আমি ওনার একজন গুনমুগ্ধ পাঠক, ভারতীয়। ওনার মৃত্যুর এতো বছর পরে এভাবে ওনাকে দেখা, সঙ্গে এই অসাধারণ গান... কিভাবে বলব বুঝতে পারছি না, ব্যথা করে
@edulahamed8073 жыл бұрын
হৃদয় নিঙড়ানো ভালোবাসা রেখে গেলাম কমেন্ট বক্সে,,দুনিয়া আধুনিক হয়েছে পোস্ট অফিসের গুরুত্ব কমেছে কিন্তু এখানে এসে দেখালাম হাজার হাজার মানুষের আবেগ জড়ানো কথা জমা পড়ে আছে??ইট পাথরের এই শহরে মারা গেলে মানুষ কত দিন আর মনে রাখবে?? কিন্তু বছরের পর বছর আমাদের সৃতি গুলো এখানে জমা পড়ে রইবে,,🥀🥀🥀🥀❤️❤️
@redwanulbari48116 ай бұрын
বারবার শুনি। অবাক দুনিয়ায়!
@masudbhuiyan67603 жыл бұрын
গানটা এর আগেও অনেকবার শুনেছি তবে শাওন আপুর কন্ঠেও যে এই গান হয়েছিলো সেটা জানা ছিলোনা.... আজ বুঝলাম স্যার কেনো শাওনের প্রেমে পড়েছিলো.... 😢 এমন একটা শাওন পাওয়া ভাগ্যের ব্যাপার... 💜
@chandondas973 жыл бұрын
বাংলায় আর এমন প্রতিভাবান লেখক আর কেউ হতে পারবেনা। এত সহজ, সাধারণ কথাগুলি কেমন অসাধারণ করে ফুটিয়েছিলেন তার লেখাগুলিতে যা চিরসবুজ হয়ে থাকবে। সৃষ্টিকর্তার নিকট উনার অমর আত্মার চিরশান্তি কামনা করছি।
@SharminSultana-223 жыл бұрын
আহা শাওনের ভয়েজ। সর্বগুণেগুণান্বিতা। তার উপর গানের লিরিক অসাধারণ। হুমায়ূন আহমেদ কাঁদছেন, দূর্লভ চিত্র। সব মিলিয়ে অসাধারণ।
@shahanaahmed62982 жыл бұрын
স্যার আর শাওনের মধ্যে নিবিড় ভালবাসা ছিল যা শাওন এখনো ধরে রেখেছে।আমার মনের হয় উনাদের দুজনের মধ্যে বুঝ টা খুব গভীর ছিল।দুজন দুজনকে খুব ভালো ভাবে বুঝতো তাই বয়স তাদের ভালবাসা কে আটকে রাখতে পারেনি।
@liponshamsuddinkhan70832 жыл бұрын
কি সুন্দর, হৃদয় নিংড়ানো কথা,সাথে শাওনের খালি গলার অসাধারণ সুর। হুমায়ুন স্যারের অভিব্যক্তি - মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। ৫০ বছর কেনো ১০০ বছর পরেও এর শ্রোতা কমবে না।
@jabrinaopshora38395 жыл бұрын
শাওন আপাকে ধন্যবাদ, অনেক বড় কলিজার দরকার কাউকে এতটা ভালবাসার জন্য।
@sathiislam67485 жыл бұрын
হুম রাইট
@arifhossainarif84 жыл бұрын
Raght
@RedAndGreen2 жыл бұрын
💖❤️
@surmaAkter2827 ай бұрын
কিছু ভালোবাসা হয় অর্থের জন্য।
@nigarsultana862310 ай бұрын
অসাধারণ গেয়েছেন শাওন খালি গলায়।হুমায়ুন স্যার চোখ মুছছেন দেখে আমারও চোখ অশ্রুসজল হলো।মহান আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।
@rubiakter90313 жыл бұрын
কেন এত মনে পড়ে আপনাকে হুমায়ূন সাহেব 😭 ধরাছোঁয়ার বাইরে থেকেও খুব প্রিয় আপনি।সারাটি জীবন প্রিয় ই থেকে যাবেন। হৃদয়ের অনেক কাছে ❤️
@mdraselahamed59582 жыл бұрын
এই গানের মধ্যে কত কান্না, কষ্ট এটা মাএ হুমায়ুন আহমেদ স্যারই বুঝেছেন। স্যারকে আল্লাহ ওপারে ভাল রেখো❤️💖
@azamsabbir2 жыл бұрын
এই গানটিতে হুমায়ুন আহমেদ স্যার এর এক্সপ্রেশন বলে দেয়, তিনি মৃত্যু এবং পরকালের প্রতি ভীত ছিলেন। এই উসিলায় তিনি যেন মাফ পান, দোয়া করি সবসময়
@mdshahalam96392 жыл бұрын
এই গানের গীতিকার গিয়াসউদ্দীন
@azamsabbir2 жыл бұрын
@@mdshahalam9639 জ্বী, গীতিকার শ্রদ্ধেয় গিয়াস উদ্দিন এবং সুরকার, বিদিত লাল দাস
@selimalbacchu20164 жыл бұрын
হুমায়ুন স্যারকে দেখলেই মনটা তে কেমন যেন মায়া জন্মে যায়... অসাধারণ একজন মানুষ ছিলেন...আল্লাহ পাক যেন স্যারের সকল পাপকে ক্ষমা করে দেন..
