, ৫৬), সূরাহ নামল : ‘যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে।’ (আয়াত নং-৩), সূরাহ আনকাবূত : ‘আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম রাখুন। …’ (আয়াত নং-৪৫) সূরাহ রূম : ‘সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর, নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (আয়াত নং-৩১) সূরাহ লুকমান : ‘যারা সলাত কায়েম করে, যাকাত দেয় ও আখেরাত সম্পর্কে পুরো বিশ্বাস করে।’ (আয়াত নং-০৪) ‘হে বৎস! নামায কায়েম কর, সৎকাজ এর আদেশ কর ও অসৎকাজে নিষেধ কর এবং বিপদাপদে সবর কর।’ (আয়াত নং-১৭) সূরাহ ফাতির : ‘যারা তাদের প্রভুকে না দেখেও ভয় করে এবং নামায কায়েম করে।
@@burhanuddin823 তুমি তো হুর লোভী লুচ্চা ধার্মিক! নিজের অত্যাচারী স্রষ্টাকে নির্বোধের মতো ভয় পাও। আর জান্নাত আর হুরের জন্য তোমার ঘুম আসেনা। সকাল সকাল উঠে তোমার অত্যাচারী স্রষ্টাকে অর্গ দাও যাতে তোমার স্রষ্টা তোমাকে ক্ষমা করে। আমার স্রষ্টা অত্যাচারি নয়৷ তোমার স্রষ্টার পুজা আমি করিনা৷ তাই আমি নাস্তিক? 😆
@hossainz373 жыл бұрын
আপনার তথ্যবহুল গবেষণালব্ধ আলোচনা আমার দীর্ঘদিনের ভাবনায় গতি এনে দিয়েছে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
@lahorepeacetv4452 жыл бұрын
সজল আমিরুল পন্নী আক্কাস এই 4 জন অন্য বাঙ্গালীদেরকে মাসজিদুল হারামের নামাজের বিপক্ষে নিয়ে যাচ্ছে kzbin.info/www/bejne/jWOcd3xpe5WSbrs
@kausarhamid93302 жыл бұрын
#চিন্তাশীলদের জন্য এতে রয়েছে নিদর্শন। একটু কষ্ট করে দুই মিনিট সময় নিয়ে লেখাটি পড়ুন। وَ لَهُ الْحَمْدُ فِی السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَ عَشِیًّا وَّ حِیْنَ تُظْهِرُوْنَ অনুবাদ:- আকাশসমূহে ও পৃথিবীতে তাঁর জন্যই প্রশংসা এবং (তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো) তৃতীয় প্রহরে এবং যখন তোমাদের কাছে এসে যায় যোহরের সময়। [সুরা রূম:- ১৮] এ আয়াতে চারটি সময়ের প্রতি ইশারা করা হয়েছেঃ ফজর, মাগরিব, আসর ও যোহর। এখানে একটু থেমে হাদীস অস্বীকারকারীদের ধৃষ্ঠতার কথা ভাবুন। তারা “নামায পড়া” কে বিদ্রূপ করে এবং বলে, মুসলমানরা বর্তমানে যে নামায পড়ছে এটা আদতে সে জিনিসই নয় কুরআনে যার হুকুম দেয়া হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, কুরআন তো নামায কায়েম করার হুকুম দেয় এবং তার অর্থ নামায পড়া নয় বরং “রবুবিয়াতের ব্যবস্থা” কায়েম করা। এখন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, রবুবিয়াতের এ অভিনব ব্যবস্থাটি কোন্ ধরনের যাকে সূর্য উদিত হবার পূর্বেই কায়েম করা যেতে পারে অথবা আবার সূর্য ঢলে পড়ার পর থেকে কিছু রাত অতিবাহিত হওয়া পর্যন্তও কায়েম করা যায়? আর কোন্ ধরনের রবুবিয়াত ব্যবস্থা বিশেষ করে জুমার দিন কায়েম করা উদ্দেশ্য হয়ে থাকে? إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ আর বিশেষ ধরনের এমন কি রবুবিয়াত ব্যবস্থা আছে যা কায়েম করার জন্য মানুষ যখন অগ্রসর হয় তখন প্রথমে মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধুয়ে ফেলে গাঁট পর্যন্ত আর সেই সাথে মাথাও মসেহ করে নেয়, অন্যথায় তাকে কায়েম করা যেতে পারে না? إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ আর রবুবিয়াত ব্যবস্থার মধ্যে এমন কি বিশেষত্ব আছে, যার ফলে যদি মানুষ নাপাকির অবস্থায় থাকে, তাহলে যতক্ষণ গোসল না করে নেয় ততক্ষণ তাকে কায়েম করতে পারে না? لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا আর এটাই বা কেমন ব্যাপার, যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে মিলন করে এবং সেখানে পানি না পাওয়া যায় তাহলে এ অদ্ভুত রবুবিয়াত ব্যবস্থাকে কায়েম করার জন্য পাক-পবিত্র মাটিতে হাত ঘসে নিয়ে সেই হাত মুখমণ্ডলের ওপর ঘষতে হবে? أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ منه- আর এ কেমন ধরনের অদ্ভুত রবুবিয়াত ব্যবস্থা যে, যদি কখনো সফর করতে হয় তাহলে মানুষ তাকে পুরোপুরি কায়েম করার পরিবর্তে অর্ধেকটাই কায়েম করে? وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ আর এটা কোন্ ধরনের কৌতুকপ্রদ ব্যাপার যে, যদি মুসলিম সেনাদল শত্রুর সাথে মুখোমুখি যুদ্ধে লিপ্ত থাকে, তাহলে সেনাদলের অর্ধেক সিপাহী অস্ত্র সজ্জিত হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে “রবুবিয়াত ব্যবস্থা” কায়েম করতে থাকবে এবং বাকি অর্ধেক ময়দানে শত্রুর মোকাবিলা করতে থাকবে? তারপর যখন প্রথম দলটি ইমামের পেছনে রবুবিয়াত ব্যবস্থা কায়েম করতে গিয়ে একটি সিজদা করে নেবে তখন উঠে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করার জন্য চলে যাবে এবং দ্বিতীয় দলটি তাদের জায়গায় এসে ইমামের পেছনে “রবুবিয়াত ব্যবস্থা” কায়েম করতে থাকবে? وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ কুরআন মাজীদের এ আয়াতগুলো একথা পরিষ্কার করে বলে দিচ্ছে যে নামায কায়েম করার অর্থ হচ্ছে এমন ধরনের নামায কায়েম করা যা সারা দুনিয়ার মুসলমানরা পড়ে থাকে। কিন্তু হাদীস অস্বীকারকারীদের অবস্থা হচ্ছে এই যে, তারা নিজেরা পরিবর্তিত না হয়ে ইসলামকে পরিবর্তিত করার জন্য চাপ দিয়ে চলছে। আসলে যতক্ষণকোন ব্যক্তি মহান আল্লাহর মোকাবিলায় একেবারেই শঙ্কাহীন ও নির্লজ্জ না হয়ে যায় ততক্ষণ সে তাঁর বাণীর সাথে এ বিদ্রূপাত্মক আচরণ করতে পারে না, যা এরা করছে। অথবা এমন এক ব্যক্তি কুরআনের সাথে এ তামাশা করতে পারে যে নিজের মনে কুরআনকে আল্লাহর কালাম বলে স্বীকৃতি দেয় না এবং নিছক ধোঁকা দেবার জন্য কুরআন কুরআন বলে চিৎকার করে মুসলমানদেরকে গোমরাহ করতে চায়।
@MdAbuBakker-ib4mx6 күн бұрын
ইস্, কি সুন্দর আলোচনা, মনটা ভরে গেল !! আল্লাহ্ আপনি আমাদের সঠিক ও সত্য পথে আমাদের চালিত করেন, আমিন জয় আল্লাহ এবং নবী রাসূলদের।❤❤❤
@mdidris8586 Жыл бұрын
পবিত্র কোরআন আল্লাহর পক্ষ হইতে আমাদের জন্য বিধান। তাহা বুঝা ও মানার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অনুসরণ করতে হবে।
@NurMuhammad-rn9gh9 ай бұрын
Huzurer avimot ti protteker bibechona kora uchit!
@MuhammadYeasin-o5o8 ай бұрын
😅😊😊
@SakibMuztabarafid7 ай бұрын
😂
@Emrankhan-s6v7 ай бұрын
😂😂😂
@AbulFazal-cy8yw6 ай бұрын
কেন রাসুলের সঃ এর মাধ্যমে আমরা কোরআন আল্লাহর নিকট থেকে বিশ্ববাসী পেয়েছে এটা মানতেই হবে ।
@mahbubulhaque74162 жыл бұрын
কারো বিরুদ্ধে বলব না। কুরআনের শাব্দিক অনুবাদ পড়ার তাগিদ রইল সবার প্রতি। এটাই নিজেই পথ দেখাবে ইনশাল্লাহ।
@shakhawathossain60482 жыл бұрын
এই প্রথম একজন কোরআন গবেষকের লেকচার মনযোগ সহকারে শুনলাম। আপনার জ্ঞানচর্চা আর গবেষণাকে সেলুট। কোরআন চর্চা করে মেধার উৎকর্ষতা ঘটিয়ে এমন একটি যৌক্তিক মননশীল গবেষণাধর্মী লেকচার দেয়া যে কতটা কষ্টসাধ্য সেটা তারাই বুঝবে, যারা সত্যের অনূসারি। ধন্যবাদ আপনাকে। আবারো সেলুট আপনার গবেষণাকে।
@banglawaz65582 жыл бұрын
সয়তান আপনাকে এই ভিডিও মনযোগ সহযোগে সোনার অনুপ্রেরণা জুগিয়েছে ভাই,,,
@khansahyeb24782 жыл бұрын
এক পাগলের লেকচার শুনে অন্য পাগলের কাছেতো ভালই লাগবে
@kmhassan3749 Жыл бұрын
Along with Salat, all his lectures are correct,but except Salat, other things have no value. The meaning Salat obcourse have various meanings,but Salat also included. So Salat in no way be excluded. Thanks.
@yahmed4274 Жыл бұрын
@@banglawaz6558 শয়তান আপনাকে এই ভিড়িও মনযোগ সহযোগে না শোনার অনুপ্রেরণা জুগাচ্ছে ভাই…
@yahmed4274 Жыл бұрын
@@khansahyeb2478 জ্ঞানিদের থেকে জ্ঞানের কথা শুনতেও জ্ঞান লাগে!
@romzanmir91946 ай бұрын
আমি সেই ছোট বেলা থেকেই নামাজ পড়ি কখনো নিয়মিত আবার কখনো অনিয়মিত, তবে একদম বাদ দেইনি।এখনো পড়ি, ইদানিং মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাউকে শেয়ার করতে পারিনা।কারন ধর্মীয় ব্যাপারে আমাদের দেশের মানুষ খুবই দুর্বল।ইদানিং নামাজে কোন স্বাদ পাইনা,এর মুল কারন একই ভাবে এযাবৎ নামাজ পরলাম কিন্তু নামাজে কখনো রবের সাথে কানেক্ট হতে পারলামনা।কি নামাজ পড়লাম?ইদানীং নামাজের চেয়ে বেশি মেডিটেশন করে ভালো লাগে।একা নিরবে কোলাহল মুক্ত ঘরে মেডিটেশন বা ধ্যান করে বেশি শান্তি পাই।প্রচলিত সালাত যা শুধু একটা উঠবস করার মত মনে হচ্ছে।আর তথাকথিত কিছু নামাজীর ভাব ভঙ্গি দেখলে আরো ভালো লাগেনা।অনেককে দেখলে মনে হয় এরা জান্নাতের টিকিট হাতে নিয়ে বসে আছে।যদি আমি কারো সম্পর্কে কিছুই বলতে চাচ্ছিলামনা। এই সালাতে জান্নাতের কত পার্সেন্ট নিশ্চয়তা বহন করে আমার জানা নেই।
@DelowarChy-k1i4 ай бұрын
ঐ বেড়া তুই তো কাবার ঈমাম হতে পারবি,নামাজ ইসলামের চাবি।
@salmasetara94373 жыл бұрын
বাবা? নিজের মতো করে কোরআন ও হাদীস কে পরিশীলিত করে নিয়েছো। এ জন্যই আল্লাহপাক বলেছেন ক্ষমতার বাহিরে চিন্তা কোরতে যেও না। তোমার এ আলোচনা এবং গবেষণা সরাসরি আল্লাহর সাথেই হওয়া উচিত। অতএব সাধারণ বান্দাদের বিভ্রান্ত কোরো না।
@bibek37933 жыл бұрын
শ্রদ্ধেয়া, আস্সালামোআলাইকুম, আমার মনের কথাটা আপনি বলে দিলেন.... যাজাক আল্লাহ্ খাইরান্ ....
@wonder_0073 жыл бұрын
ক্ষমতার বাইরে চিন্তা করতে আল্লাহপাক কোথায় বলেছেন? কুরআন সব মানুষের জন্যেই পাঠানো হয়েছে। কুরআন তো উত্তরাধিকার সূত্রে কারো বাবার থেকে পাওয়া সম্পত্তি নয় যে মোল্লা আর হুজুরের টুপির নিচে থাকবে!!!
