আমিও উনার মত একজন স্বপ্নবাজ তরুণ স্বপ্ন আমাকে রাতে ঘুমাতে দেয় না । আমি আগামী এক বছরের মধ্যে দেশে চলে আসতেছি। আমার স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করার জন্য। যদি বেঁচে থাকি নিজে এবং উভয়ই ইনশাআল্লাহ আগামী 10 বছর পর দেখা হবে সফলতার গল্প নিয়ে ইনশাআল্লাহ❤
@HelloBossku-ky3zj4 ай бұрын
inshaallah
@sharifahamed18564 ай бұрын
আমিও অনেক স্বপ্নবাজ ছিলা কিন্তু হয়নাই😢
@biplob04md4 ай бұрын
শুভকামনা রইল। ফী আমানিল্লাহ।
@asrafulalam34654 ай бұрын
ইনশাআল্লাহ
@zahiruddinchy41254 ай бұрын
আল্লাহ আপনার প্রতিষ্ঠানের আরও উন্মতি করুণ।
@MdUzzalKhan-s7k4 ай бұрын
আমি অনেক কাছে থেকে চিনি অনি অনেক ভালো মানুষ অনার কথা কোনো মিথ্যা নেই অনি সব সত্যি কোথা বলতাছে অনেক এতো বড় মানুষ অনার ভিতরে কোনো অহংকার নেই মাশাল্লাহ আমি এই জিনিস টা দেখে অবাক হই সব সময় মানুষ টাকা পয়সা থাকলে মানুষ চেঞ্জ হয় অনার বিতরে এই চেঞ্জ নেই। অনার জীবনে গল্প আমার বাবা কাছেও শুনি। আমার নাম মনির। 😢
@asrafulalam311229 күн бұрын
হুজুর ra নীরবে দেশের জন্যই কাজ করে। আলহামদুলিল্লাহ
@mdtajnurrahman-ts1wu4 ай бұрын
আল্লাহ এই ভাইয়ের ভালো করুন, এবং অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করুন, আমিন
@NurMohammed-tl6so3 ай бұрын
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনার প্রজেক্ট অপূর্ব। উনি একজন সৎ এবং উদার তাই আল্লাহ উনাকে আরো দীর্ঘ আয়ু দান করুন।
@abdulmojid8084 ай бұрын
অসাধারণ একটি এপিসোড হজরত আলী ভাই এর ব্যাবসায় আল্লাহ্ আরো ও বরকত দান করুন ধন্যবাদ কিবরিয়া ভাই
ইয়া রব আপনি সবাইকে এভাবে ব্যবসা-বাণিজ্য করার তৌফিক দান করেন
@nazmulkabir88724 ай бұрын
Amin
@evergreen3134 ай бұрын
আমিন
@asifsohag5561Ай бұрын
আমিন
@abdusSalam-zm9ye3 ай бұрын
আমিও কম না তবে উনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন রহিল।
@mashuktsc4 ай бұрын
আমার কাছে হযরত ভাইয়ের উল্লেখযোগ্য ৬ টি গুণ হচ্ছে.... ১. নেক নিয়তে কাজ করা ২. যেকোনো কাজ মাসোহারা করে করা। যেমন : মাল্টা প্রোজেক্ট শুরু করার আগে তার পরিবারের সাথে আলোচনা করে নিয়েছে। ৩. ইখলাসের সহিত কাজ করা। অর্থাৎ কোন কাজ করতে নিলে জেনেবুঝে সর্বোচ্চ উত্তম ভাবে কাজ সম্পন্ন করা। ৪. আমানদারিতা । যেমন : যথা সময়ে ঋণ পরিশোধ করেছেন। ৫. মা বাবার প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের দোয়ার বরকতে উনি সফল হয়েছেন। ৬. আল্লাহর প্রতি তাওয়াককুল ও কৃতজ্ঞতা।
@ShaloShaloo-fy5cq4 ай бұрын
❤❤❤❤
@AlaUddin-f1d2 ай бұрын
Tnx
@BabuBabu-fv3uy4 ай бұрын
সব চাইতে বেশি খুশি হলাম এটা শুনে যে আমরা তিন ভাই এখনো এক পাতিলে রান্না হয় আলহামদুলিল্লাহ আমার বাবা চাচারা ৫ ভাই এখনো একসাথে ❤
@faysaluddin4 ай бұрын
আর আমরা চাই যেনো আলাদা করে খাই তাহলে অনেক পয়সা সেইভ হবে পরে বুরজ খলিফা বানাবো
