A person who died in 1941 is still the lyricist and composer of a song used in a movie in 2022. More than 80 years after his death, he is still fresh. Rabindranath Thakur defies the continuity of time.
@arijitpal2392 жыл бұрын
তিনি অবিনশ্বর। তাঁর শুধু জন্ম আছে , বিনাশ নেই। পৃথিবী তে যতদিন বাংলা থাকবে তিনি ও সে ভাবেই থাকবেন। তিনি চিরন্তন।
@madhumantiroy139211 ай бұрын
@@arijitpal239ঠিক তাই।
@shilpisengupta96952 жыл бұрын
এই গানটি আমার প্রাণের খুব কাছের। বারবার শুনতে ইচ্ছে করে। অসীমের মাঝে উনি আছেন। যেমন আমার ছেলেও আছে।
@biswajitgoswami54982 жыл бұрын
শেষ নাহি যে… সব থাকে। ভালো থাকবেন দিদি ♥️
@subhankar90712 жыл бұрын
Sobar e tai..sobai din er sese eka..sobai chole jabe ekdin.. tobu maya ke akre beche achi roj r roj morchi amra sobai.. etai jibon
@nilechand91922 жыл бұрын
Amar o meye o ashim a mishe ache
@shantoboy2 жыл бұрын
Apnara koto shaktishali manush. 🙏🏻🙏🏻
@Samrats_Diaries2 жыл бұрын
💔🙏
@karanmitra54342 жыл бұрын
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে, আছে, আছে, নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই।
@manjarisen6082 жыл бұрын
আমার প্রথম ভালোবাসা। প্রথম প্রেম এই মানুষটাই। খুব ছোটবেলায় সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাথ দেখে ওনার প্রেমে পড়া এবং বাংলা বিনোদন জগৎকে চেনা। বাঙ্গালি ও যে twist নাচতে পারে তা তিন ভুবনের পারে - র জীবনে কি পাবনা না দেখলে বিশ্বাস হতনা। ছোটবেলায় ক্যাসেটে তার পাঠ করা কবিতা আবৃত্তি শোনা ও তা শুনে শুনে শেখার চেষ্টা করা। প্রত্যেক বাঙালিকে নিজের অভিনয়ের মাধ্যমে বুঝিয়েছেন তিনি এই কাজটি কতটা ভালোবেসে করেন, কতটা মন থেকে করেন। পড়েছিলাম এক জায়গায় যে আগেকার দিনে একজন যতই ভালো অভিনেতা হন না কেন, এখনকার তুলনায় তাদের আয় অত্যন্ত কম ছিল, যার ফলে ওনাকে বয়সকালেও থিয়েটার নাটক সিনেমা করে যেতে হয়েছে নিজের শারীরিক দেখভাল না করেই। নিজের বায়োপিক শুটিং এর সময় ওনার Corona হয় যার থেকে আর ফিরে আসতে পারলেন না। থাক সেসব কথা, মানুষটা থেকে যাক আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, তাকে তার প্রাপ্য সম্মান টা যেন সবাই দিয়ে যেতে পারি, হোমাপাখি কে যে ধরা যায়না.... আপনার এই শেষ কাজটি খুব কম জায়গায় show পেয়েছে দেখলে হয়ত খারাপ লাগতো আপনার, বেলাশুরু না হয় এভাবেই হোক।
@rajibul17192 жыл бұрын
সৌমিত্র স্যারকে নিয়ে তো কিছু বলার আমার যোগ্যতা নেই............কিন্তু জিশুদার অভিনয়ে মুগ্ধ হয়েছি বারবার, ওনাকে সবার চরিত্রে কি সুন্দরভাবে মানিয়ে যায়......উনি একাধারে উত্তম কুমারের চরিত্রে যেমন মানিয়ে যান তেমন সৌমিত্র স্যারের চরিত্রেও............ জিশুদার অভিনয়ে আমি আরও মুগ্ধ হতে চাই...........আর পরমদাকে নিয়ে কিছু নাইবা বললাম...........