@hasanwaliul5065 ай бұрын
নামাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা।
@rupaligypsumdecoration74494 ай бұрын
সহমত
@mdredwanmdredwan1479Күн бұрын
Akdom
@akmamun27014 жыл бұрын
সালাত বেহেশতের চাবি বলা হয়েছে, সেই চাবি দিয়ে তালা খুলতে পারবেন। কিন্তু ভিতরে যেতে হলে, বাকি হিসাব নিকাশ চুকিয়ে তারপর যেতে হবে। প্রতিটি ভালো কাজের প্রতিদান, এবং প্রতিটি খারাপ কাজের প্রতিদান পেতেই হবে।
@AmanAman-bg8bl3 жыл бұрын
এখানে কুরআনের আলচনা হচ্ছে, হাদিসের না। আর সঠিক সালাত বেহেস্তের চাবি, সঠিকটা বাদ দেন কেন?
@AkhterHussainunion2 жыл бұрын
.........
@mdalauddin16492 жыл бұрын
সালাত জান্নাতের চাবি নয়,ঈমান জান্নাতের চাবি,ধর্মের প্রথম সর্ত হলো আল্লাহর উপর ঈমান আনা,আর জার ঈমান নাই তার কিছু নাই।
@amadervobon-33502 жыл бұрын
তালা খোলার পর ঘরে প্রবেশ করতে আবার কি বাকি থাকে,?
@hassanmahmud70742 жыл бұрын
Chabi diye tala khulr keu ghorer bahire dariye thake? Gadha kothakar
@masudrana2936 Жыл бұрын
আমরা জারা কমেন্টস করতেছি না বুঝে দয়া করে আমরা সবাই কোরআন পড়ি চোখ থাকতে অন্ধের মত কাউকে বিশ্বাস করার কোন প্রয়োজন নেই
@SkRejahul-ru2mk11 ай бұрын
O oni screen quean+transilate sob dekhache... Oni ki Quran writing korte parbe apni dekhon oni toh apnake bileni
@IMRAAN BIN MASHRAFI কিন্তু বাংলায় অনুবাদের যেসব জায়গায় "রুকু" এবং "সিজদার" কথা বলা হয়েছে কুরআনের মূল আয়াতে আরবী ভাষায় "রুকু" এবং " সিজদার" কথা লেখা নাই, তাহলে? কত রাকাত করে পড়তে হবে সেটাও তো কোথাও নাই? সেকেন্ড কথা হচ্ছে, রুকুর দোয়া, সিজদার দোয়া, তাশাহুদ, দোয়া মাসুরা এবং দোয়া কুনুত এগুলো তো কুরআনের আয়াতই না, তাহলে? কুরআন সত্য, আল্লাহ রাসুল(সাঃ)এর কাছে যা কিছু ওহী করেছেন অর্থাৎ যা কিছু আমাদের জন্য প্রয়োজন তার সবই কুরআনে আছে। তাহলে এই মহাসত্যের সাথে কার বানানো কিচ্ছা কাহীনি আমরা মিক্স করিয়ে দিয়েছে? কার বানানো দোয়া দিয়ে আমরা আল্লাহর ইবাদত করছি? আল্লাহর শিখানো দোয়া দরুদ কেন আমাদের কাছে আমাদের জন্য যথেষ্ট বা পরিপূর্ণ মনে হচ্ছে না?
@fitnesstrainer19374 жыл бұрын
Seeing the first part of the video, I thought you are going in a wrong way. But, As soon as the video was finished , i could take the full essence of your thought. Though I dont fully agree with you ( because your thought are against most of the islamic scholars including Sahabis), I respect your thinking and researching capability. I would suggest you to know more and Allah may show you the right path. Ameen
@freshmindr3 жыл бұрын
You are right
@bulbulahmed30983 жыл бұрын
Excellent. Zajakallah khairan
@bulbulahmed30983 жыл бұрын
Excellent, zajakallah khairan
@islamicknowledge57912 жыл бұрын
আপনি বোঝাতে চেয়েছেন সালাত এর সঠিক অর্থ হচ্ছে আদধ্যাতিক কোন বিষয় যার সাথে বাস্তবিকতার কোন সম্পর্ক নেই। তাইতো? আমি যদি ঠিক বুঝে থাকি আপনার কথায়! কোরআনের ভাষা এত বেশি সুন্দর যে, একি শব্দ ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে , আশা করছি আপনিও এটা যানেন। সূরাহ নিসা : ‘হে মুমিনেরা তোমরা যখন নেশাগ্রস্ত থাক তখন নামাযের ধারের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ…।’ (আয়াত নং-৪৩) আমি:- এই আয়াত বাস্তব কিছু একটার কথা বলছে, যেটার একটা নিয়ম আছে। ‘আমি নির্দেশ পাঠালাম মূসা ও তাঁর ভাইয়ের প্রতি, তোমরা তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে ঘর বানাও আর তোমাদের ঘরগুলো কিবলামুখী বানাবে, নামায কায়েম করবে। আর যারা ঈমানদার তাদের সুসংবাদ দিবে।’ (আয়াত নং-৮৭) সূরাহ রাদ : আমি:- যদি নিয়ম না থাকে তাহলে কিবলার দিক নির্দেশনা কেন আসবে? ‘অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দাঁড়িয়ে, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর…।’ (আয়াত নং-১০৩) সূরাহ ‘আরাফ আমি:- এখানে কয়েকটা ধাপ আছে, প্রথম ধাপ নামায সম্পন্ন কর। এখানে আরও স্পষ্ট যে স্বাভাবিক অবস্থায় উপবিষ্ট ও শায়িত অবস্থায় নামায হবেনা। আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায কায়েম করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের সওয়াব বিনষ্ট করি না।’ (আয়াত নং-১৭০) সূরাহ আনফাল আমি:- এখানে কিতাবকে কিতাবকে আঁকড়ে থাকা মানেই তো অনেক কিছু বোঝায়। বিশেষ করে আপনি আলোচনায় যা বলেছেন। তাহলে নামায আলাদা কেন? যখন তোমরা কোন দেশ সফর কর, তখন নামাযে কিছুটা হ্রাস করলে কোন গোনাহ নেই…।’ (আয়াত নং-১০১) আমি:- নামায যদি এতটায় সহজ হতো যা আপনি বোঝাতে চাচ্ছেন তাহলে, সফরের সময় কম করার কথা আসবে কেন? আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণে নামায কায়েম কর।’ (আয়াত নং-১৪) আমি:- আমরা জানি আল্লাহকে খুশি করা অথবা আল্লার আদেশ নিষেধ মেনে চলাই ইবাদাত বলে গণ্য তাহলে নামাজকে আলাদা করে করতে বলা হলো কেন? আর শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবে যাবে এই কথা আপনি কোথায় পেলেন। আমরা তো জানি নামাজ বেহেস্তের চাবী, বেহেস্ত নয়। যেমন আমরা যখন তাসবীহ পাঠ করি তখন আল্লাহ বেহেস্তে আমাদের জন্য বিভিন্ন উপাদান তৈরী করে দেন বা জমা রাখেন । তার মানে কি আমরা বেহেস্ত পেয়ে গেছি? না ! যদি আমরা বেহেস্ত অর্জন করেতে পারি তাহলে ঐ সকল উপাদান আমাদের কাজে আসবে। আপনার মানসিক ও সারিরক সাস্থ ঠিক রাখার জন্য ইয়োগা করতে পারবেন ঘন্টার পর ঘন্টা সমস্যা নেই কিন্তু নামাযে সময় দিলেই যত সমস্যা! আর আপনি যে সকল আলেমদের কথা বললেন তাদের ফতওয়া তো আমরাও সবটা মানিনা। আপনি বরং, ওস্তদ নোমান আলী খান, ড. জাকির নায়েক,শেখ আহমেদ দিদাত, মুফতি মেইংক,ব্রাদার রাহুল আরোও অনেক। এদের ভিডিও দেখুন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করুন। (আমিন)
@DawahSkyАй бұрын
তাহলে এখানে দুইটি Layer দেখা যাচ্ছে "সালাত" শব্দটির। (মোট ব্যবহারে) প্রথমটি হচ্ছে *"প্রচলিত নামাজ"* এবং দ্বিতীয়টি হচ্ছে ওনার ব্যাখ্যা কৃত *"Divine Commandments"* সুতরাং, এক্ষেত্রে বিতর্কে লিপ্ত না হয়ে, উভয়টি যারা গুরুত্ব সহকারে কায়েম করে বা কঠোরভাবে পালন করে তারাই জ্ঞানী এবং নিরাপদ।
@gally-gg4hj9 ай бұрын
আমার ১ম কথা হলো সালাত ফরজ হওয়ার পর থেকে এটা চলমান প্রক্রিয়াধীন রয়েছে।নবী সঃ থেকে শুরু করে আজ অবধি পৃথিবীতে সালাত বন্ধ হয়নি।সুতরাং আমার যুক্তি বলে প্রচলিত সালাতই সঠিক। ২য় বিষয় আপনার explained হ-য-ব-র-ল।
@mst.shuktarakhatun21907 ай бұрын
Jar knowledge jototuku
@fahmidahoque90507 ай бұрын
আপনি ভালো করে বুঝুন,নামায কিভাবে পড়বেন সেটা নিয়ে মারামারি না করে কি উদ্দেশ্যে পড়ছেন তাকে গুরুত্ব দেবার কথা বলেছেন। আর সৎ কাজের দ্বারা পাপ পূন্য হবে,নামায়ায আদায় নিয়ে নয়।
@AbulFazal-cy8yw6 ай бұрын
কোথায় হ- য- ব-ল সেটা বললে ভালো হতো।
@NIJEKESHOKTOKORO6 ай бұрын
না ম্যাডাম,, নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে নামাজ কিভাবে পড়তে হয় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কিভাবে নামাজ শিখিয়েছেন তা জানতে হবে এবং শিখতে হবে,,, জানা, এবং শিখার পরে এবার আপনাকে লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হবে যে, আমি কী জন্য নামাজ আদায় করতেছি.? এবং কার জন্য পড়তেছি.? কারণ আপনি যদি কোন কাজ না শিখে নেক এবং সঠিক নিয়তে তা করতে যান,, তখন আপনি যতই সৎ উদ্দেশ্য নিয়ে ওই কাজটি পালন করতে চাননা কেন আপনি যে কাজটা শিখেন নাই সেটি আপনি সঠিকভাবে সম্পূর্ণ পারবেন না। তাই প্রথমে শিখতে হবে, জানতে হবে, পরবর্তীতে শেখা এবং জানা অনুযায়ী আমল করতে হবে। @@fahmidahoque9050
@ovinazmul62886 ай бұрын
@truthonly0005 নবীজি ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন আপনি জানেন কিভাবে? আর নবীজি পড়ছেন ভালো কথা কিন্তু নামাজ এক এক গ্রুপ এক একভাবে পড়ে কেন? নামাজ তো সবার এক রকমই হওয়ার কথা তাই নয়কি?
@dnar343 жыл бұрын
আপনার ধর্ম ভিত্তিক চিন্তাধারাগুলো আমার ব্যাক্তিগতভাবে খুব পছন্দের এবং বলতেপারেন মনথেকে সমর্থনকরি। কথাগুলো মিডিয়াতে বলারজন্য আপনাকে ধন্যবাদ।
@mohmmadjonaid46014 жыл бұрын
ভাই, আমি আপনার psdt সিরিজ পুরোটা কয়েকবার করে দেখেছি, religious mindset এর প্রায় প্রত্যেকটা ভিডিও একটুও না টেনে দেখছি, অসংখ্য insights এর সন্ধান পেয়েছি, বিশেষ করে কিছু প্রচলিত-পরিচিত ধর্মাচারের অসারতা সম্পর্কে। কিন্তু সুরা মায়েদা আয়াত নাম্বার 6, আমাদের প্রচলিত সালাতকে বেশ জোরালোভাবেই সমর্থন করে। ধন্যবাদ।
@fahimruffsun55453 жыл бұрын
আপনার প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। শুধু খটকা এক জায়গাতেই যে আপনি ব্যাখ্যা দিচ্ছেন কোরআনের কিন্তু তাদের(সাহাবী) বুঝকে বাদ দিয়ে যারা(সাহাবী) কোরআনকে বুঝেছে ওহীর সাথে সাথে- পর্যায়ক্রমে ও ঘটনাক্রমে। যারা রাসূল(সাঃ) এর অকাট্য অনুসরণ করতো তাদের ছাড়া এইসব ব্যাখ্যা অষাঢ়।
@Shilpianis2 жыл бұрын
সাহাবীরা কোরআনের অনুসরণ করেছেন রাসুলুল্লাহ সাঃ এর মাধ্যমে
@boropappa2 жыл бұрын
আপনি জাকারিয়া কামাল স্যারের ভিডিও দেখবেন। তবে আগে থেকে ধ্যান ধারণা নিয়ে শুনলে কোন শিক্ষাই কাজে দেয় না।
@mdferdousahmedabid81912 жыл бұрын
ঠিক বলেছেন ভাই, একদমই অষাঢ়
@mithilatelecom61852 жыл бұрын
tomar bojhar vul ase
@mdjahanggiralom6002 Жыл бұрын
আল্লাহর নামে। আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক
@thinkingoo1254 ай бұрын
কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না। এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.
