Рет қаралды 49
পথের ওপরে সাদা পেইন্ট
পথকে করেছে দুই ভাগ
ভাগেই বাস পথশিশুদের
ভাগেই ওদের খেলা হাসি রাগ
ওদের কানের পাশ দিয়েই তো
ছুটছে কত শত রিকশা গাড়ি
কেউ যাচ্ছেন হাট-বাজারে
কেউ ফিরছেন নিজ বাড়ি
আগুন জ্বালাও একসাথে
মিছিল যায় স্লোগান দিয়ে
কারোর মিছিল- ফাঁসি চাই
রাজাসনের ভাগ নিয়ে
ওদের নামেও যাচ্ছে মিছিল
তাতেও ওদের নেই মন
ওরা জানে, গণতন্ত্র খায় পিষে
পথের লোকের আজীবন
হরেক স্বাধীনতা আসলো গেলো
এসে মানুষের রক্ত নিয়ে
তাকে চিলে নিলো, কাকে খেলো
এক টুকরো পতাকা দিয়ে
স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
আসে শুধু শাসকের ঘরে
পথ শিশু পথেই বৈষম্য রোদে
রোজ ভিজে, শুকিয়ে মরে
পথশিশু বলে তাই- দূর ছাই
স্বাধীনতা খায় নাকি মাথায় দেয়
পথমানুষের কাছে তুচ্ছ সে
নয় এক থালা ভাতের ন্যায়...