মুর্শিদাবাদের ইতিহাস চর্চা করতে গিয়ে হঠাৎ হাতে পেলাম অধ্যাপক অমলেন্দু দের লেখা একটি বই - সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে যেখানে একের পর এক নবলব্ধ তথ্যের সাহায্যে বলা হয়েছে সিরাজের পুত্র ও বংশধরদের অজানা ইতিহাস, এতোদিন জানা ছিলো নবাব সিরাজুদ্দৌলার একটি মাত্র কন্যা ছিল নাম উম্মে জোহরা কিন্তু হঠাৎই এই অজানা কাহিনী চোখের সামনে এলো তাই এর উপর ভিত্তি করেই বানিয়ে ফেললাম আজকের এই ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকের অনুরোধে এই ভিডিওর দ্বিতীয় পর্ব পাবলিশ করেছি। যারা পরবর্তী বংশধরদের সম্পর্কে আরও বেশি জানতে চান তারা অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখুন।
@ranipramanick76435 жыл бұрын
Amar Mone hoy r o ki6u bolar 6ilo.....oner bongshodhor er talika Upendrakishor Raychoudhury te ese sesh hoy ebong sekhan theke Sukumar Ray & Satyajit Ray o asben
@ishaqalam2545 жыл бұрын
সিলেট কাজলশা তার কবর কি আচে বা তার বংসদর কি আচে সিলেটে
@sujitkumardas8175 жыл бұрын
দাদা নমস্কার জানাই আর আপনার এই ভিডিও টি খুবই ভালো লেগেছে, আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করি।
@THEBONGMIRROR5 жыл бұрын
খুব সুন্দর লাগল দাদা ভিডিও টা। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কারণ তুমি সঠিক তথ্য জেনে খুব সুন্দর করে কথা বলো। আরো ভিডিও চাই দাদা।
@khokanahmad8015 жыл бұрын
It is fake....that time British was trying to change the people's sentiment..They tried a lot to portray siraj us doula as character less.. They spent a lot of money within famous writers to write fabricated books....Brother research more before spreading information among people...
@skjahirahammad41144 жыл бұрын
আপনার নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে আমাদের মত অজ্ঞ লোকেরা। একটু জ্ঞান সঞ্চয় করতে পেরেছে। তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@sunitimandal1922 Жыл бұрын
যুগল কিশোেরর জীবন সতি অদ্ভুত ছিলো নবাবের ছেলে হয়ে গেলো হিন্দু জমিদার একেই বলে কপাল। অনেক অজানা ইতিহাস জানতে পারলাম ভিডিও খুব ভালো। নমস্কার মানস বাবু।
@devarshighosh77003 жыл бұрын
অনেক ধন্যবাদ মানসবাবু, আপনার এই videoটির জন্য! প্রফেসর দে'র লেখা বইটি আমিও পড়েছি (বোধয় ২০১৮-য়)। কিন্তু আপনি এতো সুন্দর ভাবে, সংক্ষিপ্ত করে, বর্ণনার পাশাপাশি যথাযথ ছবি দেখিয়ে বিষয়টি উপস্থাপনা করেছেন - আপনার বাকি সকল ইতিহাস-বিষয়ক videoটির মতো এটিও দুর্দান্ত লেগেছে! মূল বইটি প্রকাশিত হওয়ার কিছু পরে, কলকাতায় থাকা সিরাজ-এর (পুত্রজাত) বর্তমান এক বংশধর বিষয়টি আলোচনা করেছিলেন তাঁর বন্ধুমহলে (সেখানে আমার এক আত্মীয়ও ছিলেন) - সেখান থেকেই বইটির কথা প্রথম জানতে পারি, সেটি সংগ্রহ করার আগে। আর আপনার এই চমৎকার videoটি