শ্রদ্ধেয় গুরুজী, আপনার নির্দেশনার অনেক মানুষের জীবন বদলে গেছে। অনেক মানুষ ফিরে পেয়েছে তার হারানো গতি। আপনি অনেক বছর ধরে অনেক মানুষের উপকার করেছেন। বছরের পর বছর ধরে বদলে দিয়েছেন হাজার মানুষের জীবন। অন্তরের অন্তস্থল থেকে হাজারো দোয়া আপনার জন্য। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ এবং দীর্ঘায়ু করুক। আমিন।
@Quranic2 жыл бұрын
কৃতজ্ঞতা। আমিন
@tazulislammasud3 жыл бұрын
শ্রদ্ধেয়া মাজীর শিথিলায়ন করার জন্য প্রোমাস্টার হয়েও প্রজ্ঞা জালালিতে অনেকবার এডেন্ট করেছি৷ শ্রদ্ধেয়া মাজী যখন শিথিলায়ন করায় শরীর পাথর হয়ে যায়। নড়তে চাইলেও নড়তে পারিনা।
@QuantumMethod3 жыл бұрын
এ-জন্যেই তো তিনি শিথিলায়নের জননী!
@islamansary18963 жыл бұрын
মাজির কন্ঠে শিথীলায়ন কেসেট দিলে ভাল হই না? আমরা যারা দেশের বাইরে আছি আমাদের অনেক উপকার হোতো
@fariasmitialljobmathandoth51182 жыл бұрын
@@QuantumMethod মাজীর শিথিলায়ন uploadদিবেন
@salmanasreen79829 ай бұрын
শ্রদ্ধেয় গুরুজী করবেন নিশ্চয়ই একদিন
@chittaranjan99022 жыл бұрын
গুরুজী,আপনার বক্তব্য আমার মনকে উন্নত করতে সহয্য করে।আপনাকে প্রনাম।(আসানসোল,ওয়েস্ট বেঙ্গল)
@minulbd3 жыл бұрын
শ্রদ্ধেয় গুরুজীর প্রতি সবিশেষ কৃতজ্ঞতা।
@QuantumMethod3 жыл бұрын
গুরুজীর তরফ থেকে আপনার প্রতিও কৃতজ্ঞতা উৎসাহ আর অনুপ্ররণা দিয়ে সবসময় আমাদের পাশে থাকার জন্যে।
@shipajannat91879 ай бұрын
Alhamdulillah ❤
@QuantumMethod9 ай бұрын
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য শুভকামনা ।
@KrisnaSarkar-h4p Жыл бұрын
শ্রদ্ধেয় গুরুজী আপনার কাছে অনেক কৃতজ্ঞতা সব কিছুর জন্য।
❤❤❤ i m little writer of bengoli poetry.. i m donor's of this funded..alhamdulillah ❤❤❤
@techstryker10 ай бұрын
❤❤❤ alhamdulillah Ostad salute sir ..❤❤❤
@akterpopy26233 жыл бұрын
কোয়ান্টাম এর সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে হয়।
@QuantumMethod3 жыл бұрын
শুকরিয়া। আপনাদেরকে নিয়েই কোয়ান্টামের বড় পরিবার।
@apurbohalder7062 Жыл бұрын
আপনি কি কোয়ান্টাম কোর্স করেছেন ?
@ahmedtiham48713 жыл бұрын
এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও চাই।
@QuantumMethod3 жыл бұрын
ধন্যবাদ। আপনার আগ্রহের বিষয়টি আমরা মাথায় রাখব।
@rajahaque10746 ай бұрын
Thanks Quantum.
@QuantumMethod6 ай бұрын
শুকরিয়া।
@sharminbegum12443 жыл бұрын
স্যালুট জানাই গুরু জী এবং মা জী কে
@QuantumMethod3 жыл бұрын
শুকরিয়া ।
@smsaydulislamislam18333 жыл бұрын
Thanks Bangladesh quantum method
@QuantumMethod3 жыл бұрын
Thank you too for being with us!
