আমি প্রায় কুড়ি বছরের উপরে কফি পান করে আসছি। আমি অবশ্য দুপুরের পরে কফি পান করি না। তবে সকালে কমপক্ষে তিন মগ কফি পান করি। প্রতিমাসে প্রায় ৩০০ গ্রাম কফি পান করি। অনেকে বলেছিল আমার এটা আসক্তি। তাই আমি একটানা ২১ দিন কফি পান না করে দেখেছি আমার দৈনন্দিন কাজে কর্ম এমনকি ঘুমে কোন সমস্যা হয়নি। আমি মনে করি এই গবেষণা আরও বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষের উপর করে তারপরে তথ্যগুলি প্রচার করা উচিত।
@arafat409529 ай бұрын
অসম্ভব, একটু হলেও উইথড্রল সিনড্রোম পাবেন না হলে আপনার কফির সমস্যা আছে।
@rezaulhasan82579 ай бұрын
আপনি কি নেসকফি পান করেন নাকি?
@agromedia8749 ай бұрын
@@arafat40952 নেসকফি
@agromedia8749 ай бұрын
@@rezaulhasan8257 জি
@QuantumMethod9 ай бұрын
সবক্ষেত্রেই কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@sayedamahbub59518 ай бұрын
অনেক উপকৃত হয়েছি এ ভিডিও টি পেয়ে। ধন্যবাদ! মানুষের কল্যাণের জন্য যারা সব সময় ভাবেন, কাজ করেন- তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা!
@QuantumMethod8 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@AtifBD078 ай бұрын
আমি কফি খাওয়ার পর নানান সমস্যা ফেস করসি। ঘুম সারকেল, এসিডিটি বাড়ে,এমনকি ব্যাক পেইন বাড়ে। বেশি জ্বাল দেয়া রং চা বা দুধ চা ও সমস্যা ফেস করেছি।তবে গ্রিন টিতে কখনো কোন সমস্যার মুখোমুখি হয় নি
@QuantumMethod8 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@AgHussainEmon9 ай бұрын
আলহামদুলিল্লাহ।। খাই না খাবো ও না।। এমন গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য শুকরিয়া জানাই।।
@QuantumMethod9 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।।
@mohi80008 ай бұрын
আমি সকালে ঘুম থেকে ওঠার আনুমানিক ১ঘণ্টা পর খুব ভালো মানের চা পাতা দিয়ে, একদম খরা (ঘন) করে এক কাপ চা খাই। যেটা প্রতিদিন খাওয়াই লাগে। আর বিকেলে একটু রেস্ট করে ৩:৩০ থেকে ৫:৩০ এর মধ্যে এককাপ কপি (এক চা চামচ কপি+কপিমেট+সুগার) দিয়ে খাই। তাতে আমার রাতের ঘুমের কোনো সমস্যা হয়না।
@QuantumMethod8 ай бұрын
ঘুমের সমস্যা হওয়া বা না হওয়া সবকিছু নির্দেশ করে না। কফিমেট ও চিনি দিয়ে কফি খাওয়া আপনার শরীরে মারাত্মক স্বাস্থ্যসমস্যা তৈরী করবেই। এটা এখনই হয়তো বুঝতে পারবেন না। তবে সতর্ক হওয়া প্রয়োজন এখনই।
@learningwithraihana10105 ай бұрын
আমি ব্লাক কফিই খাই।। দুধ চিনি মিক্সড করি না।।। রেগুলার খাই না।।। বেশি টায়ার্ড লাগলে আর দিনের বেলা অতিরিক্ত ঘুম পেলে মাঝে মাঝে খাই। আলহামদুলিল্লাহ রাতের ঘুমে কোনো সমস্যা নেয়।।। রাত ৯.৩০থেকর ১০টার মধ্যে ঘুমায় আবার ভোর ৩-৫ টার মধ্যে উঠি।।।
@QuantumMethod5 ай бұрын
বেশ ভালো। আসক্ত না হলে সমস্যা নেই।
@BadalAhmed-n4s9 ай бұрын
মাশাহ আল্লাহ। আপনার কণ্ঠে কথা গুলা শুনতে চমৎকার লাগছে
@roktoprobal95059 ай бұрын
I ♥️ Black Coffee. I Can't live without it. But, I only drink 1 mug daily, not more. Moderate consumption is most important. I have been regularly drinking coffee since year 2006.
