ভারত থেকে বলছি। এ এক অসাধারণ সুন্দর নাটক! সাম্প্রদায়িকতা, ধর্মের নামে চক্রান্ত, সর্বোপরি, মানুষের লোভের কুৎসিত রূপ এই নাটকে জীবন্ত হয়ে উঠেছে! তবুও সব শেষে মনুষ্যত্বের জয় হচ্ছে দেখে মনটা আনন্দে ভরে গেল। নাট্যকারকে আমার সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। সকল অভিনেতা, অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই । এমন মানবিক নাটক যেন আরও দেখতে পাই এই কামনা করি।
@papribarman27482 жыл бұрын
K9{k7
@amankuddus15182 жыл бұрын
পৃথিবীর সব দেশের মুসলমানরা অন্য ধর্মের উপর সহনশীল তাড়িয়ে দেয় না। দেখো মুসলিমদের অন্যান্য ধর্মের লোকেরা তাড়িয়ে দিচ্ছে। ভারতের কথাই চিন্তা করো
@auro24612 жыл бұрын
@@amankuddus1518 ভারতে ইদানীং যে ঘৃণা ছড়ানো হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে তা অত্যন্ত নিন্দনীয়। তবে এটা ভারতের প্রকৃত চরিত্র নয়। সকল শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয় এর প্রতিবাদ করছে। বর্তমান ভারত সরকারের এই ঘৃণ্য প্রয়াস অত্যন্ত দুর্ভাগ্যজনক।
@mdfoysalahamed12912 жыл бұрын
আমি চুইদারলেন থেকে বলতাছি নাটকটা সুন্দর হইছে😀
@auro24612 жыл бұрын
@@mdfoysalahamed1291 ও... তাই? খুব বুদ্ধি তো আপনার! আমি জানতামই না! যাগ্গে, জেনে খুশি হলাম।
@barshabasfore81812 жыл бұрын
যত দিন যাচ্ছে ততই বাংলাদেশী নাটক এর প্রীত ভালোবাসা বেড়ে গেছে ♥️ অনেক ভালোবাসা রইলো ভারতবর্ষের দিক থেকে 🙏😊
@sisirsaha11723 жыл бұрын
এমন একটি সাম্প্রদায়িকতা বিরোধী সফল নাটক দেখে মনটা ভরে উঠলো।কি অসাধারণ ব্যক্তব্য।আর অভিনয়, পরিচালনার তো তুলনা নেই। চঞ্চল চৌধুরী, খুশী, সবাই সবাইকে আমার প্রানের অভিনন্দন।
@mallickamitra8693 жыл бұрын
বাহ্ বৃন্দাবন দা মুগ্ধ হলাম নাটকটা দেখে আর অবাক হলাম এই ভেবে যে সামান্য বাতাসা নিয়েও এমন নাটক লেখা যায় , 🙏🙏আপনাকে
@smsalim152 жыл бұрын
ঠিক
@julfikarali5359 Жыл бұрын
Mervelous !
@rakhighoshshaw9523 жыл бұрын
কলকাতা থেকে আপনাদের নাটক দেখছি,,,, অসাধারণ বললেও কম বলা হয়, অপূর্ব,,,, সত্যি মানুষ কে অপমান করলে ঈশ্বর কেই অপমান করা হয়,,,, সকল মানুষের মধ্যেই ঈশ্বরের বাস,,,, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশির অভিনয় মুগ্ধ করে।
@bumba8195 жыл бұрын
দারুণ একটা সামাজিক নাটক দেখলেম।আমি ভারতীয় এবং হিন্দু ছেলে। আমাদের এই সমাজে জাতি বর্ন বিভেদ কিছু সংশ্লিষ্ট মানুষের চরিত্রে বেচে আছে তাও আর বেশি দিন থাকবে না। সবার আগে জীবন সত্য। খুব ভালো লাগলো শেষ দৃশ্য টি।
@rayhanbhai38905 жыл бұрын
Bumba Paul বেশিদিন আর কই থাকতেছে না ভাই? কেবল তো মাত্র শুরু করছেন। কুরবানের সময় ইন্ডিয়ার মন্ত্রীরা সরাসরি হুমকি দেয় গরু না জবাই করার জন্য। আর বাংলাদেশে মন্ত্রীরা পূজায় এসে একসাথে ঢোল বেজে হিন্দুদের সাথে নাচে। বাংলাদেশে মুসলমান হিন্দুদের মধ্যে যে ভাতৃত্ববোধ আছে তা আর কোনো দেশে নেই।
@rahimaayub93033 жыл бұрын
@@rayhanbhai3890 thik kotha bolesen amader bd te hindhu mushlim milemishe thakar probonota ache amder Eid er shomoy amr hindhu friends ra barite ashe abong amra aksathe bose khawa dawa kori amader moddeh kono vedhavedh rakhi na
@rahimaayub93033 жыл бұрын
amr koek jon hindhu friends ache r tara sobai amr best friends mrettu porjonto tader sathe somporko bhalo rakhbo InshAllah
@omarfaruq44 Жыл бұрын
