ShironamhinTV শিহরন জাগানিয়া শূর আর কথা। চালিয়ে যান 😍
@atikshahriar97416 жыл бұрын
ShironamhinTV
@maynulislamnayim41456 жыл бұрын
ShironamhinTV
@LitonLipton6 жыл бұрын
Vai,gaan ta Mp3 te pacchi na Kosto kore Link dite parben
@engr.akter-uz-zaman23615 жыл бұрын
গায়কের 'ড়" এর উচ্চারণটা 'র' এর মত হয়ে যায়। উড়ে বা ঝড় শব্দগুলোর ভুল উচ্চারণ কানে লাগে। সুন্দর গানের জন্য ধন্যবাদ।
@sktipu-yj4jv3 жыл бұрын
সময়টা ২০১৮ সালের এপ্রিল - মে মাস , প্রচন্ড হতাশাজনক একটা সময় পার করছিলাম ক্যারিয়ার রিলেটেড একটা কাজে এক আংকেলের বাসায় থেকে । জীবনের একটা বড় ব্যর্থতার গল্প লুকিয়ে আছে সময়টাতে। নিজেকে খাঁচাবন্দি বলে মনে হতো , রাতে মাঝে মাঝেই বারান্দায় বসে হতাশায় ডুবে থাকতাম। এমন সময় এই গানটা রিলিজ হলো , প্রথম বার শুনতেই বুকের মধ্যে প্রচন্ড একটা ধাক্কা লাগলো, শুরুতেই হৃদয়ে হাহাকার জাগানো একটা সুর ! হতাশার সাথে সুরটার যেন কত বছরের পরিচয় ! তারপর থেকে এই গান শোনাটা একটা রুটিন হয়ে গেলো। রাতের বেলা হেডফোন লাগিয়ে এটা যে কতবার শুনেছি তার হিসাব নিজেও জানি না। এটা শুনতাম আর বাইরে তারাজ্বলা আকাশের দিকে তাকিয়ে থাকতাম, কখনও কাদতাম। কি যে একটা সময় তখন পার করেছি ! এখনও এই গানটা শুরু হতেই মুহূর্তের মধ্যে আমি সেই ২০১৮ সালের সেই রুমটাতে, সেই সময়টাতে ফিরে যাই। এই গানটা শুনছি অথচ সেই সময়টার কথা মনে পড়ে নি তা কখনোই হয় নি। আমার হতাশার সঙ্গী হয়ে গেছিলো এই গানটা। এখনো সেই কুহকী রাতের প্রেমে পড়ে যাই গানটা শুনলেই। অবিরাম ভালবাসা প্রিয় শিরোনামহীনের প্রতি আমার সেই কঠিন সময়টাতে সঙ্গ দেবার জন্য। ❤❤
@tuhindas11892 жыл бұрын
বন্ধুদেশ ইন্ডিয়া থেকে আমি তুহিন। শিরোনামহীনের গান এ শুনেছি নীল ভালোবাসার অতৃপ্ত চিৎকার, যখন গায় কণ্ঠ ছিড়ে বেড়িয়ে আসে চাপা পুঞ্জীভূত বেদনা, গানের কথাগুলো পাঁজর ভেঙে অলিন্দে মিশে একাকার হয়ে যায়। বেচেঁ থাক শিরোনামহীন, বেচেঁ থাক বাংলা গান।
@BoringBrother22 жыл бұрын
❤️❤️
@Alo08932 жыл бұрын
❤❤
@khatunmashhoda3645 Жыл бұрын
Excellent comment...You are so skilled writing bengali...
@EuueUwu-qo3zo Жыл бұрын
😍
@adgaming4757 Жыл бұрын
Take care bro love from Bangladesh
@mohammadrasel91306 жыл бұрын
আমার মাঝে মাঝে মনে হয় এতো এতো অস্থির গান শিরোনামহীন দিয়ে যাচ্ছে এর বিনিময়ে আমরা কি দিতে পারি.?? উত্তর- শুধুই ভালোবাসা 💜💜💜💜
@anikantor4894 жыл бұрын
❤️❤️
@MdMamun-vz5pt3 жыл бұрын
❤❤❤❤
@mesbahkhan9463 жыл бұрын
you can also support them by buying their special edition CD album merchandise etc
@mdahadulrohoman47273 жыл бұрын
ভালোবাসা🥰
@arceducationbd3 жыл бұрын
@@mesbahkhan946 ব্রাদার সিডি এলবামগুলো কোথাও পাওয়া যাবে?