আরেকবার এই রোমাঞ্চকর ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিলো। প্রথম প্রথম অনেকের মতো আমারও ভীষণ জানতে ইচ্ছা করছিলো যে সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধররা কেন media'র spotlight-এ আসেননি এখন অবধি। কিছুটা উত্তর পেয়েও যাই আমি আমার আত্মীয়টির মাধ্যমে যিনি বর্তমান এক বংশধরের বন্ধু। সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধররা অনেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন (একজন কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা, একজন পেশায় দক্ষিণ কলকাতার এক স্কুলে শিক্ষক)। তাঁরা কিছুটা হয়তো উদাসীন নিজেদের এই প্রকৃত পরিচয় লোকসমক্ষে আনার ব্যাপারে। বঙ্গভূমির যেই নবাবকে ষড়যন্ত্রের দ্বারা হত্যা করে ব্রিটিশদের দক্ষিণ এশিয়ায় পাকাপাকিভাবে উপনিবেশ স্থাপন শুরু, এবং যার রাজত্ব প্রায় দু'শো বছর পর্যন্ত চলে - ব্রিটিশরা কোনোদিনই চায়নি যে, বাংলার শেষ স্বাধীন নবাবের কোনো সম্ভাব্য পুত্রজাত বংশধর আবার দেশবাসীর বুকে দেশপ্রেম জাগিয়ে ব্রিটিশদের এই দেশ থেকে উৎখাত করুক। তাই প্রায় দু'শো বছর ব্রিটিশদের ভয়ে পরিচয় গোপন করে, নাম পাল্টে পাল্টে জীবন কাটিয়ে এসেছেন ওনারা। আর এই ঘটনার ফলস্বরূপ সিরাজের (পুত্রজাত) বংশধররা ইতিহাসের পাতায় কোনোদিন স্থান পাননি। (যারা সিরাজের পুত্রসন্তান থাকাকে ইতিহাস নয়, স্রেফ মনগড়া কাহিনী বলেন, তাদের অনুরোধ করবো প্রফেসর দে'র মূল গ্রন্থটি পড়ুন - বুঝবেন যে এই গবেষণার genesis কোন খটকাগুলো থেকে শুরু; প্রচুর references এবং bibliography রয়েছে তাতে)। মাথায় রাখতে হবে সিরাজ পুত্রকে যখন যুগলকিশোর রূপে নতুন পরিচয় দেওয়া হয়, তখন সিরাজের লেশমাত্র স্মৃতিচিহ্ন (যেমন আংটি, ইত্যাদি) কিন্তু ইচ্ছাকৃতভাবে তার সুরক্ষ্যার কথা ভেবে তার কাছে রেখে দেওয়া হয়নি। সিরাজের (পুত্রজাত) বংশধররা আজ নিজ নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত। তাই এতকাল বাদে বংশানুক্রমে কেবলমাত্র মৌখিকরূপে জেনে আসা পরিবারের আসল পরিচয় জনসমক্ষে 'প্রমাণ' করার প্রয়োজনীয়তা তাঁরা হয়তো আর পছন্দ করেন না। মানসবাবু, আপনার খোশবাগ নিয়ে করা আরেক videoতে যেমন সমর্পিতাদেবী সুন্দরভাবে বললেন - তেমনি, “সিরাজ ভাঙিয়ে খাওয়ার” উৎসাহ হয়তো সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধরদের মধ্যে কম। কিন্তু আমি মনে করি, সিরাজের যে সত্যিই কোনো পুত্র ছিল, জনগণের সেই ইতিহাস প্রমাণসহ জানা উচিত এবং হয়তো কখনো এই বংশধররা নিজে থেকে জনসমক্ষে এসে দাঁড়াবেন। এবং তাঁদের পরিচয় প্রমাণ করার বিজ্ঞানভিত্তিক উপায় (যেমন DNA পরীক্ষা) অবশ্যই আছে - কিন্তু তার জন্য লাগবে ঢাকায় বসবাসকারী সিরাজের কন্যাজাত বর্তমান স্বীকৃত বংশধরদের সঙ্গে DNA -match। কিন্তু দুপক্ষের কেউ আদৌ তাতে রাজি হবেন কি? অতীত ইতিহাস প্রমাণসহ অবশেষে স্বীকৃতি পাবে কি? - ভবিষ্যৎ ইতিহাস বলবে। -from Kolkata, with best wishes to everyone.
