No video

মানুষ # কাজী নজরুল ইসলাম ▻ Foysal Aziz’s Recitation

  Рет қаралды 327,510

VoiceArt

VoiceArt

3 жыл бұрын

ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
Poem : Manush (মানুষ)
Poet : Kazi Nazrul Islam (কাজী নজরুল ইসলাম)
Recitation : Foysal Aziz (ফয়সাল আজিজ)
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
‘পূজারী দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!
জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
ডাকিল পান’, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন!’
সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
ভুখারী ফুকারি’ কয়,
‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
মসজিদে কাল শির্‌নী আছিল,-অঢেল গোস-র”টি
বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি,
এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন্‌
বলে, ‘ বাবা, আমি ভূখা-ফাকা আমি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা-‘ভ্যালা হ’ল দেখি লেঠা,
ভূখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
ভূখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল-‘তা হলে শালা
সোজা পথ দেখ!’ গোস-র”টি নিয়া মসজিদে দিল তালা!
ভুখারী ফিরিয়া চলে,
চলিতে চলিতে বলে-
‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু।
তব মস্‌জিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
মোল্লা-পুর”ত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!’
কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
মানুষেরে ঘৃণা করি’
ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,
যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,
পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।
আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!
আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
আমিই কি জানি-কে জানে কে আছে
আমাতে মহামহিম।
হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
কে জানে কাহার অন- ও আদি, কে পায় কাহার দিশা?
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
অথবা হয়ত কিছুই নহে সে, মহান্‌ উ”চ নহে,
আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
তবু জগতের যত পবিত্র গ্রন’ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
ওই হ’তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
চাষা ব’লে কর ঘৃণা!
দে’খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
তারাই আনিল অমর বাণী-যা আছে র’বে চিরকাল।
দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
সে মার রহিল জমা-
কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত সুধা,
তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোন্‌খানে!
তোমারি কামনা-রাণী
যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি’।

Пікірлер: 182
@miasumanvlog
@miasumanvlog 2 жыл бұрын
ধর্মান্ধুতা নিপাত যাক, মানুষ জেগে উঠুক মানুষের ময়দানে, মানুষের অন্তর নিয়ে মানুষের কল্যানে ।
@shibachakraborty1291
@shibachakraborty1291 2 жыл бұрын
এই রকম অসম্ভব কবিতার শ্রষ্টা নজরুল ছাড়া কেউ হতে পারে না
@beenooslife7046
@beenooslife7046 Жыл бұрын
কি কঠিন আবৃত্তি
@zahedabegumofficial
@zahedabegumofficial Жыл бұрын
আলাহামদুলিল্লাহ! কাজী নজরুল ইসলাম জাতীয় কবিই কবিতার জগতে সব কবিদের মাঝে সেরাদের সেরা!!! ছুম্মা আলাহামদুলিল্লাহ ।
@sandipshyamal7025
@sandipshyamal7025 2 жыл бұрын
ছোটবেলায় যখন এই কবিতা গুলো শুনতাম এর মানে কিছুই বুঝতাম না। এখন বুঝি কি অমূল্য সব রচনা আছে আমাদের বাংলা সাহিত্যের ভান্ডারে। আর কি গভীর চিন্তা ও উপলব্ধি থেকে কবির লেখনীতে ধরা পড়েছে।
@user-tu9qj8lj7k
@user-tu9qj8lj7k 2 жыл бұрын
কতবার যে শুনলাম। আপনার কন্ঠে যেন কাজী নজরুল ইসলামের ই গর্জন। প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা, সালাম আর ভালোবাসা রইলো হে কবি
@highambition2421
@highambition2421 2 жыл бұрын
পৃথিবীর সমস্ত কবি মিলে এমন কবিতা লিখতে পারবে কিনা তাও সন্দেহ হয়
@alomgirhossein8380
@alomgirhossein8380 Жыл бұрын
জ্ঞানীরা কখনো ভিন্ন হয় না
@mdsayedalomalom4596
@mdsayedalomalom4596 2 жыл бұрын
গায়ের লোম খারা হয়ে যায় শুনলে❤❤❤
@TahabubAlam
@TahabubAlam 3 жыл бұрын
হৃদয়স্পর্শী চমৎকার আবৃত্তি করেছেন! অশেষ ধন্যবাদ!