@QuantumMethod9 ай бұрын
Thanks for sharing your experience, Stay Well always. Thanks for being with our channel
@JarinTanjimHaque8 ай бұрын
I am also drink 1 cup coffee every day.
@uwuahona84979 ай бұрын
Ami ssc life theke coffee addict . coffee chara porashunay monojog dite partam na . tai chini , dudh chara coffee pan kora shuru kori . bhebechilam tate kono khoti nei . ei bishoy niye youtube ba google e eto bistarito information nei . quantum k ei niye video bananor jonno onek onek dhonnobad .
@QuantumMethod9 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@mdjahidurrahman53879 ай бұрын
Amio khaitam onek😢
@shibu41292 ай бұрын
আমিও এস এস সি, ইন্টার, এর পরীক্ষার সময়ে বেশি কফি গ্রহণ করতাম।
@SakiburRahmanRohan-x5m8 ай бұрын
very beautiful graphic design and very informative content
❤বা❤ খুব সুন্দর বলেছেন ❤ ❤ খুব ভালো লাগলো ❤ অসাধারণ যুক্তি ❤ মহান কাজ করতে, এগিয়ে চলুন 😅
@QuantumMethod8 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@MdMonir-hz3kv2 ай бұрын
আপনাদের ভিডিও গুলো অনেক উপকারী ❤ আমি কফি খাই সন্ধায় যাতে রাতে সজাগ থেকে পড়তে পাড়ি কিন্তু খাওয়ার পরপরই মাথা ব্যাথা করে কিন্তু কেনো? আমি কি করবো কি করে সারারাত সজাগ থাকবো কারন আমার সামনে এক্সাম আছে। দিনে পড়ার সময় নেই তাই রাতে ২টা পর্যন্ত পড়তে হয়। কিন্তু কফি খাওয়ার পরপরই মাথা ব্যাথা করে। কি করা উচিত আমার প্লিজ আমাকে জানাবেন তাতে উপকৃত হবো❤
@NirobDiaries7 ай бұрын
Very Helpful
@QuantumMethod7 ай бұрын
Glad it helped
@chachaandvatiza8 ай бұрын
আমি গত সাত বছর প্রতিদিন ২-৩ কাপ কফি খাই। আমার পছন্দ ব্রাজিলিয়ান -এরাবিকা। এমন ও হয় রাত এগারোটার পর আমি কফি খাই। আলহামদুলিল্লাহ আমার কোন অসুবিধা নেই।
@QuantumMethod8 ай бұрын
আপাতদৃষ্টিতে আপনার মনে হতে পারে আপনার কোনো সমস্যা হচ্ছে না। তবু আপনার সচেতন হওয়া উচিত।
@chachaandvatiza8 ай бұрын
@@QuantumMethod জ্বী ধন্যবাদ।
@Soyebsohan9 ай бұрын
আসসালামু আলাইকুম আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি। চা খেলে মানুষের শরীরের কি কি উপকার এবং কি কি ক্ষতি হয় তা নিয়ে একটা ভিডিও বানান।
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব।
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব। আপনি চাইলে কোয়ান্টামের ওয়েবসাইট থেকে এই আর্টিকেল গুলো পড়তে পারেন , আপনি উপকৃত হবেন । দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না - quantummethod.org.bd/bn/detail/article/a3def546-21a6-11e6-a3e9-7ae11501e35c দুধ-চায়ের আসক্তি কাটিয়ে উঠছে বাংলাদেশ - quantummethod.org.bd/bn/detail/article/277894fe-86dd-11e9-9098-bb93d07bf8a2
@samirarema16729 ай бұрын
কফির মত চা নিয়ে একটা ভিডিও শেয়ার করবেন তাহলে অনেকেরই উপকার হবে