নাটকটির বিষয় বস্তু অত্যন্ত সুন্দর।শাহনাজ খুশি ও চঞ্চল চৌধুরী র অভিনয় অসাধারণ।মানুষ মানুষই, মানুষের মন থেকে কুসংস্কার দুর হলে পৃথিবীটা আরও সুন্দর হবে।যে যার ধর্ম সে তা পালন করুক।আমি একজন মানুষ ,আমার দ্বারা যেন কোনো মানুষের অপকার না হয়,এমন চিন্তা প্রত্যেক মানুষের মনে থাকা উচিৎ। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই। Can we
ভারত থেকে বলছি। অনেক অনেক ভালবাসা। মানবতা জয়ী হোক। সাম্প্রদায়িকতার বিরদ্ধে সম্প্রীতির জয় হোক। উগ্র হিন্দুত্ব, ব্রাহ্মণ্যবাদ, মোল্লাতন্ত্র, সর্বোপরি মৌলবাদ নিপাত যাক।। অফুরান ভালোবাসা এই নাটকের পুরো টিমকে।
@subhadiproy63964 жыл бұрын
কি চমৎকার নাটক ...ধর্ম বৈষম্যেকে কেন্দ্র করে এতো সুন্দর উপস্থাপনা খুব বিরল ....সাধুবাদ প্রতিটি শিল্পীকে এবং বৃন্দাবন দাস মহাশয়কে বাস্তবধর্মী এই অপূর্ব নাটকটি উপহার দেওয়ার জন্য ...শুভদীপ....কলকাতা
@sadaydebnath12852 жыл бұрын
... অসাধারণ...! ইতিহাস মনে করিয়ে দিলো 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গা -র কথা...! কবে আমাদের সমাজ থেকে এই ধরনের ধর্মীয় সুড়সুড়ি বন্ধ হবে...! No secularism, no non-secularism...we should to build a society only depends on humanism... ... love you Bangladesh from KOLKATA WEST-BENGAL INDIA ❤️❤️❤️...
@julfikarali5359 Жыл бұрын
Heart touching !,
@TapanMitra-rz2xp5 ай бұрын
মানবিক বার্তা সহ অসাধারণ নাটক ❤❤
@tanvirahmad4885 жыл бұрын
সত্যি কারের একজন অভিনেতা 🙂 সত্যি কারের একজন মাটির মানুষ❤ প্রিয় চঞ্চল চৌধুরী 🥰
@SarodaMandal-wl4vu Жыл бұрын
😅
@wfpresentations97866 жыл бұрын
40 মিনিটের নাটক শত বছরের কুসংস্কারকে উপস্থাপন করেছে। অসাধারন অসাধারন।।
@alaminsheikh65922 жыл бұрын
পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে..। মসজিদে আযান হোক, ঘন্টা বাজুক মন্দিরে.. 🙏
@bishnusarkar2647 Жыл бұрын
আপনার চিন্তাভাবনা খুব ভালো তাহলে হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে আপনার মত করে যদি সবাই ভাবতো কোনো গন্ডগোল হতো না
@desitraveller894 Жыл бұрын
Great and mature thinking 🎉
@SharminJahan-ui4tw Жыл бұрын
খুব সুন্দর কথা
@atrikroy9160 Жыл бұрын
🙏
@chiranjitsarkar13412 жыл бұрын
নাটকটি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ জানিয়ে পরিচালককে ছোট করবো না। পরিচালকের প্রতি ভালোবাসা রইলো। ভালোবাসা রইল সেই সকল ব্যক্তিদের যারা দুটি ধর্মের মধ্যে মিলন সৃষ্টি করে।
@tariqulislam3572 Жыл бұрын
ধর্ম আলাদা মিল হতে পারেনা।মিল হয় আমাদের সৃস্টিশীল মানুষের মধ্যে।হিন্দু বৌদ্ধ খৃস্টান মুসলমান সৃস্টিসুত্রে আমরা সবাই মানুষ।কিন্ত কিছু মানুষরুপি অমানুষেরা কখনো চায়না যে,শান্তিতে সমৃদ্ধিতে একটা সমাজ গোলাপের মতো ফুটে উঠুক।সমাজে আমরা প্রকৃত মানুষ চাই,যারা সমাজ থেকে অন্ধকার কুসংস্কার এবং এই সমস্ত নোংরা পলিটিসিয়ানদের দুর করতে পারে।সমাজটাকে আলোকিতো সমাজ হিসেবে গড়তে পারে।
@arindambishnu3981 Жыл бұрын
বাংলাদেশে নাটক এ যে কি আছে কে জানে এত ভালো লাগে মানে অসাধারণ।
@mdamrankhan33445 жыл бұрын
বৃন্দাবন দাস শাহনাজ খুশি জাতীয় পুরস্কার দেওয়া হোক কে কে চান
@dibyendudeb16224 жыл бұрын
Sri Brindaban das is a world class writer cum actor.His acting quality is also incomparable. hats of to him and also the actors who are playing the role as if it is spontaneous.
