সহজ সরর জীবনের মাঝে যিনি জীবনের প্রকৃত মানে খুঁজে পান,তিনিই জীবনানন্দ দাশ।
@avijitghosh52893 жыл бұрын
জীবনানন্দ, তুমিই আমার জীবনের আনন্দ।
@theshiduzzamanlegacy2 жыл бұрын
অনেক ভালো লেগেছে আবৃত্তি। ধন্যবাদ
@ganeshroy76043 жыл бұрын
অসাধারণ কথা গুলো খুব ভালো মন টা ছুঁয়ে গেল,,,,,,,
@badrulahsankhan424810 ай бұрын
অসাধারণ।
@debatoshbag45343 жыл бұрын
মন্ত্র মুগ্ধর মতো গত কয়েকদিন ধরে শুনছি বারবার... আপনার কণ্ঠ এত সুন্দর লেখাটিকে জীবনদান করে সাজিয়ে দিলো আমাদের কাছে, বড়োই মনমোহন
@KobitaConcert3 жыл бұрын
Thank you!
@drsarmishthaniyogi81593 жыл бұрын
নমস্কার অনবদ্য অবদান পৃথিবীর প্রতিটি অবয়বের অনুভূতি র অনুভবের স্পন্দন অনুভূত হচ্ছে আমার নিজের অবয়ব অস্তিত্বের স্পন্দনে শুভম অন্তরে সুন্দরের মাধুর্যে পরিপূর্ণ সুন্দর খুব ভালো মঙ্গলম্ শুভম্ চরৈবেতী প্রণতা শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী ড শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী
@mdtanvir42306 ай бұрын
আবৃত্তির কন্ঠ এতো মাধুর্যময় 😍শুনতেই ভালো লাগছে কবিতার প্রতিটি লাইন🌼
@Misraprasenjit4 жыл бұрын
#অপূর্ব! অনবদ্য! কী অপরিসীম উদাত্ত চাওয়া, আর হেমন্তের উদাসী হওয়ার গভীরতর স্পর্শের মতো লাবণ্য, মাধুর্য... "নক্ষত্রের হইতেছে ক্ষয়, নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে- ক্লান্ত হয়ে-শিশিরের মতো শব্দ করে। জানোনাকো তুমি তার স্বাদ- তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ।"
@KobitaConcert4 жыл бұрын
Thank you!
@farhanamoon45364 жыл бұрын
@@KobitaConcert ll
@farhanamoon45364 жыл бұрын
@@KobitaConcert 111qq1q
@farhanamoon45364 жыл бұрын
1
@farhanamoon45364 жыл бұрын
1l
@ganeshroy7604 Жыл бұрын
আমি শুনি বার বার মন টা ভালো লাগে তাই তো আমি শুনি অন্তর দিয়ে অনুভব করি!!,,,,,,,,
@mrashokpaul23713 жыл бұрын
Aha ki apurbo kabita na chiro kaler sangeet jar murchona shrotake abisto kore rakhe tomar konthe aro jibonto hoeche asonkho dhonyobad
@nusratkamal45512 жыл бұрын
কাজল দিঘি !!! এখনো অসাধারণ !!! আজও অনবদ্য !!!
@xyzyounus96162 жыл бұрын
জীবনানন্দকে আমার এতো ভালো লাগে কেন জানি না!