@MoonFlameDrawing6 жыл бұрын
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে রাত জাগা শহরে, ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায় প্রিয়তম স্বপ্নের ওপারে..... অসাধারণ
@monirmamud19915 жыл бұрын
অসম্ভব ভাল্লাগে এ গানটা
@anamikadakuapurnema71155 жыл бұрын
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে রাত জাগা শহরে ভেঙে যায় কিছু সয়ে যায়,কিছু ক্ষয়ে যায়, প্রিয়তম স্বপ্নের ওপারে
@zaraschanel39654 жыл бұрын
💜🖤💙মানুষের খুব কাছে যেতে নেই, মানুষ হারিয়ে যায়। মানুষকে খুব কাছে আসতে দিতে নেই, নিজেকেই হারাতে হয়। "দূর থেকে তোমায় বড় স্পষ্ট দেখি, কাছে এলেই ঝাপসা লাগে।"
@creativeworld60973 жыл бұрын
So excellent
@alnadik11014 жыл бұрын
ইশতিয়াক ভাই এর গাওয়া সব গুলা গানের মধ্যে এটাতেই সেই পুরাণ শিরোনামহীনের সাধ পাচ্ছি। ❤ আমার ভালোবাসার শিরোনামহীনের। যার প্রেমে আমি গিটার শিখতেছি। যার প্রেমে আমি মেটাল সংগীত চিনছি। যার প্রেমে পড়ে আউল ফাউল ভিডিও নাহ্, রিলিক্স আর মিউজিক দেখে শুনে গান মূল্যায়ন করতে হয় শিখছি। ভালোবাসি শিরোনামহীন। বেচে থাকো হাজার বছর। বেচে থাকুক এই ব্যান্ড এর প্রত্যাক টা মেম্বার্স। যারা অনুপ্রেরণা দেয় প্রত্যাক মূহুর্তে। সব্বাই কে ভালোবাসি। আর এই ব্যান্ড এর তুহিন ভাই কে মিস করি। 💔🙂
@niazrafsansadi7556 жыл бұрын
এইরকম একটা লিরিক্স যে কবে থেকে শুনি না। শিরোনামহীন শিরোনামহীনই। তুলনা নিজেই। ❤❤
@sakibhasan37203 жыл бұрын
যদি সত্যিই কখনো রুপকথা ইতিহাস হয় আমিও হয়তো সেই ইতিহাসের একজন হবো।সেদিন একজন মানুষকে আমি খুব করে চাইবো রোকনুজ্জামান রোকন ভাইকে।আমি তাকে ইতিহাসের অংশ মনে করি এবং নিজের ইতিহাস আমি তাকে জানাতে চাই যদিও অনিশ্চিত জীবন নিয়ে এতো ভাবনা হয়তো ঠিক না।পাবিপ্রবির সিভিল বিভাগের এই মানুষটিকে আমি সত্যিই কিছু হলেও করা দেখাতে চাই জিদ নয় কেবল ভালোবাসার জায়গা থেকে তার প্রত্যাশা থেকে।দোয়া করবেন সবাই।
@mdshahin5573 жыл бұрын
চাইলেই উড়ে যেতে পারে মুক্ত ডানার যতো চিল। গল্পের এই রাতে হৃদয়ের খুব কাছে ঝড় এসে থেমে যাক। রূপকথা হবে ইতিহাস, হেরে যাওয়া আকাশে মেঘফুল ফুটে থাক।,,,,অসাধারণ....!