@awalwahid45552 жыл бұрын
এই সিনেমা টা কি ও টি টি তে মুক্তি হয়েছে কি জানেন? আমার খুব ইচ্ছে সিনেমা টা দেখার, ইদানিং এই মানুষ টার সকল কাজ দেখা শুরু করছি।।
@rajibul17192 жыл бұрын
@@awalwahid4555 এখনও মুক্তি পায়নি.....
@ananyoghosh361 Жыл бұрын
চটডডডডড😢😅😅জ😅😅
@manishakar9750 Жыл бұрын
🙏🙏🙏🙏
@arijitpal2392 жыл бұрын
দুই নায়ক।দুজন বাঙালি। বর্তমান নায়ক দের মত তাঁদের সিক্স প্যাক অ্যাবস্ ছিল না। না তাঁদের অভিনয় করা মুভিতে বিদেশি ব্যাক গ্রাউন্ডে নায়ক নায়িকার নাচ ছিল, না কোনো intimate seane , না কোনো বিরাট action sequence, না কোনো twist and turning গল্প। তবুও তাঁদের সঙ্গে এক level এ রাখা যায় এমন নায়ক না ভারতে এখনো জন্মেছে না জন্মাবে।
@sampurnabhattacharya9b21111 ай бұрын
Nisshondehe! Enader tulona enarai🙇🏻♀️
@rksvlog82902 жыл бұрын
চিরনবীন এক শিল্পীর বিদায় বেলায় আমাদের প্রজন্মের আরও দুই শিল্পীর উত্থান হচ্ছে। বাঙালির হৃদয়ে যীশু ও পরমব্রতর স্থানও অক্ষয় হয়ে থাকবে ❤️
@haimantidey92912 жыл бұрын
তাঁর অসাধারণত্ব তাঁর অতি সাধারণ জীবন যাপনের মধ্য দিয়েই নয়তো এরকম একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আমাদের এত কাছের মানুষ হলেন কীভাবে? 🙏🙏🙏
@surajitbose33252 жыл бұрын
চোখে জল এসে গেল।তুমি আছো ভীতরে❤❤❤আমাদের উপর তোমার কীসের অভিমান?কেন চলে গেলে তুমি???
@aninditabonni20692 жыл бұрын
আমি প্রেমে পড়েছি আমি বারবার প্রেমে পড়েছি বারবার আমি তার প্রেমে পড়েছি। 🌸🌼
This song at the end of the movie was the trigger of emotional peak. This was the moment I felt like crying, and wanted to watch it again. Some people including some members of his family has spoken how wrongfully they have degraded his ideals, but I go against it because my respect for him has only grown stronger. ♥️
@ramitasengupta53852 жыл бұрын
I cried like a baby at this song... This film is so special. This should be treasured. Till now I was in denial that Soumitra Chatterjee is really gone but this film made me realise that we will never lose him 🥺🥺🥺🥺
@tanushreechowdhury30652 жыл бұрын
I cried last day also could not control we will miss him forever rest in peace soumitrajethu
@digantadas25442 жыл бұрын
Same here, I want to see the film again. He will be always in our hearts.
@namratasarkar57072 жыл бұрын
Same here... I want to see this movie again
@sushmitagupta81122 жыл бұрын
where can I see this movie? Please bolo!
@mitapal42222 жыл бұрын
এই প্রথম একদিকের ভালোবাসা টা ঠিক কতটা বেদনাদায়ক উপভোগ করলাম। আর সত্যি কারের এই গানের গভীরতা টা কে আরও বেশি করে অনুভব করালো। না রইতে পারছি না সইতে পারছি।
@soumi0sarkar2 жыл бұрын
Deep Heartfelt Thanks to Parambrata for the gem that he created, I so wanted to meet Shri Soumitra Chatterjee but I could not. With the movie, I felt like I spent an entire evening with him. And, now I regret why I did not try harder to actually meet him in person.
