স্যার আমি একজন স্টুডেন্ট আমার বয়স ১৯ বছর। আমি ১৫ কেজি বা এর বেশি ওজনের কিছু মাথায় নিলে আমার বুকে একটু বেশি ব্যথা অনুভব হয় এমনকি হাতে বাড়ি কিছু নিয়ে হাটলে। এবং আমি কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকলে আমার মেরুদন্ড পিছন থেকে হাত যতটুকু পাওয়া যায় জায় ঠিক ওই জায়গায় ব্যথা হয়।স্যার একটু বলবেন আমি কিসের ডাক্তার দেখাবোএবং এর কারণ কি।