শীতের ভূত: সঞ্জীব চট্টোপাধ্যায়।

  Рет қаралды 39,973

SANJIBANI SUDHA

SANJIBANI SUDHA

Күн бұрын

শীতের ভূত: সঞ্জীব চট্টোপাধ্যায়।
আত্মা, পরমাত্মা, প্রেতাত্মা । পরস্পর জড়িত। মৃত্যুর পর শরীর থাকবে না। প্রশ্ন হল প্রানটা যাবে কোথায় ? গেল কোথায় ! জন-মানব শূন্য নির্জন বাড়ি, গভীর রাতে একা আমি। ভয়। জয়ের অপর নাম কি ভূত। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যাবতীয় ভৌতিক অভিজ্ঞত কি নিছক গল্প কথা ? না। সাধক যাঁরা, তাঁরা ভগধান ও ভূত দুটিই প্রত্যক্ষ করেছেন । মহাসাধকতুলসীদাস এক প্রেতের কৃপায় ভগবানের দর্শন পেয়ে সিদ্ধ হয়েছিলেন।
আমারা এখানে ভূত, প্রেত বা অলৌকিক কোনও ব্যাপারকেই প্রচার করতে চাইছিনা। বক্তা লেখক সঞ্জীব চট্টোপাধ্যাএয় এখানে শুনিয়েছেন তাঁর কিছু অভিজ্ঞতার কথা। সঙ্গে তিনি বলেছেন ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের অলৌকিক দর্শনের কথা। নমস্কার।
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★ Subscribe to us: sanjibani sudha,

Пікірлер: 115
@musicrythm2434
@musicrythm2434 18 сағат бұрын
Apni bhalo thakun Sir . Apnar lekha pore khub anondo pai.Apni shustho thakun 🎉 Apnar lekha Mapa hanshi chapa kanna onoboddyo❤
@indranildhar7065
@indranildhar7065 15 күн бұрын
এই বয়সেও এত সাবলীল এত স্বচ্ছন্দ। সর্বোপরি সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি যেন আপনাকে আরও সৃষ্টি করার ক্ষমতা দেন। ভালো থাকুন সুস্থ থাকুন, আমাদের আরো সাহিত্যের সঞ্জীবনী দান করুন।
@shambohore3783
@shambohore3783 Ай бұрын
Thanks to KZbin, আপনাকে এভাবে প্রত্যক্ষ করতে পারছি।।
@ritadas9566
@ritadas9566 Ай бұрын
ভূতের গল্প টি শুনলাম খুব মনোযোগ সহকারে। সূক্ষ অনুভূতি দিয়ে ভূত অনুভব করতে চাই না। যে অনুভূতি টা আছে তা দিয়ে আপনার সুস্থ ও সুরক্ষিত জীবন কামনা করি পরম পিতার কাছে 🙏🙏🌹🌹 আপনাকে খুব ভাল থাকতে হবে আপনার নিজের জন্য ও আমাদের সবার জন্য 🙏🙏 আমার বিনম্র প্রণাম সহ আন্তরিক ভালোবাসা অবশ্যই গ্রহণ করবেন 🙏🙏🌹❣️🌹
@MitaBhattacharjee-hy9br
@MitaBhattacharjee-hy9br Ай бұрын
ভুত বাংলা বলে। 😃😂
@sutanumukherjee2270
@sutanumukherjee2270 Ай бұрын
এতো পাকামো না মেরে গল্প গুলোর আনন্দ নিন
@ritadas9566
@ritadas9566 Ай бұрын
@@sutanumukherjee2270 আনন্দ নিচ্ছি না বুঝে গেলেন। বাবাঃ!!
@ritadas9566
@ritadas9566 Ай бұрын
@@sutanumukherjee2270 ভাল কামনা, শ্রদ্ধা জ্ঞাপন করা কে *পাকামো* বলে বুঝি? বাঃ! চমৎকার শব্দ......
