এই সিরিজের অন্যান্য পর্বগুলির ভিডিও লিঙ্ক - kzbin.info/aero/PLKA_QKcJDDQhTet4LIejVy3qaSBieHaus
@mdsuadhossain654910 ай бұрын
দাদা সুন্দর ভিডিও ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছি।,,,01,,03,,2024
@gopalkundu9900 Жыл бұрын
শ্যামলী ভলভো বাসটি দেখে বেশ ভালো লাগলো। বাসের একটা অসুবিধা তো থাকেই। তবু বলবো ভালো। ভালোই লাগলো ভিডিওটি।
@ajaydey4533 Жыл бұрын
দাদা , আপনার প্রত্যেক টা ভিডিওই আমি দেখি এবং অসম্ভব সুন্দর ভালোই লাগে । বিশেষ করে আপনার এবং " দিদি " র কথা বলার ভঙ্গিমা এবং কোনও জায়গার review দেওয়ার বর্ননা ভিডিওটাকে আরও প্রাণবন্ত করে তোলে । যাক ,একটা ব্যাপার ভালো লাগলো , আপনি অন্তত " বন্দে ভারত " ট্রেনের পিছনে ছোটেন নি । এটা দেখে আমার মত আরও অনেক ইউটিউব দর্শকের খুবই ভালো লাগবে । গত দুইদিন ধরে " ইউটিউব " খুললেই শুধুই " বন্দে ভারত " ট্রেনের review দেখতে পাচ্ছি । ইউটিউবের সমস্ত Blogger ই এই " বন্দে ভারত " ট্রেনের পিছনে ছুটেছে । কে কত আগে ভিডিও প্রকাশ করবে ,তার প্রতিযোগিতা চলছে । আপনিই একমাত্র ব্যাক্তি , যে " বন্দে ভারত " ট্রেনের দিকে না তাকিয়ে তার প্রথম চলার দিনেই ,এইরকম অনন্য সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে । পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম । নমস্কার ।
দাদা আজ প্রথম কিছু লিখতে বসেছি আপনাদের চ্যানেলের জন্য। বেশ কিছুদিন ধরে অনেকগুলো ভ্রমন পর্ব দেখলাম। এরকম বাস প্রথম দেখলাম। খুব ভালো লাগলো। আপনার মধ্যপ্রদেশ সিরিজের পর্বগুলো দেখে মন ভরে গেল। জব্বলপুর, মার্বেল পাথর, ধুঁয়াধর জলপ্রপাত, নর্মদা নদী এবং বিভিন্ন পাথরের বর্ণনা শুনে খুব ভালো লাগলো। কোনদিন জব্বলপুর , বান্ধবগড় ঘোরার কথা মনেও আসেনি। কিন্তু এই পর্ব দেখার পর ঠিক করেছি এই স্থানগুলো অবশ্যই যাবো। ধন্যবাদ।
@AnindyasTravelogue Жыл бұрын
ভিডিওগুলি ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
@rinamaiti6480 Жыл бұрын
অবশ্যই
@madhurimapal9661 Жыл бұрын
আপনার বাস জার্নির ব্লগ টা দেখলাম। ভালো লাগলো। আমার মনে হয় বাস জার্নির দুটো cons আছে। এক দুলুনি বিশেষ করে যারা আপার ডেক এ থাকে তাদের বেশ অসুবিধা হয়। আর দুই হলো টয়লেট। টয়লেট না থাকাতে যেটা হয় একটা টেনশন create হয় আর তাতে আরো বেশি করে টয়লেট যেতে ইচ্ছা করে😀। তবে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি গত মে মাসে লস এঞ্জেলস থেকে লাস ভেগাস গেছিলাম বাস এ। কোম্পানি টার নাম “গ্রে হাউন্ড”। তাতে পেছনে টয়লেট ছিলো but দুভাগ্যবশত সারা বাসে টয়লেটের গন্ধ ম ম করছিলো। a.c bus জানলা খোলার কোনো ব্যাপার নেই। তাহলে বুঝতেই পারছেন আমেরিকা তেই এই অভিজ্ঞতা, তাহলে টয়লেট থাকলে এখানে সেটা কতটা পরিস্কার থাকবে সেটা কিন্তু চিন্তার বিষয়। তবে ওখানে বাস জার্নি খারাপ লেগেছে সেটা জানিয়ে কোম্পানিকে মেইল করলে ওরা প্রায়শই পুরো টাকা ফেরৎ দেয়।
@amitbrahmo10 ай бұрын
বিদেশে বাসগুলো দু ঘন্টা অন্তর2 গ্যাস স্টেশনে দাঁড়ায়ে যেখানে ভালো রেস্ট রুম, খাবার ব্যাবস্থা থাকে। কোনো অসুবিধা হয়না। বায়োটয়লেটস্ গুলো খুব ইফেক্টটিভ হয়না। ইন্ডিয়ান ট্রেনে ও একই প্রবলেম।
@goutamdey8642 Жыл бұрын