@AzizurRahman-hp2lc5 жыл бұрын
গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ।একটা জিনিস বোঝা গেল নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধররা বাংলাদেশের কোথাও-না-কোথাও অবস্থান করছে। নবাবের রক্তের মানুষগুলি বাংলাদেশেই আছেন। আরেকটা জিনিস বোঝা গেল তৎকালীন হিন্দু কিংবা মুসলিম একে অপরের জন্য ছিল নিবেদিত ।তাদের মধ্যে ছিল মনুষ্যত্ব ও মানবতা। আশারাখি বাংলা-বিহার-উরিষ্যা শেষ নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব আবার এক হয়ে ফিরে আসবে নতুন কোন বাংলার বীর এর হাতে। যদিও মনে হতে পারে এটা একটা কাল্পনিক চিন্তা। তারপরও বলে রাখি অসম্ভব না।
@jahanghirkhan48024 жыл бұрын
@subhadeep mandal khomotar kase jibon putol matro seta hindu hok r muslim hok ager diner shashok ra ata chinta korto na
@shoponrahman54753 жыл бұрын
কি যে এক অসাধারণ কাজ করে যাচ্ছেন দাদা, যে নবাবের পরাজয়ে শুধু বাংলায় নয় পুরো উপমহাদেশ পরাধীনতার পথ প্রসস্থ হয়ে গিয়েছিলো, সেই ইতিহাস সম্পর্কে আমরা কতইনা অস্বচ্ছতার মধ্যে আছি--ধন্যবাদ আপনাকে এতো পরিশ্রম করে আমাদের সামনে আমাদেরই ইতিহাস তুলে আনার জন্যে ...
@abonaser74315 жыл бұрын
কি অদ্ভুদ ব্যাপার। এত কিছু জানার পর ও এটা জানতামনা।। ধন্যবাদ দাদা।। যদি বাংলাদেশে উনার বংশধর কেউ থাকেন তবে খুব ইচ্ছে জাগছে মনে তাঁদের একবার দিল ভরে দেখে আসব,পারলে তাঁদের একটুকু ছুয়ে দেখব।। খুব ইচ্ছে হচ্ছে খুব.....
@mahadhihasanrony20785 жыл бұрын
আমি বিভিন্ন জায়গায় দেখেছি একজনকে বিভিন্ন মিডিয়া বলছে সে সিরাজুদ্দৌলার মেয়ের হিসাবে বংশধর। বিভিন্ন আমলে তারা অনেকের কাছ থেকেই স্বীকৃতি পেয়েছেন বংশধর হিসাবে, যেমন- ঢাকার নবার স্যার সলিমুল্লাহর কাছে থেকে ও এর পরবর্তী সরকারের কাছ থেকে। আসলে কি সত্য, সেটা সিউর বলা যাচ্ছেনা।
@debprosadchatterjee44105 жыл бұрын
ভাবতেও পারছি না। এক সম্পূর্ণ অজানা তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরাজ-উদ-দৌল্লা আমার প্রিয় নবাব। আপনি লুৎফা উন্নিসার সম্বন্ধে কিছু আলোকপাত করুন। ইতিহাসে তার কথা পড়লে খুব কষ্ট হয়।
@sadiqulislamputu14645 жыл бұрын
ভুয়া
@sarojrouth20985 жыл бұрын
Thik
@sahjahansazu57974 жыл бұрын
নুতনভাবে ঐতিহাসিক ঘটনা প্রবাহ জানতে পেয়ে আপনাকে অনেক ধন্যবাদ।
@shyamdebnath83275 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে ।অনেক অনেক ধন্যবাদ জানাই।
@absmedia66385 жыл бұрын
ইতিহাস নিয়ে এরকম আরো ভিডিও তৈরি করা হোক। আমরা সবাই উপকৃত হব। আপনাকে অনেক ধন্যবাদ ভাই
@subhasdebnath23145 жыл бұрын
চমৎকার লেগেছে। আজো সীরাজউদোললা নামটা হৃদয় মাঝে,,,,,, ভারত থেকে 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ashikoppophone394 жыл бұрын
Mer jafor slay oi kag ta na korla azk 2 Bangla 1 takto 😍😍
@Akhter2054 жыл бұрын
@subhadeep mandal jeta janos na oi ta nia kotha bolish na haramzada
@biplobdas9738Ай бұрын
মীরজাফর কাজটি সঠিক করেছিল ভাই
