আমি শুভ দাদার কথা পরে বলব। আমি বলছি যেই দাদা তবলা বাজালেন দাদা অসাধারণ । প্রণাম রইল প্রিয় দাদা। আর শুভ দাদা কি গাইলেন মন তো জুড়িয়ে গেল। আজ সারা রাত এটাই চলবে যতক্ষণ মন মা ভরবে।
@mohonnandi9700 Жыл бұрын
আপনার দৃষ্টি অনেক গভীর।যেখানে গান শুনেই মুগ্ধ সেখানে তবলা বাদক এর চিন্তা মাথায় আসেনি।সব মিলিয়ে অনবদ্য
@laxmipaul8989 Жыл бұрын
Best tabalji.....🙏🙏🙏
@NumongMarma-yh4gx9 ай бұрын
চট্টগ্রামে কোন জায়গাতে তবলা শিখানো হয় দাদা..
@SainSwe6 ай бұрын
যে তবলা বাজায় সে কি তবলা শেখানো হয় ,,,,,,?উত্তরে অপেক্ষায় আছি ,,,,,,?
@rajibdas8944Ай бұрын
এককথায় অসাধারণ দাদা। যিনি তবলা বাজাচ্ছেন আমি তার ভক্ত হয়ে গেলাম, ধন্যবাদ সবাইকে।
@sukracharyyaroy53145 жыл бұрын
প্রশংসা করতেই হয় এই অল্প বয়সে শুধু হারমোনিয়াম আর তবলা নিয়ে অসাধারণ দক্ষতার সঙ্গে শুভ দাসের সুন্দর গায়কী ভঙ্গিমার।
@brojagopal5195 жыл бұрын
এতো সুন্দর হারমোনিয়াম বাজানো আর মান্না দের প্রতিটি গান কে এত ভালোভাবে গাওয়া এই অল্প বয়সে খুব কম শিল্পীই পারে। গানের জগতে আরো উন্নতি করুক। ভালো থেকো।
@-sancharibhunia5784 жыл бұрын
Sir, amaro ekti KZbin channel ache. Chennel er nam"সুর সাধনা"Please amar gan sunun o valo lagle subscribe o comment kore janaben.please🙏🙏🙏🙏.amar nam Sanchari Bhunia.
@gamingoflove45443 жыл бұрын
তণ
@shuvrodeb22072 жыл бұрын
Excellent a
@surajsardar70062 жыл бұрын
Shuvo Das k olpo boyos bolchen 😂😂,, dada akojon Zee Bangla saregamapa participants
@jhumjhumchowdhury48835 жыл бұрын
ঈশ্বর তোমার গলায় যে সুর দিয়েছেন তা ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই।তোমার গান হৃদয় স্পর্শ করে,দীর্ঘজীবি হোও ভাই তুমি।
@akashscreatives71734 жыл бұрын
হারমোনিয়াম তবলা বাংলা গানের প্রাণ। ওহ কি জোশ গাইলে দাদা। তুমি তো আমার প্রান কেড়ে নিলে আবেগী গলা দিয়ে
@sheelsanjay31484 жыл бұрын
যেমন গান,তেমনি তবলা, তেমনি হারমোনিয়াম..... মা সরস্বতী অবিরাম আশির্বাদ বর্ষণ করুক।
@tanmoysen6123 Жыл бұрын
খঞ্জনি র অবদান ও কম না।
@jyotirmaymukherjee23325 жыл бұрын
ভাই আমিও বাংলাদেশি। গর্ব হচ্ছে। আপনি ট্যালেন্ট ভাই। খাটি ট্যালেন্ট। ❤
@chandanhaldar99575 жыл бұрын
Jyotirmay Mukherjee Ami lndian .Amar songe friendship korben ????
@md.borhanulislam89304 жыл бұрын
Exactly
@musicalrashed66384 жыл бұрын
সহমত ভাই
@md.bokthereyounus39114 жыл бұрын
মারাত্বক ট্যালেন্ড।
@-sancharibhunia5784 жыл бұрын
Sir, amar o ekti KZbin channel ache.Chenel er nam "সুর সাধনা". please amar gan sunun o valo lagle subscribe o comment korben.please🙏🙏🙏🙏. amar nam Sanchari Bhunia.