ধন্যবাদ অনিন্দ্যবাবু উত্তরবঙ্গে যাবার একটা বিকল্প রাস্তার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য
@ArifAhmed-lb5og Жыл бұрын
দাদা অনেক হাসিখুশি প্রাণবন্ত মানুষ। আপনাদের ভিডিও আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে।
@arpitadas3597 Жыл бұрын
খুব ভালো লাগলো। আমার তো বাস জার্নি করতে ভালোই লাগে। অসাধারণ লাগলো আপনার presentation ।
@saikatbanerjee1969 Жыл бұрын
Darun Laglo. Notun Kichu Experience Korte Parlam
@ashokkumarroy75 Жыл бұрын
বাস জার্নি করে শিলিগুড়ি অভিমুখে যাত্রা দেখলাম। যদিও preference ট্রেন জার্নিতে, তবে প্রয়োজনে বাসে জার্নি করে একটু long trip মন্দ হয় না। মন্দের ভালো আখ্যা দেওয়া চলে। শ্যামলী পরিবহন সংস্থা বেশ প্রতিষ্ঠিত। গাড়ি যথেষ্ঠ সাজানো গোছানো এবং সুবিন্যস্ত পরিচ্ছন্ন। সুতরাং নম্বর দেওয়ার অপেক্ষায় রাখা যায় না এই সংস্থাকে। সপরিবারে যাত্রার নির্ভরযোগ্যতা এই বাসে আছে অবশ্যই বলা যায়। সুতরাং Happy journey to Siliguri 🙏♥🙏😎
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you 😊
@mahuasinha759411 ай бұрын
Osadharon laglo! Ami nije konodin Bus e ato dur travel korini! Ichha roilo akbar jawar!
@subhadipkanungo2730 Жыл бұрын
খুব ভালো Informative Vedio. প্রতিটি জিনিসের positive and negative information. দুটোই একজন ভ্রমণ প্রেমী দর্শক এর প্রয়োজন। তবেই সে Judge করতে পারবে।
@aparnamondal1342 Жыл бұрын
Bes valo lglo.bus ta khub sundar.shyamoli paribohon er Bangladesh er bus gulo eirakam noi.parer blog er apekhai roilam
@pinakbanerjee5439 Жыл бұрын
দাদা সব ভলভো বাসের একটি সমস্যা টয়লেট নেই, টয়লেট থাকা জরুরি কারন লঙ রুট অসুস্থ যাত্রি থাকতে পারে এটা টুর অপোরেটারদের ভাবা উচিত
@gopalmondal5488 Жыл бұрын
পারফেক্ট ইনফর্মেশন একমাত্র আপনা দের ভিডিও থেকে পাওয়া যায় খুব খুব ভালো আপনাদের ভিডিও আর একটা কথা বলি এই ধরনের ভিডিও অনেকেই বানায় কিন্তু আপনাদের ভিডিওটা বেশি ভালো হয় কেন বলছি সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটা তৈরি করেন যাতে কোন পরিবার বেড়াতে গেলে কোন অসুবিধা হবে না (বাস টা খুব ভালো একবার যাওয়ার ইচ্ছে আছে) হ্যাপি জার্নি
@AnindyasTravelogue Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏
@ujjaldasgupta4456 Жыл бұрын
বাস সুন্দর। অসুবিধা আরো কিছু আছে। যেমন odd number এ ticket booking করলে bed share করতে হবে (হতে পারে) একজন অপরিচিতর সঙ্গে। অনিন্দ্যবাবু যখন তড়কা রুটি খাচ্ছিলেন তখন আমার একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। কলকাতা থেকে রাঁচী আসছিলাম রাত্রির বাসে। কোনো একটি ঢাবাতে রুটি তড়কা সহযোগে ডিনার করবার পর বাসে যে শরীর খারাপ হয়েছিলো তারপর আমি আর কোনোদিন দূরপাল্লার বাসে চড়ে কোথাও যাইনি। ট্রেনযাত্রার বিকল্প নেই। আপনার ভ্লগেরও কোনো বিকল্প নেই। এবার আপনাদের সঙ্গে একটু গ্যাংটক দেখবো সেই জন্য খুশী আর বাধ মানছেনা।❤❤❤ রাই কে বলে দেবেন এই জ্যেঠু মাঝেমধ্যে তার খবর নিয়ে থাকে।
@AnindyasTravelogue Жыл бұрын
রাইকে আমি আপনার কথা আগেই বলেছি, আজও বললাম । ওর পক্ষ থেকে প্রণাম নেবেন 🙏🙏 আর বাসে একা জার্নি করলে লোয়ার সিঙ্গল বার্থ always preferable.
