@@MotinSheikh-k1n কি পি প যে উচ্চারণ গুলি আপনি বলতাছেন এগুলিকে লিসানান আরাব বলা হয় পবিত্র কুরআনের ভাষায় ।পৃথিবীর যেকোনো মানুষ যে ভাষায় কথা বলুক কেন এটাকে লিসানান আরাব বলা হয় আল্লাহ মাহুল বায়ান আল্লাহপাক মানুষকে কথা শিখায়। আপনার নিজস্ব একটি জ্ঞান আছে আপনার জ্ঞান যদি সেটা না বুঝে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
@bonggojbihonggo9915 ай бұрын
@@masudgermany1266 মোহাম্মদের বাপ-দাদা যে আরবি ভাষায় কথা বলতো, কোরআন সেই আরবি ভাষায়ই তথাকথিত নাজিল হয়েছে। মোহাম্মদের বাপ-দাদাও তাদের বিশ্বাসের সৃষ্টিকর্তাকে আল্লাহ ডেকে সেই আল্লাহর মূর্তি বানিয়ে কাবাঘরে রেখে পূজা করতো। মোহাম্মদ ইসলাম ধর্মের জন্য সৃষ্টিকর্তার আলাদা কোনো নাম দিতে পারেনি৷ তার মূর্তিপূজক কাফের-মুশরিক বাপ-দাদার উপাস্য কাবাঘরে থাকা মূর্তি আল্লাহর নাম কপি করে ইসলামের আল্লাহ করে সাত আসমানের উপরে আরশে বসিয়ে রেখেছে।
@bonggojbihonggo9915 ай бұрын
@@masudgermany1266 কোরআন অনুযায়ী আপনি একজন জাহান্নামী মুনাফিক, পুরো কোরআন আপনার পড়া-জানা-বুঝা নাই তাই তা জানেননা।
@AnoarBoiea6 ай бұрын
হুজুর আপনি কি কোরআন হাদীস নিজ ভাষায় বুঝে পড়েছেন
@badrulchowdhury50496 ай бұрын
Dur dur oshikkito
@ashadul06 ай бұрын
ভাইজান আপনি যে সালাম দিলেন সালামটা কোরআনে নাই আপনাকে সালাম দিতে হবে কোরআন থেকে সালামুলাইকুম 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত অনুযায়ী মুসলিম কে, 28 নম্বর সূরা 55 নম্বর আয়াত অনুযায়ী অমুসলিমকে একই সালামুন আলাইকুম কোরআন টা দয়া করে দেখুন অনুরোধ রইল আর কিছু না কারণ আপনি কোরআন প্র্যাকটিস করছেন এই জন্য।
@bonggojbihonggo9915 ай бұрын
০৬. সূরা আল্-আন্-আম ৫৪. আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে, তখন আপনি বলে দিনঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে, তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশতঃ কোন মন্দ কাজ করে, অনন্তর এরপরে তওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়। ২৮. সূরা আল-কাসাস ৫৫. তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না।
@riponmaji12066 ай бұрын
Vando
@md.janealam18334 ай бұрын
আপনি ভূল বলছেন।
@ashadul06 ай бұрын
ভাইজান আপনি যে সালাম দিলেন সালামটা কোরআনে নাই আপনাকে সালাম দিতে হবে কোরআন থেকে সালামুলাইকুম 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত অনুযায়ী মুসলিম কে, 28 নম্বর সূরা 55 নম্বর আয়াত অনুযায়ী অমুসলিমকে একই সালামুন আলাইকুম কোরআন টা দয়া করে দেখুন অনুরোধ রইল আর কিছু না কারণ আপনি কোরআন প্র্যাকটিস করছেন এই জন্য।