@anjudas5743
@anjudas5743 29 күн бұрын
আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত,ভুত নিয়ে কোনো ভাবনা নেই। আপনি ভালো থাকুন এটাই আমাদের কামনা।🎉❤❤❤
@SadhanGhosh-fd8xu
@SadhanGhosh-fd8xu Ай бұрын
আমার আধ্যাত্মিক চেতনা উন্মেষের পথ পদর্শক শ্রদ্ধেয় শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের স্বভাবসিদ্ধ বাস্তবধর্মী এই প্রতিবেদন হৃদয় ছুঁয়ে যায়। শীতের পরশ মাখা শুভেচ্ছা ও প্রণাম জানাই । আপনি সুস্থ্য থাকুন, আনন্দে থাকুন, ভালবাসায় থাকুন। অপুর্ব দার উদ্যোগে এই ভাবেই নিরন্তর এগিয়ে চলুক "সঞ্জীবনী সুধা" বিতরণ। ঠাকুর, মা, স্বামিজীর আশীর্বাদ অঝোর ধারায় ঝরে পরুক এই প্রার্থনা করি।
@subhajit0
@subhajit0 Ай бұрын
শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায় বাবুর বক্তব্যে ধর্ম, ভক্তি ও সাহিত্যের এক অপূর্ব মিশ্রণ থাকে। হাস্য রস ও থাকে। খুবই ভাল লাগল। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা জানাই।
@goutamdasgupta2786
@goutamdasgupta2786 Ай бұрын
অসাধারণ স্যার। আপনার 'লোটাকম্বল' আর 'ডোরাকাটা জামা' আমার সবচেয়ে প্রিয় বইগুলোর মধ্যে রয়েছে। এবার এই ব্লগেও আপনি অনবদ্য। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।
@rajatsaha9273
@rajatsaha9273 26 күн бұрын
শ্রদ্ধেয় বড়দা কে জানাই আমার প্রণাম। আপনার এই গল্প শুনতে শুনতে আমার ছোট বেলার শীতের ছুটির সময় রাতের বেলার কথা মনে পরছিল। আপনার বলা গল্প শুনতে ভাল লাগল। আপনি ভাল থাকবেন বড়দা।
@saumenpal9006
@saumenpal9006 Ай бұрын
অসাধারণ কথা ও বচন ভঙ্গি আপনার মোহিত হয়ে শুনি। ঠাকুরের কাছে প্রার্থনা আপনি সুস্থ থাকবেন আর আমার সকালে আপনার লেখা কথা ও গল্প বহুদিন পেয়ে থাকবো। সশ্রদ্ধ প্রণাম।
@subasishchakraborty6781
@subasishchakraborty6781 25 күн бұрын
খুবই সুন্দর লাগল ভূতের গল্প ধন্যবাদ জানাই আপনাকে ।বেঁচে থাকুন আরো অনেকদিন আপনার মুখে যেটাই শুনি ততোবার সমমহিত হয়ে যাই, আসলে সবই অনুভূতি ধন্যবাদ স্যার।
@RekhaBhattacharjee-n4x
@RekhaBhattacharjee-n4x 16 күн бұрын
Amader poribare r praysokolei ei sukkho snbhuti ter peyechhi tai bhut bhogoban atta bishshas kori alochona khub monograhi khubbhalo thakben pronam neben
@shellyghosh3103
@shellyghosh3103 29 күн бұрын
আপনার বাচনভঙ্গী এত সুন্দর যে আমার শুনতে খুব ভাল লাগে। ঠাকুরের কাছে আপনার সুসুস্থা কামনা করছি |
@kajalghosh6197
@kajalghosh6197 Ай бұрын
আমাদের সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমার কলেজে পড়া ছেলের প্রিয় বইগুলির মধ্যে অন্যতম আপনার মামা সমগ্র। আপনার লেখা যেমন আমাদের প্রিয়, তেমনি আপনার নিজের মুখে বলা এই গল্পগুলো ও। খুব ভালো থাকবেন মায়ের কৃপায়, আমাদের ও ভালো রাখবেন
@ArunavaDebroy
@ArunavaDebroy 19 күн бұрын
My favorite writer
@joydeepchakraborty5382
@joydeepchakraborty5382 16 күн бұрын
সঞ্জীব বাবু প্রণাম নেবেন🙏
@ach557
@ach557 22 күн бұрын
Aapni shotti khub bhalo golpo bolen, khub upobhog korlam.....mon e hoye bhoot ba pretatma bole jodi kichhu shotti theke thake, taader bichoron shombhoboto manush er mon er gobhir ondhokar jogot e (subconscious mind e) !! Onek dhonnobad Dada, bhalo thakben 🙏🙏
@dipak9756
@dipak9756 Ай бұрын
এক জন মুগ্ধ পাঠকের পাশাপাশি এখন শ্রোতাও,আপনি সুস্থ থাকুন। খুব ভাল লাগল। প্রনাম নেবেন।
@somnathmitra2448
@somnathmitra2448 Ай бұрын
আমি সকলকে বলি ভুত দেখা যায়না তাকে অনুভব করতে হয়।আপনার লেখার মত উপস্থাপনাও অতুলনীয়। ⚘❤⚘❤⚘❤⚘❤👌👍
@RamkrishnaSharanam-tf9tj
@RamkrishnaSharanam-tf9tj 14 күн бұрын
অসাধারণ এই সঞ্জীবনী সুধাবর্ষণ করে যান অবিরত। খুব ভালো লাগলো। আজ এই চ্যানেল দেখতে পেয়ে এত ভালো লাগলো। সাবস্ক্রাইব করলাম। 🙏😊
@IndraniBasu-wo4kv
@IndraniBasu-wo4kv Ай бұрын
অপূর্ব সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে
@shrabanidasguptanandy6913
@shrabanidasguptanandy6913 17 күн бұрын
ashadharon❤....Pronam o valobasha 🙏 khub valo thakun Sir.
