চোখ বন্ধ করে বাজনাটা শুনলে একটা নিবিড় শান্তি আসে মনে...বিভোর হয়ে শুনি...❤️
@freelife23463 жыл бұрын
😌😌😌 মনের শান্তি অনেক বড় জিনিস।
@soumikhira23903 жыл бұрын
❤️❤️❤️
@sorpionahid35993 жыл бұрын
right didi
@ponchoyoungster26083 жыл бұрын
Ekdom thik e ❤
@subhapathak6523 жыл бұрын
Khub valo laglo
@tithumajumder72423 жыл бұрын
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি-- কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
@subratokarmakar8223 жыл бұрын
Thanks for the lyrics
@majeekaberi60033 жыл бұрын
Thanks for the lyrics 😊🙏
@seemaghosh13 жыл бұрын
Thanks for the lyrics 🙏
@md.khalidbinzaman95503 жыл бұрын
Thanks for the lyrics 😍
@didarulislam64493 жыл бұрын
Amazing
@amartya_basu3 жыл бұрын
কতদিন এমন আছে, কতজনের খারাপ গেছে। সত্তরেরও বেশি বছর ধরে মানুষ এই গান শুনেই খারাপ লাগাকে রোজ দূরে সরিয়ে দিচ্ছে। রবীন্দ্রনাথের আধুনিকতা তো এখানেই। গানের প্রথম দিন বয়স থেকে এত বছরেও ভালো লাগা একটুও কমেনি
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা অনুসরণ করে বলতে চাই....আপনার এই অসাধারণ উপস্থাপনা যেন... প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি...🙏🙏
@purnataghosh19213 жыл бұрын
এই পৃথিবীতে আমার শোনা একটা অসাধারণ রবীন্দ্রসঙ্গীত যেটা কিনা একজন নারীর একজন পুরুষের প্রতি প্রেম নিবেদন...খুব কম গান আছে যেখানে এই ভিন্নতা লক্ষ্য করা যায় গানের প্রতিটা শব্দ এতো সুন্দর আর সারদে সেটা আরও জীবন্ত হয়ে উঠল
@samimarahman12364 ай бұрын
I am purnota and i also told him about my feealing through this song.please pray for me that I get him soon❤❤❤❤.
@acousticwithshishir57763 жыл бұрын
কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়.... 🙏🙏🙏🙏🙏
@sudeshnapalsarkar39213 жыл бұрын
"প্রণয়" এটা হবে।
@acousticwithshishir57763 жыл бұрын
@@sudeshnapalsarkar3921 দুক্ষিত 🤐 , সাথে ধন্যবাদ 😊😊
@champaksastri72903 жыл бұрын
আহা সত্যি সত্যি যদি জীবনে এমন ঘটত!! তাকে মনে মনে ভালোবেসে যেতাম।। নীরবে নিভ্রিতে
Karon ki unara shobd'er thike beshi Kichu onubhob kortey shikhechen... ..... because they can fell and experience the music.........they become non-dual with their music......they become one... The music and the musician gets inseparable.....the become deeply meditative (mono-jog) 🙏🏼🙏🏼
মাঝে মাঝে সব তারগুলো একসাথে বাজানোটা আগে থাকত না। বেশ লাগছে এক একবার...👌
@promizannat96113 жыл бұрын
এক মূহুর্তে ই ব্যস্ত জীবন থেকে অনেক দূর নিয়ে যেতে পারবে এই সুর। অন্য কোনো জগতে এমন কোনো মানুষের কাছে বাস্তব জীবনে যার অস্তিত্ব নেই। বিরাজমান শুধু কল্পনায়.....!!
