মন ভরে গেলো। চাঁদের স্নিগ্ধতা মাখা,মধু মাখা সুরেলা কন্ঠে মিষ্টি গান টি শুনে.. এই গান গুলোর সুমধূর সূর এখনো শুনতে শ্রুতি মধূর লাগে । চমৎকার গান টি শুনে ভীষন ভালো লাগলো তোমার কন্ঠে তৌকির ভাই। অনাবদ্য প্রশংসনীয় গুনী শিল্পী ভাইয়া তোমার গান আমি ভীষন পছন্দ করি, প্রায় সুযোগ পেলেই তোমার গান আমি শুনি। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ❤❤