@LearnWithShohagh16 жыл бұрын
এটা অনেক বড় সারপ্রাইজ শিরোনামহীন ফ্যানদের জন্য। পুরোনো সেই তীব্রতার গন্ধ✌ আশা করি খুব দ্রুত সেই আগের জায়গায় ফিরে আসবে শিরোনামহীন।
মনের ভিতরের একটা কথা বলি...সত্য কথন বলা যাতে পারে।শিরোনামহীন এর গান আগেও ভালো লাগতো...তবে এমন ভালো লাগা যে একটা সিডির সব গুলো না,৩/৪ টা গানে মুগ্ধ হচ্ছি।বাকি গুলো কেমন যেন টানতো না।বাট মাশা আল্লাহ এখন শিরোনামহীন এর মিউজিক লিরিক ভোকাল এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে মনের সব মুগ্ধতা যেন শিরোনামহীন কেড়ে নেয়।অদ্ভুত সুন্দর একটা লাইনআপ।আমি জিয়া ভাইয়ের অনেক গুণমুগ্ধ একজন ভক্ত।অনেক আগের থেকেই উনাকে আমাকে অসম্ভব ভালো লাগে।ড্রামার সাফিন ভাইয়াও আমার অনেক প্রিয় একজন ড্রামার।ইশতিয়াক এর কথা আর কি বলবো।অদ্ভুত।অদ্ভুত!অদ্ভুত!!অনেক অনেক শুভ কামনা রইলো শিরোনামহীন এর জন্যে।জিয়া ভাইকে আল্লাহ পাক সুস্থ রাখুন সবসময়।যেন এভাবেই শিরোনামহীন এর পাশে থেকে আমাদের মতো সাধারণ ভক্ত শ্রোতাদের নিয়ে সামনে এগিয়ে চলতে পারেন।ধন্যবাদ।
@user-f.a.shuvo912216 жыл бұрын
শিরোনামহীনের play list টা চালু করার সময় হঠাৎ notification..... what a surprise!!! Always love #SHIRONAMHIN💖
@dhimanroy16716 жыл бұрын
'নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট' এর জায়গার সুরটা নিঃসন্দেহে হৃদয় কাঁপানো। পুরো গানটাই সবমিলিয়ে ভালো লেগেছে। বিশেষভাবে ইশতিয়াক ভাই এর আবেগআপ্লুত কণ্ঠ... The music and lyrics always give a unique platform to Shironamhin.
@facebookolltips89992 жыл бұрын
❤️
@funsquad55706 жыл бұрын
মানুষের মন বুঝে শিরোনামহীন! ভালবাসা ওরা! কিছু বলার নাই! বেঁচে থাকুক শিরোনামহীন তাদের শিরোনামহীনে ❤❤❤
@risberoman59593 жыл бұрын
🥀🥀
@anirbandutta87996 жыл бұрын
আই থিংক শেখ ইসতিয়াক আসার পর সবচাইতে পারফেক্ট গান এটা। একটা "শিরোনামহীন শিরোনামহীন" গন্ধ আছে।♥
@beerviewmirrors40595 жыл бұрын
You commented too early. Ei obelay released later ;)
@dipchakraborty714 жыл бұрын
@@beerviewmirrors4059 still eta best. Ei type gan unar golay best
@sajibmondol96054 жыл бұрын
@@dipchakraborty71 l ljljll
@zakariasheikh33994 жыл бұрын
Tumi baccha...
@minhazuddinfahim34184 жыл бұрын
ছোটবেলা থেকে হাসিমুখ, বন্ধ জানালা, ক্যাফেটেরিয়া শুনে বড় হওয়া আমার শিরোনামহীনের সবচেয়ে প্রিয় গান এটি। This song is totally beyond description. Love you Shironamhin!! Want more like this. ❤
@munnapop97696 жыл бұрын
এই রাত টা জীবনের সেরা রাত হয়ে থাকবে ভাই... আজকে মন টা অনেক খারাপ ছিল... গানটা পেয়ে রাতগুলা এখন আমার বেস্ট কাটবে
@infitardanial26096 жыл бұрын
জোশ।আপনার কথা সুনে আমার ও মন ভালো হয়ে গেলো।
@rushmood72876 жыл бұрын
shironamhin sudhu akti nam noy....eti akti mohakabbo..jar proti patay rat jaga sopner ahoban!! valobasar shironamhin ♡♡♡
@abdulalmamun5842 жыл бұрын
কিছু সপ্ন মাখা নীল নীল হাতে,,,,, আহা কি অসাধারণ কথা আর সুর,,,,,শিরোনামহীন,,,,,সেই স্কুল লাইফ থেকে চেনা সুর এখনো গুন শুনিয়ে গেয়ে যায় প্রতিটি গানের লাইন,,,
@xy24336 жыл бұрын
পুরনো ঝাঁঝালো গন্ধ। ♥ বিষাক্ত এক মাদকের অন্য নাম শিরোনামহীন।
@DipankarDas-mv6em3 жыл бұрын
❣️❣️❣️❣️
@mnlrony55022 жыл бұрын
👍👍🥰🥰
@rokidahmed25356 жыл бұрын
1:49 theke ja flute ta chilo oshadharon and last er ending lead ta marattok. lyrics and tune nie kotha bolar joggota amar nai hats off Shironamhin
@sajubinsaied50942 ай бұрын
প্রতিটি লাইনই আর্তনাদ আর আর্তচিৎকার এ ভরপুর তার মধ্যে নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে রাত জাগা শহরে ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায় প্রিয়তম স্বপ্নের ওপারে...