@himanichhandaghosh63913 жыл бұрын
এক অসাধারণ শান্তির ধ্বনি আছে❤.....আপনার বাজনায়😊😊
@aditpaul29 күн бұрын
জীবনে কোনদিন গান গাইতাম না, কলেজে একজনকে দেখে খুব ভালো লেগেছিল..... কিন্তু তাঁর জীবনে তখন একজন ছিল তাই এই গানটা তখন খুব প্রিয় হয়ে উঠেছিল আর সেই বছর শিক্ষকদিবসে আমি তার সামনেই গেয়েছিলাম..... তারপর সময়ের সাথে তাল মিলিয়ে ভগবানের আশীর্বাদে সে আমাদের জীবনে আসে এবং এই গান টা হয়ে ওঠে আমাদের প্রেমের সঙ্গীত....... তারপর সে অনেকবার গেয়ে শোনায়, নাচ ও করে কিন্তু আমার তো গলা ভালো নয় তাই আর হয়ে ওঠেনি, কিন্তু অদ্ভুতভাবে এই বছর দশমী তে সে ফোন করে আমার গলায় গান শুনতে চায়, কর্কশ গলায় তখন এই গানটা ফোন এ দ্বিতীয়বার শুনিয়েছিলাম......... তাঁর ৩ দিন পর হঠাৎ একটা মস্ত ভুলবোঝাবুঝি তে আমাদের ২ বছরের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়, এইটুকু আক্ষেপ থাকবেনা কোনোদিনও প্রেমিকা কে গেয়ে শোনাতে পারবনা তবে গানের কথার মতোই তাকে গোপনে ভালোবেসে যেতে হবে........❤ 2:40
@mimodeb75133 жыл бұрын
এই গানটি নিজের মধ্যেই প্রেম ,প্রার্থনা ও শান্তির সংমিশ্রণ। আপনার স্পর্শ পেয়ে তা যেনো আরো বর্ধিত হলো। মুগ্ধ হলাম❤️
@dipsikhamondal4813 жыл бұрын
চোখটা বন্ধ করে শুনলাম। সমস্ত ক্লান্তি চলে গেলো।। ধন্যবাদ sir...... খুব ভালো।।
@chowdhurymita71583 жыл бұрын
কেমন জেনো শান্তি আর কোমলতা পাওয়া যায় আর কিছু বলতে চেয়েও পারছিনা,,,চোখ বুজে উপলব্ধি করছি শুধু।
মুগ্ধ❤️❤️❤️ এক অন্যরকম প্রশান্তি❤️❤️❤️❤️ অজান্তেই চোখের কোণ ভিজে যায়❤️❤️❤️ মাদকতা কাজ করলো❤️ অসাধারণ❤️❤️
@shreyasinag3 жыл бұрын
Its a very hot day and my AC isn't working since yesterday. My furry babies were really stressed and weren't being able to relax due to extreme heat. Ice chips, wet clothes , almost everything failed. I just randomly searched for sarod as I really wanted some peace for myself too. I played this video and.. WOW my babies lied down , calm , relaxed , chewing on their chewsticks... it made me happy .. Thank you for such a beautifully perfect music .. Respect !
অসাধারণ, অপূর্ব সুন্দর, মন্ত্রমুগ্ধের মতো কেবল অনুভব করে গেলাম। 🌼🌻
@sanghitamukherjee81653 жыл бұрын
❤🙂
@debashisbasak73 жыл бұрын
এমন কিছু শোনা হলো যা মন্দলাগা ও ভালোলাগার দুই বিপরীত প্রান্তকে মিলিয়ে দেয়।।
@aparnamohantachakraborty41063 жыл бұрын
মুগ্ধতা জড়িয়ে থাকে , মনের মধ্যে গেঁথে যায় 💓💞
@ankanjana24753 жыл бұрын
Chokh bondho kore sunlame ak onno jogot a ase gechhi mone holo. Keep on playing..................
@paulamighosal29493 жыл бұрын
No words can describe the joy we get by listening to your performance!
@aditibiswas24633 жыл бұрын
আজ প্রথমবার শুনলাম আপনার সুর... সত্যি, ভাষা হারিয়ে ফেলেছি। 🖤
@noimulhassan99642 жыл бұрын
আমার প্রথম রবীন্দ্র সংগীত জা আমি আমার কলেজ জীবনের প্রথম প্রেমিকা কা শুনাবো বলে শিখেছিলাম. মনে পরে ঢাকার সরকারী তীতুমির কলেজে এর লেকচার থিয়েটারে তার আরো বান্ধবীর সম্মুখে ভয়ো ভয়ো কন্ঠে ওকে শোনানো. তারপর আমার রবিন্দ্র সংগীতের গায়িয়ে হয়ে ওঠা. আমাদের প্রেম আর রবীন্দ্র সংগীত ছিলো. ও ছিল আমার রবিন্দ্র্ব সংগীতের নায়িকা. আজ পয়ত্রিশ বছর পর সে বড় অচেনা. একি ছাদের নীচে থাকি বটে কিন্তু প্রেম মরে গেছে. কিন্তু রিবীন্দ্র সংগীত এর প্রতি নেশাটা মরে নি.