@bablubaidya34995 жыл бұрын
অসাধারণ সুন্দর ভিডিও। শুনতে শুনতে ইতিহাসের পাতায় ডুবে গেলাম। আশাকরি আরো কোনো অজানা তথ্য জানতে পারবো। ভালো থাকবেন।🙏🌷
@muraribrahamachari28925 жыл бұрын
Bablu Baidya q
@versatrade15 жыл бұрын
আশচর্য! জীবনের বেশ কিছু সময় বোকাই নগর ও গৌরীপুরে কাটিয়েছি অথচ কোনদিন বুঝিনি যে শেষ নবাবের আপন রক্তের বিচরন ক্ষেত্র যে ওখানেই ছিল! বিধির কি লীলা ।
@niloykumardhar465 жыл бұрын
আমি আপনার এই ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম। আপনার বাচনভঙ্গী ও বর্ননা দেবার ক্ষমতা বেশ সুন্দর। আমার ঐতিহাসিক ভিডিও বিশেষ পছন্দ। আপনি আরও ঐতিহাসিক ভিডিও বানান। বিশেষ করে বাংলার ইতিহাস সম্পর্কে। যেমন শশাঙ্ক ও তাঁর বংশধরদের ইতিহাস, পাল বংশ, সেন বংশ, প্রতাপাদিত্য আরও সব জমিদার রাজা নবাবদের নিয়ে। দেখার আশায় রইলাম।
@manasbangla5 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে, চেষ্টা করবো আপনার কথা রাখার, আপনার পরামর্শ অত্যন্ত মুল্যবান।
@mahsinibrahim48203 жыл бұрын
অসাধারণ ভাই এগিয়ে জান
@debashismondal46044 жыл бұрын
খুব ভালো লেগেছে। পৌরাণিক কাহিনীর মতো লাগছে। এসব ঘটনার সাক্ষী ইতিহাস কেন হতে পারলোনা? অবাক লাগছে।
@Fhjkghhhhh4 жыл бұрын
Khub valo laglo videoty
@bsbshouvon28575 жыл бұрын
kub bhalo laglo... onk dhonnobad
@debbrotamridha47344 жыл бұрын
Khub valo laglo. Aro video chai. Many many thanks.
@ajoyabedin56765 жыл бұрын
জারা বাংলা থেকে দেখছো তারা লাইক করুন
@pkg995 жыл бұрын
witchella boo 😂😂
@jayantosomaddar12163 жыл бұрын
Darun...khoob bhalo laglo
@kakolipoddar67885 жыл бұрын
Darun laglo, jano itihas ke prottokhho korchilam.
@abdulkadarkhan28842 жыл бұрын
পুরানো ইতিহাস জানতে পেরে চ্যানেলকে অশেষ ধন্যবাদ
@musabinshamser60805 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি সত্য তুলে দরার জন্য
@manasbangla5 жыл бұрын
অনেক ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য।
@zakirhossain10894 жыл бұрын
খুব ভালো সংবাদ শুনলাম অাপনাকে ধন্যবাদ জানাই
@Shamimhossen-v7j5 жыл бұрын
ধন্যবাদ আপনার উপস্হাপনা খুবই ভাল লাগছে
@দাদাভাই৭০০5 ай бұрын
আপনার সব ভিডিও অনেক সুন্দর
@arunkumarbhattacharya32544 жыл бұрын
ধন্যবাদ।অনেক সুন্দর ভাবে বললেন, বাংলার এক অজানা তথ্য। আরো আশা রইল।
@shubhamndt87484 жыл бұрын
ধন্যবাদ, এটা ভীষণ গোপন ইতিহাস, জেনে ধন্য মনে করি। ডি, বেরা, পঃবঃ, ভারত।
@rahimatanha81183 жыл бұрын
এতো অদ্ভুত হলাম যে বিষয়টি খুবই হৃদয়ে দাগ কেটে গেছে।
@mousumichakraborty40725 жыл бұрын
আপনার এই video টা দেখার পর অধ্যাপক অমলেন্দু দের লেখা "সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে" বই টা পড়লাম। এসব বিষয়ে কোনো কিছুই জানতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নবাব আমার ভীষণ প্রিয় মানুষ। অনেক অজানা কথা জানলাম। জানতে পারলাম এই সিরাজুদদোলার প্রত্যক্ষ বংশধর শরদিন্দু দে ভারতের মুক্তি যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ওফ কি ভীষণ আনন্দ হচ্ছে। নবাব হত্যায় যুক্ত ইংরেজ বিরুদ্ধে তার বংশধর প্রতিশোধ নিয়েছে।