@sibatoshbasak7497 Жыл бұрын
আপনার ঘোরাঘুরির সাথে নিজের অল্প কিছু ঘোরাঘুরির খুব মিল পাই |ভীষণ ভাবে পারিবারিক ভ্রমণ |আমার তো দুর্দান্ত লাগে আপনার সাথে ঘুরতে |একটা প্রশ্ন ছিল |ম্যাডাম মনে হয় টিচার, আপনি কি অধ্যাপনার সাথে যুক্ত? আপনার ভাষার অপূর্ব ব্যবহার শুনে মনে হলো, তাই জানতে চাইলাম |কিছু মনে করবেন না |
@AnindyasTravelogue Жыл бұрын
খুব ভালো লাগলো । সঙ্গে থাকবেন । ভালো থাকবেন 😍
@yoursadvisor10 ай бұрын
Excellent Anindya! While watching I was feeling like I am travelling along with my family.
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you so much 🙏
@Sajjat97 Жыл бұрын
খুব সুন্দর হয়েছে ঈদের পর আমরা গ্যাংটক টুর করে এলাম খুব মনোরম পরিবেশ আপনার ভিডিও গুলো দেখে আবার স্মৃতি গুলো ঝালিয়ে নিতে পারবো অসংখ ধন্যবাদ আপনাকে সাবধানে থাকুন সুস্থ থাকুন
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏। ভালো থাকবেন।
@swapanganguly676 Жыл бұрын
সুন্দর বাস জারণি,আগে আমি রকেট বাসে যাতায়াত করেছি সিটে বসে বহু দিন আগে তাও তো এখন শুয়ে যাওয়া যাচ্ছে একদিকে ভালো। অনেক কিছু জানতে পারছি আপনার দৌলতে।ধন্যবাদ
@AnindyasTravelogue Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
@chiranjibdas4658 Жыл бұрын
Sampurno onno experience,darun laglo,tobe ha,apnader maye kono kotha bole na sudhu hase,or mukh theke du ekta kotha sunte parle besh valo lagto,poroborty Gangtok er vdo ro oppekkhaey roilam,have a nice trip.
@barnaligupta4702 Жыл бұрын
দারুন লাগলো জার্নিটা । বাসটা বাইরে থেকেও দেখতে সুন্দর আর ভেতরটা তো ফাটাফাটি 👌একবার চাপতেই হবে এই বাসে।
@jhumabanerjee5394 Жыл бұрын
Dada apnar vlog ami sob dekhi amar to ghurte darun lage. Baser journey ta bhalo hoeche. Apnar ar didir uposthapona khub sundor. Rai ki abrode e thake. O ki servise kore. Khub sundor family apnader. Best of journey.
Yess Last year ami o ei Shyamoli Poribohon bus e travel korechilam NJP- Esplanned.But oi Bubu di jeta bollo amar o setai mone hoyeche For Emergency ei Bus journey ok.Noile Train journey onek comfortable. R Anindya da apnar vlog dekte eto bhalo lage keno jaben Apni altime Family niye vlog koren.Rai tomay onekdin por dekhe khub bhalo laglo.Next vlog r jonnyo wait kore thaklam.
