Chokhe jol chole asbe jani, ami eta jotobari shubbo..
@mamtajbagum79984 жыл бұрын
Khaub sundor
@kurshiabibi27984 жыл бұрын
Didi tomar songo pete chai ami
@anamikamandal83533 жыл бұрын
Right
@barsharoy64123 жыл бұрын
P
@sprihamondal3543 жыл бұрын
Sotti e osadharon ❤❤❤
@NurulShepar-ni1cqАй бұрын
অসাধারণ কন্ঠ তোমার এই কবিতাটা ১৫০০+ বার শুনেছি কিন্তু অরুচি আসেনি❤❤❤ শুভ কামনা রইল 🎉
@Muhib_recitation2 жыл бұрын
শুভ দাসগুপ্তের সেরা সৃষ্টি। আধুনিক সমাজে বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনার কণ্ঠের কারুকাজে কবিতাটি হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। পাশে আছি সবসময় পাশে থাকুন আপনিও।
@nazmussakib19692 жыл бұрын
জন্মদিন - শুভ দাশগুপ্ত আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনীর টালির ঘরে তোর ইস্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন- সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে, বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙ্গে পড়তেন না কখনও। সকলের ভাল চাইতেন মন থেকে। বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি… আজ পয়লা শ্রাবণ খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায়, তোর মনে আছে? আমাদের ভাঙ্গা মেঝেতে বাক্স থেকে বার করা মেজো-মাসীর হাতে তৈরি আসনটা পেতে দিতাম। সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও মানুষ হও। তোর বাবার সেই বন্ধু-ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বর্তে থাকো। তুই জিগ্যেস করতিস-মা, বর্তে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান-দুব্বোই দিতাম। বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম ঠাকুর, আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যিই মানুষ হয়। ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন-পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম। পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাসস্টান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য ইস্কুল মাস্টারিতে কীই বা আয় হত; ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগত না। তোর বাবার জামা সেলাই করতাম আর বার বার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন; বাদ দাও তো, খোকন বড় হচ্ছে। ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আধসের- দুধে শক্তি বাড়ে। বুদ্ধি বাড়ে। শক্তি আরে বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনীর ভাঙ্গাচূড়া বাড়িটাকে জীবন্ত করে রাখতো- তখন বলতেন আমায়; খাওয়া দাওয়া একটু করো- তোমার চেহারাটা বড় ভেঙ্গে পড়ছে দিন দিন… শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে- কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব। ধারেই আনব। আমি বলতাম-ধুর। সামনে খোকনের উঁচু ক্লাস- কত বই পত্তর কিনতে হবে- কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মত তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস। ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি। সব পরীক্ষায় কত ভাল ফল হল তোর। বাবা বললেন; আরও পড়। উচ্চ শিখাই উচ্চ সম্মানের এক মাত্র পথ। তুই আরও পড়লি। তারপর… তোর চাকরি হল কত বড় অফিসে মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কী কিনে এনেছিলি? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে। দু’কামরার বেশ সাজানো ঘোচানো গোছানো বড় ফ্লাট। তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি সেই ঘর সেই বেলকনি- কত স্মৃতি- কত ছবি! ঐ বাড়িতেই তো আশ্বিনের ঝড়ো বিকেলে- তোর মনে আছে খোকন? তোর বাবা যেদিনটাতে চলে গেলেন- মনে আছে? তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে সদ্য স্বামীহারা, আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙ্গে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মত। বলেছিলাম- কাঁদিস না খোকা। আমিতো আছি। আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দুরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা, খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে। তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দুরে- সল্ট-লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে- তাই নারে খোকন? লোকজন, হৈচৈ, খাওয়া-দাওয়া। খুব ভাল, খুব ভাল। খোকন, আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙ্গা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কী রে? আমি তো আছি। মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কী ভুতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হল নারে? প্রতিমাও তো মা। ওরও তো আছে আমার খোকনেরই মত কোল আলো- করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কী আশ্চর্য পরিবর্তন!