@সত্যসন্ধানী-খ৭ঘ5 жыл бұрын
আপনি ঠিকই বলেছেন, অন্যদিকে বাংলাদেশে যিনি নিজেকে সিরাজের নবম বংশধর বলে পরিচয় দেন তার পুর্বপুরুষের কেউ ব্রিটিশ দের বিরুদ্ধে লড়াই করেছে বলে শোনা যায়না বরং তাদের ষষ্ঠ ও সপ্তম বংশধর ব্রিটিশদের অধীনেই চাকরি করেছেন।
@THEMADCOUPLE7865 жыл бұрын
খুব ভালো লাগলো এই sokol ইতিহাস jene
@manasbangla5 жыл бұрын
ধন্যবাদ।
@mdnazrulislam39015 жыл бұрын
আমি এই প্রথম জানলাম অবাক করা ইতিহাস।সত্যি ইতিহাস কতই নির্মম।
@manasbangla5 жыл бұрын
অনেক ধন্যবাদ, পাশে থাকবেন চেষ্টা করবো আরও নতুন নতুন এই ধরনের ভিডিও উপহার দেওয়ার।
@rabirajbanshi84675 жыл бұрын
darun ...khub valo work....manus ank kichu janta parcha apnar ay channal thaka....god blass you
@mdrakibhridoy19434 жыл бұрын
আমি বাংলাদেশ থেকে, দাদা সবসময় সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। সত্যতা যাচাই করে। ধন্যবাদ
@saro86243 жыл бұрын
কেন আপনার মধ্যে কি কোন সন্দেহ আছে মানষ দাদার ইতিহাস বিষয়ক এনালাইসিস এ?
@marufahmmed51734 жыл бұрын
নবাব পরিবারের নতুন তথ্য জেনে খুব ভালো লেগেছে। ধন্যবাদ
@THEBONGMIRROR5 жыл бұрын
খুব সুন্দর লাগল দাদা ভিডিও টা। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কারণ তুমি সঠিক তথ্য জেনে খুব সুন্দর করে কথা বলো। আরো ভিডিও চাই দাদা।
@JakirHossain-sb6sm4 жыл бұрын
আসসালামুয়ালাইকুম দাদা আপনার কথা অনেক সুন্দর লাগছে এরকম ভিডিও আরো যেন বানান বাংলার ইতিহাস বাংলার গর্ব এই নিয়ে আমাদের অহংকার
@b.rmollick89215 жыл бұрын
দারুন ,দারুন ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে ।
@anowarchowdhury90395 жыл бұрын
চমৎকার ও তথ্য বহুল ভিডিও।
@jamiruddinahamed21627 ай бұрын
খুব সুন্দর অনেক কিছু জানতে পারলাম
@salimbd17285 жыл бұрын
ভীষন ভালো লাগলো, এমন ঘটনা আর নতুন নতুন দেখতে চাই,,অজানা কে জানতে চাই
@krishnabhaskar58124 жыл бұрын
onek dhonnobad.ato ghotona jananor jonno
@namitadutta22955 жыл бұрын
অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো ।
@Hi_fellows3 жыл бұрын
Khub bhalo
@narendrachandradas4635 жыл бұрын
খুব ভালো লাগলো, ধন্যবাদ।
@nanditadas99172 жыл бұрын
Khub Bhalo Laglo
@SayemAhamed5 жыл бұрын
অসাধারণ লাগলো দাদা,অনেক কিছু জানতে পারলাম
@azharmorol42264 жыл бұрын
খুব ভাল লাগল।
@astrologershuvrabiswas74885 жыл бұрын
Bhison e bhalo laglo
@joypal80775 жыл бұрын
Asadharon sir anek Kichu natun janlam thank you so much sir
@subratacharanrakshit91725 жыл бұрын
খুব ভালো লাগল এই শিরাজ বংশ পরিচিতির ইতিহাস জানতে পারিয়। অনেক ধন্যবাদ।
@tusharkantichongdar83144 жыл бұрын
Thank you Manas Bangla ,Eatihas ki bichitra, &manusar bhabitabba ki adbhut..
