এখন চারা লাগানোর জন্য চারা থেকে চারা ও লাইন থেকে লাইনের দুরত্ব কত রাখা উচিত?
@KrishiDigonto6 ай бұрын
লাইন থেকে লাইন ৩ ফিট এবং চারা থেকে চারা ২.৫ ফিট বর্ষ কালে ভালো ।
@mdmetoo4283 Жыл бұрын
ভাই এই বেগুন চারা কয় হাত পর পর লাগিয়েছেন
@KrishiDigonto Жыл бұрын
২.৫ ফিট বাই ৩ ফিট
@mdbaseruddin6931 Жыл бұрын
ভাই এই বিজটা কি ভাবে সংগ্রহ করতে পারি
@KrishiDigonto Жыл бұрын
এটা যেকোনো ভালো বীজ দোকানে পেয়ে যাবেন
@biswajitjana87742 жыл бұрын
আমি ইন্ডিয়া থেকে বলছি এর বীঢ কীভাবে পাব পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যাবে
@KrishiDigonto2 жыл бұрын
ধন্যবাদ দাদা এই জাতের বেগুনের বীজ বাংলাদেশে লাল তীর কোম্পানি বাজারে সরবরাহ করছে ইন্ডিয়াতে কোন কোম্পানি সরবরাহ করছে সে বিষয়ে আমার জানা নেই যে ।
@mrityunjoypandit86763 жыл бұрын
দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি আমার এই বেগুন বীজ বা চারা কী ভাবে পাবো
@KrishiDigonto3 жыл бұрын
অত্যন্ত দুঃখিত, এই জাতটি বাংলাদেশে লাল তীর কোম্পানির সরবরাহ করছে, তবে ইন্ডিয়াতে কোন কোম্পানি সরবরাহ করছে তা জানা নেই ।
@PintuDas-fy7wb2 жыл бұрын
হাইব্রিড ঝিংগা বীজ কি আছে
@KrishiDigonto2 жыл бұрын
জ্বি না ভাই বীজ নেই
@rafiqulislamnarayanganjthe63412 жыл бұрын
ভাই এজাতের বিজ কথায় পাওয়া যাবে
@KrishiDigonto2 жыл бұрын
এটি লাল তীর কোম্পানির পার্পল কিং বেগুন, যেকোনো ভালো বীজের দোকানে পেয়ে যাবেন।
@JahangirAlom-z7w11 ай бұрын
কে বলছে মাটির চারা মারা যায়। মুখে যা আসে তাই বলেন ভাই
@KrishiDigonto11 ай бұрын
ভাই মাটিতে উৎপাদিত চারা উত্তোলন করার সময় 50-70 ভাগ শিকড় ছিঁড়ে যায় মাটিতেই থাকে আর 30 ভাগ বা তার কম শিকড় গাছের সাথে থাকে, শিকড় ছিঁড়ে যাওয়া স্থানে খুব সহজেই রোগ বালাই আক্রমণ করে যার ফলে গাছ রিকভারি করতে 10-15 দিন লেগে যায়। অনেক সময়ই শিকড় ছিঁড়ে যাওয়া গাছ রিকভারি করতে পারে না এবং জমির শতকরা 30 ভাগ গাছ মারা যেতে পারে। সেস্থানে চারা রিপ্লেস করতে হয় যেটাতে ফলন কম বেশি ঘটে । আশা করি বুঝতে পেরেছেন।
@sujonali99643 жыл бұрын
ভাই এই বেগুন কখন লাগাতে হয়
@KrishiDigonto3 жыл бұрын
এই জাতটি সারা বছর জুড়ে চাষ করা যায়, তাই যেকোনো সময় রোপণ করতে পারেন ।
@shagorbiswas59523 жыл бұрын
চারা কতো করে ভাই
@KrishiDigonto3 жыл бұрын
চারা মূল্য নিবে ২ টাকা পিস, যোগাযোগ করতে পারেন 01722358823 safe and green agro rangpur
@helalharun15962 жыл бұрын
ময়মনসিংহে কিভাবে পরিবহন করা যায়
@KrishiDigonto2 жыл бұрын
বাসের মাধ্যমে পাঠাবে প্রয়োজনে কল করুন 01722358823
@masterbiplob12363 жыл бұрын
ভাই একটি গাছে কত কেজি বেগুন পাওয়া জায় আইডিয়া
@KrishiDigonto3 жыл бұрын
৫-৭ কেজির বেশি
@m.m.mubarakhossain84212 жыл бұрын
এগুলো কি বারো মাসি??
@m.m.mubarakhossain84212 жыл бұрын
আমি চারা নিতে চাঔ
@KrishiDigonto2 жыл бұрын
জ্বি
@mdmd13332 жыл бұрын
ভাই এই জাত কি মাসে চাষ করলে ভালো হবে
@KrishiDigonto2 жыл бұрын
পার্পল কিং সারা বছর জুড়ে চাষ করা যায়, তবে শীত কালে সর্বোচ্চ ফলন পাওয়া যায়।
@shahidulislam-552 жыл бұрын
চিটার ৪৫ দিনে চারা এত বরহয়
@KrishiDigonto2 жыл бұрын
না বুঝে মন্তব্য করবেন না চারা যখন উৎপাদন করা হয় এবং মাঠে রোপণের জন্য আনা হয় তখন তার বয়স থাকে ৩০ দিন আর চারা রোপণের পর হতে এই চারা বা গাছের বয়স ৪৫ দিন অর্থাৎ মোট ৭৫ দিন । এতটুকু বিষয় ই বুঝতে পারলেন না । আর আপনার সাথে কি কোনো চিটারি করেছি যে আপনি চিটার বলছেন । পরবর্তীতে কাউকে কিছু বলার আগে দেখে শুনে বুঝে মন্তব্য করবেন । ধন্যবাদ