@sazzadul_hasan_naeem.3 жыл бұрын
জিয়া ভাই খুবই অসাধারণ লিরিক্স লেখেন, অনেক ভালোলাগে আপনাকে আর ইশতিয়াক ভাইর ভয়েজ নিয়ে কিছু বলার নাই মন ভরে যায়। সাফিন ভাই কেও অনেক ভালোলাগে। শিরোনামহীন এর প্রত্যেকটা মেম্বারই অসাধারণ...! #Shironamhin❤️🌷
@ashaduzzamansaikat7590Ай бұрын
অনেক দিন পর মন জুড়ানো গান পেয়ে গেলাম🥺
@jahidulislamshimul64586 жыл бұрын
পুরোনো সেই আমেজ আর পুরোনো সেই পূর্ণতা আবার ফিরে পেলাম💜💜💜। ধন্যবাদ জিয়াউর ভাই😍😍
@MirRakeshRowshan-n1s5 ай бұрын
শিরোনামহীন হলো একটা এমন আবেক যা নিমেষেই সব ভুলিয়ে দিয়ে আত্মাকে বাঁধন হারা পাখির মতো সীমাহীন পথে উড়িয়ে দেই।
@thenecropolis79666 жыл бұрын
ফ্লেভারের সাথে কম্প্রোমাইজ না করার জন্য শিরোনামহীনকে ভালোবাসা....... ব্যান্ড শ্রোতা হিসেবে আমরাও খুব পোড় খাওয়া হৃদয় নিয়ে অপেক্ষায় থাকি, আর আশাহত হতে চাইনা
@ramroy68746 жыл бұрын
shotti.. bolte ami tuhin vai ar onak boro map ar 1k ta fan... bt ai gan ta suna mone hocche.... shironam hin... shironamhin ar gotti ta agia jacche.... sotti ziya vai... oshadharon reliks...salut...shironamhin k....
@biggdrive4 ай бұрын
অন্য লেভেলের সুন্দর। গায়ের লোম দাঁড়িয়ে যায়
@wackoboy87127 ай бұрын
সময় টা ২০১৮ সাল, একদিকে জীবনের সাথে হেড়ে প্রচন্ডভাবে একাকিত্ব ও হতাশার মাঝখানে মৃত্যুর আশায় ছিলাম। এইগানটা কিভাবে যেন আমার হোম পেইজে আসলো,ঠিক জানি না। গানটা শুনেই ডাউনলোড দিয়ে রেখে দিলাম। যখনই একা বা রাতে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে শুনতাম ভিতরটাতে এক অন্য রকম অনুভুতি হতো যা প্রকাশ করার মত না। মনে হতো গানটা হয়তো আমার জন্য লিখা হয়েছে। তারপর প্রবাসে আশা ২০১৮ সালের আগষ্ট মাসে। বিমানে উঠে ও আমি এই গানটা শুনতে শুনতে মালয়েশিয়া অবতরণ করেছিলাম। আজো শুনো সেই আগের মতই অনুভূতি অনুভূত হয়। ধন্যবাদ শিরোনামহীন কে
@safuanahmed60056 жыл бұрын
শিরোনামহীন এর গান শুনলেই হিপনোটাইসড হয়ে যাই। ধন্যবাদ জিয়াউর ভাই আপনাকে। আপনার লিখা প্রতিটা গান হৃদয়ে দাগ কেটে যায়। সব দুঃখগুলো মাটিচাপা দিতে সক্ষম আপনার এবং আপনাদের গানগুলো। আর দিয়াত ভাই, তার তো জুড়ি নেই। একরাশ ভালবাসা আর শুভকামনা রইল আপনাদের প্রতি। 💜💜
@nyondas78246 жыл бұрын
শিরোনামহীন একটা ভালোবাসার নাম। ইশতিয়াক ভাই সেরা!! জিয়াউর ভাই গানের প্রত্যেকটা লাইন বুকে দাগ কেটে গেলো। প্রথমেই হবু গার্লফ্রেন্ডকে শেয়ার দিসি!!