@Hmmmmmm_sir2 жыл бұрын
ধন্যবাদ পরমব্রত এরকম একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। 🙏❤️
@nehaparvin18582 жыл бұрын
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।
@sunildas82852 жыл бұрын
অতুলনীয় মানুষের আত্মজীবনীতে ,অনবদ্য আপনার কন্ঠে এই গান। ❤❤🙏🏻
@biju3k2 жыл бұрын
দূর্নিবার দা-র গলা শুনেই গা শিহরিয়া উঠলো।🤍 অনেক সুন্দর অনেক 🤍
@arpitasanyal66812 жыл бұрын
Ki sundor vabe amader majhe evabei theke gachen manush ta ❤️
@piyaliroy54222 жыл бұрын
এতো সুন্দর করে জীবনের চরম সত্য কে বোধ হয় কেউ ধরতে পারেন নি মনে হয় ঠান্ডা বাতাসের স্পর্শ
@tanushreechowdhury30652 жыл бұрын
Miss u soumtrajethu sorry choker jol dhora impossible tumi robe Nirobe jotodin cinema thakbe manush thakbe ekjon Darshanik superstar actor multitalented extraordinary person .. bhlo theko opare
@KamrulIslam-lt1tu Жыл бұрын
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
@nilighosh1582 жыл бұрын
A true revered personality. He epitomised Bangla films and the Bengali character 🙏🙏.
@CSourajitroy Жыл бұрын
Had a great time watching this film at Nandan, but there's a humble request to the production house to make this available on any OTT platform for many viewers who like me want to re-watch the life of the last living icon of Bangali... Do consider this request of mine
@sayaksinha698 ай бұрын
True
@diptendrasadhukhan8622 жыл бұрын
অসাধারণ সৃষ্টি ... এটা এমন একটা গান যা হয়তো সৌমিত্র চট্টোপাধ্যায় এর জীবনীকে পুরোপুরিভাবে বর্ণনা করেছে...আর দুর্নিবারের কোনো তুলনা হবে না .. ❤️🙂🙂
@oindrilaacharya51332 жыл бұрын
Osadharonnnn... Gaye kanta die uthlo😌
@tridibeshsen64922 жыл бұрын
Ufff onk dhonnobaddddd eta upload korar jonno kal movie ta dekhe ami onk khujechi payeni, ei cinema tar kache bar bar phire asbo amra
@arghadipsasmal64542 жыл бұрын
One unexpected, indescribable, fabulous, unique personality soumitra chatterjee,, admire you 🙏 sir,, not only as an actor but also as a natural, down to earth, pure human being,,,
@meghpeonerbeg71162 жыл бұрын
'হে পূর্ণ তব চরণের কাছে'.... আশাকরি যেখানে আছেন খুব ভালো আছেন।
@ironey75812 жыл бұрын
নরকে থাকলে খারাপ থাকে
@joyarani86422 жыл бұрын
সত্যি অসাধারণ উপস্থাপন । সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই অসাধারণ । আমার খুব প্রিয় একজন অভিনেতা আর এখানে আমি আমার সব প্রিয় অভিনয় শিল্পীদের খুঁজে পাই যিশু দা পরমব্রত দা । দূর্নিবার দা তোমার গলায় রবীন্দ্র সংগীত সত্যি অসাধারণ । শুনলে গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে ।
@prasantpal80472 жыл бұрын
Khoob khoob shondor gaan ta ❤️❤️❤️ Abhijaan cinema ta aro shondor 💕💕💕
@monikamukherjee7792 жыл бұрын
Evergreen legend Sir apnaka pronam
@KaushikBhattacharyaIAS2 жыл бұрын
অনবদ্য ছবি। গানটিও সুপ্রযুক্ত।
@priyankabasak87432 жыл бұрын
আমার ভীষণ প্রিয় কন্ঠশিল্পী ❤❤
@Kunaldsen2 жыл бұрын
ভালো থাকবেন 😔 মহানায়ক যেমন একটা তেমনি মহান অভিনেতা ও একটাই❤️😔
@monalisachatterjee38032 жыл бұрын
Dunibar Saha wonderful..and beautiful..God bless
@sohamchatterjee69342 жыл бұрын
Love him.. wht a personality..