@mohammadimrose20372 ай бұрын
Great!.......👍👌
@rajasreesarkar9915 Жыл бұрын
তুমি তা জানো না কিছু-না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে; যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’- পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষ’য়ে যাবে সেদিন সকল? আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই; শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে; আমি ঝ’রে যাবো-তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে, -আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।রয়েছি সবুজ মাঠে-ঘাসে- আকাশ ছডায়ে আছে নীল হ’য়ে আকাশে-আকাশে; জীবনের রং তবু ফলানো কি হয় এই সব ছুঁয়ে ছেনে’;-সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা-আকাশেও নাই তার স্থল, চেনে নাই তারে ওই সমুদ্রের জল; রাতে-রাতে হেঁটে-হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই; কোনো এক মানুষীর মনে কোনো এক মানুষের তরে যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে। একবার কথা ক’য়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে-ভুলে যায় কথা; যে-আগুন উঠেছিলো তাদের চোখের তলে জ্ব'লে নিভে যায়-ডুবে যায়-তারা যায় স্খ’লে। নতুন আকাঙ্ক্ষা আসে-চ’লে আসে নতুন সময়- পুরানো সে-নক্ষত্রের দিন শেষ হয় নতুনেরা আসিতেছে ব’লে; আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্খ’লে কোনো এক মানুষীর তরে যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে। আমি সেই পুরোহিত-সেই পুরোহিত। যে-নক্ষত্র ম’রে যায়, তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে- যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে তুমি আছো জেগে- যে-আকাশ জ্বলিতেছে, তার মতো মনের আবেগে জেগে আছো; জানিয়াছো তুমি এক নিশ্চয়তা-হয়েছো নিশ্চয়। হ’য়ে যায় আকাশের তলে কতো আলো-কতো আগুনের ক্ষয়; কতোবার বর্তমান হ’য়ে গেছে ব্যথিত অতীত- তবুও তোমার বুকে লাগে নাই শীত যে-নক্ষত্র ঝ’রে যায় তার। যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস-আকাশ তোমার। জীবনের স্বাদ ল’য়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি; তোমার আকাশে তুমি উষ্ণ হ’য়ে আছো-তবু- বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়, নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝ’রে- ক্লান্ত হ’য়ে-শিশিরের মতো শব্দ ক’রে। জানোনাকো তুমি তার স্বাদ- তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার। তোমার আকাশ-আলো-জীবনের ধার ক্ষ’য়ে যাবে সেদিন সকল? আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে। আমি চ’লে যাবো-তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে; আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
@peacefulheart8033 жыл бұрын
আহা কত সুন্দর
@sadmanshajib80164 жыл бұрын
অসাধারণ!
@habibussakerin61132 ай бұрын
দারুণ!
@pranatidey70044 ай бұрын
❤ অসাধারণ
@MUSTAFIZURRAHMAN-ur3wr24 күн бұрын
THAT IS SOUL BASED MIND
@mdraselhosen57794 жыл бұрын
He is my best writer.i love him in my heart.love you jibonaanando das ❤❤❤
@mahmudulhaqueMortuja4 жыл бұрын
খুব সুন্দর আবৃত্তি।।।।
@nusratkamal9884 Жыл бұрын
অনবদ্য !!!
@nusratkamal9884 Жыл бұрын
অসাধারণ !!!
@ganeshroy7604 Жыл бұрын
,, আমি শুনি আমার মন ভরে যায়,,,,,,,,,,,,,,, আর ও সুন তে মন চায়,,,,,,,,,,,,,,,!!.......…
আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরে জল তুমি ও কি চেয়েছিলে তাই
@IbnulsCreations4 жыл бұрын
বাংলা কবিতা, গল্প, অণুগল্প আবৃত্তি শুনতে আর Vlog দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। kzbin.info ইউটিউবে এখনো শুরুর দিকে। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দিবে। আর অবশ্যই আমার কন্ঠ ভাল লাগলেই সাবস্ক্রাইব করবেন।
আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবার আমন্ত্রণ। kzbin.info/www/bejne/iJquZJypas6Ja68
@IbnulsCreations4 жыл бұрын
বাংলা কবিতা, গল্প, অণুগল্প আবৃত্তি শুনতে আর Vlog দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। kzbin.info ইউটিউবে এখনো শুরুর দিকে। আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দিবে। আর অবশ্যই আমার কন্ঠ ভাল লাগলেই সাবস্ক্রাইব করবেন।
@poeticnight93394 ай бұрын
ভাই ..আবৃত্তির ঢং টা ঠিক হয় নাই l জীবনানন্দের আবৃত্তি সবসময়ই কঠিন l আপনার গতানুগতিক style একদমই যাচ্ছে না... 😔
@ItsAlAmin2 ай бұрын
@@poeticnight9339 oirkm 2-1 ta vdor link diben vai kindly