@raushanulhaque37485 жыл бұрын
অপূর্ব গায়কী। আমাদের হতাশ হওয়ার কিছু নেই, যোগ্যতম জুনিয়র মান্না দে-গণের সরব পদচারণায় মুখরিত হতেই থাকবে, সমৃদ্ধ হতেই থাকবে বাংলা গান।
@soumyadippramanik17556 жыл бұрын
হারমোনিয়াম আর তবলা সঙ্গতে গান শুনে যতটা তৃপ্তি পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না। God bless you...
@piashdatta67735 жыл бұрын
Nice
@majedmcp5 жыл бұрын
Ei cheleta amar jaan
@sabujnandy5 жыл бұрын
Egie jao Valo geyecho.
@EpicBongKitchen5 жыл бұрын
SOUMYADIP PRAMANIK Absolutely true. From USA
@sanjibroy79265 жыл бұрын
👍
@abdullaalmamun81774 жыл бұрын
শুভ আমার খুবই প্রিয় শিল্পী, আর ব্যক্তিগত ভাবে আমার খুবই কাছের মানুষ ।আর তার সাথে সমানে সমান রমেন তবলায় ।শুভ কামনা সব সময় ।
@akimislam4 жыл бұрын
আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম আধুনিক বাংলা গানের। তুমি বাচালে সেই হাল ছেড়ে না দিতে। অনেক ভালবাসা আর অনেক আশীর্বাদ তোমার জন্য!
@bappyhot62403 жыл бұрын
ঠিক বলছেন ভাই
@tanu_g254 жыл бұрын
আ হা!! কি গাইলে ভাই তুমি!! শুধু শুনেই যাচ্ছি!! " তোমার গানে আমার মন হারালো".. মনে হচ্ছে নিজের বাড়িতে বসে সবাই মিলে গান শুনছি!!.. হারিয়ে গেলাম.. উনি কি তোমার মা ভাই? প্রণাম জানালাম ওনাকে যিনি তোমার মত একজন সন্তান এর মা... কত গর্বিত উনি তোমায় নিয়ে। কত ভালো গান গাও তুমি ভাই। কত বার যে শুনছি তোমার গান টা কে জানে!! Subscribe করলাম আমি। তোমার পরের সব কটা গান শোনার জন্য।
@_PRONAYDAS4 жыл бұрын
আবেগের অন্তরালে কথা ভাষা হয়ে লেখা হয়ে গেলো, অতনু
@sayedahmeddipu58065 жыл бұрын
ছোট বেলা থেকেই ঘরোয়া পরিবেশে এই ভাবেই মান্না দে শুনতাম । মনে পরে গেল । ভিষন ভালো হয়েছে ।
Amar o ekti KZbin channel ache.Chennel er nam "সুর সাধনা". Please amar gan sunun o valo lagle subscribe o comment kore janaben.please🙏🙏🙏🙏. Amar nam Sanchari Bhunia.
@pijushbala10863 жыл бұрын
গায়কী ও তবলার সঙ্গতে কালজয়ী গানটি এক নতুন মাত্রা পেল। মানুষ অনেক দিন মনে রাখবে।
@pradeepmalik40283 жыл бұрын
যেখানে হরিনাম সংকীর্তন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আনাগোনা,হরিবোল. শুভদা তুমি অসাধারণ গেয়েছ কিছু বলার নেই চালিয়ে যাও আমরা আছি তোমার পাশে , সিলেট থেকে অনেক ভালবাসা রইল, 🙏হরে কৃষ্ণ
@sujitbiswas90792 жыл бұрын
Manna dey same. Oh
@muktirdhaak6 жыл бұрын