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you so much 😍 সঙ্গে থাকবেন 🌹
@debadritaadhikari33572 ай бұрын
খুব ভালো উপস্থাপনা আপনাদের
@myvillagerahul...2529 Жыл бұрын
Dada bolai bollam....Apni oshadharan akta manush...apnar vloge gulo just...Omayek....amr bari krishnanagar e....somay hole akdin please asun...sobai ke nea...Sabdhan e gure asun...❤❤❤🎉🎉🎉
@AnindyasTravelogue Жыл бұрын
😍😍🤗🤗
@trailokyamukherjee5799 Жыл бұрын
অদ্ভুত সুন্দর লাগলো, আমি নিজে বহুবার ব্যাঙ্গালোরে থেকে হায়দরাবাদ, চেন্নাই, trivandrum , Goa, Mumbai প্রচুর করেছি। একটা আলাদা আনন্দ লাগে। তবে ভারত বর্ষে বাসের ভিতরে টয়লেট থাকে না, সেটা একটা চিন্তার বিষয় অনেকের থাকে। তবে আজকাল কিছু কিছু রুটে টয়লেট থাকে। আর আমি মেয়েদের সাথে একমত, বাস বা ট্রেন যায় হোক, খাওয়া দাওয়া চালু রাখতেই হবে।
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন।
@prasenjitdas7017 Жыл бұрын
না ব্লগটা খুব সুন্দর হয়েছে দাদা 🙏❤️
@growupkids123 Жыл бұрын
Sir apnara dujone e akta pranobonto couple R apnader prottek ta video vishon mon chuye jay akta positive vibe khuje pai apnader hasita dakhe. Video gulo anobodyo bolar bhasha neither.valo thakben
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন। আপনিও ভালো থাকবেন।
@manojsharma-et8do Жыл бұрын
Nice vlog & important information's too...
@sumanbiswas272 Жыл бұрын
আমার শহর প্রানের শহর শিলিগুড়িতে আপনাকে স্বাগত জানাই।
@viewer-um9vm1fv9c Жыл бұрын
অনিন্দ্য, ভলভো জার্নি বেশ লাগলো। এবার সিকিম। অপেক্ষায় আছি কোন হোটেলে উঠছো,দেখার জন্য। আশা করি কাঞ্চনদা কে দেখা যাবে তোমার হোটেল থেকে। আগামী অক্টোবরে পুজোয় প্ল্যান রয়েছে। আশা করি তোমার ভিডিও তে পুরো বর্ণনা পেয়ে যাবো। ম্যাডামকে নমস্কার ও বাচ্চাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও স্নেহাশিস। সিকিম ট্যুর সফল হোক। সুস্থ থেকো ভালো থেকো।
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন 😍
@mustafapasha2001 Жыл бұрын
খুব ভালো লাগলো, আপনার উপস্থাপনা ভিষন ভালো।
@souravbanik3791 Жыл бұрын
আপনার এই সুখী পরিবারবহন সত্যি খুব ভালো লাগলো।
@chhandasen574 Жыл бұрын
দারুণ লাগলো,কন্যাদ্বয়কে দেখে আরো ভালো লাগলো। ব্যাবস্থা খুব সুন্দর কিন্তু বাসে টয়লেট না থাকায় সমস্যায় পড়তে হবে তাই আমাদের ট্রেনেই যেতে হবে।পরবর্তী ব্লগের আশায় থাকলাম। শুভেচ্ছা নিরন্তর।
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 😍
@subhasreeguha9 ай бұрын
0:03 অনেক আগের এই vlogটা, আজ দেখলাম। আপনাদের sleeper bus এ travel এর excitement দেখে আমার মনে হলো আমিও share করি আমার experience 😊। Volvo bus এ travel করার definitely একটা comfort আছে। তার সাথে sleeper bus journey definitely comfortable, though it has its own merits and demerits. Shyamoli paribahan এর service besh ভালো। আমি প্রথম বার গিয়েছিলাম 2013 তে Durgapur এ। এ ছাড়া overnight sleeper bus এ Mumbai থেকে Pune travel করেছি। Lower deck.Experience was good.Through Red Bus app book করেছিলাম।Emergency reason এ ওরা bus থামিয়েও ছিল। তার পর last year amra Tatanagar to Varanasi and back...sleeper bus এ travel করেছি।যাবার সময়ে experience was not good because খুব rash driving করেছিলো and my elder son duely complained that.But return journey was very smooth...চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে and approaching Ranchi. আর down South এ সবাই bus journey খুব prefer করে। আমার দু বছর থাকাকালীন আমি সেটা notice করেছি।আমরাও Tirupati to Bangalore...Bangalore to Coorg bus এ travel.Quite comfortable। Sleeper bus travel করার সময়ে আমারও ওই " নব দম্পতি" র কথা মনে হয়েছিলো 😂। আপনাদের সাথে আমার experience share করলাম। ভালো থাকবেন।
@AnindyasTravelogue9 ай бұрын
Thanks for sharing your experience. ঠিকই বলেছেন দক্ষিণ ভারতে বাস জার্নির চল বেশি, আর তাছাড়া খুব আরামদায়ক । খুব ভালো লাগলো 🌹
@SKGhosh-ei7nf Жыл бұрын
Darun dekhalen. Buser erakam nightjourney ei pratham dekhlum. Dhanyavad vai apnader.