@mahbubahemu742 Жыл бұрын
শাওনের এই গান যতবার শুনি, চোখে পানি চলে আসে😢!! স্যারকে যে কতটা ভালোবাসি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না! উনি চিরকাল আমাদের কাছে অমর হয়ে থাকবেন । আমার এই ছোট্ট কমেন্টটুকু অন্য অনেকের মতো আমিও রেখে দিলাম স্মৃতির পাতায়।❤❤❤
@HabiburRahman-hc4in2 жыл бұрын
যতদিন বাংলা সাহিত্য থাকবে ততদিন প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বেচে থাকবেন মানুষের হৃদয়ে ।
হুমায়ূন আহমেদ এর ক্ষুরধার লেখুনি বাংলাদেশের সাহিত্য ভাণ্ডারকে করেছে সমৃদ্ধি। যতদিন বিশ্বের বুকে ছোট্ট এই বদ্বীপ বাংলাদেশ টিকে থাকবে ততোদিন হুমায়ূন আহমেদের কর্ম টিকে থাকবে। হুমায়ূন আহমেদ বাংলাদেশের গর্ব তাই সরকারের উচিত তাঁর সাহিত্য কর্মের উপর একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা।
@moniraaktar8213 жыл бұрын
Vaiya khub sundor kotha bolechen 👍👍👍👍👍👍
@nusratjahan86182 жыл бұрын
মানুষের প্রতি মানুষের ভালোবাসা এত হতে পারে হুমায়ুন স্যারকে না দেখলে ভক্তদের কথা না জানলে কখনো বিশ্বাসই করতাম না স্যার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আজও নীরবে কাঁদে আমার মতো হাজারো ভক্ত 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@mortuzamohammadhasan78617 жыл бұрын
আজ বুঝলাম স্যার কেন সাওনের প্রেমে পরেছিল।
@ankhilimon74225 жыл бұрын
স্যার কিন্তু শাওনের গানের ভক্ত ছিলো।
@bornasinger20114 жыл бұрын
সব গুনে গুনান্নিত😍😍
@mahabuburrahman99883 жыл бұрын
আহা..শাওন...