@Abhossain-o4w2 ай бұрын
আল্লাহ হেদায়েত দিক নতুবা ওকে ধ্বংস করুক ওই ফিতনাবাজ কে!!!
@nazrulislamislam91543 жыл бұрын
Dear Sajal Roshan, I’ve listen your speech about Salat, you’ve discuss a long, but have not put any decision, how to pray. Other hand, Prophet Mohemmed (s) has set and practiced how to realize Salat and more then thousand of years it has been practiced traditionally and it’s true. My friend, this is call illusion. Please check your self, the recognized person to explain the Kuran is Prophet Mohemmed (s) and he had complete his mission. Thank you.
@ataurrahman3383 жыл бұрын
Yes. Salat we learn from our Prophet 1400 years ago. Maybe some different. We like Salat as we follow. We must not misguided.
@thejashorianguyofficial3 жыл бұрын
TNX.BCOZ MY POINT IS SAME
@samadshaikh30053 жыл бұрын
সহমত।
@sharifanazneen8178 Жыл бұрын
যা কিছু কোরানে বিশ্লেষিত হয় নি, নবীজি তা কখনও করেন নি। ১৪০০ বছর আগে বিদায় হজ্বের ভাষনে শুধু কোরানকেই আকড়ে ধরার কথা নবীজি বলে গেছেন, সেখানে হাদিসের আলোকে নামাজ আসলো কিভাবে। কোরানেতো নামাজের কোন বর্ণনাই নাই। পৃথিবী অনেক এগিয়েছে, কোরান নিয়ে গবেষনাও হচ্ছে। নতুন সেসব গবেষনার ফলাফলগুলো ভালভাবে দেখুন। ইউ টিউব ও গুগলে ড.কাশিফ খান, আল মুসা দ্যা কোরান স্টুডেন্টসহ আরো অনেক বোদ্ধাদের চ্যানেল আছে দেখুন। ইসলামের ইতিহাস জানুন। তবেই বুঝতে পারবেন কিসের মধ্যে আছে বর্তমান মুসলমানগন।
@mahbuburrahman30248 ай бұрын
pls ..follow our prophet huzur (sa)..about Namaz. pls..follow four khalipa and respected senior sahabi ( if necessary). Respected them and those persons who follow the above direcetions. senior sahabi...
@sadikurrahman19132 жыл бұрын
I appreciate your skillful speech. You do not know that your little knowledge of this study is a sign of contempt for the Qur'an. Knowledge of Quranul Kareem is a shallow sea which has no end of depth. May Allah help you to find the right path. Ameen
@imrankhanmiton69552 жыл бұрын
I appreciate your well saying.
@sadikurrahman19132 жыл бұрын
ভালো,আপনার উদ্দেশ্য কি আমি জানি না হতে পারে সত্য প্রকাশ! আপনার নিজস্ব গবেষণা কতটা আপনি জানেন। সালাত দীনের ওসূল বা নিযাস /অত্যাবশকীয় এর মাধ্যমে আল্লাহর আনুগত্য ও স্মরণ করা হয়।আপনার মতে সালাত আদায় কতবার করবে কুরআনে নিদিষ্ট নয় সুবাহান্আল্লাহ। আপনার আমার গবেষণা ও জ্ঞান দিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারি না।কুরআনের ভাষাগত জ্ঞান অন্তত এর অনুবাদ করে বোঝা প্রায় অসম্ভব। কুরআন ও সহিহ হাদিসে গবেষণার মাধ্যমে আপনিও সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সহায় হন। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর আনুগত্য করার ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশনা এসেছে কোরআনে কারিমে। নবী করিম (সা.) এর কোনো ফয়সালা, নিয়মাবলী ও কার্যাবলীর ব্যাপারে সামান্যতম কোনো ভিন্নতার মনোভাব পোষণ করলে তারা মুমিন হিসেবে গণ্য হবে না। মহান আল্লাহ বলেন, ‘না, হে মুহাম্মদ! তোমার রবের কসম, এরা কখনও মুমিন হতে পারে না, যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফায়সালাকারী হিসেবে মেনে না নেবে, তারপর তুমি যা ফায়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে যেকোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নেবে।’ -সূরা আন নিসা: ৬৫
@afmhadiulislamhirapoet6408 Жыл бұрын
আমার ভিতরে এমনই এক অস্পষ্ট অনুভূতি কাজ করতো, আপনার এই কথা গুলো শুনে তা এক স্পষ্ট ছবিতে রূপ নিলো। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@AK-np4us Жыл бұрын
😊
@noraalom8095 Жыл бұрын
কুরআন গবেষণা করা আল্লাহর নির্দেশ
@salimgazi62712 жыл бұрын
আল্লাহ বলেছেন রাসুলের( সঃ) অনুস্মরণ করো।তাই রাসুল( সঃ) যেই ভাবে নামাজ পড়েছেন সেই ভাবে পড়তে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। বরশী বুঝতে গেলে সমস্যা।
@kuwaitkw13982 жыл бұрын
Hihihi
@asadurrahman3924Күн бұрын
এই আলোচক এর জ্ঞ্যানের তুলনায় আপনি অতি সামান্য
@tazmd82933 жыл бұрын
আপনার কথা শুনে সালাত কে ভুল বোঝার কোন কারণ নেই। ইসলাম কেবল আমাদেরকে কোরআন হাদিস দিয়েই ছেড়ে দেন নি। নবীজী সালাত কায়েম করেছেন নিজে মক্কা o মদিনাতে। ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই সেখান থেকে ৫ ওযক্ত সালাত নবীজী নিজে বাধ্যতামুলক করেছেন। তাই আপনি কোরআনের আয়াতকে নিজের সুবিধা মত অর্থ দিয়ে প্রি জাজমেন্ট করে ব্যাখ্যা করেছেন। আপনার কথা শব্দের খেলা ছাড়া আর কিছুই নয়।
@md.maniruzzamansarkar33562 жыл бұрын
আপনিও সহজেই সমালোচনা করলেন, না গবেষণা করেই। আপনি যে হাদিসের আলোকে বলেছেন তা যে সত্য, একথা কীভাবে প্রমাণ করবেন। অনুগ্রহ কোরে আপনাকে নিমোক্ত ভিডিওটি দেখার অনুরোাধ করছি- kzbin.info/www/bejne/ipPGq4KnbqeVhMU&feature=share
@tazmd82932 жыл бұрын
@@md.maniruzzamansarkar3356 আমি না গবেষণা করেই সহজে সমালোচনা করি নি। বরং গবেষণার সারসংক্ষেপ উল্লেখ করেছি। Pre judgement করে ব্যাখ্যা কোন গ্রহণযোগ্য উপায় নয়। উনি প্রত্যেকটি শব্দকে so called "আভিধানিক অর্থ" বলে অপব্যাখ্যা করেছেন। কিন্তু সূক্ষ্ম চতুরতা করেছেন। কেননা, অভিধান কোন অর্থকে চাপিয়ে দেয় না। বরং কোন অর্থ কোথায় ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করাই হল অভিধানের কাজ। তাই সালাত শব্দের অর্থ ওনার অপব্যাখ্যা অনুযায়ী মানা যাবে না। বরং ইসলামের প্রাথমিক সময়ে সালাত কি অর্থে ব্যবহৃত হত সেটাকেই "নামাজের" বিশ্লেষণ হিসেবে নেয়া অভিধানের কাজ
@faruquehossen98002 жыл бұрын
@@md.maniruzzamansarkar3356 ল
@faruquehossen98002 жыл бұрын
@@md.maniruzzamansarkar3356 ল
@abuyusufmonna2 жыл бұрын
নবিজি কিভাবে কোনো বিষয় বাধ্যতামূলক করতে পারেন? একমাত্র আল্লাহ যা বলেন তাই বাধ্যতামূলক।
@nooraalamsikder32473 жыл бұрын
আমি আপনার এই কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত। এবং খুবই চমৎকার লাগলো আপনার এই আলোচনা।
@auroraproductionsbd5672 жыл бұрын
সত্যি অসাধারণ! আপনার কোরআনের ওপর জ্ঞান ও আপনার শব্দচয়ন আমাকে মুগ্ধ করেছে। মনের কথাগুলো বলেছেন। আমরা কম জানি বলে বলতে পারিনা এভাবে। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@pothharazazabar17523 жыл бұрын
Thanks for opening much needed dialogue. I watch his episodes with lots of interest. Not necessarily I agree everything he says, nevertheless it opens up thirst for knowledge & answer. Those who put negative comments about him, small request, please clarify why you disagree with him, which will enhance our knowledge & will remove toxic environment which exist for last 1400 years. **** One small note regarding Mr. Panna Choudhury. I know Mr. Choudhury since 1989. If he regrets and apologizes to Allah for his dark past & devotes to educate Muslims regarding Quran, then congratulation. But if his present religious activity is another ploy or cover, please be careful. Anyone who seeks help from him, please do your research and homework first. Two famous fraudsters left Montreal, settled in Bangladesh, not to serve the country as claimed rather both of whom were total failure in Canada, one is Ruhul Amin, MD of Destiny who is serving jail time now, another is Panna, both are good friends. Since this is a public forum, I have no intention to humiliate them. Just a WARNING to others.
@abmfakhrulhassanfahim80993 жыл бұрын
It seems to us no need to go Azhar , macca madina university to learn Islam but only meet with you and your followers try to reach above Springs and save yourself. prayer and peace for all 💚
@mahbubrm21483 жыл бұрын
Try to learn English .
@aynulhaque5776 Жыл бұрын
Yes brother. Salamun Alaikum 6:54
@playstore-cd2pm3 жыл бұрын
এই প্রশ্ন গুলো সবসময় আমার মনের ভিতর আসতো কিন্তু কোন হুজুর কে জিজ্ঞাসা করে কখনও সন্তসজনক উত্তর পাইনি আপনার মত আমি ভাবতাম কেন আল্লাহর নবী নামাযের ব্যাপারে কোন ইস্পষ্ট কোন নির্দেশনা দেয়নি খুব ভালো লাগলো আপনার আলোচনা অনেক কিছু শিখতে পারলাম
@ManzoorulAlam3 жыл бұрын
হুজুর রা জানলেতো উত্তর দেবেন। একটা প্রশ্ন করি আপনাকে- যে সব হুজুরের কথা বলছেন, টুপি দাড়ি আর আলখাল্লাহ ছাড়া আর কি নিদর্শনের কারনে তাকে হুজুর মনে করেছেন- একবার ভেবে দেখুন। আপনার মত প্রশ্ন করতে গিয়ে আমাকেও অনেকবার অপমানিত হতে হয়েছে মসজিদ্
@nasermahmud1890 Жыл бұрын
God is for everyone. God is not for any particular nation.
@muztabachowdhury24823 жыл бұрын
Thanks for your valuable discussion from holy Quran. We most of the people know this things. For five times Salat ( namaj) is established by prophet Muhammad (SWA) . Our beloved prophet got the instructions from Allah. Allah reveal holy Quran to prophet Muhammad (SWA) and prophet guide us how to perform Salat. If you believe holy Quran you should follow his instructions too. In our country people got wrong concept about go to Jannah. We must be a good people, of course we are human being. We made small small mistake in our daily life that's why we pray five times or more Salat and seeking forgiveness from Allah. Be kind be honest be humble help poor people. Not lying. This is the best way to get Jannah. May Allah guide us the right path.,amin. Zajak Allah khaer. Love from Sydney Australia. Please forgive me if I hurt someone.
@shamsuddinyousufkhaled41403 жыл бұрын
Can you please clarify in detail the origin of salat or namaj that we practice 5 times each day?
@mdgolamkobir4511 Жыл бұрын
Thank you mr. Sajal. You're right with your partial cunning explanation of Quran Ayet. I bless you for a long life. Because you are right and Prophet Muhammad is wrong. So form now on You are our Prophet along with your Guro Rashef Khalifa. I need some money. Will you send me the contact where to get. If my urge is fulfilled I promise to follow your new Islam name Submitters.
@mdgolamkobir4511 Жыл бұрын
Those who who understands yours bad intentions
@mdgolamkobir4511 Жыл бұрын
will hate to replay you. I have practical experiences with such khatash like you.