@salmasfamilyvlogs75973 жыл бұрын
গুরুজীর কাছে আমার পরিবারের জন্য দোয়া প্রার্থনা।
@QuantumMethod3 жыл бұрын
জ্বি, আমরা দোয়া করছি।
@nadirabegom80583 жыл бұрын
Assalamualikum.Honourable Gurujee and Maa jee
@QuantumMethod3 жыл бұрын
Waalaikumus Salam, on behalf of Honourable Gurujee and Majee. Best wishes for you.
@AbdulHalim-bc8xm Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@mohsinaakter28432 жыл бұрын
ফিআমানিল্লাহ ফিআমানিল্লাহ ফিআমানিল্লাহ ❣️
@abuassad99133 жыл бұрын
Alhamdulillah!! Wonderful video. Very deep.
@QuantumMethod3 жыл бұрын
Yes, you are right ! Thanks for sharing your thoughts.
@Dr_Muntasir_Rahman Жыл бұрын
শুকরিয়া গুরুজী
@QuantumMethod Жыл бұрын
আপনার উপর শান্তি বর্ষিত হোক।
@rohelaraha77162 жыл бұрын
Respected.♥️
@jannatulnaimnipa35893 жыл бұрын
Mash Allah
@ishsheik27452 жыл бұрын
Assalamualaikum. Greeting to Gurujee and Quantum method team for their excellent works. Thanks for uploading such a wonderful Meditation.This meditation changing my life. Can you kindly upload a meditation about-how to forgive myself and others. Thanks again
@QuantumMethod2 жыл бұрын
We suggest you do these two meditation- Guilt (অনুশোচনা)- to forgive yourself and Resentment (ক্ষোভ)- to forgive others you will find both of the meditation for downloading from this link- publication.quantummethod.org.bd/category/Meditation
@ishsheik27452 жыл бұрын
Thanks a lot.
@hasinakamrunnahar6250 Жыл бұрын
প্রজ্ঞা এখনোও করি নি। অনেক সুন্দর আপনার কথাগুলো কিন্তু আমার স্বামী - সন্তান দের বুঝাতে পারছি না। আমার স্বামী কোয়ান্টাম এ যেতে দিতে নারাজ। ও কে শত্রু উল্টো - পাল্টা বুঝায়।
@QuantumMethod Жыл бұрын
আপনি মমতা দিয়ে সবরের সাথে চেষ্টা করতে থাকুন, ইনশা আল্লাহ একদিন তারা সত্য অনুধাবন করবেন।
আমি ৪৮৩/F-০৮ ----২০২২ সালে ২৪/২৫/২৬/২৭---- ৪ দিনের কোয়ান্টাম করেছি চট্টগ্রামে।
@QuantumMethod Жыл бұрын
শোকর আলহামদুলিল্লাহ্, কোয়ান্টামের কাজগুলোর সাথে নিজেকে একাত্ম রাখুন, সঙ্ঘের সাথে একাত্ম থাকুন সবসময়। পরম করুণাময় আপনার কল্যাণ করুন।
@আব্দুল্লাহ-ব৯প3 жыл бұрын
ভাই দয়াকরে কি মাঝির শীথিলায়ন টা দেওয়া যায় না। তাহলে ভালো হতো
@sowdahosssinsneha34283 жыл бұрын
Please, Prayer for me and our quantam family,Gurujee.
@QuantumMethod3 жыл бұрын
We pray for you and be with Quantum.
@shahrearahmed63693 жыл бұрын
Superb
@QuantumMethod3 жыл бұрын
Thank you for watching.