@saralatif1806 Жыл бұрын
সুরে এমন দরদ বলেই কবি হারিয়েছিলেন শাওনের মাঝে! আহা আমিও হারাই যখনই শুনি❤❤
@armanazad5763 Жыл бұрын
আহ! স্যারের অশ্রু মুছতে দেখে মনে হচ্ছে স্যার ঐ অবস্থায় মৃত্যুকে উপলব্ধি করেছেন। গানটি শুনে আমিও উপলব্ধি করলাম। আজ স্যার নেই, একসময় আমিও থাকব না; গান ও কমেন্টটি যেন থাকে। স্যারের আত্মার মাগফিরাত কামনা করি।
@monirulsorkar8220 Жыл бұрын
উনি যে কেমন একজন প্রিয় মানুষ তা যদি কখনো প্রকাশ করতে পারতাম।উনার প্রতিটিই সৃষ্টি সবসময় মনে দাগ কাটে।উনি আমাদের মাঝে এভাবেই থাকবে আজীবন।
@captainmasud32893 ай бұрын
আরো ১০০ বছরের মধ্যেও একজন হুমায়ূন আহমেদ আমাদের দেশে জন্ম হবে কিনা জানিনা, তবে আল্লাহই ভালো জানেন।❤❤
@rifatshek7793 Жыл бұрын
আমাদের একজন হুমায়ুন স্যার ছিলেন, তরুণ তরুণদের আবেগ ভালবাসার প্রতিচ্ছবি একজন কবি,তার সৃষ্টির তুলনা তিনি নিজেই।
@tinaafroz9048 жыл бұрын
হারানোর ব্যাথা একমাত্র সেই বোঝে যে হারায় ।
@farzanaakter41577 жыл бұрын
tik
@shahidakhatun33076 жыл бұрын
Adele Tina @
@Pkosru4 жыл бұрын
সবকিছু এত শূন্য
@bnhigh66243 жыл бұрын
@@farzanaakter4157 Hi
@shiponahmed12111 ай бұрын
কে ছিলেন হুমায়ুন আহমেদ। তার মেধার কোন শেষ নাই। তিনি নিজেই মিসির আলী,হিমু আর কত গুন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের ফেরদৌস নসীব করুন।। আমিন
@muskan661411 ай бұрын
এতো সুন্দর গানটা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ___ ( হুমায়ুন আহমেদ স্যার আর মেহের আফরোজ শাওন কে)____গানটা শুনলেন বুকটা হিম হয়ে উঠে ❤❤__[২৪-১২-২০২৩]🤍
@azamsabbir2 жыл бұрын
হুমায়ুন স্যার আপনি আমাদের বেঁচে থাকার অবিচ্ছেদ্য অংশ ছিলেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন
@muftimahfuzurrahman21847 жыл бұрын
হে আমাদের মালিক, এই গানটির কারনে তাকে ক্ষমা করে দাও, তুমিইতো একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু ।।
@nawshinsaiayara13317 жыл бұрын
muftimahfuzur rahman আমিন
@abdulhannan65687 жыл бұрын
গানের গিতিকার ত হুমায়ুন আহমদ না ভাই। গিতিকার গিয়াস উদদীন।
@mehedihasantusar81736 жыл бұрын
Allah is almighty, please Allah forgive him, he's our heart, when i listened this song first of all i remembered you not him then i also remembered him...so Allah you are great,, merciful,, thanks
@Tasbi-ee9uv6 жыл бұрын
Amin, amin,amin,amin tini amar onek pasonder akjon baktitto allah take khoma korun
@masumparvez74485 жыл бұрын
saon mam ato dorod dia gaise Tar koliza chire ber hoi Thanks saon mam
@abdus9csongsalam2344 жыл бұрын
গানটা শুনে আমার কলিজায় গিয়ে লাগলো ।হুমায়ুন আহমেদ স্যার তৈরি করা এই শাওন ।আজ বুঝলাম শাওনের প্রেমে কেনো পড়েছে স্যার।
@ruhelahmed44787 жыл бұрын
একজন হুমায়ূন আর আসবে না আগামী ১০০ বছরে ও। ভালো থাকুন স্যার পরপারে।
@ebrahimebu1576 Жыл бұрын
মরিলে কান্দিস না আমার দায়... হুমায়ুন আহমেদ একজনই।কি অসামান্য সৃষ্টি।উপরওয়ালা আপনাকে বেহেশত নসীব করুন(আমিন)
@randombdchannel2 жыл бұрын
পুরো গায়ে বিদ্যুৎ খেলে গেল। অজানা এক টান ভাল লাগা কাজ করে উনাদের প্রতি ❤️😞
@yourhistory68662 жыл бұрын
প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ. ওনি যেনো চলে গিয়েও আমাদের কাছে রয়ে গেলো. ভালো রাখুক আপনাকে আল্লাহ.
@mdshojib55752 жыл бұрын
খালি গলায় কেমনে এতো সুন্দর করে গান গাইলো😮😮😮
@saikatmu73463 жыл бұрын
স্যারকে কাঁদতে দেখে অনেক খারাপ লাগলো, স্যার হয়তো বুঝতে পেরেছিলেন মৃত্যু আসন্ন।
@kiteinthesky44189 жыл бұрын
স্যার আপনি কেন চলে গেলেন এতো তাড়াতাড়ি? কেন গেলেন? আমরা, আপনার পাঠকেরা যে আপনাকে কি ভীষণ মিস করি তা আর কি বলব...খুব কষ্ট হয় আপনার জন্য স্যার। যেখানেই থাকেন ভাল থাকেন। আপনার জন্য অনেক অনেক দোয়া।
@MDMamon-kc4eg Жыл бұрын
গান টার অনেক গুলো ভার্ষণ শোনলাম। তার মধ্যে মনে হলো শাওনের টাই সেরা। মিস ইয়্যু হুমায়ূন স্যার।
@আল-কোরআনেরআলো-চ৭ব2 жыл бұрын
হে আল্লাহ রব্বুল আলামীন আপনি দয়া করে আমার প্রিয় লেখক এর সমস্ত ভুল-ভ্রান্তি ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
@naharneha28812 жыл бұрын
Bul barnti bolte akta bayee e to korese ...a naee public koto ki bole..i don't care... after all oni amr priou akjon lekhok....
