মারহাবা মারহাবা মারহাবা খাজাবাবা জান মারহাবা হযরত মঈনুদ্দীন চিশতিকে গরীবে নেওয়াজ কেন বলা হয়? মুঈনুদ্দীন চিশতির শায়খ হলেন ওসমান হারুনী আর ওসমান হারুনীর শায়খ হলেন খাজা শরীফ, হযরত খাজা শরীফ একদিন তার মুরিদ ওসমান হারুনীকে ডেকে বলল আগামী শুক্রবার বাদ আসর আমার খানকায় একটি দৃশ্যের অবতারনা হবে যারা এই দৃশ্য দেখবে তারা খোশনসিব হবে, তবে একথা তুমি প্রচার করবেনা যদি তুমি প্রচার কর তাহলে তুমি বদ নসিব হবে, তখন হযরত ওসমান আরজ করলেন হুজুর আমি কাউকে বলবনা তবে আমার মুরিদ মুঈনুদ্দীনকে বলার অনুমতি দেন, অনুমতি দেয়া হল এবং বলা হল তবে তাকে বলে দিবে সে যেন আর কাউকে না বলে যদি বলে তাহলে সে বদনসিব হয়ে যাবে আর যারা দেখবে তারা খোশনসিব হয়ে যাবে। হযরত ওসমান হারুনী যখন মুঈনুদ্দীনকে সব কথা বলল মুঈনুদ্দীন সকলকে এই কথা প্রচার করতে লাগল, ফলে শুক্রবার আসরের আগে খাজা শরীফের খানকার আশে পাশে হাজার হাজার লোক জমা হতে লাগল, এই অবস্তা দেখে খাজা শরীফ হযরত ওসমান হারুনীকে ডাকলেন আর বললেন এত মানুষকে কে খবর দিয়েছে? হযরত ওসমান বললেন মনে হয় মুঈনুদ্দীন। তাকে ডাকা হল, প্রশ্ন করা হল তুমি কেন এত লোককে এসব কথা বলেছ? এখন তুমি হবে বদবখত আর এরা হবে খোশনসিব। তখন হযরত মুঈনুদ্দীন উত্তর দিলেন হুজুর আমি যখন শুনেছি খানকার অবতারিত দৃশ্যটি যে দেখবে সেই খোশনসিব হবে আর আমি চিন্তা করলাম আমি বলে দিলে আমি বদনসিব হয়ে গেলাম আর এই উছিলায় যদি আমার দয়াল নবীর হাজার হাজার উম্মত খোশনসিব হয়ে যেতে পারে তাতে ক্ষতি কি? তাই আমি বদনসিব হওয়াকে কবুল করে নবীর উম্মতগনের সার্থে বলে দিয়েছি। একথা শুনে খাজা শরীফ অত্যন্ত বিষ্মিত হলেন এবং বললেন হে মুঈনুদ্দীন তুমি দয়াল নবীর গরীব উম্মতগনের সার্থে যে কাজটি করেছ তাতে আল্লাহও খুশি নবীও খুশী আর আমিও খুমি তুমি কখনো বদ নসিব হতে পারনা বরং তুমিও খোশ নসিব যারা এসেছে তারা খোশ নসিব আর আজ থেকে তুমি হলে গরীবে নেওয়াজ। (সুবহানাল্লাহ) এটাই ইসলামের শিক্ষা নিজের লাভ ক্ষতি চিন্তা না করে অন্যের উপকার করা।
@mdmalak80malak607 ай бұрын
!))
@arefulmallick96296 ай бұрын
Yea khawaja baba 😂😂😂😂😂😂😂😂
@SayedHasan-y8w7 ай бұрын
মারহাবা খাজাবাবা জান মারহাবা🙏
@nurchisti61193 ай бұрын
❤খুব ভাল লাগল।
@MoshedAlam-pd2bb11 ай бұрын
আমিন
@mdmashfi68512 жыл бұрын
Hasib mamun Bangladesh Bone Asmaulhussna Vice-president bracbankltd VP Bangladesh
@mdmunnakhan1385 Жыл бұрын
Bangladesh Pakistan Zindabad
@mohammadrobiulalam22243 жыл бұрын
nine
@MoshedAlam-pd2bb11 ай бұрын
❤❤❤
@MdKobir-cv5ru3 жыл бұрын
মোঃকবিরহােসেন
@ভান্ডারীগানমিডিয়া Жыл бұрын
খুব সুন্দর
@RubelAhmed-y5q Жыл бұрын
👌🏾👌🏾👌🏾🙏🙏🙏💓💓❤️❤️
@mdjoynal84152 жыл бұрын
Nice
@mdmashfi68512 жыл бұрын
Hasib mamun Bangladesh Bone Asmaulhussna Vice-president bracbankltd VP Bangladesh