@samarb9329 Жыл бұрын
Hv a safe n happy gangtok trip. All the best
@moonmoonbanerjee1819 Жыл бұрын
একদম নতুন অভিজ্ঞতা শেয়ার করলেন, বাস টা কিন্ত দারুণ, ভাল থাকবেন 🙏
@mukherjeesanchita Жыл бұрын
Khub bhalo laglo....amio North Bengal n Sikkim er FAN
@trip2food95 Жыл бұрын
Jak aiita dekhe valo laglo je aami sobar monoton howrah puri Vande Bharat e na giye aakta annyo journey aamader sathe share kore nilen.. Tao aabar family trip... Satti kotha bolte aapnar borabor e family blog gulo dekte khub e valo lage... Aapnar journey er jonno Suveccha roilo.
@debabrataghosal5472 Жыл бұрын
Besh valo....apnar uposthapona besh monoram...valo legeche sathe achi porer vlog gulo dekhar apekhay.
@AnindyasTravelogue Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏
@sabitadutta3177 Жыл бұрын
Bes valo laglo bus jarnita apnader sathe amio jarni korlam porertar opekhhay roilam
@shyamalimallik8804 Жыл бұрын
খুব ভাল লাগল আপনার এই ভিডিও। নতুন কিছু জানলাম , দেখলাম।
@mahuasinha75948 күн бұрын
Osadharon laglo Bus journey ta! Amio kono din ato dur Bus journey korini! Akhon e jete ichhe korchhe!
@AnindyasTravelogue7 күн бұрын
🥰🥰
@dkchowdhury8954 Жыл бұрын
Besh bhalo laglo. Tobe extreme emergency chara train sobsomoy amar first choice joto bhalo bus hok na keno. Without toilet ar oi duluni , family niye jaoata besh koshtokor.
@debadritaadhikari33572 ай бұрын
দাদা আপনার vlog এর আমরা নিয়মিত দর্শক। ভীষন ভালো লাগে আপনাকে আর বুবু দি কে
@AnindyasTravelogue2 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@arpita4432 Жыл бұрын
Next vlog kobe dekhte pabo? Khub bhalo lage amar aapnar vlog dekhte
@joyeetadutta7844 Жыл бұрын
Rai k etodin bade dekhe khub bhalo laglo..uttar bonger video dekhte khub bhalo lage.🙂.tobe bus e toilet na thaka ta khub boro negative point amar kache...eto manoshik chap niye bus e etota travel kora mushkil, se jotoi emergency hok..🤣😄 next video ta taratari chai..khub excited.
@AnindyasTravelogue Жыл бұрын
একদম সঠিক 👍
@lapofnature2023 Жыл бұрын
দাদা খুব ভালো লাগলো ভিডিওটি। আপনার সাথে আমারও জার্নি করা হল। আমারও অভিজ্ঞতা হয়েছিল শিলিগুড়ি থেকে কলকাতা বাসে ফেরার। সেবার আমরা জার্নি করেছিলাম রয়াল ক্রুজার এ। আর একটা কথা যদি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা বা সরপুরিয়া খেতে চান তবে আপনাকে যেতে হবে কৃষ্ণনগর শহরের ভেতরে অধরের মিষ্টির দোকানে।
@binodsingh5217 Жыл бұрын
I really love Ma'am comments bcoz the way she expressed her feelings it's extremely worthy of viewing your valuable blog. Rai and your brother in low daughter are also enjoying the journey is also amazing.
@AnindyasTravelogue Жыл бұрын
Thanks a ton
@rumadasgupta1194 Жыл бұрын
বাহ্ খুব সুন্দর লাগলো আপনার আজকের Volvo বাস journey র Vlog. সত্যিই আমরা tired হয়ে গেছিলাম Puri Howrah Bande Bharat এর Vlog দেখে দেখে. খুবই সুন্দর করে বর্ণনা দিয়েছেন সবকিছু. অবশ্যই Advantage, disadvantage দুটোই এভাবেই জানাবেন নাহলে আমরা জানবো কি করে. Thank you so so much for sharing everything in detail. Enjoy your tour.