@safinabahar5234 Жыл бұрын
@IMRAAN BIN MASHRAFI newest section kivabe pabo
@ashiknur732 жыл бұрын
সালাত মানে আপনি কোরআন থেকে যে ভালো কাজগুলোর ব্যাখ্যা করেছেন সেগুলো অবশ্যই ঠিক আছে, আর ওই ভালো কাজগুলোর ভিতরে- বর্তমানে সারা দুনিয়ার মুসলিম যেভাবে নামাজটা আদায় করে- ওই কাজগুলোরই একটা অংশ, আপনার ব্যাখ্যা থেকেই বোঝা যায়। এবাদতের জন্য নামাজের মত একনিষ্ঠভাবে আল্লাহকে স্মরণ করার জন্য- একটা চ্যাপ্টার যদি না থাকতো, তাহলে গোটা দুনিয়ার মুসলিমকে আল্লাহ ভুলের উপরে রাখতেন না আমার মনে হয়, কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ বান্দার ক্ষতি চান না। হয়তো মানুষ একটু ১৯-২০ করে এই এবাদতে, তবে আমার বিশ্বাস মোহাম্মদ সাঃ এই এবাদত শিক্ষা দিয়েছেন ।
খালেদা জিয়া বলেছেন সাধীনতার ঘোষক জিয়াঊর রহমান - হাসিনা কি বলেছেন?
@muhammadhuq83210 ай бұрын
আল্লাহ নামাজের নিয়ম- কানুনের বিধান গুলোকে চুরান্ত ভাবে কঠিন করেন নাই... এখানে বান্দার ভূল- ভ্রান্তি গুলো আল্লাহ ক্ষমা করে দিবেন... কারণ আল্লাহ ক্ষমাশীল... বান্দাকে ক্ষমা করে দিবেন... একমাত্র নবী করিম হজরত (সাঃ) ছাড়া কেউ-ই ১০০% নির্ভুল নহেন....
@md.ashraffhossain53553 жыл бұрын
পবিত্র কোরান এমনই একখানা গ্রন্থ এবং মানব জাতির জন্য সংবিধান যাহা অনুসরণ করলে সঠিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথ তৈরি হয় এবং স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়।
@SelimUddin-uz6vg Жыл бұрын
ভাই আপনি চালিয়ে যান। ভাই ওরা সবাইকে হুমকি দেয় তাই ওদেরকে ভয় করবেন না
@abulbasher92074 жыл бұрын
যাহারা আল্লাহ্ ও তাঁহার রাসূলের আনুগত্য করে, আল্লাহ্কে ভয় করে ও তাঁহার অবাধ্যতা হইতে সাবধান থাকে তাহারাই সফলকাম। সূরা নম্বরঃ ২৪, আয়াত নম্বরঃ ৫২
@bazlur-Vancouver3 жыл бұрын
eisob bal pore 21 century te labh. pagoler golpo jotossob
@shahidachoudhury69253 жыл бұрын
Fahim bhuiya, fahim. Fahim. “A’teullaha owa A’teurrasul “Not less 15 times in the Qur’an-ul-Karim. Obey Allah and obey His Rasul.
@shahidachoudhury69253 жыл бұрын
Fahim bhuiya, fahim. Fahim. Read the Book of Allah before ask any decision any law or anything about Islam , otherwise you will expose yourself as fool. And yes ,there is description in the Qur’an how to make Odhu , Tiammum, Salat times, Sehri, Iftar . Never think what Muslim do (basically)it’s not in the Qur’an. Qur’an is the words of Allah and Hadith is the explanation by Allah’s RASUL (SAW).
@JannaterPoth23 жыл бұрын
@@fahimbhuiyafahim.fahim.283 কোরআন হলো আয়াতের সুত্র - এই সূত্র টা ব্যাখ্যা করার জন্যই তো , বুখারী হাদীরে প্রয়োজন ।🤔
@abumortakaiummondol6233 жыл бұрын
কুরান ই পুর্নাঙ্গ জীবন ব্যবস্থা।
@ataurrahman3383 жыл бұрын
Mr. Sajal What's your objective? Our prophet Teach us Islam. We follow our Prophet. What's you want?
@ganeshbanerjee98413 жыл бұрын
You never met the prophet. Now what will you do ?
@mahimajannatnisa33182 жыл бұрын
Sojol. Tui. Ki. Hindo. Na. Muslim. Quran o. Nobir. Jibito. Taka. Obostay. J. Jadis. Sonkolon. Tui. Ki. Janis. R. Qurane 82. Bar salater. Kota. Bola. Hoyase. Ta trut. Tui. Opo. Bakka. Disis.
@newshanif2 жыл бұрын
আল্লাহর সব আদেশ নির্দেশ মানার নামই হচ্ছে সালাত বা প্রার্থনা ৷ তাই সালাত শুধুমাত্র পাঁচ ওয়াক্ত এর মধ্যেই সীমাবদ্ধ নয়৷ ধন্যবাদ সজল ভাই নামাজের বিষয়ে অন্তর চক্ষু খুলে দেয়ার জন্য৷ আল্লাহ আপনার, আমার, সকলের মঙ্গল করুন৷ আমিন৷
@আল্লাহকেভয়করএবংসত্যকথাসোজাভা2 жыл бұрын
যারা ঈসা (আঃ), নবী (সঃ) আলী (রাঃ)-কে খোদা বলে ডাকে তারা কি দাজ্জালের আমি খোদার ধোঁকায় পড়বে? হিন্দু বৌদ্ধ মুশরিকরা ও?
@RajabAli-tt9su7 ай бұрын
জনাব স. রোশান আপনার ধর্মীয় উপস্থাপনায় আরো সাবধানতা অবলম্বিত হওয়া উচিত। নইলে মুসলিম সমাজে ফিতনা তৈরি করতে যথেষ্ট হতে পারে।
@শুদ্ধপ্রীতি3 жыл бұрын
না টেনে পুরো ভিডিও দেখুন এমন বলতে শুনেছি অসংখ্য ভিডিওতে কিন্তু বহুকাল পর আজ এমন ভিডিও দেখলাম যা একটু টেনে-টুনে দেখার ইচ্ছা মনে জাগেনি-। অফুরান শুভেচ্ছা আপনার জন্য।
@abdulkaiumakon41074 жыл бұрын
আল্লাহ আমাকে কুরআন পড়ার তৌফিক দিয়েছেন , সালাত সম্পর্কে আমাকে সৃষ্টিকর্তা যতোটুকু বুঝতে দিয়েছেন সেটা আপনার মুখে কুরআন থেকে শুনে, অত্যন্ত খুশি। আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন, দোয়া রইল ভাই।
@SajalRoshan4 жыл бұрын
Thank you 😊
@sottersondan56893 жыл бұрын
Salam
@JannaterPoth23 жыл бұрын
বুখারী, হাদীস বাদ দিলে আমরা কেউ সঠিক ভাবে নবীজী কে, সেটাই জানতে পারবেন ।🤔
@thinkingoo1254 ай бұрын
@@SajalRoshanকোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না। এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.
@hoci69683 жыл бұрын
কমেন্টে যারা অহেতুক পক্ষে- বিপক্ষে হোগা চুলকাইতেছে তারা কেউই জিবনে একবারও অর্থ ও ব্যাখ্যাসহ কুরান পড়েনাই!
@sayedurrahman82263 жыл бұрын
কথা সত্যি! অর্থহীন কোরআন পড়া বাঙালি এই আলোচনা বুঝবেনা।
@jahangiralim19642 жыл бұрын
" নীচু লোকের হাতিয়ার হচ্ছে গালি। যদি কোন লোক তোমাকে খারাপ কথা বলে, তবে তার কথার জবাব দিও না। কেননা, হতে পারে এর চেয়েও খারাপ কোন বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। ----হযরত আলী (রাঃ) আপনি আপনার মতো এগিয়ে যান ইনশাআল্লাহ একদিন সফল হবেন মালিক ভরসা।💚🙏💚
@abdulhai2433 Жыл бұрын
রাইট
@RajuChy-id1zo8 ай бұрын
আপনি যে হাদীস বর্ণনা করলেন, উনিতো হাদীস মানেন না।
@Quranic3 жыл бұрын
হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো। আমাদের প্রবেশ করাও তোমার জান্নাতে।
@ShiulyAkter-cd7qs3 жыл бұрын
Ft
@ShiulyAkter-cd7qs3 жыл бұрын
Y hi
@muktijouddhaparibar50063 жыл бұрын
সজল রোশন, সুরা নিসার ৪৩ নং আয়াতের মনগড়া ব্যাখ্যা করেছেন। তিনি মিথ্যা বলেছেন। এখানে নেশার ক্ষেত্রে হুশ অবস্থায় যা বলছে তা বুঝার কথা বলা হয়েছে।
@muktijouddhaparibar50063 жыл бұрын
সে বিশেষ উদ্দেশ্যে নিজের মত প্রতিষ্ঠায় মিথ্যার আশ্রয় নিচ্ছে।
@m.rafiqulawal54173 жыл бұрын
Wa alaykum salam, bhai 🙏 Mashallah! Jazakallahu khairan! I am 63-years old, and started STUDYING the Qur’an from the first year of my Engineering student life (1978) at the Indian Institute of Technology. I have studied the tafseers and for the past seven years divorced all except Ibn Katheer. Yesterday I divorced it also after Salatul Fajr Qur’an study, after running into a tafsir via a Hadeeth in which Rasoolullah ﷺ is reported to have advised a group of six new Muslims (who came from another region and fell sick) to drink camel’s milk and URINE!!! Then I started crying, “O Allah, help me out!” And suddenly after salatul Maghrib I came across your KZbin video on the fracas about Hadeeth! My wife (the best Muslim I have come across in my life in terms of true divinity and humanity in light of the Qur’an) liked every sentence you uttered! Felt like the desperation in the morning was answered, alhamdulillah! Jazakallahu khairan fi ad-Duniya wa al-Akhirah, Amin! This is the fourth KZbin video just finished, the 3rd being your 2013 seminar on Empower e-biz tips. I surmised that you must be living outside the Subcontinent 😉, and I am glad to find that you live in NY. I have taken voluntary retirement from professorship at Texas Tech University, so would like to consult you to make best of my remaining time for ad-Duniya and al-Akhiraah, including a blissful Barzakh, Allah willing! Please drop me a text message at: +1 8062525313 Email mawal@ttu.edu
@muslimguardian65143 жыл бұрын
Asalamualikum dear sir, Could you plz contact with Mr. Uthman ibne Farooq he lives in USA, he has KZbin channel namely One Message Foundation.
@niazmorshed3072 жыл бұрын
সজল ভাই আমি আপনার প্রায় সকল ভিডিও গুলোই দেখতে শুরু করেছি। ইসলামকে নতুন করে চিনতে শুরু করেছি। সালাত এবং নামাজের অর্থ বুঝেছি, নামাজে তৃপ্তি পাচ্ছি। অথচ গতানুগতিক হাদিস, মুফতি মওলানাদের ফতোয়া আমাকে নামাজ থেকে দূরে রেখেছিল এবং আল্লাহ সম্বন্ধে নেতিবাচক ধারণা এসেছিল যা এখন ধীরেধীরে পরিস্কার হয়ে যাচ্ছে।
@SmilingAirplaneWindow-ld4su7 ай бұрын
পুরো বিশ্ববাসীর প্রতি আল্লাহ দয়া অনুগ্রহবর্শিতে হোক হোক আল্লাহর বিধান কুরআন অনুযায়ী 👍❤️❤️❤️❤️ সজল ভাই জিন্দাবাদ
@alialamgir4 жыл бұрын
I was waiting for your video on salat. I found another video describing the same understanding about qur’anic prayer that its meaning is “following closely”. According to this theory, traditional obligatory salat was never referenced in Quran. Which means that the present salat we get from Hadith. The reason of accepting hadith as per the present ummah is salat. You described that in your explanation. So, if I understand this concept of salat according to your findings and other Quran-only followers, the traditional salat is not a part of our ritual and its only introduced in hadith. In that case, if you look at Islamic history, mosques are there from the beginning of Islamic history. A recent documentary showing early mosque with qibla direction (which is another issue raised the topic of Petra vs mecca which I am not interested about). In this documentary, we can see there are early mosque from the time of our prophet Muhammad (pbuh). If salat only introduce by the time of hadith which is 200+ years later Muhammad (pbuh), why mosques were there with qibla? Are you saying those mosques was built for any other reason but to practice salat? But why there was qibla direction? What other rituals Muslim observed on that time with qibla, for “following closely”? Please let us know your understanding on this as well.
@SajalRoshan4 жыл бұрын
I mentioned in the last quarter of the video that the word salat used as prayer as well. And the current structure of salat is absolutely fine. I just wanted to point out what Quran says about salat. Now if you see what Hadith says about salat? it’s even more confusing. Our current salat is actually based on fiqah. Anyway there are so many clear commandments in Quran that we don’t even know
@alialamgir4 жыл бұрын
@@SajalRoshan I think the most important fact you are trying to establish here is that salat is not obligatory as current imams are trying to establish. What I am confused about is that if early mosques are there from the beginning of Islamic history, maybe salat is not as less important as you are trying to establish.
@SajalRoshan4 жыл бұрын
Early Islamic state were completely religious empire. Mosques were used as central or regional administrative centers. Imams (leaders)were Government/administrative officers. Masjid nababi was prophet’s (sw) residence and office. Nowadays word imam doesn’t mean leader at all.