@thaminanasrin42934 ай бұрын
এটাতে আলহামদুলিল্লাহ বলার কিছু নাই। এতে শুধুই পর্দার খেলাফ।
@MdAlamin-vu7nc4 ай бұрын
🎉N😂❤😂😊p0@@faysaluddin
@Fungenaret2 ай бұрын
আপনি জানেন ? পর্দা করে কি যৌথ ফ্যামিলি তে থাকা যায় না@@thaminanasrin4293
@1.MJahangirBhuyan-o1z3 ай бұрын
খুব মনোযোগ দিয়ে শুনলাম। জীবন পরিবর্তনের নতুন সূচনা হক সবার।
@mdmirazkhan91954 ай бұрын
মাশাআল্লাহ আমার ছেলের বয়স এখন সারে চার বছর তারও সব কিছু মনে থাকে দোয়া করবেন সবাই ❤❤
@ahidurrahman94494 ай бұрын
সৎ এবং পরিশ্রমী মানুষকে আল্লাহ পাকও ভালোবাসে মানুষও ভালোবাসে। আল্লাহ পাক আপনাকে আরো সমৃদ্ধি দান করুন।
@aaniladnan66614 ай бұрын
পুরো ১ঘন্টা ১৩মিনিট এর মধ্যে একটা কথা বেস্ট। . দেশের জন্য মানুষের জন্য কিছু করলে নিজের জন্য অটো হয়। কিন্তু নিজের জন্য কিছু করলে সেটা হয়তো ভালো কিছু পাবোনা।
@RaselSikder-t8d2 ай бұрын
আমি কিছু করতে চাই
@allarakhamahmuda82464 ай бұрын
আলহামদুলিল্লাহ,দুঃখ ভুলানিয়া একটা গল্প শনলাম। আজকের গল্প শুনে কিছু দুঃখ কমেছে,কিছু দুঃখ বেড়েছে। অনেক গল্প২০১৯থেকেই শুনেছি। অনেক অনেক গল্প শুনে মোবাইল বন্ধ করে অনেক কেঁদে ছি। আজো কান্না করছি, লিখতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসছে বার বার চোখ মুছে মুছে লিখার চেষ্টা করছি।সপ্ন আমিও দেখতাম, এখনও দেখি, রাতের পর রাত জেগে জেগেই সপ্ন দেখছি। কোনো সপ্নের বয়স ৪০ বছর, কোনো টার বয়স ৩০,বছর ও ২০ বছর। এই ভাইটা আমার চেয়ে মাত্র ১৩ বছরের ছোট। ভাই টার গল্প শুনে , তকদীর ও তদবির কথাটা বেশি বেশি মনে পড়ছে। সত্যি বলতে ভাগ্য টা যদি ভালো না হয়, বিধাতার যদি ইচ্ছা না থাকে, মানুষের সপ্ন পূরণ হয় না। সুখী হওয়া যায় না। কথায় বলে, বারো বছরে ১৩ পার্ব। ১৩ পার্বণে ১৩ রকম ফল হয়। বিশ্বের মধ্যে আমি ও আমার একমাত্র কন্যা ই আছি যে বাহিরে কিছু ফল কখনও চোখে পড়লেও বাসায় দেখি না।কেলেন্ডারের পাতায় দেখি মধু মাস আসে,মধু মাস চলেও যায়। বাস্তবে চোখে পড়ে নাই কোনো ফল। ২০ বছর সংসার জীবনে এমন অনেক মধু মাসের চিত্র জীবনের সাথে মিশে আছে। ছোট বেলায় কোদাল দিয়ে কুপিয়ে কৃষি কাজ করতাম,ধান করতাম পাট করতাম পেঁয়াজ রসূন করতাম,ফুলের বাগান করতাম। বিয়ের পর হুবু বর সপ্ন দেখিয়ে ছিল, তার অনেক জমি,সেই জমিতে চিংড়ি চাষ পাশে পুকুরে মাছের চাষ, পুকুর পারে শাক সব্জির চাষ করবো।খুশি খুশি দিন চলে যাবে। চাকরির টাকা সবই থেকে যাবে।অনেক লোকের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো। কৃষি বিজ্ঞান পড়ে পড়ে কৃষি নিয়ে অনেক সপ্নই দেখতাম। খুশির ব্যাপার হলো হুবু বর যখন পার্মানেন্ট বর হলেন,তখন বললেন পুরাতন না হলে শশুর বাড়ির কিছু ভোগ করা যায় না।