@dibyendudeb16224 жыл бұрын
i am from kolkata.and like the short films of bangladesh .
@sahabulislam7844 жыл бұрын
? অ।জ্জ}
@mdmonirmonir3893 жыл бұрын
আমি চাই
@rahimaayub93033 жыл бұрын
amra sobai chai
@AynaRakib2 жыл бұрын
আগে তো মানুষ হয়ে পৃথিবী তে আসে,,, পরে না হয় ধর্মে আলাদা হয়ে যায়,,, খুব সুন্দর হয়েছে নাটকটি,
@headtunersfamilysalon9104 жыл бұрын
আমি একজন ভারতীয় হিন্দু।বাংলাদেশের এই নাটক দেখে এটুকু ধারণা পরিষ্কার হলো জ সব মানুষ খারাপ হয়না।আর যারা খারাপ তাদের কোনো ধর্ম হয়না।
@mohammadhasan98842 жыл бұрын
ভাই দুনিয়াতে সব জায়গায় ভালো মন্দ লোক থাকে।
@mdharunroshid85392 жыл бұрын
Kharap manus er keser Dhormo.Kharap manus er jonno Dhormor dos hoi
@mdripon-rm3rb2 жыл бұрын
ঠিক ভাই
@jubairahmed38792 жыл бұрын
ধর্মই অধর্মের মূল।জাতপাত ধর্ম বর্ণের উর্ধ্বে ওঠে মানুষ কে মানুষ হিসেবে ভালবাসতে পারার মাঝেই মানবজীবনের স্বার্থকতা।
@sekhabulkhayer9021 Жыл бұрын
ভাই ভালো থাকবেন
@kaushikdeb73292 жыл бұрын
আমি বরাবরই বাংলাদেশের নাটকের একজন চরম প্রেমী, আর এমন নাটকের মাধ্যমে বেচে থাকুক হিন্দু মুসলিম এর ভালোবাসা❤❤❤🙏🙏🙏
@HabiburRahman-mn4zn3 жыл бұрын
আমাদের চাটমোহরের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব, বৃন্দাবন দাস।
@abhijitsarkar66363 жыл бұрын
চাদমহর বাজার কোন জেলায় ভারত থেকে
@shanzidajnu73532 жыл бұрын
পাবনা জেলায়।
@md.rojjobali15046 жыл бұрын
নাটকটা অসাধারণভাবে বানানো হয়েছে যা সমাজে কুসংস্কার গুলো তুলে ধরেছে বেশ ভালোভাবেই। ২০১৮ সালের সেরা নাটকে পুরুষ্কার পাওয়ার যোগ্যতা রাখে।
@md.latfurrahmanrubel97016 жыл бұрын
নাটকটা ২০১৮ সালের না, অনেক আগের ।
@Bhriti_Mondal6 жыл бұрын
ha bhai eta onek aager natok
@shuvrajyoti96432 жыл бұрын
মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে❤️❤️
@djsjsjjsbsbsbdbdb59702 жыл бұрын
Thanks
@mehetabali71742 жыл бұрын
Chinta vabna kuhb valo
@Axe852 жыл бұрын
Bhlo
@mdmostafa21612 жыл бұрын
❤️❤️❤️❤️
@juwelmolla22092 жыл бұрын
বাহ্🥰🥰🙏🙏
@SHARIFULISLAM-nv3ug6 жыл бұрын
অসাধারণ হয়েছে। এই রকম নাটক আরও চাই যেন কোন কুসংস্কার না থাকে আমাদের দেশে।
অসাধারণ একটি নাটক। গভীরতম অন্তর্দৃষ্টি দিয়ে তৈরী এর গল্প....অনেক বড়, বারবার প্রমাণিত সত্যই ফুটে উঠেছে.....এর নির্মাতাকে ধন্যবাদ।
@razibahned40406 жыл бұрын
Chanchal Chowdhury এর নাটক কার কার ভালো লাগে?? সারা দিয়ে সাথে থাকুন
@fatemaakter26506 жыл бұрын
Amar valo lage...