@AnindyasTravelogue Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন ।
@krishnaduary9125 Жыл бұрын
Shiva ji da vlog dakha chi...Kintu tomar vlog taa aro bhalo laglo..... First Shivaji Da tar por tomar vlog....Sotti khub khub khub sundor laglo... Speechless...
বাসে এতদূর যাওয়া সত্যি সম্ভব নয়, বিশেষত যাদের পেটের সমস্যা আছে। আর কটা বাঙ্গালী এই সমস্যা থেকে মুক্ত! ট্রেন জার্নির কোন তুলনা নেই। ভালো থাকুন।
@tanmoybasu29 Жыл бұрын
আপনার হাসিমুখে কথাবলা ও স্পষ্ট উচ্চারণ খুব ভালো লাগে... আরো সুন্দর সুন্দর ব্লগ আনুন
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন।
@dipakseal1762 Жыл бұрын
Just fatafati Chelela pass er thanda ta marattok anuvuti❤
@indranilbhowmick1769 Жыл бұрын
Valo laglo aponar vlog ta . Aponar vlog daka delhi agra ghurachi. Ghorata darun hoyachilo. Aro aponar vlog dakta valo laga becoz apni ninda ta ektu kom koren. Sibaji dar oi friend pithijit babu sob vlog aa ja ninda kora amader vison birokto Laga. Thanks 😊 ❤
@sudiptachakrabortymukherje7565 Жыл бұрын
খুব ভালো লাগলো। আমাদের পরের সপ্তাহে গ্যাংটক যাওয়ার প্ল্যান আছে। আপনার পরবর্তী ভ্লগের অপেক্ষায় রইলাম।
@tanmoykar39959 ай бұрын
very informative video Dada .... khub valo laglo
@Sorpuria Жыл бұрын
এক ই ভিডিও 2বার দেখে ফেললাম। নতুন ইনফরমেশন যা পাওয়া গেল কোন কোন জায়গায় ফুড এক্সপ্লোর হবে সেটা আগে থেকেই রাই ঠিক করে রেখেছে গ্যাংটক তো চেনা কিন্তু ফুড টুর টা জমাটি হবে আশা করছি 😊 খুব সুন্দর একটা টুর হোক আপনাদের সঙ্গে আমরাও আনন্দ করি।
@AnindyasTravelogue Жыл бұрын
বাচ্চাদের সঙ্গে নিয়ে একটা ফ্যামিলি ট্রিপ যেমন হয় আর কি ! 😄
@munnavlogs2336 Жыл бұрын
দাদা ❤ তুমি সত্যিই সেরা বেশ কিছুদিন ধরে অনেকগুলো ভ্রমন পর্ব দেখলাম। এরকম বাস প্রথম দেখলাম। - ❤
@ashisbanerjee891 Жыл бұрын
অসাধারণ। Really informative.
@KRISHNAMITRA-bv5ui Жыл бұрын
Darun Darun khub bhalo laglo.rai r or bonke dekhe aro bhalo laglo
@AnindyasTravelogue Жыл бұрын
ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
@suparnachatterjeesuparna360 Жыл бұрын
Rai ke dekhy khub valo laglo Amra ekber samoli poribohon a siliguri gechilam Apnader journey Bhalo laglo
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you 😍
@csrakhidasgupta Жыл бұрын
Anindya da.. apni jerokom family trip korte bhalobashen.. Ami thik full family niye apnaar vlog dekhte bhalobashi.... kichhu bolar nei... apni o boudi je bhabe details e describe koren thik mone hoye jayno barir keu, shobcher bhalo lagey apnader utmost honesty, full picture ta k apnara tuley dhoren. amar shashuri maa roj ekbaar kore apnar Vlog er kotha jiggesh koren. Khub Bhalo thakben apnara shobai... agami porber opekkhay roilam amra..🙏
@AnindyasTravelogue Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 😍 সঙ্গে থাকবেন ।
@arkabanerjee1627 Жыл бұрын
Apnar vlog v helpful khub enjoy kori amra
@chitrasenbhakat412 Жыл бұрын
দাদা ভিডিও টা খুব ভাল লাগল আমি আপনার সব ভিডিও দেখি ধন্যবাদ
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 😍
@AbhijitGhoshal-tw2rp Жыл бұрын
বরাবরের মতো এবারও খুব সুন্দর লাগলো। এগিয়ে যান ভাই।👍🌹
@linjackson9056 Жыл бұрын
So interesting. Thanks for this video.😊
@srvsaha75 Жыл бұрын
Darun sir.. dhonnobad..