@souvikzaman70415 жыл бұрын
Shironamhin got the best band award 2019 for this masterpiece song. My one of the best favourite song. Just feel the lyrics and musics.
@osmangoniraju55516 жыл бұрын
তুহিন ভাই চলে যাওয়ার পর থেকে কিছুতেই ইশতিয়াক ভাই কে মেনে নিতে পারসিলাম না, কিন্তু এই গান টা উনি যেভাবে গাইলেন!!! এক কথায় অসাধারন !!! আর জিয়া ভাইকে তো প্রশংসা করলে কম হয়ে যাবে। #ভালোবাসি_শিরোনামহীন!!!
@muktadirmitul69366 жыл бұрын
শিরোনামহীন বলে কথা!!!!! অসাধারণ লিরিক। শিরোনামহীন আরেক কিংবদন্তী গায়ক তৈরি করতে যাচ্ছে।
@myspeech96236 жыл бұрын
রাতের পর রাত কাটছে শীরোনামহীন ভাবে। তবে রাত গুলো কল্পনা ভরা কিন্তু বাস্তবতা িলরিক্স এর থেকেও কঠিন।।। ধন্যবাদ সুন্দর গানটির জন্য।।
@ANTORXZ2 жыл бұрын
"চাইলেই যেতে পারে, মুক্তডানার যত চিল।" 💚🕊️
@shipansarkar3509 ай бұрын
কঠিন একটা কথা 🖤
@RoniHasan-wp5fk2 ай бұрын
মানুষ যখন তীব্র হতাশায় ডুবে যায়,পৃথিবী থেমে যায় তার,একটার পর একটা সমস্যা দেখে কিন্তু কোনোটার সমাধান খুঁজে পায় না,বুকে চাঁপা কষ্ট নিয়ে কাউকে কিছু না বলে অন্ধকারে একা বসে থাকে আনমনে, ঠিক তখন ই সঙ্গী হয় শিরোনামহীন এর "এ রাতে" র মতো গানগুলো!😒
@moklesurbrac89946 жыл бұрын
ধন্যবাদ, জিয়া ভাই , এমন আবেগ মাখা লিরিক ও সুর উপহার দেবার জন্য, ভালোবাসা থাকবে ব্যান্ড শিরোনাহীনের জন্য সকল মেম্বারের জন্য 😍
@saimaoyshi72052 жыл бұрын
জিয়া ভাইয়া এতো সুন্দর সুন্দর কথা আপনি কোথা থেকে পান? এতো রুচিশীল,সৃজনশীল একটা মানুষ কি করে হতে পারে! ইসতিয়াক ভাইয়ার গায়কীর প্রশংসা করে শেষ করা যাবে না। খুব দ্রুতই নতুন গান চাই ❤️
@safwanhossain26656 жыл бұрын
ভেবেছিলাম তুহিন ভাই যাওয়য়ার পরে শিরোনামহীন শেষ কিন্তু পর পর ৪ টা গানই মারাত্নক ছিল অসাধারন সুর অসাধারন লিরিক্স ভালবাসি শিরোনামহিন কে :)
@shahporanshanto90166 жыл бұрын
What a lyric ziya vaii...!! I think that it's the best... 😍👌 এই গল্পে ভরা রাতে , কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে, বেপরোয়া কিছু উচ্ছ্বাস, কিছু শংকায় ভরা তারাজ্বলা রাতে, নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে রাত জাগা শহরে, ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায় প্রিয়তম স্বপ্নের ওপারে.....
@sahadatrakib82823 жыл бұрын
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে, রাত জাগা শহরে, ভেঙ্গে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায় প্রিয়তম সপ্নের ওপারে অসাধারণ 👌
@AN_IK5 жыл бұрын
শিরোনামহীন মানেই আবেগ। আসে কেমন করে এমন সাংঘাতিক লিরিক গুলো!!!