@desiboys87166 жыл бұрын
amar
@leaontex49536 жыл бұрын
amon ta dekhe,,,romjan masher kotha mone porlo... Bazar jaitam,,,kintu Tara bole hindhu poker dokan theke kinle roja nosto hoye jai.... Vabtei obak lage
@debjani02225 жыл бұрын
Brindaban Das er aushadharon kaj lekha songlaap, taanr unchu.mon o chintaa r chobi taanr proti kaaje
@minarulmolla92815 жыл бұрын
@manashi nath we. Wplkjiih
@MDMonirulIslam-zo3gv6 жыл бұрын
বৃন্দাবন দা খুবই বিচক্ষণ লেখক। গ্রাম বাংলার ঘটনা খুবই সূক্ষ্মভাবে তুলে ধরেন তার লেখনির মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ বৃন্দাবন দাসকে সাথে নাটকের সাথে সংশ্লিষ্ট সকলকে।
@catcodm40405 жыл бұрын
Right
@fatemajohora48665 жыл бұрын
YYchishit
@mdshohugsheikh15735 жыл бұрын
Mogo deshi ble kotha
@imranhossain3375 жыл бұрын
আমার অনেক প্রিয় লেখক বৃন্দাবন দাস। যার চিন্তা চেতনা অসাধারণ, এরকম লেখা এবং অভিনয় যা ভারত বর্ষে বিরল। মানুষ কেন যে হিন্দি সিরিয়াল দেখে। গ্রাম বাংলার মানুষের ইতিহাস ঐতিহ্য সম্বলিত নানান কাহিনী ধরে করা এই নাটক। এ কথায় অপুর্ব।
@krishnabhattacharya16533 жыл бұрын
@@imranhossain337 ঠিক কথা, যদিও ভারত থেকে তবু সত্য কথা
@simplelifewithnoman46213 жыл бұрын
সাহানাজ খুশি আপার ফেসবুকে পোস্ট দেখে নাটকটা দেখতে আসলাম। অসাধারণ 💝
@sanjitkumarbiswas21473 жыл бұрын
আমি ভারতীয় ।বৃন্দাবন বাবুর নাটকটি অসাধারণ ।অনেক উচ্চ মানসিকতা না থাকলে এমন নাটক লেখা সম্ভব নয় ।ধন্যবাদ আপনাকে ।আপনার অনেক নাটক দেখেছি ।প্রত্যেকটি আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে আবির্ভূত ।আপনি অবশ্যই জাতীয় পুরস্কারের যোগ্য ।জানিনা আপনি সেই পুরস্কার পেয়েছেন কি না ।যদি না পান তবে শুধু সময়ের অপেক্ষা ।আশা করছি আপনি এতদিনে তা পেয়েছেন ।ধন্যবাদ আপনাকে ।
@mdhasan50794 жыл бұрын
বাংলাদেশের নাটকের জগতে সবচেয়ে সেরা জুটি চঞ্চল ভাই আর খুসি আপু অসাধারণ লাগে তাদের নাটক গুলো আর বূন্দাবন দাশ অসাধারণ লেখক
@sohanamehmood87443 жыл бұрын
"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই" ❤️❤️ ধর্ম সুন্দর, ধর্ম সত্য। মানুষ ধর্ম কে নষ্ট করে। কোনো অসুন্দের স্থান কোনো ধর্মে নাই। মানবতাই হোক সর্বউতকৃস্ট ধর্ম।
@TanvirAhmed-cq7lo2 жыл бұрын
এই নাটকে হিন্দু মুসলিম সম্প্রীতি ও সাধারণ মানুষের ভালবাসা উঠে এসেছে, সেই সাথে কিছু নিকৃষ্ট মানসিকতা সম্পন্ন মানুষের চরিত্র ফুটে উঠেছে,
@anikbiswas2788 Жыл бұрын
মর্ডান যুগে হারিয়ে যাচ্ছে এতো সুন্দর গ্রামীন নাটক
@dipakdas73463 жыл бұрын
হিন্দু মুসলিম কিভাবে একসাথে থাকতে হয় এই নাটক থেকে বোঝা যায়,হিন্দু মুসলিম ভাই ভাই এক সাথে থাকতে চাই, আমরা সবাই বাঙালি আমরা সবাই সবার,আমি ইন্ডিয়া থেকে
@mumj99742 жыл бұрын
🤙🤙🤙🤙🤙🤙
@donguildofficial37262 жыл бұрын
Amio india theke dada
@AminKhan-ce3ud2 жыл бұрын
মাশাল্লাহ ভাইয়া আমি একজন মুসলিম আপনি যে বাংলাদেশকে কতটা ভালবাসেন তা আপনার প্রশংসা না করলে না আপনি যে বাংলাদেশের নাটক কে এত সাপোর্ট করেন এত দেখে নাটকগুলো আমি যে নাটকগুলোতে
@methondada47212 жыл бұрын
সহমত প্রকাশ করলাম
@Mdmanik-mn8mo2 жыл бұрын
এক সাথে থাবো মোর, বাংলাদেশ
@sddipbiswas2754 жыл бұрын
এক। কথায়,, দারুন♥ দুই চোক্ষে দুই ফোটা জল। পড়ছে শুধু
@milonhossen11916 жыл бұрын
শেষটাতে চোখের পানি আটকাতে পারিনি।সত্যিই অসাধারন একটা নাটক। , যেদিন হিন্দু মুসলমান বোদ্ধ খ্রিষ্টান,জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ,কবে গো সৃজন হবে।
বৃন্দাবন দাস কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করতেছি।
@ratanbhsrosa70243 жыл бұрын
Thik বলেছেন
@rahimaayub93033 жыл бұрын
absueletly right bolesen
@tysalvatore25093 жыл бұрын
You all probably dont care but does anybody know a method to log back into an instagram account?? I somehow forgot the login password. I would love any assistance you can offer me!