@somdattapaul78742 жыл бұрын
Ei gaan ta ei vabe khuuub kore chaichilam..... Onek onek dhonyobaad
@mrinal28442 жыл бұрын
যুগে যুগে আলো ছড়াক বাঙালি আর বাংলার সিনেমা💕👌💞💞
@DIPANKARBARAI03032 жыл бұрын
কিছু মানুষ চিরকাল ই আমাদের হৃদয়ে থেকে যাবেন।
@kamalenduadhikary7487 Жыл бұрын
স্যার কে যতবার দেখি, ততই ভালো লাগে 😊
@dipakdey70372 жыл бұрын
Durnibar da's voice is incredible
@parthasaradar81282 жыл бұрын
যীশু ভাই অসাধারণ কি বলবো তোমাকে নিয়ে ❤️❤️❤️
@Abhi_say0002 жыл бұрын
এই মানুষটার হাসিটা এই পৃথিবীর বাতাসে আর ধ্বনিত হবে না...... কেন এমনটা হয়? আমাদের ত্যাগ করে কোন অসীমে চলে গেলেন আপনি????
@stockmarketnewsUpdate2 жыл бұрын
😭
@soucharya192 жыл бұрын
Arijit Singh er gaan er jonno wait korchi♥️ Durnibar er Rabindra Sangeet tao darun hoeche😌❣️
@sayantanghoshc07942 жыл бұрын
Nei film e dadar gan film dekhechi ami ei ektai gan
@soucharya192 жыл бұрын
@@sayantanghoshc0794 You tube e koekta channel e rumour choriechilo je ei cinema e Arijit Dada r 5 ta gaan ache😔😔😓
@sayantanghoshc07942 жыл бұрын
@@soucharya19 ha setai to na uni sotti e bolechilen
@Reetam99992 жыл бұрын
@@sayantanghoshc0794 sotti e bolechilen? Mane thik bujhlam na dada ? Othocho gaan nei kno?
@sayantanghoshc07942 жыл бұрын
@@Reetam9999 etai bujhlam na uni sotti e bolechilen even ami msg korechilam onek bar dadar gan ache kina amar msg e like diyechilen
@arjanbanerjee227 Жыл бұрын
অনেকদিন তো হল, এবার Ott তে আনার ব্যবস্থা করুন। এই মাষ্টারপিসটি যে বারবার দেখতে মন চায়।
@paromitachakrabortygoswami49042 жыл бұрын
দুর্নিবারের কণ্ঠ সবসময় একটা শিহরণ জাগায় ❤️
@debashreenandy26962 жыл бұрын
2022 is 'Soumitra' year..with Avijaan, Belasuru & Sesher Golpo
@ahona54692 жыл бұрын
keno je chokhe jol chole ashe!
@uchaasroy2 жыл бұрын
রবীন্দ্রসংগীতের সাথে সৌমিত্র বাবু। আহ্!❤️🌿
@Misraprasenjit2 жыл бұрын
#সৌমিত্র চট্টোপাধ্যায় এর জীবনের যাত্রাপথকে তুলে ধরার জন্য এর চেয়ে আদর্শ আর কোন লাইন মনে করতে পারছি না........ "তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-- নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥"
@shubhojitmanna44602 жыл бұрын
এই গানটা আর দূর্নিবার এর গলা ❤😘
@tuhinbhattacharjee34592 жыл бұрын
Bahh khub sundor
@rpaul6722 жыл бұрын
আপনি থেকে যাবেন সবসময়ের জন্য আমদের হৃদয়ে।💖💖💖💖💖
@gopalpal5452 жыл бұрын
Monta vore gelo❣️❣️😍
@PINAKIKAUSHIKCREATIONS2 жыл бұрын
Spellbound. Gotokal movie ta dekhlam Amra shobai Inox e . Director ke dhonyobad. Khub bhalo man er ekta kaj dekhlam 🙏🙏
@priyankadas25292 жыл бұрын
Apurbo
@aindreemukherjee3832 жыл бұрын
আজও ভাষা খুঁজে পাই না❤
@Munmunlifestyle-ou6uj2 жыл бұрын
Kichu ovinoyকিছু গান শুধুই গান নয় ওটা জীবনী শক্তি ফিরিয়ে দেয়
@mukeshsaha57632 жыл бұрын
শান্তির আওয়াজ🌸
@susantanaskar59972 жыл бұрын
Asadharan gayaki te ami mughdho 🙏
@ইন্দ্রনীলসরদার2 жыл бұрын