@nazmussakib19692 жыл бұрын
আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দুরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা, খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে। তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দুরে- সল্ট-লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে- তাই নারে খোকন? লোকজন, হৈচৈ, খাওয়া-দাওয়া। খুব ভাল, খুব ভাল। খোকন, আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙ্গা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কী রে? আমি তো আছি। মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কী ভুতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হল নারে? প্রতিমাও তো মা। ওরও তো আছে আমার খোকনেরই মত কোল আলো- করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কী আশ্চর্য পরিবর্তন! খোকন! তুই বোধহয় আর এখন পায়েস খাস না- তাই নারে? তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে। এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন। একবার.. শুধু একবার
@jannatulhasnat385 жыл бұрын
কি অসাধারণ কন্ঠ!! বুকে চিনচিন ব্যাথা ধরে গেলো!
@malaysingha34435 жыл бұрын
অসাধারন ! হৃদয় ছুঁয়ে গেল । শুধু মুগ্ধতাই রেখে গেলাম দিদি !
@mousumipaul81405 жыл бұрын
চোখে জল চলে এলো। মা বাবা সব চেয়ে বড় ভালোবাসার আশ্রয়
@কবিতাকুটির-হ২স5 жыл бұрын
তোমার গলার স্বর এ কিছু আলাদা আকর্ষণ আছে যেটা মন কেড়ে নিতে পারে সবার এক মুহূর্তে ..... আমার খুব ভালো লাগে মনে হয় প্রত্যেকটা চরিত্রতে তুমি অভ্যস্ত।
@alimsir215 жыл бұрын
Right
@tapatipati73945 жыл бұрын
Right.
@anushmitasarkar-rhythm98354 жыл бұрын
খুব সত্যি কথা বলেছেন আপনি ।
@artofmusic17654 жыл бұрын
Ekdom thick
@narugopalgoswami9405 Жыл бұрын
সশ্রদ্ধ কবির ভাবনার ভাষারূপের সমুজ্জ্বল চিত্রায়ণ। এমনি করেই কবিতাকে ভালোবাসতে শেখান। চরৈবেতি। অনেক অনেক শুভকামনা।
@iqbalkabir6945 жыл бұрын
জন্মদিন কবিতার আবৃত্তি বার বার শুনেছি। তবু যেন শেষ হয় না। এ এক বিমূর্ত চিত্র। তেমনি মন কাড়া আবৃত্তি। মনের ভেতর কেবলই ঝড়।
@akashghoshal17525 жыл бұрын
অসাধারণ একটি আবৃত্তি । গলার স্বর শুনে কাঁদতে শুরু করলাম আমি , সত্যি এক মায়ের মনের জমানো দুঃখ । I love you ma ...
Tomer voice ta khub sundor... Akbera hriday 6uya Jay...... Chokher samne sobtuku jano futa utha... Duba duba Jay sunta sunta.....