@villageentertainment5346 жыл бұрын
শেষে শাহানাজ খুশির ভুল বুঝতে পারার বিষয়টা খুব ভালো লাগলো। এরকম আরও বাংলা নাটক আশা করছি।
@beboindra2 жыл бұрын
চঞ্চলদার অভিনয় সবসময় অসাধারণ,,,কিন্তু এই নাটকে সবাই কে ছাপিয়ে গেছে,,, খুশিদির অভিনয়,,,, এপার বাংলার শুভেচ্ছা আর অভিনন্দন আপনাদের ❤️
@palashsiddiqui48222 жыл бұрын
এক কথায় অসাধারণ নাটক। অত্যন্ত বাস্তব ভিত্তিক নাটক। আমার মনে সব সময় একটা ভয় আমরা কি সত্যি মানুষ না হয়ে সামপ্রদায়িক মানুষে পরিণত হয়ে যাচ্ছি না তো।
@hiranmoymondal35116 жыл бұрын
চমৎকার একটি নাটক,,,,,, যদিও এই ধরনের কুসংস্কার এখন নেই, তবে বেশ শিক্ষা মূলক বার্তা,,,,,,
@jakirhosen35034 жыл бұрын
সমাজ পরিবর্তনের অসাধারণ নাটক। সামান্য বিষয় নিয়ে বৃহৎ কিছু তুলে ধরা হয়েছে
@pranitamandal32424 жыл бұрын
বৃন্দাবনের মানসিকতা অনেক উদার । তাই তাঁর লেখাও এতো উচ্চ পর্যায়ে উন্নীত হয় ।
@rmbd32962 жыл бұрын
অসাধারণ একটি নাটক। অসাধারণ পরিচালক, অসাধারণ সবার অভিনয়।🙏 একদম সত্যি। এই নাটকে মানবজীবনের বাস্তব টাই তুলে ধরা হয়েছে। ধর্ম তো একটা অজুহাত মাত্র। আসলে একপক্ষে ঘৃণা অপরদিকে লোভ এই দুয়ের সংযোগ ই তো এখানে শত্রুতার জন্ম দিয়েছে। পুরো টিম কে অনেক শুভকামনা। ভারত থেকে ❤️❤️❤️
@nkcity57602 жыл бұрын
ভারত থেকে বলছি। এ এক অসাধারণ সুন্দর নাটক! সাম্প্রদায়িকতা, ধর্মের নামে চক্রান্ত, সর্বোপরি, মানুষের লোভের কুৎসিত রূপ এই নাটকে জীবন্ত হয়ে উঠেছে! তবুও সব শেষে মনুষ্যত্বের জয় হচ্ছে দেখে মনটা আনন্দে ভরে গেল। নাট্যকারকে আমার সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। সকল অভিনেতা, অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই । এমন মানবিক নাটক যেন আরও দেখতে পাই এই কামনা করি। 79
@muktaghatak62545 жыл бұрын
I am Mukta Ghatak from India but I like it so much I like all of your drama's 🍥⚪
@ajayhalder5425 Жыл бұрын
অসাধারণ নাটক। বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
@sharmilanath36803 жыл бұрын
From India 🇮🇳 ধর্ম ঈশ্বর কে অনুভব করার একটা পথ।যে যার পথে শ্রদ্ধার সাথে চলেন ও শান্তি পান। পৃথিবীর সব থেকে বড় মানবিক ধর্ম। নাটক টা সেই রকম বার্তা বহন করে।সুন্দর নাটক ও উপস্থাপনা ।অভিনেতারা ও যথাযথ। ভাল থাকবেন সবাই। নমস্কার
@kamalhossan86734 жыл бұрын
হিন্দু, মুসলিম , এই দেশ আমাদের সবার , আমরা হানা হানি রাহাজানি চাই না, সবাই মিলেমিশে থাকতে চাই ।
@krishnochandra46063 жыл бұрын
Right
@biplobroptan43303 жыл бұрын
agree
@labispecial83113 жыл бұрын
সহমত আপনার সাথে
@tusharsanjib17783 жыл бұрын
সহমত
@rajibdutta83123 жыл бұрын
Sotti, tai diner por din bangladesh ar hindu population komche. Ato lok ato valo katha vabe tobu ae ulto chobi ta kano?
@koustavv3 жыл бұрын
সাধু সাধু । আমরা যে মানুষ আমাদের মধ্যেই মনুষ্যত্ব , সেই কথা টা আমরা ভুলে যাই। সম্পূর্ণ পরিবেশন টি হৃদয় জায়গা করে নিলো ।
@sakirasaki61436 жыл бұрын
অনেক সুন্দর একটি নাটক.....ধন্যবাদ👍🏻❤️❤️❤️
@amitkrsingha8134 жыл бұрын
সত্যিই সুন্দর নাটক দেখলাম। প্রকৃত মানুষ সেই, যে জাতি ধর্মের উর্ধে উঠে মানুষের সেবা করে।
@susanta96574 жыл бұрын
আগে আমরা মানুষ তার পরে এই মুসলিম হিন্দু। এই নাটকটি নিয়ে যত বলি তবুও কম হয়ে যাবে ❤❤❤
@prashantaroy4292 жыл бұрын
আমি একজন ভারতীয়।।চঞ্চল বাবু আর শাহনাজ এর অভিনয় এ আমি মুগ্ধ হই।।।অসাধারণ দক্ষতা এদের আঞ্চলিক ভাষায় উপর
amr hindhu mushlim friends ache ami hindhuder puja dekhi odher pujar laddu mishti khelam asob khai o amader kono jinish grenna kore na ami korina
@deboprasadkanungo92922 жыл бұрын
অসাধারণ অনুভূতি সম্পন্ন নাটক । সাম্প্রদায়িকতার ঊর্ধে উঠে মানবতার জয়গান । বাস্তব অভিনয় আমাদের মুগ্ধ করেছে ।
@dr.tapastarafder17723 жыл бұрын
বোন শাহানাজ খুশি ,আর চঞ্চল ভাই ,তোমাদের অভিনয় দেখে চোখ সার্থক হয়ে গেল । অসাধারণ অভিনয় , সামান্য একটা ঘটনার মধ্যে দিয়ে অসামান্য একটা ম্যাসেজ ,ভাবা যায়না । ভারতবর্ষে এলে দাওয়াত রইল
@ShahShajedurRahman6 жыл бұрын
বৃন্দাবন দা, আপনার অন্যান্য সৃষ্টির মত সহজ সত্যের সাবলীল উপস্থাপন!
@salmakhatun93082 жыл бұрын
Onoboddo laglo....khub valo laglo....hindu muslim bhai bhai...school life a same tiffin box a ek songe sobai hindu muslim bondhu mile mishe tiffin kheyechi...koto anondo korechi...akhono sei bondhu ra kichu hole jhapiye pore...valo thakis sobai... India theke..
@bikramhalder203 Жыл бұрын
খুব সুন্দর একটি শিক্ষানীনমূলক ভিডিও,, এখানে দুই ধর্মরই কুসংস্কার এর কথা বোঝানো হয়েছে, দুটি ধর্মেরই ভালো দিকটি দেখানো হয়েছে,,,,, এত সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাদের সকল টিমকে
@gbrasel6664 жыл бұрын
যারা এর পরিকল্পনা এবং অভিনয় করেছেন তাদের... অসংখ্য ধন্যবাদ 😊❤
@Billalhossain6 жыл бұрын
আমারা কত পিছিয়ে যে আমাদের কুসংস্কার গুলো এখনো নাটক করে বুজানো লাগে!!
@nazmulhaque40076 жыл бұрын
এই নাটকে আমার সবচাইতে ভালো লেগেছে শাহনাজ খুশির অভিনয় চঞ্চল যথারীতি খুব ভালো অভিনেতা তাঁর অভিনয় ভালো লাগছে মৌসুমী হামিদ এবং অন্য যারা অভিনয় করেছে সবাই খুব ভালো অভিনয় করেছে সবাইকে ধন্যবাদ সুন্দর নাটকের জন্য
@rokstylist95275 жыл бұрын
বর্তমানে সমাজে এমনটাই ঘটে যার জন্য কন্না করতে হয় ১,০০০ ও মা বোন কে। বাস্তবমুখী নাটক করার জন্য ধন্যবাদ। অনেক কিছু শিখার আছে এ নাটকের মধ্যে।
@gamingwith9910 Жыл бұрын
বৃন্দাবন দাদা, একজন অসাধারণ রচয়িতা। তিনি তাঁর কর্মের মধ্যেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।
@monujkanti29484 жыл бұрын
The last scene make me cry...heads of Everyone who made this master piece..
@ferdousibegum84063 жыл бұрын
দারুন হয়েছে।বৃন্দাবন দাদা কে ধন্যবাদ
@tanvirhossain3756 Жыл бұрын
চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সালাহউদ্দিন লাভলু এনারা হলেন লিভিং লিজেন্ড। এনাদের নাটকে যেভাবে গ্রাম বাংলার মজার মজার গল্প দেখা যেতো, বর্তমানের নাটকে সেটা আর দেখা যায় না।
@pintudeb22092 жыл бұрын
Khub sundar. Seshe chokhe jol ase gelo
@gopalseal61253 жыл бұрын
Brindaban da is a global writer What a strong story Shanaj khusi madam you are outstanding actress And same time chamcham da tooo
@MdYousuf-bu2cf6 жыл бұрын
চঞ্চল ভাইয়ের এই নাটক টা অন্যান্য নাটক থেকে আলাদা নাটক টা অনেক সুন্দর হইছে একবার মন জুড়ায় গেছে নাটকটা দেখে অনেক ভালো লাগলো আশা করি সামনে নাটক অনেক সুন্দর হবে ধন্যবাদ সবাইকে
@nerovmohin40826 жыл бұрын
নাটক টা খুব ভালো ,কোন ধম আঘাত করে হয় নাই।
@rahulsarker67105 жыл бұрын
নাটকটি অনেক সুন্দর এখানে হিন্দু মুসলমান কাউকে ছোট করা হয়নি। নাটক এখানে বুঝানো হয়েছে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। হিন্দু মুসলিম সকলে আমরা ভাই ভাই। আমাদের ভিতর যত সব কুসংস্কার আছে এগুলোকে দূর করতে হবে তাহলে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারবো। সকলে আমরা আল্লাহ পাকের সৃষ্টি।
@goni5233 жыл бұрын
সত্যি খুব ভালো লাগলো। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।
@ronyroy2712 Жыл бұрын
সত্যি অসাধারণ একটি নাট ক, আমি সত্যিই গর্বিত আমি বাঙালি।
@subratashil39145 жыл бұрын
শাহনাজ খুশি কে হিন্দু মহিলার সাজে খুব সুন্দর লাগছে . বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরা হলো . সব মুসলিম খারাপ না . এটা সত্যি . তবে এখনো বাংলাদেশে অনেক মিষ্টির দোকান হিন্দুদের . খুবই ভালো নাটক . অসাধারণ অভিনয় .
@kishor_kumar4983 жыл бұрын
শাহনাজ খুশি বর্তমানে হিন্দুর বউ
@Dipankar3706 жыл бұрын
খুব ভালো নাটক...চঞ্চল আমার প্রিয় অভিনেতা...খুশীও ভালো অভিনেত্রী...এই নাটকে সমাজদর্পন খুব ভালো ভাবে ফুটে উঠেছে...
@abuzarshikary6 жыл бұрын
চন্ঞ্চল ভাই,,,আমার পরিবারের সবাই জানে সে মুসলিম।।।আমি কারো ভুল ভাঙাতে যাইনা... বাট সবাই উনাকে খুব পছন্দ করে,,,সব মুসলিম তাকে পছন্দ করে,,,সে গুণী বাঙালি অভিনেতা।।।
@mdkobirkhan95664 жыл бұрын
সে হিন্দু
@arpitabiswas79854 жыл бұрын
চঞ্চল চৌধুরী হিন্দু ৷
@sktv75754 жыл бұрын
চঞ্চল চৌধুরী যে হিন্দু আগে জানতাম না।
@mallikamandal88483 жыл бұрын
শিল্পীর কোন জাত বা ধর্ম হয় না তারা কত বড় অভিনেতা সেটাই বড় কথা।
@bantyshil28033 жыл бұрын
Dhormo agea na vai,,,,,monusotto agea.....rokto ai bole.....
@safikulislam8932 Жыл бұрын
খুব সুন্দর একটি নাটক 🎉
@rafikulahamed9593 жыл бұрын
আলহাদুলিল্লাহ,, এই না হলো নাটক,,,কি সুন্দর একটা উদাহরণ। সত্যি তো আমরাই তো সব জাতি ভেথ তৈরি করেছি,,,, যার মাঝে সংস্কৃতি টাই চাপা পড়ে গেছে।
@alifif93332 жыл бұрын
অসাধারন নাটক। ধর্মান্ধতাকে তুলে ধরেছে। যে সব হিন্দু কিংবা মুসলিমের অল্পতেই ধর্ম যায় তারা এই নাটক না দেখলেও চলবে।
@dxmehediaisongtaveryveryni28394 жыл бұрын
এক কথায় অসাধারন💜💜 স্যালুট বৃন্দাবন দাস💜
@imrulhasan74016 жыл бұрын
ধর্ম যার যার দেশটা সবার♥
@monotoshdey2793 жыл бұрын
Darun 🙏🙏🙏🙏🙏
@RajuDas-hm4kh3 жыл бұрын
Akdom
@rahimaayub93033 жыл бұрын
absueletly right .
@hrisikeshroy89103 жыл бұрын
Imrul Hassan vai❤️❤️🙏🙏
@amitadhikary67443 жыл бұрын
omg তার জন্য হিন্দুরা মার খাচ্ছে
@valobasitomay.3571 Жыл бұрын
১০০ একক নাটক দেখার লক্ষ্যে #বাতাসা ৪নং । এতো সুন্দর একটা নাটকের সমাপ্তি এমন জঘন্য আর নির্মম হবে কখনো কল্পনাও করতে পারিনি। এই সুন্দর ধরনী কারো একার সম্পত্তি নয় এই ধরনী সৃষ্টিকূলের সবার। পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে,,,,,,মসজিদে আযান হোক ঘন্টা বাজুক মন্দিরে।
মানুষ মানুষের জন্য, অসাধারণ একটা নাটক, আরো একটু বড় হলে ভালো হতো, চনচলের অভিনয় অসাধারণ,
@golapi1006 жыл бұрын
Darun natok. Dhormo jar jar, batasa sobar ....
@youtubsujan89595 жыл бұрын
ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে হিন্দু মুসলিম এবং সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করি ।।।।।
@a.z.m.nazmulhuda62154 жыл бұрын
হিন্দু মুসলিম ভাই ভাই।
@MuktarAli-oq4mg4 жыл бұрын
Hibkuydcbmlof
@srrafi46213 жыл бұрын
Inshallah ekshathei thakbo
@giantbros25463 жыл бұрын
ইনশাআল্লাহ , ইন্দোনেশিয়ার মতো ❤️🤲
@jahidhasanjihad29823 жыл бұрын
আমরা সবাই পাশাপাশি কাছাকাছি থাকতে চায়।
@hrmustakim6833 Жыл бұрын
আহা চাটমোহর বাজার..... কতশত নাটক হলো এই জায়গাতে ❤
@adisaktiastrochannel90034 жыл бұрын
Sotti kub sundor 🤗🌸sobar mongol hok.manus ake opork valobaste sikhuk🌸
@TheWarrior1206 жыл бұрын
*I am Muslim born in Asansol West Bengal....I still can remember my childhood incidents (6-8 yrs old) whenever I used to go to my Hindu friend's house his mother would behave exactly in the same way Sunil's wife behaving in the drama.....Once I touched her Saree which was hanging in the wall to dry....she took it to wash room to wash it again....but things have changed a lot now......*
@soumeneconomics3 жыл бұрын
Yes, time has changed a lot.. now people bcome much more liberal
@Axe852 жыл бұрын
It's a mental illness Eder k sochibaya bole Era uvoyer sathe emon kore hindu muslim ny Eder kache
@anisurrahman60452 жыл бұрын
Same goes in my village in Bangladesh too in early 1976 onwards. 30% of my village people are Hindus n I have many good Hindu friends over there. Now the situation has been changed. We are living in very peaceful environment there. Thank you.
@fatemazahrun37244 жыл бұрын
আমাদের গ্রামে ও আগে হিন্দু পরিবার গুলো এমন কুসংস্কার মানতো কিন্তু এখন ঠিক হয়ে গেছে তারা মুসলমানদের বিপদে আর মুসলমান তাদের বিপদে এগিয়ে যায় 😍
@sinhaakter78153 жыл бұрын
সাহানাজখুশী অবিনয় খুবি ভালোলাগে নিখুদ অবিনেত্রি
@sudebsutradhar98554 жыл бұрын
অসাধারণ বাস্তব একটা নাটক। তবে সব মানুষ এবং মানুষের মন এক নয়।
@artistusnish3 жыл бұрын
Asadharon Khusi o chonchol.choudhuri.ke.ovinondon Emon sunder natok uposthapoar jonno
@shahadatmohamad4577 Жыл бұрын
অনেক ভালো লেগেছে নাটক টা অসাধারণ অভিনয় আমার প্রিয় শিল্পী চঞ্চল চৌধুরীর।
@rajdev71373 жыл бұрын
আসলে আমার বাবার কাছে গল্প শুনেছি আজকে নাটকে সেটা প্রমাণ পেলাম খুব সুন্দর
@AmitDas-fn7yv Жыл бұрын
চঞ্চল চৌধুরী সব সময় সেরা ❤️
@nazmulhaque40076 жыл бұрын
নাটকটা দেখে ভালো লাগলো ইউটিউব থাকাতে দেখা হলো চ্যানেলে দেখা হয় না বিজ্ঞাপনের অত্যাচার ধন্যবাদ ইউটিউব ধন্যবাদ ধন্যবাদ নাটক নির্মাতা কে
@bindu92626 жыл бұрын
vai you tube e ki adds dei na
@nazmulhaque40076 жыл бұрын
@@bindu9262 দেয় এবং তা খুব সামান্য' সহনীয় পর্যায়ে এবং চাইলে স্কিপ করা যায়এমনও দেখা যায় 20 মিনিটের নাটক বিজ্ঞাপন দিয়ে 60 মিনিট প্রচার করা হয় টিভি চ্যানেলে যা সত্যি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ধন্যবাদ