@himalaslam62144 жыл бұрын
এই গল্পে ভরা রাতে কিছু সপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছ্বাস কিছু শংকায় ভরা তারাজ্বলা রাতে নির্ঘুম কিছু ল্যাম্বপোস্ট কিছু পোষ্টার বুকে রাত জাগা শহরে ভেঙ্গে যায় কিছু সয়ে যায় কিছু ক্ষয়ে যায় প্রিয়তম সপ্নের ওপারে ...😍😍😍
@tanhaislam90262 жыл бұрын
জিয়া ভাই আসলেই যাদুকর ❤️। "দিন কেটে যাবে কুহকী রাতের প্রেমে"। আসলেই দিন কেটে যাচ্ছে।
@MdFahim-rd3xl2 жыл бұрын
Valobasar arek nam shironamhin🖤🥀
@sanjaym66846 жыл бұрын
হাড় কাঁপানো একটি গান।। জিয়াউর ভাই আপনি গুরু ।। You just nailed it my Lords. lots of respect and love from Kolkata,India
@mahedisrk19808 күн бұрын
কি বলব বুঝতে পারছি না কি অসাধারণ কথাগুলি মনে হয় সব আমার সাথে মিলে যায় বেচে থাক শিরোনামহীন ❤❤❤
@mmshahariya68646 жыл бұрын
চাইলেই উড়ে যেতে পারে মুক্ত ডানার যতো চিল। আবারো প্রমানিত হল শিরোনামহীনব্যান্ড তাদের আগের জাইগাতেই আছে..সেরা ছিল জিয়া ভাই..love u all
@sarker5563 жыл бұрын
Ato purono akta gan ajk prothom shunlam, ato sundor akta gan atodin ami shunte parinai 😞 osadharon 😍😇
@ahmedsabbir28306 жыл бұрын
লিরিক্স যেমন, তেমনি সুরটা। জোস💜💜💜
@offtopic24192 жыл бұрын
সত্যিই অসাধারণ একটা লিরিক মিউজিক কম্বিনেশন সব মিলিয়ে একটা ক্লাসে টপে আছে
@akashabdullah90476 жыл бұрын
পুরো উড়ে গেলাম ভাই। ইসতিয়াক ভাইয়ের চারটা গানই অসাধারণ লেগেছে।আর এটা তো একেবারে আউট অব দ্যা ওয়ার্ল্ড! এই মধ্যরাতে কতটুকু মুগ্ধতা নিয়ে গানটা বারবার শুনছি সেটা যদি জানতেন!
@moklesurbrac89946 жыл бұрын
akash abdullah সম্পুর্ন আবেগ নিয়ে গাইছেন গান টা :)
@mdbayezidbostamiabir75815 ай бұрын
আজ থেকে এই ৬ টি বছর আজ ও এই গানটি রাতে শুনতে হয় ❤❤
@nafishsadik11916 жыл бұрын
পুরানো সেই আমেজ, সেই তীব্রতা....!!!
@nsesprofessoryt19922 жыл бұрын
Master piece 💥 10 bochor poreu jokhn shunbo tokhn comment ta dekhbo! Ei gaan shoto shoto raat er sakkhi ❤️
@aurup01855 Жыл бұрын
Goto 3/4 bocor theke protiniyoto suntaci..... Cmnt ta aj krlm... Karon ato bocore gan tar proti ektu o birokto bodh ASE nai.....❤❤ R cmnt ta kore gelam... Amr future projonmo jdi kono din sune r cmnt gulo pore r ekta lyk dla . Notification asle bar bar sunbu❤
@jahidhassanrayhan76733 жыл бұрын
নিশ্চুপ রাত,একা রাস্তায় ,অন্ধকার,, কানে হেডফোন,, সাথে এই গান,,আর আমি হাঁটছি। আহ!!!!!😍
@arafattarek52384 жыл бұрын
আমার মাঝে মাঝে মনে হয় এতো এতো অস্থির গান শিরোনামহীন দিয়ে যাচ্ছে এর বিনিময়ে আমরা কি দিতে পারি.?? উত্তর- শুধুই ভালোবাসা 💜💜💜💜 এটা অনেক বড় সারপ্রাইজ শিরোনামহীন ফ্যানদের জন্য। পুরোনো সেই তীব্রতার গন্ধ✌ আশা করি খুব দ্রুত সেই আগের জায়গায় ফিরে আসবে শিরোনামহীন।
@didarkhan8690 Жыл бұрын
এই গানটা আমার ঘুমের ঔষধ, ধন্যবাদ শিরোনামহীন এতো সুন্দর মায়াময় গান উপহার দেওয়ার জন্য 🥰।
এ-ই সব গান সবাই বুঝে না, যারা বুঝে তাড়াও এক ধরনের বিশেষ মানুষ.......❤️❤️❤️❤️
@lifewithhasibul4 жыл бұрын
গানটা শেষ না হলেই ভালো হতো।🔥 ভালোবাসা অবিরাম শিরোনামহীন ❤
@shazal_hossain_official4 ай бұрын
গানের কথা গুলো অসাধারণ।। ❤️
@ASADULLAHGALIB256 жыл бұрын
রাত জাগা শহরে ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায় প্রিয়তম স্বপ্নের ওপারে...