@NirmalChatterjee-u1f
@NirmalChatterjee-u1f Ай бұрын
অসাধারণ! এটা সঞ্জীব বাবুই পারেন। আমার প্রণাম নেবেন। আপনি সুস্থ থাকুন বহু দিন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি।
@jaygurujayhind5699
@jaygurujayhind5699 18 күн бұрын
'Ghost Rider' সিনেমা টি দারুন। বাস্তবে এই বাংলায় 'শয়তানের সওয়ারি' করতে পারে;সওয়ারি করেছে এমন লোক দেখেছি।
@SomaMukherjee-r2y
@SomaMukherjee-r2y Ай бұрын
অপূর্ব। অনেক প্রণাম নেবেন। সত্যি কি সুন্দর বলেছেন। দেহ ছেড়ে চলে যাওয়া মানুষ জন কোথায় যান ? আরও জানানোর অনুরোধ জানাই। আপনি আমাদের সম্পদ। সুস্থ থাকুন। আমাদের সমৃদ্ধ করুন।
@drophthal3867
@drophthal3867 Ай бұрын
অপূর্ব। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রণাম জানাই।
@MamonChakraborty-yt9wp
@MamonChakraborty-yt9wp Ай бұрын
🙏 Pronem amer prieo lekhok sonjib Chatterjee 🙏 apner chorone valobarer sotokoty pronom nebeydon korlem 🙏❤️🙏 eber bole khub roman cho neyea golpo guli sunlem gachom chom korchey kintu suntey khub valo laglo 👍👍
@paramitaray9125
@paramitaray9125 Ай бұрын
Pronaam neben. Khub bhaalo legeche. 🙏
@tanmoypanja2543
@tanmoypanja2543 28 күн бұрын
🙏🙏🙏 আপনার পাগল ফ্যান আমি।
@debasissarkar2124
@debasissarkar2124 Ай бұрын
If we were in those days by time machine. Ai Mahamanab er charaney sata koti pranam.
@anjudas5743
@anjudas5743 29 күн бұрын
ভুত নিয়ে আমরা বেশী চিন্তিত নই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।তাই আপনি ভালো থাকুন আরো গল্প বলুন আমরা শুধু শুনবো। প্রণাম নেবেন।।❤❤❤
@ChanchalNath-c1w
@ChanchalNath-c1w Ай бұрын
আপনার লেখা সবসময় আমাকে এক আলোকময় জগতে নিয়ে যায়। অসাধারণ লেখনি। প্রণাম নেবেন।
@debanjanbhaduri589
@debanjanbhaduri589 Ай бұрын
Antorik bhalobasha r shradha roilo..sustho thakun apni ...khub bhalo laglo
@Siddharth-f4c
@Siddharth-f4c Ай бұрын
অপূর্ব লাগে আপনার বলা,আপনার সুন্দর গলায় বলায় লোটা কম্বল উপন্যাসটি শুনতে পেলে ধন্য হয়ে যেতাম 🙏
@aniruddhapaul9741
@aniruddhapaul9741 Ай бұрын
Apnake sasradha pronam janai. Asadhran sunlam ❤
@rumachatterjee8989
@rumachatterjee8989 20 күн бұрын
আমার জীবনের সেরা ভালোলাগাও ভালোবাসার নাম আপনি। আমার সশ্রদ্ধ প্রনাম🙏🙏🙏❤❤❤❤
@sohinitalukdar2552
@sohinitalukdar2552 Ай бұрын