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব। আপনি চাইলে কোয়ান্টামের ওয়েবসাইট থেকে এই আর্টিকেল গুলো পড়তে পারেন , আপনি উপকৃত হবেন । দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না - quantummethod.org.bd/bn/detail/article/a3def546-21a6-11e6-a3e9-7ae11501e35c দুধ-চায়ের আসক্তি কাটিয়ে উঠছে বাংলাদেশ - quantummethod.org.bd/bn/detail/article/277894fe-86dd-11e9-9098-bb93d07bf8a2
@brandofbadhon12859 ай бұрын
অনেক সুন্দর গ্রাফিক্স গুলোও অনেক সুন্দর অনেক ভাল এডিটিং
@yasinafif1238 ай бұрын
এক কথায় অসাধারণ উপকারী ভিডিও ❤❤❤আল্লাহ আপনাদের সহায় হোন
@QuantumMethod8 ай бұрын
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@walizhasan18949 ай бұрын
অসাধারণ ভিডিও। ধন্যবাদ এমন কনটেন্ট তৈরি করার জন্য। অনুরোধ করবো অনতিবিলম্বে দুধ চা নিয়ে এমন তথ্যবহুল ভিডিও বানানোর জন্য
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব। আপনি চাইলে কোয়ান্টামের ওয়েবসাইট থেকে এই আর্টিকেল গুলো পড়তে পারেন , আপনি উপকৃত হবেন । দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না - quantummethod.org.bd/bn/detail/article/a3def546-21a6-11e6-a3e9-7ae11501e35c দুধ-চায়ের আসক্তি কাটিয়ে উঠছে বাংলাদেশ - quantummethod.org.bd/bn/detail/article/277894fe-86dd-11e9-9098-bb93d07bf8a2
@sirajummonira91089 ай бұрын
খুব ই ভালো লাগলো।দারুণ এডিটিং
@QuantumMethod9 ай бұрын
শুকরিয়া, আপনার মন্তব্যের জন্য। পরম করুণাময় আপনার কল্যাণ করুন।
@md.shamimkabir36509 ай бұрын
চা ই সেরা,...😍😍
@QuantumMethod9 ай бұрын
গ্রিন টি খাওয়া সবচেয়ে উপকারী। নিদেনপক্ষে চিনি ছাড়া ব্ল্যাক টি। আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@SIGMALPHA_girl8 ай бұрын
আমি কফি অনেক পছন্দ করি, কিন্তু অতিরিক্ত পান করি না। দিনে এক কাপের বেশি না।
@QuantumMethod8 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@SIGMALPHA_girl8 ай бұрын
@@QuantumMethod Welcome
@BahadurHossen-n6p9 ай бұрын
learnful information.
@QuantumMethod9 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@MohammedNurulAlamOnly9 ай бұрын
কেউ কষ্ট দিলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায় নিয়ে একটা ভিডিও বানাবেন কষ্ট করে?
@QuantumMethod9 ай бұрын
মেডিটেশন চর্চা শুরু করুন, নেতিবাচক আবেগ, কষ্ট হতাশা থেকে একজন মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনার স্বাস্থ্যগত, ব্যক্তিগত, পারিবারিক বা পেশাগত কাউন্সেলিংয়ের জন্যে কোয়ান্টাম কাউন্সেলিং সেবায় কল করুন- +৮৮০১৭৯৩ ৭৬০ ৬৮০ (হোয়াটসঅ্যাপসহ) [সময়ঃ সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত]
@tahshinmoon40238 ай бұрын
অনেক সুন্দর উপস্থাপনা❤️
@QuantumMethod8 ай бұрын
শুকরিয়া।
@SobujAhmed-c5zАй бұрын
আমি ব্লাক কফি খাই আমার কাছে তো ভালো ওই লাগে
@tansenraaj16719 ай бұрын
Sokal theke 2/3 bar খাওয়া হয়ে গেছে ধন্যবাদ 👍🏽🇮🇹
@QuantumMethod9 ай бұрын
ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ , ভিডিওর তথ্য আপনার জীবনে কাজে আসুক, ইনশাল্লাহ।
@saifurrahmanparvez90399 ай бұрын
Very informative.