আহা! আহা! কি চমৎকার আবেগী কন্ঠ, কি গায়কী! অসাধারণ আবেগের,শুরের সংমিশ্রণ!
@sumaiyakhan29254 жыл бұрын
শাওনের কন্ঠে এই গানটি শুনতে খুবই ভালো লাগে, অন্য সব সিলেটী মরমী গানের মতোই। হুমায়ুন স্যার অসুস্থ হওয়ার পর থেকে এখন পর্যন্ত অজস্রবার শুনেছি।😓কান্না চলে আসে
@JahangirAlam-oz9sl Жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যার এর প্রিয় গান দারুণ প্রকাশ করেছেন সুর বেদনাধায়ক😢
@jiblurahman20386 жыл бұрын
গীতিকার কবি গিয়াস উদ্দীন। জন্ম স্থান: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
@nurulbadsha38285 жыл бұрын
এই একজন হুমায়ুন আহমেদ দুইবার হবে না। আমি ও একদিন আল্লাহর পিয়ারা হয়ে যাব থেকে যাবে আমার স্মৃতি।আল্লাহ স্যার কে জান্নাত নসিব করুন।
@pawoerofislam12122 жыл бұрын
গানটি যখন হুমায়ুন সার শুন ছিলেন, যেন শুন্য অবস্থায় ভিম্রস অনুভূতিতে ছটফট করছিলেন, চোখের জল ও মুছেছেন_______ মহান আল্লাহ্ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন
@naahimaislam61432 жыл бұрын
স্যার লিখেছেন বই আর শাওন করেছেন অভিনয়। তাদের শেষ সময়টাও উপন্যাসের মতো গেলো। খুব অবাক লাগে
@namamun42184 жыл бұрын
২০৫০ সালের জম্য কমেন্ট করিলাম। হয়তো আমি তখন বেচে থাকবো না কিন্তু কমেন্ট, গান আর এই প্রিয় লেখক মানুষটি তখনো অমর।
@joyaislam30613 жыл бұрын
সহমত
@cuteboydubai23083 жыл бұрын
গান হলেও কথাগুলো ঠিক,, আর গানে মিউজিক নেই, মিউজিক ইসলামে হারাম।।
@gessanahmed36593 жыл бұрын
Absolutely right.
@fatemaislamrupa64813 жыл бұрын
Vhai
@shahinalom19823 жыл бұрын
সহমত
@AkbarHossainMonir2 жыл бұрын
জীবনের চরম সত্য এখানে ব্যক্ত হয়েছে। মানুষের নাজাত পাওয়ার জন্য এই গানের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ । মহান আল্লাহপাক শ্রদ্বেয় হুমায়ুন আহমেদ সাহেবেকে মাফ করুন, আমিন।
@ankitaafnantridha7556 жыл бұрын
শাওন ম্যাম এর গান এর কথাগুলো যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা কেউ বাজে কমেন্ট করার সাহস পাবো না।
@skmedialtd21942 жыл бұрын
যতই শুনি শ্রদ্ধা বেড়েই যাচ্ছে হুমায়ুন আহমেদ এর প্রতি।।
@kamrulhasanfoysal68083 жыл бұрын
এই মানুষটা আসলেই চিরদিন বেঁচে থাকবেন তার লেখায়,আমাদের হৃদয়ে
@dalwarhussain882 ай бұрын
হুমায়ূন আহমেদের অভাব বাংলাদেশ আর পূরণ হবে না। হে মহান আল্লাহ আপনি উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।
@debashissikdersiddhartha84573 жыл бұрын
৩০০০ সালের জন্য কমেন্ট করলাম। হুমায়ুন আহমেদ এক কালজয়ী নাম।
@md.selimreza92882 жыл бұрын
ঐ সময় এই চ্যানেল কে চালাবে?