@kazijihadbinwahid69455 жыл бұрын
Khub Valo laglo
@golammostafa89024 жыл бұрын
সত্যি একেবারেই অজানা তথ্য জানলাম। ধন্যবাদ এত সুন্দর তথ্য দেয়ার জন্য।
@dinobundhumondal33685 жыл бұрын
অজানা ইতিহাস জানতে পারলাম খুব ভালো লাগলো।
@alamgirhossainhossain49443 жыл бұрын
Wow nicce
@abulbasharmia6595 жыл бұрын
চমৎকার অসাধারন। নবাব সিরাজউদল্লার উওর সুরিদের অজানা তথ্য উপাত্য।।
@JmazumderMazumder4 ай бұрын
Very nice
@roychowdhury43485 жыл бұрын
Thank you for such an informative presentation on one of the important historical personality of Bengal. It also shows that one's humanity is greater than religious rituals. Thank you again.
@fortoday45213 жыл бұрын
কি মন মাতানো ভাষা দাদার!
@Digitalmindgs5 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন ইতিহাসকে তুলে ধরার জন্য ।।
@sultanabulbul94933 жыл бұрын
এখন কি অবসতা
@বিনোদনমেলা-চ৯ঝ3 жыл бұрын
ভাই আপনার উপস্থাপনা অসাধারণ।
@thespokesman53455 жыл бұрын
বাংলা, বিহার ও উরিস্যার শেষ স্বাধীন অধিপতি নবাব সিরাজ উদ দৌলা। তার কবর সমাধি জিয়ারত করার খুব ইচ্ছে হচ্ছে। যদি কখনো মুর্শিদাবাদ যাই অবশ্যই তার কবর জিয়ারত করবো।
@syedsaifulhussain73154 жыл бұрын
অবশ্যই আসুন ভারতের মুর্শিদাবাদে ওনার কবর খোশবাগ এ আছে, নৌকা করে যেতে হয়, আমি গিয়েছি সেখানে
@sahaarijit035 ай бұрын
ভারতে আসার কি দরকার 😂😂😂😂😂
@soudasnaskar60204 жыл бұрын
Khub ভাল
@shakhawathossain60485 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি তথ্য মূলক প্রগাম দেখাবার জন্যে।।।তবে নবাবের ৯ম বংশধর এখন ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করছেন।। তাঁর সমন্ধে প্রগাম তৈরি করুন।।তিনি মেবি সিরাজের কন্যা উম্মে জহুরার বংশধর।।।
@shrabanichakraborty21114 жыл бұрын
Oita fake
@xtasktaste04 жыл бұрын
shrabani chakraborty tai na? Apne Janen shob.
@parthaadhikari72134 жыл бұрын
মোহনলালের ভাগ্নে তথা সিরাজ পুত্রের বংশধর পৃথিবী বিখ্যাত চলচিত্র পরিচালক ...নাম টা আপনারা সকলেই জানেন
@animabanerjee75744 жыл бұрын
খুব ভাল লেগেছে
@emranhossain42815 жыл бұрын
চমৎকার ধন্যবাদ
@SofiKamal-eq3xhАй бұрын
অসাধারণ লাগছে।
@DrArman-ed3nd5 жыл бұрын
অামি এই ঘটনার ভিডিও চলচ্চিত্র নির্মান করতে চাই। সেজন্য অকাট্য ঐতিহাসিক প্রমানের দলিল প্রয়োজন,
@Ankitadas-e9m5 жыл бұрын
Khub sundar ..
@soberskundu94944 жыл бұрын
Koto Itihas jana jache apnar jonno anek anek donnobad apnake
@arpitasarma42765 жыл бұрын
ভালো লাগলো। নতুন কিছু জানতে পারলাম।
@sajibmithapur5 жыл бұрын
Video ta Onek valo laglo....
@starone725 жыл бұрын
Great video loved it thanks for the new unknown info very interesting video plz make some more videos
@sulaymankobir80945 жыл бұрын
আসাধারন লেগেছে
@kakulichakroborty5345 жыл бұрын
Khub valo laglo anak ajana khotha janta parlam
@MdImran-hq2jo5 жыл бұрын
Video ti khoob vlo laglo vi
@mithusaha63805 жыл бұрын
Darun thank you
@SofiKamal-eq3xhАй бұрын
অনেক অনেক অভিনন্দন।
@farhanaamin26055 жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@manasbangla5 жыл бұрын
ধন্যবাদ, সঙ্গে থাকুন আরও অনেক ভিডিও বানানোর চেষ্টা করছি।
@nizamtarun92064 жыл бұрын
Very Very amazing. Life is bigger than religion. It is better to worship Humananity than religion. Thanks
@himangshudas38845 жыл бұрын
Glad to hear the fact about the descenders of nabab Suraj uddulla &. hope you will give all the unknown facts which even now uncovered to us . Thanks .