আমি প্রায় সব মন্তব্য খুব মন দিয়ে পড়ি,সবাই খুব সুন্দর মন্তব্য করেন উপার বাংলা থেকে। সবার ভাল মন্তব্যের মূলমন্ত্রটা হল মায়ের টান মানে বাংলা ভাষার টান সেই সাথে শুভর চমৎকার গায়কি। আমি বাংলাদেশি হলেও উপারেও যে আমার মায়ের ভাষায় কথাবলার আমার অনেক ভাই বোন আছে তারাও আমাদের মতই ভাষাকে মায়ের মত সম্মান দিয়ে থাকেন এই ভেবে খুব আনন্দ হয়। দুঃখ শুধু এক জায়গায় একই মায়ের সন্তানদের মাঝ খানে কেন কাটা তারের বেড়া!! সবাই ভাল থাকবেন.. শুভ কামনা
@ashrafulhaque42375 жыл бұрын
অরিজিনালের চেয়ে ভাল গেয়েছেন ভাই ধন্যবাদ অাপনাকে এবং তবলা বাদক ভাইকে সত্যি অসাধারণ গপি গায়েন বাঘা বায়েন
@muktirdhaak5 жыл бұрын
@Iron Mocker @ আমি জানি শুভ যে বাংলাদেশি,ধন্যবাদ ভাই এবং শুভ কামনা।
@palashdas79994 жыл бұрын
সত্যি। আমি কোনদিন বাংলাদেশ যাইনি। অথচ এক অসম্ভব টান অনূভব করি শুধু এই ভাষার জন্য।
@muktirdhaak4 жыл бұрын
@@palashdas7999 @ খুব স্বাভাবিক এবং বাংলা ভাষার শক্তিটা এইখানে। পৃথিবীর যে কোন প্রান্তের একজন বাংলা ভাষার মানুষ তিনি বাঙ্গালি। অন্য কোন জাতিকে তার ভাষার জন্য কোন উপাদি নেই আমাদের আছে। খুব ভাল থাকবেন,শুভ কামনা নিরন্তর। একবার আসুন দেখে যান এপারের মানুষ গুলো কেমন,আমি গ্যারিন্টি দিতে পারি ওপারে থেকে যে ভূল তথ্য অনেকে শুনে থাকেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমার ইমেইল দিচ্ছি আমাকে জানিয়ে আসবেন - nm.muktar786@gmail.com
@কবিতারমায়াজাল-জ৩চ5 жыл бұрын
যেমন গায়কী তেমনই বাদকী। অসাধারণ যুগলবন্দী। শুভ আর রাজু দা, ছোটন দা, ধন্যবাদ। মন ভরে গেল সত্যি। ঈশ্বর হাজার বছর বাঁচিয়ে রাখুক।♥♥♥♥♥♥♥♥♥♥♥
@jibankumardalal2235 жыл бұрын
Hi👍 jiban kumar dalal
@nemo84244 жыл бұрын
Multi Talented Plays Spanish Guiter Plays Tabla Plays Harmonium Sing With Direct from Heart 💜 I have never Seen Such a Gem in my life....Have Essence of Manabendra Mukherjee Manna Dey Shyamal Mitra RD Barman Pintoo Bhattacharya Hemanta Mukherjee And Lots More.. True Gem of India
@masumsuniverse57122 жыл бұрын
He is not indian
@geraimmagamer77722 жыл бұрын
He is from Chittagong, Bangladesh
@alokeroychowdhury3132 жыл бұрын
Htfft
@ramprasadgupta65382 жыл бұрын
অপূর্ব গলা , সেই সঙ্গে হারমোনিয়াম ও তবলার অপূর্ব সমন্বয়। মান্না দের গান হোক বা অখিল বন্ধু ঘোষের গান সব গানই এই অল্প বয়সে আপনি অপূর্ব দক্ষতার সঙ্গে পরিবেশন করেছেন। আপনি আপনার এই গুণের যোগ্য সন্মান, মর্যাদা পান- এই কামনা করি।
@Lucysarkaryoutube3 жыл бұрын
Bepok khov sundar legeche puro manna dey....