Eto sundor byakha apni dilen je besh Tripti bodh holo. Thakurer ghatanagulio asadharan. Etokaal apnar sahityasristi porechi. R ekhan apnar mukh theke anya ekrakam sristi r katha sunchi....darun lagche 🙏
@1k2a3r
@1k2a3r Ай бұрын
🙏🙏🙏বড্ড সৌভাগ্য, যে আপনার মুখে এসব অমর কথা শুনতে পেলাম..🙏🙏🙏
@susmitachakraborty6518
@susmitachakraborty6518 29 күн бұрын
আপনার কথা শুনতে শুনতে অন্য জগতে চলে যাই যেন ! আমার দুর্ভাগ্য যে আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারলাম না।
@UmaPanda-u3n
@UmaPanda-u3n 29 күн бұрын
অসাধারণ বাচনভঙ্গি । গল্প হিসাবে অনবদ্য। কিন্তু এই ভূত লোক, প্রেতো লোক ভীত মনের বিকার নয়কি? খুব জানতে ইচ্ছা করে।
@deepmondalprokash275
@deepmondalprokash275 24 күн бұрын
Pronam❤❤
@babanChatterjee18
@babanChatterjee18 22 күн бұрын
অনেক অনেক প্রণাম জানাই🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashischakraborty5151
@ashischakraborty5151 Ай бұрын
❤ দারুণ সুন্দর❤, আর ❤ অনবদ্য ❤ একটি ব্লগ ❤। আপনার সাহিত্য পাঠের মতোই এই পডকাস্টটি খুবই আকর্ষণীয় লাগলো।
@Munni9603
@Munni9603 Ай бұрын
Opurbo sundor apnar golpo bolar bhongi, thik lekhar motoi 🙏
@AsishNaha
@AsishNaha Ай бұрын
Sir apnake amar ontor theke 🙏🏻. Apnar Golpo Ek kothay Onoboddo, Otuloniyo, apnake amar 🙏🏻
@SimaDas-kd3xd
@SimaDas-kd3xd Ай бұрын
প্রণাম নেবেন, আপনি সুস্থ থাকুন কামনা করি ,খুব ভাল লাগল।
@subhradas7719
@subhradas7719 Ай бұрын
খুউব ভালো লাগলো।
@arnabmazumder9212
@arnabmazumder9212 Ай бұрын
Param saubhagyo apni bhalo thakben r asirbad korben.
@sanjoybakshi3093
@sanjoybakshi3093 Ай бұрын
এই সুন্দর ব্যাখা, আপনি সত্যিই সজীব🎉
@debasreebardhan5721
@debasreebardhan5721 21 күн бұрын
Apnake sotokoti pronam
@binitaghosh1952
@binitaghosh1952 27 күн бұрын
খুব ভালো লাগলো। 16:18
@rabinchatterjee2364
@rabinchatterjee2364 Ай бұрын
Aapni Jay BAAM Jay TARA 🙏🙏🙏 maaer namenin upakrita haben dadu masai... Amar pranam niben 🙏 Jay Maa KALI KARUNAMAYE 🙏🙏🙏
@kakolinandanguin2660
@kakolinandanguin2660 Ай бұрын
আমার সশ্রদ্ধ প্রণাম জানবেন। আপনার লেখা যেমন খুব প্রিয়, আজ থেকে এই চ্যানেলটিও তেমনই এক প্রিয় জিনিসের তালিকায় যুক্ত হলো।
@arunavaghoshal2309
@arunavaghoshal2309 Ай бұрын
প্রণাম নেবেন। সুস্থ ঠাকুন।
@krishnachuraghose6321
@krishnachuraghose6321 Ай бұрын
Apoorbo.... Prosongsha korar moto vasha amaar nei. Apnaake pronam...