@alialamgir4 жыл бұрын
@@SajalRoshan Agree. But archaeological history of Islam showing that Muhammad (pbuh) established mosque in china in his lifetime and several other places as well, they are not only for administrative purposes but also for religious purposes. So, to me, its important to having mosque at present time as well and we should not get discouraged to donating for mosque establishment (which you did on the other video). Look, I do agree with you on matters of accepting Hadith, present Ummah is greatly divided due to this. But we have to come to a common understanding about prayer and mosques as they are not coming from hadith only but also from the historical evidence. Personally, I don't see any problem accepting hadith which are according to Quran or doesn't go beyond the verses.
@greengalaxy88733 жыл бұрын
@@alialamgir , One thing you must keep in mind that Sunnah and Hadith are not necessarily the same thing. People were praying five times a day even before the compilation of the Hadiths. Since people have seen the prophet (PBUH) praying, the tradition of five times a day has been passed down from generation to generation. This kind of "living Sunnah" is far more reliable than Hadiths. I must also point out that Shia, Sunnis, and even Kharijites never disagreed about the five times of prayer. Shias sometimes combine zuhur and asaar when daylight is short, but that is a different matter. Allegations against the Hadith literature are mostly valid. But then again the Sunnah and Hadiths are not the same thing. You can find the videos of Javed Ghamidi on this. He has much criticisms against the Hadith too, but attaches importance to the Sunnah. His videos are in Urdu though.
@dr.kamruzzaman45507 ай бұрын
পৃথিবীর মানুষের কাছে সঠিক ধর্ম ব্যাখ্যা-বিশ্লেষণ করার জন্য সজল রোশান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।
@abdulwadud34953 жыл бұрын
you are radically rational.Through your explanation you denied the importance of teacher and as such the importance of Messangers in preaching the message of Allah.To you common people is competent enough to understand the message of Allah from his scripture. People are free to think and express. your rational thinking will help people to think differently but will be failed to apprehend what you are trying to make people understand
@AbuTaher-ij9sw5 ай бұрын
নোয়াখালীর গৌরব আমাদের সজল ভাই,, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নেয়ামত,, জিবনে এত সুন্দর ভাবে কোরআন বিস্লেশন করে বুঝিয়ে দেওয়ার মত আর একজনও পাইনি, আলহামদুলিল্লাহ।
@MdMubinBiswas2 ай бұрын
ভন্ড সজল - ভুয়া তাফসীর এর মানে কি?আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন-- ০১ যখন তোমরা সালাতের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ (সূরা মায়েদা ৫:৬) ০২ পানি প্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও- সূরা নিসা ৪:৪৩ আয়াতে ০৩ সেজদা থাকতে হবে (সূরা নিসা আয়াত ১০২) ০৪ কোরআন তেলাওয়াত থাকবে (সূরা বনি ইসরাঈল আয়াত ৭৮) ০৫ কোরআন তেলাওয়াত থাকবে (সূরা নুর আয়াত ৫৮) ০৬ দোয়া থাকবে (সূরা তাওবা আয়াত ৮৪) ০৭ দোয়া থাকবে (সূরা তাওবা আয়াত ১০৩) ০৮ আল্লাহকে স্মরণ থাকবে (সূরা বনি ইসরাঈল আয়াত ১১০) ০৯ পবিত্রতা হয়ে সালাত - থাকতে হবে (সূরা মা'আরিজ আয়াত ৩৪) ১০ ধীরস্থীর এবং যত্ন থাকতে হবে (সূরা মা'আরিজ আয়াত ৩৪) ১১ রুকু থাকতে হবে (সূরা বাকারাহ আয়াত ৪৩) ১২ সালাতে ধয্য থাকা (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৩ সালাতে প্রার্থনা করা (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৪ সালাতে বিনয়ী ভাবে (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৫ সালাতে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে বিনীতভাবে (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৬ সালাত্এ আল্লাহ্কে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন (রাসুল সঃ মাধ্যমে) (সূরা বাকারাহ আয়াত ২৩৯) ১৭ সালাতের প্রতি আহ্বান (আযান) থাকবে (সুরা মায়িদা আয়াত ৫৮) ১৮ শয়তান আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিবে - (সুরা নিসা আয়াত ৯১) ১৯ ইবাদাতের ঘর বানান, আর সালাত কায়েম করুন (সুরা ইউনুস আয়াত ৮৭) ২০ কিবলা দিকে থাকতে হবে (সুরা ইউনুস আয়াত ৮৭) ২১ দিনের দু প্রান্তভাগে ও রাতের অংশ থাকতে হবে (সুরা হুদ আয়াত ১১৪) ২২ সালাত অবস্থায় বেচা- কেনা করা যাবে না (সুরা ইব্রাহিম আয়াত ৩১) ২৩ ঈমান এনেছে তাদেরকে আপনি বলুন, সালাত কায়েম করতে (সুরা ইব্রাহিম আয়াত ৩১) ২৪ পবিত্র ঘর / যায়গা হতে হবে (সুরা ইব্রাহিম আয়াত ৩১) ২৫ সালাত কায়েম ই - কৃতজ্ঞতা প্রকাশ (সুরা ইব্রাহিম আয়াত ৩৭) ২৬ নিদিষ্ট সময়ে সালাত/ফজরের সালাত (সুরা ইব্রাহিম আয়াত ৩৮) ২৭ সালাতে স্বর খুব উচ্চ করবেন না আবার খুব ক্ষীণও করবেন না, (সুরা বনি ইসরাইল আয়াত ১১০) ২৮ পরিবারবর্গকে সালাতের আদেশ দিন ও তাতে অবিচল থাকুন(সুরা ত্বহা আয়াত ১৩২) ২৯ সালাতে - তেলাওয়াত করুন কিতাব (আল কোরআন থেকে ) اُتۡلُ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ وَ اَقِمِ الصَّلٰوۃَ ؕ (সুরা আনকাবুত আয়াত ৪৫) ৩০ আল্লাহর স্মরণই সালাত وَ لَذِکۡرُ اللّٰهِ اَکۡبَرُ (সুরা আনকাবুত আয়াত ৪৫ ৩১ সালাত - সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ (সুরা জুমার আয়াত ০৯) ৩২ সালাতে আখিরাতকে ভয় এবং রবের অনুগ্রহ প্রত্যাশা (সুরা জুমার আয়াত ০৯) ৩৩ সালাত এ কেবলার দিকে মুখ করুন (সুরা বাকারাহ আয়াত ১৪৪) ৩৪ আল্লাহর মসজিদ আবাদ (সালাতা আদায় যায়গা) (সুরা তাওবাহ আয়াত ১৮) ৩৫ জমিনে ছড়িয়ে সালাত হয় না - সুরা জুমা আয়াত ৩৬ আল্লাহকে স্মরণ থাকবে (সূরা ত্বহা আয়াত ১৪) ৩৭ আল্লাহকে বেশি বেশি স্মরণ (সূরা জুমআ আয়াত ১০)
@shonthafarhana12123 жыл бұрын
ভাইয়া যাকাতের একটা ভিডিও চাই কোরআন থেকে প্লিজ কে কে এক মত সাড়া দাও........
@jsdmohammedsharifulislam23803 жыл бұрын
মাশাআল্লাহ, আল্লাহর নামে, প্রথমে আপনাকে ছালাম জানাচ্চি, আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ বরর্শিত হোক। যত আপনার ভিডিও শুনি ততই আমার মোন ভোরে যায়,, আল্লাহ আপনাকে দিঘ্য জিবন দান করুক যাতে এই সত্য পথ মানুষকে জানাইতে পারেন।
@jsdmohammedsharifulislam23803 жыл бұрын
bangla bolen
@shahjahanchowdhury70403 жыл бұрын
@Arif Sunny আপনি আগেই অধৈর্য হয়ে গেলেন, পুরো ভিডিও দেখতে চাইলেন না অথচ বিশাল কমেন্ট করতে পারলেন ! পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখে তারপর মন্তব্য করেন। অনেকেরই দেখছি কোরানের চাইতে বোখারী সাহেবদের হাদিস এর প্রতি দরদ এবং আনুগত্য বেশি!!
@motiursojib12533 жыл бұрын
Ekta somoy thiki bujte parbeb eder agenda ki
@nurunnahar29643 жыл бұрын
Mr.Shojol few yrs back I read the Quran very seriously. I found it has clearly indicated 2 times Namaz , morning nd evening.Before sun rise n after sunsets. Tahajud , at night those who wants be near to Allah swt. I have given the sura n verses for you to go thorough. Like to have your comments in this regard. 1.Sura 6 52 2. Sura 11 114 3.Sura 17 77 , 78 , 79 4. Sura 20 130 5. Sura 22 77 6.Sura 30 17 7.Sura 33 41 , 42 8.Sura 48 9 9.Sura 50 39, 40 10.Sura 76 25 , 26. Thanks.
@msahidullah2 жыл бұрын
Sister, I checked all the verses, is it all about salat ? It says, before sunrise and before sunset also. Again it says, morning and evening. There is no name mentioned here. From all these verses, 2 times pray (whether it can be salat or other pray) and some sources telling late night also. There is no salat name indicated Number of Raqat not mentioned for each Structure/format of salat not mentioned So, how we can perform salat as Quran
@zahidalam8024 Жыл бұрын
There are 5 times Salaat mentioned in Koran - At dawn, Mid noon, Afternoon, Magrib, Isha, I will send you the verses
@joyjitu88078 ай бұрын
আমি একজন সনাতন ধর্মের ,আপনার জ্ঞান এবং দৃঢ় প্রচেষ্টার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
@TANJIM193 жыл бұрын
নিজে কোরআন পড়ি, সত্যকে জানি। Best of luck 👍
@serajulhaq31713 жыл бұрын
ভাই অনুরোধ, বাংলায় অর্থ সহ পড়ুন। বুঝে বুঝে পড়ুন। তড়াহুড়া করবেন না।
@abusayed-ps2tm Жыл бұрын
সুতরাং উহারা যাহা বলে, সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ কর এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, এবং দিবসের প্রান্তসমূহেও, যাহাতে তুমি সন্তুষ্ট হইতে পার। فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى সূরা নম্বরঃ ২০, আয়াত নম্বরঃ ১৩০
@akramhussain46964 жыл бұрын
Well, let's see you on the day of judgment. Qur'an came through Muhammad (s), who used to perform salah at mosque & follow Qur'an.
@mdmordani79743 жыл бұрын
He is wrong . He got money 💰.
@learner28073 жыл бұрын
it is so perfect and eligible for you that "A little learning is a dangerous thing". "অল্প বিদ্যা ভয়ংকরী!"
@wonder_0073 жыл бұрын
দেখুন আমি ভালো ভাবেই জানি, আমার বলা কথা সবার খুব ভালো লাগার মতো হয়না, হবেও না। যাই হোক, রস লাগানোর কথা বলার চেয়ে কাজের কথা কিছু বলতে পারাটাই আমার সার্থকতা। আল-কুরআন নাযিলের পূর্বে আল্লাহ তায়ালার থেকে জিব্রাইলের মাধ্যমে আসা সকল আসমানী গ্রন্থের আংশিক বা আর নাহয় সম্পুর্ণ বিকৃতি ঘটেছে, এটা বিশ্বাস করা মুসলিম যখন মানুষের হাতে লিখা হাদিসগ্রন্থের বিশুদ্ধতায় অন্ধভাবেই বিশ্বাস করে, তখন একটা ছোট অনুরোধ রইলো যেকোনো একটা হাদিস বা সুন্নাহ শুনে লাফিয়ে উঠার আগেই উক্ত হাদিসের বিষয়বস্তু আর শিক্ষার সাথে সম্পর্কিত কুরআনের যেসকল আয়াত (অর্থসহ) আছে তার একটা তালিকা সাথে রাখবেন। আর বেশি বেশি হাদিস পড়ুন, যেনো জানতে পারেন হাদিসের ইতিহাস!!! শুরু করুন এভাবে, একদম ব্যাক্তিগত ভাবেই বুঝে যাবেন, বিশ্বে মুসলমানদের আজকের এই বেহাল অবস্থা কি অমুসলিমদের দ্বারা হয়েছে নাকি মুসলিমরা নিজেরাই নিজেদের অন্যায়ের প্রতি চোখ বুজে থেকে থেকে আজ মুখ বুজে মার খাচ্ছে।
@learner28073 жыл бұрын
হাদিসে অনেক বিষয়েই প্রশস্ততা দেওয়া হয়েছে।সাহাবিগণ(র:)ও যেভাবে মেনে চলেছেন,ঝগড়া করেননি।কিন্তু আমরা অধিকাংশরাই ভুল করে প্রান্তিক পর্যায়ে চলে যাই,নিজেরটা নিয়েই বাড়াবাড়ি করি। আর হাদিস মানার তো কোন বিকল্প নেই। কোরআন যার উপর নাযিল হয়েছে,তিনি যেভাবে কোরআন বুঝেছেন,আমাদেরকে সেভাবেই বুঝতে হবে,মনগড়া বুঝলে হবেনা।
@learner28073 жыл бұрын
হাদিস মানার বিকল্প নাই।। বিশ্বনবির অনুসরণকে আল্লাহ তাআলার ভালোবাসা লাভের পূর্বশর্ত বলে ঘোষণা করা হয়েছে। কুরআনুল কারিমে এমনই ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা।আল্লাহ তাআলা মানুষকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যের বিষয়টি এভাবে তুলে ধরেছেন-‘(হে রাসুল! আপনি) বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার অনুসরণ কর; তাহলেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩১) আল্লাহ ও তার রাসুলের অনুসরণ ও অনুকরণ থেকে মুখ ফিরিয়ে নিলেই তা হবে কুফরি। কুফরের সঙ্গে জড়িত কাউকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলার ঘোষণা ‘(হে রাসুল!) আপনি বলে দিন, আল্লাহ ও রাসুলের আনুগত্য প্রকাশ কর। আর যদি তারা বিমুখতা অবলম্বন করে, তাহলে আল্লাহ কাফেরদের ভালোবাসেন না।’ (সুরা ইমরান : আয়াত ৩২)। "....রাসুল তোমাদের যা দেন তা গ্রহন কর এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।"(সুরা হাশর - ৭) "....আর আপনার প্রতি আমরা কুরআন নাযিল করেছি, যাতে আপনি মানুষকে যা তাদের প্রতি নাযিল করা হয়েছে তা স্পষ্টভাবে বুঝিয়ে দেন এবং যাতে তারা চিন্তা করে।"(সূরা নাহল : আয়াত ৪৪)
@mdsahebuddin13993 жыл бұрын
A little learning is dangerous can be applicable for the commentator also and for me also. No need to make such comment. Only realization is enough.