@ripadeb71115 жыл бұрын
আহাঃ হারমোনিয়াম আর তবলার কি অপূর্ব সুন্দর যুগলবন্দি 👌 👌👌
@babulsahasaha10253 жыл бұрын
ভাই শুভো তোমার বাড়িতে গিয়ে গান শুনতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যতো।আমি সোদপুর থাকি। তোমার ঠিকানা জানা নেই।
@comfortablynumb40876 жыл бұрын
অসম্ভব সুন্দর আমি ক্লাসিকাল (নজরুল গীতি ) শিখছি গত আট বছর ধরে মনে হয়েছিল হয়তো হারমোনিয়াম শুধু ক্লাসিকাল এর জন্যই মানানসই ..... কিন্তু আমি ভুল ছিলাম । গায়ক +তবলার মশাই আহ্ দারুণ 👌
@toptenbd99395 жыл бұрын
Jarin Nudar Suprova amk ekta valo singer r suggest korbn Ami Andrew kishore sir k follow kori 5 mash dore gaan sikhi
খুব খুব সুন্দর, পরিবেশন,যেমন গায়কী, তেমন তবলার সঙ্গত একেবারে পারফেক্ট। দারুন।
@tapasinath9314 жыл бұрын
অপূর্ব। কথা দাও আবার আসবে এই গানটা তোমার সুযোগ মতো শুনিয়ো খুব ভালো লাগবে
@Different-Opinion5 жыл бұрын
এই গানটার এত সুন্দর কভার মান্না দের পরে কেউ করেছে কিনা জানা নেই।
@nabinewaz34593 ай бұрын
একদমই, বিশেষ করে এ গানটা মান্না দে শুনলে অবাক হয়ে যেতেন!
@XyZ028386 жыл бұрын
সামান্য একটা হারমোনিয়াম তবলার সাহায্যের এতো সুন্দর গান গাওয়া যায়
@swarnajitmondal58416 жыл бұрын
হারমোনিয়াম সামান্য বাদ্যযন্ত্র না দিদি...😊
@deepbhattacharjee94325 жыл бұрын
dada apni hoito janan na harmoniam tobla kota guto purno instoment tai sadaron bola chan
@bratakatha6185 жыл бұрын
I m just stunned...এত অসাধারণ গানের গলা আর গায়কী নিয়ে কি বলব, তোমাকে কুর্নিশ জানাই। আমি মুগ্ধ। জীবনে অনেক বড় হও এই কামনা করি।
@surochhandam50023 жыл бұрын
অসাধারণ । দারুন দারুন। মন ভরে গেলো। আমার পছন্দের একটি গান।
@avijitkarmakar98733 жыл бұрын
অসাধারণ সঙ্গীত ও সঙ্গত পরিবেশন! আমার প্রশংসার কোনো ভাষা নেই। গানটার মাঝখানে একজন মহিলা সম্ভবত চেয়ার সরানোর জন্য একটু শ্রুতিকটু শব্দ হয়েছিল। কিন্তু শিল্পীরা এতটুকুও বিচলিত না হয়ে সহাস্য বদনে তাঁদের শিল্প প্রদর্শন চালিয়ে গেলেন, কোন বিরক্তিই তাঁদেরকে স্পর্শ করলো না, এই বিষয়টি আমাকে মুগ্ধ করেছে।
@ddbb1005 жыл бұрын
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারোনি কি তার জবাব দেবে যদি বলি আমিই কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি । এই গানটি তোমার কণ্ঠে শুনতে চাই।
@naturald.d.m23025 жыл бұрын
♥
@shreyabanik90926 жыл бұрын
তবলার বাজনা টা এককথায় অসাধারণ ..আর আপনিও খুবই ভালো গেয়েছেন...সবমিলিয়ে একটা outstanding performance 😊😊❤
মান্না দের এই গানটা গাইতে গেলে বুকের পাটা থাকা দরকার, সেটা তুমি করে দেখিয়েছো, ক্যায়া বাত।
@md.bokthereyounus39114 жыл бұрын
মুগ্ধ হলাম। উস্তাদ দ্বয়কে অনেক ধন্যবাদ।
@kushikkargupta7714 жыл бұрын
mannababur gaan jato shilpi geyechen apnr gayoki amr sabtheke valo laglo bhae. best of luck
@nayanroy23293 жыл бұрын
সঙ্গে তবলজী কেও আমার অনেক অনেক শুভেচ্ছা 🙏🙏🙏অসাধারণ বাদক আপনি কৃপাময় প্রাণ ভরে দিয়েছেন আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন প্রার্থনা করি🙏🙏
@gautamdas15376 жыл бұрын
অসাধারণ গায়কী। মান্না দে এর গান তোমার গলায় কি সাবলীল লাগছে বোঝাতে পারব না। আরো গান শোনার আশায় রইলাম।
@chandangoswami1196 жыл бұрын
অপূর্ব কন্ঠ ও গায়কী , ভীষণ ভালো লাগল গো, আশীর্বাদ করি দীর্ঘ বছর এই ভাবে শুনিয়ে যাও গান।
@chandanarannaghar6 ай бұрын
আবার শুনলাম। এককথায় অনবদ্য সুন্দর।
@sreehoribaishnab87234 жыл бұрын
আমি আপনার একজন বড় Fan এবং এটিও একটি আপনার অসাধারণ গান।
@DasBapon4 жыл бұрын
Not only he sings extremely good but also how he plays Harmony simply amazing! God bless you dear.