@mdmasudranapramanik3603 жыл бұрын
❤️❤️
@pappusohali6118 Жыл бұрын
Ami protidin 3/4 bar shithilaon shithil korsis diprason komanor jonno.kintu komsay na ki korbo
@QuantumMethod Жыл бұрын
আপনি ৪০ দিন একটানা অনুশীলন করুন, এবং ইতিবাচক অটোসাজেশন দিন বা অডিও শুনুন। অটোসাজেশনের প্লেলিস্টঃ kzbin.info/aero/PLLe9aNBKRcG8lcRH9lDmsENZubmC-t7bN গবেষণায় দেখা গেছে-মেডিটেশন মানুষকে প্রশান্ত করে, আত্মবিশ্বাসী ও ইতিবাচক করে। আর ডিপ্রেশনে যখন একজন মানুষ আক্রান্ত হয় তখন তার মানসিকতায় এ জিনিসগুলোরই অভাব থাকে। আর সুযোগ থাকলে সম্পৃক্ত হোন কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে। সবার জন্যে উন্মুক্ত প্রোগ্রামগুলোতে আসুন। একাকীত্ব বা নিঃসঙ্গতা যা ডিপ্রেশনের একটা বড় কারক, সেটাকেই মোকাবেলা করতে পারবেন সহজে। প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ডিপ্রেশন থেকে মুক্তির উপায় - এই আর্টিকেল তো শেয়ার করছিঃ quantummethod.org.bd/bn/detail/article/3a2d4984-ae32-11ed-92a1-f9086e43e937
@expressentertainmenthd54313 жыл бұрын
আসসালামু আলাইকুম
@QuantumMethod3 жыл бұрын
ওয়ালাইকুমুস সালাম।
@smilecreativeworld78823 жыл бұрын
Nice
@QuantumMethod3 жыл бұрын
Thanks
@TanzilaRahman-s8h10 ай бұрын
মেডিটেশন হচ্ছে কী না কী করে বুঝব ?
@QuantumMethod10 ай бұрын
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া। মেডিটেশন করার পর আপনি প্রশান্তি অনুভব করবেন। আপনার জন্য শুভকামনা ।
@islamansary18963 жыл бұрын
দুপুরবেলা খারার খাওয়ার পর পরই আমার টাইম থাকে তখন কি আমি মেডিটেসন করতে পারি?
@QuantumMethod3 жыл бұрын
একদম খাওয়ার পর পর করলে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। আর মেডিটেশনে ঘুম চলে এলে মেডিটেশনের গুণমান নষ্ট হয়। আপনি খাওয়ার অন্তত আধঘণ্টা পর করতে পারেন।
@islamansary18963 жыл бұрын
@@QuantumMethod ok
@sharminaktar18113 жыл бұрын
দুর থেকে কিভাবে আপনাদের কোর্স করা যাবে??
@QuantumMethod3 жыл бұрын
কোয়ান্টাম মেথড কোর্স তো অনলাইনে হয় না! এটা করতে হলে আপনাকে ঢাকায় আসতে হবে।
@sharminaktar18113 жыл бұрын
@@QuantumMethod কত টাকা লাগবে কোর্সটি করতে?আমাকে ঢাকায় কতদিন থাকতে হবে?
@QuantumMethod3 жыл бұрын
ফি ১১,৫০০ টাকা । কোর্সটি ৪ দিনের, মাসের নির্দিষ্ট তারিখে শুক্র - সোমবার হয় এই কোর্সটি, সকাল ৯টা - সন্ধ্যা ৭টা।সেই হিসাব করে আপনি ঢাকায় ৫/৬ দিনের থাকার প্রস্তুতি নিতে পারেন । কোয়ান্টামের শান্তিনগর অফিসে যোগাযোগ করুন, এখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন । মোবাইলঃ +৮৮ ০১৭১৪ ৯৭৪৩৩৩, ফোনঃ +৮৮ ০২ ২২২২২১৪৪১।
@_Pigeon_RanaAhmed3 жыл бұрын
আমি কতো দিন হলো গুরুজী মাজীর কোন প্রোগ্রাম এ যেতে পারিনা😪
@QuantumMethod3 жыл бұрын
আপনি নিয়মিত কোয়ান্টামের ওয়েবসাইট ভিজিট করুন । এতে আপনি কোয়ান্টামের অনেক প্রোগ্রামের সাথে, তথ্যের সাথে সংযুক্ত হতে পারবেন । ভিডিও গুলো দেখতে পারেন এই চ্যানেলে এবং আমাদের সাইটেও ।এতে আপনি অনেক দূরে থেকেও কাছে থাকবেন। আমরা দোআ করি আপনি আগামীতে খুব শীঘ্রই যেন শ্রদ্ধেয় গুরুজী এবং মাজী আছেন এমন প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেন।