@rakinmahdin8799
@rakinmahdin8799 Жыл бұрын
এমন একজন মানুষের ছাত্র হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি🥰। অনেক ভালবাসা স্যার
@user-uj5cb2ct9k
@user-uj5cb2ct9k 11 ай бұрын
কী😮😮😮
@rakinmahdin8799
@rakinmahdin8799 11 ай бұрын
@@user-uj5cb2ct9k হ্যা আপু।।উনি আমাদের নটর ডেম কলেজের ম্যাথ এর অধ্যাপক।।।স্যার এর ক্লাসে দেয়া হাজারো গম্ভীর দর্শন আজো কানে বাজে🌸🌸
@user-fz6gr2og6f
@user-fz6gr2og6f 10 күн бұрын
Allah is lord of all creation.subhanallah.❤
@abusayed7233
@abusayed7233 Жыл бұрын
অসাধারণ, এমন লেখার লেখক দ্বিতীয় জন জন্মাবে কী এ উপমহাদেশে? অসম্ভব।।
@smazim5237
@smazim5237 Жыл бұрын
তাবিম মাহমুদ হবে। তার লেখায় নজরুলের ছাপ পাওয়া যায়।
@SohelRana-nq7bu
@SohelRana-nq7bu Жыл бұрын
পৃথিবীর সেরা কবি নজরুল ইসলাম
@raselahmad592
@raselahmad592 3 жыл бұрын
কি কবি ছিল আমাদের আহা কি লিখা ছিল তাম যত সুনি সুধু অবাক হই আহা আহা 🙏
@alalhossain1282
@alalhossain1282 2 жыл бұрын
এই কবিতার মর্মারথো যদি আমরা উপলব্ধি করতাম এবং সেটা মেনে চলতাম তাহলে আজ এই দেশে সাম্প্রদায়িকতা বলে কিছু থাকতো না।
@malahait5735
@malahait5735 3 жыл бұрын
আপনার আবৃত্তি খুব ভালো লাগে।অপূর্ব কন্ঠস্বর। আমি আপনাকে Follow করি।কারণ আমি আবৃত্তি করি
@parthokr-o5l
@parthokr-o5l 10 күн бұрын
Leaving this comment as a souvenir for myself. Class of 2017. I remember Faysal Aziz Sir teaching integrals in Group VIII. Somehow, I got to know about his channel on KZbin. This is 2024, and I still keep circling back to it from time to time. I am definitely going to show this to my grandchildren.
@story2143
@story2143 Жыл бұрын
খুবই সুন্দর আবৃত্তি হয়েছে।
@Rimon736
@Rimon736 2 ай бұрын
মাঝে মধ্যে চিন্তার সাগরে হারিয়ে যাই, সবাই কি শুধু প্রেম ভালো বাসার কথা চিন্তা করে রাত জাগে প্রেম ভালো বাসা ছাড়া কি আর কোনো কষ্ট থাকতে পারে না মানুষের জীবনে, বিভিন্ন রকমের গান শুনি আমি আজ নতুন না ছোট বেলা থেকে গান পছন্দ করি, তখনো মানুষ ছিলো কিন্তু মানুষের ফালতু মনমানশিকতা ছিলো না, নিজের সব কষ্ট কেনো সবার সাথে শেয়ার করবো,এমন দিন গেছে আপন জন নামক শয়তান দের সব ধরনের বিপদে আমি পাশে ছিলাম, আমার খারাপ সময় গুলো তে, সেই নিমক হারাম বেঈমান গুলো লোভের কারণে, আমার থেকে দুরে সরে গেছে , অজুহাত দেখিয়ে, সার্থপর বেঈমান সব।
@rajeshkumarhalder9432
@rajeshkumarhalder9432 2 жыл бұрын
কাজী সব্যসাচীর কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগলো। 💕
@pg-tazbidgaming
@pg-tazbidgaming Жыл бұрын
কাজী নজরুল ইসলাম এর লেখা।
@deficienttanjila5836
@deficienttanjila5836 Жыл бұрын
কাজী নজরুল ইসলামের লেখা আর তার ছেলে কাজী সব্যসাচী একজন খ্যাতনামা আবৃত্তিকা, তিনি আবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।
@NogoderJogot
@NogoderJogot Жыл бұрын
আপনার আবৃত্তি অনেক অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে আমাকে উত্সাহ দেয়ার জন্য।
@sarkerBabu
@sarkerBabu Жыл бұрын
নজরুল এর লেখা মানে অন্যরকম এক দৃষ্টি ভঙ্গির সঙ্গে পরিচয়। ভালোবাসি।🌺🖤
@AshrafulIslam-vk4xh
@AshrafulIslam-vk4xh Жыл бұрын
হে কবি অাপনার কবিতা অসিম যার কোনো সীমা নেই জ্ঞানীরাই বুঝবে অাপনার কবিতার মর্ম
@user-mq7cv2nl7v
@user-mq7cv2nl7v 2 ай бұрын
পৃথিবীতে অনেক কবি সাহিত্যিক ছিল। কিন্তু কাজী নজরুলের মতো একজনও ছিল না।
@mdsaidulislam6645
@mdsaidulislam6645 2 жыл бұрын
হৃদয়ছোয়া কন্ঠ ❤️❤️ অসাধারণ আবৃত্তি ❤️
@shahidulislamshahad8179
@shahidulislamshahad8179 Жыл бұрын
কবি নজরুলকে প্রতিটা কবিতার জন্য একটা করে নোবেল দেওয়া প্রয়োজন।
@NHstorm
@NHstorm 3 жыл бұрын
কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলার নক্ষত্র
@user-km4jw3wx2c
@user-km4jw3wx2c 2 жыл бұрын
অসম্ভব সুন্দর আবৃত্তি
@mohansarker7129
@mohansarker7129 3 жыл бұрын
অসম্ভব সুন্দর আবৃত্তি!💐
@khadizakanta278
@khadizakanta278 2 жыл бұрын
অসাধারণ আবৃত্তি --
@abdulla-mamun
@abdulla-mamun Жыл бұрын
ক্লাস নাইনে বিমল স্যারের মুখে ব্যাক্ষ্যা সহ কবিটি শুনেছিলাম সেই থেকে সুনেই যাচ্ছি। প্রিয় বিমল স্যার আপনি অসাধারণ ভাবে বুঝিয়েছেন ❤
@lovelyahsan5797
@lovelyahsan5797 Жыл бұрын
অসাধারণ আবৃত্তি, হৃদয় স্পর্শ করে গেলো।
@nasrinjubin5904
@nasrinjubin5904 2 жыл бұрын
মন ছুঁয়ে গেল 💖
@helaluddinbhuiyan1003
@helaluddinbhuiyan1003 Жыл бұрын
অন্তর ফেটে চৌচির হয়ে যায়।নজরুলের কবিতা শুনলে
@nilufaakter1718
@nilufaakter1718 3 жыл бұрын
ভাইয়া আপনার কন্ঠে নজরুল এর বিশ্বাস ও আশা কবিতাটি শুনতে চাই।
@tauhidislam6765
@tauhidislam6765 Жыл бұрын
এমন কবিতা থাকা সত্ত্বেও কেন এত সাম্প্রদায়িকতা?
@MdNoyon-uq6sr
@MdNoyon-uq6sr Жыл бұрын
আমার কাছে সবচেয়ে প্রিয় কবি!
@bitrishabanu7411
@bitrishabanu7411 11 ай бұрын
অসাধারণ
@shafiqulislam9187
@shafiqulislam9187 2 жыл бұрын
নজরুল অতুল্য। ফয়সাল আজিজের আবৃত্তি শুনলাম। খুব মন দিয়ে শুনলাম। আবার শুনবার তেষ্টা জমা। জানি না আবৃত্তিকার কেমন আছেন?
@sudhirbasu3726
@sudhirbasu3726 3 жыл бұрын
খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
@pssumon6276
@pssumon6276 3 жыл бұрын
এত সুন্দর! 🖤
@salmaakter152
@salmaakter152 2 жыл бұрын
এক কথায় অসাধারণ 👌👌👌
@shahanbadsha
@shahanbadsha 2 жыл бұрын
কাজী নজরুল ইসলাম। আমার আত্মার পরম আত্মীয়।
@subarnaakter3313
@subarnaakter3313 2 жыл бұрын
অসাধারণ আবৃত্তি 🙂🙂
@somnathbanerjee2534
@somnathbanerjee2534 Жыл бұрын
চেতনার কবি কে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি।
@jmxCollection-wb1mz
@jmxCollection-wb1mz 11 ай бұрын
Nice recitation. The poem is wonderful meaning. Herat touching . Truth if of mankind
@samsurhaquegazi7206
@samsurhaquegazi7206 2 жыл бұрын
এক কথায় অসাধারণ
@user-xx3um8pd5v
@user-xx3um8pd5v 5 ай бұрын
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ❤❤❤❤
@jsshuvo1601
@jsshuvo1601 2 жыл бұрын
মন ছুয়ে গেল
@keshobchandra4160
@keshobchandra4160 Жыл бұрын
অসম্ভব সুন্দর
@AKDINSPIRATION
@AKDINSPIRATION Жыл бұрын
Pranam Kobi Nazrul 🙏🙏🙏 Mind blowing poem... Out standing recitation....
@jamalhossian3480
@jamalhossian3480 2 жыл бұрын
Salute brother for unequal recitation.
@redoykhan679
@redoykhan679 Жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ , স্যার ।
@saiedbukhari1178
@saiedbukhari1178 Жыл бұрын
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন
@reazulkarim9068
@reazulkarim9068 3 жыл бұрын
ভাই আপনার গলায় কবিতাটা খুব ভালো লাগছে।
@adrisstory540
@adrisstory540 2 жыл бұрын
অসাধারণ আবৃত্তি করেছেন ,মন ছুয়ে গেলো।
@user-xc4mj8fy2s
@user-xc4mj8fy2s 11 ай бұрын
Mind blowing recitation, thanks foysal aziz
@IBRAHIM-je1jc
@IBRAHIM-je1jc Жыл бұрын
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে
@srshahinreza5733
@srshahinreza5733 2 жыл бұрын
অসাধারণ প্রিয় ভাই।
@alaminskobita9707
@alaminskobita9707 10 ай бұрын
Excellent reciatation.just awesome awesome and only awesome
@samirdas4305
@samirdas4305 2 жыл бұрын
NCE RECITATION...ASADHARN....
@Audio-Art
@Audio-Art 2 жыл бұрын
অসাধারণ আবৃত্তি করেছেন।
@mhasan7068
@mhasan7068 Жыл бұрын
খুব ভালো লেগেছে।
@mdmonarul480
@mdmonarul480 Жыл бұрын
অসাধারণ।
@shilatahalder8342
@shilatahalder8342 Жыл бұрын
অসাধারণ 🙏
@TithiSusmita
@TithiSusmita 2 жыл бұрын
খুব ভালো লাগলো।
@malahait5735
@malahait5735 3 жыл бұрын
আমি এই "মানুষ' কবিতা টি করার চেষ্টা করছি।দাঁত কপাটি লেগে যাচ্ছে,তবুও এক ফোঁটাও আপনার মতো করতে পারছি না। আপনি সত‍্যিই প্রশংসনীয়
@kazifarjanahuqjannat4879
@kazifarjanahuqjannat4879 3 жыл бұрын
Kobitati Amer khub poconder.
@ripadey7629
@ripadey7629 3 жыл бұрын
চমৎকার 👌👌💐💐🙏🙏
@Progyasmita4563
@Progyasmita4563 Жыл бұрын
অসাধারণ, দুর্দান্ত পরিবেশনা। অনেক শুভেচ্ছা রইলো।❤
@paulamighosh5186
@paulamighosh5186 3 жыл бұрын
Apnar recitation osadharon lage,,,,amr r amar mayer o
@abujobayed9379
@abujobayed9379 2 жыл бұрын
Foysal Aziz vai, apni sotti osadharon kore kobita abriti koren, jokhon je kobir kobita abriti koren mone hoyo sei kobi nijei kobita khani abriti korteche, bisesh kore kazi nuzrul islam er kobita, thanks vai.
@shiladeb7174
@shiladeb7174 2 жыл бұрын
আহা অপূর্ব মনে হয় বারবার শুনি,,,,
@mdakashkhanadmin5259
@mdakashkhanadmin5259 Жыл бұрын
নজরুল যে শুধুই নজরুল
@sabinayeasmin6076
@sabinayeasmin6076 Жыл бұрын
Really nice recitation.
@suklapoddar4425
@suklapoddar4425 Жыл бұрын
অসাধারণ ❤
@MDTanzilHossin-eb1go
@MDTanzilHossin-eb1go 7 ай бұрын
❤❤❤
@JashimUddin-cl2pm
@JashimUddin-cl2pm 2 жыл бұрын
Oshadharon upostapon
@jakariaazadratul6348
@jakariaazadratul6348 10 ай бұрын
অসাধারণ স্যার❤
@Sonirul.
@Sonirul. 8 ай бұрын
আসাধরণ কণ্ঠ, লোম দাড়িয়ে যায়❤❤❤
@user-om4df7ve8h
@user-om4df7ve8h 5 ай бұрын
❤❤
@somnathbanerjee2534
@somnathbanerjee2534 Жыл бұрын
চেতনার কবি কে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি
@AbdulWahab-uq1wq
@AbdulWahab-uq1wq 6 ай бұрын
পৃথিবীতে নজরুল হলো ইউনিক
@user-lw8hv2jp5p
@user-lw8hv2jp5p 2 жыл бұрын
খুব সুন্দর দাদা ।। আমার প্রণাম নেবেন ।।
@user-rw6it6wl7x
@user-rw6it6wl7x 2 жыл бұрын
🇧🇩🌍আমি তাহাই করি ভাই এই মন চাহে যাহা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা।
@minerakib5707
@minerakib5707 9 ай бұрын
অসাধারণ সৃষ্টি
@ummesofwan5570
@ummesofwan5570 2 жыл бұрын
Osomvov sundor .
@sushantokundu1568
@sushantokundu1568 7 ай бұрын
খুব সুন্দর
@firozmahmud7904
@firozmahmud7904 3 жыл бұрын
ব্যাকগ্রাউন্ড সাউন্ড টা আপডেট করছেন কেন আগের সাউন্ড টাই অনেক ভাল ছিল,,, কবিতার বিষয়বস্তু সঙ্গে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার অনেক মিল ছিল
@TithiSusmita
@TithiSusmita 2 жыл бұрын
হয়তো কপিরাইট ধরা পড়েছ।
@firozmahmud7904
@firozmahmud7904 2 жыл бұрын
@@TithiSusmita মনে হয় বেশি আপডেট করতে গিয়ে জগাখিচুড়ি বানাই ফেলছে.....!!
@Academy600
@Academy600 10 ай бұрын
অসাধারণ কবিতা, চমৎকার আবৃত্তি।
@abusayeed8236
@abusayeed8236 2 жыл бұрын
অসাধারণ ❣️❣️। আমি আপ্লূত ❣️❣️❣️❣️❣️
@santanumandal7000
@santanumandal7000 2 жыл бұрын
Asadharan
@mahendradas4008
@mahendradas4008 2 жыл бұрын
হ্যা নজরুল আজও যে অনেকটা পথ বাকী ۔۔۔۔
@walid.hasan.shampad.007
@walid.hasan.shampad.007 2 жыл бұрын
Oshadarun
@sakilahmedmunshi
@sakilahmedmunshi 2 жыл бұрын
আল্লাহ আমার প্রিয় কবি কে জান্নাত নসিব করিও।
@shaheenmamun8087
@shaheenmamun8087 2 жыл бұрын
কিছু মনে করবেন না ভাই। একজন ভিখারি কী রাজাকে ভিক্ষা দিতে দিতে পারে ? আপনার হচ্ছে সেই অবস্থা। প্রথমতঃ জান্নাত সম্পর্কে জানুন, কাজী নজরুল ইসলাম সম্পর্কে বুঝুন, তিনি কে, কী,কেন ? তাঁকে দোয়া করার মত যোগ্যতা আপনার আছে কিনা। 🙏🙏
@kobitarjonne5259
@kobitarjonne5259 2 жыл бұрын
Khub eundor
@excelanalysis
@excelanalysis 2 жыл бұрын
Jotobar suni toto valo lage
@raihankabirprince2101
@raihankabirprince2101 10 ай бұрын
খুব সুন্দর আবৃত্তি
@plabonvlogs6284
@plabonvlogs6284 3 жыл бұрын
😍💓💓💓💓
@punnosheikh6736
@punnosheikh6736 6 ай бұрын
noce
@user-ek4ss5hs4f
@user-ek4ss5hs4f Жыл бұрын
আরো আবৃত্তি চাই
@SohelRana-nq7bu
@SohelRana-nq7bu Жыл бұрын
মানবতার কবি
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
অভিশাপ
6:46
Kobita Pather Aasor
Рет қаралды 362
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45