আমাদের শরীরের জন্য দরকার সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, যোগ ব্যায়াম এগুলোর সব কিছুর সমন্বয় দরকার। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কার্যকরী পুরনো পদ্ধতিগুলোও রাখা উচিৎ। কিন্তু Modern Medical Science শুধু ব্যবসার দিকে নজর দেয়। শুধু দামী দামী ওষুধ আর ব্যায়বহুল টেস্ট করানোতেই তাদের বেশি আগ্রহ। ডাক্তারদের উচিৎ এগিয়ে আসা। ভুলভাল ওষুধের উপর নির্ভরতা কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং কিভাবে ওষুধের ব্যবহার কমিয়ে রোগীকে সুস্থ করা যায় সেই পদ্ধতি অনুসরণ করা উচিৎ।
@shyamalsarkar23203 жыл бұрын
To Dr. Saklayen Russel Sir, I'm from India(West Bengal). Professionally I'm a Post Graduate English Teacher in a Govt. High School. I regularly watch your each and every program attentively. Now I'm a huge fan of yours. All the programs performed by you are very effective and helpful. Thank you sir. God Bless You !
@asifrahman44003 жыл бұрын
উনি অনেক কঠিন ভাবে দেখিয়েছে। শ্বাস নেয়া এবং ছাড়ার ব্যাপারটা অনেকেই মনে রাখতে পারবেন না। সব থেকে সহজ হলো কোয়ান্টাম ইয়োগা। সেখানে শ্বাস নেয়া বা ছাড়ার কোনো ঝামেলা নেই। প্রত্যেকটি আসনেই দম স্বাভাবিক থাকবে।
@diaryoftuhin3 жыл бұрын
প্রায় দেড় বছর যাবত প্রচন্ড কোমর ব্যথায় ভুগছি। ওষুধ খেলে ব্যথা কমে যায়, ওষুধ বন্ধ করলেই ব্যথা শুরু হয়ে যায়। আজকে সকালে আপনার এই ভিডিওটি দেখে প্রথম দিনেই ভালো ফলাফল পেয়ে গেলাম। ধন্যবাদ এমন তথ্য ভিত্তিক ভিডিও দেয়ার জন্য।
@oporajitatithy60672 жыл бұрын
Best yoga mate review price kzbin.info/www/bejne/rofEp5tnlNaXp7M
@nishanpb52213 жыл бұрын
দীর্ঘ ১৫ বছর যাবত আমি কোমর ব্যাথার ভুগছি । আপনার বিভিন্ন ভিডিও দেখেছি। আজ Practical দেখিয়ে মহৎ উপকার সাধন করলেন । আশাকরি কোমর ব্যথার এবার উপশম হবে। কৃতজ্ঞতা আপনাকে
@morshedmiah78302 жыл бұрын
সর্বপ্রথম আমি আপনাদের দুজনের দীর্ঘায়ু কামনা করছি,,, আমি আপনাদের ব্যায়াম গুলো করে মাএ দুদিনেই ১ বছরের কষ্ট থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে ৮০% ব্যাথা থেকে মুক্তি পেলাম,,, এখন আমার প্রশ্ন হল এই ব্যয়াম গুলো দৈনিক কতবার করতে হবে?
@habibialbi54023 жыл бұрын
ধন্যবাদ স্যার এক মাস ধরে কোমর ব্যাথা আপনাদের ইয়োগা করছি নিয়মিত।আলহামদুলিল্লাহ ভাল উপকার পাচ্ছি।প্রতি দিন দুই তিনবার ইয়োগা করি।আপনাদের জন্য দোয়া রইল।।
@kaamruulhassan57232 жыл бұрын
নিয়মিত করে কোমর ব্যথা সেরে গেছে?
@pinakipratidin83014 жыл бұрын
স্যর আপনার মতো ডাক্তার পাওয়া খুবই দুষ্কর। যেন পাশের বাড়ির কেউ বা খুব প্রিয় কোনও প্রতিবেশী আমাদের চোখে আঙুল দিয়ে কিছু দেখাচ্ছেন। দেখাচ্ছেন ভাল থাকার, জীবনের বাঁচার রসদ। সর্বশক্তিমান ঈশ্বর আপনার মঙ্গল করুন। আরও বেশি করে।
@nitadhua37754 жыл бұрын
ভীষণ সুন্দর। এটা একটা খুব জরুরি বিষয়। আপনাকে এবং আশিসবাবুকে অনেক ধন্যবাদ। কল্যাণী, নদীয়া, প. ব.