@sakibhossen186 ай бұрын
প্রেম মরে গেছে কেন ?
@ashokekumarroy21993 жыл бұрын
সরোদে এই গানটি শিল্পী খুবই ভালো বাজিয়েছেন। আর গান শুনলেই মনটা কেমন কেমন করে। হৃদয় স্পর্শ করে যায়।
@afiaibnatsamiha98833 жыл бұрын
কি অসম্ভব সুন্দর বাজালেন!🌼
@DebanganaKarmakar-wg5rq2 ай бұрын
গানটা শুনতে শুনতে প্রিয় মানুষটির সাথে কাটানো মুহূর্ত গুলো এক এক করে মনে পড়ে গেল.......কখন নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়েছে....সত্যি রবীন্দ্রসংগীত আপনার সরোদে আরো জীবন্ত হয়ে ওঠে.....যা মানুষের মনকে নাড়িয়ে দেয়....এভাবেই আরো সুন্দর সুন্দর গান আমাদের সোনাতে থাকুন.....😇❤️✨
@SudiptopramanikRudro20063 жыл бұрын
বাংলার সুর আপনাদের হাত ধরেই টিকে থাকবে
@taniabhattacharya83733 жыл бұрын
Wow.. Ki shanti laglo shune..
@sadakaloajanarkhoje3 жыл бұрын
আহা! আমার কত সাধের সেই হারানো সুর..২০১০ সাল.. সব চোখের সামনে ভেসে উঠলো.. শিবপুর মন্দির তলায়.. গুরুজি কমল মল্লিকের কাছে হাতে খড়ি..মাত্র দুটি মাস যেতে পেরেছিলাম... আজ পর্যন্ত আক্ষেপ হয়... যন্ত্রটা এখনো বাড়িতেই আছে... আবার হয়তো কোনদিনই শুরু করা যাবে না.. ...কিন্তু বন্ধু তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
@srilekhaghosh94133 жыл бұрын
আবার নতুন করে শুরু করুন। শেখার কোন বয়স হয় না। আমি ভুক্তভোগী তাই বললাম
@bipasaadhikary40053 жыл бұрын
তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক্ হয়ে শুনি কেবল শুনি।। Eta e bolte iccha korlo .....apnar guner preme pore gachi .....vison sundor bajan apni .....apnake live sonar iccha roilo .....
@alaminislam6783 жыл бұрын
মন ও মস্তিষ্কের প্রশান্তি 🖤
@aditisawoo32083 жыл бұрын
Osadharon! Mon bhore gelo
@ranaparna223 жыл бұрын
প্রতিবারের মতো এবারেও মুগ্ধ হলাম
@silvermist68913 жыл бұрын
আমার ভালোবাসার মানুষের গেয়ে পাঠানো রেকর্ডিংটা শুনছিলাম, তারপরেই আপনার এই ভিডিওটা চোখে পড়লো। গানটা ভীষণ পছন্দের।
@IamAniruddha3 жыл бұрын
গোপনে তোমারে সখা কত ভালোবাসি ❤️
@oindrilaacharya51333 жыл бұрын
saregamapa aaye apnake dekhe mon ta bhalo hoe gelo... Apnar surer murchona aro sob jaygaye chorie poruk.. Etai kamona💖💖💖💖
@bongohelp83683 жыл бұрын
বিকেল বলা তারাহুরো করে বাড়ি ফিরছিলাম। তোমায় তোমার স্বামীর সাথে করে দেখলাম রেললাইনটার দিকে যাচ্ছো, তোমার কোলে মিষ্টি বাচ্চাটা অনেক সুন্দর, কী নাম ওর? । কতটা বদলে গেছো তুমি। তোমায় দেখে হঠাৎ থমকে গেলে আমার পৃথিবী , রাতেই ঢাকায় ফিরেছি। আমি এখন ক্লান্ত । এক বুক কষ্ট পুষে ব্যাচালর ভেসে পাষান্ড শহরে টাকা কুড়াতে এসেছি। সিগারেটের প্যাকেটে আর দুটো বাকি আছে। শেষ করেই ঘুমাবো, ঘুৃম আসছে নাহ্ তবুও ঘুমাচ্ছি। ঘুমো ঘুমো চোখে শুনছি, কতবারওওওওও -------------রাত১২.৪৫- কোনো এক ব্যার্থ প্রেমিক, ফুলার রোড,ঢাবি, ঢাকা, বাংলাদেশ।র