@jayantachakrabarti4473
@jayantachakrabarti4473 Ай бұрын
শ্রদ্ধেয় সঞ্জীব বাবু, আমার প্রণাম নেবেন। আপনার ' আমি ও আমি' ধারাবাহিকটি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। এমন আচমকা সেটি শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। কদিন খুব মন খারাপ ছিল। জানাই হোলোনা সেই বাবুয়ার কি হোলো আর কি হোলো সেই আরতির । আপনার বাবার সাথে আমার বাবার আশ্চর্য মিল খুঁজে পেলাম। বরানগর, কুঠিঘাট সব এক স্বপ্নের জায়গা মনে হয়। ভাগ্যিস এই channel টি খুললেন! তাই সুযোগ পেলাম মনের কথাগুলো বলার। খুব ইচ্ছে করে সেই ছোট্ট সঞ্জীবের একটা ছবি দেখার যে একা একা সারাটা দুপুর কাটাতো। যদি সম্ভব হয় এখানে একটু দেখাবেন আর বাবুয়ারও। ভাল থাকবেন। সুদেষ্ণা চক্রবর্তী
@KakaliChowdhury-t4y
@KakaliChowdhury-t4y Ай бұрын
Khub sundor Khuub valo laglo
@SUBRATASAMAJDARBAPI
@SUBRATASAMAJDARBAPI 23 күн бұрын
🙏🏻🌹🙏🏻💚🙏🏻🌹🙏🏻
@t_rexa471
@t_rexa471 23 күн бұрын
প্রণাম জানাই 🙏
@barunmukherjee7906
@barunmukherjee7906 28 күн бұрын
প্রণাম নেবেন 🙏🙏🙏🙏
@BESTHOMEFOOD678
@BESTHOMEFOOD678 27 күн бұрын
Respect Sir 🙏🙏
@RudraPrasadGhosh-j5b
@RudraPrasadGhosh-j5b 27 күн бұрын
প্রণাম প্রিয় লেখক।
@leenadas4304
@leenadas4304 Ай бұрын
Joy thakur joy maa joy swamiji. Apni shustho thakun, bhalo thakun, amader aaro shomriddho korun.
@bibhasmukherjee212
@bibhasmukherjee212 Ай бұрын
প্রণাম নেবেন। সুস্থ ও ভালো থাকবেন।
@sudhutomarijonny3130
@sudhutomarijonny3130 25 күн бұрын
❤ u
@sharmilabandopadhyay1931
@sharmilabandopadhyay1931 Ай бұрын
খুব ভালো লাগলো
@debjanisatiar9322
@debjanisatiar9322 Ай бұрын
Khub bhalo thakben..apni amader gorbo..Pronam neben 😊
@pabitrabiswas5681
@pabitrabiswas5681 18 күн бұрын
ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলে গেছেন। অতএব এরপর আর কোন কথা হবে না।
@aniruddhahaldar5889
@aniruddhahaldar5889 29 күн бұрын
Pronam neben..
@soumyadeepdas8780
@soumyadeepdas8780 Ай бұрын
Apnake Sosrodho Pronam... Valo Thakben
@prasantamukherjee4864
@prasantamukherjee4864 28 күн бұрын
একদম ঠিক।
@nibeditabanerjee1479
@nibeditabanerjee1479 Ай бұрын
Pronam janai.
@SreemoyeeGhosh-y5n
@SreemoyeeGhosh-y5n 21 күн бұрын
@rupabanerjee7865
@rupabanerjee7865 Ай бұрын
আমার আন্তরিক প্রনাম জানাই
@kaberibasak6236
@kaberibasak6236 Ай бұрын
Pronam neben Sir
@BandanaManna-n5x
@BandanaManna-n5x Ай бұрын
স্বশ্রদ্ধ প্রণাম
@amitanath7134
@amitanath7134 17 күн бұрын
Aamar khub priyo Lekhak jodi vagaban thaken tabe vut o Aache
@ashiskumarbasu7790
@ashiskumarbasu7790 16 күн бұрын
😮😮😮
@BrojogopalChatterjee-n3u
@BrojogopalChatterjee-n3u 27 күн бұрын
শ্রদ্ধেয় দাদা,আমার প্রনাম নেবেন,,সাধুদের আলৈকিক জীবন নিয়ে কোনো বই থাকলে দয়া করে জানালে,কিছু বই কিনতাম,,,সুস্থ ও ভালো থাকবেন.
@SamaptiMukherjeeChatterjee
@SamaptiMukherjeeChatterjee 18 күн бұрын
ভারতের সাধক শংকরনাথ রায় 12 খণ্ডের,আশা করি ভালো লাগবে।
@SamaptiMukherjeeChatterjee
@SamaptiMukherjeeChatterjee 18 күн бұрын
ভারতের সাধক শংকরনাথ রায় 12 খণ্ডের,আশা করি ভালো লাগবে।
@smritirinduchowdhury5629
@smritirinduchowdhury5629 29 күн бұрын
🙏
@Indian_Plato
@Indian_Plato 29 күн бұрын
Pranamjanai
@akashbanerjee8454
@akashbanerjee8454 24 күн бұрын
ইতি তোমার মা - a bildüngsroman of the highest order.