আজ ২০ বছর অতিবাহিত হয়ে গেলো আজো পুরাতন ই হতে পারলাম না। সুতরাং সপ্নগুলো নিয়ে উপরে যাওয়ার সময় এসেগেছে। হলুদ কার্ড হাতে ধরা,লাল কার্ড দেখার অপেক্ষা। শুধু যেতে যেতে এটাই বলে যাবো আমার ও আমার মেয়ের মতো ভাগ্য যেনো আর কারো না হয়। সবাই সুখে থাকুক, সবার ভালো হোক। এখন একটা সপ্ন দেখছি, তা হলো হজরত ভাইয়ের বাগানে গিয়ে আমার মেয়ে কে নিয়ে ফল খাবো। জানি না পূরণ হবে কি না, আমাকেও ছোট বেলায় সবাই টেপরেকর্ড বলেই ডাকতো। কারণ আমি কোথাও গান শুনলে হুবহু গানটা শুনিয়ে দিতে পারতাম , তেমনি ভাবে নাচ,আবৃত্তি, অভিনয়, সব। এখন সময় রাত ৩:৩০মিঃ আল্লাহ তাআলা আপনাদের দুজন কেই ভালো রাখুন। আমিন।
@ShimaIslam-c6c4 ай бұрын
আপু আমার সাথে বন্ধুত করুন আমার ও একটা মেয়ে আপনার সাথে আমার মিল আছে। বিয়ের ৩৫ বছর পরে শশুর বাড়ি ঘর করতেছি।
@masumbillah7781Ай бұрын
ভাইয়ের শেষের আবেগময় কথা চোখে পানি চলে আসলো, ভাইয়ের আশা আল্লাহ কবুল করুন
@sanizakir4864Ай бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক এবং উচ্চ মোকামে পৌঁছে দিক সবচাইতে বড় বিষয় আপনার নাম শুনে আমি অবাক হয়েছিলাম হজরত আলী কিন্তু আপনার ব্যবহারের মধ্যে তা তুলে ধরেছেন
@ismatara22464 ай бұрын
প্রতিটি Branding Bangladesh episode হচ্ছে একটা করে ইতিহাস। আমি কখনও এই অসম্ভ বিনয়ী বিখ্যাত ভাইয়ের কথা শুনিনি। ধন্যবাদ কিবরীয়াকে এসব বিখ্যাত ভালো মানুষের সাথে আমাদের মত ক্ষুদ্র মানুষের পরিচয় করিয়ে দেয়ার জন্য। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ সুবহানুতায়ালা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে হজরত আলির জীবন তা আরেক বার প্রমান করল। এই অনুস্ঠানটি দেখার পরে আমি আবার সাইখ সিরাজ স্যারের অনুস্ঠানটি দেখলাম, কি অসাধারন শিষ্ঠতা, শ্রদ্ধাবোধ, বিনয়ী ব্যাক্তীত্ব।প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যে মানুষ শিক্ষিত হতে পারে তার জলয্যন্ত উদাহরন এই হজরত আলি। অনেক দোয়া আর ধন্যবাদ।
@Harun-z8n2 ай бұрын
ভাইয়ার বাগানের ভিডিও আমি অনেক আগে থেকে দেখি ভাইয়ার জীবন কাহিনী জানতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
@tahirmiahmiah21712 ай бұрын
আমিও ২০২০ সালে শুরু করে অনেক লশ খাইছি এখনও বাগান আছে আপনার বাগানে আমার ছোট ভাই গিয়ে ছিল ধন্যবাদ ভাই নেক হায়াত কামনা করি
@abuhenakamal95124 ай бұрын
ভাই চোখের পানি ধরতে পারলাম না। অনেক কিছু শিখলাম। ফিআমানিল্লাহ।
@mahinahmed3734 ай бұрын
হযরত আলী ভাই আমাদের শেরপুরের গর্ব❤
@attackontitan40684 ай бұрын
এটাই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রাহমাত। সততা,নিষ্ঠা আর লেগে থাকার ফলাফল। তরুণদের জন্য একটা শিক্ষণীয় এপিসোড।
@jashimuddinshagor1894 ай бұрын
কিছু বলার ভাশা নেই, অসাধারন। আর লোকটার কথার মধেই দেখা যায় যে উনি অনেক ইনসেন্ট। আল্লাহ ই জানেন কখন কাকে কি দিবেন। 😢
@sumonmia87764 ай бұрын
এক কথায় উনি বাংলাদেশের সম্পদ। আমাদের অহংকার।
@n.mhelal23303 ай бұрын
হযরত আলী ভাইয়ের প্রতি হাজার কোটি সালাম ও শুভকামনা রইল।