@niladrisekhar59643 жыл бұрын
আপনার ব্যথা, মনে অনুভব করলাম, আপানার লেখার ছত্রে ছত্রে তাকে ধরা যায়। ভালো থাকবেন দাদা।
@unblessedgamer39803 жыл бұрын
Cokhe jol eshe gelo
@triparnaroyhaldar6783 жыл бұрын
Keno nijeke ebhabe kosto dicchen DADA? 1jon er kache oproyojoniyo hoe gechen bole apnar proyojon furie geche bhabchen keno? Onek manus ache, jader kache apni oporiharjo hoe uthte paren. Ami jani na apnar MA , BABA ekhon achen kina, bhalo bondhu ache kina, jodi thake, tader sathe time katan. Notun bhalo bondhu korun. Parle kichu emon manuser pashe daran, jader pashe daranor lok nei…jar jonno jibon ke chere jete chaichen, seto boleni, janeo na apnar ei obostha. Bhalo jodi ajo basen take, nijeo bhalo thakun. Reply jodi sombhob hoe deben.
@bongohelp83683 жыл бұрын
@@triparnaroyhaldar678 বাবা আছেন, ভালো বন্ধু ও আছে। সিগারেট দু মাস হলো ছেড়েছি। নিজেকে বিন্দু বিন্দু করে পরিবর্তন করছি। ভাবছি চাকরী টা হয়ে গেলে বাড়ি ফিরবো। পাশের বাড়ির গোলগাল চেহারার লজ্জাবতী অরুন্ধনাকেই বউ বানাবে। বড্ড লক্ষী ও।
@triparnaroyhaldar6783 жыл бұрын
@@bongohelp8368 khub bhalo laglo DADA apnar reply peye. Aro bhalo laglo apni abar jibon ke bhalo baste shuru korechen jene. Oporwala apnar sohay hon ei prarthonai kori amar ontor theke. Apni bhalo moner manus. Ektu dhoyrjo dhorun apnar bhalo hobe. Ar ebar taratari oi lokkhi meyetir Sathe khela ghor bedhe felun. Dada bhalo basa holo maya, ota sukhe dukkhe eksathe jibon ke katie deoar naam. Bier pore onek bhalo basa deben bouke. Sara jibon bhalo basben. Ei bon tar onek onek subheccha thaklo. Ar kokhono pichoner ondhokar er dik e fire takaben na. Bortoman er alote jibon bhore gele, tokhon pechon e fele asa din gulokeo ar andhokar lagbe na. Bhalo thakben DADA.
@ayontigoswami543 жыл бұрын
গান কোনোদিন ই ভালো লাগতো না কিন্তু এখন আপনার বাজনা শুনতে শুনতে সত্যিই বিভোর হয়ে যাই ... অপূর্ব !
@orphic57503 жыл бұрын
২০২২ এর প্রথম দিন সকালবেলা, প্রায় 6 টা, চোখ বুজে শুনছি, এবার বছর টা দারুণ যাবে😊😊 ধন্যবাদ।। এবং সবাই কে Happy New Year🎆
@ProjectPratinidhi3 жыл бұрын
প্রথমবার যখন এই গানটি শুনেছিলাম তখন প্রথম প্রেমে পড়েছিলাম উনার আর আজ যখন আবার শুনলাম কেন জানিনা মনে হচ্ছে আবার নতুন করে প্রেমের সঞ্চার ঘটলো, মনে হচ্ছে আবার তার প্রেমে পরি ঠিক একই ভাবে...😌
@mallickaroy54093 жыл бұрын
এই বাদ্য যন্ত্র তে রবীন্দ্রসংগীতে সুর শুনতে খুব ভালো লাগে
@koustavdey9923 жыл бұрын
Just mind blowing.. Airkm aro anek Gan sunar apekkhai roilam..