@debjaniguha57404 жыл бұрын
Anek ajana jinis janta parlam , bhalo laglo
@mdreza85555 жыл бұрын
অনেক অজানা জানতে পারলাম,আপনাকে ধন্যবাদ।
@manasbangla5 жыл бұрын
অনেক ধন্যবাদ, পাশে থাকবেন চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার।
@rupabarmanmusical38483 жыл бұрын
Thanknyou....love from coochbehar
@mdmahafuz50605 жыл бұрын
Dada,your informative speech is so nice.A great thanks for you.
@manasbangla5 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ভিডিও টি দেখার জন্য।
@goutamghosh10893 жыл бұрын
দারুণ
@bitansaha19975 жыл бұрын
Khub vlo laglo.....nice video😊👌👌👌👌👌👌
@avijitdhar2741 Жыл бұрын
অসাধারণ ভিডিও মানস দা যার কোনো ভাষা নেই দাদা. 🙏🙏
@Utpalghosh7985 жыл бұрын
ধন্যবাদ দাদা আপনার ভিডিও জন্য অনেক কিছু জানতে পারলাম
@afazrc5 жыл бұрын
Thank you for posting such an interesting and so far unknown part of our history. Hope there will be more unbiased research on this and we will be able to find out the next generations of Nawab Sirajuddoula!!
@rajashikbasu94075 жыл бұрын
Shiraz is the most unforgettable, unfortunate, misunderstood Nawab , he is the most colourful glorious favourite nawab,
@maksudhossainbappy35974 жыл бұрын
ময়মনসিংহের জমিদার বাড়ি আর গৌরীপুরের জমিদার বাড়ির অস্তিত্ব এখনো রয়েছে। গৌরীপুর হচ্ছে ময়মনসিংহের একটি উপজেলা।
@dilipdas72014 жыл бұрын
Sundar. Tathya. Thank. You
@REPORTERDEBRAJ5 жыл бұрын
Keep it up manas babu
@MonirulIslam-rs3to5 жыл бұрын
Notun kicu janlam. Tannk u . Aro ditals ......
@anishbanerjee44435 жыл бұрын
আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় কাশিমবাজার এলাকায়, এটি একটি ঐতিহাসিক জায়গা, যেখানে শেষ নবাব কে হারানোর জন্য ইংরেজ দের সঙ্গে বৈঠক হয় এবং আমি পুরোনো ঐতিহাসিক বিষয়ে নানান খোঁজ রাখি l আপনার বিষয়টি নির্ভরযোগ্য, ভালো লাগলো l এখানে দেখলাম আপনারা বহরমপুর শহরের উপর দিয়ে গিয়েছেন তাহলে কাশিমবাজার এলাকা টা দেখে গেলে আরও কিছু ইনফরমেশন পেতেন, ধন্যবাদ
@amarnathchakraborty47084 жыл бұрын
Khub bhalo laglo......
@selinahossain42135 жыл бұрын
ঢাকায় সিরাজউদ্দৌলার একজন বংশধর বাস করেন,টিভিতে দেখেছি
@mozammelhoque91805 жыл бұрын
সত্য
@ftvbangla1235 жыл бұрын
Lake city ,concord , khilkhet Dhaka . Bangladesh .
@selinahossain42135 жыл бұрын
ঠিকানা এটাই দেখেছি টিভি তে।
@abdurrahmankhan26104 жыл бұрын
৯ম বংশধর
@mahinkhanridoan5544 жыл бұрын
সিরাজের মেয়ের বংশধর তিনি
@anuttamghosh28135 жыл бұрын
দারুন
@samarghosh59995 жыл бұрын
জানি না সত্য কিনা।যদি সত্য হয় তবে অনেক কিছুই জানতে পারলাম ।ভালো লাগলো।
@manasbangla5 жыл бұрын
ধন্যবাদ। চেষ্টা করবো আরও অনেক এই ধরনের ভিডিও তৈরী করার।