@QuantumMethod9 ай бұрын
মন্তব্যর জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য শুভকামনা ।
@ponatagamingyt22629 ай бұрын
Helpful video
@QuantumMethod9 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@siblerasel8 ай бұрын
কফি আমার পছন্দের একটি পানীয় কিন্তু সপ্তাহে একবারের বেশি খাওয়া হয় না আর এই ভিডিও দেখার পর হয়তোবা মাসে একবার খাওয়া হবে!
@QuantumMethod8 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@JubaerJb9 ай бұрын
গুরুত্বপূর্ণ আলোচনা ❤❤❤
@QuantumMethod9 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@TheRaihan19889 ай бұрын
Onek sundor alochona
@JasminLiza-pb9dt7 ай бұрын
কফি খাই না, রং চা খাই অল্প পরিমানে, মাঝে মাঝে ৩কাপ হয়।কিন্তু সকালে না খেলে অনেক আলসেমি ভাব আসে। এতে কি কোনো সমস্যা হবে?
@QuantumMethod7 ай бұрын
চিনি ছাড়া খাবেন। মাঝে মাঝে গ্রিন টি পান করতে পারেন।
@tusharimran-x8p9 ай бұрын
Definitely better information, thanks to ❤❤❤❤you
@QuantumMethod9 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@MindNot9 ай бұрын
আপনাদের ভিডিওগুলো খুবী শিক্ষণীয়। অপেক্ষায় থাকি কবে আবার নতুন ভিডিও আসবে
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@Sultan.Mahmod8 ай бұрын
চা-কফি এগুলো আমি একদম পছন্দ করি না😤 আলহামদুলিল্লাহ
@QuantumMethod8 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@zaoadaffan26903 ай бұрын
Coffe to haram na..
@Mr.Proactive9 ай бұрын
Very informative. Thanks
@nahidhasan579817 күн бұрын
পড়ার সময় যে ঘুম ধরে বেশি।বিশেষ করে দুপুর বেলা। তখন কি করবো তাইলে
@mdawoladhossain-pr2xr9 ай бұрын
ঘুমের পরিমাণ কি কমানো সম্ভব!? ঘুম নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত একটি ডকুমেন্টারির জন্য অনুরোধ করছি।
@QuantumMethod9 ай бұрын
নিচের লিংক আপনার জন্যে সহায়ক হতে পারে- kzbin.info/www/bejne/gImklXqKgs6kb7c kzbin.info/www/bejne/b6i1kp2sjNZ5hZY
@shykatarif52269 ай бұрын
চা পান কতটা সাস্থ্যকর?- এটা নিয়ে একটা ভিডিও দেন।
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব। আপনি চাইলে কোয়ান্টামের ওয়েবসাইট থেকে এই আর্টিকেল গুলো পড়তে পারেন , আপনি উপকৃত হবেন । দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না - quantummethod.org.bd/bn/detail/article/a3def546-21a6-11e6-a3e9-7ae11501e35c দুধ-চায়ের আসক্তি কাটিয়ে উঠছে বাংলাদেশ - quantummethod.org.bd/bn/detail/article/277894fe-86dd-11e9-9098-bb93d07bf8a2
@MsSumi-q8e8 ай бұрын
Thanks a lot
@QuantumMethod8 ай бұрын
শুকরিয়া।
@linkonrodrigues28769 ай бұрын
I love black coffee ❤
@QuantumMethod9 ай бұрын
চিনি ছাড়া ব্লাক কফি খুবই পরিমিত পরিমাণে পান করলে ঠিক আছে। আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@sirajJamil-e4n9 ай бұрын
Thanks for your information ❤
@AnnanaJoarder8 ай бұрын
Is decaf coffie also harmful?