@tapaskundu8833 Жыл бұрын
Darun. Happy Family 🙏🙏🙏🙏
@krishnendupanigrahi3307 Жыл бұрын
কোনোদিন এত লং রুটে বাস জার্নি করিনি। আপনার মাধ্যমে বাস জার্নির অভিজ্ঞতা হলো।
@bimbishadas78486 ай бұрын
A❤❤nek video dekhlam kintu apnader vlog khub valo, information gulo ato sundor vabe keu Boleni bus jhakunir point ta khub ee valo
খুব ভালো লাগলো। উত্তরবঙ্গ যাওয়ার second option পাওয়া গেল।
@pradipbasak940 Жыл бұрын
Darun laglo dada anuk information pelam happy journey
@aanariAntabri Жыл бұрын
@14:36 that's the correct observation...it happens in a double decker bus because of its low Center of Gravity!! Double decker bus is stable as it has a: low centre of gravity because of its low, heavy engine and heavy bottom deck; wide wheel base.😅
@mitabhaumik9695 Жыл бұрын
Your Family trips are always delightful to watch. Bus looks good; but long gaps between stops, no toilet is a negative definitely! Not just for elderly people or diabetic patients, but could be for anyone!! Non stop snacking, hotel food at Krishna Nagar etc.. stomach problems can happen to anyone and very infrequent stops for a 12- hr journey… worth it???
@AnindyasTravelogue Жыл бұрын
Yeah that is definitely a big drawback. But they do stop if you request them, though it's not of their own accord. Thanks for watching the video!
@GoutamBiswasIndia Жыл бұрын
সরপুরিয়া আরও নরম ও সুস্বাদু ... একবার ট্রাই করবেন।
@arghyapaul1794 Жыл бұрын
Khub sundor hoyeche ❤❤
@sobhankumarchakraborty3745 Жыл бұрын
Ajj baro paona holo dujan ke close e dekhlam.Awesome. Rai der lelha ta dekjaben na. Krisnagar jeta khelen ota swarpuria . Swarbhajar alada format. Best wishes Happy tour.
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you so much 😍
@jayatidas4098 Жыл бұрын
একই ফ্রেমে সবাই। রোমাঞ্চ আর মজা একসাথে ❤
@pritompal8102 Жыл бұрын
সত্যিই বাস টা অসাধারন..সুন্দর..
@samarde Жыл бұрын
How nice !! Good wishes and a happy time in and around Gangtok to the said "nabadampati" .
@rajeshroy2109 Жыл бұрын
আমার জীবনে আমি যত treval vlog দেখেছি তার মধ্যেই আপনার ভিডিওগুলি just A1 sir...
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you so much 😊❤️
@amitaghosh6675 Жыл бұрын
আপনার ভ্রমণের প্রতিটি পর্বই ভীষণ সুন্দর।
@mousumisanyal5937 Жыл бұрын
খুব ভালো লাগলো।আমি ভ্রমণ পিয়াসী আপনাদের মতো। ইচ্ছে হলে বাস ট্রেন যা পাবো তাতেই বেরিয়ে পরবো। ধন্যবাদ দাদা বৌদি।
@sujanmit Жыл бұрын
Dibbi laglo , family trips are always welcome. Amra jara bideshe thaki long weekend gulo te hoi fly kori ba drive kori...drive korar ekta alada moja aache even though fatigue sets in at the end of the day...tobe ei bus e kore family trip korar jonno abinandan janai , osubiddhe gulo ke mene niye besh maniye nite perechen. Safety & Security could be another concern as well...amra jara "raamer sumoti", "bindur chele" Sarat Babur lekha pore boro hoyechi...family means everything to us 😀
@arnabpal6547 Жыл бұрын
Darun laglo👍🏼
@papiapaul1446 Жыл бұрын
Amio uthechi..darun
@benugopalbasu4968 Жыл бұрын
খুব ভালো লাগলো একটা অন্যরকম উপস্থাপনা দেখলাম. ধ ন্য বা দ