@MDSAJIBMIA-e8h4 ай бұрын
ইনশাআল্লাহ, আমি মালয়েশিয়া থেকে দেখছি, যদি আল্লাহ তা আলা আমাকে সুস্থ ভাবে দেশে নেন,তাহলে ওনার বাগানে আমি যাবো ইনশাআল্লাহ।
@iqbalhossen36034 ай бұрын
আল্লাহ পাক তার মনের নেক আশা পূরণ করুক
@Md.ZakirHossen-r6j4 ай бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে নিজে সৎ পথে থাকলে কোথায় উঠেয়ে দিতে পারেন তারই দৃষ্টান্ত হাজী মোঃ হজরত আলী সাহেব। আরো বেশি এই কৃষিতে সাফল্য বয়ে আনুক সে কামনা করি।
@akmruhulalam11734 ай бұрын
কিবরিয়া ভাই আপনার অনেক ভালো ভিডিওর মাঝে এই ভিডিওটি অত্যান্ত ভালো একটি । মহান আল্লাহ্ আপনার এবং হযরত আলী ভাইয়ের নেক হায়াৎ দান করুন । আমিন ।
@KamrulIslam-sc3od4 ай бұрын
আমি তায়েবে চাকরী রত আছি আমি আপনার ভিডিও দেখতেছি খুব ভাল লাগলো ধন্যবাদ
@wahidarowshonjhumur12824 ай бұрын
ভীষণ ভালো লাগলো। হজরত ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
@abubakarsiddeque81824 ай бұрын
গরীব বলে কাওকে হেয় করে দেখওনা, সেও কিন্তু একদিন তুমার চেয়ে বড় হতে পারে।আল হামদুলিল্লাহ
@BlueSky-cw7tw4 ай бұрын
আমি এই হযরত আলী আকন্দ ভাই কে অনেক আগে থেকে ছিনি ওনি,অনেক বড় ফল গার্ডেন এর মালিক সায়েখ সিরাজ সার ওনার এখানে গিয়ে অনেক কিচুই দেখিয়েছেন আর ওনার মন মানশিক্তা অনেক ভালো দোয়া করি আল্লাহ ভাই কে অনেক ভালো রাখুক আমিন 🤲🤲🤲
@MehediHasan-v4t4i4 ай бұрын
কোন ইস্কুলে পড়,, এত বানান ভুল
@BlueSky-cw7tw4 ай бұрын
@@MehediHasan-v4t4i জি ভাই আপনার খুব শুদ্ধ ইস্কুল নয় স্কুল আর পড়াশুনা আমার বেশি নেই ক্লাস ৪,,
@mdbabu-yj9dv4 ай бұрын
ভাই ওনার সাথে যোগাযোগ করার কোন নাম্বার আছে
@BlueSky-cw7tw4 ай бұрын
@@mdbabu-yj9dv জি
@MuftiMenkJr.4 ай бұрын
Assalamu alaikum Bhaiya,onar number ta dite parben?😊
@AsaduzzamanSaymon4 ай бұрын
আমি সৌদিআরবে আছি, দেশে গিয়ে আমারও কিছু করার আশা আছে, কৃষি নিয়ে বড় কিছু করার আশা আছে, সবাই আমার জন্য দোয়া করবেন সাবার কাছে দোয়া চাই🙏🙏🙏
@bipulchanda63724 ай бұрын
ভাই আমি ভারত বর্ষ থেকে বলছি আপনি আমার অন্তরের অন্তস্থল থেকে প্রণাম গ্রহণ করুন👋👋👋👋❤🌹🌹🌹👋👋👋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 এইভাবে আপনি উপরওয়ালার সংসারে কাজ করে যান উপরওয়ালা আমাকে আপনাকে সুস্থ সবল রাখুন এবং উপর আল্লাহ আপনার মঙ্গল করুন সদাসর্বদা শুদ্ধ বুদ্ধি দান করে উপর আল্লাহ আপনাকে পরিচালিত করুন ধন্যবাদ আবার আমার প্রণাম নেবেন
@captainbangladesh62034 ай бұрын
হযরত ভাই আসলেই একজন ভালো মানুষ।
@nesarulislam14104 ай бұрын
এরকম গল্পগুলো নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।❤
@HasnearaBegum-wk8og2 ай бұрын
Ami 2/3 bochor age ee Shykh Siraj sir er report a dekhechi. Ami o onar moto try kortasi Allah pak jodi sohay thake.
@sheikhzahidbd4 ай бұрын
আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা এপিসোড দেখলাম। কিবরিয়া ভাইকে ধন্যবাদ সেই সাথে হযরত ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ ওনার সকল আশা পূর্ণ করে দিক। হযরত ভাইয়ের বাগানটি দেখার খুব ইচ্ছে রয়েছে। জানিনা আল্লাহ সে আশা পূরণ করবেন কিনা। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নেমাল মাওলা অনিমান নাসির। ফি আমানিল্লাহ।
@arafathrahel192 ай бұрын
কি বলবো বুঝতে পারতেছিনা,ধন্যবাদ কিবরিয়া ভাই কে❤️
@1973.mm_islamic_channel4 ай бұрын
আসসালামু আলাইকুম কিবরিযা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ,,আপনি এত সুন্দর একটি নিয়েছেন। হযরত আলী ভাইকে অনেক আগে থেকেই চিনি । কেননা তার অনেকগুলা সাক্ষাত কার দেখেছি। শা ইখ সিরাজ ভাই এবং আরো আরো অনেকের। ধন্যবাদ, আমি মাহমুদ কবির , ঢাকা মিরপুর 11 থেকে।
@kamrulhashan23634 ай бұрын
আস সালামু আলাইকুম হজরত আলির দোকান এই কথাটা অনেক শুনতাম উনার দোকানের পাশে চাকরি করেছি 4 বছর কিন্তু আমি জানতাম না উনি এত বড় বাগানের মালিক উনার মেজু ভাইটাও খুব ভাল উনার সাথে প্রায় সময় কথা হয়ত উনাদের দোকানে ভাঙতি টাকার জন্য যাইতাম কোন সময় না করেনি ভাল লাগল দোয়া ও শুভ কামনা রইল
@RafiqulIslam-kn8od4 ай бұрын
কৃষি নিয়ে অনেক সপ্ন দেখি এখন মালাইশিয়া আছি ইনশাআল্লাহ একদিন সপ্ন কে বাস্তবে রুপ নিবে ইনশাআল্লাহ
কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয় একদিন আল্লাহ আপনার চাইতে অনেক বড় করে তুলবেন এটাই তার প্রমান।
@abdurrahmanjami19994 ай бұрын
হজরত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের গল্পঃ বলায়।
@rajibsaha11274 ай бұрын
শেরপুর কাজের সুবাদে তার মাল্টা বাগান ভিজিট করার সুযোগ হয়েছে। খুব ভালো মনের একজন নিরহঙ্কারী মানুষ। দোয়া রইলো ভাই আরো এগিয়ে যান 🌹🌹🌹
@rajibsaha11274 ай бұрын
আপনার মিল এখন কোথায় হয়েছে ভাই???
@rajibsaha11274 ай бұрын
আপনার মিল কোথায় হয়েছে ভাই???
@rajibsaha11274 ай бұрын
45:20
@sabekunnahar90144 ай бұрын
সময় করে উঠতে পারি নাই বলে এপিসোড টি দেখতে দেরি হল। ভেবেছিলাম সবটুকু একসাথে দেখার সম্ভব হবে না কিন্তু দেখা শুরু করার পর কাজ টাজ সব শিকেয় তুলে টানা দেখে নিলাম। মাশা আললাহ আলহামদুলিললাহ। ভীষণ ভালো একটি পর্ব। হজরত ভাই এর জন্য দোয়া রইলো আললাহ তার ভালো কাজ গুলোর সহায় হোন। কিবরিয়া ভাই ও সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ। এখন ই শেয়ার দিয়ে রাখছি ।
@Nantukln14 ай бұрын
আল্লাহু আকবার! He's the best, bro...
@asadullahkhanleon40984 ай бұрын
একটা মানুষ এর খারাপ দিক এবং ভালো দিক দুইটা থাকে। কিবরিয়া ভাই তো উনার ভালো দিক টা তুলে ধরলেন। হজরতের খারাপ দিক গুলো আমরা দেখতে চাই। খারাপ দিক গুলো নিয়ে একটা প্রতিবেদন দেখতে চাই
@AkhterHossain-c8g4 ай бұрын
সরকারের নজর তোমার উপর আসবে।তোমার মা-বাবার দোয়া তুমি আরো এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ
@momirhossain48224 ай бұрын
কিবরিয়া ভাই আপনি অনেক গুনী এক জন মানুষে কথা শুনতে সবাই কে সুযোগ করে দিয়েছে আপনার জন্য দোয়া রইলো
@sorolmanushbd4 ай бұрын
সবাই আমার জন্য দোয়া করবেন! আমার নিরাপত্তা একমাত্র মহান আল্লাহর কাছে! চুনারুঘাট ও মাধবপুরের মানুষ আমার বডিগার্ড! সারাদেশের মানুষ আমার ভালোবাসা!
@upperchoiceshoesco.29574 ай бұрын
Fe amanillah shumon Vai
@refaakter97294 ай бұрын
Ami gaibandha theke aponar akjon vokto ami aponake khub valobasi doa kori allah aponake valo rakben,allahar feresta aponar bodi gurd
@upperchoiceshoesco.29574 ай бұрын
@@refaakter9729 কি করেন আপনি
@akotaclub4 ай бұрын
রিয়েলেই কি সুমন ভাইয়া এই যে। আমি সুমন ভাইয়ার বিরাট বড় ফ্যান মাগুরা জেলা থেকে বলছি। লাভ ইউ সুমন ভাই
ধন্যবাদ এত সুন্দর আলোচনা আমাদের মাঝে রাখার জন্য ভাইটাকে সবাইকে ধন্যবাদ আল্লাহ সবার মনের আশা পুরা করে দিক আমিন
@muhammademan65984 ай бұрын
আছছালামু আলাইকুম অরহমাতুললাহ জাযাকুমুললাহু খাইরান ভাই আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক দোয়া রইলো। পেটে ভাত না থাকলে গায়ে কাপর না থাকলে কেমন লাগে? এ ডায়লগ শুনে চোখে পানি চলে এলো। আমার ছোট ভাইয়ের নাম হযরত আলী। দোয়া চাই সনিরভর বাংলাদেশের জন্য ও সকল মানুষের জন্য। আল্লাহ হাফেজ।
@md.mokhlesurrahmanlipu21094 ай бұрын
হযরত আলী ভাই (কালু ভাই) এর সাথে ২০১২ সাল থেকে প্রায় ৫ বছর একসাথে ছিলাম। ভাইয়ের সাথে অনেক ঘুরেছি ভাইয়ের মায়ের হাতের, ভাবীর হাতের রান্না অনেক খেয়েছি। ভাই অনেক ভালো মানুষ ❤❤❤❤
@Md.AbuHasan-jk7yn4 ай бұрын
ভাই জীবনে অনেক গল্প শুনেছি। তবে আপনার টার মতো না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
@gazimafrul47534 ай бұрын
সত্যি ভাই আমার একটা প্রজেক্ট করার সুযোগ যদি পেতাম আমিওকরতাম সৎ সাহস ও সৎ নিয়ত আমার মাঝে যদি আল্লাহর রহম করেন সকলেই দোয়া করবেন এমন সুযোগের অপেক্ষায় রইলাম
@NazmunRipa4 ай бұрын
হযরত আলী ভাই তুমি আমার আরাফাতের সাথী। আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক। আমিন
@raselraseldas66684 ай бұрын
অতীত মনে থাকাটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, সপলের পথমধ্য দাপ
@mdchowdhury19154 ай бұрын
চেষ্টা করতে হবে জাষ্ট হলে আলহামদুলিল্লাহ, না হলে ও আলহামদুলিল্লাহ,, এতো শপ্ন দেখতে গিয়ে অসুস্থ হলে কি লাব,, দুনিয়া নিয়ে কম ভাবি আখেরাত নিয়ে বেশি ভাবি ❤
@rubelKabir-md9uiАй бұрын
হজরত ভাই আমাকো hallp করেন জমি আমি দিবো
@mdmohsin63894 ай бұрын
আমি জতো টুকু জানি সফলতার গোপন কথা কাউকে বলতে নাই। ।।যানি না উনি কতো দিন টিকবে আমাদের দেশে
@moniruzzamantopu72233 күн бұрын
কেন ভাই, এরকমটা কেন বললেন???....
@farjanashumona49244 ай бұрын
আল্লাহ সবাইকে সব কিছু দেন না,কালে কালে এমন হযরত ভাই একটাই জন্ম নেয়,খুব ভালো লাগলো
@MonirKhan-nx1cx4 ай бұрын
সত্যি আপনার গল্প অনুপ্রেরণা যোগ্য আল্লাহতালা আপনাকে আগায়ে নিয়ে গেছেন বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহর হুকুমটা আপনি মানেন সবাইকে আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করবেন
@monir.q84 ай бұрын
অসম্ভব মোটিভেটেড একটা গল্প শোনলাম ❤❤
@mosammatjamal95394 ай бұрын
তোমার ভাগ্য ভাল ছিলো , ভাই আল্লা তোমাকে সাহায্য করছে আলহামদুলিলা 🤲 আল্লা তোমাকে আরো সফল করুন 🤲🤲
@maksudaparvin17974 ай бұрын
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহ। অসাধারণ বিনয়ী আলী ভাই আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে আরো বরকত দান করবে ইনশাআল্লাহ।
@I_1_2_3_4_s4 ай бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া রব আল্লাহ সব উম্মতকে হেদায়েত দেন ও অফুরন্ত বরকত দেন। এমন, হালাল রুজি দেন। আমিন সুম্মা আমীন
@sohelmahfuz6354 ай бұрын
কষ্টের কথা গুলো শুনতে কষ্ট হচ্ছে।
@jahinmusaddiq4 ай бұрын
অসাধারণ কিছু দেখলাম পরিশ্রমের ফল হাতে হাতেই পাওয়া যায়।
@OmarFaruk-zt8mo4 ай бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে নিজে সৎ পথে থাকলে কোথায় উঠেয়ে দিতে পারেন তারই দৃষ্টান্ত হাজী মোঃ হজরত আলী সাহেব। আরো বেশি এই কৃষিতে সাফল্য বয়ে আনুক সে কামনা করি। ** তার এই ফলজ বাগানের দৃশ্য ভিডিও আগামীতে দেখালে অনেকে নুতন কৃষি উদ্দোক্তা আগ্রাহ প্রকাশ করবেন।
@BabuBabu-fv3uy4 ай бұрын
সাইখ সিরাজ স্যার এর আইডিতে আছে ওনার বাগানের ভিডিও ❤
@SumonKhan-bn6jc29 күн бұрын
তো হজরত আলী ভাই কিছু ফল গরীবদেরকেউ দিয়েন বড়লোকদেরকে সভাই দেয় গরিবের খবর খুব কম মানুষেই নেয়❤😮😢
@ShahidulBanyanTree-en6hs4 ай бұрын
ইনশাআল্লাহ এক দিন জাবো বাগানে হযরত ভাই
@gulfperfumesmadeinqatar30884 ай бұрын
মাশাল্লাহ, সব ই মা বাবার দোযা
@mozammelhossain33524 ай бұрын
মাশা-আল্লাহ আল্লাহ্ চাইলে অনেক কিছুই হয় যদি সৎ ইচ্ছা থাকে ❤
@onlineservice14193 ай бұрын
ধন্যবাদ ভাই। সম্ভাবনার একটা দুয়ার খুলে দিলেন
@kamalhossan39744 ай бұрын
৭৭৪ বিঘা অর্থাৎ ২৫৫ একর জায়গায় বাগানের কাজ সাজানো গুছাতে গেলে কত টাকা লাগতে পারে এসো অনুমান না করে সঠিক হিসাব নিকাশ মাধ্যমে গল্প দেখে উৎসাহিত উদ্যোক্তারা কাজ শুরু করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যারা গল্প শুনে উদ্যোক্ত হতে চান দয়া করে শেরপুর এসে বাগানটা পরিদর্শন করে যাবেন।
@m.a.hsajeebkhan8283Ай бұрын
আপনাদের ঠিকানা দিন। চেষ্টা করবো ঘুরে দেখতে, তবে বাগান করার মত আমার কোন অর্থ নেই।
@atikurrahaman81454 ай бұрын
আল্লাহ হজরত আলি ভাইকে নেক হায়াত দান করুক
@anwaraaboutlet4 ай бұрын
অসাধারণ প্রেরনার অনুষ্ঠান ধন্যবাদ কিবরিয়া ভাইকে
@aoualytvlog4 ай бұрын
অসাধারণ একটা ভিডিও উপহার দিলেন আপনারা
@hironnet48324 ай бұрын
হজরত আলী ভাই বাংলাদেশের মডেল।
@MdMustafija-cm7jg4 ай бұрын
"বাংলাদেশ এর" কি কথা ভাই? বাংলাদেশের লিখুন!!!
