Рет қаралды 126
আমরা কোথাও ঘুরতে গেলে সেই স্থানের স্মৃতি চিহ্ন হিসেবে কিছু একটা সাথে করে নিয়ে আসি। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকগন কক্সবাজার ভ্রমণের স্মৃতি ধরে রাখতে শামুক বা ঝিনুক এবং এর তৈরি বিভিন্ন জিনিষপত্র সাথে করে নিয়ে যান। এ কারনে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু ঝিনুক মার্কেট তার মদ্ধ্যে লাবনী, সুগন্ধা এবং কলাতলী ঝিনুক মার্কেট সবচেয়ে জনপ্রিয়। এছাড়া বাজার ঘাটার কাছে বার্মিজ মার্কেট এলাকাতেও রয়েছে বেশ কিছু ঝিনুকের দোকান। তবে আজ আমরা এসেছি কক্সবাজারের সবচেয়ে পুরাতন ঝিনুক মার্কেট। এই ঝিনুক মার্কেটের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে। তখনকার দিনে এটি ছিল কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় ঝিনুক মার্কেট। এর অবস্থান কক্সবাজার শহরের কাছেই হলিডে মোড়ে, বর্তমানে বেড়াতে আশা বহু পর্যটক ই এই ঝিনুক মার্কেট খুজে পান না। যখন থেকে কলাতলী মোড় হয়ে পর্যটকগন চলাচল শুরু করেন তখন থেকেই জৌলুস হারায় এই ঝিনুক মার্কেট এবং নতুনভাবে সাগরপাড়েই গরে ওঠে বেশ কিছু মার্কেট। তবে কিছু পর্যটকগন আজো খুজে ফেরেন সেই পুরাতন ঝিনুক মার্কেট কারন হল এখানকার কারিগরাই এখনো তৈরি করে থাকেন সামুক ঝিনুক দিয়ে নান্দনিক সব জিনিষপত্র এবং নতুনভাবে গড়ে ওঠা দোকানগুলো এখান থেকে পাইকারি কিনে নিয়ে খুচরা বিক্রি করেন তাই ক্রেতারা এখানে অনেক কম দামে পেয়ে যান সকল প্রকার সমুক এবং ঝিনুকের তৈরি পন্যসমুহ। তাছাড়া এই পুরাতন ঝিনুক মার্কেটে আসলে একজায়গাতেই পেয়ে ঝিনুকের তৈরি সকল পন্যসমুহ। এখানে দেখতে পাবেন কিভাবে তৈরি করা হয় এসকল পন্য সেই প্রক্রিয়া। এই মার্কেটে পেয়ে যাবেন বেশ কিছু দুস্পাপ্য সংগ্রহ যা সচরাচর চোখে পড়ে না। এছাড়াও এখানে পাওয়া যায় মুক্তার তৈরি মালা, চুরি, কানেন দুল, কাঠের খোদাইকৃত ভাস্কর্য এবং নানা প্রকার তৈজসপত্র। এখানে আসলে দেখতে পাবেন ঝিনুক প্রক্রিয়াজাতকরণ এবং সামুক ঝিনুক থেকে কিভাবে তৈরি করা হয় নান্দনিক এসব বাহারি ডিজাইনর পন্য সমুহ।
কিভাবে আসা যায় পুরাতন ঝিনুক মার্কেট:
এই পুরাতন ঝিনুক মার্কেটে আসতে কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্ট বা লাবনী পয়েন্ট সহ কলাতলী রোডের যে কোন স্থান হতে রিক্সা বা অটোরিক্সা যোগে চলে আসতে হবে হলিডে মোড়, বর্তমানে যার ভাড়া রয়েছে জনপ্রতি দশ টাকা করে। এই পুরাতন ঝিনুক মার্কেটের অবস্থান হলিডে মোড়ে তবে এটি একটি দেয়ালের পেছনে থাকায় সরাসরি চোখে পড়েনা বিধায় হলিডে মোড় থেকে পঞ্চাশ মিটারের মত বা এক মিনিট পশ্চিমে কক্সবাজার এয়ারপোর্টের দেয়াল ঘেষে আগালেই পেয়ে যাবেন এই পুরাতন ঝিনুক মার্কেট। এছাড়া বাজারঘাটা, বড়বাজার বা বার্মিজ মার্কেট এলাকা থেকেও মাত্র দশ টাকা অটোরিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই হলিডে মোড এবং ঘুরে দেখতে পারেন ঐতিহ্যবাহী এই পুরাতন ঝিনুক মার্কেট।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
💚 কক্সবাজার সৈকতে সূর্যাস্ত - লাবনী সৈকত
• কক্সবাজার সৈকতে সূর্যা...
💚 রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, রামু || কক্সবাজার ভ্রমণ
• রাংকূট বনাশ্রম বৌদ্ধ ব...
💚 সেন্টমার্টিন দ্বীপে সূর্যাস্ত | সেন্টমার্টিন ভ্রমণ
• সেন্টমার্টিন দ্বীপে সূ...
💚 মাধবপুর লেক এবং চা বাগান, কমলগঞ্জ, সিলেট || সিলেটের দর্শনীয় স্থান
• মাধবপুর লেক এবং চা বাগ...
💚 আটঘর কুড়িয়ানা, বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার । বাংলাদেশের ব্যাকওয়াটার মার্কেট
• আটঘর কুড়িয়ানা, বাংলাদে...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#OldJhinukMarket
#JhinukMarket