সাধন দা, আপনার পরামর্শ মতই গাছ করি এবং গাছের গ্রোথ ও ফুল ভালো হয়। কিন্তু বেশিরভাগ সময় পরে দেখা যায় pinch করার পরে একটিমাত্র ডাল থেকে একটিমাত্র শাখা বের হয় । এর ফলে গাছটি বেশি ঝোপালো হয় না , এইসব ক্ষেত্রে কি অনুসরণ করলে বেশি ডালপালা পাওয়া যাবে? আপনার উত্তরের আশায় রইলাম.....
@budstwigs5523 ай бұрын
আমি এই বিষয় একটি ভিডিওতে বলেছি, হয়তো সেটা দেখেন নি। গাছের যখন কচি ডাল বের হয় তখন, পিঞ্চ করে, নিচের পাতাও ছেটে দিতে হবে। সাথে PGR স্প্রে করুন।