@jsjahidul18103 күн бұрын
হৃদয় পোড়া গন্ধে ভরে গেছে শিরোনামহীনের কমেন্টবক্স😔
@BlackSwan-comb Жыл бұрын
এক একটা লাইন মনে এসে লাগে 🖤 গোটা 2 বছর হচ্ছে গানটা শুনছি, still favourite ❤️
@abidarif57958 ай бұрын
অসম্ভব ভালো লাগার একটি গান ❤️❤️
@আহ্সানমোবারকআজাদ6 жыл бұрын
ক্ষতটা টগবগিয়ে উঠলো গান শুনে! ..প্রিয় শিরোনামহীন ♥♪♥
@naimurrahmandurjoy92334 ай бұрын
অনুভূতির সাথে মিলে মিশে একাকার! ❤❤
@shubrochaya-98112 жыл бұрын
ইশতিয়াক ভাইয়ের জন্যই শিরোনামহীন এখন সসবচেয়ে প্রিয় ব্যান্ড! আগে শুধু প্রিয় ছিলো।।
@nishanurrahman28832 жыл бұрын
তানজির তুহিন ভাইয়ের গাওয়া গান গুলা শুনে আসেন তাহলে বুঝতে পারবেন।আর "এই অবেলায়" গানের জন্য ইশতিয়াক ভাই জনপ্রিয়😅 ইশতিয়াক ভাই ও অনেক ভালো গান গাই। কিন্তু তুহিন ভাই সেরাদের সেরা 🖤
@ahsanulkarim91602 жыл бұрын
জিয়া শুনলে খবর আছে
@shubrochaya-98112 жыл бұрын
@@nishanurrahman2883 শিরোনামহীন ব্যান্ডের গান আমি ক্লাস নাইন থেকেই শুনি ভাই। একেক জনের পছন্দ একেক রকম। আমার কাছে তুহিন ভাইয়ের থেকে ইসতিয়াক ভাইয়ের ভোকাল ই বেশী ভালো লাগে। শুধু এই অবেলার ক্ষেত্রেই না।
@mdjunaid35436 жыл бұрын
(এই গল্পে ভরা রাতে কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে😍😍) বর্নমালার মতো জমা অভিমান, বিপন্ন হয়, মায়াবী চাদের গান... তারার আলোয়- বর্নহীন জিল্মিল, চাইলেই উড়ে যেতে পারে- মুক্ত ডানার যতো চিল😍😍😍😍 ( রূপকথা হবে ইতিহাস, হেরে যাওয়া আকাশে মেঘফুল ফুটে থাক😍) লাইন সব গুলাই সেরা😍
@TanvirAhmed-zt7ok6 жыл бұрын
Just Awesome. Cant get over with this song even after listening 20 times.... Hope to have more amazing songs from u guys.... U people Rock always
@PradipAhsan Жыл бұрын
অতুলনীয় লিরিক্স ❤❤
@admiralgeneralmaradin20856 жыл бұрын
বিষাক্ত মাদকের অন্য নাম শিরোনামহীন... 💖 অবিরত💖💖
@md.rashedali6316 Жыл бұрын
চাইলেই উড়ে যেতে পারে 🤨 মুক্ত ডানার যতো চিল 😱😳 কি অসাধারণ গানের কথা 👌 রাতজাগা প্রহরী গুলো ছাড়া এসকল গানের কথা সবাই বুঝতে পারবে না 👈 ধন্যবাদ শিরোনামহীন তোমাদের সকলকে ❤️❤️👌
@samjoy946 жыл бұрын
অসাধারন, সেই আগের মতই শক্ত লিরিক এবং বুকে আগুন ধরা সুর....