@ShuvoDas5 жыл бұрын
Thanks to all..🙏🙏🙏
@hotlightentertainment76515 жыл бұрын
Wowwww
@sairabanu27175 жыл бұрын
Ki Osadharon gao tumi ..kothay bari tomar ? Tomar Gurur nam ki ?? .... please kichu mone korona jiggasa kore fellam ....sottiy mugdho hoye gelam ganta sune ..... Ahhaa!!
@rainafroditybarai68574 жыл бұрын
Welcome🎉🎉🎉🎉🎉
@kamrulahsan98763 жыл бұрын
যদি আধুনিক সাউন্ড সিস্টেম আর ভালো ক্যামেরা ব্যবহার করতেন ভালো হত। গান ভাল উপভোগ করা যেত।
@sharminhassan27224 жыл бұрын
আহা ! কি সুর ,কি গায়কি , কি পরিবেশনা অন্তর শীতল করে দেয়। অনেক অনেক শুভকামনা তোমার জন্য শুভ ভাইয়া।
@SCBmusic43213 жыл бұрын
Asadharon অসাধারণ তবলায় যিনি বাজালেন সত্যি অসাধারণ ভাষা নেই
@travelindiawithdebajyotian89924 жыл бұрын
Kotobar je sunlam. Toblabadok eto live sound. Kurnish janai. Mon bhore gelo.
@bdbablo19943 жыл бұрын
আমাদের চট্টগ্রামের গর্ব 😍 শুভ দাদা🥰
@rabindra7666 жыл бұрын
অসাধারণ নিখুঁত হারমোনিয়াম বাজানো ... গান টাও বেশ
@newsasia27855 жыл бұрын
e Tumi Tandraharani testo কে তুমি... কে তুমি! কে তুমি তন্দ্রাহরণী । দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙ্গালে এ মন পুস্পরাগে কে গো চম্পাবরণী। কে তুমি তন্দ্রাহরণী । কে তুমি তন্দ্রাহরণী । আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোনে। তোমার ডাকেই কূল হারালো আমার স্বপ্নতরণী। তুমি বোঝ নাকি। তুমি বোঝ নাকি। প্রাণের বিরাম জানে না আমার বনের পাখী তুমি শোন তা কি ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে। মিলন মায়ায় হয় একাকার। সাধের স্বর্গধরণী।
@lovelysongpujadey.....4011 Жыл бұрын
আমার খুব প্রিয় একটা গান ।অসাধারণ গাইলেন দাদা ।
@tapannayan2 жыл бұрын
অসাধারণ গায়কী তবলা সব কিছু মিলে এটাই প্রমান হয়। শুভ তার চর্চা আর সাধনা দিয়ে আমাদের অহংকার হয়ে থাকবে একদিন আমরা আশির্বাদ ও শুভ কামনা করি সব সময় তোমার জন্য
শুভ দাদা তোমাকে আর তবলজী কেও আমার অনেক অনেক শুভেচ্ছা অসাধারণ বাদক আপনি প্রাণ ভরে দিয়েছেন সবার
@lokmanhossen39044 жыл бұрын
মনটা জুড়িয়ে গেল,,,ধন্যবাদ আপনাকে
@keyabhattacharyya49064 жыл бұрын
অপুর্ব কন্ঠ তোমার।থেমো না।সারেগামা তে গেলে পারতে।
@SHIBU764 жыл бұрын
Saregamapa is not the perfect platform for Shuvo. The judges cheat always .