@arunimatabassummumu6533 жыл бұрын
It touched my heart instantly 🥺 A pure bliss. God bless you
@nintuchoity46313 жыл бұрын
এতো সূক্ষ্ম সকল সুর ও ভীষণ সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। ঠিক যেন কানে প্রবেশ করে সমস্ত শরীরে মনে শান্তি বিস্তার করছে
@sukhenmohanta1873 жыл бұрын
মন বিভোর হয়ে আসে,চোখে আসে জল। নয়ন ও দুটি করে ছলছল। 🙏🙏
@debapriyasen90193 жыл бұрын
Ki sundor....monta shanto hoe ase sune.
@da-bq9bq3 жыл бұрын
Your melodious tune has quenched my thirst God bless my child 🙏
@zillurrahman80963 жыл бұрын
ঘুম থেকে উঠে ইউটিউবে ঢুকেই এটার রিকমেন্ডেশন। আহ! কি যে এক প্রশান্তি অনুভব করছি। ❤️
@surmakkhiheem-11943 жыл бұрын
জনাই না তবুও এটার অনেক অপেক্ষায় ছিলাম
@ankitahalder99853 жыл бұрын
মনখারাপের দিনগুলোতে মন ভালো করা। ' যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে ' শোনার ইচ্ছা প্রকাশ করছি❤❤❤❤❤
@tilakbanerjee78343 жыл бұрын
Khub Taratari sunte paben
@suchandrabhattacharyya91823 жыл бұрын
এই গানটা বাজিয়েছে তো।
@bonnomon51173 жыл бұрын
কানে হেডফোন দিয়ে নদীর ধরে বসেলে পড়ন্ত বিকেলের সেই হারিয়ে যাওয়া দিন গুলোর কথা মনে পড়ে যায় 🍁🥀🍂🌅😌
@pomlipaul98463 жыл бұрын
যখন ছোট ছিলাম বাবা জোর করে রবীন্দ্র সংগীত শোনাতেন ... আর আজ যত এগিয়ে চলছি , যখন একরাশ দুঃখটা বুকে চেপে রেখেও এগোতে হচ্ছে তখন এই সুরে জীবনীশক্তি ফিরে পাই বারবার ♥️
@taufiquealamtusan3 жыл бұрын
An excellent piece of work, looking forward to hear more such soothing melodies.
@sowaibhassan90897 ай бұрын
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী-- কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥
@MANNA-NURSERY3 жыл бұрын
আপনা ভুলিয়া❤!!
@shanubiswas4270Ай бұрын
কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়
@subhranag84573 жыл бұрын
Such instruments are always carrying lots of memories ❣️❣️
@jakiasultana9963 жыл бұрын
সারাদিনের ব্যস্ততা শেষে রাতে রুমে আলো নিভিয়ে আকাশ দেখতে দেখতে এই মিউজিক টা শুনলে সব ক্লান্তি নিমিষেই চলে যায়।
@sougatamajumdar21123 жыл бұрын
যতবার শুনি মুগ্ধ হই ❤
@arghyakundu3593 жыл бұрын
সে এক হৃদয়াত্মিক টান..ভাবাবেগের শীর্ষে যখন ভালোবাসা পৌঁছে যায় তখন আর তাঁকে দূরে রাখা যায় না,অসাধারণ আপনার শিল্পত্ত্ব❤️
@md.rabinkhan63983 жыл бұрын
This work deserves such excellency that's beyond word. It relates divinity to my mind. Sublime!
@bharatichatterjee50953 жыл бұрын
বৃষ্টি এখন থেমেছে । বাক্স জানলার ধারে বসে এখন বিকেলের রাস্তা দেখছি, এলোমেলো হাওয়ার সাথে সামনে রয়েছে এক কাপ নিজের করা গরম চা। আর এই ভিডিও । ধন্যবাদ।
@sayanmondal62713 жыл бұрын
যারা এই ভিডিও টি অপছন্দ করেছেন হয় তারা বাঙালি নন অথবা তাদের জীবনে বোধকরি সৌন্দর্যতার অভাব আছে।
@Sheikhjawad20026 ай бұрын
Tara nora fatehir gaan like kore.. Kobiguruke na..