@QuantumMethod8 ай бұрын
Decaf Coffee তে ক্যাফেইনের পরিমাণ রেগুলার কফি থেকে অনেক কম থাকে। কিন্তু তা পুরোপুরি ক্যাফেইন মুক্ত নয়।
@yousufhossensagor-ys1ez9 ай бұрын
Thanks
@hitechislamiczone9 ай бұрын
ধন্যবাদ 😊
@Amin-em9do8 ай бұрын
I'm already addicted 🙂
@QuantumMethod8 ай бұрын
সুস্বাস্থ্যের জন্যে আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন।
কফি এককাপ খেলে আমার তিনদিন ঘুম হয়না বা ঘুমই ধরেনা, এমন কি কারো হয়? এমন হয় কেন?😢
@QuantumMethod8 ай бұрын
তাহলে কফি পান করার অভ্যাস থেকে আপনি আস্তে আস্তে দূরে চলে আসুন।
@samaptichakraborty64639 ай бұрын
অনেক ধন্যবাদ।দুধ চা এর অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব। আপনি চাইলে কোয়ান্টামের ওয়েবসাইট থেকে এই আর্টিকেল গুলো পড়তে পারেন , আপনি উপকৃত হবেন । দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না - quantummethod.org.bd/bn/detail/article/a3def546-21a6-11e6-a3e9-7ae11501e35c দুধ-চায়ের আসক্তি কাটিয়ে উঠছে বাংলাদেশ - quantummethod.org.bd/bn/detail/article/277894fe-86dd-11e9-9098-bb93d07bf8a2
@md.sarwarhossain53069 ай бұрын
রংচা নিয়েও এমন একটা ভিডিও বানাবেন
@QuantumMethod9 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@тияимяии9 ай бұрын
আমি নিয়মিত দুধ চা খাই কিন্তু কফি আনুমানিক মাসে ১ বার খাই এতে কি সমস্যা হতে পারে?
@QuantumMethod9 ай бұрын
খুব ভালো হয় আপনি যদি গ্রীন টি খেতে পারেন। নিদেনপক্ষে চিনি ছাড়া লাল চা বা ব্লাক টি। দুধ চায়ের অভ্যাস পরিবর্তন করাই স্বাস্থ্যের জন্যে ভালো।
@MDRajibHasanHasan4 ай бұрын
তাহলে কি ভাবে ঘুম তাড়ানো যায় 😢😢😢
@mdrubelmia99389 ай бұрын
nice advice
@QuantumMethod9 ай бұрын
শুকরিয়া।
@saifulislam66629 ай бұрын
আমি প্রতি দিন এক বার খাই সকালের নাস্তার এক ঘন্টা পর
@QuantumMethod9 ай бұрын
দুধ চিনি ছাড়া পরিমাণে খুব কম পান করলে ঠিক আছে। তবে আস্তে আস্তে এ অভ্যাস পরিবর্তন করে ফেলাই আপনার স্বাস্থ্যের জন্যে ভালো হবে।
@nabendubhattacharjee44039 ай бұрын
চমৎকার
@JannatEva-i8c8 ай бұрын
Apu apni jodi study realated vdo diten tahole balo hoto❤
@QuantumMethod8 ай бұрын
আপনার প্রস্তাব আমাদের বিবেচনায় থাকছে।
@alifhossain3639 ай бұрын
আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওউপকারি ভিডিও
@QuantumMethod9 ай бұрын
শুকরিয়া।
@sabinayasmin17349 ай бұрын
Ami coffee khete pari na r kheteo chai na😊❤
@ummekulsumParvin8 ай бұрын
কফির উপকারীতা কি একটুও নেই সারা জিবনের জন্য কি এটা খাওয়া ছেড়ে দিব
@QuantumMethod8 ай бұрын
দুধ চিনি ছাড়া ব্লাক কফি অনিয়মিতভাবে মাঝেমধ্যে খুব কম পরিমাণে পান করতে পারেন। কফি পান যেন আপনার অভ্যাস বা আসক্তি না হয়।
@ummekulsumParvin8 ай бұрын
ধন্যবাদ বাদ কোয়ান্টাম মেথড কে আমার প্রশ্নের মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ❤️
@mdrubelmia99389 ай бұрын
great
@mdhasanmahmudkhanjuned16289 ай бұрын
কাপ কাপ বাদ দিয়ে mg বলুন। একদিনে কত mg খাওয়া যায় সে কথা বলুন।
@QuantumMethod8 ай бұрын
আমরা পান করতে নিরুৎসাহিত করছি।
@iamnafizzodder8 ай бұрын
❤
@Anonymous-w6x8 ай бұрын
চা ও কি একই কাজ করে?