@russelaronno96333 жыл бұрын
মাইটোকন্ড্রিয়া অব মেডিটেশন
@QuantumMethod3 жыл бұрын
সুন্দর উপমা! ধন্যবাদ।
@asaduzzamanasad6353 Жыл бұрын
৬
@jonaidulhoque25492 жыл бұрын
মাজি,বাপজি এ Word গুলো use না করে Sir বা Madam বল্লে আমার মনে হয়,Smart লাগবে
@kasrusmis3 жыл бұрын
আচ্ছা, কোয়ান্টামের অধিকাংশ মেডিটেশনগুলোতে মিউজিক ব্যবহৃত হয়। মেডিটেশন শুরুর আগে এবং শেষের দিকে সূরের মূর্ছনায় যে মিউজিক ব্যবহৃত হচ্ছে তা স্পষ্টতঃ বাদ্যযন্ত্র দিয়ে তৈরি করা সুর। তাছাড়া বিভিন্ন ভিডিও গুলোতেও সরাসরি বাদ্যযন্ত্র ব্যবহার করে মিউজিক তৈরি করা হচ্ছে। কিন্তু হাদিসে সরাসরি বলা হয়েছে, "আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।"-সহীহ বুখারী হাদীস : ৫৫৯০ তাহলে বোঝা গেল বাদ্যযন্ত্র সরাসরি হারাম এবং একে ব্যভিচার, মদে পানের মতো ঘৃণিত কাজের সাথে তুলনা করা হয়েছে। তা সত্ত্বেও কেনো মিউজিক তৈরিতে মেডিটেশন গুলোতে এবং ভিডিও গুলোতে বাদ্যযন্ত্র ব্যবহৃত হচ্ছে??
@19tarian3 жыл бұрын
মিউজিক কী কাজে লাগানো হচ্ছে এটা গুরুত্বপূর্ণ- এটা আপনাকে স্রষ্টার দিকে আকর্ষণ করে, না স্রষ্টা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কোয়ান্টামে যে মিউজিক ব্যবহার করা হয় এটা কি আপনার মনকে প্রশান্ত করে, না মনকে শয়তানের মতো অস্থির করে তোলে, অশান্ত করে। ইসলামে সেই জিনিসটা হারাম- যেটা আপনার জন্যে ক্ষতিকর, আর সেই জিনিসটা হালাল- যেটা আপনার জন্যে কল্যাণকর। কোয়ান্টাম এমন এক সংঘ যেখানে মানুষকে সকল রকম বর্জনীয় কাজ থেকে দূরে থাকার পথ দেখায় । আবার যদি দেখি, আমরা হাদিসে পাইঃ "হারাম খাদ্যপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাদ্যে গঠিত দেহ জাহান্নামের আগুনের জন্যে উত্তম।" (জাবির ইবনে আবদুল্লাহ (রা); আহমদ, বায়হাকি) । এখন চিনি, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস গ্রহণ তো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, সাদা চিনি তো বিষ , অথচ এই বিষ সানন্দে গ্রহণের সময় আমরা কতজন হালাল- হারাম চিন্তা করি ??? হাদিস - কোরআনের বাণীতে মানুষকে ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকার বলা হয়েছে। তা সে যে জমানায় হোক, এখনকার জমানায় বহুল প্রচলিত এমন খাদ্যাভ্যাস, বা দৈনন্দিন এমন সব জীবনাচরণ আছে যা বৈধ নয় , কিন্তু ঐগুলোর মধ্য দিয়ে আমরা দিব্যি জীবন পার করছি এবং কত ঘৃণিত কাজের সাথে জড়িয়ে রাখছি তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করি না ।
@livelonghappystrong31433 жыл бұрын
@नाम में क्या रखा है? ভালোই তো বলেছেন জনাব! কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা- প্রোফাইল পিকচারে একজন পাকিস্তানি টিভি অভিনেতার (বিলাল আব্বাস খান) ছবি ব্যবহার করেছেন যে? টিভি শো হালাল বুঝি? আর নিজেকে অন্যের চেহারায় পরিচিত করানো কোন তরিকায় সঠিক, বলবেন কি?
@noorunnobipitu79123 жыл бұрын
অাস্সালামু অালাইকুম ভাই জান অাপনাকে জ্ঞানের অারো অারো গভীর থেকে গভীরে প্রবেশ করতে হবে, তবেই বুঝতে সহজ হবে কি রকম মিউজিক হারাম বা হালাল,,, ধন্যবাদ।