কাল কি হবে আমরা কেউ জানি না, শুধুমাত্র আন্দাজ করতে পারি, অনেক অতীত থেকে বর্তমানে বলছেন, শেয়ার স্ক্যান্ডাল তো হয়ে গেছে, সেই কারণে আপনি বলতে পারছেন এত বড় রেলি,যে রেলি আপনি দেখালেন, টিকে থাকার সাহস আছে ওখানে, আপনি নিজেই লক্ষ্য করে বলুন তো আপনি হলে টিকে থাকতে পারতেন,
@BONGBINIYOG-f2v8 күн бұрын
অবশ্যই টিকে থাকব !; যদি আপনি কোন স্টকের ফান্ডামেন্টাল এনালাইসিস করেন এবং আপনার অ্যানালিসিস যদি পারফেক্ট থাকে, অবশ্যই টিকে থাকবেন। তবে বারবারই বলেছি একটা কোন প্যারামিটারে বিশ্বাস করা উচিত না। এর থেকে বেশি যদি জানতে বা বুঝতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিংক দেওয়া আছে যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে থাকি না বেরিয়ে যাই সব বুঝে যাবেন।