সবাই বলে বাঙালীর সব শেষ। কিন্তু সত্যি বলতে বাঙালী এখনো শেষ হয়নি। তাদের সংস্কৃতি এখনো বেচে আছে।
@jayashreebanerjee74772 жыл бұрын
Swasradha pronam👏👏👏👏❤❤❤
@payelbarari45702 жыл бұрын
Ahhhaaa mon ta vore gelo❤️
@abantikaghosh15912 жыл бұрын
Soumitra dadu Tumi jekhane acho khub bhalo theko r Jani tumio dekhchho tomar ei biopic opor theke🥰🥰🥰🥰🥰
@amitabhattacharjee32872 жыл бұрын
What a life. !! Blessed and Fulfilling
@madanmohanhalder84342 жыл бұрын
এক কথায় অসাধারণ
@joyeetabanerjee325411 ай бұрын
Dekbo film ....osadharon gaan
@ankitbhattacharjee83822 жыл бұрын
Ei gan ta eto din sudhu Sahana Bajpayee er golatei osadharon lagto....ebar theke ei version tao sunte hobe
@chaitidutta29752 жыл бұрын
Khub sundor 👌👌
@sangitamohanta238 ай бұрын
তোমার অসীমে...😌
@parthashee71812 жыл бұрын
Mon ta vora galo go dada
@namratasarkar57072 жыл бұрын
Please sobai hall e gie dekhben... Onek notun kichu jante parben... Onak ses barer moto nijer kotha bolte sunben... Osadharon hoeche movie ta
@ipsitasaha13522 жыл бұрын
Evergreen legend.. Pride of Bengalis❤️❤️
@PriyaMamon2 жыл бұрын
Durnibar da ❤️❤️❤️❤️
@sukanyapaul45362 жыл бұрын
অসাধারণ, অসামান্য....
@railisengupta112 жыл бұрын
জীবনেরও মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই..
@howAndwhy972 жыл бұрын
Every time I see him. It feels like i lost someone very close to my heart😞.
@srabastiroychowdhury53082 жыл бұрын
Ekhono mene nite pari na j apni nei.Apnar chole jaoar porer apnar kaaj gulo aaro jeno mone korea deye j apni nei.. Tobu jani...”যাহা কিছু সব আছে আছে আছে।”আপনিও আছেন।
@saikatbosesvf29832 жыл бұрын
সেরা ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
@dhp69682 жыл бұрын
Osadharan
@mdaminulislam10942 жыл бұрын
Osadharon
@Prit_11092 жыл бұрын
পরমব্রত চট্টোপাধ্যায় কে ধন্যবাদ এরকম একটা ছবি আমাদের সামনে তুলে ধরার জন্য,প্রত্যেক টা জায়গায় ছবি টা নিখুঁত হয়েছে, যারা বলে বাংলা সিনেমা আইসিইউ তে তাদের request এই ছবিটি একবার দেখুন।
@sahanabhattacharyya32962 жыл бұрын
অতুলনীয়
@dwaipayanbasu74262 жыл бұрын
Sotti ki shrishti ki kotha sunleye choke jol ase
@soumyaghosh35482 жыл бұрын
💓💓💓💓 first day first show
@saptarshisinha93882 жыл бұрын
ভীষণ সুন্দর লাগলো...❤️
@sathipaul38672 жыл бұрын
অনবদ্য
@abhishekmookherjee37042 жыл бұрын
khub shundor geyechhen
@sayaksinha698 ай бұрын
এই সিনেমাটা কবে যে ott তে মুক্তি পাবে কে জানে , দেখার ইচ্ছে প্রচন্ড ।
@anirbansarkar46662 жыл бұрын
জীবনের গান। ❤❤❤
@kabitabasu36862 жыл бұрын
অনবদ্য।
@soumyasarkar869 Жыл бұрын
This version creates a pure sadness .
@paprisen28252 жыл бұрын
সব সময় প্রিয় ♥️✨
@debasishroy11629 ай бұрын
My idol and most favourite actor
@ablife47862 жыл бұрын
Seriously this movie was too good, in terms of down the memory lane. Master piece....2022