@mdjamilhossain16114 ай бұрын
আসসালামু আলাইকুম ব্র্যান্ডিং বাংলাদেশ টি শোনার জন্য সব সময় অপেক্ষায় থাকি ধন্যবাদ কিবরিয়া ভাইকে
@mdibrahim81374 ай бұрын
❤
@mdaroj13484 ай бұрын
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর সহ সকল সরকারি খালি জমি৷ গুলো৷ ফলের গাছ লাগিয়ে৷ দিন
@I_1_2_3_4_s4 ай бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অফুরন্ত বার। খুব সুন্দর বলেছেন ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহ সবার জন্য বরকত দেন। আমিন সুম্মা আমীন
@বেলালউদ্দিন-ছ৬ড4 ай бұрын
😊@@mdibrahim8137
@sahabuddinsk75814 ай бұрын
এই রকম মানুষদের জীবন কাহিনী চ্যানেলে দেওয়া দরকার, উলঙ্গ বেহায়া শরীর ব্যাবসা করা ব্যক্তিদের নয়।
@AdmiringClothes-yu5pl4 ай бұрын
বয়স মাএ ১৫ বছর ৭ মাস সপ্ন নিয়ে উড়াল দিলাম ওমান অনেক চেষ্টা করছি নিজে কিছু করার জন্য বয়স তো কম সপ্ন অনেক সবাই দোয়া করবেন ❤❤
@titumuhammad34426 күн бұрын
আমার ও স্বপ্ন ছিলো হযরত আলীর ভাইয়ের মতোই জানি না আল্লাহ কবে যে আমার স্বপ্ন পূরণ করেন
আল্লাহ যাকে দিতে চান, ছাই ধরলেও সোনা হয়ে যায়! তিনি এমনই লোক ্্্্ আল্লাহু আকবার।
@hassanmahmood10994 ай бұрын
আসসালামু আলাইকুম। হে পাক পরওয়ার দেগার হযরত আলী ভাইয়ের মনের আশা দিলের আশা পূরণ করে দিন। আমিন। আমিন।
@mdhasanhasan98604 ай бұрын
হজরত ভাইকে আল্লাহ ভালো রাখুক
@mahmudmahmudhasan81614 ай бұрын
আমি লোকটাকে শায়েখ সিরাজ সাবের ওখান থেকে চিনি হযরত ভাই যথেষ্ট ভদ্র মানুষ এবং নিজের অতীতকে ভুলে না
@SATALUKDAR-us4tn4 ай бұрын
হযরত আলী ভাই ভালো মনের মানুষ ও জীবন সংগ্রামের একজন সফল উদ্যোক্তা ও ফলবাগান ব্যবসায়ীদের আইকন ভাইয়ের জন্য ও তার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবসময়ের জন্য আমার ভাইয়ের সাথে ভাইয়ের বাগান দেখার অনেক ইচ্ছা আছে আল্লাহ যদি ভাগ্যে রাখে তবে যাব ইনশাআল্লাহ শুভকামনায় আহসান হাবিব তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনাপাড়ের দেশপ্রেমিক নাগরিক ও বাস্তব অভিজ্ঞ অর্শ পাইলস চিকিৎসক
@MamohosMia4 ай бұрын
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই ভালো থাকেন আপনার জন্য সব সময় আমাদের দোয়া থাকবে ইনশাল্লাহ
@azadahmed32214 ай бұрын
সৎ এবং সততা নিয়ে চাইলে আল্লাহ কি না দেন , সুবহানাল্লাহ 💜💜💜💜
@touhidakrame42034 ай бұрын
আমরা যারা শিক্ষিত নামধারী স্মার্ট, তারা মা বাবা- ভাইবোন নিয়ে একসাথে থাকতে পারিনা। দেশের অনেক ছেলেরাই পারছেনা। ভেতর থেকে মারা যাচ্ছে। বাবা- ভাইবোন নিয়ে একসাথে থাকলে আল্লাহ সবাইকে এই সুখ দেবেন ইনশাল্লাহ। আল্লাহ সবার মা বাবাকে ভালো রাখুন। হজরত ভাই ও কিবরিয়া ভাইয়ের জন্য শুভকামনা।
@aftabsheikh70644 ай бұрын
বাবা মা ও ভাই বোনদেরকেও তেমন হওয়া লাগবে । সবাই সবাইকে বুঝতে হবে এবং সন্মান করতে হবে - এই শর্ত ন্যচারেলী মেনে চললে সবই সম্ভব ।
@junaidhasan86173 ай бұрын
উনি আমাদের শেরপুরের গর্ব❤❤
@SumonMia-vt5ui27 күн бұрын
আমার মতো এক কাহিনী 😢😢 চোখের পানি ধরে রাখতেপারলাম না
@saifuzzaman18414 ай бұрын
হযরত আলী আকন্দ ভাই অনেক ভালো এবং বড় মনের মানুষ। তার উপর আল্লাহর খাস রহমত রয়েছে। তার উসিলায় একদিন বাংলাদেশসহ সারা বিশ্বের অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভাই আমি আপনার সাথে দেখা করে আপনার পরামর্শ নিয়ে কাজ করতে চাই। আপনার ফোন নাম্বার পেলে ভালো হতো। আপনাকে ও কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ।