আমার মা পাশের ওই স্কুলের ছাত্রী ছিলেন। মায়ের মুখে অনেক বার শুনেছি এই রাজবাড়ির কথা। আমার মায়ের কাকা এক সময় ওই রাজবাড়ির দেখভাল করতেন এবং তার সুবাদে মা অনেক কাছ থেকে এই রাজবাড়িটিকে পর্যবেক্ষন করেছে।এই রাজবাড়িটিতে একজন রানি ছিলেন। তিনি এখন বেঁচে আছেন কিনা জানিনা। স্কুল চলাকালীন সময় পেলে আমার মা ওই রানির কিছু কিছু কাজ করে দিতেন। এখনো মাঝে মাঝে মাকে ওই খানে নিয়ে যাই তখন মায়ের পুরোনো কথা মনে পরলে মাকে চোখের জল ফেলতে দেখি।
@asifaj8631 Жыл бұрын
Rani akno beche ace kolkata ei take
@sunitimandal1922 Жыл бұрын
সত্যি ভীষণ ভীষণ ভালো। মন ভালো করার জায়গা। আরেকটা বৃন্দাবন আছে জানতাম না। মানস বাবুর জন্য আমরা জানতে পারলাম। মানস বাবু আমাদের জন্য অনেক কিছু করছেন। আপনি ভালো থাকবেন।
@abhishekchakraborty13584 жыл бұрын
বাংলার ইতিহাস কে সুন্দর ভাবে উপস্থান এর এই প্রচেষ্টা কে সাধুবাদ জানাই।
@girendas88432 жыл бұрын
Hi
@kaziharun1334 жыл бұрын
বিডিওটা প্রানভরে উপভোগ করলাম।খুবই ভাল লাগলো।পুরাতন রাজ বাড়ীর ধ্ব;শ হয়ে যাওয়া ইট পাথরে গড়া ইমারতের পাশাপাশি আমি চার দিককারপ পরিবেশটা দেখার চেষ্টা করি।এখানকার বিভিন্ন গাছ গাছালি,লতা পাতা ওআকা বাকা পথের মাঝে আমি আমার বা;লাদেশটাকে খুজে বেড়াই।মনে তখন আসলেই একটা অদ্ভুত অনুভুতি কাজ করে। মোঘল বাদশাহদের সাথে স;শ্লিষ্ট অনেক ঐতিহাসিক তথ্য জানার সুষোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
@gamingnitai90884 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
@los.p.p.54raj3 жыл бұрын
যেমন ভালো লাগে তেমন আশ্চর্য ও হই,,, অবহেলা দেখে। বাংলাদেশ থেকে দেখি
@arun.akdbkp2 жыл бұрын
কয়েকদিন যাবৎ আপনার চ্যানেলের ভিডিও গুলো দেখছি.. অসম্ভব ভালো কাজ করে যাচ্ছেন.. গ্রামবাংলার অবহেলিত অপরিচিত ইতিহাস কে তুলে ধরছেন যেভাবে, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে.. এগিয়ে চলুক মানস বাংলা.. শুভেচ্ছা রইলো।
@sushilbiswas88084 жыл бұрын
খুব সুন্দর একটা ঐতিহ্য পূর্ণ জায়গা দেখালেন ধন্যবাদ
@santoshroy30843 жыл бұрын
মাত্র দেড়শো দুশো বছরেই এতবড় প্রভাব শেষ!! পুরো বংশটাই হারিয়ে গেলো??? আর আমরা কেমন মরিচিকার পিছনে দৌড়াচ্ছি!!
@rakhiguharay71964 жыл бұрын
আপনার এত সহজ, সুন্দর আর তথ্য সমৃদ্ধ উপস্থাপন ! কৃতজ্ঞ রইলাম ।
@TravelWithKoushik4 жыл бұрын
দারুণ লাগলো ভিডিও টা আর এই রাজবাড়ি টাও.. মাছের এই পুকুর টা দেখতে একবার যেতেই হবে.. সুযোগ পেলেই ঘুরে আসবো.. ধন্যবাদ আপনাকে এই রকম একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য... এই রাজবাড়ি নিয়ে ইউটিউব এ এর থেকে ভালো ভিডিও আগে একটাও দেখিনি
@karunkumarbiswas69492 жыл бұрын
খুব ভাল লাগে হারিয়ে যাওয়া পুরান ইতিহাস। এ রকম আরওঅনেক কিছু যানতে চাই।
@sabyasaachipurkayastha21264 жыл бұрын
দারুণ দারুণ, সত্যিই খুব ভালো লাগলো, এইভাবেই অজানা ইতিহাস আমাদের সামনে তুলে ধরুন।
@udvasshishubhabnakendra3 жыл бұрын
খুব ভালো লাগলো আমার পৈতৃক বাড়ি জলসুতি গ্রামে! ছোটবেলায় বহুবার সোনারুন্দি রাজবাড়ী ঘুরতে গেছি ! আমার দাদু রাজবাড়িতে হিসাব রক্ষকের কাজ করতেন ! তখন ছোটো ছিলাম বলে রাজবাড়ীর ইতিহাস দাদুর কাছে জানা হয়নি ! বাবা সোনারুন্দি হাইস্কুলের ছাত্র ছিলেন! আপনার ভিডিও আমার অনেকদিনের ইচ্ছা পূরণ করলো!
@sisirjash40214 жыл бұрын
দাদা, এই সব দেখলে চোখে জল আসে । দারুন, মনে হয় ঐ দিন কবে ফিরে পাবো
@nitainaskar4 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭
@gamingnitai90884 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭
@palashranjanbhaumick55832 жыл бұрын
অসাধারণ! সুন্দর ধারাভাষ্য। খুব ভালো লাগছে হাতের কাছে হারিয়ে যাওয়া, অবহেলিত, বাংলার ইতিকথা দেখতে ও জানতে। আপনি সত্যিই এক মহত কাজে ব্রতী হয়েছেন। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! 💐💐💐
@sushobhandas83954 жыл бұрын
এই সোনারুন্দী গ্রামে যে উচ্চ বিদ্যালয় আছে সেখানে আমি পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি।ধন্যবাদ আপনাকে। অনেক কিছু মনে পড়ে গেল
@bablubaidya34994 жыл бұрын
I am very glad. Nice place. All the best 🌷
@jyotiysen32764 жыл бұрын
V ery nice
@saktidas72634 жыл бұрын
,ভালো লাগলো সকালবেলাটা
@nurulkarimsaiful81103 жыл бұрын
I.m Bangladeshi
@tapasbhattacharyya56762 жыл бұрын
আমি তিন বার গিয়েছি,অসাধারণ লাগে যায়গা টা।মানষ বাবুর বর্ণনা অসাধারণ, ইতিহাস নির্ভর।
@pankajdasgupta93222 жыл бұрын
এসব শুনি,দেখি আর কত ধরনের কত চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খায়। ধন্যবাদ, দাদা।
@tarunroy24994 жыл бұрын
সোনারুন্দী রাজবাড়ী বা বনওয়ারিবাগ আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে দর্শণ করেছিলাম। আজকে আবার আপনার মানস চ্যানেলের মাধ্যমে উক্ত ঐতিহাসিক স্হানটি দেখার সুযোগ পেয়ে খুব খুশি হলাম।এর জন্য মানস বাবুকে ধন্যবাদ জানাই।
@gamingnitai90884 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
@josephhossain29894 жыл бұрын
ঐতিহাসিক video গুলি দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
@subratamukherjee8254 жыл бұрын
খুব ভালো পরিবেশনা ,,,দারুনভাবে ভ্রমনটি উপভোগ করলাম ।অনেক ধন্যবাদ 😊😊🥰🥰🥰😍😍😍🤗🤗🙂🙂🙂
@mdsaddamhossain34983 жыл бұрын
Khub sundor laglo Dada.Eto Valo bhabe representation korar Jonno.
@asisdas99014 жыл бұрын
ভালো লাগল । বছর দুয়েক আগে সোনারুন্দি ভ্রমণ করে ছিলাম । আজ তা আপনাদের মাধ্যমে ফের দেখা হল । ধন্যবাদ । ভালো থাকবেন ।
@pobitraroy16624 жыл бұрын
Dada apnake thanks arokom video dekhanor jonno
@ariyanseikh82652 жыл бұрын
ভালো লাগলো, আমার বাড়ি সালার, তবুও আমি সোনা রুনদী রাজ বাড়ি দেখি নি, শুধু বাইরে র গেট টাই দেখেছি, ভেতরটা দেখি নি, ধন্যবাদ দাদা আপনাকে পুরো রাজবাড়ী দেখাবার জন্য
@fazlurrahman72893 жыл бұрын
Dada sunarundi Raj Bari deke valoi laglo.Aponake onek onek Donnobad.
@taposbhattacharyya34162 жыл бұрын
আমি ৫-৭ বার গিয়েছি,সত্যিই অদ্ভুত অনুভুতি হয়।আপনার তথ্য সমৃদ্ধ ভিডিও টা ভিষণ ভালো লাগলো।
@chitrachatterjee58194 жыл бұрын
Apnar itihas gyan khoob bhalo apnar commentry o sposto thanks
@AnuNazsh123._TI4 жыл бұрын
আপনার ভিডিও গুলো এত ভালো লাগে যে কি বলবো ভীষণ ভালো লাগে
@aruproy77283 жыл бұрын
Khub bhalo laglo, apnar video o barnana lib e sundor
@saswatimitra69274 жыл бұрын
Asadharon apurbo video... Murundi gram e Amar baper Bari..tai mon Ananda e vore uthlo...onekbar gechi Kolkata theke ei raajbarite
@lutfakhatun7442 жыл бұрын
সত্যিই অসাধারণ
@animapaul59294 жыл бұрын
Khoob bhalo laglo. Aamio valobasi emon jayga kintu now physically not possible so tomar video khoob enjoy kori
@chhanditamajumder12764 жыл бұрын
Khub valo laglo. Ebar nuton kichhu dekhte chai.
@narayanchandrasarkar90792 жыл бұрын
অসাধারণ।
@somudey29044 жыл бұрын
Khub sundor laglo.. Aasa kori r o valo valo golpo sunte pabo...
@rajibchakrabortyvlog9683 жыл бұрын
দারুণ হয়েছে দারুণ খুব ভাল লেগেছে
@abdurroufbhuiyan23063 жыл бұрын
very good video to focus history of local landlord/king
@sandipdeb99163 жыл бұрын
খুবই ভালো লাগলো ঐতিহাসিক জানানোর জন্য আমি খুবই ভালো বাসি পুরনো ঐতিহাসিক
@subho115554 жыл бұрын
Darun dada
@mallika1029 Жыл бұрын
osadharon❤❤
@rupachatterjee62103 жыл бұрын
খুব ভালো লাগলো দাদাভাই
@monoranjanghosh28723 жыл бұрын
Darun videography dada
@bablubaidya34994 жыл бұрын
ভীষন ভালো লাগলো দাদা। বড্ড দেরি করে ফেললাম। এতদিন যেন ইতিহাসের পাতায় বন্দি হয়ে পড়েছিলাম কিন্তু আজ যেন মুক্ত পাখি প্রান ভরে শ্বাস নিলো খোলা মাঠে সবুজ প্রান্তরে। জায়গা টি ভীষন সুন্দর লাগলো । আর আপনার সেই মনোমুগ্ধকর কাহিনী শুনতে শুনতে আবার ও বোধহয় ইতিহাস বন্দি হয়ে পড়লাম। এর ই মাঝে খুঁজছিলাম অতীত রাজবাড়ীর স্মৃতিমাখা কিছু ঘটনার কথা। যাইহোক অত্যন্ত ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন 🙏🌷💕
@gamingnitai90884 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
@yashhari76942 жыл бұрын
Darun khubi bhalo hoyeche video ta Aei rokom aro rajbari video banaben
@princesheikhraselcaptain51914 жыл бұрын
খুব ভালো লাগলো দেখে - এই রাজবাড়ী আমি একদিন গিয়েছি ! অনেক সুন্দর একটি জায়গা - নাবিক হওয়ার সুবাদে ইন্ডিয়া যাবার সুবাদে - এখানে যাওয়ার সুযোগ হয়ে ছিলো ! আজও মনে পড়ে - আর যাওয়া হবে না ! - প্রিন্স
@sribashchakraborty61293 жыл бұрын
খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ।
@nanigopalchatterjee21223 жыл бұрын
আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম বেশ ভালো লেগেছে l
@manojkumarnandi81334 жыл бұрын
Darun, Adbhut, ae rokom video er jonno thank you for all teem.
@gamingnitai90884 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭😭
@eliashshak99222 жыл бұрын
আমি বাংলাদেশ থেকে ধ্যনবাদ দাদা আপনাকে।
@dilipkumarbandyopadhyay98484 жыл бұрын
মূল্যবান ঐতিহাসিক সম্পদের উপস্থাপনা। সরকার এর রক্ষণা বেক্ষণ করুক।এটি পর্যটন কেন্দ্র হিসাবে বাংলার মানচিত্রে স্থান করে নিক।
ভালো লাগলো...... চলিতেছে এমনি অনাদি কাল হতে এবং চলিবে অনন্তকাল..... চ্যানেল টা সাবস্ক্রাইব করে নিলাম। From Bangladesh.
@manasbangla4 жыл бұрын
শুভেচ্ছা রইলো।
@chinmoymondal88503 жыл бұрын
Valo laglo bandhu tomar vdoti
@jayantamandal39744 жыл бұрын
Khub bhalo laglo...asa korbo aapnar ei video r sutra dhore paschimbanga sarkar ei raajbari punarudhhar er pathe egie aasuk.
@jayantasharma68382 жыл бұрын
খুব ভাল লাগল। কালের গর্ভে কি ভাবে সব বিলীন হয়ে গেছে। ভাবলে দুখঃ হয়।
@chandihazra65854 жыл бұрын
Video ta khub bhalo laglo. Amar shaiber sathe ei gramer smriti jariye achhe. Amar bari paser gram jaulia te. Ami Banwari bad Maha Rajar school e class five theke twelve parjanta (1979-1987)parasuna karechhi. Video ti dekhanor jannya bahut dhayabad.
@surovibanerjee67644 жыл бұрын
আমি এই রাজবাড়ী টি ২০০৩সালে দেখেছি। তখন রাজবাড়ী র ভিতরে গিয়ে ছিলাম।ঐ গ্রাম এ আমার এক আত্মীয় ছিল। তিনি আজ ইহলোকে নেই। তখন আমি ঐ রাজবাড়ী র এক সাদামাটা রানী কে দেখে ছিলাম। তিনি খুব সুন্দর হাতে বানানো নক্সা করা সেলাই দেখিয়ে ছিলেন। আমার খুব ভালো লেগেছিল। এখন হয়তো সবই লুপ্ত হয়ে গেছে।এত দিন পর আবার অনেক কিছু মনে পরে গেল মানসদা আপনার জন্য। খুব ভালো থাকবেন সবাই।💐💐💐💐💐 ।
@jayantamandal39744 жыл бұрын
Sei Sadamata rani ke Manas babu khoj korte paren. Ei rajbari samandhe aaro anek kichu jante parbo amra.
@tinkusikdar58324 жыл бұрын
খুব খুব খুব সুন্দর লাগলো দাদা ♥️ এতো সুন্দর একটি হারিয়ে যাওয়া ইতিহাসের সম্বন্ধে আপনার মাধ্যমে জানতে পেরে আমারও খুব গর্বিত বোধ করছি। যাইহোক যেখানে কৃষ্ণ ঠাকুর ছিলেন সেইখানের চারিপাশের যেই ঘর গুলি ছিলো তার অন্দর মহলের ঘরগুলি যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো। খুব ভালো থাকবেন দাদা ♥️ সুস্থ থাকবেন ♥️ আমার প্রনাম নেবেন ♥️
@ranimukherjee80294 жыл бұрын
Amar mama pishi r Bari sonarundi murundi . Khub bhalo laglo purano sai diner kotha
@animeshchowdhury88683 жыл бұрын
খুব সুন্দর। ধন্যবাদ
@tatinimondal31533 жыл бұрын
ছোটো দিদুন মানে ছোটো রানীমা বেঁচে আছেন। চন্দনা মাসিমুণি, ধ্রুব মেসোমশাই আছেন। দুর্গা পূজার সময় আমরা সবাই এক সাথে গ্রামের বাড়িতে বেড়াতে যায়।
@kuhelidas19011 ай бұрын
Ki vabe jabo Kolkata theke
@abulmannan48774 жыл бұрын
I am from Bangladesh thank you manos da to Show us the Old history but that time all the jamider was very othachary
@strangesanyal30564 жыл бұрын
Hindu jomidar der sompotti to vog korchis tora sala vikhari jat
@gamingnitai90884 жыл бұрын
@@strangesanyal3056 অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭
@gamingnitai90884 жыл бұрын
@@strangesanyal3056 অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
@indranilchatterjee81403 жыл бұрын
Video ta deka khube emotional hoi galam.. Amer mamar bari kacha . Valo laglo video ta. 👌👌👌👌
@skbasirali15324 жыл бұрын
আপনার জন্য পুরো পশ্চিমবঙ্গকে সুন্দর ভাবে জানতে পারছি। আমি বাঙালী ,আমি গর্বিত আমি বাঙালী।
@roufmollha88973 жыл бұрын
For your. Good work
@ArunSingh-ry2pt2 жыл бұрын
বহুত জেনিছিশ এইবার চূফ ঠাক।
@kashinathguha31043 жыл бұрын
অপূর্ব উপস্থাপনা।দারুণ লাগলো বন্ধু। দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বিশাল ইতিহাস লুকিয়ে আছে ওখানে। ভালো পিকনিক্ স্পট্ হতে পারে। ধন্যবাদ।
@khokonabdullah99164 жыл бұрын
আমি প্রত্নতত্ত্ব প্রেমিক, আপনার উপস্থাপিত আনুষ্ঠান উপভোগ করি বাংলাদেশ থেকে, অনেক শ্রম,সময়, অর্থ ব্যয় করে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@gamingnitai90884 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭
@keyaganguly463 жыл бұрын
আরও একটি মনছোয়া অসাধারণ ভিডিও দেখলাম। মনভরে উঠলো। তবে চিন্তা হয় এদের ভবিষ্যৎ নিয়ে। আপনার ইতিহাসের প্রতি নিষ্ঠা নিয়ে কি লিখব? শ্রদ্ধা জানাচ্ছি। কুন্ডহীত, বীররাজার ইতিহাস, রাজকন্যা ভদ্রার কথা, কর্নসুবর্ন আরও কত মূল্যবান ঐতিহাসিক সম্পদ চোখের সামনে আনলেন আপনি। আবার অনুরোধ জানাচ্ছি এই সব অতুলনীয় সম্পদ বইয়ের মাধ্যমে রক্ষা করার কথা। একটু ভাবুন এবিষয়ে। অনেক শুভকামনা জানাই। আরও ঐতিহাসিক রত্নভান্ডার দিনের আলোয় আসুক মানস বাংলার মাধ্যমে
@debroopbhattacharyya42674 жыл бұрын
Apurbo...khoob bhalolaglo
@hiyarmajhehiyan77854 жыл бұрын
Khub valo laglo..akta ajana sthan er kotha jante parlam..apnak onek dhonnobad....vlo thakben...r arokm aro video din etai chai
@sankarbose59283 жыл бұрын
অসাধারণ আটশো বছরের ইতিহাস তুলে ধরার জন্য, ধানবাদ
@aritreehalder75034 жыл бұрын
Khub sundor vedio ....onk kichu jnte parlm ....
@Ovishek19973 жыл бұрын
বেশ ভালো
@pranabanandachattaraj45884 жыл бұрын
Darun bhalo laglo post ta
@anandabanerjee79733 жыл бұрын
সত্যই এক দুর্দান্ত উপস্থাপনা। প্রচণ্ড উপভোগ্য হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আপনার প্রতিটি ভিডিওর মধ্যে এক রুচিসম্মত, বৈজ্ঞানিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় যা ইউটিউবের খুব কম ভিডিওতে পাওয়া যায়। আপনি এগিয়ে যান। আমি আপনার পাশে আছি।
@manasbangla3 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।
@aftabuddin33264 жыл бұрын
Khub valo laglo dada...ei vdeo post korar jonno dhannabad jani...
@jogenbiswas2294 жыл бұрын
অসাধারন তথ্যপূর্ণ ভিডিও।
@manasbangla4 жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা
@nachiketamondal60623 жыл бұрын
Khub valo laglo. Ai rajbarir bartaman malik ke o er bangshadharra aj kothay jana gelona. Rajbariti druta sangaskar, sanrakshan kore ak aitihasik parjantankendra hisabe gore tulle valo hoy. Vai ai rajbariti tomar videor madhyame janar janya asangkha dhanyabad.
@santanunaskar62383 жыл бұрын
আমরা 2014-15 এ একবার গিয়েছিলাম, কান্দি তে এক মাসির বাড়িতে বেরাতে গিয়ে।। বাসে করে গিয়েছিলাম।। আমরা পুরো রাজবাড়ী টা প্রায় ঘুরতে পেরেছিলাম।। উপরের দিকে ও উঠেছিলাম।। সে এক দারুণ অভিজ্ঞতা।।
@tanmaybhattacharjee99704 жыл бұрын
দারুন লাগলো মানসবাবু ৷ আবার একটা সুন্দর উপস্থাপনা আমরা পেলাম ৷ এমনিতেই আমার বেশ পঁছন্দের বিষয় রাজবাড়ি /জমিদারবাড়ির ইতিহাস ৷ বেশ কিছু পশ্চিমবঙ্গের রাজবাড়ি আমি ঘুরেছি ৷ শুধু খারাপ লাগে পশ্চিমবঙ্গের বেশিরভাগই রাজবাড়ি /জমিদার বাড়ি গুলো ভাঙাচুড়ো ভালোভাবে সংরক্ষন রাখতে পারেনি ৷খুব ভালো লাগলো সোনারুদ্ধি ইতিহাস জেনে ৷ শ্রদধা রইলো মানস দা ৷৷
@manojpatra86864 жыл бұрын
Vary nice.
@ikramahmed15814 жыл бұрын
Mosti
@guddudutta33084 жыл бұрын
Khub bhalo laglo kaku
@belimondal24214 жыл бұрын
সনারণ্ডি রাজবাড়ী।আমি দেখেছি।তার ইতিহাস নিয়ে কথা শুনতে পেলাম।ভিডিওটি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
@BeingEverywhere4 жыл бұрын
বেশ ভালো লাগলো ভিডিওটা। বাংলার বহু ঐতিহ্য আজ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া আমাদের সম্পদকে সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
@eloview45054 жыл бұрын
Good
@gamingnitai90884 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭
@gamingnitai90884 жыл бұрын
@@eloview4505 অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো 😭😭😭😭😭😭😭
@jrdas5013 жыл бұрын
দারুণ লাগলো
@aparnauttammodak89873 жыл бұрын
খুব ভালো লাগলো ইতিহাস তথ্য জানতে পেরে সমৃদ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা কৃতজ্ঞতার সহ আগামী নতুন তথ্যর অপেক্ষায় রইলাম।🙏🙏
@paramanandaray86334 жыл бұрын
সোনারুন্দির পশে মুরুন্দী আমার বাড়ি. এই সোনারুন্দি গ্রামে আমার পড়াশোনা . ভালো লাগলো .
@manasbangla4 жыл бұрын
খুব ভালো, আমার আত্মীয় আছে মুরুন্দীতে।
@paramanandaray86334 жыл бұрын
Apnar relative er nam ki ?
@manasbangla4 жыл бұрын
@@paramanandaray8633 পার্থ দা যার পদবী সিংহ তারা আমার আত্মীয় হন।পাশের গ্রাম বালুটিয়ার ডাক্তার সনত সরকার ও আমার আত্মীয় হন। আমি মাঝে মধ্যেই যাই।
@explorertvrangpurshazzadho98543 жыл бұрын
প্রিয় একজন ব্যক্তিত্ব। গত ১ বছর যাবত আপনি আমার অন্তরে জায়গা করে নিয়েছেন
@BaulBazarTv4 жыл бұрын
খুবই সুন্দর ভিডিও দেখে খুবই ভালো লাগলো ভাই
@manabipal45604 жыл бұрын
খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম ।
@nitainaskar4 жыл бұрын
অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাপোর্ট পাই না 😭 পিলিজ সাপোর্ট করো
@anjanpaul28473 жыл бұрын
খুব সুন্দর😍💓
@saikatsirsclassroom72014 жыл бұрын
খুব ভালো লাগলো দাদা..... আপনার উপস্থাপন ভঙ্গিমা ও দারুন এবং অবশ্যই তথ্য সমৃদ্ধ..... মন ছুঁয়ে যায় ভিডিও গুলি......ধন্যবাদ.....আরো অনেক এরকম ভিডিও পাবো ভবিষ্যতেও, এই আশা রাখি.....
@arpitapal74563 жыл бұрын
Khub sundar sottiy khub sundar
@ashokebanerjee26613 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা, ভালো লেগেছে, ধংসের দিকে চলে যাচ্ছে, সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে , পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত, বাংলার পুরনো ইতিহাস ,বাইরের রাজ্যের কথা বাদই দিলাম, বাংলার মানুষই ঠিক মত জানেনা, আর জানার আগ্রহও নেই, ঠিকমতো জায়গাগুলো সংরক্ষণ করা গেলে, পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত, সুন্দর প্রচেষ্টা, শুভেচ্ছা রইলো আরো অনেক অনেক ভিডিও দেখতে পাবো এই আশায় 👍👍👍
@rajlakshmimajumder13834 жыл бұрын
অসাধারণ লাগলো 👌👌👌👌
@bipuenterprise12003 жыл бұрын
darun lagse dada
@lutforrahman46892 жыл бұрын
Manas dada apnar prottek ti video amar khub bhalo lage apnar soujonne onek kichu Jante pari apnake onek dhonnobad ami Bangladesh theke bolchi
@abhinaba19804 жыл бұрын
Manas da asadharon laglo..apnar video manei kichu natun taththo janar sujog pai. Apnake salute korchi..