@QuantumMethod8 ай бұрын
চায়ের কাজ আলাদা।
@mdshafik739 ай бұрын
চা সবচাইতে ভাল রং চা,
@QuantumMethod9 ай бұрын
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আপনি চাইলে কোয়ান্টামের ওয়েবসাইট থেকে এই আর্টিকেল গুলো পড়তে পারেন , আপনি উপকৃত হবেন । দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না - quantummethod.org.bd/bn/detail/article/a3def546-21a6-11e6-a3e9-7ae11501e35c দুধ-চায়ের আসক্তি কাটিয়ে উঠছে বাংলাদেশ - quantummethod.org.bd/bn/detail/article/277894fe-86dd-11e9-9098-bb93d07bf8a2
@nikolatesla308 ай бұрын
Ami to nijei dine 5 theke 7 cup khai kintu black ta white ta valo lage na
@QuantumMethod8 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@hitechislamiczone9 ай бұрын
❤❤❤❤
@rezaulhasan82579 ай бұрын
caffine is a beautiful ❤ we should drinks more and more espresso❤ i love coffee but only espresso black coffee ❤❤❤❤❤❤
@QuantumMethod9 ай бұрын
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@JuwelRana-tz4tx9 ай бұрын
😍
@QuantumMethod9 ай бұрын
ধন্যবাদ।
@addnone13369 ай бұрын
👍
@মেডুলাচৌধুরী9 ай бұрын
❤
@hamidur15708 ай бұрын
Black coffe khata khata video dakci...😅
@QuantumMethod8 ай бұрын
ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@hossainjakma64668 ай бұрын
বিবিসি চ্যানেলের একটা নিউজ দেখলাম এবং আপনাদের নিউজটা দেখলাম দুইটা নিউজ এর মধ্যে অনেক তফাৎ আপনারা কফির ক্ষতিকারক দিকটাই বেশি তুলে ধরেছেন অন্যদিকে বিবিসি ভালো দিকটাই বেশি তুলে ধরেছিল
@QuantumMethod8 ай бұрын
ভালো দিকটাকে গুরুত্ব দিলে তারমধ্যে ক্ষতিকারক দিকটা কিন্তু থেকেই যাচ্ছে। আর ক্ষতিকারক দিকটাকে গুরুত্ব দিয়ে যদি আসক্তি থেকে বের হওয়া যায় তাহলে ক্ষতি থেকে তো বাঁচা গেল। কফি যেহেতু অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য বা পানীয় নয় তাই এর ক্ষতি থেকে বেঁচে থাকাই বেশি লাভজনক মনে করছি আমরা।
@mdnoorhoshenalmard93039 ай бұрын
👍☕😋
@nasrinislam97559 ай бұрын
যদি শুধু ব্ল্যাক কফি খাই তাহলেও কি ক্ষতির মাত্রা একই থাকবে?
@QuantumMethod9 ай бұрын
খুব কম পরিমাণে অনিয়মিতভাবে খেতে পারেন। তবে কফি পান যদি আপনার অভ্যাস বা আসক্তিতে পরিণত হয়, তবে এ অভ্যাস থেকে বের হয়ে আসার চেষ্টা করা উচিত।
@litonmoni20379 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumasimu62039 ай бұрын
ঘুম আসলে কি করবো তাহলে??
@arafat409529 ай бұрын
হঁাটাহাটিঁ, মিউজিক..