@MdSagor-jy2vt Жыл бұрын
৪ বছর এর প্রেম ছিল কিন্তুু তার বিয়ে হয়ে গেছে এই গানটা শুনলে মনে ভেতর অন্য রকম অনুভুতি সৃষ্টি হয়। বেঁচে থাকুক এই গানটা আর আমার ভালোবাসার মানুষটা ☺️
@MdSagor-y7x Жыл бұрын
❤
@MdSagor-mn3or Жыл бұрын
পৃথিবীতে কোন মানুষই আসলে হারায় না কোথাও না কোথাও ঠিকই তো আছে ! শুধু এক সময় আর খুঁজে পাওয়া যায় না !! ❤
@towhidulmahfuz6 жыл бұрын
পুরাই ঝাঝালো একটা গান ছিলো বেস্ট অফ লাক Shironamhin
@Tuhin..777 Жыл бұрын
হঠাৎ করে একদিন ভালোবেসে ফেলেছিলাম..😊 সেই থেকে আজও ভালোবাসেই যাচ্ছি ❤
@Tuhin..777 Жыл бұрын
তডথতড
@Tuhin..777 Жыл бұрын
থরবরৎবৎব
@Tuhin..777 Жыл бұрын
ররবযফৎফ
@wahabbinshah6 жыл бұрын
জিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ ফাটাফাটি একটা lyric এর জন্য।।। [শিরোনামহীন] always best...💟💟💟💟
"shironamhin" is not just a band. its a name of feelings... best wishes for shironamhin... and many many many thanks for this amazing song
@ronysuchiang573 ай бұрын
শিরোনামহীন চলে আসেন শ্রীমঙ্গলে, হালকা পাহাড় বিরাট চায়ের দেশে, আমাদের জন্য গান গেয়ে যান, দেশব্যাপী বিশ্বমন্ডল গান শুনবে।
@hasanmorshedsagor87886 жыл бұрын
what a lyric!!!!!!!!!!!!Concept ato wonderful. SIRONAMHINER GAAN MANUSER THINKING LEVEL BARAY. SIRONAMHIN PROMAN KORLO GAAN SHUDHU GAANE NA ETA MONER TREATMENT................WAITING FOR NEXT.......
@rifathossain21682 жыл бұрын
গান নয় আমার কাছে এইটি নেশার মত 🖤🌸
@kawsarbhaii6 жыл бұрын
গানটা যেমন হঠাৎ পাইলাম তেমন মনে হঠাৎ আনন্দ চলে এলো 😍
@aeatullajobayer5426 жыл бұрын
Music is Fan amar o same hoise vi
@mdmithunhossen93722 жыл бұрын
মনের অজান্তেই গেয়ে উঠা গানের নাম এ রাত এমন রাত হবে......জানা ছিলোনা।
@tanjinaamin62566 жыл бұрын
another masterpiece!! ❤❤😘
@copypaste70955 жыл бұрын
কতদিন পর এমন একটা গান 😍😍
@sabbirahmedshaon99696 жыл бұрын
এবং প্রথমবার শোনার পরেই গানটা অলটাইম ফেভারিট প্লে লিষ্টে যোগ হয়ে গেলো! হোয়াট আ মাস্টারপিস ফ্রম শিরোনামহীন! যেমন ভোকাল, যেমন লিড়িক তেমন ই মিউজিক কম্পোজিশন! এক কথায় অনন্য!!
@tanvirulhudaemon12384 жыл бұрын
নির্ঘুম কিছু ল্যাম্পোস্ট......Just Awesome....Its make me panic
@saifulhaquesarker6 жыл бұрын
এ যেনো এক নতুন শিরোনামহীন পুরনো আবেগে... গানের কথা ই তার পরিচয়। সাথে গায়কী আর কম্পোজিশন
@pujamalo41652 жыл бұрын
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট..কিছু পোস্টার...আসলেই থেকে যায় বুকের বা পাশে... শিরোনামে থাকুক শিরোনামহীন... অ্যামেজিং....😘😘😘😘
@nishat.n55786 жыл бұрын
দারুণ সময়ে গানটা আসছে 😍😍😍
@niloyhasankabbo88986 жыл бұрын
osadharon ☺☺ এই গল্পে ভরা রাতে কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছ্বাস, কিছু শংকায় ভরা তারাজ্বলা রাতে নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে রাত জাগা শহরে
@screen.buzz62 жыл бұрын
শিরোনামহীনের, এই গান শুনতে আসলে, কারণ ছাড়াই আমার 'মন' ভার হয়ে যায়।