@ArindamGhosh6 жыл бұрын
ভগবানের আশীর্বাদ নিয়ে এইভাবেই এগিয়ে যাও।। অসাধারন
@rathinhalder33315 жыл бұрын
শুভ দাদা কতটা ভালো লাগছে তোমার ভয়েস টা এবং গায়কী তা বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা গান ই তুমি অপূর্ব গেয়েছ..... যদি কিছু মনে না করো তো শুভ দা তোমায় একটা রিকোয়েস্ট করি - যদি সম্ভব হয় তবে শার্টের কলারে যুক্ত করে যে ছোট্ট মাইক্রোফোন আছে ওর ২টা যদি নিতে পারতে তবে আমরা শ্রোতারা আরো পরিচ্ছন্ন ভাবে তোমায় শুনতে সফল হ'তাম! একটা তবলায় অন্যটি তোমার ভয়েস।
@selinaakhter23263 жыл бұрын
হাজার বছর বেঁচে থাকবে মান্না দের কালজয়ী গানগুলি। মান্না দের পরে একমাত্র আপনিই এ গানটিকে সঠিক ভাবে উপহার দিয়েছেন আমাদের মাঝে। এটা আমার নিজস্ব মতামত। অনেক অভিনন্দন আপনাকে।♥️
@shkuri15503 жыл бұрын
আপনি এই গানটি খুব ভালো গেয়েছেন আপনার প্রতি আমার শুভ কামনা রইলো
@trishaghosh58905 жыл бұрын
বেশি কিছু বলতে চাই না , শুধু বলবো outstanding ......wow both . 👌👌❤️❤️ Aaj theke fan hoye gelam aapnar.....
@pranjalnath175 жыл бұрын
দাদা , আপনার গান হৃদয় স্পর্শ করল । তবে একটা কথা বলতে চাই , হারমোনিয়ামের সাউন্ড একটু বেশি হয়ে গেছে । এই আরেকটু কম হলে গানের গলা এবং তবলা দুটোই আরও ভাল শোনা যেত । আর আমি তবলা বাদকের fan হয়ে গেছি ।
@sinharuna344 жыл бұрын
Eta amio bolte chai....harmonium ta ektu aste bajale apnar golata ar ta lata aro bhalobhabe sona jabe...
@DipankarMandal.Canada5 жыл бұрын
অনেক সুন্দর। তবে কিছু নির্দেশনা দিচ্ছি যে, যখন ভিডিও শুট করা হবে, আরো একটু প্রোফেশনালী, যেমন স্টুডিও টাইপের বা ভাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে। ভাল ভিডিও এডিট করে প্রকাশ করলে আরো ভাল হবে।
@subirnath75702 жыл бұрын
তবলা টা কি সুন্দর বাজিয়েছে। অপূর্ব।
@sukantabiswas70884 жыл бұрын
শ্রদ্ধেয় মান্না দে'র গান এত নিখুঁত সুন্দর করে গাওয়া এর আগে শুনিনি তাও শুধু হারমোনিয়াম আর তবলা নিয়ে! অসাধারণ! ধন্যবাদ ও অভিনন্দন জানাই!
@dipjyotighosh53464 жыл бұрын
এ সব গান যেন আজীবনের জন্য অমর হয়ে থাকে।।ভাল লাগল ও ভাল থাকবে বন্ধু
@ashismondal75366 жыл бұрын
Darun laglo.... Harmoniam besh valo bajao... Keep it up 👌👌👏👏👍👍
@newsasia27855 жыл бұрын
কে তুমি , কে তুমি কে তুমি তন্দ্রা হরনি দাড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে কে গো চম্পা বরনী আজ তোমায় দেখে হওলো মনে তুমি ছিলে মনের কোনে ... ... তোমার ডাকে কূল হারালো আমার স্বপ্ন তরণী ...
@biswajoyjana81974 жыл бұрын
দাদা আমি খুব ছোট। তাই এই গানের স্বরলিপি যদি পাঠাতেন।
@____-ww5me3 жыл бұрын
হারমোনিয়াম তবলার এই যুগলবন্দীতে অসাধারণ পরিবেশ সৃষ্টি করলে বন্ধু।
@chandanchowdhury1963 жыл бұрын
অসাধারণ গায়কী। তবলায় ভাগিনা রোমেন বিশ্বাস রাজু চমৎকার বাজিয়েছেন।