@ayanbepari45985 ай бұрын
তারা টনি কক্কড়ের ভক্ত😂
@AlokePaul-cu2hf5 ай бұрын
একদম খাঁটি কথা বলেছেন...
@de_capturer4 ай бұрын
বাঙালি হয়ে যদি কেও dislike করেও থাকে,তাকে তার জীবনের কোনো না কোনো দিন কবিগুরুর গান শুনতেই হবে।❤
@Lilac237123 ай бұрын
True tader jibone kono rong nei
@sanjibbiswas48663 жыл бұрын
নতুন শ্রোতা।আহা যেনো সর্গ
@tonmoyghosh88203 жыл бұрын
কমেন্ট পড়তে আসলাম। প্রশান্তি 🖤
@mehediridoy8603 жыл бұрын
চোখ বন্ধ করে বাজনাটা শুনলে একটা নিবিড় শান্তি আসে মনে...বিভোর হয়ে শুনি...❤ (2)
@rashidahmed20463 жыл бұрын
Cant find you on Spotify! If you are not there, i would request to upload your tracks asap. I want to listen this all day long.
@ankita_14053 жыл бұрын
মনটা ভারী ছিল.... ইউটিউব খুঁজতে খুঁজতে এই টা সামনে আসলো... আগে ফেসবুকে follow করতাম.... তাই এই আওয়াজ শোনার লোভ সামলাতে পারলাম না... এখন মনটা অনেকটা অনেকটা শান্ত 💖💖
@nirmalkumarboxi99053 жыл бұрын
Great feeling after listening this tune.
@anweshadas37433 жыл бұрын
Made me silent and calm 💔
@abdulhalim-dr3ko3 жыл бұрын
আহ কী জাদু! অতীতে ফিরে যেতে ইচ্ছে করে বারবার।
@rajjaswarikayal73233 жыл бұрын
Please, try to make a playlist on spotify please!!!!!!!
@sac190203 жыл бұрын
কতদিন এমনও হয়েছে কতজনের মন খারাপের সময় এই গানটি শুনে মন ভালো হয়েছে। এই জন্য রবীন্দ্র নাথ ছিলেন আধুনিক ঘরনার কবি এবং যুগোত্তোর কবি “কেমনে প্রকাশি কব কত ভালোবাসি”
@mrittwikaduttagupta28353 жыл бұрын
Release these on Spotify please!
@subhraghosh56494 ай бұрын
Apurbo bajiyechen ❤ Emon anek manush ache jara kobi guru ke abolombon korei beche thake. Jug jug dhore bhison vabe prasongik.
@travellerseye16743 жыл бұрын
দাদা, আপনার সরদে কিছু বাউল গানও শুনতে চাই। ভারী মানাবে
@bithikachanda15833 жыл бұрын
অপূর্ব,, রাতে ঘুমানোর সময় ঘরের বাতি নিভিয়ে দিয়ে এই বাজনা টা শোনো,,ব্যাস কখন যে ঘুমের দেশে চলে যাবো টেরই পাবো না,,
@SreematiMukherjee3 жыл бұрын
It is a perfectly tuneful rendition. However, iin the opinion of this listener the performance/ rendition/ presentation would have gained had there been more expression of the stringed richness of sarod. Somewhere one gets the sense of a piece learnt but not expanded and consummated. The tempo could also be increased; the song is sung to a quicker tempo. I have been a listener of Indian Classical Music and Rabindrasangeet for decades. Hence I give a considered view.
@goes99973 жыл бұрын
This may or may not occur for PB, time, will tell. Still now Ustad Amjad Ali loves to experimentally play "Jodi Tor Dak Sune Keu na ase" by using multiple richness of Sarod, but none of them ever bring any mental calmness amongst the listener, which PB has already been inculcate through playing his Sarod in bilombit loy without exploiting richness of the instrument