@rumasarkar57396 ай бұрын
আমার জন্য এই video ভীষণভাবে কাজে লাগলো 👍👍
@chainayasmin91152 жыл бұрын
খুব সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ।
@ashispaul73053 жыл бұрын
Sir, India তে এখন অলিতে গলিতে জখম ও যোগা centre গড়ে উঠেছে। মানুষ ও যাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন। এই vdo টির জন্য ধন্যবাদ।
@mahfuzabegum49434 жыл бұрын
Assalamualikum. Dr sir এই ধরনের উদ্যোগ টা বেশ ভালো লাগলো।আল্লাহ্ আপনাকে ভালো রাখুক
@md.ronyhossainopu37773 жыл бұрын
যোগ আশিস দাদার সঙ্গে আমি গ্রামের বাড়িতে যেয়ে অনেকগুলো যোগ ব্যায়াম শিখেছি,এবং খুবই কার্যকরী ছিল ব্যায়াম গুলো।
@joyitasarkar58183 жыл бұрын
দাদা আসিস দাদার সঙ্গে যোগাযোগ করতে চাই
@hisamalimran67712 жыл бұрын
দাদা আমিও উনার সাথে যোগাযোগ করতে চাই।
@hisamalimran67712 жыл бұрын
যোগ আশীস দাদার সাথে দেখা করতে চাইছিলাম
@Dpkmnhfdox15 күн бұрын
কোথায় উনার বাসা
@md.ronyhossainopu377715 күн бұрын
@@Dpkmnhfdox যশোর জেলার বাঘারপাড়া থানা।
@shilpiislam63763 жыл бұрын
সত্যি তাই৷ ধন্যবাদ।। এভাবে পাশে থাকার জন্যে।। ডকটর।।।
@greenlifephysiotherapy39704 жыл бұрын
আপনার কথাগুলো শুনতে এবং বুঝতে খুব ভালো লাগে ধন্যবাদ
@SohelRana-913 жыл бұрын
আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে স্যার। আপনাকে ধন্যবাদ স্যার। এভাবেই আমাদের অনেক উপদেশ মূলক কথা বলে ভুল ধারনা গুলোকে ভেঙে দেন। শুভকামনা রইল স্যার।
@kazimohiuddin1802 жыл бұрын
আমার মনে হয় সবাইকে নামাজ পড়ার কথা বললে ভালো হয় তাতে ব্যয়াম হয়ে যাবে
@MasudSikdar-t6i5 ай бұрын
ভিডিও টি খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে প্রিয় স্যার ❤
@abutalebmiah62216 ай бұрын
খুব ভালো লাগলো। কোমর ব্যাথায় আর একটি আসন আছে সেটা হলো সেতু আসন। সেতু আসনও করা যেতে পারে।
@mdkofil55422 жыл бұрын
এই অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখতে পারবো কোমর ব্যাথা নিয়ে অনেক কষ্টের মাঝে আছি আপনারকে ধন্যবাদ আরু বেশী করে মানব সেবা করবেন মানবসেবাই পর ধম 🌹🌹🌹❣️❣️❣️
@salmaakter4594 Жыл бұрын
আসসালামু আলাইকুম, আমি সব সময় আপনার অনলাইন প্রোগ্রাম গুলো দেখে বিভিন্ন পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করি,
@subasuhan19273 жыл бұрын
খুব ই উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আমার বয়স ২৪ কোমর এ ব্যাথা ছিল আলহামদুলিল্লাহ এক দিন ইয়োগা করে ভালো উপকার পয়েছি
@raziuddinahmedrazu6077 Жыл бұрын
কোমড় ব্যাথায় ৪/৫ মাস যাবত ভুগতেছি, ডাক্তার দেখিয়েছি ও অনেক ওষুধ খেয়েছি, এখন আপনার এই ডিভিও টা পেলাম। দেখি কি হয়।
@Dpkmnhfdox15 күн бұрын
কমেছে?
@addarashor3 ай бұрын
খুব ভালো লাগলো আমিও রামদেব জির কাছে থেকে শিখেছি আমারও অনেক সেন্টার আছে
@Nevergiveup-lr9oc4 жыл бұрын
আপনি অনেক ভালো মানুষ স্যার। আমাদের প্রিয় সাক্লাইন স্যার। দোয়া রইল।
@ASPCManipulationTherapy4 жыл бұрын
good program. need proper assessment oe physical examination before starting any kind of exercise program or treatment
@mukulmozumder77543 жыл бұрын
সার আমার বাচ্চার বয়স 6 বছর কোমর ব্যথা অনেক বেশি 20-30মিনিট বসে থাকলেই ব্যথা বলতে থাকে ।দয়া করে কি বলবেন কোন ডাকতার দেখাবো
@oporajitatithy60672 жыл бұрын
Best yoga mate review kzbin.info/www/bejne/rofEp5tnlNaXp7M
Long hour restaurant job kori tai lower back pain feel kori . Ei exercise gulu kubi upokai
@md.jamilhossain37073 жыл бұрын
একটা কথা না বললেই নয়। আমি অনেক দিন যাবত ব্যাক পেইনে ভুগছি। গতকালই প্রথম এই ভিডিওটা দেখলাম আর ব্যায়ামগুলো করলাম। খুব খুবই ফল পেলাম হাতেনাতে। একটু বাড়িয়ে বলছি না। শুধু দুশ্চিন্তায় আছি এত দ্রুত ফল পেলাম বলে, এর পর আবার ডাবল ফোর্সে ব্যাক পেইন ফিরে না আসে! ধন্যবাদ আশিস স্যার ও স্যাকলাইন স্যার। দুইটা প্রশ্ন ছিল, এই যোগ ব্যায়াম গুলো সপ্তাহে কয়দিন করতে হবে? সারা জীবনই কি করতে হবে? ধন্যবাদ।
@parvinsultana2 жыл бұрын
Namaz ki kono yog theke kom 😘 Qur'an e sob ullekh ache kibhabe shorir susto rakha jai ❤️
Best yoga mate review kzbin.info/www/bejne/rofEp5tnlNaXp7M
@shireensultana35344 жыл бұрын
Thank you. Really inspirational!
@oporajitatithy60672 жыл бұрын
Best yoga mate review kzbin.info/www/bejne/rofEp5tnlNaXp7M
@rrridoy7244 жыл бұрын
Sir apnake kothy pawa jbe
@sukreetghosh45003 жыл бұрын
ধন্যবাদ 👍👍
@evanajoy2496 Жыл бұрын
🎉🎉🎉
@sadikgaming94343 жыл бұрын
Yes..sir.thank..u..very..much
@waliullah15958 ай бұрын
Masaallah
@Dpkmnhfdox15 күн бұрын
tnx dada
@Cpds123 Жыл бұрын
মাশাআল্লাহ মারহাবা 🌹🌹🌹🌹
@saifseoulseoul80364 жыл бұрын
Great job
@afrojarahman5690Ай бұрын
ব্যাথার সাথে কি ব্যায়ামগুলো করা যাবে?
@gopendrasarkar24643 жыл бұрын
Thanks for sharing
@reenareena11654 жыл бұрын
Nice. Nice. Nice. Video.thanks Dr
@mdkofil55422 жыл бұрын
কোন সময় করবো এবং খাবার খাওয়ার কতখণ পরে করতে হবে
@whatwant6764 жыл бұрын
Good
@dreamless6982 Жыл бұрын
এটা কোন সময় করতে হবে
@mdmannan12212 жыл бұрын
সালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ ডাঃ সাকলাইন রাসেল ভাই আপনি চেম্বার কোথায়
@nasimabegum48664 жыл бұрын
ডক্টর সাহেব, আমি আমেরিকা, একবার রাস্তায় সিলিপ খেয়ে পড়েছি, তখন কিছু হয়নি এখন অনেক সময় -- ব্যাম করার সময় । ব্যাথা লাগে হুম হুম ।।। কি ভাবে ইয়োগো করবো। আমি ডক্টর, দেখিয়েছি ডক্টর জানিয়েছে, ওটা মনের ব্যাপার স্যাপার। কিছু হয়নি। কোমর ব্যাথা চলে " একটু অলস আমি। ধন্যবাদ ডক্টর
@sandipdeb99163 жыл бұрын
খুবই ভালো লাগলো
@mounotamahru2821 Жыл бұрын
Tv
@nazmaakter28563 жыл бұрын
Where is Dr.Saklion. ldont know he is.
@sajumurmu22262 жыл бұрын
Thanks vai
@mdsohaghossain55384 жыл бұрын
স্যার অন্ডকোষের ভেরিকোসিল অপারেশন করলে কি পুরোপুরি সুস্থ হওয়া যায় নাকি কিছু দিনের মধ্যে পুনরায় হবার হবার সম্ভবনা থাকে? স্যার এই বিষয়ে একটি ভিডিও তৈরী করলে অনেক উপকার হত, এবং এই বিষয়ে আমরা একটি সটিক ধারনা পেতাম। স্যার আশা করি বিষয়টি গুরুত্তের সাথে নিবেন।
@rumiakter23563 жыл бұрын
এই ব্যায়াম কোন সময় করতে হয়।সময়টা বললে অনেক ভালো হত।
@nityakirtania64612 жыл бұрын
এইগুলো দিনে কয়বার করতে হবে।
@tapaskumarchaudhuri62904 жыл бұрын
এনিমিয়া নিয়ে একটী ভিডিও করলে খুব উপকৃত হবো।
@nazmaakter28563 жыл бұрын
অবশ্যই সবকিছু টানটান হতে হবে
@sattarsikdar72683 жыл бұрын
Welcome
@AnamikaSarkar-jt5wu4 ай бұрын
👌👌👌🙏
@sunlimunli34073 жыл бұрын
Thanks
@fahimgaming5944 жыл бұрын
Sir amn akta video er jonno onk din jonno w8 kortaselam.. thank you ❤️
@mohiuddin21513 жыл бұрын
স্যার আপনার নাম্বার কিভাবে পেতে পারি।আর আপনার কি চট্টগ্রামে কি চেম্বার আছে???