@shahinur7488 Жыл бұрын
অসম্ভব ভালো লাগার একটি গান ❤️ শাওন গানটা এত আবেগ দিয়ে গেয়েছেন, চোখ বন্ধ করে শুনলে মস্তিষ্ক শান্ত হয়ে যায় 🥰
@morumabegum1283 Жыл бұрын
একদম ঠিক
@mariasrecitation92852 жыл бұрын
কলিজায় গিয়ে লাগে, যেমন গানের কথা তেমন কণ্ঠ। সাথে প্রিয় মানুষটিকে জিবিত অবস্থায় পাশে বসে কাঁদতে দেখা। সব মিলিয়ে কোথায় যেন হারিয়ে যাই গানটা শোনার সময়।
@riponrashid6761 Жыл бұрын
গানটি শুনে দুচোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল!পৃথিবীর মাঝে একদিন হঠাৎ মৃত্যু এসে তুলে নিয়ে যাবে 😢
@Allahordash1113 жыл бұрын
কথা গুলো কঠিন বাস্তব, শাওন হুমায়ন আহম্মেদ এর ভিশন বড় একটা অংশ।
@riyatabassum8110 Жыл бұрын
গানটি যখনই শুনি তখনই আমার শরীর শিহরিত হয়! শাওন ম্যাম খুবই প্রিয় মানুষ আমার কাছে তার ব্যক্তিত্ত্ব আমাকে টানে। হুমায়ুন আহমেদ স্যারের লেখা সবকিছুতেই যেন হিপনোটাইস্ট হয়ে যায়।
@md.mahbobulhoq57767 жыл бұрын
এখনও সময় আছে, আসুন সবাই পরকালের সম্বল অর্জন করি
@THasan-bw1iy3 жыл бұрын
হুমায়ূন আহমেদ এর প্রেমে পড়লে, অন্য কারো উপন্যাস, নাটক ভালো লাগে না💙🌻
@rowsanaraparbin1375 ай бұрын
শাওন আপার গাওয়া এই গানটা এত ভালো লাগে ১০০ বার শুনেছি। এরপর মোবাইল হাতে নিলেই আবারো শুনি।
@md.shihabuddin91033 жыл бұрын
আসলেই আপনি একজন অমর, হুমায়ন আহমেদের গান হৃদয় ছুয়ে যায়
@Zaidul19602 жыл бұрын
এই গানটি যখন হুমায়ুন আহমেদ শুনছিলেন তখন এক বিষন্নতায় তাঁর চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল, হয়ত তিনি বুঝতে পেরেছিলেন তাঁর সময় শেষ। প্রতিটি বিদায়ই মর্মান্তিক, হৃদয় বিদারক। হুমায়ুন আহমেদের মানুষ কখনওই মরে না। আমি বিশ্বাস করি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তে শয়তান তাকে ধোঁকা দিতে পারে নাই এবং তিনি ঈমানের সাথেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন।
হে আল্লা! তোমার নামের গান শুনে শ্রোতা হিমু যে ভাবে চোখ মুছলেন তা তুমি নিশ্চয় দেখেছ দয়াময়! দয়া করে তাকে গ্রহণ কর।আমিন!
@mdsahidislam38353 жыл бұрын
Himu ta ke
@shamimaakter78782 жыл бұрын
আমরা সবাই একে একে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।মরিলে কান্দিস না আমার দায়।
@ShafiqurRahman-ry8ce3 жыл бұрын
আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
@imamhasan71053 жыл бұрын
২০২১ সালের প্রথম কমেন্ট আমিই করলাম।এই গানের প্রশংসা করার ভাষা আমার জানা নেই।।
@MdMunna-pm4ci3 жыл бұрын
2021 সালে এসে আবার শুনলাম
@marzanahmed80213 жыл бұрын
Love you sir
@sumonanaznin86173 жыл бұрын
Mone pore jay sai 19 july 2012, onek din dippresion e silam ekhono hoye jai jokhn mone pore
@EngineMollah Жыл бұрын
শাওনের শতভাগ দরদ মাখানো এই গানটি আমি যে কতোবার শুনেছি!
@shuvrojitpritom53175 жыл бұрын
এইসব গানগুলোতে ডিসলাইক দেওয়ার মত এবিলিটি সাধারণ মানুষের নাই।
@কথা-ট৬ল5 жыл бұрын
Right
@650BD11 жыл бұрын
You made me cry, and I was at work with loads of mucho men too. Your song made me realise how much I miss my mother even though I’m a grown up man. This song is very haunting and very touching too.