@odhoraislam95185 жыл бұрын
আমি কখনোই কবিতা শোনা তো দুরের একটা কবিতা পড়তাম ও না কবে বা কে যেন একবার তোমার কৃষ্ণকলি মাহাতো কবিতাটি আমায় দেয় ব্যাস ওই শুরু আমি তোমার প্রতিটা কবিতাই শুনি।।।তোমার কন্ঠে কবিতারা জীবন্ত হয়ে ওঠে।
@AnkitaMukherjee-wz3mq4 ай бұрын
ঈশ্বর আপনার কন্ঠে দুহাত ভরে আশীর্বাদ করেছেন ,আপনার কন্ঠ আমার অনুপ্রেরণা❤
@rimahalder19754 жыл бұрын
Khub sundor kobita jatober suni choke jol chole ase
@manasisikdar11805 жыл бұрын
Didi ei kobita ta tomar golay sobtheke perfect. Jst asadharon
@SaikatRoni4 жыл бұрын
কবিতার যেমন বক্তব্য। সেরকম উপস্থাপনা করে তুমি কাদিয়ে দিলে।সত্য তোমার আওয়াজ এ জাদু আছে।
@pramanandamondol31425 жыл бұрын
জীবন নিংড়ানো এ কবিতাটি প্রত্যেক সন্তানের বারবার শোনা এবং অনুভবে আনা উচিত ।
কবিতা টাশুনতে শুনতে চোখের কোনে পানি চলে এলো সত্যি আমাদের ছোটবেলায় মা বাবা কতো টা কষ্টে ার ভালোবাসায় বরো করে তুলে আর বড়ো হয়ে মা বাবা কে কতই না অবহেলা করি,,, হে আল্লাহ প্রতেক সন্তাদের কে তার মা বাবার প্রতি ভালোবাসার হৃদয় দান করুন জাতে করে মা বাবা একটু ভালো থাকে 🇧🇩🇧🇩🇧🇩
@sunanditapal85005 жыл бұрын
অসাধারণ। চোখে জল চলে এসে যাওয়ার মতো কবিতা ......
@ManindraKisku-w1l Жыл бұрын
Baah ki osadharan swar,tomar protitaa kobita amay khub mugdho korchhe,Congratulations.....
খুব ভালো লাগল তাই শেয়ার করলাম দারুণ দারুণ খুব ভালো
@gangadhargarai31825 жыл бұрын
Darun hoyeche....apnar kanthe ey kobitata sunbar somay amar gaye kata die utchilo.....satti apni khub valo kobita abbriti korte paren......eto Sundar kobita bolar jonno thanks.....
@niranjanbarman71502 жыл бұрын
জীবনে র কিছু অসহায় সময়ে, তোমার কবিতা খানা আর তোমার সেই বিসন্য ভরা কণ্ঠস্বর শুনে বার্ বার্ উপলব্ধি করি যে, কষ্টে র মাঝে ও আমার্ মনুষ্য জীবন্ আর মনুষ্য বিবেক সার্থক ময়.
@bithydu40785 жыл бұрын
এটাই ভালোবাসা৷ যতক্ষণ শুনলাম চোখ দিয়ে অঝোরে শুধু পানি পড়লো৷ মাবাবার ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা৷ কোনোদিন অস্বীকার করতে পারবো না৷ আর দিদি তোমার আবৃত্তি অপূর্ব৷ তোমার কণ্ঠতে আবেগের সুশীল মিশ্রণে নিজেকে হারিয়ে ফেলেছিলাম ৭ মিনিট ৩৫ সেকেন্ড 🖤
@mdzahidhasan61515 жыл бұрын
বাঙ্গালী আর কিছু না পারুক আবেগ দিতে পারে এত আবেগ কোথা থেকে আসে
Amio abriti kori apnar abriti amar khub valo laglo 😍😍😍😍😍😍😍😍👌👌mon chuye ge6a
@bishalakshiroy94843 жыл бұрын
Gaaye kata diye uthhlo ar chokhe jol , sotti tomar konthhe aladai ekta magic achhe , anuvob korte parlam puro kobita ta ❤️, onek onek valobasa didi❤️
@শেষেরকবিতা-ণ১ঢ5 жыл бұрын
আমি তোমার আবৃতি শুনে কান্না ধরে রখতে পারলাম না।ভীষণ ভালো হয়েছে।
@monalisarkabita16884 жыл бұрын
Satti aprubo .Mon chuye glo
@TinniPakhi20225 жыл бұрын
Mon choya ata kobita... Joto bar suni toto bar chokhe jol chole ase...... R tomar konthe kobita ta r o onk valo laglo...
@anamikadey74555 жыл бұрын
আপনার কবিতা বলার ভংগিমা খুব সুন্দর দি😍😍😍 আমি তো শুধু অাপনার চোখ অার ঠোঁটের দিকেই তাকিয়ে থাকি😘😘😘😘 All the best 😇😇😇
@sujitroy71075 жыл бұрын
দিদি আপনার পাঠ করা বেশ কয়েকটি কবিতা শুনলাম খুব ভালো লাগলো
@piushasda18195 жыл бұрын
খুব কষ্ট করে শুনে শেষ করতে হল। বন্ধও করতে পারছি না------শুনতেও পারছিনা।
@jebasania52275 жыл бұрын
আজ পয়লা শ্রাবণ আজ তোর জন্মদিন খোকন
@anitadas74145 жыл бұрын
Tomar kobita chokhe jol ane dilo... Oshadharon
@debsankarroy20124 жыл бұрын
Khub sundor kobita. Vishon bhlo laglo aponar kontha ata sunay mon bhalo hoaya jai. Jai hok aponi eabong aponar poribarar sobai bhalo thakun aro onak onak unnoti korun .
@monisamodak32552 жыл бұрын
গালার স্বর অসাধারণ ❤️❤️ আর কবিতার লাইনগুলো তোমার গলাই খুব খুব সুন্দর লাগছে ❤️❤️ যতোবারই শুনি চোখে জল চলে আসে 🥺🥺 মন ছুঁয়ে যায় তোমার গলাই কবিতা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pritighosh16565 жыл бұрын
দিদি খুব ভালো লাগলো। চোখে জল চলে এল😭😭😢😢
@banglavideo35 жыл бұрын
কেমন যেন হঠাৎ করে চোখে জল চলে আসল, আমি নিজেও বুঝতে পারিনি।
Chok diye jol por6e didi😭😭😭😭😭 ki darun ato sundor bole bojhate parbo na
@sristidas67005 жыл бұрын
OSHADHARON!! Chokhe jol ase gelo...
@tanimatasnimtanni74814 жыл бұрын
Tumi osshadharon apu..opurbo tmr gola!!
@rajdipnath11855 жыл бұрын
জীবনের খুব বড় এক টা সাধ ছিল, তোমার মত কবিতা বলে সবাই কে মুগ্ধ করার তবে কিছু স্বপ্ন স্বাপ্ন ই থেকে যায়😢
@পূরবী-ম২র5 жыл бұрын
অসাধারণ কবিতা , সত্যি চোখে জল এলো
@tamoghnaroy65105 жыл бұрын
Excellent madam...I have heard about you...finally...your voice is splendid..choice is exceptional...true solace to be honest..😊😊😊
@misti78875 жыл бұрын
Oshadharon ....chokhe jol eshe gelo...
@antarabasak44524 жыл бұрын
অসাধারণ। তোমার বাচনভঙ্গি খুব সুন্দর।
@antarabasak44524 жыл бұрын
আমিও কবিতা করি টুকটাক। আর তোমার আবৃত্তি শুনে inspired হই।
@konokakther96005 жыл бұрын
সুকান্ত ভট্টাচার্যের "দেশলাই কাঠি" কবিতাটা আবৃত্তি করলে খুব খুশি হতাম... অপেক্ষায় রইলাম
@reshmidas7144 жыл бұрын
Sattee... Tomar kobita sunay...tomake bhalo beshe fhelaychi....Bar bar suni.. Roj suniiii... Ekhon tomar kobita sunay kobita likhye ooo rakhiii note book a. Chesta kori.. Path korar.. Tumi amar theke choto..bon.er moto ami tomake guru mani... Roj shikhi tomar theke... Tomar bolar moddhe kobita gulo jibonto hoye utheye booker moddhe.. Anek bhalo basha roilo... 🥰🥰🥰
@ROYROY-yk4hb4 жыл бұрын
অসাধারন লাগছে.. প্রতিটি আবৃত্তি, ♥️♥️♥️
@timepassreels6045 жыл бұрын
Bolar kisu nei vision bhalo bolle apnar konther opoman kora hobe .......great didi
@jyotighosh32915 жыл бұрын
Wow superb di love you
@sunanditaadak80735 жыл бұрын
Khub valo hoyeche.....mam....ata amr khub priyo akta kobita.....tomr konthe notun vabe sunlm....valo legeche...💕
@knandi22775 жыл бұрын
Apurbo, kichu bolar nei.
@payalkaibartya27615 жыл бұрын
tomar kobita bolai j tej aa6e karur moddhe paaina.. Amr favourite holo " Krishnokoli Mahato "
@nrityalaharidanceacademydi10995 жыл бұрын
Payal Kaibartya ....akdom Amer o
@rimahalder19754 жыл бұрын
Thik
@atlhghs11 ай бұрын
Darun kontho sor . Osadaron❤❤❤🎉🎉
@arpita-unofficial40205 жыл бұрын
একলা ঘরে সত্যিই কেউ আসে না কেউ আসে না!! 💚
@shabdojonaki5 жыл бұрын
*হৃদয় ফুঁড়ে যায় উপস্থাপনায় ....*
@riyadas68025 жыл бұрын
Just awasame didi 👌 👌
@nabanitachakraborty91645 жыл бұрын
I am here 1st time in your channel. Really you are awesome... your voice is too good. Subscribed your channel. Keep it up💖💖
@mitadey8032 ай бұрын
Microfon er samne..galar otta-nanar kajti khub sundar...esb e apni ovbyosto bojha galo...khub valo laglo...
@sukanyapaul54004 жыл бұрын
Ashadharon chokhe jol chole aeloo......ami akta tui chai poem ta korbe .
@priyankacreation9355 жыл бұрын
Sotty Mon chuya galo osadharon..
@learnvoiceart184 жыл бұрын
বাঃ কবিতা আবৃত্তি খুব সুন্দর লাগলো! সুন্দর আবৃত্তি সেয়ার করার জন্য ধন্যবাদ! অনেক শুভেচ্ছা রইলো! আবার এখানে দেখা হবে। ভালো থাকবেন বন্ধু!
@mentaldeep83445 жыл бұрын
Osadharon sotti chokhe jaal ase gelo
@siddhagorai86043 ай бұрын
দিদিভাই খুব ভালো লাগলো ❤❤❤❤ হলাম😊
@simabanerjee86715 жыл бұрын
Asadharon laglo apner kobita .. amio kobita sunte and bllte vishon valobsi.. apner bllar modhye kothaou jano chobi ta vese uthchilo .. vishn vlo lglo ... erm ro valo valo kobita sunte chai . Valo thkben .😊
@pinkimitra17885 жыл бұрын
কথা গুলো খুব সত্যি আর তোমার গলা টা খুব মিষ্টি।
@somashrichandra44095 жыл бұрын
Darun didi ami ai prothom tomar kobita sunlam.... tomar fan hoye gelam didi... darun darun👌👌👌
@Anu-dk9fs5 жыл бұрын
Heart touching...chokh theke ektu pani goriye gelo
@শ্রুতিমাধুরী3 жыл бұрын
Ami abritti ta praye 14 bar er moto sunlam ei nia ... Prottek bar gae knata dia othe ... Aj first notice korlam ... Kobita bolte bolte monjima dir chokheo jol eseche .... Abittir some ei inmotion ta khub dorkar
@jayaghosh38435 жыл бұрын
দারুন কবিতাটা করেছ😘😘😘😍😍
@jiyadey94215 жыл бұрын
Chokhe jol ase gelo khub sundor hoyeche
@mistiadhikary27505 жыл бұрын
I am Misti. Sotti didi tomar voice Fantastic...👍
@shubhankarlahiri67625 жыл бұрын
বাৎসল্য প্রেম ও তার প্রত্যাঘাত কবিতার বক্তব্যকে সমৃদ্ধ করেছে । এক আবেগঘন পরিবেশনায় তা আরও উজ্জ্বীবিত হয়েছে এবং সকলের হৃদয় স্পর্শ করেছে ।
@riyapaul87492 жыл бұрын
আপনার আবৃত্তি নিয়ে কিছু বলার নেই দিদি, আপনি আমার আবৃত্তি জগতের অনুপ্রেরণা, আপনাকে দেখে শেখার চেষ্টা করি🙏🤗