@QuantumMethod9 ай бұрын
ঘুম আসলে ঘুমাবেন; যদি সেটা ঘুমের সময় হয়। আর কাজের সময় ঘুম আসলে চোখে পানির ঝাপটা দিতে পারেন, হালকা ইয়োগা করতে পারেন যেগুলো দাঁড়িয়ে করা যায়। দমচর্চা বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এরপরও ঘুম আসলে নিচের প্রক্রিয়া অনুসরণ করতে পারেন- মেরুদন্ড সোজা করে বসুন, লম্বা দম নিন। মুখ বন্ধ রাখুন। যতদূর সম্ভব লম্বা দম নেয়ার পর বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে নাক চেপে ধরুন। মুখ আগের মতোই বন্ধ আছে। আর নাক চেপে ধরার ফলে আপনি আর নিঃশ্বাস ছাড়তে পারবেন না। ফলে কয়েক মুহূর্তের মধ্যে দম বন্ধ হয়ে আসতে চাইবে। আর তখনই আপনার ব্রেন সর্বত্র সংকেত পাঠাবে, ‘ফাইট অর ফ্লাইট’। শরীরের প্রতিটি স্নায়ু ও পেশি মুহূর্তে সজাগ ও সক্রিয় হয়ে উঠবে। যখন দেখবেন যে দম আর বন্ধ রাখা যাচ্ছে না, তখন নাক ছেড়ে দিন। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস শুরু হয়ে যাবে। আর আপনি দেখবেন ঘুম আলস্য কোথায় পালিয়ে গেছে। কয়েকদিন এই টেকনিক প্রয়োগ করার পর দেখবেন যে, বাস্তবে এই টেকনিক প্রয়োগ করতে হচ্ছে না। টেকনিকের কথা স্মরণ করতেই ঘুম-আলস্য দুই-ই পালাচ্ছে।
@paromitadas19009 ай бұрын
9:03
@QuantumMethod7 ай бұрын
ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
@Europe-travel.8 ай бұрын
আমি তো দিনে ৪ টার ও বেশি খাই
@QuantumMethod7 ай бұрын
সচেতন হওয়া প্রয়োজন।
@abkyaewm49028 ай бұрын
আমি চা কফি কোনটাই পান করি না
@QuantumMethod8 ай бұрын
চমৎকার। ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।
@r.hmethu56659 ай бұрын
চা নিয়ে ভিডিও দেন প্লিজ
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব।
@QuantumMethod9 ай бұрын
আমাদের ভিডিওর প্রতি আপনার আগ্রহকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ্ আপনার পছন্দের বিষয়টি আমরা মাথায় রাখব। আপনি চাইলে কোয়ান্টামের ওয়েবসাইট থেকে এই আর্টিকেল গুলো পড়তে পারেন , আপনি উপকৃত হবেন । দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না - quantummethod.org.bd/bn/detail/article/a3def546-21a6-11e6-a3e9-7ae11501e35c দুধ-চায়ের আসক্তি কাটিয়ে উঠছে বাংলাদেশ - quantummethod.org.bd/bn/detail/article/277894fe-86dd-11e9-9098-bb93d07bf8a2
@JoyashreeBasak-c9b8 ай бұрын
Cha Valo na coffee valo
@QuantumMethod8 ай бұрын
গ্রীন টি উপকারী।
@creativityinternationalАй бұрын
Dinosaurs
@mdrafayathossain8 ай бұрын
No Statistics no data shown in this video, just randomly telling some written script deliberately Not resourceful at ll
@QuantumMethod8 ай бұрын
সুনির্দিষ্ট কোনো তথ্যে ভুল থাকলে আমাদেরকে শেয়ার করবেন। আমরা রিভিউ করব। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
@brittokhan52788 ай бұрын
দুধ চা নিয়ে বানান ভিডিও
@QuantumMethod8 ай бұрын
প্রস্তাবের জন্যে ধন্যবাদ।
@AnilChowdury8 ай бұрын
ফালতু কথা। আরো বেশি গবেষণা করে ভিডিও বানাতে হবে।
@QuantumMethod8 ай бұрын
আপনার কাছে আরো বেশি গবেষণা থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা সাগ্রহে গ্রহণ করব। মন্তব্যের জন্যে ধন্যবাদ।