@zahurulislam60042 жыл бұрын
রোশন ভাই, আপনি প্রচলিত পন্থায় নামাজ পড়েন শুনে ভাল লাগলো। আপনার পুরো ভিডিওটা শুনলাম। বেশীরভাগ আমি একমত। নামাজের আসল উদ্দেশ্যটা বারবার বলেছেন যা কুরআনে উল্লেখ আছে যা আমরা সঠিকভাবে করছি না। তবে নামাজ পড়তে পড়তে অনেকে হেদায়েত হবে। আগে লাইনে আসতে দিতে হবে। কুরআনে নামাজের অংশগুলো সবই আছে ভিন্ন ভিন্ন আয়াতে যা বলেছেন তবে স্ট্রাকচার নাই। রাসূল সাঃ তিনি সেই স্ট্রাকচার দিয়েছেন। আল্লাহ রাসূল, ফেরেশতা, পরকাল সম্পর্কে বিশ্বাস না রাখলে আপনিই বলেন কি হতে পারে। বলছেন জুম্মার নামাজ, জামাতের কথা কিন্তু কোথায় পড়বে যদি মসজিদ না থাকে! রাসূলের সময় তাহলে মসজিদে নববী কেন দরকার হলো? হতে পারে হাদিসের অনেকরকম ব্যাক্ষা বিভিন্ন ভাবে থাকবে সেটা আমাদেরকে যাচাই করে এগুতে হবে। তবে নামাজের প্রচলিত স্ট্রাকচার কেউ না মানলে তার বিকল্প কি স্ট্রাকচার হবে? কে দিবে সেটা এই ১৫০০ বছর পরে? তাহলে এতদিন যারা মারা গেছে তারা কি জান্নাতে যাবে না? জানতে চাই।
@rakibrakib77293 жыл бұрын
আপনার মত মানুষ আরও তৈরি হোক তাহলে মানুষ ধর্মকে কুরআনকে বুঝতে পারি।
@zakirhosain73602 жыл бұрын
কোরআ জিনার ওপর নাযিল হয়েছে তিনিই নামাজ পরতেন, তবে বলেনতো তিনি কেন নামাজ পরতেন।
@mdsayid4232 жыл бұрын
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম নামাজ পড়তেন, গাধা গুলোকে শৃংখল রাখার জন্য।
@zahirulislam37753 жыл бұрын
One of the signs of qayamat is that people will leave prayer. Even Quran says that 11:114 And establish prayer at the two ends of the day and at the approach of the night. Indeed, good deeds do away with misdeeds. That is a reminder for those who remember. 2:238 Maintain with care the [obligatory] prayers and [in particular] the middle prayer and stand before Allah, devoutly obedient.5:6 O you who have believed, when you rise to [perform] prayer, wash your faces and your forearms to the elbows and wipe over your heads and wash your feet to the ankles. And if you are in a state of janabah, then purify yourselves. But if you are ill or on a journey or one of you comes from the place of relieving himself or you have contacted women and do not find water, then seek clean earth and wipe over your faces and hands with it. Allah does not intend to make difficulty for you, but He intends to purify you and complete His favor upon you that you may be grateful.9:18 The mosques of Allah are only to be maintained by those who believe in Allah and the Last Day and establish prayer and give zakah and do not fear except Allah, for it is expected that those will be of the [rightly] guided.19:59-60 But there came after them successors who neglected prayer and pursued desires; so they are going to meet evil - Except those who repent, believe and do righteousness; for those will enter Paradise and will not be wronged at all.Surah Jumu’ah: 62:9 O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu’ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew. 62:10 And when the prayer has been concluded, disperse within the land and seek from the bounty of Allah, and remember Allah often that you may succeed. So we should be careful about Salat.
@tayseersiddiqui18943 жыл бұрын
It is true that lowly earthly life with Qur’an [only] is much easier than the life together with Qur’an & Sunnah. Opting to live in essentially godless Western Hemisphere you have rightly chose the easiest way. Your complete disregard for Sunnah makes life much comfortable to adapt in a structure of society opposite to our belief system. The glorious Qur’an did not provide minute details of all the aspects of accomplished life. Allah Subhanahu wa Ta’ala appointed the blessed Prophet Sallalahu Alayhi Wa Sallam as a spiritual reformer to teach the magnificent Qur’an and set up best moral & upright conduct. You are not the only one who has shown the audacity to deny & abandon Hadith.... there were many in the past and few in our times. May Allah Subhanahu Wa Ta’ala protect us from all form of misguidance. Ameen!!
@infiniity55293 жыл бұрын
Lol the irony and ignorance is beyond belief. You say you follow the Quran when the Quran says it is a complete book, in detail with nothing left out which means you don’t need another book to understand it. That is a contradiction. You are saying god is contradicting. You have been deceived by the corrupt scholars and only u are to blame since god gave everyone logic but u choose to be wilfully ignorant. The reason why you can’t find the full details of salah etc is because it doesn’t exist. The Quran has been mistranslated by the Persians with their farsi. Wake up
@Ohi2023 Жыл бұрын
নবীতো আমাদের চেয়ে অবশ্যই ভালো জানেন। তিনি যেভাবে চলেছেন সেটা ফলোকরলেই সমস্যা সমাধান হয়। তার জীবন যাপনের ইতিহাস ঐতিহাসিক ভাবে সংরক্ষিত। সো নো টেনশন।
@smdhruva3333 жыл бұрын
I am the one I heard him for the first time today. It seems that he is a moderate Muslim...We all know the correct Islam by taking care from him and understand that may Allah grant us Tawfiq.. AMIN
@abedin80 Жыл бұрын
I think he is not moderate Muslim. Look at his face , is he looks like Muslim?
@RJR44123 жыл бұрын
বেশ কিছু পরিমাণে সফল হইলেও প্রকৃতপক্ষে যুক্তিতে শক্তি নেই।
@abdulohab10884 жыл бұрын
সুবহানাল্লাহ এত সুন্দর আলোচনা আমি পূর্বে কখনো শুনি নাই। আলহামদুলিল্লাহ সালাতের প্রকৃত অর্থ বুঝতে পারলাম। সালাত অর্থ সদা সর্বদা প্রভুর আদেশ নিষেধ মেনে চলা।প্রচারিত সালাত মসজিদে গিয়ে আদায় করলেই জান্নাত মিলবে এমনটা নয়। তবে প্রকৃত সালাত আদায় কারী অবশ্যই ইহকালে ও পরকালে জান্নাতি।
@SajalRoshan4 жыл бұрын
ধন্যবাদ
@moaali14 жыл бұрын
আচ্ছালামুআলাইকুম। জনাব সজল রোশন। ইসলামের প্রধান গ্রন্থ সম্পর্কে তার জানা-শুনা প্রচুর। তবে তিনি কোন বিষয় নিয়ে আলোচনা করতে খন্ডিত অংশ বা আংশিক তথ্য উপস্থাপন করেন, যা অত্যন্ত বিভ্রন্তিকর। আমাদের মতো সাধারণ মানুষের বিশ্বাস তথা ঈমান-আক্বিদার জন্য অত্যন্ত ক্ষতিকর। তার বিতর্কিত ও স্পর্শকাতর বিষয়গুলো ইসলামের পন্ডিত ব্যক্তির সম্মুখ আলোচনা ব্যতিরেকে শোনা অত্যন্ত ভয়ংকর। উদাহরণ স্বরূপ আলোচ্য সালাত বিষয়ে আলোচনাটা বিশ্লেষণ করা যায়। তিনি ছালাত তথা নামাজের স্বরূপ সম্পর্কে মতামত দিতে গিয়ে কোরআনের বাইরে সকল প্রকার রেফারেন্সগুলোকে উপেক্ষা করেছেন বা মিউট করে দিয়েছেন। তিনি কোরানের নির্দেশনাকে উপেক্ষা করার জন্য কোরআনের বানীর অপপ্রয়োগ করেছেন। কোরআনের স্বয়ংসম্পুর্ণতা বোঝাতে গিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় বিধৃত আয়াত আতিউল্লাহ ওয়া আতিউর রাসুল অর্থাৎ আল্লাহর আনুগত্য কর এবং রাসুলের অনুগত হও। আল্লাহ সালাত কায়েম করতে বলছেন, আবার রাসুলর অনুগত হতে বলছেন। আল্লাহর রাসুল সাঃ ছালাত সম্পর্কে বলছেন, তোমরা সেভাবে সালাত আদায় কর, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখ - বুখারী ও মেশকাত শরীফ। মজার ব্যাপার নামাজ আদায়ে রাফাদাইন করা, হাত বাঁধা, সুরা ফাতিহা পাঠ করা ইত্যাদি সামান্য মতভেদ ছাড়া ঈমামদের মধ্যে তেমন কোন মত-পার্থক্য নাই। এমনকি এক ঈমাম অপর ঈমামের ইমামতিতে ছালাতো আদায় করেছেন। তবে কেন এ উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি? এ বিষয়ে কোরানের দুটো আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি দিতে বলি। সূরা আন-নূর, আয়াতঃ ৫৯। এরশাদ হচ্ছে- ওয়া আক্বিমুচ্ছালাতা ওয়া যাকাতা ওয়া আতিউররাছুলা লা'আল্লাকুম তুরহামুন। অর্থ- ছালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং রসুলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তেমনি সুরা নিসা'র ৫৯ আয়াতে নির্দেশনা আসছে- হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস কর তবে, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসুলের অনুগত হও, আর তোমাদের মধ্য থেকে ঐসব নেতৃবৃন্দের মতভেদ ঘটলে সে ব্যাপারে আল্লাহর কোরআন ও রসুলের শরণাপন্ন হও। এটাই কল্যাণকর ও শ্রেষ্ট পরিণতি। তাহলে বুঝতেই পারছেন। রসুল তথা রসুলের নির্দেশনা ছাড়া ইসলাম, এটা খন্ডিত ইসলাম। এটা খুবই ভয়ংকর। কেননা এটা অবিশ্বাসী মানুষ নয় বিশ্বাসী মানুষকে বিপথে চালিত করবে। আর একটা অনুরোধ, জনাব সজল রোশন এর ভিডিও বার্তাগুলো নিকটস্থ ইসলামী পন্ডিত ব্যক্তিদের দিয়ে ভেটিং না করিয়ে অনুসরণ করবেন না। আল্লাহ সুবহানুতায়ালা আমাদের সঠিক পথে চালিত করুন।
@bintehajera47043 жыл бұрын
@@moaali1 ইসলাম ধ্বংস করার ফিতনা এগুলি । মুসলিমদের কুরআন হাদীস সম্পর্কে জ্ঞাণহীনতাই এদের সফলতার কারণ । কুরআন ও রাসুলের সুন্নাহর মিলিত রূপই হলো ইসলাম । আল্লাহ আমাদের রক্ষা করুন ।
@sottersondan56893 жыл бұрын
Salam
@JannaterPoth23 жыл бұрын
বুখারী, হাদীস বাদ দিলে আমরা কেউ সঠিক ভাবে নবীজী কে, সেটাই জানতে পারবো না ।🤔
@MohammadAsghar-n5z3 ай бұрын
I found your discussion very informative. I want to learn from you more about Islam and its precepts. With this in mind, I request you to explain if the following command of Allah can be followed today? Quote 24:62: "The believers are only those who believe in Allah and His Messenger and, when they are [meeting] with him for a matter of common interest, do not depart until they have asked his permission. Indeed, those who ask your permission, [O Muhammad] - those are the ones who believe in Allah and His Messenger. So, when they ask your permission for something of their affairs, then give permission to whom you will among them and ask forgiveness for them of Allah. Indeed, Allah is Forgiving and Merciful."