@sibashishpaul6681
@sibashishpaul6681 14 күн бұрын
খুব ভালো কমেন্ট। Very good comment
@rinasen8106
@rinasen8106 Ай бұрын
🙏🙏🙏
@sarmisthabakshi377
@sarmisthabakshi377 Ай бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏
@apacheworld9402
@apacheworld9402 29 күн бұрын
ভূত, প্রেতের অস্তিত্ব বাস্তবিকই আছে কি না, এই বিতর্কের একটা অকাট্য সমাধান হল "প্রেত হচ্ছে একটা দেহহীন অনুভূতি।"
@goutammukherjee3574
@goutammukherjee3574 29 күн бұрын
Best comedy pls
@manjitkumarram1369
@manjitkumarram1369 Ай бұрын
আহা
@samikhazra7049
@samikhazra7049 Ай бұрын
Ami Chatu Babur barir bongsodhar, ami kono din bhoot dekhini.Ami Iswar biswasi.
@mrschatterjee7036
@mrschatterjee7036 Ай бұрын
Amar biswas , bhut ba opodebota jodi thakey tawbey bhogoban o achhen. Abar bhabi jodi bhogoban thakben taholey charidikey eto abichaar, paap.....er kono sasti sei sob manush gulo keno pai na
@kakalichoudhurykakalichoud7317
@kakalichoudhurykakalichoud7317 Ай бұрын
❤❤❤❤❤❤❤💐💐💐💐🙏
@kousikghosh7343
@kousikghosh7343 15 күн бұрын
Amar parichito Aloke babu bhut nije dekhechen
@theverbalindian3252
@theverbalindian3252 Ай бұрын
👉 ভুত ভগবান সবই কল্পনা ✅ কিন্তু ভুতের গল্প ভালো লাগে❗❤️ বিশেষত মজার ভুতের গল্প।
@anuradhaghosh9957
@anuradhaghosh9957 Ай бұрын
সবটাই গল্প নয়, আমার নিজের অভিজ্ঞতাতে এ রকম অনেক কিছুই ঘটেছে তবে আমি কোনোদিনই ভয় পাইনি, বরঞ্চ সত্যকে খুঁজেছি, জেনেছি ভুত কোন ভ্রম কিংবা মিথ্যা আমার ক্ষেত্রে ঘটেনি
@sibenbhattacharjee225
@sibenbhattacharjee225 Ай бұрын
Plz use a mike
@goutamdasgupta2786
@goutamdasgupta2786 Ай бұрын
' আমি ও আমি' ধারাবাহিকের বাবুয়া আর আরতির মতো 'ডোরাকাটা জামা'র নীতু'র ভবিষ্যৎও জানা যায়নি কিন্তু। আচ্ছা বাবুয়া আর নীতু একই ব্যক্তি নয় তো?
@soumenmishra5852
@soumenmishra5852 Ай бұрын
ওনার বর্তমান বাসস্থান কোথায় বলতে পারবেন কেউ?
@sanjoybakshi3093
@sanjoybakshi3093 Ай бұрын
বড়ানগর
@tapassengupta3801
@tapassengupta3801 Ай бұрын
Baranagar
@tapassengupta3801
@tapassengupta3801 Ай бұрын
Apni janten?
@apacheworld9402
@apacheworld9402 29 күн бұрын
বরানগর কাঁচের মন্দির সংলগ্ন অঞ্চলে।
@tapajitghosh7592
@tapajitghosh7592 28 күн бұрын
Bankura রামহরিপুর রামকৃষ্ণ মিশন
@SaradinduGhosh-q4d
@SaradinduGhosh-q4d Ай бұрын
Kindly give me the year of your birth . Namaskar dada .
@birdslove7438
@birdslove7438 9 күн бұрын
বেকার কথা ভুত বা ভগবান কিছুই নেই আর আমড়া যে নিজেদের কে মানুষ বলি এটা নিজেদের কে ঠিক ভাবে চলার জন্যে বলি
@suparnasinhaghosh7115
@suparnasinhaghosh7115 Ай бұрын
🙏🙏
@ShivShakti7864
@ShivShakti7864 20 күн бұрын
🙏🙏🙏
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
কুম্ভ || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী || #258
46:36
Apadartho | Satyajit Ray | Friday Classics | Mirchi Bangla
20:05
Mirchi Bangla
Рет қаралды 301 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН