আমি বিরক্ত হয়ে যায়নি। এইসব আমাকে বিরক্ত সৃষ্টি করতে পারবে না । পরিবারের খারাপ ব্যবহার টাকা র অভাব এগুলো আমার জন্য এতো গুরুত্বপূর্ণ নয়। তোমার মন খারাপ আমার কাছে যতোটা গুরুত্বপূর্ণ। তোমার মন খারাপ কেন এখন। আমি তোমার কাছে comfortable বোধ করি। তোমার সাথে কথা বলতে share করলে আমার শান্তি লাগে । আমার ভালোবাসা কখনো ই কমবে না। এটা আমার মনের গভীরের ভালোবাসা।
@mentaltstark24 күн бұрын
আপনার আন্তরিক এবং হৃদয়স্পর্শী কথাগুলোর জন্য অনেক ধন্যবাদ। আমার কন্টেন্ট আপনার সাথে এতো গভীরভাবে সংযোগ স্থাপন করতে পেরেছে, এটা আমার জন্য সত্যিই অনেক বড় ব্যাপার। আপনার সমর্থন এবং এখানে শেয়ার করা ইতিবাচকতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাকে সবসময় শান্তি এবং সুখ কামনা করি!