@sssss294 Жыл бұрын
অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন নামায ঠিক করে পড়। নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। (103)Sura Nisa
@GhuddirPilot3 жыл бұрын
নামায হলো প্রার্থনা, আর সালাত হচ্ছে আল্লাহ প্রদত্ত আমাদের জন ডিউটি।
@juelrana6453 жыл бұрын
নবীজির বিদায় হজ্জের ভাষন কোরআন শরিফে কি আছে এবং কোন কিতাবের কথা বলা হয়েছে একটি নাকি দুইটি? অনুরোধ করছি আমাদের সকল মুসলিমদের জানা দরকার।
@alialocel48403 жыл бұрын
আপনি কুরআন অর্থ সহ পড়ুন। আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে জাবেন।আপনি নিজে পড়ুয়া মসলিম হুন।শুনিয়া মুসলিম হতে জাবেন না।
@Anwar59763 жыл бұрын
বিদায় হজ্জের ভাষণ টাইম কোরান সংকলন হয়েছে কি?
@md.badiuz-zaman95 Жыл бұрын
আসসালামুআলাইকুম । এই ভিডিওতে আপনি বলেছেন যাকাত নিয়ে আলাদা একটি ভিডিও বানাবেন । আমি ভিডিওটি খুঁজে পাচ্ছি না । যাকাত সম্পর্কিত ভিডিওটির লিংকটা যদি একটু দিতেন খুব উপকৃত হতাম । ধন্যবাদ ।
@tasnimmim1343 жыл бұрын
আমি কোরআনের বিশেজ্ঞ নই কিন্তু কোরআনে একটি আয়াত আছে যেখানে বলা হয়েছে ( সারসংক্ষেপ ) ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে ( মাকামে ইব্রাহিম ) যে ভাবে সালাহ আদায় করা হয় সে ভাবে সালাহ আদায় করো।
@rezaulislam99012 жыл бұрын
Adai ar kotha bola hot ni
@jsb42702 жыл бұрын
আপনার উচ্চারিত প্রতিটি শব্দই অত্যান্ত যুক্তিযুক্ত
@nusabaamazingbeautifulvide6575 Жыл бұрын
Vaiya you're Amazing. May Allah bless you ‼️ sotti barbar apnar alochona suni abong vabi Koto uchcho man er alochona eta....Go ahead 😇😇😇🙏🙏
@khalilurrahmanchowdhury11953 жыл бұрын
Please make a video on what should be structure of Salat as per Quran stated 82 times?
@NRFP3 жыл бұрын
যেভাবে আমরা নামাজ পরি সেটাই
@jahidulsourav10013 жыл бұрын
@@NRFP no.
@clipzofnothing931 Жыл бұрын
@IMRAAN BIN MASHRAFI নিউএস্ট কমেন্টস কোন গুলি ? বুঝতে পারছিনা ।
@mahmudulhasanpappu15063 жыл бұрын
যারা অল্প শিক্ষিত, তাদের এই আলোচনা শোনা উচিত নয় তাহলে আরও বিভ্রান্তিতে পরবেন। আর যার বাজে ভাষায় গালি দেন তারা কেমন নামাজি আর কেমন পরিবারের সন্তান তা আমরা ভাল করেই বুঝি।
@neha25412 жыл бұрын
আল্লাহ কোরানে নামাজ বলে নাই । সালাত বলছে।
@Myjan9382 жыл бұрын
রাইট।
@mohammednazmulhossain82413 жыл бұрын
আল্লাহ আমাদের রাহমানুর রাহিম। আমাদের পথপ্রদর্শক। আমাদের মুক্তির জন্য যে পবিত্র কিতাব, কোরান নাজিল করেছেন সেটা আমরা ভালভাবে জানার চেষ্টা করি। সেই নির্দেশ অনুযায়ী আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। কাজেই আসুন আমরা প্রচলিত নিয়ম অনুসরন না করে আল্লার বিধানকে অনুসরন করি।
@ibnasena68033 жыл бұрын
You are right.
@AshrafulIslam-ok7cp2 ай бұрын
তুমি নিয়মটা বাতলিয়ে দাও, প্রচলিত নিয়ম না এটা কোরআন যাহার উপর নাযিল হয়েছে তিনি বড় তাফসির কারক তিনি তা দেখিয়ে দিয়েছেন সুতরাং তাহার দেখানো পথকে প্রচলিত নিয়ম বলা মানে যাহা নিয়ে সজল সাহেব বলেছেন তাহা সম্পূর্ণ ভাবেই অসাড়।
@FerdausAlAmin Жыл бұрын
Great interpretation.. Imam Bukhari is said to have declared 80% of submitted Hadith as being not genuine.. He started Hadith collection 200 years after the passing away of our prophet (pbuh).. It is said that during these 200 years such Hadiths were transported mouth to mouth,, i.e. verbally.. very strange that we need to believe this also..
@tahminarpaakghor62513 жыл бұрын
আমাদের ধর্মে প্রচলিত নামাজের যেই ব্যবস্থাটা রয়েছে সেটা যদি ভুল হয় বা ভুল পন্থা হয় (আপনার মতে) তাহলে অবশ্যই সহি পন্থাটা পরিষ্কার করে বুঝিয়ে বলবেন। ইসলামে মূল চারটি মাযহাব আছে যেখানে নামাজের পদ্ধতিগত দিক থেকে কিছুটা ভিন্নতা রয়েছে বটে, কিন্তু...কিন্তু ফরয-ওয়াজিব পালনের মতো বেসিক বিষয়গুলোর মধ্যে এই ভিন্নতা লক্ষ্য করা যায় না। এটা কিভাবে ব্যাখ্যা করবেন????
@mdforhad85452 жыл бұрын
Upni likhechen islame mul 4 ta mazhab ase. Amader porichoy aktai amra muslim . Er bahere kichu bolar sujog nai. Quran o hadith theke dakhate parben 4 mazhaber kotha.
@shehabali2682 жыл бұрын
নামাজ নিয়ে এই প্রথম কোন অসংগতি পেলাম,যেখানে সব মাজাহাবেই ৫ ওয়াক্ত নামাজ নিয়ে দ্বিমত নেই,নবিজি ও সাহাবায়ে কেরাম গন একই পন্থা অবলম্বন করেছেন, আর এমন নয় যে,নামাজ কিছুদিন ধরে শুরু হইয়াছে! বাট????????? নামাজ নিয়ে এরুপ কথাকে গ্রহন করব না।
@মন্ত্রীকৃষ্ণনগর2 жыл бұрын
@@mdforhad8545 apnar kotha mote apni o ekjon majhad manen
@mohiuddinbahar84202 жыл бұрын
মাযহাব মানে মতভেদ, শুধুমাত্র কোরআন এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে ফলো করুন । আমীন ।
@sayedurrahmankhan85802 жыл бұрын
মাজহাবের কথা আল কোরআনে আছে কী?
@নতুনভাবনা-র১ব2 жыл бұрын
জ্ঞানের নতুন দুয়ার খুলে যায়। এমন আলোচনা আরো চাই।
@shamimmgamingtajpur2749 Жыл бұрын
May Allah give you more and more peace and right path than u already achieved
@MDIbrahimKhalilStudent-by1fe8 ай бұрын
আপনার কথাগুলো সত্য মনে হলেও, বর্তমান সমাজে বাস্তবায়ন করা কঠিন হবে। কারণ বর্তমান মানুষের মনে যে বিশ্বাস জন্মেছে তা ভাঙ্গা অনেক দুস্কর।
@DhakaTheCityOfCrows4 жыл бұрын
নামাজের ব্যাপারে অজুর কথা বলা আছে। কন্ঠস্বর কেমন হবে তাও বলা আছে। নামাজে দাড়ানোর কথা বলা আছে। রুকু সেজদার কথা বলা আছে। ১১০. হে নবী! বলো, তোমরা ‘আল্লাহ’ নামে ডাকো বা ‘রহমান’ নামে ডাকো, যে নামেই ডাকো, সকল সুন্দর নামই তো তাঁর। নামাজে কণ্ঠস্বর খুব উঁচু কোরো না, আবার খুব নিচুও কোরো না। কণ্ঠস্বরে এ দুয়ের মধ্যপথ অবলম্বন করো। সূরা বনি ইসরাইল ১০৩. এরপর নামাজ শেষ করে দাঁড়িয়ে, বসে বা শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন পারিপার্শ্বিক নিরাপত্তা লাভ করবে তখন যথাযথভাবে নামাজ কায়েম করবে। নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা বিশ্বাসীদের জন্যে ফরজ। সূরা নিসা ৬. হে বিশ্বাসীগণ! নামাজে দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হাত ধোবে। মাথায় ভেজা হাত বোলাবে এবং পা গোড়ালি পর্যন্ত ধোবে। অপবিত্র থাকলে গোসল করে পবিত্র হবে। তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রীর সাথে সহবাস করে থাকো, তবে পানি পাওয়া না গেলে পরিষ্কার মাটি দ্বারা তায়াম্মুম করবে (অর্থাৎ পরিষ্কার মাটির ওপর হাত রেখে হাতের তালু মুখে ও দুহাতে বুলিয়ে নেবে)। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, তিনি তোমাদের পবিত্র করতে চান। তিনি তোমাদেরকে তাঁর নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে চান, যাতে তোমরা শোকরগোজার হতে পারো। সূরা মায়েদা ১২৫. সে-সময়ের কথা স্মরণ করো! যখন আমি কাবাঘরকে মানবজাতির সর্বকালের মিলনকেন্দ্র ও নিরাপদ আশ্রয়স্থল করেছিলাম। আমি বলেছিলাম, ‘তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো।’ আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি, তোমরা তাওয়াফকারী, আত্মনিমগ্ন ধ্যানী ও রুকু-সেজদাকারীদের জন্যে আমার ঘরকে পবিত্র রাখবে। সূরা বাকারা
@SajalRoshan4 жыл бұрын
Thank you 😊
@jahidkhan-nx9bz4 жыл бұрын
তুমার কি মনে হয় উনি এই গুলা পরে নাই না পরেই এই গুলা বলতেছে। গনিত মুখস্থ করার সাবজেক্ট না।
@ah-dc9kc3 жыл бұрын
That's why Allah SWT has sent Mohammad saw to guide mankind how to follow this beautiful religion by showing us physicaly, he was an example for mankind,. My question to you is how do you perform your Salah?
@jabeddh3 жыл бұрын
If so, then why Prophet (PBUH) married 11 times while Quran permits maximum of 4 wives?
@ah-dc9kc3 жыл бұрын
@@jabeddh Praise be to Allah. Allah’s wisdom is great, and part of His wisdom is that He has permitted men, in previous divine laws and in the sharee‘ah of our Prophet Muhammad (blessings and peace of Allah be upon him), to marry more than one wife. Plural marriage was not something done only by our Prophet Muhammad (blessings and peace of Allah be upon him). Ya‘qoob (peace be upon him) had two wives. Sulaymaan ibn Dawood (peace be upon him) had one hundred less one wives; he went around to all of them in a single night, hoping that Allah would bless each one of them with a boy who would fight for the sake of Allah. This is not something that is limited to Islam and it is not contrary to reason or the natural inclinations of man; rather it is what wisdom dictates. Women are more numerous than men, according to what is indicated by ongoing statistics, and a man may have the strength that prompts him to marry more than one woman so as to fulfil his desires in permissible ways, instead of fulfilling them in haraam ways or suppressing them. A woman may fall ill or there may be reasons that prevent her from engaging in intercourse, such as menses and nifaas (post-partum bleeding); this prevents a man from fulfilling his desire with her, so he needs to have another wife with whom he can fulfil his desires instead of suppressing them or committing immoral actions. So plural marriage is permissible and is justifiable in terms of reason, natural human inclinations and laws. It is something that was done by the earlier Prophets and in some cases it may be dictated by necessity or need. So it should come as no surprise that this was done by our Prophet Muhammad (blessings and peace of Allah be upon him). And there are other reasons for his having several wives, which have been discussed by the scholars. These include the following: ·Strengthening the ties between him and some tribes, in the hope that this would make Islam stronger and help to spread it, because ties of marriage increase the bonds of friendship, love and brotherhood. ·Taking care of some widows and compensating them with something better than what they had lost, because this would bring peace of mind and consolation at times of calamity. It also set a precedent for the ummah of how to show kindness to those whose husbands were killed in jihad and so on.
@jabeddh3 жыл бұрын
@@ah-dc9kc I don't get why you are saying your stupidity is wisdom. Allha stated in Quran clearly to marry 4 times in maximum if you have the ability. And Muhammed (PBUH) is the prophet of Islam, Muslims are the follower of the last prophet. You said he was sent as a guide to us, while he didn't follow Quran instead he follows the previous prophets. Don't put stupid logic, I am talking about two numbers, 4 and 11. I am talking single, plural blah blah blah. I am not talking about why men can take 4 wives, I am not talking about why women can't marry multiple times. talk to the point, rather than writing a long essay to prevent people to read it.
@thunderinfinix25523 жыл бұрын
আল্লাহ আপনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাযত করুন।
@palashchandra7338 Жыл бұрын
হাদিসের ফিতনা থেকে বাচাও-আললা
@yahmed4274 Жыл бұрын
পুরোটা শুনলে বাঁচতে পারতেন।
@AwladHossin-mm2be Жыл бұрын
Fithna noy aponer moto boloder Quraner kuno gaan nayee agay Quran nea govationa koren tar por fethna bolen
@KATUSHISTAN Жыл бұрын
Your understanding is crap. You never proved anything. বেটা গরু কোথাকার, হাদীস obligatory না, supplimentary source. ভাবখানা এই যে গত চৌদ্দসো বছরে কেউ কিছু বোঝেনি, তোমার জন্যে বসে ছিলো।
@enastark6087 Жыл бұрын
এই অপব্যাখা যে শুনবে তার নামাজের প্রতি আচতে আচতে বিরক্ত আসবে । মসজিদ থেকে বের হয়ে আসতে বাধ্য হবে । আমি ও এদের কথা শুনে অনেক দিন মসজিদের বাহিরে ছিলাম আল্লাহ আমাকে হেদায়েত করেছেন।
@haider56hossain793 жыл бұрын
কুরআনের বুঝ আপনার নিকট হতে নিতে হবে না। নবী সঃ আমাদের আদর্শ।
@aminshawki86042 жыл бұрын
নবী আমাদের আদর্শ এটাতো কুরআনেরই কথা,,,ওনার কথার যুক্তি আছে
@irinakter32194 ай бұрын
অবুঝ কারো কাছ থেকেই বুঝ নেয় না
@syedhaque23974 жыл бұрын
প্রচলিত নামাজ সালাত নয় বরং অন্য ধর্মের পুজা বা উপাশনার নকল করে বানানো পদ্ধতি। আপনার ভিডিওতে আমি ৯০% একমত
@SajalRoshan4 жыл бұрын
Thank you 😊
@shabbirahammed45964 жыл бұрын
@@powerofbangladesh530 apni ja karon a dimot...
@shihabakondo99474 жыл бұрын
নামাজকে পূজার সঙ্গে তুলনা করতে পারেন না ভাইয়া.....
@genuinetech74033 жыл бұрын
প্রথমে হাদিসকে বিতর্কিত করতে চেয়েছেন এখন কোরান কে। গভীর চক্রান্ত সবাই সাবধান থাকুন।
@ইসলামিকজ্ঞান-দ৩চ3 жыл бұрын
আপনাকে কে শুনতে বলেছে? আপনি শুধু সুরা মাউন এর অর্থ পালন করুন।
@mohammedshahjahan18393 жыл бұрын
@@ইসলামিকজ্ঞান-দ৩চ স্ত
@ashrafulminhaz57752 жыл бұрын
সব কিছুতেই ষড়যন্ত্র খুঁজলেতো সমস্যা, তিনি কি কুরআনের আয়াতের বাইরে কিছু বলেছেন? বলে থাকলে প্রতিবাদ জানান, শুধু শুধু ষড়যন্ত্র খুঁজবেন না!
ভন্ড, ভুয়া তাফসীর এর মানে কি?আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন-- ০১ যখন তোমরা সালাতের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ (সূরা মায়েদা ৫:৬) ০২ পানি প্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও- সূরা নিসা ৪:৪৩ আয়াতে ০৩ সেজদা থাকতে হবে (সূরা নিসা আয়াত ১০২) ০৪ কোরআন তেলাওয়াত থাকবে (সূরা বনি ইসরাঈল আয়াত ৭৮) ০৫ কোরআন তেলাওয়াত থাকবে (সূরা নুর আয়াত ৫৮) ০৬ দোয়া থাকবে (সূরা তাওবা আয়াত ৮৪) ০৭ দোয়া থাকবে (সূরা তাওবা আয়াত ১০৩) ০৮ আল্লাহকে স্মরণ থাকবে (সূরা বনি ইসরাঈল আয়াত ১১০) ০৯ পবিত্রতা হয়ে সালাত - থাকতে হবে (সূরা মা'আরিজ আয়াত ৩৪) ১০ ধীরস্থীর এবং যত্ন থাকতে হবে (সূরা মা'আরিজ আয়াত ৩৪) ১১ রুকু থাকতে হবে (সূরা বাকারাহ আয়াত ৪৩) ১২ সালাতে ধয্য থাকা (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৩ সালাতে প্রার্থনা করা (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৪ সালাতে বিনয়ী ভাবে (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৫ সালাতে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে বিনীতভাবে (সূরা বাকারাহ আয়াত ৪৫) ১৬ সালাত্এ আল্লাহ্কে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন (রাসুল সঃ মাধ্যমে) (সূরা বাকারাহ আয়াত ২৩৯) ১৭ সালাতের প্রতি আহ্বান (আযান) থাকবে (সুরা মায়িদা আয়াত ৫৮) ১৮ শয়তান আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিবে - (সুরা নিসা আয়াত ৯১) ১৯ ইবাদাতের ঘর বানান, আর সালাত কায়েম করুন (সুরা ইউনুস আয়াত ৮৭) ২০ কিবলা দিকে থাকতে হবে (সুরা ইউনুস আয়াত ৮৭) ২১ দিনের দু প্রান্তভাগে ও রাতের অংশ থাকতে হবে (সুরা হুদ আয়াত ১১৪) ২২ সালাত অবস্থায় বেচা- কেনা করা যাবে না (সুরা ইব্রাহিম আয়াত ৩১) ২৩ ঈমান এনেছে তাদেরকে আপনি বলুন, সালাত কায়েম করতে (সুরা ইব্রাহিম আয়াত ৩১) ২৪ পবিত্র ঘর / যায়গা হতে হবে (সুরা ইব্রাহিম আয়াত ৩১) ২৫ সালাত কায়েম ই - কৃতজ্ঞতা প্রকাশ (সুরা ইব্রাহিম আয়াত ৩৭) ২৬ নিদিষ্ট সময়ে সালাত/ফজরের সালাত (সুরা ইব্রাহিম আয়াত ৩৮) ২৭ সালাতে স্বর খুব উচ্চ করবেন না আবার খুব ক্ষীণও করবেন না, (সুরা বনি ইসরাইল আয়াত ১১০) ২৮ পরিবারবর্গকে সালাতের আদেশ দিন ও তাতে অবিচল থাকুন(সুরা ত্বহা আয়াত ১৩২) ২৯ সালাতে - তেলাওয়াত করুন কিতাব (আল কোরআন থেকে ) اُتۡلُ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ وَ اَقِمِ الصَّلٰوۃَ ؕ (সুরা আনকাবুত আয়াত ৪৫) ৩০ আল্লাহর স্মরণই সালাত وَ لَذِکۡرُ اللّٰهِ اَکۡبَرُ (সুরা আনকাবুত আয়াত ৪৫ ৩১ সালাত - সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ (সুরা জুমার আয়াত ০৯) ৩২ সালাতে আখিরাতকে ভয় এবং রবের অনুগ্রহ প্রত্যাশা (সুরা জুমার আয়াত ০৯) ৩৩ সালাত এ কেবলার দিকে মুখ করুন (সুরা বাকারাহ আয়াত ১৪৪) ৩৪ আল্লাহর মসজিদ আবাদ (সালাতা আদায় যায়গা) (সুরা তাওবাহ আয়াত ১৮) ৩৫ জমিনে ছড়িয়ে সালাত হয় না - সুরা জুমা আয়াত ৩৬ আল্লাহকে স্মরণ থাকবে (সূরা ত্বহা আয়াত ১৪) ৩৭ আল্লাহকে বেশি বেশি স্মরণ (সূরা জুমআ আয়াত ১০)
@abdulkhaleque1563 жыл бұрын
ভাই, আমার মনে হয় ক্কোরআন ও প্রচলিত হাদীসের উপর আপনার সুচিন্তিত আলোচনা মুসলিম উম্মাহর জন্য অনেক উপকারী হবে। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আপনাকে ধারাবাহিকভাবে আরও আলোচনা করার জন্য সবিশেষ অনুরোধ করছি। Vai, I think the Muslim community will be benefited if you keep continued your well-thought-out discourses on the holy Quran and the ambigouity of the so called traditional Hadtith. Vai, you look not to be abvanced in age, but your well-thought-out discussions are far advaned in wisdom and sagacity. Do consider my appeal, if possible.
@jahirulyoutube10milion3 жыл бұрын
আপনার ভিডিও গুলি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে সত্যিটা জানা যায় কিন্তু মাঝখান থেকে কেউ শুনলে বিভ্রান্ত হবে।সুতরাং সম্পূর্ণ ভিডিওটি না শুনে দেখে কেউ মন্তব্য করবেন না।ধন্যবাদ সজল সাহেব কে।।
@yousufhosen35814 жыл бұрын
আল্লাহ আপনাকে ইসলামের সঠিক খেদমত করার তৌফিক দেক...আমিন অনেক অনেক ধন্যবাদ
@SajalRoshan4 жыл бұрын
Thank you 😊
@MomenMdmomen-kn9uf3 жыл бұрын
ভাই,উনি মানুষকে গোমরাহ করছে।হাদীস না মেনে শুধু কোরান মেনে আমল করতে বলছে।কোরানেই বলছে রাসুল সাঃ কে অনুসরন করতে।রাসুল সাঃ কে না অনুসরন না করলে সে তো কাফের হয়ে যাবে।
@JannaterPoth23 жыл бұрын
বুখারী, হাদীস বাদ দিলে আমরা কেউ সঠিক ভাবে নবীজী কে, সেটাই জানতে পারবেন ।
@yousufhosen35813 жыл бұрын
@@JannaterPoth2 হমমম সম্ভব, প্রথমত নবীজির কথা,কাজ কুরআনে বর্ণনা আছে।
@JannaterPoth23 жыл бұрын
@@yousufhosen3581 ও তাই ***হাদিস বাদ দিয়ে, একটু আমাদের নবীজির সাল্লাল্লাহু (আ. সা) জীবনে কি কি ঘটেছিল তা সম্পর্কে details এ পড়ে , নিজে জানুন, এবং কই দেখি আমাদেরকে জানান । ?
@tanmoy19935 ай бұрын
“If words of command are not clear and distinct, if orders are not thoroughly understood, then the general is to blame. But, if orders are clear and the soldiers nevertheless disobey, then it is the fault of their oficers.” ― Sun Tzu
@IqbalHossain-qx9up2 жыл бұрын
'আমিই আল্লাহ্, আমি ব্যতীত কোন ইলাহ্ নাই। অতএব আমার 'ইবাদত কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর। اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ ۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ সূরা নম্বরঃ ২০, আয়াত নম্বরঃ ১৪
@Azan_Chowdhury2 жыл бұрын
thik bolsen vai. ai halay or cokh kon deshe raikhe aise o nijeo janena baincod
@ahmedsabbir63323 жыл бұрын
খুব সুন্দর ভাবে কোরানের অপব্যাখ্যা করা হচ্ছে
@mdanamulhoqueanamakon68213 жыл бұрын
মনে হয় না,
@straightpath27553 жыл бұрын
আপনি দয়াকরে যদি সঠিক ব্যখ্যাটা করতেন.......
@emarnhussain36423 жыл бұрын
আপনি কিছু ব্যখ্যা দেন -
@arjumankhanom8366 Жыл бұрын
সালামুন আলাইকুম । সজল ভাই , এজন্যই আলেমের মধ্যে নামাজ নিয়ে বিশাল বিতর্ক চলছে । আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তাওফিক দান করুন এবং আপনাকে সুস্থ ও নিক হায়াত দান করুন । ভোলা, বাংলাদেশ ।
@molla1able7 ай бұрын
আল্লাহ আপনার শক্তি আরো বর্ধিত করুন। বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ হেদায়াত করুন ,
@dsrinfochannel40713 жыл бұрын
Excellent Study....we all should read the meaning and significance of every verse of the Holy Quran
@MunshiSajjadurRahman Жыл бұрын
0ঔঔঔৌঅ
@salimchowdhury793 Жыл бұрын
অর্থগুলো বাংলায় বললে বেশি বোঝা যেত
@AsRk..2024 Жыл бұрын
সূরা আলাকের ১ম ৫ আয়াত এর সূরা মুযযামিল এর কিছু আয়াত নাজিল হয়। অনেক পরে আবার সূরা আলাকের পরের আয়াতগুলো নাজিল হয়। আমার প্রস্নঃ কুরআন অথবা কুরআনের আলোকে যে হাদিসগুলো আছে সেগুলো থেকে কিভাবে বুঝব যে মুযযামিলের আয়াতগুলো আলাকের আয়াতের পরের আয়াত না ?????? ?????? ?????? ?????? ?????? ???? সূরা বাকারার এক এক আয়াত এক এক সময় নাজিল হয়। কিভাবে বুঝব যে কুরআনের বিন্যাস ঠিক ???? যদি শুধু কুরআনের ব্যাখ্যামূলক হাদিসগুলোই অনুসরণ করি ?????? এর উত্তর সজল ভাইদের কাছে নেই।